এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী

    SB
    অন্যান্য | ১৮ মে ২০১০ | ১৮৬৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ১৪ জুলাই ২০১০ ১০:৪০446753
  • আরে:, গুচতে ছাপা হবে এটাই তো বিশাল মাইলেজ !
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১১:০৯446754
  • দম - মাসুমের কথা বলতে পারি। আর আমি যতোদিন এপিডিআরএ ছিলাম তার কথা বলতে পারি। এভাবে কোন কাজ করা যায় না। করিও নি।
    এপিডিআর যেমন রিজওয়ানুর বা লজ্জা নিয়ে কাজ করেছে, তেমনি পুলিশ লক-আপে পিটিয়ে মারা চোরকে নিয়েও করেছে। ভবানীপুর থানা একজন মানুষকে পিটিয়ে মারা হয়। তিনি বহুবার চুরির অভিযোগে ধরা পড়েছেন বামাল সমেত। তিনি বিবাহিত হওয়া সত্বেও কালিঘাটের এক যৌন কর্মীর সাথে থাকতেন। তার মৃত্যু নিয়ে মামলা লড়ে এপিডিআর ঐ থানার ওসি সহ দোষী পুলিশদের শাস্তি নিশ্চিত করে। এমনকি মৃতের স্ত্রী ও সেই যৌন কর্মীও ক্ষতিপূরণ পান। এটা নিয়ে কোন মিডিয়ায় কোন হৈচৈ হয় নি।
    মাসুম প্রায় প্রতিদিন মুর্শিদাবাদ সীমান্তে বিএসএফএর অত্যাচার, খুন, ধর্ষণ নিয়ে লড়ে যাচ্ছে। তার কিছু কিছু খবর গুচতে তোলা হয়। এছাড়া কোন মিডিয়াই পাত্তা দেয় না। তাও তো এসবের বিরুদ্ধে লড়েই যাচ্ছে মাসুম।
    কি ভাবে বললি - ব্যাতিক্রমহীন ভাবে মানবাধিকারওয়ালারা মিডিয়া মাইলেজ না পেলে কিছু করে না? নিশ্চই তোর কোন অভিজ্ঞতা আছে। তা নাহলে তুই খামোখা এরকম বলবি কেন? সেটা জানতে চাই - যদি তুই জানাতে চাস, তবেই।
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১১:২৪446755
  • এসবি - 'লজ্জা করে না' বলাতে গায়ে লেগেছে বুঝেছি।
    মানবধিকারের ধারনায় শ্রেণী নেই। তাই বড়োলোক গরীব লোক বলে মানবাধিকারের ধারনায় কোন ফারাক হয় না। বড়োলোকের মানবাধিকার লঙ্ঘিত হলেও সেটা মানবাধিকার লঙ্ঘন, গরীবের হলেও তাইই।
    তসলিমা খুব গরীব মানুষ নন। আবার মুর্শিদাবাদের সীমান্ত অঞ্চলে থাকা মানুষরা বড়োলোক নন। এঁদের মানবাধিকার লঙ্ঘিত হলে মানবাধিকার সংগঠন লড়ে যায়।
    তাই তোমার ধারনা ভুল।
    আবারও বলছি - মানবাধিকার সংগঠনগুলো মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করে। তাতে গরীব-বড়োলোক দেখার কোন সুযোগ নেই। কোন মানবাধিকার সংগঠন কখনো এমন দাবী করে নি যে তারা গরীবের সংগঠন। তাদের কাজের সিংহভাগ জুড়ে থাকে গরীব মানুষের মানবাধিকার লঙ্ঘন। কিন্তু তারা কেউ দাবী করেনি যে তারা সর্বহারার সংগঠন - যেটা কম্যুনিষ্ট পার্টি করে।
    তাই মানবধিকার সংগঠনে সর্বহারার নেতৃত্ব কেন থাকবে বুঝলাম না। তেমনি বুঝলাম না কম্যুনিষ্ট পার্টিগুলোর নেতৃত্বে কেন আজও সর্বহারারা নেই।
    এগুলো আমি লিখছি আর ভাবছি - এ তো তোমার না জানার কথা নয়। কেন যে ভাবের ঘরে তোমাদের এই চুরি, কে জানে!!
  • PT | 203.110.246.230 | ১৪ জুলাই ২০১০ ১১:৪২446756
  • উচ্চশিক্ষিত লোকজন দরকার মত সব কিছুই justify করতে পারে। এও এক ধরণের ভাবের ঘরে পুকুর চুরি। মানবাধিকার কর্মীরা কত selective এবং কত পক্ষপাতিত্ব দেখাতে পারেন সেটা গত ২-৩ বছরে সবাই দেখেছে। ভদ্র বাবুর তৃণমুলের সঙ্গে মাখামাখি, কিংবা মাওবাদীরা দুজন মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার পরে মানবাধিকার কর্মীদের অব্যাখ্যাত নৈশ:ব্দ সেই ভাবের ঘরে পুকুর চুরির দুটি মাত্র উদাহরণ।
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১২:২১446757
  • পিটি - এই ব্যাপারে আপনার সাথে একমত। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ বাছাবাছি করে হয় না। এটা অন্যায়।
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১২:২৩446758
  • কিন্তু তাতে কম্যুনিষ্ট পার্টিগুলোর নেতৃত্বে সর্বহারা না থাকাকে মান্যতা দেয় না।
  • PT | 203.110.243.21 | ১৪ জুলাই ২০১০ ১২:৪৩446759
  • মান্যতা দেওয়ার কোন প্রশ্নই ওঠে না। তবে একটা দেশের জলহাওয়ার প্রভাব যে পড়বেই সেটাও অস্বীকার করা যায় না। কয়েকজন মিলে একবার লিস্ট তৈরি করে দেখেছিলাম যে এত বছরের সংরক্ষণের পরেও, প্রয় সব কেন্দ্রীয় সরকারী গবেষণাগার বা ইউনিভার্সিটির প্রধানেরা ""উচ্চ"" বর্ণের মানুষ। রাজ্যগুলোর ক্ষেত্রেই একই ব্যাপার।
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১৩:৩১446760
  • আশা করি এটুকু বোঝার মত বোধ আছে আপনার যে কেন্দ্রীয় সরকারি গবেষণাগার বা ইউনিভার্সিটি আর কম্যুনিষ্ট পার্টি এক জিনিস নয়।
    কাজেই এসব উদাহরণ দিয়ে কি বলতে চাইছেন বোধগম্য হচ্ছে না।
    ভালো কথা, সিপিএম শোধরানোর আজকালিয়/আজিজুলিয় দাওয়াই। সিপিএম মানবে কি ?
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6

  • PT | 203.110.243.21 | ১৪ জুলাই ২০১০ ১৩:৫০446762
  • ঐ সব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তো জ্যোতি বাবু থেকে শুরু করে আজকের নীলোৎপল বসু প্রায় সবাই উঠে এসেছেন। অসীম চাটুজ্জে, সরোজ দত্তও তাই। চারু বাবু বা কানু সান্যাল কোথায় পড়েছেন সেটা জানিনা। সম্প্রতি নিহত মাওবাদী নেতা আজাদেরও তো দেখলাম MTech ডিগ্রী আছে। ট্রেন্ডটা যদি এই রকমই হয় তাহলে আদিবাসীদের দলের মাথায় বসার সুযোগ কোথায়?
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১৪:৪৬446763
  • ট্রেণ্ড আবার কি? কম্যুনিষ্ট নেতারা, সে যে রংএরই হোক, মনে করেন তারাই ত্রাতা। আদিবাসী, নিচু জাত, সর্বহারা
    তাদের ত্রান করতে হবে। তারা ত্রাতা হয়ে গেলে তো চলবে না।
  • SB | 59.161.182.93 | ১৪ জুলাই ২০১০ ১৫:১৩446764
  • কল্লোলদা এখনো ঠিকঠাক ইউআরএল দিচ্ছেননা, এইটা, http://www.aajkaal.net/report.php?hidd_report_id=130362 উনি ওপর ওপর লিখেছেন, আরো অনেক গভীর গহীন ব্যাপার, সেসব এখানে আলোচোনা করার সুযোগ নেই, পরিবেশ নেই।

    তবে মানবাধিকার আপনারা বড়লোকদের জন্যে করেন জেনে যারপরনাই বিস্মিত হলাম!!!
  • dukhe | 122.160.114.85 | ১৪ জুলাই ২০১০ ১৫:১৯446765
  • বড়লোক = অমানুষ, অতএব মানবাধিকার বাতিল - এ কি সর্বহারাদের তত্ব ?
  • kallol | 124.124.93.205 | ১৪ জুলাই ২০১০ ১৫:২৪446766
  • এসবি। আর আলোচনার পরিবেশ থাকছে না। দু:খিত। কিন্তু বলতেই হচ্ছে জেনে শুনে ন্যাকা সাজার একটা সীমা আছে।
    তুমি শেষ পর্যন্ত এখানে যাবে ভাবি নি। আমি ভুল ভেবেছি দেখাই যাচ্ছে।
    আমি Date:14 Jul 2010 -- 11:24 AM পোস্টে লিখেছি আমরা তসলিমার জন্যও লড়ি, মুর্শিদাবাদের সীমান্ত অঞ্চলে থাকা পদ্মার গর্ভে সবহারাদের জন্যও লড়ি।
    হ্যাঁ, বড়লোকের জন্যও লড়ি, গরীবের জন্যও লড়ি।
    যাকগে। যথেষ্ট হয়েছে। জেনে-শুনে ন্যাকাদের সাথে তর্ক হয় না।
    রোজ বেল খেও।
  • PT | 203.110.247.221 | ১৪ জুলাই ২০১০ ১৬:২৬446767
  • মার্ক্সবাদী হতে গেলে মার্ক্সীয় কাগজ-পত্র পড়া এবং হজম করা জরুরী। উচ্চশিক্ষার খানিকদূর পর্যন্ত না যেতে পারলে একটা মানুষ এইসব তত্বের আলোকবৃত্তের মধ্যে পোঁছবে কি করে? উচ্চবর্ণের গরীব মানুষেরাও বহু দশক ধরে শিক্ষার দরজাতে পোঁছতে পেরেছে যেটা এখনও আদবাসীদের কাছে অধরা রয়ে গিয়েছে। কাজেই মার্ক্সবাদী দলগুলোতেও উচ্চবর্ণের নেতৃত্বই প্রাধান্য পেয়েছে। সেই কারণে সিপিএম কে যারা সংশোধনবাদী আখ্যা দিত বা দেয় তাদের নেতারাও মজুমদার, সান্যাল, চাটুজ্জে, ভট্টাচার্য পদবীধারী। আর সেই জন্যেই, যৌথ বাহিনীর সঙ্গে লড়াই করে যে মাওবাদী পদাতিক মানুষগুলো এখন মারা যাচ্ছে তাদের মধ্যে এখনও উচ্চবর্ণের মানুষ চোখে পড়েনি।
  • SB | 59.161.144.95 | ১৪ জুলাই ২০১০ ১৮:০০446768
  • এবারে কল্লোলদা বুঝেছেন কেন বলছিলাম এখানে আলোচনার পরিবেশ নেই .... দেখুন অপনাদের থেকে শেখা "জেনেশুনে ন্যাকামি" আপনার সাথেই প্রয়োগ করলে কেমন লাগে :-))

    ভাল থাকবেন!
  • dukhe | 122.160.114.85 | ১৪ জুলাই ২০১০ ১৮:১২446769
  • বোঝো! জেনেশুনে ন্যাকামিটাও নাকি টোকা !!! ধন্যি ছেলের অধ্যবসায় !
  • PT | 203.110.247.221 | ১৪ জুলাই ২০১০ ১৮:১২446770
  • ""জেনে-শুনে ন্যাকা"" কি ব্যক্তিগত আক্রমণ বা গালাগালির মধ্যে পরে? কার কাছে যেন একটা তালিকা ছিল.......?
  • dukhe | 122.160.114.85 | ১৪ জুলাই ২০১০ ১৮:১৪446771
  • প্রেক্ষিতটা বরং হয়ে যাক আগে - উটিই আসল ।
  • a x | 143.111.22.23 | ১৪ জুলাই ২০১০ ২১:১১446773
  • ধুর তোমরা কিস্‌সু পড় টড় না। গুরুতেই তো লিংক দিয়েছি কতবার। আদিবাসী মানবাধিকার কর্মী থাকবেন না কেন? গ্ল্যাডসন ডুংডুং এর নাম দেখনি? এনার জমি জিরেত কেড়ে নেওয়া হয়েছিল, চোখের সামনে বাপ খুন হয়েছিল।
  • pi | 128.231.22.89 | ১৪ জুলাই ২০১০ ২২:০৩446775
  • স্পেসিফিক্যালি আসিবাসীদের অধিকার রক্ষার ইস্যু নিয়ে গড়ে ওঠা সংস্থা গুলিতেও আদিবাসীরাই থাকেন। এগুলো ও তো একটু জানতে চাইলেই জানা যায় !

    দেখুন, কারা আছেন এখানে।
    http://www.aitpn.org/about.htm

    SAKTI র কথা শুনেছেন হয়তো।
    http://www.sakti.in/index.htm

    এদের পুরোভাগে আদিবাসীরা নেই ?
    Krishnaveni is one of the tribal women trained by SAKTI. She belongs to the Koya clan and is educated only till class V. But armed with skill of reading and interpreting land records, she has confidence to question government officials like the Mandal Revenue officer and the District Collector. She leads the fight by tribals in her village and a few neighboring villages to regain land which was illegally usurped from their forefathers around 1902.
    http://www.indiatogether.org/stories/sakti.htm

    ar sab usyitei dekhi sipiem er lajik ese sheshhamesh ei daa`nrhaay, tumi adham , to aami adhamatar haibo naa kyaano !
  • PT | 203.110.246.230 | ১৪ জুলাই ২০১০ ২৩:৩২446776
  • Gladson Dungdung ....was able to complete the Post Graduate in Human Rights from IIHR, New Delhi and 18 months Internship Programme in Public Advocacy from the National Centre for Advocacy Studies, Pune.

    SAKTI, an NGO was established in 1985 by Dr.Sivarama Krishna who got doctorate degree in 1982 on “Tribal Knowledge Systems”, from Osmania University

    অন্য ফাউন্ডারদের শিক্ষাগত যোগ্যতা জানতে পারলে ভাল হত। উচ্চশিক্ষার আলোকবৃত্তে না পৌঁছিয়ে মানবাধিকার কর্মী হওয়া যায় কিনা সেই ব্যাপারটা পরিষ্কার হত।
  • a x | 143.111.22.23 | ১৪ জুলাই ২০১০ ২৩:৫৭446777
  • অ। প্রথমে হল আদিবাসী নেই কেন। তারপর হল আদিবাসী উচ্চশিক্ষিত হল কেন।
  • a x | 143.111.22.23 | ১৪ জুলাই ২০১০ ২৩:৫৮446778
  • এক্স্যাকটলি কি চান একদম স্পেসিফিক মাপ দিয়ে একটা কাস্টম অর্ডার আইডিয়াল মানবাধিকার কর্মীর আইডিয়া দিন। ১ ২ করে লিখবেন, কেমন?
  • pi | 128.231.22.89 | ১৫ জুলাই ২০১০ ০০:০০446779
  • বা:, নেতানেত্রী থেকে শুরু করে এখন ফাউণ্ডারে চলে গেলেন ! :)
    নেত্রীর উদাহরণটা তো আমার পোস্টেই আছে।
    আর, আদিবাসী হলে তাঁর শিক্ষিত হওয়া চলবে না ? :)

    কথা হচ্ছিলো, সর্বহারার পার্টি তে কজন সর্বহারা নেতৃত্বের জায়গায়। উদাহরণ দিতে পারলেন না তো এক আজব প্রশ্ন তোলা হল, মানবাধিকার সংগঠনে তালে কতকন আদিবাদী, পিছিয়ে পড়া লোকজন 'মাতব্বর' হতে পেরেছে। কেন দুটোর তুলনা চলেনা তাও লোকজন বোঝালেন।
    বুঝলেন না।
    আদিবাসী, দলিতদের জন্য স্পেসিফিক্যালি গঠিত সংস্থা গুলি থেকে উদাহরণ দেওয়া হল, তখন 'মাতব্বর' থেকে 'ফাউণ্ডার', 'উচ্চশিক্ষা' এসবে চলে গেলেন ! :)

    কথায় কথায় এত গোলপোস্ট সরাবার অভিযোগ করেন, ইদিকে কথায় কথায় নিজেই ... :((

    এইসব কুযুক্তি না দিয়ে স্বীকার করে নিলে হয় না, পাল্টা কোন যুক্তি দেবার নেই ? এমনিতে তো অনেক অস্বস্তিকর প্রশ্ন ই এড়িয়ে যান। অন্য টইয়ে রাজ্যের পরিসংখ্যান নিয়ে অনেক প্‌র্‌শ্‌ন। এমনকি রাজ্য থেকে কেন্দ্রে গেলে রুটি পাল্টানোর ইস্যুটা কেমন পাল্টে যায়, তার ও :(
    এটাও নাহয় তাই গেলেন।
  • Blank | 59.93.247.15 | ১৫ জুলাই ২০১০ ০০:০৪446780
  • মানবিধাকার কর্মীদের নিয়ে প্রশ্ন তোলা বারন হ্যাস। ওনারা holier than thou
  • pi | 128.231.22.89 | ১৫ জুলাই ২০১০ ০০:০৭446781
  • না তো। প্রশ্ন করার পর উত্তর দিলে সেটা ইগনোর বা বুঝেও না বোঝা বা সেটা অস্বীকার করাতে
    বারণ হ্যাস।
  • Blank | 59.93.247.15 | ১৫ জুলাই ২০১০ ০০:১০446782
  • উত্তর টাতেই তো পরিষ্কার, যে কেউ নেই। সুজাত (অ)ভদ্রের মতন কিছু নিম্ন শ্রেনীর (এই শ্রেনী ভেদ অন্য) মানুষ ছারা নিম্ন বর্গের কেউ নেই।
    এদিকে ওনারা নাকি কোন গ্রামে গঞ্জে গিয়ে কি সব করেন। হেসে বাঁচি নে।
  • pi | 128.231.22.89 | ১৫ জুলাই ২০১০ ০০:১১446784
  • Date:14 Jul 2010 -- 10:24 AM র পোস্টে
    কিছু জানতে চেয়েছিলাম, উত্তর পেলে ভালো হত।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন