এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী

    SB
    অন্যান্য | ১৮ মে ২০১০ | ১৮৯০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.22.23 | ২৬ মে ২০১০ ০১:১৩446552
  • কোবাদ গান্ধীর হাতে মনে হয়না তোলার টাকা এসে পৌঁছত। কোবাদ গান্ধীর স্ত্রী অনুরাধা রাস্তার কুকুরের মতই মারা গেছেন বিনা চিকিৎসায়। প্রায় ৭ বছর নাগপুরে দলিত বস্তিতে থাকতেন একটা সময় দুজনেই। ৯৬ নাগাদ বস্তারে চলে যান অনুরাধা গান্ধী, sclerosis, ম্যালেরিয়া ও মৃত্যু যার ফলশ্রুতি - আন-অ্যাকাউন্টেবেল মানি থেকে মরাল ডিগ্রেডেশন?

    বলে রাখা ভালো অনুরাধা গান্ধী সে¾ট্রাল কমিটি মেম্বার। ভারতের বিভিন্ন বামপন্থী সে¾ট্রাল কমিটি মেম্বাররা কিভাবে থাকেন জানার ইচ্ছে রইল। কোবাদ গান্ধী ফুট সোলজার না, তার কাজ ছিল গণ-সংগঠন গড়ে তোলা। একটা সংগঠনের সবাই তো রাস্তায় নেমে যুদ্ধ করে না!

    লেনিন কেন একটি এস্টেটে অসুস্থ হয়ে মারা গেলেন, যুদ্ধ করে মরলেন না কেন এরকম কথাও তাইলে রেলেভ্যান্ট হয়ে যায়!
  • a x | 143.111.22.23 | ২৬ মে ২০১০ ০১:২০446553
  • জানিনা কজন কোপা কুঞ্জমের নাম শুনেছে। তিনি হিমাংশু কুমারের প্রায় ডান হাত গোছের বলা চলে, VCA চালানোতে সাহায্য করত। আজ কোপা কুঞ্জম জেলে, হিমাংশু বোধহয় দিল্লীতে - বিপ্লবী রোম্যান্টিসিজমের ফল-আউট?
  • aranya | 144.160.226.53 | ২৭ মে ২০১০ ০৪:২৩446555
  • রঞ্জন-দার সাথে একমত। পদ্ধতির নৈতিকতা অবশ্যই আছে। অক্ষ-র কথাও ঠিক - নৈতিকতার শ্রেণী হয়। ধরা যাক এই ঘটনা গুলো :
    ১। সিপিএম না করার অপরাধে গ্রামে কারুর ধোপা নাপিত বন্ধ হল এবং তার জমির ধান কেটে নেওয়া হল
    ২। সিপিএম না করার অপরাধে বিশ্ববিদ্যালয়ে একজন প্রার্থী চাকরী পেল না, সমযোগ্যতার অন্য একজনকে চাকরী দেওয়া হল (এরকম একটা ঘটনা আমি নিজে দেখেছি)
    ৩। সিপিএম করার অপরাধে কাউকে মেরে ফেলা হল
    ৪। CRPF মারার জন্যে জেনেশুনে সাধারণ গ্রামবাসী ভর্তি একটা বাস উড়িয়ে দেওয়া হল
    এগুলোর মধ্যে নৈতিকতার বিচারে, আমার মতে সবচেয়ে ঘৃণ্য ৪ আর ৩, তারপরে ১, তারপর ২।
    গত এক বছরে তৃণমূল যা ফর্মা দেখাচ্ছে, তাতে ১ আর ২-তে সহজেই সিপিএম নামটা তৃণমূল দিয়ে রিপ্লেস করা যায়।
  • aranya | 144.160.226.53 | ২৭ মে ২০১০ ০৪:৪২446556
  • SB একটা ভাল প্রশ্ন তুলেছিলেন - লিবারেলরা সবাই স্বপ্নভঙ্গের কথা বলছে, নতুন পথের দিশা দেখাচ্ছে না। নতুন পথ কি হতে পারে কেউই জানে না - তবে মানুষ মারাটা কোন পথ নয়, সে অগ্নিযুগের বিপ্লবীরা মারলে নয়, সত্তরে নকশালরা (বা তার প্রতিক্রিয়ায় সিপিএম/কংগ্রেস) বা এখন মাওবাদীরা মারলেও নয়। হিংসার পথ না নিলে যদি আদিবাসীরা আরও একশ বছর নির্যাতিত হয়, তবে আমি হয়ত সেটাই চাইব, এটা জেনেই যে অনেকেই এর সাথে একমত হবেন না।
  • aranya | 144.160.226.53 | ২৭ মে ২০১০ ০৪:৫৯446557
  • আর একটা কথা মনে হয়, দূর্মর আশা বলা যেতে পারে, যে সিপিএম, কংগ্রেস এই সব রাজনৈতিক দলের মধ্যেই (এমনকি হয়ত তৃণমূলেও :-) ) অনেক খাঁটি লোক আছেন, যারা সত্যিই কিছু ভাল কাজ করতে চান। গুচ-র এই ফোরামেও তো বিরুদ্ধ মতবাদীদের মধ্যে কত তর্ক বিতর্ক হয়, কিন্ত দিনের শেষে সবাই যে মানুষের ভাল চায়, সেটা তাদের লেখায় ফুটে ওঠে। পার্টির মধ্যে থেকেও (বা বাইরে থেকে সমর্থন করলেও) পার্টির ওপরে মানুষের স্বার্থকে স্থান দেবে এমন লোকেদের পার্টি নির্বিশেষে একসাথে কাজ করা দরকার।
  • ranjan roy | 122.168.14.156 | ২৭ মে ২০১০ ১০:৩৫446558
  • আকা'র সঙ্গে ভীষণভাবে একমত। কনফিউজড্‌ বামপন্থা।

    অক্ষ,
    না, প্রায় দশ-বারো বছর আগে থেকেই দক্ষিণ বস্তার নামে সরকার নিয়ন্ত্রিত। রাত্তিরে মাওবাদীদের শাসন।
    ফলে ভোটের সময় যে দল দিল্লিতে ক্ষমতায় থাকে তারা একতরফা জেতে। কারণ ওই এলাকায় ভোট হয়ই না। কেন্দ্রীয় রিজার্ভ পুলিস ছপ্পা মেরে বাক্স ভরে, তার পর সীলকরা বাক্স নিয়ে আসে।
    আমাদের ব্যাংকের ছেলেরা-, থাকগে, এখনো চাকরিতে আছি।
    দুই, শুধু অনুরাধা-কোবাদ গান্ধীর কথা বলছিনা। বা এটাই ইউনিফর্ম পলিসি তা বলছি না। কিন্তু যে লেভেলে বা মেশিনারীর মাধ্যমে এই পয়সা আসে সেখানে এই টেন্ডেন্সি ডমিন্যান্ট হওয়ার চান্স থাকে।
    তিন,সিপিএম-কংগ্রেসের তুলনাটা ঠিক নয়। আমরা বিপ্লবী আউটফিট গুলোর কথা বলছি। আইজ্যাক স্যু-মুইভা দের দেখ।
    অনন্ত সিং এর আউটফিটে সাধারণ সোলজাররা কতটুকু ওয়েজ পেত, নিজে কি করতেন সেইকথা বলছি।
    চারু মজুমদার কিভাবে ছিলেন, কিকরে মারা গেলেন-- সবাই জানে। কিন্তু অধ্যাপক সুনীত ঘোষ? নিজে আজ বই লিখছে, এখানে অনেকে পড়েছেও দেখছি। ৭১ এই তাঁর লাইফ স্টাইল নিয়ে দলের মধ্যে কথা ছিল।
    চার, নৈতিকতা অবশ্যই অ্যাবসলিউট নয়। শ্রেণী-নৈতিকতাও বুঝলাম।সেটা কে নির্ধারণ করবে? কিন্তু এই আর্গুমেন্ট অনেক সময় এইভাবে ব্যবহার হয় যে ,অ্যাজ ইফ, নৈতিকতা ব্যাপারটাই হামবাগ, এ নিয়ে কথা বলার কি আছে! আমার আপত্তি সেখানেই।
    এই জায়গাট থেকেই এন্ড জাস্টিফায়েজ মীনস্‌ ম্যাক্সিমের ক্রিটিক তৈরি হওয়া দরকার বলে আমার মনে হয়।
    এ'ব্যপারে অরণ্যের উদাহরণগুলো অত্যন্ত প্রাসংগিক বলে আমার মনে হয়।
    হ্যাঁ, নির্মলাংশুর কেরালার মত শিক্ষা ও স্বাস্থ্যের আশা যুদ্ধপীড়িত বস্তারে করাটা যুক্তির চেয়ে বেশি রাগের প্রকাশ বলেই মনে হয়।

  • ranjan roy | 122.168.14.156 | ২৭ মে ২০১০ ১০:৪৬446559
  • SB, অরণ্য,
    নতুন পথের দিশা! হরিদাস পালের থেকে! গোরায় হাসবো।
    আসল কথা হল এটা একটা কলেক্টিভ এফর্ট। নেতি নেতি করে পথ খোঁজা, আপনি-আমি সবাই তাই করছি।
    সিপিএম সমাধান নয়, কিন্তু মাওবাদীও সমাধান নয়।
    ""হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে।"" কোথায়? আমি জানি না। চেষ্টা করছি, আপনাদের সবার সঙ্গে মিলে।
  • ranjan roy | 122.168.14.156 | ২৭ মে ২০১০ ১০:৫৬446560
  • অক্ষ,
    অনুরাধা গান্ধী কোন সালে মারা যান? আমি যে অবস্থাটার কথা বলছি সেটা গত পাঁচবছরে এসেছে।২০০২ অব্দি যাদের দেখেছি জামাকাপড়-খাওয়াদাওয়ার ঠিক নেই।তারা আজকে টু-হুইলার ও পকেটে নোট, হয়ত সর্বাঙ্গীণ যুদ্ধের প্রয়োজনে।
    আমি অনুমান করছি--- পবিত্র ঘৃণায় জ্বলে উঠেছ।
    -- রঞ্জনদা, অন্তত: আপনার কাছ থেকে এট এক্সপেক্ট করিনি। টাকাপয়সা-নৈতিকতার আরোপ!
    এর চেয়ে খারাপ কাজ তো বুর্জোয়া প্রেসও করতে পারে না। ওরা কিভাবে থাকে তা' অরুন্ধতী তো নিজের চোখে থেকে শেয়ার করে দেখে এসেছেন।

    আমার নিজের ও খুব খারাপ লেগেছে এখানে এইসব কথা তুলতে, কিন্তু কতকগুলো ব্যাপারে চোখ বুজে থাকলে আখেরে বড় ক্ষতি।
  • SB | 219.64.77.233 | ২৭ মে ২০১০ ১১:৪০446562
  • রঞ্জনদা, আপনাদের স্বপ্নভঙ্গের কথা শুনে সেই কবিতাটা মনে পড়ে যায়:

    The most beautiful thing
    for those who have fought a whole life
    is to come to the end and say;
    we believed in people and life,
    and life and the people
    never let us down.

    (Satisfaction - Otto Rene Castillo)
  • tanB | 115.240.71.238 | ২৭ মে ২০১০ ১১:৪২446563
  • #!

  • Ishan | 125.18.17.16 | ২৭ মে ২০১০ ১৬:৩১446564
  • হ্যাঁ, যেকথা লিখছিলাম।

    বিহার একটি সৃষ্টিছাড়া রাজত্ব। সেখানে নানারূপ অদ্ভুত কান্ড ঘটে। এই ধরুন "মা-লে' এত্তো কথা লিখেছে, কিন্তু বিহারে মা-লের বিরুদ্ধে জতপাতের রাজনীতি প্রোমোট করার অভিযোগ আছে। সেটা খুব মিথ্যেও না, একদা কুর্মি ভোটবেসের উপর নির্ভর করে নীতিশ কুমারের সঙ্গে মা-লে আঁতাত করেছিল। ওদিকে সিপিএম দীর্ঘদিন ধরে ওখানে লালুর পদতলে শায়িত হয়ে, হাপ ভূস্বামীদের পার্টিতে পরিণত হয়েছে, এরকমও অভিযোগ আছে। সেটাও খুব মিথ্যে নয়। না হলে অজিত সরকারের বৌ সিপিএম ছেড়ে মা-লে জয়েন করতেন না। একই ভাবে এমসিসি ওখানে দীর্ঘদিন ধরে খুন-খারাপি চালিয়ে যাচ্ছে, সেও সকলেই জানেন। এটাও সবাইই জানেন, যে, এমসিসি আবার আদতে "আদি' নকশালপন্থী নয়। দুষ্ট লোকে বলে বলে জনযুদ্ধ এমসিসির সঙ্গে হাত মেলানোতে আজিজুল খুব রাগ করেছিলেন। :)

    তো সে মরুগ্গে, মা-লের অভিযোগগুলো খুব মিথ্যে নয়। বিহারের ক্ষেত্রে। কিন্তু ছত্তিশগড়, অন্ধ্র আর বিহার মনে হয় এক নয়। সিপিএম যেমন প:ব: আর ত্রিপুরা এক নয়, মাওবাদীরও বিহার আর অন্ধ্র-ছত্তিশগড়ে এক নয়। এইটা মাথায় রখতে হবে।

    বাদবাকি সব আগেই লিখেছি।
  • SB | 114.31.249.105 | ২৭ মে ২০১০ ১৭:১০446565
  • হুম! এটা বেশ পোমো থিওরি। ঠিক যেমন কংগ্রেস বাংলাতে এলেই ভাল হয়ে যাবে (প্রনববাবুকে কল্লোলদা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছিলেন), কিন্ত কেন্দ্রে http://beta.thehindu.com/news/national/article439575.ece?homepage=true এয়ার ইন্ডিয়ার ৪৮ জন কর্মীকে স্যাক করে দেওয়া হোল, দুটো ইউনিয়ান ডিরেকগনাইজ করে দেওয়া হোল!
  • Ishan | 125.18.17.16 | ২৭ মে ২০১০ ১৭:২২446566
  • নানা পোনোব-মনোমহন-চিদাম্বরম-আলুওয়ালিয়া প্রচন্ড জালি লোক। বি ইট বেঙ্গল অর পাকিস্তান। রাহুল-সোনিয়াকে যারা ইয়েস স্যার বলে চলতে পারে, তাদের নিয়ে আর কি বলব।

    দেবেশ রায় অবশ্য বাকি তিনজনকে বদ বলে প্রণববাবুকে ভালো বলেছিলেন। উনি কিন্তু পোমো না।
  • Ishan | 125.18.17.16 | ২৭ মে ২০১০ ১৭:৩২446567
  • অবশ্য, অন সেকেন থট, একেবারে পোমো থিয়োরি বলা যাবেনা তাও নয়।

    বাম মহলে একটা ধারণা আছে, যে, পার্টির লাইন ঠিক হলেই বাকি সব অটোমেটিকালি ঠিক হয়ে যাবে। এটারই লজিকাল এক্সটেনশন হল, বিপ্লব হলেই বাকি সব প্রবলেম অটোমেটিকালি সলভ হয়ে যাবে। বা, রাষ্ট্রীয় স্তরে নীতিগত সিদ্ধান্ত হলেই বাকি সব বিন্দাস। "শ্রেণী দৃষ্টিভঙ্গী'টা ঠিক রাখলেই হল। বাকি সব এমনি এমনি হবে।

    এটা আমি বিশ্বাস করিনা। সব সেক্টরকে রাষ্ট্রায়ত্ব করে দিলেই বাকি সব হুড়মুড়িয়ে ভালো চলবে, বিশ্বাস করিনা। ভরতুকি ঘোষণা করলেই তা নিচের তলায় পৌঁছবে বিশ্বাস করিনা। বিপ্লব হলেই শান্তিকল্যাণ, বিশ্বাস করিনা।

    তবে শুধু আমি না, আসলে কেউই করেনা। যেজন্য প্রেসিডেন্সি আর ভৈরব গাঙ্গুলির এসেফই আলাদা হয়। জে এন ইউ আর কলকাতার আয়সা আলাদা হয়। দিল্লীর নেতৃত্ব জে এন ইউ থেকে আসে আর বঙ্গের নেতৃত্ব আসে কলকাতা থেকে। ইত্যাদি।

    সে করে বেশ করে। কিন্তু থিয়োরাইজ করতে গেলেই লোকে পোমো বলবে। :)
  • a x | 99.188.83.127 | ২৭ মে ২০১০ ১৭:৪০446568
  • অনুরাধা গান্ধী ২০০৮ সালে মারা যান। দুই বছর আগে।

    পবিত্র ঘৃণা ফৃণা না। আর আপনি এরকম বলতে পারেন না, এরকম কোনো ধারণা নিয়েও নেই।

    ফোর্থ পিলার অফ ডেমোক্র্যাসির সম্যক পরিচয় গত পাঁচ বছরে একেবারে হাতেনাতে দেখেছি। যেমন ধরুন এই দেড় হাজার কোটি না কত টাকার যে অংকের হিসেবটা দেওয়া হয়েছিল, সেই একই রিপোর্টে এটাও ছিল যে অসম্ভব মেটিকুলাস ব্যালেন্স শিট নাকি মেন্টেন করা হয়, প্রতিটি পাই-পয়সার হিসেব রাখা হয়। খবরের সত্যাসত্য জানার উপায় নেই, কিন্তু সেই খবরেরই ফিল্টার্ড ডাউন ভার্সানে দেড় হাজার কোটি রিটেন করা হল, অ্যাকাউন্ট মেন্টেন করাটা ডিসকার্ড করা হল :-)
  • Ishan | 125.18.17.16 | ২৭ মে ২০১০ ১৭:৪৪446569
  • হ্যাঁ হ্যাঁ, ঐ দেড় হাজার কোটি টাকার গপ্পো আর মাওবাদী নেতাদের বিলাসিতর গপ্পো টা মোস্ট প্রব্যাবলি ঢপ। প্রমাণ তো নেইই, পাওয়া সম্ভবও না। কিন্তু কোথাও কোনো হিন্টও পাওয়া যায়নি।
  • kallol | 124.124.93.202 | ২৭ মে ২০১০ ১৭:৪৮446570
  • আচ্ছা এসবি, পিটি এরা - তিণো/কং এলেই সব ভালো হয়ে যাবে কি ? বলে এতো চাপ নেয় কেনো? আমরা কেউ কশ্মিন কালেও তা বলিনি তো!!
    বলেছি সিপিএম যাক। তাপ্পর ? আবার লড়াই তিণো/কং যেই আসুক তাদের ত্যাঁদড়ামির, দম্ভের বিরুদ্ধে। অবশ্য সিপিএম তখন আবার লা পাতা হয়ে যাবে (৭২-৭৭এর অভিজ্ঞতা তাইই বলে)।
  • Ishan | 125.18.17.16 | ২৭ মে ২০১০ ১৭:৫৫446571
  • আমার দিক থেকে মাওবাদীদের নিয়ে একটাই প্রবলেম। ঐ যুদ্ধ করে রাষ্ট্রক্ষমতা দখল করার অ্যাজেন্ডা। ঐটাই প্রবলেম। নিরঙ্কুশ মাওবাদী রাজত্বে থাকার চেয়ে আমি সিপিএম রাজত্বে থাকাটা প্রেফার করব। মাওবাদীরা ক্ষমতায় এলে অ্যাদ্দিনে আমাকে কারো না কারো চর বলে নির্ঘাত গণ আদালতে গুলি মেরে দিত। সিপিএম কিচ্ছুটি করেনি।

    এটা বিস্বাসের ব্যাপার। কেউ তক্কো করলে প্রমাণ দিতে পারবনা। কিন্তু মাওবাদীদের দিক থেকে এমন কোনো হিন্ট পাইনি, যাতে আমার বিশ্বাসকে চেঞ্জ করা যেতে পারে। "আমরা আলোচনায় বসতে চাই', বা "হিংসা বন্ধ করতে চাই' এরকম কোনো ইনিশিয়েটিভ মাওবাদীদের দিক থেকে একটুও নজরে পড়েনি। বরং ২০৫০ সালের মধ্যে ভারত দখল করে ফেলব এরকম একটা হুঙ্কার শুনেছি। পুলিশের চর অভিযোগে খুনের গপ্পো শুনেছি। ফলে আমার বিশ্বাসের একটা গ্রাউন্ড আছে, এটুকু বলাই যায়।
  • SB | 114.31.249.105 | ২৭ মে ২০১০ ১৮:০৪446573
  • আচ্ছা আচ্ছা ঠিকাছে, পোমো নয় :)

    কিন্তু এই যে কল্লোলদা বলছেন মাঝে মাঝেই পাল্টিয়ে পাল্টিয়ে আপাত শান্তিকল্যান হতে পারে, তা নিয়েও তো কোন প্রমাণ নেই, হিন্ট ও নেই। যাউগ্গিয়া ......
  • Ishan | 125.18.17.16 | ২৭ মে ২০১০ ১৮:০৯446574
  • না: প্রমাণ, হিন্ট কিচ্ছু নেই তো। জাস্ট চান্স নেওয়া।

    কিন্তু মাওবাদীদের নিয়ে এসব এক্সপেরিমেন্ট করতে যাওয়া একটু রিস্কি। না পোষালে পাঁচ বছর পরে পাল্টে দেবার কোনো চান্স নেই।
  • pi | 72.83.210.50 | ২৮ মে ২০১০ ১৩:০৬446575
  • We joined with the CPM ranks to fight the offensive. I distinctly remember that I collected 5,000 cartridges from the CPM party office," Rao claimed.

    কিষেণজী বলেছিলেন।

    এস বি অন্য সুতোয় মাওবাদীদের ড্যামেজিং ব্যাপারস্যাপার নিয়ে বলেছেন।তো, এই সিপিএম এর হাত ধরে প:বঙ্গে মাওবাদীদের আসা নিয়ে কি বক্তব্য ?
  • SB | 114.31.249.105 | ২৮ মে ২০১০ ১৪:২৪446576
  • এটা সৌগতদার নেওয়া ইন্টারভিউ থেকে তো?

    যাউগ্গিয়া, আমি তো সিপিএম-মাওবাদী সহ বাকি সব বামদলের লেফ্‌ট ইউনিটির পক্ষে, যা নিয়ে কল্লোলদা থেকে হনু সবাই আওয়াজ দেয়, সে দিক, ক্ষতি নেই। মাওবাদীরা শত্রু মিত্র চিনতে শিখে ফেল্লেই বন্ধু হওয়া যায় .... আর তাতে এই ধরনের হিংসাও বন্ধ হয়!

    নোটা বিনি: অতি বাম দের এই শত্রু মিত্র চিনতে না পাড়ার রোগটা বহু প্রাচীণ ;-)
  • SB | 114.31.249.105 | ২৮ মে ২০১০ ১৪:২৫446577
  • এতই প্রাচীণ যে এখন প্রবাদে পরিনত হয়েছে!!!
  • pi | 72.83.210.50 | ২৮ মে ২০১০ ১৪:৪৭446578
  • বাহ, এই তো। তালে খুনোখুনির রাজনীতি টাও স্বীকার ও সমর্থম করছেন :)
    তখন হাতে হাত মিলিয়ে চলাটা কি জন্য ছিলো ? তৃণমূলকে নির্মূল করার জন্য তো ? সেটা হলে কোনো আপত্তি নেই আর ব্যুমেরাং হলেই যত কান্নাকাটি, যত চেঁচামেচি ?
  • SB | 114.31.249.105 | ২৮ মে ২০১০ ১৫:২৭446579
  • অ! তাই? সমর্থন করলাম নাকি? এর পরে আমার মুখে হয়তো এটাও বসিয়ে দেবে যে আমি সুর্য পশ্চিম দিক থেকে ওঠে বলে বলেছি :))
  • Du | 65.124.26.7 | ২৮ মে ২০১০ ১৯:৩৫446580
  • কতগুলো সুতোয় মৃত্যুর কথা যে কোথায় দেব বুঝে উঠতে পারছি না ।
    তাও, এত এতগুলো লোক যারা ন্যূনতম ডিগনিটি ছাড়াই পথে ঘাটে লাশ হয়ে পড়ে রইলেন - তাঁদের সাথে আমরাও কি একটু একটু মরে যাচ্ছি না প্রতিদিন ? আজ সকালের রেডিওতে পুরো কবিতাটা শুনে ইস্তক ভাবছি সকলের সাথে শেয়ার করি ---

    "No man is an island, entire of itself;
    every man is a piece of the continent, a part of the main.
    If a clod be washed away by the sea, Europe is the less, as well as if a promontory were, as well as if a manor of thy friend's or of thine own were:
    any man's death diminishes me, because I am involved in mankind,
    and therefore never send to know for whom the bell tolls; it tolls for thee."

  • pi | 72.83.210.50 | ২৮ মে ২০১০ ১৯:৪০446581
  • ক্যানো, ঐ তো ঐ ইন্টারভিউ র কথা মেনে নিলেন। অতীতের মাওবাদীরা সিপিএম ইউনিটির কথা স্বীকার করলেন। সেটা অভিপ্রেত , এটাও জানালেন। তা সে ইউনিটি তো ছিলো তৃণমূলকে ক্যালানোর জন্য ইউনিটি, ঐ খুনোখুনু করার জন্য ইউনিটি ই। তাহলে খুনোখুনির রাজনীতি সমর্থন করলেন না ? আপননার নিজের পোস্ট ই তাই বলছে যে :)

    মাওবাদীরা সিপিএম কে মিত্র হিসেবে চিনে আর কেবল তৃণমূলদের শত্রু চিনে ঐ খুনোখুনি ই চালালে, সেটা হল গে বৃহত্তর বাম ঐক্য, আর সিপিএম খুন করলে,একমাত্র তখন সেটা হিংসার রাজনীতি !
  • SB | 114.31.249.105 | ২৮ মে ২০১০ ১৯:৫৩446582
  • ইন্টারভিউএর কথা মেনে নিলাম? কথাগুলো সৌগতদার নেওয়া একটা ইন্টরভিউ থেকে কিনা সেটা জিগালাম।

    রেফারেন্স চেক করে নিয়েছি, ওটা থেকেই কোট।
  • pi | 76.95.40.29 | ২৯ মে ২০১০ ১৫:৩৩446584
  • অস্বীকার করছেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন