এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৬৮৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Simple | 233.176.57.65 | ০৬ মার্চ ২০১৫ ০৮:০৭580826
  • তার আগে তাকে ছাড়া হবে কেন?
  • Atoz | 161.141.84.175 | ০৬ মার্চ ২০১৫ ০৮:০৮580827
  • "অপরাধবোধ জেগেছে" এরকম অভিনয় করে ছাড়া পাবে।
  • adhuli | 190.148.69.210 | ০৬ মার্চ ২০১৫ ০৮:১৭580828
  • কল্লোল , সেটাই আমাদের ও প্রশ্ন। আপনার নিজের কথায় " শুধু একটাই কথা মনে হয়, এই শাস্তি ব্যবস্থা, বিচার ব্যবস্থা পাল্টানো দরকার। মুকেশকে মৃত্যুদন্ড বা তর্কের খাতিরে ধরা যাক যাবজ্জীবন দেওয়া হলো। তাতে কি মুকেশ মনে করছে যে সে অপরাধ করেছে? দেখাই যাচ্ছে, তা হয়নি। তবে এই বিচার বা শাস্তি ব্যবস্থা কি অর্থে সফল?"

    তাহলে একে নিয়ে কি করা উচিত আপনার মত -? কোনো অপসন আমরা দিচ্ছি না, শুধু সমাজ পাল্টানোর কথা বাদ দিয়ে, মানসিকতা পাল্টানোর কথাগুলো বাদ দিয়ে , কারণ ওগুলো আসতে আসতে আমাদের কেও থাকব কি না তার ঠিক নেই, আপনি শুধু নিজের কথায় বলুন, সোজা বাংলায় (ইং হলেও হবে) এই মুহুর্তে আমাদেরদেশের মাটিতে দাড়িয়ে, আমাদের ভেঙ্গে পরা পুলিশ আর বিচার ব্যবস্থা মাথায় রেখে বলুন, আপনার নিজের কি মনে হয় যে এই মুহুর্তে এই লোক- মুকেশ কে কি ধরনের শাস্তি দেওয়া উচিত বা অন্য কি করা উচিত বা বাল্মিকি প্রতিভা তে অডিসন দেওয়া উচিত - সোজা সুজি বলুন ।বড় বেশি গোল গোল ঘুরে যাচ্ছি আমরা।
  • sch | 233.223.131.253 | ০৬ মার্চ ২০১৫ ০৮:২৪580829
  • কথাবাত্তা শুনলে এমন হাড় পিত্তি চটকে যায় যে লিখব না ভাবলেও লিখতে হয়।

    এই মুকেশের মনে অনুতাপ অপরাধবোঢ জাগিয়ে কি হবে। দেশে কি মানুষের অভাব পড়েছে ? একটা লোক অপরাধী - ELIMINATE HIM. তাকে বাঁচিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে এনে কি লাভ?

    আগেও বলেছি আবারও বলছি। অনেকেরই ছোটোবেলা খুব খারাপ অবস্থায় কাটে - পেরেন্টাল এবিউস - কুসংগ, অসুস্থ পরিবেশ - সেখান থেকে কেউ লড়াই করে ঊঠা আসার চেষ্টা করে,কেউ ওই পরিবেশের একজন হয়ে যায়, আর কেউ অপরাধী হয়ে যায়।

    ওই পরিশ্রম করে উঠে আসার চেষ্টা যে করছে তার দিকে হাত বাড়ানোটা অনেক অনেক শ্রেয়। কারণ আমার রিসোর্শ লিমিটেড
  • ranjan roy | 24.99.227.206 | ০৬ মার্চ ২০১৫ ০৮:৩৬580830
  • আধুলি ও AtoZ কে,
    একই কথা বারবার বলতে ভাল লাগে না। কেন বাইনারি স্ট্যান্ড নিচ্ছেন?
    ১) কেন মৃত্যুদন্ডের বিকল্প মানে বাবা-বাছা করে ছেড়ে দেওয়া ভাবছেন? লাইফ টার্ম মানে বাবা-বাছা করা?
    ২) কেন খেয়াল করছেন না যে ভারতে মাল্টিপল হত্যার খুনিরাও যাবজ্জীবন কারাবাসের সাজা ভুগছে?
    ৩) কেন দেখছেন না যে অধিকাংশ উন্নত দেশ মৃত্যুদন্ড তুলে দিয়েছে? তাতে ওদের দেশে ক্রাইম বেড়ে গিয়েছে এমন কোন তথ্য নেই।
    ৪) কেন দেখছেন না যে যুক্তরাষ্ট্রে মৃত্যুদন্ড আছে তাতে ক্রাইম (হত্যা/রেপ) কমেছে এমন নয়।
    ৫)আর জনতার কবীলী বিচারসভা? তাহলে আর খপ পঞ্চায়েত কি দোষ করল?
    ওপরের কেসটায় দেখুন অন্য সমাজের পুরুষ নাগা মেয়ের গায়ে হাত দিয়েছে--সেটা জনতার রাগের একটা বড় কারণ বলে রিপোর্টে বলা হয়েছে।
    নইলে বঙ্গে বা অন্য প্রদেশে রেপ হলেই লোকে রেপিস্ট কে পিটিয়ে মারত।

    ৬) ওরা-আমরা খুব বড় ব্যাপার। বছর কুড়ি আগে অন্ধ্রে শহরে পড়তে যাওয়া নিম্নজাতের ছেলের দল সিনেমা হলে একটি পরিচিত ব্রাহ্মণ মেয়ের বুকে হাত দিয়েছিল।
    ছেলেটি ছুটিতে গাঁয়ে ফিরলে উচ্চবর্ণের লোকেরা তাকে পিটিয়ে মারল। তার প্রৌঢ়া মাকে ছেলের অপরাধে নগ্ন করে গলায় জুতোর মালা পরিয়ে গোটা গাঁয়ে ঘোরানো হল।
    আমি ওই জেলার একজন বামপন্থী বন্ধুকে ( যে ওই শাস্তিকে জাস্টিফায়েড বলছিল) বলেছিলাম যদি উল্টোটা হত? যদি ব্রাহ্মণ ছেলে মুচির মেয়ের বুকে হাত দিত? তাহলে কি তাকে মেরে ফেলা হত? তার ব্রাহ্মণ মাকে--?
    উত্তরে ও আমাকে মারতে বাকি রেখেছিল। বন্ধুত্ব একমুহুর্তে শেষ করে দিল।
  • dc | 132.164.224.149 | ০৬ মার্চ ২০১৫ ০৮:৫০580831
  • একটা কথা মনে হলো, কাউকে সারাজীবন সলিটারি কনফাইনমেন্টে রেখে দেওয়াই বা কতোটা মানবিক? ফাঁসি দেওয়ার থেকে নিশ্চয়ই বেটার অপশন, কাউকে মেরে ফেলার আগে দুহাজার বার ভাবা উচিত বলে মনে করি। কিন্তু যারা বলছেন চিরকালের জন্য সলিটারি কনফাইনমেন্ট, তারাও কি মানবাধিকারের দিকটা পুরো ভেবে বলছেন? ওরকম সলিটারি কনফাইনমেন্টে রাখলে সে তো এমনিতেই পাগল হয়ে যাবে, তাই না? এই মুকেশ টাইপের অপরাধী, যাদের মনে কখনো অপরাধবোধ জাগেনা, তাদের নিয়ে কি করা যায় এটা বেশ কঠিন সমস্যা।
  • sch | 233.223.131.253 | ০৬ মার্চ ২০১৫ ০৮:৫৯580832
  • কিসের সমস্যা ? খালাস
  • Tim | 101.185.27.17 | ০৬ মার্চ ২০১৫ ০৯:০১580833
  • আচ্ছা এরকম হলে কেমন হয়। ইম্পারফেক্ট বিচার ব্যবস্থা উন্নত হতে শুরু করলো, আন্দোলন ইত্যাদি শুরু হলো। হোক না। সময় লাগবে।
    যদ্দিন না সেসব হচ্ছে ততদিন ফাঁসিই চলুক। ধরে নেওয়া যাক ভিক্টিম ও তার পরিবারের মানসিক শান্তি বাদে আর কিছু পাওয়া যাবেনা। তবু সেটুকুই কম কী?
  • adhuli | 190.148.69.210 | ০৬ মার্চ ২০১৫ ০৯:০২580834
  • রঞ্জন-দা , আমরা যেদিন শিক্ষা- দীক্ষা, আচরণ, বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা সব দিক থেকে উন্নত দেশের সমকক্ষ হব, তখন নিশ্চয় ওদের মত করে ভাবব। এই মুহুর্তে নিজের দেশের জমিতে দাড়িয়ে আমি উন্নত দেশ হিসেবে ভাবতে পারছি না। আপেল এর সাথে আপেল এর তুলনা করা ভালো, পচা কলার নয়। আর উন্নত দেশে মামলা শেষ করতে ২-৩ মাস লাগে, আমাদের দেশে কত বছর ? কটা মামলা ১০-১৫ বছর এর কমে শেষ হয় ? আর একটা কথা, অত ডিটেলস এ এখানে বলতে পারব না, কিন্তু বিদেশে gang রেপ নগন্য, বেশির ভাগ কেস এ ইন্ডিভিজুয়াল psychopath ইন্ভল্ভেদ থাকে, যারা ক্রিমিনাল বি নেচার। আর মেয়েরা এখানে অত বেসি ভয়ে থাকে না, ইভেন যৌন্কর্মিরাও এখানে পয়সা নিয়ে গন্ডগোল হলে রেপ চার্জ করতে পারে, এবং পুলিশ অ্যাকশন নেয়। আমাদের দেশে এ সব কোনদিন চিন্তা করা যাবে -? বিচার ব্যবস্থা যদি ঠিক থাক থাকত , দ্রুত বিচার শেষ করে যাবজ্জীবন দেওয়া হত তাহলে এত কথা এখানে হতই না। আমাদের দেশে তো যে মেয়েরা মরে গেল, তারা বেছে গেল। ধষিত হয়ে যারা বেচে যায়, তারা বহুবার মরে, পলিসের হাতে, আইনের হাতে, নিজের সমাজের হাতে। যারা ধর্ষক তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। যতদিন এই অবস্থা র পরিবর্তন না হচ্ছে , ততদিন উন্নত দেশের সাথে তুলনা না করাই ভালো।
  • ranjan roy | 24.99.227.206 | ০৬ মার্চ ২০১৫ ০৯:০৩580836
  • @Sch,
    মুকেশের মন পাল্টানো নিয়ে কেউ চিন্তিত নয়। বরং বলা হচ্ছে যে মৃত্যুদন্ডের সাজা ঘোষণার পরও ওর কোন পরিবর্তন হয় নি। অর্থাৎ, এই কেসে মৃত্যুদন্ডের উদ্দেশ্য যে deterent effect, সেটা কাজ করেনি। আপনি বক্তব্যটি ভুল বুঝে উত্তেজিত হয়েছেন।

    কতজনকে মারবেন?
    আমাদের অনেকেরই বুকের ভেতরে গিজগিজ করে মুকেশ।
    আর মুকেশের উকিল ? যে বলে যে আমার মেয়ে অমন দেরি করে বাড়ি ফিরলে বা বয়ফ্রেন্ড জোটালে তাকে খামারবাড়িতে পরিবারের সামনে পুড়িয়ে মারতাম?

    সত্যি, আপনার কথা মানলে বিচারব্যবস্থা কত সহজ হয়ে যেত। আইনের বইগুলো অমন জটিল হত না। উকিলের পেশাটাই মারা যেত।
    ইন্ডিয়ান পেনাল কোড দু'পাতায় শেষ।
    সাধারণ অপরাধ আর ELIMINATE HHIM অপরাধ।
    মানতে হবে -- এই সহজ সরল সমাধানের পজিটিভ দিক আছে। প্রায় শরিয়তি বিচার ব্যব্স্থার কাছাকাছি।
  • ranjan roy | 24.99.227.206 | ০৬ মার্চ ২০১৫ ০৯:০৬580837
  • আধুলি,
    আপনার বক্তব্যের থেকেই স্পষ্ট যেঃ
    ১) চাই বিচারব্যবস্থার পরিবর্তন।
    ২) চাই ধর্ষণের কেস চাপা দিতে বললে বা টাকা নিয়ে চুপ করতে বললে তাকে ও শাস্তি দেওয়ার ব্যবস্থা।
    ৩) চাই যে থানা এফ আই আর করতে অস্বীকার করছে তাদেরও শাস্তি।
  • Atoz | 161.141.84.175 | ০৬ মার্চ ২০১৫ ০৯:০৮580838
  • রঞ্জন
    আসল কথাগুলো এড়িয়ে এই কাক বক বাঁশের কেল্লা মুন্নিমাসী বিন্নিপিসি এইসব দেখিয়ে কী হবে? গোল গোল গোল গোল ঘুরতেই থাকবে।
  • Atoz | 161.141.84.175 | ০৬ মার্চ ২০১৫ ০৯:১১580839
  • আর সব কথাতে এই অমুকে অমুক করেছিল, চিনিপিসি এই করেছিল পল্টু এই করেছিল এইসব অ্যানেকডোট এনেই বা লাভ কী?
  • adhuli | 190.148.69.210 | ০৬ মার্চ ২০১৫ ০৯:১২580840
  • একজন অপরাধী যে জানে যে তার কেস হাই কোর্ট এ যাচ্ছে, আরো কযেক বছর আরাম এ টানবে , সেখানে তো এই ডকুমেন্টারী তে নিজের পাবলিসিটি করবেই। তারা খুব ভালো করেই জানে যে any পাবলিসিটি ইস গুড পাবলিসিটি। অর মনে আদৌ অপরাধবোধ জেগেছে কি না, সেটা কি এই ডকুমেন্টারী দেখে বোঝা যাবে ? সে তো নিজের উকিল এর সাথে শলা করে তারপর ইন্টারভিউ দেবে। docu- তা Jodi দেখেন ভালো করে, মুকেশ নিজের মুখেই বলছে এরা এ রকম আগেও করেছে, এই প্রথম নয়। এমনকি যে পড়াশোনা জানে না, কিন্তু পুরনো সমস্ত রেপ কেস এর রেফারেন্স দিতে পারে আর বলে যে ওখানে ফাঁসি দেওয়া হয় নি, এখানে কেন হবে ? এগুলো কি তার কথা নাকি তার উকিল এর ? আমরা কি একটু বেশি তাড়াতাড়ি অপরাধীদের মনস্তত্ত্ব বুঝে যাচ্ছি না ?
  • sch | 233.223.131.253 | ০৬ মার্চ ২০১৫ ০৯:১৩580841
  • সেটাই তো একদম ঠিক।
  • adhuli | 190.148.69.210 | ০৬ মার্চ ২০১৫ ০৯:২৩580842
  • রঞ্জন দা , আমাকে আপনি বলবেন না, আমি আপনার লেখার ভক্ত , আর হয়ত আপনার পরের gen-এর। কিন্তু আমার বক্তব্য শুধু সেটা নয়, সবার আগে আমি চাই কড়া শাস্তি দেওয়া হোক এই ধর্ষকদের, যাতে একটা মেসেজ দেওয়া যায় যে ক্রাইম এগেইনস্ট women has আ প্রাইস। সোজা কথা, আমি ফাঁসি চাই এদের এবং এদের মত আরো ধর্ষক যারা আছে। আমাদের দেশে এই মুহুর্তে মানুষের যা অবস্থা , আমরা বারুদের ওপর দাড়িয়ে আছি। কাল নাগাল্যান্ড এ যা হয়েছে , কাল সারা দেশ এ হবে , যদি পুলিশ এবং বিচার বিভাগ নিজেদের শোধরাতে না পারে। অবাক হব না যদি মুকেশ এর উকিল কে পাবলিক পিটিয়ে মারে কোনো দিন রাস্তায়।
  • Ishan | 183.17.193.253 | ০৬ মার্চ ২০১৫ ০৯:২৪580843
  • ডকুটা দেখলাম। মুকেশের বক্তব্য শুনলাম। তারপর খবরের কাগজ খুলে নাগাল্যান্ডের খবর দেখলাম। আর কিসু বলার নেই। কিইবা বলব। সব বলা কওয়ার ঊর্ধ্বে চলে যাচ্ছে।
  • dc | 132.164.224.149 | ০৬ মার্চ ২০১৫ ০৯:২৯580844
  • adhuli মুকেশ তার উকিলের সাথে শলা করে ইন্টারভিউটা দিয়েছে বলে তো মনে হয়না। যা বলেছে তাতে ওর নিজের পেছনেই বরং এক ফুট গেছে। প্রসিকিউশন ওর স্টেটমেন্ট দেখিয়েই উল্টে মৃত্যুদন্ড চাই্তে পারে আর বলতে পারে এ একটা হোপলেস কেস, একে বাঁচিয়ে রেখে লাভ নেই।

    আপনি যেটা বললেন, অপরাধীরা একটা সিস্টেম এক্সপ্লয়েট করতে পারে, সেটার সাথে আমি একমত। মুকেশের পেটে একটু বুদ্ধি থাকলে বরং কেঁদে কেঁটে বলতে পারতো, খুব ভুল হয়ে গেছে ইত্যাদি, তাহলে বোধায় বিচারকাও একটু লেনিয়েন্টলি দেখতো। এখন একজন অপরাধী একটা সিস্টেম এক্সপ্লয়েট করতে পারে, এটা আমারও মনে হয়। তাও বলবো, বিচারব্যবস্থার রিফর্ম অবশ্যই জরুরি। আর কাউকে ফাঁসি দিতে হলে অনেকবার ভেবে, "রেয়ারেস্ট অফ রেয়ার" কেসেই শুধু দেওয়া উচিত।
  • ranjan roy | 24.99.227.206 | ০৬ মার্চ ২০১৫ ০৯:৪৫580847
  • আধুলি,
    মুকেশের উকিলকে পাবলিক কোন দিন পিটিয়ে মারবে না।
  • কল্লোল | 111.63.82.20 | ০৬ মার্চ ২০১৫ ১০:২২580848
  • আধুলি বলছেন, "তাহলে একে নিয়ে কি করা উচিত আপনার মত -? কোনো অপসন আমরা দিচ্ছি না"
    আমার মত। প্রচলিত আইনে মৃত্যুদন্ড বাদ দিয়ে আর যে সর্বোচ্চ শাস্তি হতে পারে - যাবজ্জীবন।
    এটা এই বিচার ও শাস্তি ব্যবস্থা যতক্ষন না পাল্টাচ্ছে ততক্ষন।

    এবার দেখা যাক আর কি কি অপশন হতে পারে। কিন্তু, তার জন্য অন্ততঃ শাস্তি ব্যবস্থা পাল্টাতে হবে।

    একজন অপরাধীর শাস্তি হতে পারে তার অপরাধের ফলে যে সব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি তারা চান, তাদের সেবা করা।
    ধরা যাক কাসভকে প্রতিদিন নিয়ে যাওয়া হোক এক এক জন নিহতের বাড়িতে বাসন মেজে দিতে।
    এবার সকলে হৈ হৈ করে উঠবে, পালিয়ে গেলে? পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হোক। ওর সেলের সামনেও তো পাহারা থাকে। খরচ? মন্ত্রীদের ইকনমি ক্লাসে যাতায়াত করতে বাধ্য করলেই টাকাটা উঠে আসবে।
    এখন কথা হলো, এটাকি একটা শাস্তি হলো? আমার মতে একটা সেলে আটকে রাখার চাইতে বেশী শাস্তি হলো।

    স্চ বলছেন, "এই মুকেশের মনে অনুতাপ অপরাধবোঢ জাগিয়ে কি হবে। দেশে কি মানুষের অভাব পড়েছে ? একটা লোক অপরাধী - ELIMINATE HIM. তাকে বাঁচিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে এনে কি লাভ?"

    বহু মানুষ অলকানন্দা রায়ের সাথে কাজ করে, ছাড়া পাওয়ার পর সুস্থ জীবনে ফিরে গেছে। তাতে সমাজের লাভ ছড়া ক্ষতি কিছু আছে কি?

    আর, নেহাত যদি এলিমিনেট করতেই চান? অখিলেশ আর তার বাবা মুলায়েমকে এলিমিনেট করা যাবে কি? বা এদিকে মমতাকে? হরিয়ানার ৯০% মানুষকে!! আমার আপনার বাড়ির নানান লোককে যারা বলেন, মেয়েদের ছোট পোষাকেরই দোষ, বা, বেশী রাত করে বাইরে থাকাই মেয়েদের অন্যায়। এলিমিনেট করার লোক কম পড়িয়াছে? করুন এলিমিনেট।
  • shatadal | 64.159.229.81 | ০৬ মার্চ ২০১৫ ১০:৩৩580849
  • সলিটারী কনফাইনমেন্টের চেয়ে বাসন মাজা বড় শাস্তি, এ কথাটা বেশীর ভাগ লোক মানবে বলে মনে হয় না। কাউকে চয়েস দিয়ে দেখুন - বাকী জীবন সলিটারি কনফাইনমেন্ট না বাকী জীবন বাসন মাজা। সে কোনটা বেছে নেয়।

    আর হরিয়ানার ৯০% মানুষকে এলিমিনেট করার কথা কেন? থট ক্রাইমের জন্য? না অন্য কোন কারণ আছে?
  • | 183.17.193.253 | ০৬ মার্চ ২০১৫ ১০:৩৬580850
  • আরো একটু কাব্যিক শাস্তির কথা ভাবা যেতে পারে- রোজ সেলের বাইরে বসে সুর করে হনুমান চালিশা পাঠ এবং কৃতকর্মের জন্যে ক্ষমা প্রার্থনা।

    ঐ ভিক্টিমের বাড়ির সামনে ছোট ফুলবাগান তৈরি ও জলদান।অভাবে টবে কিচেন গার্ডেন।

    খিচুড়ি রান্না ও পরিবেশন।

    অপরাধীকে দেখে যদি বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ে তবে বাতাস করা ও অন্যান্য সেবাপ্রদান
  • sch | 192.71.182.106 | ০৬ মার্চ ২০১৫ ১১:৪৯580851
  • কল্লোল-দা'র বাসন মাজার আইডিয়া পড়ে হেসে ফেললাম - এবার আলোচনাটা খিল্লির পর্যায়ে চলে গেছে - একদম ।
    নিহতদের বাড়িতে একদিন করে বাসন মাজলে কি হবে? তাদের দুঃখ কষ্ট কমে যাবে? আর কাসবের তো মজাই - একেক দিন এক এক বাড়ি যাবে - বাসন মাজা আমন কিছু খারাপ কাজ না। এর পর তাহলে কেউ ইচ্ছে হলে একটা মেশিন গান নিয়ে জনা ৫০ লোক মেরে সারা জীবন বাসন মাজবে।

    সেই সদার ভাষায় জিগেস করতে ইচ্ছে করে "who gives" - -এসব আইডিয়া দেয় কে?
  • sch | 192.71.182.106 | ০৬ মার্চ ২০১৫ ১২:০৭580852
  • কয়েকটা জিনিস পরিষ্কার করে নিন

    ১) এলিমিনেশান যে কোনো অপরাধীর জন্য বলা হয় নি - কন্তেক্সচুয়াল কনটিনিউটির কথা মাথায় রেখে যারা ধর্ষণ, ধর্ষণ করে খুন গণহত্যা ইত্যাদি করেছে তাদের কথা বলা হচ্ছিল। যারা চুরি, জালিয়াতি, পকেট্মারি ইত্যাদি করেছে তাদের জন্য এলিমিনেশান কখনোই ভাবা হয় নি

    ২) ভয় দেখিয়ে কোনো বাচ্চাকে শাসন করা যায় না, কারণ তার কোনো মূল্যবোধ, নিজস্ব চিন্তা তৈরী হয় নি - তাকে কথা বলে বুঝিয়ে ঠিক ভুলের ধারণা দেওয়া সম্ভব।

    কিন্তু একটা ২০ বছরের দামড়া শুয়োর, যে মনে করে রাত ন'টা র পর বাইরে থাকলে সে মেয়েটি দুশ্চরিত্র আর দুশ্চরিত্রা মাত্রেই রেপেবেল - তাদের ভীষণ ভীষণ ভয় পাওয়াতে হয়

    ৩) রাস্তা দিয়ে একটা মেয়ে খুব স্বল্প পোষাকে হেঁটে গেলে ৯৯.৯৯% লোকেরই চিত্ত চাঞ্চল্য ঘটে আর তার মধ্যে হয়তো ৭০% লোক তার পার্টনারের সাথে করার সময় মেয়েটার কথা ভাবে বা মেয়েটার কথা চিন্তা করে মাস্টারবেট করে। কিন্তু পৃথিবীর কোনো আইনে সেটা অপরাধ বলে গণ্য হয় না। কারণ তাতে মেয়েটির কোনো ক্ষতি হয় না। কিন্তু যে ০.৯৯% লোক কোনো ছুতোয় মেয়েটার গায়ে হাত দিতে চায় তারা অপরাধী। যারা ধর্ষণ করে তারা হায়েস্ট লেভেলের ক্রিমিনাল - যারা ছুঁকছাঁক হাত চালায় তারা তার থেকে কম।

    ওই হাত চালানো লোকগুলো রেপ করে না কেন জানেন? ভয়ে। যদি ধরা পড়ি । আর বাকি ৯০% হাত দেয় না লোকলজ্জার ভয়ে। আশা করি ভয়ের প্রয়োজনীয়তা বোঝানো গেল।

    (এই % এর হিসেবগুলো জাস্ট ফর আর্গুমেন্ট'স সেক - কোনো লিঙ্ক দেওয়া যাবে না)

    ৪) মদনা, মমতা, মূলায়েম, মায়াবতী, জয়ললিতা, সকলেই জঘন্য ক্রিমিনাল যদি তাদের অপরাধ দেশের আইনে প্রমাণিত হয়। নাহলে তারা যত খারাপ কাজই করুন তাদের সাথে কাসব, মুকেশের তুলনা করে লাভ নেই। ওটা খাপ পঞ্চায়েত টাইপ মানসিকতা
  • ranjan roy | 24.96.115.186 | ০৬ মার্চ ২০১৫ ১২:৫৭580853
  • ৯০% লোকলজ্জার ভয়ে কথাটা খুবই যুক্তিযুক্ত।
    ওটা বাড়ানো দরকার। আমি অন্ততঃ হিন্দি বলয়ের কিছু গাঁয়ের দিকে ওই লোকলজ্জার ভয়ে ব্যাপারট দেখি নি।
    যে করেছে সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেই শুধু নয়, অন্যেরা টাকা নিয়ে চুপ করতে বলছে।
    অবশ্যই এখানে আর্থ-সামাজিক প্রেক্ষিত ইম্পর্ট্যান্ট। এমন প্রত্যেকটা ক্ষেত্রে ধর্ষক উচ্চবর্গের ও বর্ণের। মেয়েটি ঠিক উল্টোদিকে।
  • adhuli | 24.202.186.111 | ০৬ মার্চ ২০১৫ ১৫:২৫580854
  • আর কিছু বলতে চাই না, অনেক হয়েছে। আফটার অল আমাদের এত বকাতে কারোর কিছু আসবে যাবে না, যেমন বিচার ব্যবস্থা চলছিল তেমন এ চলবে, যে রকম অপদার্থ পুলিশ সিস্টেম, সে রকম-এ থাকবে। মেয়েরা ধর্ষিত হচ্ছে, হবে, মরলে বাচবে, বাচলে অনেক বার মরবে, আর ধর্ষক রা ইন্টারভিউ দেবে। আর আমরা সাম্য বিপ্লবের আগুন জালিয়ে শীতকালে পা সেকব।

    তবে যদি কোনদিন আদৌ ভারত এ গণভোটে হয়, পাবলিক এর মতামত নেবার জন্য ফাঁসি থাকা উচিত না কি তুলে দেওয়া হোক, আজকের দিনে আমার মতামত ফাঁসির জন্য রইলো। যে দেশ গুলোর উদাহরণ দেওয়া হয় এত, কার্জসুত্রে সে রকম কযেকটা দেশে থাকতে হয়েছে, তাই আবার বলি , যদি কখনো আমাদের সিস্টেম এদের পর্যায়ে যেতে পারে, তাহলে নিশ্চয় বলব ফাঁসি উঠে যাক। আমরা এদের ভালো কিছু নেব না, আইনের শাসন নেব না, দ্রুত বিচার ব্যবস্থা নেব না, মেয়েদের সম্মান দিতে শিখব না, কিন্তু শুধু অপরাধী দের মানবাধিকার নিয়ে খিল্লি করব, এটা জাস্ট হজম হলো না। আর হাঁ , বিদেশে বেশির ভাগ জায়গায় ডিশ-ওয়াশার থাকে, সুতরাং বাসন মাজা বাদ দিয়ে অন্য কিছু কল্পনা করতে দোষ কি ? গল্পের গরু কোথায় চড়ে ঘাস খেলেও তাতে কার কি এসে যাবে ?

    সলিটারি কন্ফিনেমেন্ট আমাদের দেশে আছে কি ? যাবজীবন কারাবাস খুব ভালো শাস্তি, মনু শর্মা কতদিন জেলে থাকে আর কতদিন বাপের ফার্ম হাউস এ, একবার খোজ নিয়ে দেখুন। ইভেন সঞ্জয় দত্ত কম কিসে ? আর জেলে বসে মদনা ব্লাক লেবেল খেতে পারে, সেখানে সারাজীবন জেলে কাটানো কি প্রচন্ড শাস্তি ? চোখে জল এসে যাচ্ছে।
  • AP | 24.139.222.45 | ০৬ মার্চ ২০১৫ ১৭:৫৮580855
  • যাঁরা ফাঁসীর সপক্ষে তাঁদের যেহেতু আর অন্য কিছু ভাবার / বলার নেই, তাই অন্য পক্ষ আর যাই বলুন তাঁরা সেটাকে অনায়াসে খিল্লী করে উড়িয়ে দিতে পারেন। সব কথাই 'গোল গোল' সব প্রস্তাবই 'হ্যানো আর ত্যানো' (@Atoz)। যে কোন সাজেশনই জাস্ট উড়িয়ে দিয়েই যদি হয় তাহলে আর এত ভাবনা চিন্তার দরকার কিসের ! কিন্তু উড়িয়ে দিতে গিয়ে এঁরাই যে কত স্ববিরোধী কথা বলে ফেলছেন সেটা নিজেদের খেয়াল থাকছে না। যেমন সব শুনে / পড়েও বার বার বলা হচ্ছে 'ছেড়ে দেওয়া'র কথা বলা হচ্ছে, যেন ফাঁসী না দেওয়া মানেই ছেড়ে দেওয়া। তাঁরা মনে করেন অপরাধীদের বিশেষ ভাবে ভয় পাওয়াতে হবে, যেন ফাঁসী কোনদিন হয়নি বলেই কেউ বিশেষভাবে ভয় পাচ্ছে না ! মৃত্যুদন্ডের বিরুদ্ধে যাওয়া যে অপরাধীর প্রতি দয়াবশত নয়, সিস্টেমটার বদলের জন্য সে কথা এঁরা বুঝেও না বোঝার ভান করেন। কারণ তাতে অন্য পক্ষকে অক্রমণ করতে সুবিধে হয়।

    খুনের জন্য প্রাণদন্ড তো বরাদ্দই আছে, কিন্তু ধর্ষণের জন্যও প্রাণদন্ড যারা চাইছেন তাঁরা কি ধর্ষণকে খুনের সমান অপরাধ মনে করেন ? সেটাই তো চরম পিতৃতন্ত্রিক মানসিকতা। যে সব ক্ষেত্রে মেয়েটি খুন হয়ে যায় সেখানে তো খুনের মামলাই খাড়া করা হয় কিন্তু শুধু ধর্ষণের ক্ষেত্রে প্রাণদন্ডের যুক্তিটা ঠিক কি ? নির্ভয়ার ঘটনাটা সব দিক থেকেই আলাদা, সেখানে ধর্ষণের সঙ্গে জুড়ে আছে খুন এবং অসীম নৃশংসতা। কিন্তু যেখানে একজন ছেলে বা মেয়ে যেই হোক তার সঙ্গে এইরকম ধরণের নৃশংসতা হল কিন্তু ধর্ষণ হল না, সে ক্ষেত্রেও কি আপনারা প্রানদন্ডই চাইবেন ? না কি তখন নৃশংসতার ডিগ্রী বিচার হবে ? নাকি এইভাবে আমরা নিত্যনতুন মৃত্যুদন্ডযোগ্য অপরাধ খুঁজে বেড়াব ? আইনের তো স্পষ্ট গাইডলাইন দরকার...

    অপরাধী বাসন মাজলে, ঘানি ঘোরালে বা ফাঁসীতে ঝুললে কিছুতেই যে খুন হয়েছে তার কিছু এসে যায় না। তার বাড়ির লোকের যে মানসিক শান্তি সেটা সংবিধানস্বীকৃত শাস্তি বিধানেই হওয়া উচিত। সেইটা অর্থাত যে অপরাধ করছে সে শাস্তি পাবেই, এইটা নিশ্চিত করাটাই প্রথম কথা হওয়া উচিত। যে ধর্ষিত হয়ছে তার কষ্ট, যন্ত্রণা, অপমান সব মেনে নিয়েও তার সঙ্গে ঘটা অপরাধটা যে খুনের সমকক্ষ নয় এইটা নিজেরা বোঝা এবং বোঝান দরকার। আর একজন অপরাধীর মানসিক সংশোধন হয়ে সুস্থ মানুষ হয়ে ওঠাতে যাঁদের 'কিছু এসে যায় না' তাঁদের মানসিক সুস্থতা নিয়েও সন্দেহ আছে।

    বাকি রইল দৃষ্টান্তমূলক শাস্তির কথা, অর্থাত যে দৃষ্টান্ত দেখে / শুনে ভাবী অপরাধী ভয় পাবে। ঠিক যেমন নির্ভয়ার ওপর ঘটা অত্যাচারের কথা শুনেও আমি / আপনি শিউরে উঠি কিন্তু আসলে জানি না ঠিক কি রকম কষ্ট মেয়েটি পেয়েছিলেন, তেমনি এক অপরাধীর শাস্তির দেখে অন্য অপরাধীও ভাবে না এইরকম হলে তার কেমন লাগবে। অপরাধের মুহুর্তে সেই কথা ভেবে সচেতন না হয়ে সে জাস্ট ভেবে নেয় যে আমি কিছুতেই ধরা পড়ব না। তা না হলে ছাপোষা গৃহস্থ কি করে সপরিবারে প্ল্যান করে ঘরের বৌ কে পুড়িয়ে মারে বলতে পারেন ?

    পরিশেষে ঃ একজন ধর্ষককে নিঃসন্দেহে ঘৃণা করি কিন্তু একজন মানুষকে থেঁতলে পুড়িয়ে মেরে যারা উল্লাসে ফেটে পড়ে, মোবাইলে ছবি তোলে, তাদেরও সমান ঘৃণা করি, এই সংখ্যা বেড়ে চললেও ভলো কিছু হবে বলে মনে হয় না।
  • pi | 127.194.16.188 | ০৬ মার্চ ২০১৫ ১৯:১৮580856
  • ওপরের নানা পোস্টে এই ফাঁসি না চাওয়া নিয়ে এবং সংশোধন চাওয়া নিয়ে ক্রমান্বয় খিল্লি দেখে অনেক কথা বলতে ইচ্ছে করছিল। AP কাজটা কমিয়ে দিলেন। মোটামুটি যা বলার ছিল, সবই বলে দিয়েছেন।
    আর এঁরা নানা সময় যা বিধান এখানে দিয়েছেন, ঐ অপরাধীকে মেরে ফেলার এক সে বড়কর এক ভায়াবহ পদ্ধতি, সেসবের লাইভ টেলিকাস্ট, চোখ গেলে দেওয়া, মাথা থেঁতলে দেওয়া , পুরুষাঙ্গ কর্তন এবং সেসবেরও নির্ঘাৎ লাইভ টেলিকাস্ট, এসবের সাথে মধ্যযুগীয় বর্বরতার কী পার্থক্য কে জানে। হয়তো ওরকম পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা ও তাই নিয়ে সম্মিলিত উল্লাসও খুব এফেক্টিভ পদ্ধতি বলে পোস্ট দেখবো কোনোদিন।

    এঁরা নিশ্চয় নাগাল্যাণ্ড কাণ্ডেরও সমর্থক ?

    আর হ্যাঁ, উপরে কার একটা পোস্টে যেন পড়লাম, অপরাধী ভাল ভাল কথা বলে সংশোধিত হবার অভিনয় ক'রে ছাড়া পেয়ে যাবে ও অপরাধ করেই চলবে। এদিকে তাঁরাই আবার মুকেশের উদাহরণ দিচ্ছেন। তো তাঁদের যুক্তি তো এখানে পুরো ভেঙ্গে পড়লো। সে নিয়ে কী বক্তব্য ?

    আরো দুটো প্রশ্ন আগে করেছিলাম, উত্তর পাইনি।
    ১।যাবজ্জীবন বা দীর্ঘমেয়াদী কারাদণ্ড যাঁদের মতে কোন ডেটারেন্টই নয়, তাঁরা কী মনে করেন ? যাঁরা অপরাধ করেন, তাঁরা জানেন, এর ফলে তো সারাজীবন জেলে কাটাতে হবে, কিন্তু সেটা আর এমন কী ব্যাপার, তাই অপরাধটা করে ফেলি .. এরকম কিছু ? নাকি অপরাধীরা মনে করেন অপরাধ করলেও ধরা পড়বেন না, পড়লেও ছাড়া পেয়ে যাবেন, শাস্তি হবে না , সেটা? যদি প্রথমটা নাম দ্বিতীয়টা হয় বলে একমত হন, তাহলে ফাঁসি আলাদা ভাবে কীভাবে ডেটারেণ্ট হিসেবে কাজ করেছে/করছে/করবে ?

    ২। ম্যারাইটাল রেপ কে অপরাধ বলে মনে করএন ? এর জন্য কী কী বিধান ?

    ও, আর দুটো কথাও পুরানো পোস্টগুলো পড়ার সময় মনে হয়েছিল, মনে পড়লো। কোথায় কার কার পোস্ট খেয়াল নেই।
    ১। অপরাধীদের ট্যাক্সের পয়সায় পোষার নিয়ে আপত্তি আসছে বারেবারে। তো, সশ্রম কারাদণ্ডের শ্রমের মূল্য যা দেওয়া হয় আর যে পরিমাণ শ্রম দিতে হয়, সেই টাকাপয়সার হিসেবও করা হচ্ছে তো ? আম্রিগায় প্রাইভেট প্রিজন লাভজনক ব্যবসা বলে পড়েছিলাম, সেই নিয়ে কিছু তর্কও পড়েছিলাম। আমাদের সরকারের খরচাপাতি ও শ্রম বাবদ প্রাপ্তির কোন হিসেব থাকলে জানতে চাই।
    ইউ কে তে পড়েছিলাম, প্রিজনার্স আর্নিংস অ্যাক্ট এ অপরাধীদের কাজের বিনিময়ের উপার্জনের একটা বড় অংশ ভিক্টিম বা তাঁর পরিবারের পাবার কথা। অপরাধ সংক্রান্ত নানা আর্থিক ক্ষতি , চিকিৎসা ,কাউন্সেলিং ইত্যাদির খরচ অপরাধীকে শ্রমের বিনিময়ে পূরণ করে দেওয়ার কথা। হয় কিনা জানিনা। এরকম কিছুর কথাও ভাবা যেতে পারে। তবে এখনও যা হয়, তাতে মনে হয় কয়েদীদের আমাদের টাকায় পোষা হচ্ছে, এমনটা ঠিক নয়।

    ২। অপরাধীদের রিফর্ম নিয়ে বহু দেশেই বহু ভাবনাচিন্তা করা হচ্ছে। খুবই সিরিয়াসলি। অনেক কিছু করাও হচ্ছে। সংশোধনের কথা এলেই এত খিল্লি আসে দেখে মনে হয় যেন এই প্রথম এই প্রস্তাব এল!
  • sswarnendu | 198.154.74.31 | ০৬ মার্চ ২০১৫ ১৯:৩০580859
  • @AP
    ধর্ষণকে খুনের সমান অপরাধ মনে করাটা আজকের দিন এ দুম করে পিতৃতান্ত্রিক মানসিকতা বলে দেওয়াটায় একমত হলাম না... লোকলজ্জার ভয় নিয়ে কথা হচ্ছিল... তা যতদিন অবধি আমাদের সমাজে ধর্ষিতার লোকলজ্জার ভয় ধর্ষকের থেকে বেশী ততদিন কেউ ধর্ষণকে খুনের সমান বা বেশীও ( যেমন ধরুন culpable homicide এর থেকে বেশী ) যদি কেউ মনে করেন তাকে চট করে উড়িয়ে দিতে পারি না... বাকি যা লিখলেন ১০০ শতাংশ একমত... বিশেষ করে শেষ লাইনটায়।

    আর এমনিতে যারা ফাঁসির স্বপক্ষে বলছেন তারা খামকা ফাঁসি কেন চাইছেন সেটাই বুঝছি না... টই এর নামেও তো মৃত্যুদণ্ড ই আছে... আপনারা যা যুক্তি বলছেন ... যেমন ধরুন "ভীষণ ভীষণ ভয় পাওয়াতে হয়" আর যে যুক্তিগুলো বলছেন না, যেমন ধরুন ' গায়ের জ্বালাটা ভাল করে মিটবে' ... তা মশাইরা ফাঁসির মত নিরামিষ জিনিস কেন চাইছেন? প্রকাশ্যে মুণ্ডচ্ছেদ এ সবই তো আরও ভালভাবে হত...
    spectacle করেই যখন ভয় পাওয়াতে হবে ( নইলে যাবজ্জীবনে একটুও ভয় পায় না, অথচ ফাঁসিতে ভীষণ ভীষণ ভয় পাবে কেন? ) তখন ভালভাবেই হোক...
    এমনকি প্রকাশ্যে মুণ্ডচ্ছেদ ও যথেষ্ট নিরামিষ মনে হলে জননাঙ্গ কেটে নেওয়া, বা হাতপা কেটে নেওয়া, চোখ গেলে দেওয়া... এসব দাবি করুন। বেশ মাচো লাগবে, আমরা ভিতু মানুষ, সাম্য বিপ্লবের আগুন জালিয়ে শীতকালে পা সেকব।

    আর মাঝে মাঝে শিউরে উঠে Ishan যা লিখে গেলেন, সেইটাই বলব--
    "আর কিসু বলার নেই। কিইবা বলব। সব বলা কওয়ার ঊর্ধ্বে চলে যাচ্ছে।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন