এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী

    SB
    অন্যান্য | ১৮ মে ২০১০ | ১৮৬৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 89.203.49.18 | ০৫ জুলাই ২০১০ ২৩:৪৫446718
  • আরে রঞ্জনদা, ফালতু ফালতু বাজে ভাবে কথা বলার জন্য মাপ চাইছি, রিয়ালি। বিরক্ত লাগে যখন দেখি বর্তমান বিরোধিপক্ষের কিছু অসত্য প্রোপাগান্ডা শাসকগোষ্ঠি চুপচাপ দেখে চলে, এত খুনের পরেও কোনও বড় নেতাকে ঘটনাস্থলে যেতে দেখিনা, বিরক্তি বেড়ে যায়।
    আবার মাপ চাইলাম।
  • SB | 219.64.153.2 | ০৬ জুলাই ২০১০ ১১:১২446719
  • রঞ্জনদা, আপনি যেভাবে নিশ্চিত হয়ে বললেন ওগুলো ফাউল, তা নিয়ে দ্বিমত থাকলো। সাঁইবাড়ি, বিজন সেতু।

    আর যদি অতই নিশ্চিত হন, তাহলে সত্যিই তো হেমন্ত বসু বাদ কেন? রাজদীপ তো ঠিকই বলেছেন। হেমন্ত বসুর উদাটাও এক নিশ্বাসে দিয়ে দিন, কিই বা আসে যায়, আগাম অভিনন্দন, জাতিয়তাবাদী :-)

    কৌশিক, নেতারা না গেলে নেতাদের পাল্টিয়ে দে, কি যেন বলে ....

    রুখে ওঠার লগ্ন এখন
    সময় অনুতাপের নয়
    পার্টি আমার পার্টি তোমার
    পার্টি কারোর বাপের নয় !!
  • kallol | 124.124.93.205 | ০৬ জুলাই ২০১০ ১৬:৫২446720
  • হেমন্ত বসুর হত্যা ছিলো নকশাল আর কংগ্রেসের চক্রন্ত। যুগান্তরের ঘোষ মশায়রা ছক করলেন আর মাথামোটা কিছু নকশাল তাতে নাচলো। কি না মন্ত্রী মারলেই বিপ্লব। যারা প্রত্যক্ষভাবে হেমন্ত বসুকে হত্যা করেছিলো আমি তাদের চিনি। একসাথে জেলেও ছিলাম। তারা পরে বুঝেছে যে ওরা ছিলো ঘোষ মশায়ের হাতের পুতুল। কিন্তু যা সর্বনাশ হবার তাতো হয়েই গেলো।
    তাই, বার বার হেমন্ত বসুর হত্যার কথা তুললে সাঁইবাড়ি, মরিচঝাঁপি, বিজন সেতুতে আনান্দমার্গী গণহত্যা লঘু হয়ে যায় না।
    ব্যক্তিগতভাবে আমি তখন সাঁইবাড়ি ঘটনায় খুব পুলকিত ছিলাম - ঐ একই গাধামী - বিপ্লব হলো বলে।

  • kallol | 124.124.93.205 | ০৬ জুলাই ২০১০ ১৬:৫৫446721
  • সাব্বাশ - বুক টান করে বলুন তো পার্টি কারো বাপের নয়। সদর দপ্তরে কামান দাগো।
    ভুল বুঝো না। এটা কোন ব্যাঙ্গ-বিদ্রুপ নয়। ভিতর থেকে চাইছি।
  • SB | 219.64.153.79 | ০৬ জুলাই ২০১০ ১৭:০৫446722
  • ভুল বোঝার কিছু নেই কল্লোলদা, এই প্রসেস তো শুরু হয়েই গেছে, তবে কি বিজনসেতু আর সাঁইবাড়ি নিয়ে "let us agree to disagree,"

    সাঁইবাড়িতে কী হয়েছিল অন্তত আপনাকে বা রঞ্জনদাকে বলে দিতে হবে সেটা আশা করিনি, যাইহোক সময় সুযোগ পেলে হরেকৃষ্ণ কোঙ্গারের এই বক্তব্যটা শুনে দেখবেন, ওই নিয়েই, http://www.esnips.com/web/HarekrishnaKonar. আর বিজনসেতুতেও কেসটা অনেকটাই অন্যরকম, মারলো অন্য কেউ দোষ হলো সিপিএমের। সবই জানেন আপনারা, শুধু ভুলে গেছেন, ইচ্ছে করেই কিনা জানিনা। সাধে কি আর জাতিয়তাবাদী অভিনন্দন দিলাম?
  • kallol | 124.124.93.205 | ০৬ জুলাই ২০১০ ১৭:৫৭446723
  • দুটোতেই দ্বিমত হলুম।
    সাঁইবাড়ি নিয়ে সিপিএম মহলেই অনেক বুক বাজানো শুনেছি। বিজন সেতুর তদন্ত কিন্তু হলো না, শেষ পর্যন্ত।
    যাগ্গে।
  • SB | 115.117.239.102 | ০৬ জুলাই ২০১০ ১৮:৪৯446724
  • মাও-কে যা বুঝেছি ~ জয়দেব বসু

    ভুলের সাথে ভুল ঠুকলেও ফুলকি জ্বলে,
    ফুলকি থেকে
    আগুন জ্বলুক,
    এ-ঘর ও-ঘর, সবার ঘরে-ঘরে।

    মেদ গলে যাক, মজ্জা গলুক,
    জাড্য ভেঙে
    চঞ্চলতা,
    পানাপুকুর উথলে যাক ঝড়ে।

    মেঘের সাথে মেঘ ঘষলেও
    কামান ডাকে,
    কামান দাগো
    প্রতি পাড়ার সদর-দপ্তরে।

  • ranjan roy | 122.168.23.255 | ০৬ জুলাই ২০১০ ২৩:৪২446725
  • অ্যাই কেসি, একদম মাপ-টাপ চাইবে না। করেছ টা কি? না গাল দিয়েছ, না খুন করেছ? তুমি-আমি সবাই নানান জ্বালায় জ্বলছি, প্রায় একই পরিস্থিতিতে, প্রায় একই অনুভূতি থেকে। মতান্তর হওয়াটা স্বাস্থ্যের লক্ষণ। আমি জানি ,মনান্তর হবে না। আবার বিরোধী বক্তব্য রাখ, আমি স্পোর্টিংলি নিচ্ছি, শৈবাল জানে।
  • PT | 203.110.246.230 | ১০ জুলাই ২০১০ ০০:৪৭446728
  • This is a fascist State dreaming that peace will come back by liquidating people,” says G Haragopal -- বোঝা গেল। কিন্তু আজাদ ""শান্তি প্রক্রিয়াতে"" অংশ নেওয়ার আগে পর্যন্ত কত মায়ের সন্তানের "liquidating'-এর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী সে বিষয়ে যদি কেউ একটু আলোকপাত করেন! তেহেলকার নিবন্ধটিতে কত সহজেই না লেখা হয়েছে --'The Maoists too continued to kill.-যেন এটা কোন ব্যাপারই নয় -- মাওবাদীরা মাছি তাড়াচ্ছিলেন মাত্র!!
  • janata | 121.241.218.132 | ১০ জুলাই ২০১০ ১৩:০৩446729
  • ও পিটি,
    চুপ থাকুন, গাল খাওয়া গুলি খাওয়ার ভয় নেই ?
    জানেন না খালি মাওবাদী অউটোক্র্যাট দের জীবনের দাম আছে রাষ্ট্রর গণতান্ত্রীক কাঠামোয় অংশগ্রহনকারীদের জীবনের দাম নেই।
  • SB | 59.161.184.67 | ১০ জুলাই ২০১০ ২১:৪৫446730
  • শেষে অগ্নিবেশ :P
  • a x | 99.16.9.234 | ১১ জুলাই ২০১০ ০৪:১০446731
  • এসবি'র এই স্মিতহাস্য নির্মালাংশু'র প্রবন্ধের ক্ষেত্রে দেখিনি তো। অগ্নিবেশকে তো নির্মলাংশু'ও বেছে ছিলেন মিডিয়েটর হিসেবে। চিদুও বেছেচেন।
  • Suvajit | 59.177.196.52 | ১৩ জুলাই ২০১০ ০০:২৪446732
  • নানাপ্রকারের মাওবাদী। বোলান গাঙ্গুলি।
    http://www.anandabazar.com/12edit3.htm
  • PT | 203.110.246.230 | ১৩ জুলাই ২০১০ ১০:১৬446733
  • বোলান দিদি গোলপোস্টটা সরিয়েছেন বেশ খানিকটা। আগের লেখাগুলোতে উনি ""নানাপ্রকার"" মাওবাদিদের কথা বলতেন না। এদানিং বোধোদয় হয়েছে।
  • SB | 219.64.144.205 | ১৩ জুলাই ২০১০ ১৩:৪১446734
  • http://mrzine.monthlyreview.org/2010/patnaik120710.html - The Choice before the Maoists by Prabhat Patnaik

    মাওবাদী ও তাদের সিম্প্যাথাইজাররা পড়বেন কিনা জানিনা, তবে বেশ ভাল লেখা, This choice is open to the Maoists. If they persist in the present praxis their predicament will only worsen. Confronting the Indian State on the basis of the meagre social support of the tribal population is bad enough (no matter how much of an advantage the terrain provides); but the fact that this meagre social support cannot be widened (for that involves the impossible task of moving from identity to class politics), and can only dwindle over time (because of the logic of identity politics), makes it a tragic denouement. Will the Maoists show the wisdom that the united Communist Party had shown at the beginning of the fifties?
  • SB | 59.161.144.247 | ১৩ জুলাই ২০১০ ১৬:০১446735
  • http://beta.epw.in/newsItem/comment/188391/ - Arms Over the People: What Have the Maoists Achieved in Dandakaranya? By: Nirmalangshu Mukherji

    মাওবাদী সিম্প্যাথাইজাররা শুনছেন?

    The basic picture is abundantly clear from Maoist documents themselves. Taking advantage of the historical neglect and exploitation of the adivasis by the State – the “root cause” – the Maoist leadership ensured the support of hapless adivasis with token welfare measures while directing most of the attention secretly to construct guerrilla bases. In the process, they lured a large number of adivasi children with assurances of food and clothing. These children have now grown into formidable militia and guerrilla forces.
  • dukhe | 122.160.114.85 | ১৩ জুলাই ২০১০ ১৬:১৭446736
  • বুঝুন কী অবস্থা ! সেরেফ খাবার আর কাপড়ের টানে লোকে ভারত রাষ্ট্রের এক নম্বর শত্রু হিসেবে নাম লেখাচ্ছে । কী অবস্থায় এরা ছিল, থাকে - এতে কিছুটা আন্দাজ হয় মাত্র ।
  • kallol | 124.124.93.205 | ১৩ জুলাই ২০১০ ১৬:৪৭446737
  • এগুলো আর নতুন কথা কি। অমি তো এই টইতে আগেও বলেছি - মাওবাদীদের আদিবাসী স্বার্থ নিয়ে কোন মাথা ব্যাথা নেই। ওরা আদিবাসীদের উপর ঘটতে থাকা অবিচার-অত্যাচারের বিষয়গুলোকে ধরেছে, ওদের রাজনৈতিক/গণভিত্তি তৈরীর জন্য। যদি কোনদিন ওরা ক্ষমতা দখল করে, আজ যেভাবে ভারত রাষ্ট্র উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ করছে ওরাও তাইই করবে।

    সত্যি কথা বলতে কি কম্যুনিষ্ট পার্টিগুলো মুখে যতই সর্বহারার পার্টি বলুক আসলে নেতৃত্ব থাকে মধ্যবিত্ত শিক্ষিত বাবুদের হাতে। ভারতের মতো দেশে আবার ইংরাজি জানাও হতে হয়। ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ছাপ থাকলে কেয়া বাত। অবশ্য সক্কলে ডি-ক্লাসড হয়ে নেন। নিজেরা সব হারিয়ে উদুম বড়োলোক(সব অর্থেই) আত্মীয়র বাড়িতে থাকেন। তাদের গাড়ি চড়েন। কি করবেন ওরা সর্বহারা তো। ব্যক্তিগত সম্পত্তি থাকতে নেই।
    পি সি যোশী, প্রমোদ দাশগুপ্তের মতো কমিউনে থাকার দিন আর নাই। শুনেছি বিমান বসু এখনো কমিউনে থাকেন।
    আজ অবধি দলিত, আদিবাসী এরা প্রাদেশিক নেতা হতেই পারলো না। একই অবস্থা মেয়েদেরও (উঁচু জাতের হলেও)।
  • SB | 59.161.147.206 | ১৩ জুলাই ২০১০ ১৭:৫০446739
  • কল্লোলদা, এই হিউম্যান রাইটস নিয়ে যাঁরা কাজকম্ম করেন, এপিডিআর মাসুম ইত্যাদি, তাদের ক্ষেত্রে গভার্নিং বডিতে কি এই দলিত, আদিবাসী, পিছিয়ে পরা মানুষজন, এনারা মাতব্বর হতে পেরেছেন? জানতে ইচ্ছে করলো আর কি। আসলে এই ব্যাপারটা আমাকেও ভাবায়, আপনারা কিভাবে সাক্সেস পেলেন এতে সেটাই জানার ইচ্ছে।

    আর স্তালিন তো নিচু জাতের লোক ছিলেন বোধয়, তাই না কি? মহ: আমীন ও বোধয় পলিটব্যুরোতে আছেন, সম্ভব হলে ওনার আত্মজৈবনিক লেখা জীবন কে ধুপ ছাঁও পড়ে দেখতে পারেন, ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা ধারণা হবে।
  • d | 59.161.146.251 | ১৩ জুলাই ২০১০ ১৮:০৪446740
  • SBর প্রথম প্যারার প্রশ্নটা আমারও।
  • Ishan | 122.173.189.121 | ১৩ জুলাই ২০১০ ২১:২৬446741
  • মানবাধিকার সংগঠন কি সর্বহারার পার্টি নাকি? চিরকালই বুদ্ধিজীবিরাই এই ধরনের সংগঠনকে ড্রাইভ করেন।
  • ranjan roy | 122.168.23.255 | ১৩ জুলাই ২০১০ ২২:০৩446742
  • এস বি'র এ'নিয়ে কনফিউশন কেন?
  • PT | 203.110.246.230 | ১৩ জুলাই ২০১০ ২৩:২৯446743
  • আদিবাসীরা বুদ্ধিজীবি হয়ে মানবাধিকার সংগঠনকে ড্রাইভ করতে পারেন না বুঝি?
  • kallol | 115.184.60.120 | ১৪ জুলাই ২০১০ ০০:৩৬446744
  • ঈশেন জবাবটা দিয়েই দিয়েছে।
    সত্যি, এতো বাচ্চাদের মতো প্রশ্নও কেউ করতে পারে!!
    কোনো মানবাধিকার সংগঠন কস্মিন কালেও বলেনি তারা সর্বহারার দল/গরীবের পাট্টি। তাদের তো সেই দায় নেই।
    যারা এটা বলেন দায়টা তাদের।
    কুল্লে একটা স্তালিন আর একটা মহম্মদ আমিন। ব্যস। লজ্জাও করলো না, অ্যাতো অ্যাতো নেতাদের মধ্যে ভারতে মাত্র একটা, পৃথিবীতে দুটো নাম মনে পড়লো।

  • arindam | 59.93.192.144 | ১৪ জুলাই ২০১০ ০৭:৫৪446745
  • ঈশান সঠিক কথাই বলেছে, বুদ্ধিজীবি(?) না বলে বিদ্দজনেরা সবকিছু চালায়...
    প্রথম কম্যুনিস্ট ম্যানিফেস্টোতে বিদ্দজনদের সম্পর্কে বলা হয়-A section of the Bourgeoisie who attached themselves to the working class with the function of shaping their ideas'(একটা দায়বব্ধতার প্রশ্ন, স্পষ্ট নয়) পরে আরও বিশদে বলা হয় In general one can say that the intellectuals are the custodians of the tradition of creative and critical thinking about the Normative problems of their society and the effort of men to relate themselves to symbols of meaning outside their immediate self interest and experience'

    ভারতের কম্যনিস্ট পার্টীর নেতারা সর্ব্বহারা? বাপরে! মাতৃর্ভের হিরণ্ময় অন্ধাকারেও হাসির রোল উঠবে।
    নিজের নেতা বলতেতো কিছুই নেই কখনও চীনের চেয়ারম্যান তো কখনও লেলিন-স্তালিন। এখন আবার বাজারে - চে চলছে।পাতি ধান্দাবাজ মধ্যবিত্তের ব্যানার সর্বস্ব পার্টী।
  • d | 59.161.184.182 | ১৪ জুলাই ২০১০ ০৯:১৭446746
  • সর্বহারার পার্টি চুলোয় যাক। ওদের নিয়ে আমার কোন মাথাব্যথা নেই।

    'মানবাধিকার' মানে তো সব মানুষের অধিকারের কথাই বলা হয়। তা সেখানেও কর্তৃত্ব সব মানুষের হাতেই থাকে কি? আমার অভিজ্ঞতা বলে -- না থাকে না। মানবাধিকার-ওয়ালারাও সর্বহারা-ওয়ালা ও সব-ওয়ালাদের মতই প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে তার ব্যাকগ্রাউন্ড ও সে (অথবা তার সমস্যা) কতটা মাইলেজ দিতে পারবে - এই প্যারামিটারে মেপে নিয়ে তবেই তার অধিকার রক্ষায় এগোয়, কিম্বা এগোয় না। আজ পর্যন্ত একটাও, আই রিপীট, একটাও ব্যতিক্রম দেখি নি।
  • SC | 67.186.56.191 | ১৪ জুলাই ২০১০ ০৯:৫৪446747
  • এই টপিকে একটা কথা বলে যাই। সমাজতন্ত্র নিয়ে ভারতে যে এক্সপেরিমেন্ট হয়েছে,গান্ধী, নেহরু, জয়প্রকাশ নারায়ণ ইত্যাদিদের হাত ধরে,তা নিয়ে অনেক কমিউনিস্টই দেখেছি বেশ ডিসমিসিভ।
    তো সে যাই হোক, ভারতবর্ষের রাজনীতিতে শেষ ষাট বছরে যদি একটা বিরাট সাফল্যের কথা বলতে হয়, আমি বলব লালুপ্রসাদ, মায়াবতীদের মতো নেতা নেত্রীদের উত্থান। ঘরের খুব কাছে কালীঘাটের মমতা বন্দোপাধ্যায় নামক এক স্বল্পশিক্ষিতা মহিলার কথাও বলা যেতে পারে।

    যেখানে "বাজারী" দলগুলোর আপিশ আলো করে এই সব আদবকায়দা না জানা ছোটলোকগুলো বসে আছে, মধ্যবিত্তের বিলেত ফেরত রাজনীতি করা মেরিটোরিয়াস ছেলের স্টিরিওটাইপ এখনো রক্ষা করছে একা আমাদের সর্বহারাদের পার্টি। এখানকার নেতারা সব নামকরা ইস্কুল কলেজের তাবড় তাবড় ভালো ছেলে, পি ডি তে শক্ত ভাষায় আঁতেল প্রবন্ধ লিখতে পারে, কালচার ফালচারও করে কেউ কেউ আবার।

    হয়ত একটু বেশী খারাপ সমালোচনা হয়ে গেলো, সমর্থকরা ক্ষমা করবেন, তবে এটাই খালি চোখে দেখতে পেলাম, তাই বললাম।

    এবারে বলি কেন। পার্টির কোনো লোকের সাথে কথা কইতে যাবেন, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না এসব জিগাবেন, দেখবেন কি জবাব পান। সদ্য দাঁড়ি গজানো হাফ আঁতেলও তেড়ে আসবে, "মার্ক্স পড়েছেন? ডায়ালেক্টিক্স বোয়েন? বোয়েন না? লেনিনের বেসিক লেখাপত্তর না পড়ে কথা বলতে আসেন কেন? আপনাদের মতো লোকের সাথে তর্ক করা সময়নষ্ট" ইত্যাদি ইত্যাদি।

    খুব অস্বাভাবিক নয় তাহলে, যে এই র‌্যাগিং ফেস করে যারা পার্টিতে উপরে ওঠেন,তারা শক্ত শক্ত তঙ্কÄ পড়া নামী ইস্কুলের ভালো ছেলে।
  • SB | 219.64.144.51 | ১৪ জুলাই ২০১০ ০৯:৫৭446748
  • কল্লোলদা শুধু শুধু ক্ষেপে গেলেন :-)))

    আমাদের রাষ্ট্রে বড়লোকদের হিউম্যান রাইট্‌স দরকার হয় নাকি? রাষ্ট্রব্যাবস্থাই তো তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্যেই, "ছোটলোক"দের জন্যেই তো হিউম্যান রাইট্‌স। বোঝা গেল তাদের রিপ্রেসেন্টেশন নেই এগুলো তে, মানে আপনারাও পারেননি, অসফল, ছুঁচ হয়ে চালুনিকে খোঁচা দিলেন আর কি :P
  • dukhe | 122.160.114.85 | ১৪ জুলাই ২০১০ ১০:১৬446751
  • d যেটা বললেন খুবই ট্রিভিয়াল । সীমিত ক্ষমতা নিয়ে আপনি সবকিছু করতে পারবেন না, প্রায়োরিটাইজ করতেই হবে । পৃথিবীর সব সমস্যার সমাধান মানবাধিকারওয়ালারা করে দেবেন এমন স্বপ্ন তাঁরাও দেখেন বলে আমার মনে হয় না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন