এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী

    SB
    অন্যান্য | ১৮ মে ২০১০ | ১৮৬৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 131.151.60.6 | ১৬ জুলাই ২০১০ ১৪:২৯446818
  • না না কল্লোলদা, আমি সেন্ট লুইসে। মিসৌরি।
  • PT | 203.110.247.221 | ১৬ জুলাই ২০১০ ১৬:৪৮446819
  • ""সাধারণ মানুষের থেকে যত বিচ্ছিন্ন হচ্ছে.....""-র মধ্যে basic assumption-টা হল যে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। গত তিন বছরের কোন ঘটনাক্রমেই প্রমাণিত হয়না যে অন্তত: প: বঙ্গের ক্ষেত্রে মাওবাদীরা জণগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনে ব্রতী হয়েছিল। তাদের একটাই উদ্দেশ্য ছিল -- যে ভাবেই হোক প: বঙ্গে গোলমাল পাকিয়ে বাম সরকারকে উৎখাত করা। কারণ কি সে তারাই ভাল জানে। কিন্তু শেষ পর্যন্ত তারা তৃণমূলের স্বার্থসিদ্ধি করে, তাদের নিজেদের রাজনীতির বিপরীত শক্তির হাত শক্ত করেছে।

    শুধু এরাই নয়, বিভিন্ন নীতিহীন ছাত্র-সংগঠন WTI, IC ইত্যাদি ইত্যাদি শুধুমাত্র সিপিএম বিরোধীতার জন্যেই পরোক্ষে তৃণমুলের হাত শক্ত করেছে। একই সঙ্গে নন্দীগ্রাম পরবর্তী সময়ে প: বঙ্গকে পরিচ্ছন্ন রাজনীতির দিকে সরিয়ে আনার যে সুযোগ তোরি হয়েছিল, একচক্ষু হরিণের মত সিপিএম বিরোধীতা করতে গিয়ে সেই সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছে। আখেরে লাভ হয়েছে তৃণমূলের যারা অবশ্যি চায় যে ২০১১-র আগে যৌথ-বাহিনীর হাতে মাওবাদীরা যাতে নির্মূল হয়। মাতঙ্গিনী, সইফুদ্দিন-পুততুন্ডু, সিদ্দিকুল্লা সবাইকে ঘাড়ধাক্কা দিয়ে তৃণমূল বিদায় করেছে নিজের শক্তিতেই। এখন কেন্দ্রের রাষ্ট্রীয় শক্তির সাহায্য নিয়ে মাওবাদীদের শায়েস্তা করলে ভবিষ্যতের রাস্তাটা কন্টকমুক্ত হয়।

    সাধারণ মানুষ মারা ছাড়া নির্বোধ মাওবাদীদের আর করার কিছুই নেই।
  • SC | 128.2.53.210 | ১৬ জুলাই ২০১০ ২০:৪৫446820
  • হিংসার রাজনীতির ফল এরকমই হবে, সেটাই স্বাভাবিক। উদ্দেশ্য হয়ত স্‌ৎ, কিন্তু হাতে যেহেতু বন্দুক, দুস্টু লোকেরা সবস্ময়েই তার সুযোগ নেবে,আর আন্দোলনের এরকম হাল হবে।

    এতো আর নতুন কথা কিছু নয়, হাজারটা দেশে এই একই এগজাম্পল। এস্খন শুধু লালগড়ে ক্ষমতা, তাই নীলমনি টুডু, কলকাতায় ক্কমতায় থাকলে শহরেও এরকমই হতো, কুন্দেরার নভেলে যেরাম হয়। কি আর করা যাবে চোখ বন্ধ করে থাকলে, গণআন্দোলনের পথে না আসতে চাইলে।

    তবে নক্সালরাই মনেহয় শেষ রেসিস্ট্যান্স বেস ছিলো আবুঝমাঢ় বা লালগড়ের আদিবাসীদের। এরপরে খুব বেশী আশা দেখি না ওদের জন্য। নিওলিবারাল রাষ্ট্র গিলে খাবে। মেনষ্ট্রীম কমিউনিস্ট আন্দোলনও খুব একটা চিন্তিত নয় এদের নিয়ে।
  • SB | 219.64.190.24 | ১৭ জুলাই ২০১০ ০০:৩৬446821
  • Bankura (WB), July 16 (PTI) Suspected Maoists today shot dead a CPI-M leader at Simlapal in Bankura district.

    Forty-year-old Nirmal Soren was shot from close range by Maoists at Bhangabandh village, Superintendent of Police Pranab Kumar said.

    Soren was the secretary of Simlapal CPI-M branch office.

    Simlapal in southern Bankura district is a Maoist stronghold.


    খেতমজুর নির্মল সরেন জনসাধারনের কমিটিতে নাম লেখাতে চাননি, তাই বিপ্লব তরান্বিত করতে মাওবাদীরা তাঁকে খুন করলো http://bangla.ganashakti.co.in/shownews.php?w=840&h=720&year=2010&month=7&date=17&page=1&dpn=246936

    পজিটিভ জায়গা বা অ্যাচিভমেন্ট দুরস্ত, এর মধ্যে এমনকি প্রতিহিংসাও নেই। স্রেফ, either you are with us, or you get killed by us! ব্যাস!
  • arindam | 59.93.243.92 | ১৭ জুলাই ২০১০ ০৭:০০446822
  • আসলে এখন খুনের রাজনীতি। স্রেফ খুন। কে কত মারতে পারল, কে কতটা ভয় দেখাতে পারবে তার হিসেবনিকেষ করে যাওয়া। যাঁদের দুর্দশার কথা ভেবে মাওবাদী আন্দোলন বা বিদ্রোহ , তাঁরা সেই তিমিরেই রয়ে গেছে। এ হল শেষ ধাপ। মানুষ থেকে বিচ্যুত হয়ে পড়েছে তাই মাওবাদীরা এইভাবে খুন করছে। যৌথ বাহিনীও নির্বিচারে মারছে। ঐ অঞ্চলে যাঁরা থাকে সকলেই মাওবাদী ওদের কাছে।
    রাষ্ট্র আর মাওবাদী দুজনেই জানে- বন্দুকের নল ভয় দেখানোর জন্য শ্রেষ্ট উপকরণ। ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণে রাখার পুরোনো কৌশল।
  • PT | 203.110.246.230 | ১৭ জুলাই ২০১০ ১০:০২446823
  • তৃণমূলের রাজনীতি বুঝতে যাদের এত সময় লাগে তাদের রাজনৈতিক বোধবুদ্ধি কতটা আছে বা কি উদ্দেশ্য নিয়ে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে কে জানে!
    http://www.anandabazar.com/17raj7.htm
  • aka | 24.42.203.194 | ১৭ জুলাই ২০১০ ১০:১৫446824
  • কি যে বলেন সিপিএমের টাই বুইতে কত বছর যেন লাগল? চিন্তা করবেন না, তৃণমূলের টা তার আগে শিখবে, এক্সপেরিয়েন্সের দাম নেই?
  • SC | 67.186.56.191 | ১৭ জুলাই ২০১০ ১০:৩৬446825
  • রাষ্ট্রীয় সন্ত্রাসটাও দেখতে ভুলবেন না কমরেড।
    http://www.anandabazar.com/17med1.htm

    এই পুলিশ, এই বাহিনী কাদের? যারা সরকারে আছেন, তারা দেখতে পাচ্ছেন?
  • pinaki | 131.151.71.179 | ১৭ জুলাই ২০১০ ১০:৪৬446826
  • পরিস্থিতিকে আরো জটিল করছে সিপিএমের বন্দুকের ডগায় গ্রাম দখলের রাজনীতি। লক্ষ্মণ শেঠের স্বর্ণলংকা পুড়েছে। এবার সুশান্ত ঘোষ আর দীপক সরকারের স্বর্ণলংকায় কবে আগুন লাগে সেটাই দেখার।
  • PT | 203.110.246.230 | ১৭ জুলাই ২০১০ ১০:৫৬446828
  • না, রাষ্ট্রীয় সন্ত্রাস ভোলার নয়।
    কিন্তু মাওবাদীরা, যারা সিপিএমকে ""শোধনবাদী দল"" হিসেবে তার কার্যপ্রণালী বিচার করে, কি করে তৃণমূলের পক্ষে কাজ করে? তারা কি ভেবেছিল যে তৃণমূল সিপিএমের থেকে ""বেশী ভাল"" রাজনৈতিক দল? কিংবা প: বঙ্গ থেকে সিপিএম-কে উৎখাত করলে বিপ্লবের একটা কর্মকান্ড সম্পন্ন করার দিকে বিশাল পদক্ষেপ নেওয়া হবে? তারা এটা বোঝেনি যে তৃণমূল বেশী সংখ্যাতে এমপি দিল্লীতে পাঠালে ভারতের সব সমস্যার উৎসমুখ কংগ্রেসের হাত আরও বেশী করে শক্ত করা হবে? সর্বোপরি, সাধারণ মানুষ, যাদের ""উপকারের"" জন্য আরেকদল সাধারণ মানুষকে মাওবাদীরা নির্বিচারে মারছে তাদের রক্ষা করার জন্য রাষ্ট্র কিছু করবে না?
  • rokeyaa | 203.110.243.22 | ১৭ জুলাই ২০১০ ১৬:৩৮446829
  • ভারতের সব সমস্যার উৎসমুখ কংগ্রেস???
  • pinaki | 67.210.179.5 | ১৭ জুলাই ২০১০ ২২:১২446830
  • ভাগ্যিস সীতারামবাবু আর বুদ্ধবাবু গুরু পড়েন না। নইলে পিটির কপালে কানমলা বাঁধা ছিল এই স্টেটমেন্টের জন্যে।;-)
  • PT | 203.110.246.230 | ১৮ জুলাই ২০১০ ১১:১১446831
  • পিটিকে কানমলা নাহয় দিলেন -- কিন্তু ৬২ বছরের মধ্যে প্রায় ৫৫ বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় থাকা কংগ্রেসের অপকীর্তির পাহাড়কে আড়াল করার একটা ক্ষীণ প্রচেষ্টার ইঁদুর-মড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে!!
  • bb | 213.62.124.98 | ১৮ জুলাই ২০১০ ২০:১১446832
  • প:বঙ্গের এই গ্রাম দখলের রাজনীতি দেখে আতংকিত লাগছে, আর শাসক দল হিসাবে এর দায় সিপিআই এমের উপর যায় সিংহভাগ।
    আমরা বিহার আর উত্তরপ্রদেশকে নকল করছি :(
  • til | 220.253.181.141 | ১৯ জুলাই ২০১০ ০১:৩৩446833
  • কাল একটা ভাল প্রোগ্রাম শুনলাম বিবিসি তে- "China: Shaking the World"
    গন্তব্য
    http://www.bbc.co.uk/worldservice/documentaries/2010/05/100513_china_shaking_the_world_part_one.shtml

    শুনে তো বেশ লাগলো। তো বিপ্লব এলে এইসবই হবে আমাদের দেশে? ঘন্টায় ৩৮০ কিমি বেগে ফাষ্ট ট্রেন চলবে, পাঁচ মিলিয়ন ( নাকি বিলিয়ন শুনলাম) ল্যাপটপ তৈরী হবে আগামী পাঁচ বছরে। যা শুনলাম, সে তো আরব্যরজনীর গল্প মনে হল! অথচ সবই তো ডকুমেন্টারি বললেন প্রতিবেদক!
    আহারে সেদিন কবে আসবে, হাওড়া স্টেশন থেকে যাদবপুর ২০ মিনিটে পৌঁছুতে পারবো, নিজের কনস্টিটুয়েন্সি যেতে মুখ্যমন্ত্রীকে হেলিকপ্টারে যেতে হবে না, খানাখন্দে ভর্তি রাস্তা এড়াতে।
  • PT | 203.110.246.230 | ১৯ জুলাই ২০১০ ১১:৩৪446834
  • আমরা কিস্যু করব না। শুধু চীনে গণতন্ত্র নেই আর আমাদের আছে বলে চ্যানেলে চ্যানেলে বক্তব্য রাখব।
  • | 59.93.218.124 | ২০ জুলাই ২০১০ ১০:৫০446835
  • অথবা বিংশ শতাব্দীর ষাটের দশকের শেষভাগ থেকে শুরু করে সত্তর দশকের শুরুর দিকের পশ্চিম বাংলার ক বছরের রক্তাক্ত ইতিহাসের প্রথম রাজনৈতিক খুনোখুনির জনক দল, ভারতের সব সংসদীয় দলের মধ্যে সবচেয়ে ধান্দাবাজ দল, ভারতের ক্ষমতা হস্তান্তরের পরবর্তী পর্যায়ে ' সব সমস্যার উৎসমুখ' দলের সমস্ত কীর্তিকলাপকে সবচেয়ে বেশী আড়াল করার, বাঁচানোর চেষ্টায় উৎসর্গীকৃত প্রাণ দলটির কোনরকম সমালোচনাকারী সবাইকে হয় তৃণমূলী নয় মাওবাদী নয়তো পকাবু বলাতে ব্যস্ত থাকব। চ্যানেলে চ্যানেলে .... বা সাইটে সাইটে...
  • PT | 203.110.247.221 | ২০ জুলাই ২০১০ ১১:৪৯446836
  • ইতিহাসের ভান্ডারের উৎসমুখ থেকে প্রগাঢ় জ্ঞানের লাভাস্রোত নেমে আসছে.......
  • | 59.93.218.124 | ২০ জুলাই ২০১০ ১২:৪৯446837
  • না হে (মেষ) বৎসে!
    নামিয়া আসিলে তাহা তাপ হারাইবে। অবলোকন কর! উহা উৎস হইতে উৎসাহের সহিত উৎ-শৃঙ্খলতাহীনরূপে উৎসারিত হইতেছে। তোমার সকল দ্বাররূদ্ধ মস্তিষ্কে প্রবেশের নিমিত্ত নবদ্বারের কোন কোন দ্বার উহা সন্ধান করিয়া সঠিক দ্বারগুলিতে প্রবেশ করিতেছে...., তোমার সমস্ত শরীরকে তাপিত করিতেছে, তুমিও তাহার উষ্ণতা অনুভব করিতেছ অনুমান করি।

    নবদ্বারের কোন কোন দ্বারে, তুমিই বলিতে পারিবে।
  • Netai | 121.241.98.225 | ২০ জুলাই ২০১০ ১৬:৪৬446839
  • ই-ন-কি-লা-ব
  • | 220.253.181.141 | ২০ জুলাই ২০১০ ১৭:০৭446840
  • স্বাগত বিপ্লব।
    বিপ্লব আসুক বা না আসুক
    কত লোকের মডার্ন নাম তো হয়েছে।
    বিপিন, শচীনের চাইতে অনেক বিপ্লবী নাম!
  • Ishan | 125.18.17.16 | ২১ জুলাই ২০১০ ১৪:৫১446841
  • ঝাড়গ্রাম শহরে কাল মহিলাদের বিরাট মিছিল হয়েছে। সোনামুখী কান্ডের প্রতিবাদে। গোটা চারেক মিছিল হয়, শহরে হাজার বিশেক মহিলা মিছিল করেন।

    খবরের কাগজে সেভাবে দেখলাম না খবরটা।
  • SB | 115.118.202.51 | ২১ জুলাই ২০১০ ২১:০৫446844
  • ওদিকে মাওবাদী তান্ডব চলছে চলবে: http://anandabazar-unicode.appspot.com/proxy?p=21puru1.htm বাবা ছেলে খুন হোল তথাকথিত মাওবাদীদের হাতে।
  • a x | 143.111.22.23 | ২১ জুলাই ২০১০ ২১:১৪446845
  • কল্লোলদার সোনামুখী নিয়ে লেখাটার প্রেক্ষিতে এইটে দেখা যাক - স্ক্রোল করলে ভিডিও।

    http://ibnlive.in.com/news/rape-torture-by-state-forces-in-naxal-heartland/126538-37-64.html?from=tn

    এই ঘটনার পরেও মহিলার অভিযোগ জানাতে ভয় পাচ্ছিলেন এবং এক সপ্তাহ পরে গিয়ে অভিযোগ দায়ের করেন।
    http://sanhati.com/articles/2581/

    বলা বাহুল্য যৌথবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে হার্মাদ বাহিনীও এই "মাওবাদী দমনে" অতি তৎপর ছিল।
  • a x | 143.111.22.23 | ২১ জুলাই ২০১০ ২১:১৮446846
  • ভিডিওটার পেছনে ওরম অদ্ভূত বলিউডি মিউজিক দেবার প্রয়োজন কি করে বোধ করে কে জানে!
  • pinaki | 67.210.179.5 | ২১ জুলাই ২০১০ ২১:৪০446847
  • এই সোনামুখীর জঘণ্য ঘটনাকে অজুহাত করে আরো দশ বিশটা সিআরপিএফ না মেরে যদি এই গণ জমায়েতের ফর্মের উপর মাওবাদীরা ভরসা রাখে তাহলে লালগড় আন্দোলনের সাথে আবার বহির্জগতের যোগাযোগের একটা সম্ভবনা তৈরী হয়।

    ১৪৪ এর তোয়াক্কা না করে যদি বিশ হাজার মহিলা মিছিল করতে পারেন, তাহলে এর মধ্যে অন্তত পাঁচহাজার জন এসে মেদিনীপুর শহরে ধর্নায় বসার কথা ভাবতে পারেন। একহাজার জন এসে মহাকরণের সামনে অনির্দিষ্টকালীন অনশনে বসার কথা ভাবতে পারেন।

    অবশ্য এসব বল্লেই তো বলা হবে এলিটরা দূর থেকে আন্দোলনের গতিপথ নির্ধারণ করতে চাইছে। :-)

    আর সিপিএমের সমর্থকরা নিজের দলের লোকেদের এইসব রেপ টেপ করা নিয়ে কি ভাবছেন? প্রতিক্রিয়াশীলদের সাথে লড়াই করে টিঁকে থাকতে গেলে ওসব একটু আধটু করতে হয় - তাই না? ;-)
  • SC | 128.2.53.210 | ২১ জুলাই ২০১০ ২১:৫৮446848
  • ভাবছেন নাকি?
    মানে গোপালন ভবনে ফ্রেঞ্চ রোস্ট কফিতে চুমুক দিয়ে দু:ক্ক'প্রকাশ' করছেন।

    অ।

    লালগড়ের জলটা আবার খারাপ, পেট খারাপ হয় খেলে, নইলে তারা নিশ্চয় নিশ্চয় করে লালগড়ে গিয়ে সামনে থেকে লড়াইয়ের নেতৃত্ব দিতেন, যেভাবে কিষেণজীরা দিচ্ছেন।
  • Blank | 64.255.180.21 | ২২ জুলাই ২০১০ ০১:৩৪446850
  • সিপিয়েমের হার্মাদ বাহিনীর খবরটা IBN চেপে গেলো !!! দেখেছো কান্ড !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন