এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মাওবাদী

    SB
    অন্যান্য | ১৮ মে ২০১০ | ১৮৬৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.80.105 | ২৩ আগস্ট ২০১০ ২০:৪৮446886
  • কিন্তু আবাপ র রিপোর্টে আজাদকে মারা নিয়ে তো কিছু বল্লো না! ইন ফ্যাক্ট, এখনকার আলোচনার প্রধান শর্ত ই তো,আজাদের মৃত্যু নিয়ে তদন্ত।
    সেটা নিয়ে তো রিপোর্টে উচ্চবাচ্যা নেই !
    সরকার ও তো এ নিয়ে রা কাড়ছে না। সরকার যদি সত্যি আলোচনা চায়, তাহলে আলোচনায় মাওবাদীদের মুখপাত্রকে এইভাবে এনকাউণ্টারে মারাটা খুব ই ভুল পদক্ষেপ।
  • pi | 72.83.80.105 | ২৪ আগস্ট ২০১০ ১২:১০446888
  • এই অভিযোগ তো আগেও বেশ কয়েকবার উঠেছে। \কিষেণজীরা যখন সাক্ষাৎকার দ্যান, এই প্রশ্নগুলো কেন তোলা হয়না কেজানে।অরুন্ধতীও এসব নিয়ে কিছু জিজ্ঞাসা করেন না।
  • de | 59.163.30.4 | ২৪ আগস্ট ২০১০ ১২:১৬446889
  • এইজন্যই তো আজকাল তথাকথিত মানবাধিকার-বাদীদের একদেশদর্শিতা নিয়ে প্রশ্ন ওঠে -- মাঝখান থেকে অসহায় গরীব মানুষগুলো দুইদিকের সাঁড়াশির চাপে বিপর্যস্ত!
  • Ishan | 122.248.182.16 | ২৫ আগস্ট ২০১০ ১৭:৪০446891
  • ""শালবনির জঙ্গলে এক "নিরাপদ' আশ্রেয় বসে শোভা বলছিল, "টানা সাত বছর আছি মাওবাদীদের সঙ্গে। কী ভাবে যে এক একটা দিন কাটিএয়ছি, ভাবলেও গাএয় কাঁটা দেয়।'''

    এই "নিরাপদ আশ্রয়' টা শোনা যাচ্ছে, বে-আইনী পুলিশী হেফাজত। মাস দুয়েকের। তাতেও "গোপন' জবানবন্দী। দুমাস সময় নিয়েও আদালতে এইটা বলাতে পারেনি। পুলিশের কি এফিশিয়েন্সি। :)
  • a x | 143.111.22.23 | ২৫ আগস্ট ২০১০ ২১:১৭446893
  • দাঁড়াও দাঁড়াও। কিচ্ছু বুঝছিনা। এই যে "exclusive report" পেলাম আনন্দবাজার, TOI থেকে, সেগুলো জঙ্গলে বসে রিপোর্টারকে দেওয়া বয়ান না? সেটা যদি না হয়, এই জার্নালিস্টদের কেউ কিছু বলছেনা কেন!
  • Ishan | 122.248.182.16 | ২৬ আগস্ট ২০১০ ১২:৩৭446895
  • কে কাকে কি বলবে? এই নিয়ে তো অনেকগুলো হল। ছত্রধন মাহাতোর এক কোটি টাকার এল আই সি। নারায়ন আর কার কার যেন "হিংসা ছাড়া'র ইচ্ছা। জ্ঞানেশ্বরী কান্ডের "এক্সক্লুসিভ' জবানবন্দী। ইত্যাদি ইত্যাদি।
  • Ishan | 122.248.182.16 | ২৬ আগস্ট ২০১০ ১২:৩৮446896
  • প্রসঙ্গত, জঙ্গলমহলে সিপিএম বাহিনীর খুনোখুনিরও নিন্দা করছি। এপিডিআর মাসুম চুপ কেন, কল্লোলবাবু জবাব দিন। :)
  • kallol | 124.124.93.205 | ২৬ আগস্ট ২০১০ ১৪:০৫446897
  • অ্যাঁ - কিসের, কখন, কাকে, কোথায় পতিবাদ কত্তে হবে........?
  • kallol | 124.124.93.205 | ২৭ আগস্ট ২০১০ ১৭:৪৯446899
  • ক্ষমতা সবসময়েই ক্ষমতালোভীদের টানে। তারই টানে পুরোনো ক্ষমতার মশা-মাছিরা নতুন ক্ষমতায় ভিড় করছে।
    নব দত্তের গ্রেপ্তার নিয়ে যারা নব দত্ত-তৃণমূল-মাওবাদী চক্র দেখতে পাচ্ছিলেন, তারা এবার চশমা খুলে দেখে নিন। স্পঞ্জ আয়রন দূষণ বিরোধী কমিটির সদস্যকে আশ্রয় দেওয়া যাবে না বলে, মাওবাদীরা ফতোয়া দিয়েছে।
  • aranya | 144.160.226.53 | ২৮ আগস্ট ২০১০ ০২:৪৬446900
  • আবাপ-তে উমাকান্ত মাহাতোর মৃতদেহের ছবিটা অদ্ভুত। এনকাউন্টারের সময় বাইকে করে পালাতে গিয়ে গুলির আঘাতে মারা যায়, এদিকে প্যান্ট নেমে গেছে গোড়ালির কাছে - এটাও কি আজাদের মত 'এনকাউন্টার ডেথ' ?
  • a x | 143.111.22.23 | ২৮ আগস্ট ২০১০ ০৩:১২446901
  • কোথায় ছবি?
  • a x | 143.111.22.23 | ২৮ আগস্ট ২০১০ ০৩:৩০446903
  • ধন্যবাদ।
  • a x | 99.54.168.173 | ২৮ আগস্ট ২০১০ ০৯:১৯446906
  • শুধু হুংকার না। যখন এখানে সিপিএমের শিবিরের কথা লেখা হল, যখন পিসিপিএ'র চিঠিতে প্রতিদিন হার্মাদ বাহিনীর এলাকা দখলের কথা বলা হল, সেগুলো গুল্প বলে খাটের তলায় পাঠিয়ে দেওয়া হল। তারপর মমতাও একই কথা বলছে মানে তো আরোই গুল্প। ওদিকে মাননীয় ডিজি, যাকে কোট না করে আমাদের বন্ধুরা জল খান না আজকাল, তিনি স্বয়ং চ্যালেঞ্জ করেছেন কোনো সিপিএম শিবির নেই। আর এদিকে প্রকাশ্য সভায় সুশান্ত ঘোষ শিবিরের কথাতেই উল্টো চ্যালেঞ্জ জানাচ্ছে কি করে তোলে তাদের শিবির বলে, এবং "সশস্ত্র অভিযান" চলবেই এই মর্মে। আমরাও আবাপ না বলা অবধি, হুজুর মাইবাপ।

    বাপি মাহাতোর চিঠি তেহেলকা ছাপালে বিশ্বাস করা ভারি কঠিন, TOI, আবাপ, হিন্দু এসব না ছাপালে তার সত্যতা যাচাই হয়না। এদেরকেও একই চিঠি পাঠানো হলে, এরা যে ছাপবেনা, সে কথা ক্যামনে বিশ্বাস করা যায়!
  • Arpan | 122.252.231.14 | ২৮ আগস্ট ২০১০ ১১:০৬446907
  • আহা, ইহাই ড্যামেজ ক®¾ট্রাল।
  • Ishan | 122.173.182.234 | ২৮ আগস্ট ২০১০ ১২:১৫446908
  • সত্তরের অ্যাকশন রিপ্লে হচ্ছে।

    প্রথমে "বিপ্লবী'দের ব্যক্তিহত্যা। তাপ্পর সিআরপি। "বিপ্লবী'দের মধ্যে যুবকংএর ইনফিলট্রেশন। তাপ্পর "এনকাউন্টার'।

    খালি, যুবকং এর জায়গায় সিপিএম পড়তে হবে, সিআরপির জায়গায় যৌথবাহিনী। ৭৭ এর জায়গায় ২০১০। সিপিএমের জায়গায় মমতা।

    আরও কিচু তফাত আছে। অ্যাকশন রিপ্লে কখনই হুবহু হয়না। এবারের খুনজখম তাই ঝট করে থামবেনা।
  • Ishan | 122.173.182.234 | ২৮ আগস্ট ২০১০ ১২:২৯446909
  • তবে টেনিসপ্লেয়ার সিদ্ধার্থ আর নাটুকে(মানে নাট্যকর আরকি) বুদ্ধের নাম ইতিহাসে একই অক্ষরে অমর হয়ে থাকবে। সিপিএমের যুববাহিনী জিন্দাবাদ। জয় হিন্দ।
  • arindam | 59.93.161.203 | ২৮ আগস্ট ২০১০ ১৩:২০446910
  • ঈশান ঠিকই বলেছে। জাস্ট অপেক্ষা, আবার সব মূলস্রোতে ফিরে আসা...
    এসেই,
    এলোঝেলো করে দে মা/লুটেপুটে খাই
  • Raj | 202.79.203.59 | ২৮ আগস্ট ২০১০ ১৪:১৫446911
  • ঠিকই আছে .... মাওবাদীরা একটু কর্নারড হলেই কাঁদুনি আর মাওবাদীদের হাতে গত ৫ বছরে শুধু জঙ্গলমহলে খুন হওয়া চারশোর ওপর সিপিয়েম কর্মীরা যেন উপে যাওয়ার জন্যই আছে বা শুধু খুন হওয়ার জন্যই যেন জন্মেছে !
    ৭০এর সিপিয়েমের জায়গায় মমতা !! কতজন তৃনমুল সমর্থক এখনও অব্দি শহীদ হয়েছেন ? ৭০এ সিপিয়েমের হাফডজনের বেশি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন বোধহয় অথবা ৫০-৭০ দরে কেনা বিদ্বজ্জনরাও কি ছিলেন ?
  • kc | 89.203.49.18 | ২৮ আগস্ট ২০১০ ১৪:২০446912
  • রাজদীপ, এজন্যই তো কবি কয়েছেন অ্যাকশন রিপ্লে কখনই হুবহু হয়না। ডিসক্লেইমারটা ভুললে চলবে? ;-)
  • Ishan | 122.173.182.234 | ২৮ আগস্ট ২০১০ ১৪:৪০446913
  • ঠিকই তো। অনেক কিছুই আলাদা।

    যেমন:
    ১। বুদ্ধবাবুর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমের আঁতাত।
    ২। কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে মাওবাদীদের বোঝাপড়া বা তার চেষ্টা (এটা অবশ্য আন্দাজে বল্লাম, প্রমান নাই)।
    ৩। মাওবাদীদের বর্ধিত কোমরের জোর।
    ৪। স্বামী অগ্নিবেশ।

    ইত্যাদি ইত্যাদি।

    তবে কাঁদুনির কিসু নাই। মাওবাদীরা যে পদ্ধতিতে খুন/রাজনীতি করে, তার নিন্দেই করেছি। করব। তার মানে এই নয়, যে উল্টোদিকের টা করবনা।

    আর, মনে হয় বোদা হয়ে গেছি। লোকে মলে শুধু লাশ কাউন্ট করি। আর খেলা দেখি। এখানে খেলাটা পরিষ্কার। মমতা খেলাটা ধরতে চাইছেন। আর সুশান্ত ঘোষ মমতার আগেই খেলাটা শেষ করে দিতে চাইছেন। ওদিকে সামনে আবার ভোট। ২০১১র বাঁশি বাজার আগেই যার যা স্কোর করার করে ফেলতে হবে।
  • kc | 89.203.49.18 | ২৮ আগস্ট ২০১০ ১৪:৫৬446914
  • আমি একটা কথা কিছুতেই বুঝিনা, পুলিসের লোক শত ক্ষতি স্বীকার করেও কাসভকে জ্যান্ত ধরে ফেলতে পারে এবং বিচার করে, কিন্তু এইসব 'কুখ্যাত' মাওবাদীদের সঙ্গে লড়াইএ কেন জ্যান্ত ধরতে পারেনা। সব সময় দেখি নাটের গুরুটি মারা যাচ্ছে।
  • Ishan | 122.173.182.234 | ২৮ আগস্ট ২০১০ ১৪:৫৯446915
  • পুলিশের উপর এরকমই নির্দেশ থাকে কমরেড। লিখিত বা অলিখিত। যে, বিচার-ফিচারের ঝামেলায় গিয়ে লাভ নেই। শত্তুরের শেষ রেখোনা। যেখানকার মামলা সেখানেই মিটিয়ে এসো।
  • Raj | 202.79.203.59 | ২৮ আগস্ট ২০১০ ১৫:২০446917

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন