এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিপদে মোরে রক্ষা কর ....... মানে 'আত্মরক্ষা'

    কেলো
    অন্যান্য | ১২ আগস্ট ২০১২ | ১১৯৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 118.218.136.234 | ২৭ আগস্ট ২০১২ ০০:৪৬571160
  • " তার বাইরে কে কতটা কী নিতে পারে, সেটা তার ব্যক্তিগত টলারেন্সের ওপর নির্ভর করে। "
    ক। এটা প্রত্যেকটা পোস্টে বলে চলেছি। সব কিছুই ওকে যতক্ষন ছেলেটা খেলা ভাবছে । আমার দেখা কেস গুলো প্যান্ট খোলাকে খেলা হিসেবেই নিয়েছে। আবার হতেই পারে, চাঁটি কারুর ক্ষেত্রে বিশেষ ট্রমাটিক । তখন বন্ধ করা উচিত। বলা হয় 'আরে দেখছিস না, রেগে যাচ্ছে, বারবার, এবার বন্ধ কর'
    সমস্ত প্র্যান্ক প্রাইভেট এরিয়ায় হস্তক্ষেপ । তর্ক করার জন্য লজিক ঝারছি না। এগুলো ডে টু ডে প্র্যাক্টিকাল । আজ বাদে কাল যদি কোন ছেলে আমার ্ছেলের প্যান্ট টেনে নাবিয়ে দেয়, তাহলে সেটাকে কিভাবে প্লেস করব। টিচার প্রিিপ্লাল কে কম্প্লেন করব না সেই গল্পটা বলব যেখানে প্রায় ১০০ শ বছর আগে, ধরাধরি খেলতে গিয়ে কিছু দুস্শ্টু ছেলে ওর বাবার ঠাকুরদার ধুতির কাছা খুলে দিয়েছিল। মলেস্টেশান এর ক্ষেত্রে জিরো টলারেন্স সেটা আলাদা করে আর বলছি না।
  • riddhi | 118.218.136.234 | ২৭ আগস্ট ২০১২ ০০:৪৭571161
  • অরণ্য দা, না। সিনিয়রা জুনিয়রদের , এবং একি ইয়ারের ছেলেপুলেরা নিজেদের মধ্যে
  • riddhi | 118.218.136.234 | ২৭ আগস্ট ২০১২ ০০:৫২571162
  • একক, না। সিনিয়রদের এই ব্যবহার আমি উৎপীড়ন মানি না। সংখ্যার দিক থেকে দেখলে যদিও সেম ইয়ারের লোকজ্নের মধ্যেই বেশী হত । আর তাতিন যেটা বলল, ডিটো। এগুলো এই খিস্তানোর লেভেলেই ছিল। বিশেষ করে যাদের সাথে করা হচ্ছে, তারা গেম হিসেবে নিত।
  • tatin | 127.197.67.228 | ২৭ আগস্ট ২০১২ ০০:৫৩571163
  • বাচ্চাদের সঙ্গে কোনও কিছুই প্রায় সমানে সমানে নয়। আমার নিচের তলার বৌদি যখন বাবু খেয়ে নাও এবার বলে চোখ রাঙিয়ে মেয়েকে খাইয়ে কাজে বেরোন, তাও অসমানতা।
    প্যান্ট নামানোকে এক্ষেত্রে সমানে সমানে প্র্যাংক-এর লেভেলেই ধরা হচ্ছে, মলেস্টেশনকে আলাদা ব্র্যাকেটে ফেলে। আবশ্যিকভাবে 'কুচুকুচুটা কই রে' আর যৌন হেনস্থার মধ্যে পার্থক্য আছে।
  • ব্যাং | 132.167.216.35 | ২৭ আগস্ট ২০১২ ০৭:৩২571164
  • সকালে এসে গুরু খুলে অসম্ভব বিরক্তি আর রাগ হল।

    সোসেনের ১০:০২PMয়ের পোস্টের প্রতিটা শব্দে, প্রতিটা অক্ষরে ক্ক।
  • aka | 85.76.118.96 | ২৭ আগস্ট ২০১২ ০৭:৪২571165
  • বোঝো!! কবে শুনব মাথায় হাত দেওয়া আর টুংকু ধরে নাড়িয়ে দেওয়া একই লেভেলে ভালোবাসা দেখানো।
  • aka | 85.76.118.96 | ২৭ আগস্ট ২০১২ ০৭:৪৪571166
  • কোন ব্যক্তি টলারেন্স ফেন্স নয়।

    আমেরিকায় অন্তত প্রাইভেট পার্টস নিয়ে নাড়াচাড়া, প্যান্ট খুলে দেওয়া ইত্যাদি কোন প্র্যাংক নয়। প্রচণ্ড কড়া নিয়ম। সাসপেন্ড, রাস্টিকেট থেকে এক্সট্রীম কেসে ধারুন রবি।
  • rimi | 85.76.118.96 | ২৭ আগস্ট ২০১২ ০৮:০০571167
  • হ্যাঁ, আমারো এতো রাগ হয়েছে আর বিরক্ত লাগছে যে কিছু লিখতেও ইচ্ছে করছে না।
  • sosen | 126.203.187.132 | ২৭ আগস্ট ২০১২ ০৮:০৭571168
  • bb ,
    আমি এবার একটু অবাক হচ্ছি। আমি এর আগের পোস্টেও বলেছি- আমি তাতিনকে পাঁঠা বলিনি, উনি রক্তকরবীর রেফ টেনে দুনিয়াশুধ্ধু সকলকে পাঁঠার দলে ফেলতে চাওয়ায় আমি এটুকুই বলেছি যে মানুষ এক্সিস্ট করে, করেই।
    আপনার ছক্কা হাঁকানোর এনালজি নিতে পারলাম না বলেই আমি ক্রিকেট অনুরাগী নই? এ-ও কি অতি - সরলীকরণ নয়?
    আমার বিরুদ্ধ মত পোষণ করা এবং খোলা পাতা য় নোন ফর্ম অফ চাইল্ড মলেস্টেশন কে সমর্থন করা দুটো কি এক জিনিস?
    এবং সেই সমর্থনকারীর লজিক কে কোনো না কোনো ভাবে সমর্থন করাটাও কি বিচক্ষণতা ?
    একটি শিশুর বোধ হীনতার বা প্রতিবাদে অক্ষমতার সুযোগ নিয়ে কোনো বয়স্ক ব্যক্তি যদি তার স্বাভাবিক যৌনতার বিকাশের পরিপন্থী হয়ে দাঁড়ান, তাকে নিজের sex toy হিসাবে ব্যবহার করেন, তা চোখের সামনে দেখেও চুপ করে থাকাটাই বিচক্ষণতা? সেটি ই কি আপনি ও করবেন? নিজের সন্তানের ক্ষেত্রে, পাশের বাড়ির শিশুটির ক্ষেত্রে?
    যদি করে থাকেন, এ পর্যন্ত, তবে একবার শিশুটির সাথে কথা বলে জানুন। জানুন তার কি মনে হয়। পাবলিকলি একসেপ্টেবল ফরমস অফ কন্টিনুযাস মলেস্টেশন শিশুর মনে রেপ এর চেয়েও গভীর প্রভাব ফেলে।
    আর ওই "কই রে" আর যৌন হেনস্থার মধ্যে বিন্দুমাত্র ফারাক নেই। যাঁরা মনে করেন তাদের কনসেপ্ট এ বিরাট গন্ডগোল আছে। হেল্প দরকার, তাদের ও ।

    আমি আমার পোস্ট এর বক্তব্য থেকে এক বিন্দু ও সরছিনা।
  • ব্যাং | 132.167.216.35 | ২৭ আগস্ট ২০১২ ০৮:২৪571171
  • যা যা বলার ছিল, সব কিছুই সোসেন এত সুন্দর যুক্তি দিয়ে বলে দিচ্ছে।
  • a x | 118.207.195.138 | ২৭ আগস্ট ২০১২ ০৯:০৪571172
  • আমার একটা প্রশ্ন আছে। এই প্যান্ট টেনে নামানো বা বাচ্চার লিঙ্গ ধরে টানাটানি, এগুলো আমি শুনেছি, কখনও দেখিনি আমার আশেপাশে। এই খেলাতে কে মজা পায়? বাচ্চা এবং বড় দুজনেই? এবং এক্স্যাক্টলি কিসে মজাটা?

    ও একটা নয়, তিনটে প্রশ্ন হয়ে গেল। ছেলে না হয়ে মেয়ে হলে কি তার লিঙ্গতেও এইরকম কিছু করা হলে সেটাও খেলা? বা ধরা যাক মেয়ে শিশুর বুক ধরে টেনে দেওয়া হল, সেটাও মজার?

    নো জাজমেন্ট, জাস্ট কৌতুহল মানুষের চিন্তা ভাবনা নিয়ে।
  • rimi | 85.76.118.96 | ২৭ আগস্ট ২০১২ ০৯:১১571173
  • গুড কোশ্চেনস ঃ-))
  • aranya | 78.38.243.161 | ২৭ আগস্ট ২০১২ ০৯:১৩571174
  • করছে যখন বড়-রা, তারা মজা পায়, সন্দেহ নেই।

    তাতিনের ক্লেম বাচ্চারাও পায়, এইটা এমনিতে ডাউটফুল। তবে কোন বাচ্চাকে যদি শেখানো হয়, এটা একটা মজার খেলা, ব্রেন ওয়াশ আর কি, তবে হয় তো সে মজা পেতেই পারে।

    আম্রিকায় অ্যানুয়াল ওয়েল কেয়ার ভিসিটের সময় ডাক্তার বাচ্চাকে বলে দেখেছি - ডাক্তার ছাড়া কেউ যেন প্যান্ট না খোলে, প্রাইভেট পার্টস না দেখে ইঃ। ভারতেও শিশু চিকিৎসকরা এটা বললে পারে।
  • riddhi | 118.218.136.234 | ২৭ আগস্ট ২০১২ ০৯:১৮571175
  • পেডোফিল রা তো শিশুদের প্রতি যৌন আকর্ষন বোধ করে জানি। আমি যার প্রতি যৌন আকর্ষন করব তার যৌনাঙ্গ নিয়ে নাড়াচাড়া করব। নন-পেডো দের যৌন আকান্খা ঠিক যেমন হয়। তবে পেডোফিলিয়া কেন কিছু মানুষের হয়, সে নিয়ে জানি না।

    প্যান্ট টেনে নামানো - ডিব্যাগিং বা প্যান্ট্সিং বা আরো অনেক নাম আছে। আকা দা বললেন আমেরিকাই এর শাস্তি রেস্ত্রিকেশান ,তা সব স্টেটে এর জন্য প্রযোজ্য না। এখন কিছু দেশে এটাকেও সেক্সুআল এসল্টের আন্দারে আনা হয়েছে, কিন্তু প্র্যান্ক না এসল্ট এই নিয়ে দুনিয়া জুড়ে মতবিরোধ আছে। এটা ৩০-৪০ বছর আগে সেক্সুয়াল ক্রাইমের আন্ডারে পড়ত না। আমার মতে যা যেকোন প্র্যন্ক/মজা/খিল্লির উদ্দেশ্য এটারো সেটা - অন্য পক্ষের হিউমিলিয়েশান। আমার সীমিত অভিজ্ঞতায় এর সাথে কোন পার্টির সেক্সুয়াল গ্র্যাটিফিকেশানের কোন সিন নেই।
  • riddhi | 118.218.136.234 | ২৭ আগস্ট ২০১২ ০৯:২১571176
  • *রাস্ত্রিকেট
  • a x | 118.207.195.138 | ২৭ আগস্ট ২০১২ ০৯:২৬571177
  • আমার প্রশ্নগুলো বেসিকালি তাতিনকে ছিল।

    অরণ্য আর রিদ্ধির পোস্ট মিলে বুঝব যে এটা বাচ্চাকে হিউমিলিয়েট করে বড়দের মজা পাওয়ার খেলা?
  • bb | 127.195.172.190 | ২৭ আগস্ট ২০১২ ০৯:২৭571178
  • সোষেণ - সেই কথাটাই বলবো - বক্তব্যকে খন্ড্ন করুন , বক্তা কে নয়। তাতিন যা বলেছে, তা আমি নিজে দেখেছি, জানি, সেটাই বলেছি। তার ফলে কোন মতেই সেই মতকে সমর্থন করা নয়।
    এই যে নীতিবাগিশ লোকেদের বিরুদ্ধ মতাবলম্বীদের গুলি করার অভ্যাস এটা বড় পুরানো।কথায় কথায় আমেরিকা হাঁকানো লোকেদের বলি এত কিছুর পর সবচেয়ে বেশী চাইল্ড অ্যাবিউজ ঐ দেশেই হয়। আপনাদের কথা মত সেখানেই তো সবচেয়ে বেশী পাবলিক অ্যাওয়ারনেস, তাহলে কেন হয়??
    ব্যাপারটা হয় এটাই ভাববার বেশী, কেউ হয় বললে সেই নিয়ে তাকে গালি দেওয়ার চেয়ে।
  • riddhi | 118.218.136.234 | ২৭ আগস্ট ২০১২ ০৯:২৮571179
  • আগের পোস্ট টা স্কুল কলেজের সমবয়্সীদের নিয়ে ছিল।
  • bb | 127.195.172.190 | ২৭ আগস্ট ২০১২ ০৯:৩৩571183
  • @ ax হ্যাঁ - এটা একটা খুব নিষ্ঠুর খেলা যেটা যুগে যুগে সবল "মানুষে"রা করে দুর্বলের ওপর। সেই দুর্বল কখনও মেয়ে, ক্খনও ছোট বাচ্ছা, আবার জেলে, জাহাজে দুর্বল পুরুষ। এটা সেই সবলদের আনন্দ দেয় হয়ত।
  • aranya | 78.38.243.161 | ২৭ আগস্ট ২০১২ ০৯:৩৩571182
  • বিবি, ভারতে যত চাইল্ড অ্যাবিউজ হয়, তার খুব ক্ষুদ্র ভ্গ্নাংশ রিপোর্টেড হয়।

    আর আমি কিন্তু কোন আমেরিকা হাঁকাতে চাই নি, এই সব প্র্যাংক/মলেস্টেসন কমানোর একটা উপায় হিসেবে পেডিয়াট্রিস্ট-দের ইউজ করার কথা বলেছি। ডাক্তারে কিছু বললে সেটা বাচ্চা ও তার বাবা মা দু পক্ষেই সিরিয়াসলি নেবে, এই আর কি।
  • a x | 118.207.195.138 | ২৭ আগস্ট ২০১২ ০৯:৩৩571180
  • এই ডেটাটা কোত্থেকে এল, সবচেয়ে বেশি চাইল্ড অ্যাবিউসের?
  • aranya | 78.38.243.161 | ২৭ আগস্ট ২০১২ ০৯:৩৬571184
  • এই সব 'প্র্যাংক'-গুলো যদি মেয়ে বাচ্চাদের সাথে হয়, অক্ষ যেমন পয়েন্ট আউট করেছে, আর অ্যাডাল্ট পুরুষেরা করে, তবে মলেস্টেশন হিসেবেই দেখা হবে মনে হয় - শাস্তিযোগ্য অপরাধ।
    তবে এ ব্যাপারেও সেশ কথা তাতিন-ই বলবে।
  • কেলো | 127.99.185.224 | ২৭ আগস্ট ২০১২ ০৯:৩৭571185
  • কয়েকদিন আগে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর অবোধ শিশুটির অ্যবিউজের সম্ভাবনার কথা বলেছিলাম (পোস্টDate:25 Aug 2012 -- 12:55 AM)। দেখলাম গুরুর প্রায় প্রত্যেক মহিলা লেখক/সদস্য/পাঠক তাঁদের প্রতিক্রিয়া জানিয়ে গেছেন।

    সঙ্গত কারনেই আমি শুধু ব্যাংদি এবং তাঁর মত আরও যাঁরা এ ধরনের ঘটনায় রক্তচাপ বাড়িয়ে ফেলেন, চটজলদি কিছু একটা সমাধান করে ফেলতে চান, তাঁদের ওই পোস্ট পড়তে বারন করেছিলাম। আমার আশঙ্কা সত্যি করে শুধু তাঁরাই নন, গুরুর প্রায় প্রতিটি নারী সদস্য ওই একই মনোভাব ব্যক্ত করেছেন। এমনকি কুমুদির মত ঠান্ডা মাথার ধৈর্য্যশীল লোক পর্যন্ত। প্রত্যেকে একমত, যে আমার কিছু একটা করা দরকার।

    কিন্তু ঘটনা কি একটা? জীবনের বহু ঘটনাতেই তো কিচ্ছু করতে পারি নি, করতে পারছি না। সেগুলোর কি হবে?
    কিছু একটা করা উচিত? - অবশ্যই।
    প্রায় কিছুই না করা আমার অপদার্থতা? - অবশ্যই।
    চারপাশে কাছাকাছির মধ্যে এত ঘটনা চোখে পড়া আমার অসুস্থ মানসিকতার লক্ষণ? ... এটাতে 'অবশ্যই' বলতে পারলাম না, কারন আমার মনে সন্দেহ আছে।
    কাব্লীদা তাঁর Date:25 Aug 2012 -- 04:28 AM এর পোস্টে বলেছেন-
    "কেলোর সিচুয়েশনের কাছাকাছি আমিও পড়েছি। তবে আমি হাল ছেড়ে দিইনি - রেজাল্ট ভালো হয়নি - আমাকেও ওরা নির্বাসনে পাঠিয়েছে (আমেরিকায় থেকে আমি নাকি সকলকেই লম্পট ভাবতে শুরু করেছি, ইত্যাদি, ইত্যাদি)।"
    কাব্লীদার ৪০+ বছর আমেরিকাবাসের মত, আমারও কি ৪০+ বছরের নিরবচ্ছিন্ন ব্রাহ্মচর্য্যই ওই মেন্টালিটি তৈরির জন্য দায়ী? আমি কি সকলকেই লম্পট ভাবতে শুরু করেছি? নাকি কিছু কিছু লোককে বেছে বেছে ভাবছি? যাঁদের ভাবছি, তাঁরা কি সত্যিই লম্পট? নাকি পুরোটাই আমার মনের ভুল?
    ভাবতে গেলে মাথা গুলিয়ে যাচ্ছে, পরম্পিতা আমাকে রক্ষা করুন।।।।। রা না রা।।।।

    বন্ধুর মত নিকট আত্মীয় সম্পর্কেও একটি পোস্ট করতে ইচ্ছা করি, কিন্তু বিরাট করে লিখতে হবে। আমার মনের ভাবটি আপনাদের মধ্যে ইঞ্জেক্ট না করে দিলে আপনারা আমার দৃষ্টিভঙ্গীতে বিচার করবেন কি করে? তাই একটু বড় করেই লিখতে হবে। সময় লাগবে। সময় পেলে অবশ্যই লিখে দেব। ইশ্ ..যদি ডিডিদা বা কাব্লীদার মত এক লাইনে মহাকাব্য বলার ক্ষমতা আমার থাকত....

    সেইটে পড়ে আপনারা সবাই যে যা বলবেন তাই করব.. যদি বলেন (আমার) পাগলা গারদে যাওয়া আবশ্যিক, আমি তাতেও রাজী। 'কিছু একটা করা'র চেয়ে সেটা অনেক সহজ কাজ। :)
  • কেলো | 127.99.185.224 | ২৭ আগস্ট ২০১২ ০৯:৪১571186
  • বর্তমানে আপনারা দেখছি পুরুষদের ওপর পুরুষদের অত্যাচার বা বুলিয়িং নিয়ে আলোচনা করছেন।
    পুরুষদের ওপর বুলিয়িং, নারীদের মলেস্টেশন এর চেয়েও যেটা বেশী ঘটে সেটা হত তৃতীয় লিঙ্গের মানুষের ওপর শারীরিক মানসিক অত্যাচার।
    সে বিষয়টা কেউ তুলবেন না? পাইদিদি তো এ নিয়ে কাজ করছিলেন কিছুদিন আগে। তিনি বা অন্যকেউ?

    গুরুতে ভিন্ন লিঙ্গের কোন কন্ঠস্বর নেই?
  • oparhar chele | 24.99.193.25 | ২৭ আগস্ট ২০১২ ০৯:৪৩571187
  • tatin er chele meye hole jeno ekhane khabar pai. amar Tuntuni diye oke onek sukh diye asbo kosom se
  • তাতিন | 132.252.251.244 | ২৭ আগস্ট ২০১২ ০৯:৪৬571188
  • মেয়েদের সাথে তো করা হয় না। অযৌন ভাবে দেখলে একটা বাচ্চা ছেলের যৌনাঙ্গ তার কাছেও বেশ আকর্ষণীয় থাকে, গঠন ও ব্যবহারগত দিক থেকে। এই প্র্যাংকগুলোও সম্পূর্ণ অযৌনও হয়।
    হ্যাঁ, ব্রেনওয়াশ না করালে বা না বোঝালেও একটা সময়ে , প্রথমদিকে, বাচ্চারা নিজেও এটায় মজা পায় বলেই দেখেছি।
  • aranya | 78.38.243.161 | ২৭ আগস্ট ২০১২ ০৯:৪৭571189
  • কেলো, কি করলে সত্যি লাভ হবে, তা জানা না থাকলে কিছু না করাই শ্রেয়। 'কিছু একটা' করার আগে কোন কৌশলে, কি ভাবে এগোলে কার্যোদ্ধার হবে , সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া তো থাকতে হবে। না হলে হিতে বিপরীত হতে কতক্ষণ।

    আপনার সঙ্গে আছি। এখানে কিছু সাজেশন দিয়েছে লোকজন, আমিও, জাস্ট খারাপ লাগা থেকে। কিন্তু সত্যিই কি ভাবে এগোলে বাচ্চাটার ভাল হবে, আমি জানি না।
  • তাতিন | 132.252.251.244 | ২৭ আগস্ট ২০১২ ০৯:৪৯571190
  • মেয়েদের সাথে তো করা হয় না। অযৌন ভাবে দেখলে একটা বাচ্চা ছেলের যৌনাঙ্গ তার কাছেও বেশ আকর্ষণীয় থাকে, গঠন ও ব্যবহারগত দিক থেকে। এই প্র্যাংকগুলোও সম্পূর্ণ অযৌনও হয়।
    হ্যাঁ, ব্রেনওয়াশ না করালে বা না বোঝালেও একটা সময়ে , প্রথমদিকে, বাচ্চারা নিজেও এটায় মজা পায় বলেই দেখেছি।
  • ব্যাং | 132.167.216.35 | ২৭ আগস্ট ২০১২ ১২:২৮571191
  • কেলো,
    আপনার মনে হচ্ছে না কি আপনি যত এগোবেন বা এগোবেন কিনা আদৌ ইত্যাদি ভাব্ছেন, শিশুটির চারপাশে ভূতের ছায়া তত দীর্ঘ হচ্ছে? শিশুটির বাবামায়ের সাথে কথা বলা সম্ভব না হলে অন্তত অবোধ শিশুটির সাথে একটু কথা বলে দেখতে পারেন কি? শিশুটিকে অন্তত এইটুকু বুঝিয়ে দিতে পারেন কি যে কী ধরণের স্পর্শ একেবারেই গ্রহণযোগ্য নয় তার কাছে? এবং সেই ধরনের স্পর্শের সম্মুখীন হলে সে কী কী করতে পারে? আমার অসহ্য লাগছে, আপনি সব জেনেবুঝে বসে আছেন আর গুরুতে পোস্ট করছেন! এর থেকে ঢের ভালো হয় যদি আর কাউকে সম্ভব না হলেও পাঁচ বছরের শিশুটিকে তার কী করা উচিৎ সেটা বোঝানো যায়!
  • ব্যাং | 132.167.216.35 | ২৭ আগস্ট ২০১২ ১২:৩১571193
  • কেলো আপনি পরবর্তী পোস্ট করার আগে দয়া করে বাচ্চাটির কথা একটু ভাবুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন