এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী

    SB
    অন্যান্য | ১৮ মে ২০১০ | ১৮৬৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ২০ জুন ২০১০ ১৯:৪১446685
  • ফাঁকা যাবে কেন? টই একেবারে ৫:৫০ এর শান্তিপুর লোকাল, জায়গাই পাওয়া যায় না।

    একটা দড়ি বেশি বাঁধলে সম্মান কি বেশি হত? না আমাদের মনে শান্তি হত যে ভারত সত্যই শাইন করছে? আসলে সৈনিকরা এত ভাবে নি। এই ছবি আবাপ ছাপবে, তারপরে গুরুতে সেই নিয়ে এত তক্কো বিতক্কো হবে, এতদিনের অভ্যেস তো আমাদের জন্য এত খাটনি পোষাবে না।
  • dukhe | 117.194.226.143 | ২০ জুন ২০১০ ২১:২৮446686
  • কিছুদিন আগে এক জওয়ানের সঙ্গে ট্রেনে আলাপ হয়েছিল - অরুণাচলে ডিউটিতে আছেন । বর্ডারের ঝামেলা নিয়ে কথা বলতে বলতে বললেন - "ক্যা করুঁ ? ইন্ডিয়াকা পলিটিক্সহি অ্যায়সা হ্যায় ।"
    হয়তো প্রতিহিংসা-টিংসা নয়, এটাই ওঁদের রুটিন মেথড । ক্যা করুঁ ?
  • santanu | 82.112.6.2 | ২১ জুন ২০১০ ১১:৩৮446687
  • আমার ও মনে হয় আকা র কথাটাই, সৈনিকরা অতো কিছু ভাবে নি।

    সারারাত যুদ্ধ করেছে, পরের দিন সকালে আবার প্রান হাতে করে জঙ্গলে ঢুকেছে লাস গুলো কে জোগাড় করতে (লাস গুলো না আনলে আবার মাওবাদীরা বলবে, কই আমাদের তো কেউ মরে নি, আবাপ বলবে, সৈনিকরা ঢপ মারছে), এদিকে আবার দুটো হাত খালি রাখতে হবে, আবার মাওবাদীরা তেড়ে এলে গুলি চালানোর জন্য। তাই কোন রকমে দুটো হাত আর পা দড়ি দিয়ে বেঁধেছে, মাঝে একটা বাঁশ ঢুকিয়ে দিয়েছে - ব্যাস।

    তবে সৈনিকরা এবার বোধ হয় শিক্ষা নেবে, পরের বার আবাপ ছবি তুলতে গেলে, ক্যামেরাটা কেড়ে নেবে।

  • ranjan roy | 122.168.205.199 | ২২ জুন ২০১০ ০০:০৭446688
  • আমি ঠিক আপনাদের কথা বুঝতে পারছি না। TOIতো ছবির সাথে " জানোয়ারকেও এভাবে নিয়ে যায় না'' গোছের ক্যাপশান দিয়েছে।
    তাতে প্রচুর লোক রেগে কাঁই হয়ে খিস্তি করছে।
    -- মাওবাদীরা জানোয়ারেরও অধম। এদের জন্যে দরদ কেন?
    তাতে মনে হয় ছবি ছাপার উদ্দেশ্য সফল। খালি বাণিজ্যিক স্বার্থটাই ভাববেন?
  • arindam | 59.93.198.204 | ২২ জুন ২০১০ ০৭:৩৬446689
  • রঞ্জনদা
    অতি সম্প্রতি আ বা প তেই একটি লেখা বেড়িয়েছে যার মূল বিষয় হল- মৃত্যুকে আমরা কতখানি সম্মান দিই?
    গরু ছাগল, শূয়োরই হোক বা মানুষ?
    ছেলে-মেয়ে মারা গেলে আত্মীয়-পরিজন, বাবা-মায়ের কষ্ট স্বাভাবিক ও সর্বাধিক, কিন্তু দেখবেন প্রথম পাতায় ক্রন্দরত বাবা-মা বা স্বামীহারা রমনীর ছবি। ঘটনা কতখানি মর্মান্তিক তা বোঝানোর জন্য ঐ ছবি কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানেই...

  • Manish | 117.241.228.113 | ২৬ জুন ২০১০ ১৮:২২446691
  • ক্ষী কান্ড। তবে বিল্পব কাদের নিয়ে করবে এবার। সাধারন মানুষ না অসাধারন মনুষদের নিয়ে।
  • aka | 24.42.203.194 | ২৭ জুন ২০১০ ০৯:৩১446692
  • বিপ্লবের মাধ্যমে যারা সমাজ বদলে দেবে বলে তাদের কাছে সাধারণ মানুষ মারা শর্ট টার্ম এভিল। এটা অরুন্ধতী দেবীকে একটু বলে দেবেন প্লিজ। উনি বিপ্লবকে এক্সাইটিং মনে করেন অথচ মানুষ মারার বিরোধীতা করেন। বেইসিকালি ইয়ে মানে ...
  • Sigma | 220.253.178.104 | ২৭ জুন ২০১০ ১০:১৯446693
  • আচ্ছা কেউ কি বিপ্লবের একটা scenario এঁকে দিতে পারবেন; এই ধরুন, সামনের শুক্রবার অথবা সোমবার বিপ্লব হলো , মঙ্গলবার অবস্থাটা কেমন দাঁড়াবে? আমি চাইছি, আঁখো দেখা হাল (ভবিষ্যতের) জানতে।
    রাইটার্সে কি বিপ্লবী প্রেসিডেন্ট বা জেনারাল সেক্রেটারী বসবেন। প্লেন থেকে দেখা যায় যত সব টুকরো টাকরাজমি , সে সবের আল মুছে যৌথ খামার হবে কি? প্রাইভেট ট্যুইশানি, অটোরিকশার দৌরাত্ম্য থাকবে কি থাকবে না?
    সর্বোপরি।, ফুটপাথে হকার?

  • ranjan roy | 122.168.238.179 | ২৭ জুন ২০১০ ২৩:৪৪446695
  • সোমবার বিপ্লব হলে মঙ্গলবার বিশাল ও ব্যাপক ক্যাওস!!! এটুকু গ্যারান্টেড। নইলে ওটা কোন বিপ্লবও নয়।
  • . | 59.93.206.198 | ২৯ জুন ২০১০ ২২:৫২446697
  • সব কটা চ্যানেলেই দেখাচ্ছে।
  • kallol | 115.242.140.28 | ৩০ জুন ২০১০ ০৬:২৫446698
  • যাকে তাকে পুলিশের চরের তকমা লাগিয়ে খুনের ব্যাপারটাই জঘন্য।
    মাওবাদীরা সমর্থন হারাচ্ছে, আর তার ভয়ে সন্ত্রাস ছড়াচ্ছে। এই নির্বোধের মতো খুনোখুনি বন্ধ হোক।
  • santanu | 82.112.6.2 | ৩০ জুন ২০১০ ০৯:১১446700
  • http://www.anandabazar.com/30desh2.htm

    এসব কি বাজারী কাগজ আর রাষ্ট্রের অপপ্রচার?

    না কি আদিবাসীরা ভাবছে, খুব হয়েছে মাওবাদ, এবার এসো।
  • Jadu | 59.93.209.81 | ০২ জুলাই ২০১০ ১০:২৩446701
  • কিছু কিছু খবরের কাগজে যাদবপুরকে মাওবাদীদের আঁতুড়ঘর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ ছাত্র সেজে গোয়েন্দাগিরি করছে, এও প্রকাশ করা হয়েছে। প্রতিবাদে ১লা জুলাই, যাদবপুরের ছাত্র শিক্ষকেরা মিটিং করলেন।
  • Abhyu | 80.221.25.236 | ০৩ জুলাই ২০১০ ০০:৪১446702
  • জানি না কতদূর সত্যি, তবে এই মেলটা ফরোয়ার্ডেড হচ্ছে
    Azad, whose last signed letter to Swami Agnivesh was recently circulated, has been killed. He has actually been killed in the process of getting the negotiations started. The details are as follows: Chidambaram, through Agnivesh, conveyed to the Maoists about three dates this month when the negotiations would be started. The dates were 10th, 20th and 30th July. The government asked the Maoists to respond to this by 3rd July. Azad had gone to Nagpur to get the final response from the leadership to this. He was picked up from there together with another comrade. Today their bodies have been found in Adilabad and the AP police claims that it is an encounter death. This is exactly what I was afraid about, that the government was just waiting to do something to scuttle any move towards negotiations. This is the AP model just being repeated again. The government first tried to suppress the Maoists' response, now they have killed the person who was actually working to get the negotiations started. Please publicize this... people should know that the government has no intention to move towards talks.
  • a x | 143.111.22.23 | ০৩ জুলাই ২০১০ ০৩:২৮446703
  • http://timesofindia.indiatimes.com/India/Maoist-No-3-Azad-killed-in-Andhra/articleshow/6122184.cms

    Although the official line was that Azad was killed in an encounter, highly-placed sources told TOI that a plan to nab him was executed by the Andhra State Intelligence Branch (SIB). Azad was reportedly picked up by SIB sleuths at Sitabardhi locality in Nagpur on Thursday around 11am when he came to meet a courier. ``Azad was supposed to go with the courier to Dandakaranya region where he was to take classes for the cadre from Friday,'' Katta Ramachandra Reddy alias Gudsa Usendi, Dandakaranya Special Zonal Committee official spokesman said.

  • janataa | 121.241.218.132 | ০৩ জুলাই ২০১০ ১০:১৫446704
  • মাওরা সিপিএম সমর্থকের ৬০ বছরের দিদি ৮০ বছরের মা কে খুন করলেও কিছু বলা যাবে না। নিহত মাও দের বাঁশে বাঁধলে কথা উঠবে আর মাও রা রাষ্ট্রের সেনাদের মেরে হাত পা যৌনাঙ্গ কাটলেও কিছু বল যাবে না। ভারভারা রাও টাইপের মাওয়িস্ট সিম্প্যাথাইসার রা চেষ্টা করবে মাও অপকীর্তি গুলো কার্পেটের তলায় লুমে্‌কাতে আর রাষ্ট্রের অপকীর্তি গুলো ঢক্কানিনাদ সহ প্রচার করতে।
    কিন্তু জনতা কি এত গাড়োল ? জনতা জানে
    মাও রা অল্টারনেট রাষ্ট্র বই তো কিছু না,বরং তাদের রাজত্বে বিরোধিতার জায়গা নেই। সুতরা১ং বর্তমান রাষ্ট্র গেম খেল্লেই ফাউল বলে জনতা কেন চীঁচাবে ? মাও রা ফাঁদ পেতে মারে না রাষ্ট্রের পুলিশ সেনা দের ? ওটা জাস্টিফায়েড হলে এটাও জাস্টিফায়েড।আজাদ ও তো মাও রাশে্‌ট্‌রর সৈন্য,সাধারন মানুশ তো নয়।যুদ্ধ ঘোষণা তো মাও রাই করেছে।আর যুদ্ধ তে কিচুই আনফেয়ার নয় ।

    পরে মাও রা যেমন ভুল হয়েছিলো বলে স্টেটে্‌মন্ট দেয় (যথা ছট্টিস্‌গড়ে বাস ওড়ানো) রাষ্ট্র ও সেই পন্থা অবলম্বন করবে। শোধ বোধ
  • ranjan roy | 122.168.205.199 | ০৪ জুলাই ২০১০ ২৩:২৫446707
  • "জনতা' ঠিক বলেছেন। সিম্প্যথাইজারদের চরিত্রই এ'রকম। কংগ্রেসের হলে জরুরী অবস্থার দিনগুলো কার্পেটের তলায়, তৃণমূল হলে পাঁশকুড়ায় রফিকদের কীর্তি আর সিপিএম হলে বানতলা, বিজনসেতু, সাঁইবাড়ি, ""paid in their own coin''সবই কার্পেটের তলায়।
    আর everything is fair in love and war বুঝলাম। কিন্তু শান্তি আলোচনা যুদ্ধ জেতার রণনীতিরই একটি অংগ। ভারত রাষ্ট্র যুদ্ধের পরেও কুটনৈতিক চর্চার সময় পাকিস্তানের প্রতিনিধি বা বিদ্রোহী নাগাদের প্রতিনিধিদেরও Diplomatic Immunity দেয়। আজাদের ঘটনায় এটা স্পষ্ট শান্তিবার্তায় রাষ্ট্র ইচ্ছুক নয়।
    কিন্তু আমার প্রশ্ন মাওবাদী সমর্থকদের কাছে:
    মাওবাদীরাও কি শান্তিবার্তায় আদৌ আগ্রহী ছিল? তাহলে scale violence না কমিয়ে এই সময়ে বাড়ানো হল কেন? ২৭ জন সি আর পিএফ এর হত্যার কথা বলছি। এটা করে জনগণ ও সরকারকে কি মেসেজ দেয়া হল? বুঝিতে অপারগ। ডাবল স্ট্যান্ডার্ড কেন?
    "পথের দাবী' ব্যান হলে শরৎচন্দ্র রবীন্দ্রনাথকে প্রতিবাদ পত্রে সই করতে বল্লে উনি রাজি হন নি। ইংরেজ সরকারের বিরুদ্ধে উপন্যাস লিখবো আশা করবো ওরা এটা সার্কুলেট করুক--- এটা ওনার কাছে অযৌক্তিক মনে হয়েছিল।
  • pi | 72.83.93.99 | ০৫ জুলাই ২০১০ ০০:৪২446708
  • দু পক্ষকেই সমানভাবে দোষী আর শান্তি প্রক্রিয়ার জন্য অনিচ্ছুক মনে হচ্ছে। নইলে এই আলোচনা হবো-হবো পরিস্থিতিতে মাওবাদীদের নতুন করে সি আর পি এফ হত্যা আর অন্যদিকে সরকারের সেই নেতাকে এনকাউন্টার করে মারা, যিনি হয়তো এনিয়ে কিছু ভূমিকা নিলেও নিতে পারতেন “For us [CPI(Maoist)] Comrade Azad was the central figure involved in the possibility of a peace process,” (http://www.thehindu.com/news/national/article500050.ece)... দুটো ই সমান নিন্দনীয় আর দুর্ভাগ্যজনক।

    তবে, পথের দাবীর উদাহরণ টা ঠিক বুঝলাম না। ব্রিটিশ রাজতন্ত্রের জন্য ওটা যুক্তি হতে পারে, কিন্তু একটা গণতন্ত্রে, রাষ্ট্রের সমালোচনা করলে রাষ্ট্র তার মুখ বন্ধ করে দেবে, এইটি কেমন কথা হলো ?
  • SB | 115.117.247.152 | ০৫ জুলাই ২০১০ ১২:১৭446709
  • রঞ্জনদাকে জাতিয়তাবাদী অভিনন্দন, মাম্মামা'র সুরে সুর মিলিয়ে সাইঁবাড়ি, বিজনসেতু নিয়ে পোঁ ধরার জন্যে :-)

    ওদিকে সাইঁবাড়ির বর্তমান সাঁইরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, মম্মামারা খুন করে দেবে বলে শাসাচ্ছে, যদি না মাম্মামা'র সুবিদার্থে নতুন করে তাঁরা মামলা করেন! কী দিঙ্কাল!!
  • dukhe | 117.194.231.9 | ০৫ জুলাই ২০১০ ১২:২১446710
  • @SB, সাঁইবাড়ির নতুন খবরটা আবার পুরোনো ডিএসএফের দেওয়া নয় তো ? যা দিনকাল!
  • kc | 194.126.37.5 | ০৫ জুলাই ২০১০ ১৩:৪১446712
  • শৈবাল, আরেকটু ওয়েট কর, যে কোনওদিন হেমন্ত বসুকে মারার জন্যও সিপিএমকে আবার কাঠগড়াতে তোলা হবে। ও রঞ্জনদা, ১৯৮৩তে মালদাতে মালোপাড়ার ঘটনা ভুলে গেলেন? না এখন ভুলতে ভাল লাগছে তাই ভুলছেন? শৈবাল, তোরাও ভুলেছিস কিন্তু!!
  • Raj | 202.79.203.59 | ০৫ জুলাই ২০১০ ১৪:০১446713
  • শান্তিকল্যাণের সময় ঐসব একটু হয়ে থাকে আর কি ... ক্ষমাঘেন্না করে মেনে নিতে হয়।

    না মানলে ঐ যে দেবু গুন্ডা-বাত্তো গুন্ডারা প্রেস কেলাবে ইয়ে করে বলে দেবে একমাত্র বেনিফিসিয়ারি সিপিয়েম ... তাই ওরাই করেছে !
  • ranjan roy | 122.168.23.255 | ০৫ জুলাই ২০১০ ২৩:০৭446714
  • KC এবং SB,
    কোনটাই ভুলিনি। সেই মরিচঝাঁপি থেকে----।
    আমি খালি "জনতা''র বক্তব্যের পোঁ ধরে বল্লাম যে সমস্ত সিম্প্যাথাইজারদের চরিত্রই অমনি। খালি নিজেদের বিরুদ্ধে কতবার ফাউল হয়েছে কিন্তু রেফারি বাঁশি বাজায় নি বলে চেঁচায়। কিন্তু যখন নিজেরা রেফারির চোখ বাঁচিয়ে চোরাগোপ্তা ল্যাং মারে সেগুলো চেপে যায়।
    মাওবাদী সমর্থক ভারভারা রাওয়ের কথা জনতা ভদ্রলোক বল্লেন। তো আমি বাকি মুখ্য রাজনৈতিক দল গুলোর কিছু উদাহরণ দিলাম। বিজেপি বঙ্গে এখনও উল্লেখযোগ্য নয় বলে ওদের বা শিবসেনার বা সমাজবাদীদের উদাহরণটা দিইনি।
    কোন পুলিশ রেকর্ডের খতিয়ান খুলে বসিনি তো।
    তা আপনারা শুধু ম্মা-ম্মা-ম্মার সুরে পোঁ ধরে সিপিএম এর বিরুদ্ধে বলা ঘটনা গুলৈ দেখলেন? সিপিএম এর সুরে পোঁ ধরে যে পাঁশকুড়ার বা ইমার্জেন্সীর উদাহরণ দিলাম সেটা দেখলেন না?
    পারেন ও বটে!
    আর ভাই KC! ছত্তিশগড়ে থেকে আমার ১৯৮৩'র বঙ্গে ঘটা কোন ঘটনা ভুলে যাওয়ায় কি সুবিধে পেতে পারি(!) সেটা বুঝিয়ে বল্লে বাধিত হব।
    রিটায়ারমেন্টের পর কাজে লাগতেও পারে।
  • ranjan roy | 122.168.23.255 | ০৫ জুলাই ২০১০ ২৩:১১446715
  • পথের দাবীর উদাহরণটা ডাবল স্ট্যান্ডার্ড বোঝাতে, ভারত সরকারের কোন বই বা খবর ব্যান করা নিয়ে নয়।
    ওই আমরা violence এর ডিগ্রি স্টেপ আপ করবো অথচ রাষ্ট্রীয় ভায়োলেন্সে বলবো সরকার পীস টক চায় না , এটা তুমি যেমন বল্লে-- ডাবল স্ট্যান্ডার্ড।
  • ranjan roy | 122.168.23.255 | ০৫ জুলাই ২০১০ ২৩:১৩446717
  • স্থানীয় প্রিন্ট মিডিয়ায় বেরিয়েছে--- ওই মৃত মাওবাদী মেয়েটির বাঁশে ঝুলিয়ে নিয়ে যাওয়ার ফোটো দেখে রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন সরকারকে নোটিস দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন