এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী

    SB
    অন্যান্য | ১৮ মে ২০১০ | ১৮৬৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.89 | ১৫ জুলাই ২০১০ ০০:১২446785
  • আমার বা অক্ষদার পোস্টগুলো ব্ল্যাংকির অবশ্যই চোখে পরবে না :p

  • a x | 143.111.22.23 | ১৫ জুলাই ২০১০ ০০:১৬446786
  • সিপিএমের কোনো প্রশ্ন নিয়ে প্রশ্ন তোলা বারণ। ওনারা দুধুভাতু।
  • PT | 203.110.246.230 | ১৫ জুলাই ২০১০ ০০:১৭446787
  • আদিবাসীরা উচ্চশিক্ষিত হলে আপত্তি হবে কেন? উচ্চশিক্ষিত না হলে মার্ক্সিট বা মানবাধিকার সংস্থার নেতৃত্ব দেওয়া যায় না সেটাই প্রতিষ্ঠিত হল। এতে এত রেগে যাওয়ারই বা কি হল?

    ঐ জন্য তো আগের কোন একটা পোস্টিং-এ জানতে চেয়েছিলাম যে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে কত জন উচ্চবর্ণের মানুষ মারা গিয়েছিলেন আর চারু মজুমদারের নাম কেন চারু মাহাতো বা লচ্চু পোচালি ছিল না?
  • Blank | 59.93.247.15 | ১৫ জুলাই ২০১০ ০০:১৮446788
  • ওতো গুরু র বুলবুলভাজার লিংক। খবর গুলো তো কোনো এক সংগঠনের নিজের রিপোর্ট। অমনি প্রোজেক্ট রিপোর্ট আপিসের জন্য আমি প্রতিদিন বানাই, দারুন সব ডেভেলপমেন্ট করেছি বলে।

    আর ওমনি করে খুজতেও হবে না। পুরুলিয়ার দিকের সিপিয়েমের লোকাল কমিটির প্রায় সব লোক নিম্ন বর্গের। তো তাতে কি হলো !!!
  • a x | 143.111.22.23 | ১৫ জুলাই ২০১০ ০০:১৯446789
  • চারু মাহাতো হলেই তো হবেনা, তাকে অশিক্ষিতও যে হতে হবে এটা তো আপনার ঐ কাস্টম অর্ডারে ছিলনা। তাই বললাম তো, ১ ২ করে লিখে ফেলুন। নইলে নিজেই বুঝতে পারবেন না কখন কি স্পেসিফিক কাটটা চাইছেন।
  • a x | 143.111.22.23 | ১৫ জুলাই ২০১০ ০০:২০446790
  • আর দেখুন কেমন চারু বাবুরে মনে রেখেছেন, দুবেলা স্মরণ করেন। নাম না করে জলস্পর্শ করেন না। কিন্তু জঙ্গল সাঁওতালকে কোন ক্যাটেগরি তে ফেলবেন তা নিয়ে ভাবারই অবকাশ হয়না।
  • Blank | 59.93.247.15 | ১৫ জুলাই ২০১০ ০০:২১446791
  • স্পেসিফিক তো বলাই আছে। আপনি যাদের জন্য লড়ছেন, আপনার ও তার characteristic সমান হতে হবে
  • PT | 203.110.246.230 | ১৫ জুলাই ২০১০ ০০:২২446792
  • 14 Jul 2010 -- 04:26 PM-এর লিংকটা পড়ুন। প্রেক্ষিতটা বুঝতে পারবেন।

  • a x | 143.111.22.23 | ১৫ জুলাই ২০১০ ০০:২৩446793
  • এ বলে কি!! সিপিএম ত্যাগ করবে তো এমন কথা শুনে!!
  • a x | 143.111.22.23 | ১৫ জুলাই ২০১০ ০০:২৫446795
  • নাহ্‌ খুউউব খারাপ অবোস্তা যা বুঝছি :-(
  • Blank | 59.93.247.15 | ১৫ জুলাই ২০১০ ০০:২৭446796
  • যা ত্তারা।

  • PT | 203.110.246.230 | ১৫ জুলাই ২০১০ ০০:২৯446797
  • Jangal Santhal......stood for elections in February 1967, on a CPM ticket, but lost.

    .... অর্থাৎ উনি নকশালবারি আন্দোলন শুরুর আগেই একটি মার্ক্সিস্ট দলের উপরের সারিতে উঠে এসেছিলেন।
  • Suvajit | 59.177.192.225 | ১৫ জুলাই ২০১০ ০০:৫৬446798
  • এই ডুংডুং পদবী দেখে আমার ছোটবেলার ঘটনা মনে পড়ে গেল।
    কলেজ থেকে বেরিয়ে সদ্য চাকরী পেয়ে উড়িষ্যার সুন্দরগড়ে রাস্তা তৈরির কাজ দেখাশুনা করছিলাম। সেখানে রাজগাঁওপুর বলে একটা মফস্বল শহর আছে, সেখানে হচ্ছে রাস্তার কাজ, অনেক লেবার ক¾ট্রাকটর, তার মধ্যে একজনের নাম পিটার ডুংডুং। তো এই মহান ব্যক্তি আদিবাসী লেবারদের কম পয়সা দিয়ে নিজে বেশী কমিশন খেত। তখন মিনিমাম ওয়েজ ছিলো দিনে ২৫/- টাকা, ইনি দিতেন ২০/- টাকা করে। লেবারেরা সাধারনত এসব চুপচাপ মেনে নেয়, টংকা পাচ্ছে এটাই ওদের কাছে অনেক, কিন্তু ওদের মধ্যে দু একজন ১০ ক্লাশ পাশ করা ছেলে ছিলো তারা কোত্থেকে মিনিমাজ ওয়েজ কত জেনে টেনে, আমাদের সাইট অফিসে কমপ্লেন করে দিলো। ফলে ডুংডুংকে ডেকে পাঠানো হলো, মিনিমাম ওয়েজ বোঝানো হলো, সে অত্যন্ত অন্যায় কাজ করছে বলা হল এবং আবার এমন করলে লেবার আফিসে নালিশ করতে বাধ্য হব তাও বলা হল। তিনি মাথা নেড়ে চলে গেলেন।
    পরের দিন খোঁজ নিয়ে জানা গেল যে ডুংডুং আগের দিন রাত্রে মাল খেয়ে ঐ ছেলেদুটোকে উদোম কেলিয়েছে আর আমাকেও দেখে নেবে শাসিয়েছে। সেদিনই বিকেলের দিকে আমি আর আর একজন সাইটে আছি। হঠাৎ তিনি বাইকে করে দুজন সঙ্গী নিয়ে উদয় হলেন। 'কাম বন্ধ করিব' বলে ওর সব লেবারদের উঠিয়ে দিল। তারপর আমার কাছে এসে প্রভুত খিস্তি করতে করতে উত্তেজিত হয়ে একটা দেশী পাইপগান বার করে আমার গলার কাছে চেপে ধরল। আমি এতই বিস্মিত এবং অবাক হয়ে গেছিলাম যে ভয় পাব এই অনুভূতিটাও ছিলো না। মিনিট পাঁচেক গলার কছে বন্দুক নিয়ে আমি ডুংডুংএর অমৃতবানী শুনলাম, যার মূল কথা ওর লেবার, ওর গাঁওর ছেলে, ও তাদের কি দেবে না দেবে তা ওর ব্যাপার। আমি কোন ফাদার** ইত্যাদি যে এসব ব্যপারে নাক গলাচ্ছি।
    তারপর তিনি বাইকে করে প্রস্থান করলেন। আমিও ভীষণ ভয় পেয়ে সেই রাত্রে একটা বড় ম্যাকডোয়েল শেষ করে দিলাম :-)
    সেই থেকে আমি ডুংডুংদের ভীষন ভয় পাই :-O
  • pi | 128.231.22.89 | ১৫ জুলাই ২০১০ ০৮:৩৯446800
  • এই কনট্র্যাক্টর শুনে আমার আবার টাকলা শেঠের গল্প মনে পড়লো। হাওড়া মুম্বই মেলে র অ্যাটেন্ডেন্টের মুখে শুনেছিলাম।
    পাঁচ বছরের মুম্বইয়ের সংসার উঠিয়ে কলকাতা ফিরছি। সঙ্গে মালপত্র বেশ বেশি। তার জন্য আলাদা ফাইন দিয়েছি, পে করেছি। তাও ট্রেনে ওঠার পর ও ফ্যাকড়া। অ্যাটেন্ডন্ট এসে টাকা চাইলেন। একদিকে ভালো। ভিতরে গোঁতাগুঁতি করে রাখতে হয় নি । উনি বাইরে একজায়গায় ভালো করে রেখে দিয়েছিলেন। কিন্তু তার জন্য টাকা নিলেন। বুঝলাম , এটা রেলের নিয়ম না, সাইড বিজনেস।
    ট্রেন ছাড়তে খানিক বাদে আলাপ হয়ে গেছিলো। অনেক গল্প করেছিলেন। একথা সেকথায় বল্লেন, আমাদের খালি টাকা নিতেন ই তো দেখেন। জানেন, এই টাকা কতজনের মধ্যে ভাগ হবে ? আর , কেন ই বা নিতে হয় এই টাকা ?
    তখন ই শুনলাম টাকলা শেঠের কথা।
    IRCTC নাকি বরাত দিয়ে দিয়েছে শেঠকে। আর শেঠ অর্ধেক টাকায় কর্মচারী নিয়োগ করছে ( মানে, যে টাকা আগে রেল দিতো)। কারো চাকরি স্থায়ী না। রেলের লাল উর্দি পরা লোকজন, যাঁরা সেই সকাল ছ'টা থেকে কামরায় কামরায় ঘুরে চা-ব্রেড-ওমলেট-চাউমিন বিক্রি করেন, তাঁদের রোজনামচা শুনছিলাম। শুরুতে নাকি শিক্ষানবিশি। মানে কোনো বেতন ই হাতে পান না এঁরা। খালি দুবেলা খাওয়াটুকু। তারপর কাজটা হলে সারাদিনের বিক্রির একটা কমিশন পান। বাঁধা মাইনে কিছু নাকি প্রায় দেন ই না শেঠ। অতএব ঐ খাবার ভরা ভারী ভারী ট্রে নিয়ে যে যত পারেন ঘুরে যান সারাদিন। সব মিলিয়ে মাসে হাজার টাকাও হয় না।
    অ্যাটেন্ডেন্টবাবুর অবস্থা এদের মধ্যে সবচে ভালো। কত ? না, টেনেটুনে ২৫০০- ৩০০০ টাকা মাইনে।
    খাওয়াটা জোটে, ট্রেন চল্লে। হাওড়া কি মুম্বই তে ভিড়লেই নিজেদের খাবার, থাকার ব্যবস্থা নিজেদের করতে হয়। ছুটি চাটা, মেডিক্যাল এসব কিস্যু নাই। এরকম অবস্থায় খুব কম জন ই পরিবার পরিজনের সাথে থাকতে পারেন। আর, নিজেদের গাঁও যাবার সুযোগ মেলেনা কতদিন, তা নিজেরাও ভুলে গেছেন অনেকে।
    শুধু যাওয়া-আসা, বছরের পর বছর এই হাওড়া মুম্বই মেলে, ছ'টা- ন'টা।

    এই মাইনে গুলো নাকি অনেক অনেক বেশি ছিলো, সরাসরি রেলের অধীনে ছিলো যখন। রেল এখন দিয়ে দিয়েছে IRCTC কে, আর তারা টেন্ডার ডেকেছে। এই ট্রেন পড়েছে টাকলা বাবুর আওতায়। লাভের গুড়টা তিনি ই খাচ্ছেন আরকি।
    ক্ষোভ ? আছে বইকি ? বিস্তর আছে। কিন্তু ইউনিয়ন নাই। নিজেরা ইউনিয়ন বানিয়ে কিছু করতে গেলে ই সোজা ছাঁটাই। ইন ফ্যাক্ট , এই অ্যাটেন্ডেন্ট মহাশয়ের সাথেই হয়েছে এম্নি। এর আগে ছিলেন, জম্মু তাওয়াই তে , সেখানে টাকলা না, অন্য কোন শেঠ। কিন্তু গল্প এক ই ।
    তলে তলে অনেকে মিলে জোট বেঁধে মাইনে বাড়ানো, ছুটি ইত্যাদি নিয়ে নিজেদের দাবী দাওয়া পেশ করতে গেছিলেন। ফল : জম্মু-তাওয়া ই এক্সপ্রেস থেকে ঘাড়ধাকা।

    বলছিলেন, এই চাকরির জন্য ও বেকারদের লম্বা লাইন, ওনার মত স্নাতক ও অনেকে ই আছেন সেই লাইনে। তাই একজন গেলে অন্যে আসবে। আরো কম মাইনেতেও আসতে পারে। শেঠ ও তাই বিন্দাস আছেন, বিস্তর ফুলছেন।
  • pi | 128.231.22.89 | ১৫ জুলাই ২০১০ ০৮:৫৯446801
  • স্থান -কাল -পাত্র অন্য। কানপুরের হস্টেলের সুইপাররা। কিন্তু আদতে সেই প্রায় এক ই গল্প।
  • PT | 203.110.246.230 | ১৫ জুলাই ২০১০ ০৯:৪২446802
  • যাক, প:বঙ্গের বাইরেও যে লোকে exploited হয় শুনে একটু স্বস্তি পাওয়া গেল।
  • Manish | 59.90.135.107 | ১৫ জুলাই ২০১০ ১১:০৫446803
  • মানবাধিকার বাবুরা এদের জন্য কেন লড়ে না।
  • r.huto | 203.99.212.53 | ১৫ জুলাই ২০১০ ১১:১৩446804
  • সেকি এটাও জানেন না? মানবাধিকার বাবুরা খারাপ লোক, তাই।
  • Manish | 59.90.135.107 | ১৫ জুলাই ২০১০ ১১:২৯446806
  • খারাপ লোকেরা এদের জন্য কেন লড়ে নাআঅ
  • Manish | 59.90.135.107 | ১৫ জুলাই ২০১০ ১১:৩৪446807
  • @ Ranjan
    একটা ব্যক্তিগত প্রশ্ন।

    কলকাতায় ল্যাট কিনেছেন।বাশে্‌দ্‌রানীতে একটা ভালো কমপ্লেক্স হচ্ছে।মেত্রূর একদম সামনে।
  • Manish | 59.90.135.107 | ১৫ জুলাই ২০১০ ১১:৩৬446808
  • বাংলা আসছে না।একদম ছ্রাচ্ছি।
    'ফ্ল্যাট',মেট্রো,বঁআশদ্রোনী।
  • SB | 219.64.186.128 | ১৬ জুলাই ২০১০ ০৯:৪৫446809
  • আরেক পুলিশের চর খতম।
    আকাশবানীর সাঁওতালি সঙ্গীত শিল্পী, নীলমনি টুডু, পুলিশের চরবৃত্তি করে বিপ্লব কে পিছিয়ে দিচ্ছিলো।
    অতএব মহিলাকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে, তারওপর গুলি করে খতম করা হলো।
    বিপ্লব দীর্ঘজীবি হোক।
    http://www.telegraphindia.com/1100716/jsp/bengal/story_12689419.jsp
  • pinaki | 67.210.179.5 | ১৬ জুলাই ২০১০ ১১:১৭446811
  • কিন্তু এখনো দীপক সরকার, সুশান্ত ঘোষরা খেলায় এগিয়ে আছে। কিষেনজি সিপিএমের থেকে ৩০০০ বুলেট নেওয়ার (বা দেওয়ার, ঠিক মনে নেই) কথা বলেছিল। আর শুভেন্দু মোটে ১০০০ বুলেট দিয়েছে। জিততে গেলে শুভেন্দুকে এখনো অনেক পথ যেতে হবে।
  • PT | 203.110.246.230 | ১৬ জুলাই ২০১০ ১২:০৪446812
  • .... কিন্তু কথা ছিল তো পরিবর্তনের! এখন তুমি অধম বলিয়া আমিও অধম বললে চলবে?
  • dukhe | 122.160.114.85 | ১৬ জুলাই ২০১০ ১২:১৭446813
  • পৃথিবীতে মোট অস্ত্র পাচারের প্রেক্ষিতে ব্যাপারটাকে দেখুন ।
  • kallol | 124.124.93.205 | ১৬ জুলাই ২০১০ ১২:৩২446814
  • যে ভাবে কমলা হেমব্রম, সরস্বতী আর নীলমনি টুডুকে হত্যা করা হয়েছে সেটা নারকীয় বললেও কম বলা হয়।
    আগেও মাওবাদীরা খুন করেছে, কিন্তু সে সব খুনের থেকে এই খুনগুলো আলাদা চরিত্রের। এই খুনগুলোয় বীভৎস নৃসংশতার প্রকাশ ঘটেছে। জ্ঞানেশ্বরী থেকে নীলমনি সবেতেই মাওবাদী ও তাদের সহযোগীদের হতাশার প্রকাশ স্পষ্ট। সাধারন মানুষ থেকে যতো বিচ্ছিন্ন হচ্ছে ততো 'ভয় দেখানো' বড়ছে। আগেও এর প্রকাশ ঘটেছে মৃতের সৎকার করতে না দেওয়ার জবরদস্তিতে।
    সম্প্রতি সোনামুখীতে যৌথবাহিনী যে জঘন্য সন্ত্রাস চালিয়েছে, তার প্রতিক্রিয়া হিসাবে এই খুন কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এই কুযুক্তির খেলা বন্ধ হোক।
    মাওবাদী ও যৌথ বাহিনীর সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ থাকলো।
    আজ প্রেস ক্লাবে যৌথ বাহিনীর সন্ত্রাস নিয়ে সাংবাদিক সম্মেলনে, মাসুমের বন্ধুরা মাওবাদী সন্ত্রাস নিয়ে সোচ্চার হবে। যদিও মাসুম ওখানে শুধুই শ্রোতা হিসাবে আমন্ত্রিত।
  • pinaki | 131.151.60.6 | ১৬ জুলাই ২০১০ ১৩:৩৮446815
  • সমস্যা হল এসবের ফলে মাওবাদী রাজনীতির পজিটিভ জায়গা আর অ্যাচিভমেন্টগুলো সেকেন্ডারি ইস্যু হয়ে যাচ্ছে। যেটা পড়ে থাকছে সারবস্তু হিসেবে - সেটা হল প্রতিহিংসার রাজনীতি। তোরা আমাদের একজনকে মারবি তো আমরা তোদের দশজনকে মারব - নিচের তলার ক্যাডারদের কাছে বিপ্লবের এর চেয়ে আলাদা কোনো মানে কি পৌছোচ্ছে? আমার সংশয় আছে। আর এটা আজ থেকে দেখছি না। মনে আছে, নন্দীগ্রামের ঘটনার পরের দিন একটা মিছিল হয় বিভিন্ন দলের লোকজন একসঙ্গে। শুরুতে ধর্মতলায় একটা ছোটো পথ অবরোধ হয়, তারপর সেখান থেকে মিছিল করে কলেজ স্ট্রীট যাওয়া হয়। শুরুতেই আর এস এফের ছেলেরা কি করল - ধর্মতলায় আশেপাশে যেখানে সিটু বা সিপিএমের ব্যানার, হোর্ডিং দেখা যাচ্ছিল - সেগুলো ছিঁড়ে আগুন ধরাতে শুরু করল। বারণ করলে খেপে যাচ্ছে। তারপর কলেজ স্কোয়ার পৌঁছে অঠাৎ আরবিট দাবী - এখুনি আলিমুদ্দিন যেতে হবে মিছিল নিয়ে। মানে মুডখানা হল আলিমুদ্দিন গিয়ে ভাংচুর করে আসা। পাল্টা একটু না দিতে পারলে হাত নিশপিশ করছে। আর এই পাল্টা দেওয়ার প্রবৃত্তিটার মধ্যে কোথাও 'জনগণের ইচ্ছে' ব্যাপারটার কোনো অস্তিত্ব নেই। পুরোটাই নিজের ঝাল মেটানো। অথচ জাস্টিফাই করার সময় জনগণের দোহাই। আটবছর ধরে এগুলো দেখে দেখে হেজে গেছি। এখন দেখলে বিরক্ত লাগে। রাগ হয়।

    ঐ দুই মহিলাকে পুড়িয়ে মারার ব্যাপারটা তো তাপসী মালিকের ঘটনার থেকে কিছুমত্র কম নারকীয় নয়। আমাদের আরো জোরেসোরে প্রতিবাদ করা উচিৎ ছিল।
  • kallol | 124.124.93.205 | ১৬ জুলাই ২০১০ ১৪:২৭446817
  • পিনাকী তুমি কি চেন্নাইতে?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন