এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিপদে মোরে রক্ষা কর ....... মানে 'আত্মরক্ষা'

    কেলো
    অন্যান্য | ১২ আগস্ট ২০১২ | ১১৯৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 132.161.174.198 | ০৩ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৩571294
  • মানে,টিকি মারা যায় না??
  • kd | 69.93.241.217 | ০৪ সেপ্টেম্বর ২০১২ ০৩:৫৯571295
  • কুমুদিদি, টিকি মারতে চাই না, আজ পর্যন্ত ওরা আমার কোন ক্ষতি করে নি। হ্যাঁ, ওরা দৃষ্টিকটু, কিন্তু সে তো আমিও অনেকের চোখে।
    টিকি আমার পছন্দ কেননা ওরা আরশোলার শত্রু। ওই যে বলে না, এনেমি অফ মাই এনেমি ইজ মাই ফ্রেন্ড।
  • ঐশিক | 213.200.33.67 | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৪৪571296
  • ঈঈঈঈঈঈঈঈঈঈঈ ঐশিক্দা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ভাবা যায় না।।। জাস্ট ভাবা যায় না।।। আমাকে কেলোদাও দাদা বলে ডাকছে !!!!!!!
  • কেলো | 233.176.229.74 | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১১:১৬571297
  • আপনি গুরুতে আর সবার চাইতে ছোট হতে পারেন ঐশিকদা, কিন্তু আমার চেয়ে ছোট হলেন কি করে? আমি যদ্দুর জানি আপনি তো বিয়ে টিয়ে কোরে জিন্দেগীর চতুরাশ্রমের দ্বিতীয়টিতে প্রবেশ করেছেন। আমার তো সবে পেত্থমটি।
    আমি আপনার তুলনায় বালোকমাত্র। :)

    না কুমুদি, টিকি মারা যায় না। বেআইনি। তাই হুঁকোবাবু বন্দুকের টইতে অত রাগ করেছিলেন। এটা ভেবে দেখুন বাচ্চা ছেলের হাতে বন্দুক দিলে সে তো এটা সেটা মেরে বেড়াবেই, তার কোন দায়িত্ববোধ আছে নাকি?
    আমার মতে সঠিক উপায় হল, আপনাদের ছানাপোনাদের প্রথমে পাড়ার রাইফেল ক্লাবে ভর্তি করে দেওয়া, তারপর তারা বেসিক ব্যাপারগুলো একটু শিখে/বুঝে গেলে, একটা ভাল বন্দুক কিনে দেওয়া। দেখবেন - তারা ভারতের মুখ উজ্বল করবেই।
    এ তো গেল বাচ্চা ছেলের দায়িত্ববোধের ব্যাপার। আচ্ছা আপনারাই বিচার করুন তো মেরিল্যান্ড পুলিশের ছাপ মারা পূর্নবয়স্ক শ্যুটিং ইনস্ট্রাক্টরের, নতুন অচেনা ছেলেকে রেঞ্জে ঢুকিয়ে দিয়ে নিজে বাইরে বিড়ি ফুঁকতে যাওয়া ঠিক কোন ধরনের দায়িত্ববোধ ?
    (হুঁকোবাবু আমার ওপর যা খেপবেন না!! ;) তবে যাই বলুন, শোধবোধ হয়ে গেল।)
  • kd | 69.93.199.236 | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৪571298
  • কলকাতায় পাড়ায় পাড়ায় রাইফেল ক্লাব? তা হবে হয়তো, মা বলেছিলো বটে। আমাদের বাড়ির পাশের মাঠে (মায়ের ঘরের জানলার পাশেই) রাত দুপুরে বন্দুক ছোঁড়া প্র্যাকটিস করতো। মা ওদের ডেকে বলেছিলো ওই প্র্যাকটিস দুপুরের দিকে করতে, রাতে বরং বোমা-টোমা বাঁধলে পারে, বুড়িটা একটু শান্তিতে ঘুমোতে পারে।
  • a | 75.204.229.11 | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:১২571299
  • কেলোবাবু ৪০+ ভার্জিন? এ হেহেহে ঃ)
  • kd | 69.93.199.236 | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৮571300
  • aর প্রশ্ন দেখে মনে হচ্ছে ও আমার থেকেও বুড়ো (মানে একেবারে সত্যযুগের)। ঃ)
  • কেলো | 233.176.229.74 | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৭571301
  • কাব্লীদা,
    আহা! সেসব কেলাবে আমি ছেলেপেলেকে ভত্তি করতে বলেছি নাকি? মুখ সেরকম 'উজ্জল' করতেও বলছি নাকি?
    কিন্তু, কলকাতায় ক্লাবের অভাব নাকি? আমার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ছিল সেন্ট্রাল ক্যালকাটা রাইফেল ক্লাব। তা - সেটা তো গেল জমানায় পোমোটারের পাল্লায় পড়ে মাল্টিস্টোরী দালান উঠে গেল। আইডিয়াল হাইটস, শ্যালদার ইষ্টিশনের পাশে।
    সেটা গেলেও এখনো দু দুটো ক্লাব ওয়াকিং ডিস্টান্সের মধ্যেই আছে। নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব আর হাওড়া রাইফেল ক্লাব। আর তার চেয়ে সামান্য একটু বেশী দুরে হল সাউথ ক্যলকাটা রাইফেল ক্লাব। সেটা আবার আপনার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে।
    তাই ভর্তি হতে চাইলে বা ছানাকে ভর্তি করতে চাইলে যে কেউ পাড়ার আশেপাশেই ক্লাব পেয়ে যাবেন। অভাব হবে না।
    IFG মানে 'ইন্ডিয়ানস ফর গানস' ফোরামে একটা চমত্কার রাইফেল ক্লাবের লিস্ট আছে। সারা ভারতের ক্লাবের খতিয়ান পাবেন তাতে। সময় পেলে খুঁজে বের করে লিঙ্কটা দিয়ে দেব।
    ওদের ওখানেই বন্দুকের দোকান আর বন্দুক প্রস্তুতকারকদেরও একটা চমতকার লিস্ট পাবেন। একেবারে নাম ঠিকানা ফোন নাম্বার সমেত। ঐশিকদা যা চাইছিলেন আর কি! ওটারও লিঙ্ক দিয়ে দেব।

    হ্যাঁ এ দা, কিন্তু তাতে কি? কার কোন পাকা ধানে মই দিয়েছি? ওরম দাঁত কেলিয়ে হাসছেন ক্যানো?
  • kd | 69.93.199.236 | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৫571302
  • আহা, পাকা ধানেই মই দিতে হবে কে বলেছে, কাঁচা ধানে দিলেও আমরা কেউ কিচ্ছু বলবো না। ঃ)
  • Hukumukho | 127.194.64.239 | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:০২571306
  • কেলোবাবু , আরে আপনি তো ভাল ই ইনফরমেশন দিচ্ছেন, এবং সঠিক। আমার এখন আসা হয় না। বহুদিন বাদে হঠাৎ এসে এই টইটা চোখে পড়ল। আবার উধাও হওয়ার আগে দুপয়্সা দিয়ে যাই

    ১) আপনি যা বলেছেন তা Home Defense হিসাবে কার্যকারী, রাস্তাঘাটে মেয়েদের হয়রানি এড়াতে এয়ার রাইফেল বাস্তবচিত নয়। সিরিয়াস পার্সোনাল ডিফেন্সের জন্য ফায়ার আর্মসের বিকল্প নেই। লাইসেন্সের ব্যাপারটা ম্যানেজ করে নিতে পারলে এটাই বেস্ট। ভারতীয় মেয়েদের ক্ষেত্রে .22LR ভালো ওপশন , কারণ রিকয়েল ম্যানেজেবল। তবে সত্যি বলতে কি আমি বলব বন্দুক না হলেও একটা অস্ত্র সাথে রাখুন। কারণ তাতে আপনার আত্মবিশ্বাস বাড়বে, বদ্লাবে শরীরী ভাষা আর চোখের চাউনি। যারা রাস্তাঘাটে এই নোংরামোগুলো করে তারা সাধারণত প্রতিরোধ্হীন নিরীহ শিকার খোঁজে। আপনার বাড়তি আত্মবিশ্বাসটা আপনার অজান্তেই প্রথম প্রতিরোধটা গড়ে দেবে।

    ২) বন্দুক ব্যবহার করা বলতে যতটা সোজা শোনায় বাস্তবে ততটা নয়। কারণ সেই বিপদের মুহুর্তে অ্যাড্রিনালিন ক্ষরণ ,এটার জন্য রেগুলার প্র্যাক্টিশ দরকার । আমরা বলি মাসল মেমরি ডেভলাপমেন্ট, Handgun Draw করা তাকে point করা, breathing hold করে ট্রিগার রিলিস করা। এটা বারবার করে যেতে হবে (গুলি ছাড়া , যাকে বলে Dry Practice ) তবে আসল সময়ে ন্যাচারাল রিফ্লেক্সে ব্যাপারটা ঘটবে। এটাই কমব্যাট শুটিং এর প্রথম পাঠ। এবং এটা যেকোন অস্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য।

    ৩) হোম ডিফেন্সের ক্ষেত্রে একটা ভালো সার্ভিলেন্স সিস্টেম লাগান ক্যামেরা সহ। এটা খুব হেল্প্ফুল । এছাড়া সম্ভব হলে একটা ভালো কুকুর পুষুন। তবে ঐ পুষি বেড়াল মার্কা নয়। GSD, Doberman, Terrier শ্রেণীর হলে ভালো হয়। স্ট্যাটাসে না আটকালে পাড়ার নেড়ীও (মদ্দা হলে ভালো) পুষতে পারেন । স্প্যানিয়েল, স্পিৎজ বা পাগ পোষার থেকে ভালো অন্ততঃ এই ধরনের ক্ষেত্রে।

    ৪) নিজে ফিট থাকুন। আত্মরক্ষার ক্ষেত্রে এটা খুব জরুরী।

    ৫) যারা এয়ার রাইফেল রাখতে চান তারা সাধারণ পিলেট্স এর বদলে .22 ডার্ট কিনে রাখতে পারেন। ধর্মতলায় বন্দুকের দোকানে পেয়ে যাবেন। কিন্তু এই ধরনের সিচুয়েশন ছাড়া ব্যবহার করবেন না। এগুলো ব্যারেলের রাইফ্লিংয়ের বারোটা বাজিয়ে দেয়। কিন্তু বডি টার্গেটে ইম্প্যাক্ট বেশী করে।

    @কেলোবাবু মেরীল্যান্ডের সেই বং নিজেকে এক্সপিরিয়েন্স্ড শুটার হিসাবে দাবী করেছিল । রেঞ্জের ফর্মেও একই কথা লিখেছিল। কেউ মিথ্যে বলে নিজেকে অভিঞ্গ্য প্রতিপন্ন করে ছড়ালে তার দায় আমার নয়। যদিও তাকে আমি স্বীকারোক্তির অনেক সুযোগ আগে দিয়েছিলুম কিন্তু সে শোনেনি। আর সেও পূর্ণবয়স্ক বাঙালী ছিল কোনো বাচ্চা শিশু নয়।

    সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর সুস্থ থাকবেন।
  • কেলো | 233.180.180.244 | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:০৭571307
  • আপনার ওপরের লেখাটা পড়ি নি..

    না পড়েই অনুরোধ..... আপনি যাবেন না। দয়া করে কিছু লিখুন।
  • Lama | 127.194.240.169 | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৮:৩৯571308
  • হুঁকোদা, মাঝে মাঝে উধাও হয়ে যান এটা খুব খারাপ করেন কিন্তু।

    লাখ কথার এক কথা বলেছেন। বন্দুক একখানা সঙ্গে থাকলে আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়, এমনকি সেই বন্দুকে গুলি না থাকলেও।

    তবে হ্যাঁ, তোমার বন্দুক যারে দাও তারে বহিবারে দাও শকতি। ন্যূনতম একটা মনের জোর না থাকলে বোধ হয় বন্দুকের সদ্ব্যবহার হবে না। বরং অপব্যবহার হয়ে যেতে পারে। এই যেমন, বন্দুক পিস্তল যৎসামান্য ঘাঁটাঘাটি করেছি (খুবই সামান্য- স্মিথ অ্যান্ড ওয়েসন সিভলবার আর পয়েন্ট টু টু রাইফেল )। ওস্তাদেরা পিঠও চাপড়েছে দুচারবার। কিন্তু কাল সন্ধ্যেয় যদি চারটে ছিনতাইবাজ ঘিরে ধরে, আর ঘটনাচক্রে ঠিক সে সময় আমার ট্যাঁকে একপিস বন্দুক থাকেও, সাহস করে সেটা বার করতে পারব কিনা, আদৌ সেটার কথা মনে পড়বে কিনা, বার করলেও সেটা চালানোর মত ধক হবে কিনা- নিজেও জানি না।
  • ডিডি | 132.167.33.132 | ০৮ সেপ্টেম্বর ২০১২ ১৯:০২571309
  • ও মামা। এতো অর্জিন্যাল হুঁকোবাবু !!!
    আরে, আপনে এতো ছটফটে ক্যানো? মনে হয় সব সময়েই হুলিয়া তাড়া করে বেড়াচ্ছে। স্থির হয়ে বসুন, চিত্ত একাগ্র করুন। আত্মাকে অন্তর্মুখী করুন।

    হোলো?

    তো এবার প্রশান্ত চিত্তে বন্দুকের কথা কয়ে যান।
  • nina | 78.34.167.250 | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২১:২৫571310
  • বন্দুকের কথায় বড্ড ভয় নাগে---এদেশে আজকাল এত এই জিনিষের অপব্যাবহার হচ্ছে ---কথায় কথায় স্কুলের ছোট ছেলেরাও দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলছে হাতে ঐ জিনিষটি পেয়ে---কে জানে! ভয় লাগে --
    তবে হুঁকোবাবু আপনার কথা শুনতে বড় ভাল লাগে--অনেক অচেনা অজানার সঙ্গে পরিচয় হয়--যাবেন্না। আর একটুক্ষণ বসুন আর একটু কথা বলুন----
  • nina | 78.34.167.250 | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২১:২৯571311
  • কেলোদাদা
    আমাদের পরিবারের একটি মেয়ে বন্দুকবিশারদ--কলকাতায়----কুহেলী গাঙ্গুলী --তবে দেশে ওটা এখনও বোধহয় শুধু কম্পিটিশনে যাবার জন্যই শেখে--নয়?
    আত্মরক্ষার জন্য--ঐ যেমন লামা বল্ল---রক্ষকই না ভক্ষক হয়ে যায়--মানে আমার বন্দুক কেড়ে আমাকেই মেরে দেবে---
  • de | 130.62.162.132 | ০৮ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৩571312
  • হুঁকোদাদা, অনেকদিন পর--

    আরো লিখুন, আপনার সেই বন্দুকের টইয়ের লেখাগুলো এখনো খুলে দেখি কখনো --
  • কেলো | 233.180.181.11 | ০৯ সেপ্টেম্বর ২০১২ ০১:৫৮571313
  • হুঁকোমুখোবাবু,
    ওরকম দু পয়সা দিয়ে চলে গেলে হবে না। আপনার কাছ থেকে ১০০% মানে এক টাকাই চাই।
    'ভালই তো ইনফরমেশন দিচ্ছেন' - বলে কাটিয়ে দিলে চলবে না। এসব নীরস হাবিজাবি 'ইনফরমেশন' কেউ চায় না। লোকে চায় অজানা গভীর বিষয় সোজা করে জানতে। আপনি তো ঠিক সেটাই করছিলেন। তাই দেখুন, কতদিন পরেও আপনার সামান্য ছায়াটুকু দেখেও আমরা কিরকম হামলে পড়েছি। আমাদের এই উত্সাহের দামটুকু দেবেন না? স্রেফ দু পয়সা দিয়ে গেলে হবে নাকি? আমরা তো ১০০% ই চাই।

    আপনি যেভাবে লিখছিলেন, যা লিখছিলেন, সেটা আর অন্যভাবে হয় না। হয়ত বাংলা ভাষায় সেটা আর কোথাও নেই। অনেকবার আপনি রাগ করেছেন, বিরক্ত হয়েছেন আমাদের অজ্ঞতা দেখে। কিন্তু দেখুন এত বকুনি খেয়েও আমাদের উত্সাহ বিন্দুমাত্র দমে নি। আমরা জানি আপনার আরও গুরুত্বপূর্ন বহু কাজ আছে। গুরুতে লেখা হয়ত আপনার কাছে সত্যিই সময়ের অপব্যয়। কিন্তু মুস্কিল হল ওই জিনিস আপনার কাছে ছাড়া কারো কাছে পাচ্ছি না যে। খাঁটি তো দূরের কথা ভেজাল পেলেও খুশী থাকতাম।

    এই টই পড়লেও দেখতে পাবেন দে দি, ঐশিকদা, স্যানদিদির মত অনেকে ইন্টারেস্ট দেখিয়েছেন এই পথে হাঁটার। আপনারা যে কাজ সরকারের এবং মন্ত্রীদের দরজায় দরজায় ঘুরেও করে উঠতে পারছেন না, এখানে সামন্য দু চার লাইন লিখেই সেটা করা সম্ভব। নানা বয়সের বহু মানুষ যদি বন্দুকের 'মজা' বুঝতে পারেন, এবং স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন আপনাদের আন্দোলনে, তবেই সে আন্দোলনের সার্থকতা। নয়ত যাঁদের জন্য আপনারা 'অধিকার' ছিনিয়ে আনতে চাইছেন তাঁদেরই তো হুঁস নেই সে সম্পর্কে। দাগী অপরাধী আর রাজনৈতিক নেতারা বন্দুক বাগিয়ে ঘুরবে চারিদিকে আর আমরা সাধারন মানুষ ধরে নেব সেটাই স্বাভাবিক। কারন - আমরা তো কিছুই জানি না বন্দুকের বিষয়ে। তাই বলছিলাম, আইন বা ইনফরমেশন বাদ দিয়ে মূল কোর বিষয়গুলো নিয়ে লিখুন না দু চার লাইন- ছমাসে ন মাসে বা দু বছরে। লোকে জানুক বুঝুক তারা কি হারাচ্ছে। চোখ ফুটলেই তারা ঠিক নিজের অধিকার বুঝে নেবে।

    আমি তো আপনাদের মত অত জানি টানি না, কিন্তু ফ্রী সফটওয়্যার মুভমেন্টের মত এটাকেও ভালবেসে দু একটি লোক আনতে পেরেছি। ঠিক যে ভাবে আমার ধরানো GNU/Linux এ দু চারটি লোক হুকড্, ঠিক সেভাবেই এই শ্যুটিং স্পোর্টসেও আমার টেনে আনা দু একটি লোক হুকড্। আমার ভালবাসার জগতে এটুকুই আমার কন্ট্রিবিউশন। আর হ্যাঁ, বন্দুকের লাইনে আমার লেটেস্ট শিকার হল গিয়ে - রাহুলের পিসিমা.....
    :)
  • কেলো | 233.180.181.11 | ০৯ সেপ্টেম্বর ২০১২ ০২:০৪571315
  • হ্যাঁ নীনাদি, কলকাতায় শ্যুটারদের সার্কেল এমন কিছু বড় না। ঠিকই কোনদিন কুহেলী গাঙ্গুলীকে দিয়ে দেখবেন আপনাকে প্রণাম পাঠিয়ে দিয়েছি। :)
  • nina | 78.34.167.250 | ০৯ সেপ্টেম্বর ২০১২ ০২:০৯571316
  • ওম্মা কেলোদাদা--আমি অপেক্ষায় থাকব সেইদিনের ঃ-)
    কুহেলী (মুনমুন) বড় ভাল মেয়ে---
  • কেলো | 120.227.241.102 | ০৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৭571317
  • ইনফরমেশন।।। ইনফরমেশন।।। ইনফরমেশন।।।

    বেরিয়ে গেল.. বেরিয়ে গেল... বেরিয়ে গেল...
    http://preciholesports.com/index.html

    .22 ক্যালিবারের ওরায়ন মডেলের দাম করেছে আট হাজার পাঁচশো টাকা। কলকাতায় ধর্মতলার জে. বিশ্বাস ডিলার। জে. বিশ্বাসের জয়বাবুর সঙ্গে কথা হয়েছে দুদিন আগে। উনি বললেন অলরেডী অর্ডার প্লেস করে দিয়েছেন প্রিসিহোলে। সপ্তাহ দুয়েকের মধ্যে 'মাল' এসে যাবে।
    আমি নিজে ওরায়ন বা পেগ্যাসাস নিয়ে কি করব! আমায় তো কেউ মারতে টারতে চায় না। বৌ, বাচ্চা, সম্পত্তি কিচ্ছু নেই, যে তাদের রক্ষা করার দরকার হবে। ফলে আমার দরকার কেলাবে প্যাঁদানোর জন্য একটি মোলায়েম নিখুঁত 'SX100 Club'। কিন্তু জয়বাবু হতাশ করলেন, বললেন .177 ক্যালিবারের বাজারে কাটতি নেই বলে উনি শুধু .22(ওরায়ন) আনতে দিয়েছেন। কি কেলো বলুন তো .. :(

    'মাল' টার চেহারা দেখেছেন ? কে বলবে ঐ জিনিস ভারতে তৈরী। তার ওপর ওই দামে !!

    ওদের ওয়েবসাইট অবশ্য এখনো পুরোপুরি তৈরী নয়। গতকাল সবে চালু হয়েছে। কয়েকদিনের মধ্যে ডিটেলস পেয়ে যাবেন আশাকরি।
    _______________________________________________

    যাগ্গে.. এত বিজ্ঞাপন টিজ্ঞাপন করলুম, শেষে গুরু থেকে বের না করে দেয়। তবে বিশ্বাস করুন, ব্যাটারা আমায় এক পয়সা কমিশন দিচ্ছে না....
  • Hukomukho | 127.194.73.230 | ০৯ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪০571318
  • আরে আপনারা তো আমাকে রীতিমত লজ্জায় ফেলে দিলেন দাদারা ঃ)) এত গুরুত্ব দেওয়ার মতন কোন হনু আমি নই। নিতান্তাই সাদামাটা আলুপোস্ত খাওয়া বাঙালী আমি । বন্দুক নিয়ে আমি প্যাশনেট তাই সেটা নিয়ে একটু আধটু চর্চা করি এই যা। তবে সত্যি বলতে কি এইভাবে সবাই বলার পরে আমি কিছু না লিখলে সেটা নিজের কাছেই একরকম অভ্যবতার পর্যায়ে চলে যায়। নিজের ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠে না আসলে। তবে কথা দিলাম নিয়মিত না হলেও সময় পেলেই লিখব।

    কেলোবাবু , আপনি কি NCRC এর মেম্বার তাহলে খোলস ছেড়ে বেরিয়ে আসুন। সামনেই স্টেট শুটিং চ্যম্পিয়নশিপ , আমি পিস্তলে রিপ্রেস্ন্ট করছি। রবিবার ক্লাবে আসুন জমিয়ে আড্ডা মারা যাবে। যদিও আমি জানি না আমরা উভয়ে পূর্বপরিচিত কিনা ঃ)

    নীনাদি, কুহেলীদির সাথে আমার রেগুলার দেখা হয়। ভারতের শুটিং স্পোর্ট্স এই মহিলার কাছে চিরকৃতঞ্গ থাকবে। ২০ বছরের অধিক সময় ধরে এত লম্বা স্পোর্ট্স কেরিয়ার এক শচীন ছাড়া আর কারুর আছে কিনা আমার জানা নেই। কুহেলীদি এখনো নতুন শুটারদের জন্য প্রানপাত পরিশ্রম করে চলে।
    আমার এক ঘনিষ্ঠ বন্ধু জয়্দীপ কর্মকার (এখন রীতিমতন বিখ্যাত) তার শুটিং কেরিয়ারে কুহেলীদির কাছে অনেকাংশে ঋণী। সেও আমাদের ক্লাবে আসে নিয়মিত য্খন কলকাতায় থাকে। আরেক জনের ক্থাও বলতে হয় দীপেন গাঙ্গুলি। দীপেন জেঠুও এই অশক্ত শরীর নিয়ে এখনও বাংলার শুটারদের জন্যে লড়ে চলেছেন। বাবা মেয়ের এই জুটির কাছে ভারতের অনেক শুটারদের অনেক ঋণ আছে।

    আপাতত এই পর্যন্তই পরে আবার ঝাঁপি খুলব। আমার গিন্নি বন্দুকে ভয় পায় না, আর এখন খেতে যাওয়ার জন্যে রীতিমতন থ্রেট দিচ্ছে আমাকে ঃ) আলোচনা চলুক । আমিও থাকব আপনাদের সাথে।
  • Hukomukho | 127.194.69.111 | ০৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৩571319
  • কেলোবাবু অসংখ্য ধন্যবাদ লিংকটির জন্য।
    যারা দেশে বসে বিদেশী এয়ারগান/রাইফেল কিনতে চান তাদের জন্য একটি লিংক
    http://relishsports.com/

    অবিশ্যি এটা এখনো পুরোপুরি চালু হয়নি, তবে যে দাম ওখানে দেওয়া আছে তাতেই যদি জিনিষ পাওয়া যায় তাহলে সেটা স্বপ্ন।

    আমিও আশায় আশায় বসে আছি ঃ)
  • কেলো | 233.180.180.142 | ০৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৭571320
  • রেলিশস্পোর্টসের দাম সবাই কম বলছেন কেন হুঁকোবাবু? আমার তো সঠিক দাম নিচ্ছে বলে মনে হয়। পিরামিড বা অন্য কোম্পানী থেকে কিনলে যেটা হত, সেটা হল.. কাস্টমসের হাঙ্গামা। কবে আসছে, কোথায় আসছে, তার পোর্ট অব এন্ট্রি, এদিক থেকে ক্যুরিয়ার কোম্পানীর কাছে সমস্ত অরিজিন্যাল দিয়ে অপেক্ষা করা। এবং সর্বোপরি তার পরেও কাস্টমসের খামখেয়ালীপনায়, দামী বন্দুক আটকে যাওয়া।

    জাফর সায়েবের রেলিসস্পোর্টস চালু হলে এই ঝামেলাটুকু কমবে হয়ত। ওরা তো দাবী করছে স্রেফ অর্ডার করে ডকুমেন্ট দিয়ে বসে থাকলে বন্দুক বাড়ি পৌঁছে যাবে।এরকম হলে এই স্পোর্টসের লোকজনের কাছে সত্যিই স্বপ্ন।
    আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে জানেন? এরকম একটা ব্যাবসা কোনমতেই সরকারী ছাড়পত্র পেতে পারে না। মানে আগেকার দিনে পেত না। কিন্তু এই যে মাল্টিব্র্যান্ড রিটেল নিয়ে ডামাডোলের বাজার , এরি মধ্যে ছাড়পত্র পেয়ে গেল।
    জাফররা যা যা বেচবেন বলছেন সেটা বিদেশী পণ্যের মাল্টিব্র্যান্ড রিটেল ছাড়া আর কিছুই না। ওই রেলিস্পোর্টসের সাইট দেখুন, কোন বিদেশী স্টকিস্ট এর সঙ্গে টাইআপ না থাকলে অত ভ্যারাইটি মাল ওই দামে কমিট করার সাহস কেউ পাবে না।
    এইভাবে কি সরকার আমাদের 'সুবিধা' পাইয়ে দিয়ে মাল্টিব্র্যান্ড রিটেলে অভ্যস্ত করাতে চায় ?

    হুঁকোবাবু. যদি সম্ভব হয় নিশ্চয় আসানসোল যাব। ৩০,৩১,১ তাই না?
  • কেলো | 233.180.180.142 | ০৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৫571321
  • রেসিস্পোর্টসের পেছনের গল্পটাও একটু বলে দেবেন নাহয় হুঁকোবাবু, নয়তো যাঁরা এখানে আসেন সবাই কি আর বন্দুক এক্সপোর্ট ইমপোর্ট সম্পর্কে বিশদ জানেন ?
    কি করতে হয়, কি করতে হত, এখনই বা একটা বন্দুক কিনতে গেলে কি অবস্থা সেটা একটু জানান না সময় করে।

    আরও ভাল হয় যদি এ বিষয়গুলো নিয়ে বলেন-

    *ভারতবর্ষে রাইফেল ক্লাবের ইতিহাস।

    *কি করে রাইফেল ক্লাবে ভর্তি হওয়া যায়

    *ভর্তি হবার পর ঠিক কি কি শেখায়

    *তার পর কিভাবে ধাপে ধাপে উঠে সেই আপনার গল্পের মেরিল্যান্ডের বং ছানার জায়গায় পৌঁছাতে হয়। ইত্যাদি।

    আর আপনার অমন চমত্কার বন্দুকের টই থাকতে এই বিশ্রী টইটাতে কিচ্ছু লিখবেন না, লামাদা কোথায়, সে বন্দুকের টইটা তুলুক...
  • a | 209.16.140.30 | ০৯ সেপ্টেম্বর ২০১২ ১৮:১২571322
  • কেলোদা, কিছুই হয়নি। আপনি ভার্জিন থাকবে কি না আপনার বিষয়। পড়ে খুব মজা লাগল তাই হাসছিলাম ঃ)
  • কেলো | 233.180.180.142 | ০৯ সেপ্টেম্বর ২০১২ ১৮:২৩571323
  • পরম্পিতা আপনাকে এই হাসির জন্য ক্ষমা করুন।।।।।
    :)
  • nina | 78.34.167.250 | ১০ সেপ্টেম্বর ২০১২ ০৫:১২571324
  • হুঁকোমুখোদাদা
    আপনার কাছে কুহেলী দীপুকাকার কথা শুনে বড় ভাল লাগছে। দীপুকাকা জানেনই নিশ্চই বিখ্যাত D.G অলীকবাবুর ছেলে--মুনমুন/কুহেলী তাঁর নাতনী--
    দীপুকাকাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি --আমার কাছের মানুষ ওনাকে ও কুহেলীকে বলবেন বাবুল-নীনা এই পিতা-পুত্রী কে অত্যন্ত ভালবাসে--ওনারাও বাসেন।
    আমার শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সঙ্গে রইল।
    আপনার অনেক কথা শোনার অপেক্ষায়----নিনা
  • kk | 117.3.243.18 | ১০ সেপ্টেম্বর ২০১২ ০৭:৪২571326
  • কেলোবাবু আসানসোল যাবেন? ইশ, আমার বাড়ি আসানসোলেই, জানেন? কিন্তু আমি তো এখন নেই ওখানে :-((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন