এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৬২৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.53.214 | ০৮ মার্চ ২০১৫ ১৮:৩১580993
  • সরি! লিখতে গিয়ে ভুল করেছি।
    আন্ডারট্রায়াল অবস্থায় জেলে থাকার পিরিয়ডটাও কাউন্ট হবে। যদিও till death কেসে এটা ধর্তব্য নয়।
  • | | 127.194.212.10 | ০৮ মার্চ ২০১৫ ১৯:২৪580994
  • আমেরিকার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে ধর্ষণের ভয়ঙ্কর সব শাস্তির বিধান আছে, সেখানের সেক্সুয়াল অ্যাসাল্টের পরিসংখ্যান পাওয়া যাবে? আমার ধারণা মধ্যপ্রাচ্যের অপরাধের হার বেশ কম। পরিসংখ্যানগতভাবে। দয়া করে ইন্ডিভিডুয়াল ইনসিডেন্টের লিংক পোস্ট করে ভরাবেন না। সামগ্রিক কোনো রিপোর্ট বা পরিসংখ্যান থাকলে দিন।
  • PT | 213.110.243.22 | ০৮ মার্চ ২০১৫ ২০:১২580995
  • http://en.wikipedia.org/wiki/Rape_statistics

    বিস্ময়ঃ
    যেখনে আইন ব্যবস্থা, শিক্ষা, মেলামেশা কোন কিছুরই কমতি কিছু নেইঃ
    Sweden has the highest rate of rape in Europe, with the UN reporting 69 rape cases per 100,000 inhabitants in 2011, according to author and advocate of power feminism Naomi Wolf on opinion website Project Syndicate.
    In 2010, Swedish police recorded the highest number of offences - about 63 per 100,000 inhabitants - of any force in Europe. That was the second highest in the world after Lesotho.
    "According to rape crisis advocates in Sweden, one-third of Swedish women have been sexually assaulted by the time they leave their teens. According to a study published in 2003, and other later studies through 2009, Sweden has the highest sexual assault rate in Europe, and among the lowest conviction rates," Wolf wrote.
    A 2010 Amnesty report said: "In Sweden, according to official crime statistics, the number of reported rapes has quadrupled during the past 20 years. In 2008, there were just over 4,000 rapes of people over 15, the great majority of them girls and women."
    http://www.ibtimes.co.uk/top-5-countries-highest-rates-rape-1434355
  • Reshmi | 192.68.202.48 | ০৮ মার্চ ২০১৫ ২০:১৩580996
  • ধন্যবাদ রঞ্জনদা। কালকে আমি জানতে চেয়েছিলাম নির্ভয়া কেসের আসামীদের সলিটারি সেলে রাখা হয়েছে কি না তাতে sswarnendu লিখলেন যে জেলে থাকার এই পিরিয়ডটা শুধুই জেল কাস্টডি, জেল সেন্টেন্স নয় কারণ এরা মৃত্যুদন্ড্প্রাপ্ত আসামী, তাই এই কারাবাস বিনাশ্রম এবং জেল কাস্টডিতে সলিটারি সেলে রাখার ব্যাপার থাকে না।

    কিন্তু যাবজ্জীবন কারাবাস নিশ্চয় বিনাশ্রম নয়। তাহলে কারাবাসের এই সময়টা কেন ১৪/৩০ (যদি ধরে নিই till death হল না) বছরের মধ্যে কাউন্ট হবে সেই খটকাটা থেকেই গেল।
  • Reshmi | 192.68.202.48 | ০৮ মার্চ ২০১৫ ২০:৩২580997
  • dc, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন "আপনার কি মনে হয় দেশে যদি সিস্টেমেটিকালি এই অপরাধীদের ধরার আর শাস্তি দেওয়ার প্রথা চালু থাকতো তো এগুলো এতো বাড়তো?", তার উত্তরে বলি, স্বাভাবিক বুদ্ধিতে এটাই মনে হয় যে শাস্তির নিশ্চয়তা থাকলে অপরাধ কমার কথা। কিন্তু উন্নত দেশে, যেখানে শাস্তির নিশ্চয়তা আছে এবং পিটি যেমন বললেন, আমেরিকার মত দেশ, যেখানে আবার উন্নত বিচার ব্যবস্থা, শাস্তির নিশ্চয়তার সঙ্গে সঙ্গে মৃত্যুদন্ডও এখনো আছে, সেখানেও অপরাধের কিছু কমতি নেই (মৃত্যুদন্ডবিরোধিদের যেটা প্রথম ও প্রধাণ যুক্তি, মৃত্যুদন্ডের ভয় অপরাধ কমায় না), সেই পরিপ্রেক্ষিতে তো মনে হয় শাস্তি অপরাধ্প্রবণতা কমাতে পারে না।

    অর্থাৎ আমি বলতে চাইছি যে দেশে খুনী কাউকে খুন করার আগে জানে যে ধরা পড়ার চান্স যতই কম হোক, ধরা পড়লে আইনের ফাঁস কেটে বেরোন প্রায় অসম্ভব এবং ডেথ পেনাল্টিও হতে পারে, সেখানেও যখন অপরাধ কমে না, তখন কিসের ভিত্তিতে বিশ্বাস করব দ্রুত বিচার হয়ে শাস্তি হলেই আমদের দেশে অপরাধ কমবে?

    মৃত্যুভয় অপরাধ কমায় না অথচ এফেক্টিভ বিচার ব্যবস্থা এবং শাস্তি তা কমাবে সেটা আমার কেমন যেন কন্ট্রাডিক্টারী লাগছে।
  • dc | 132.164.207.91 | ০৮ মার্চ ২০১৫ ২০:৪২580998
  • হুঁ PTর দেওয়া লিংকগুলো পড়ে সত্যিই আমারো গুলিয়ে গেলো। আমি এদ্দিন ভাবতাম আইন ব্যব্স্থা আরো এফেক্টিভ করতে পারলে অপরাধের সংখ্যা কমবে, কিন্তু এখন তো দেখছি সেটাও না। কিন্তু তাহলে প্রশ্ন হলো, অপরাধ ঠেকানো হবে কিভাবে? আর বিশেষ করে ক্রাইম এগেন্স্ট উওমেন, যা আমাদের দেশে খুব বেশীভাবে হচ্ছে?
  • PT | 213.110.243.22 | ০৮ মার্চ ২০১৫ ২০:৪৫580999
  • আর বোধহয় হাতে পেন্সিল ছ্ড়া আর কিছু নেই....
    তাহলে কি ধর্ষণের সঙ্গে কম বয়সীদের ওপরে পরিবারের নিয়ন্ত্রণের শিথিলতাকে যুক্ত করা যেতে পারে?
  • Reshmi | 192.68.202.48 | ০৮ মার্চ ২০১৫ ২০:৫৫581000
  • তাছাড়া, আমার আরো একটা প্রশ্ন আছে। মনু শর্মা বা সন্তোষ সিং রা খুব কনফিডেন্ট থাকে যে কোনদিন ধরা পড়বে না বা পড়লেও ঠিক বেরিয়ে আসবে, সেটার কারণ বুঝি। কিন্তু এই মুকেশ সিং দের মত লোকজনের এই কনফিডেন্স কিসের জোরে আসে? কেন মনে হয় পুলিশ তাদের ধরতে পারবেই না বা ধরলেও কিছু হবে না?
  • pi | 127.194.23.242 | ০৮ মার্চ ২০১৫ ২২:১৫581001
  • এই পিটিবাবুকে যত ভাবি ইগনোর করব, কিন্তু এমন সব জিনিস লিখে যাবেন ! কোন তথ্য কেউ পুরো না জানতেই পারে, কিন্তু সেই জিনিস দিয়ে একবার আলোচনা হবার পরে সেই নিয়ে উঠে আসা তথ্যগুলো বেমালুম অস্বীকার করে আবার সেই চর্বিতচর্বণ দেখলে .. অবশ্য, এরকম আগে দেখিনি তা তো নয়।

    Name: PT

    IP Address : 213.110.246.230 (*) Date:17 Sep 2013 -- 05:43 PM

    এক সময়ে তত্বকথা শুনেছিলাম যে ছেলে-মেয়েদের ছোটবেলা থেকে মেলামেশা করতে দিলে তারা পরস্পরকে সন্মান করতে শিখবে। সুইডেনে সেই মেলামেশার পরীক্ষা চলেছে বহু দশক ধরে। সে দেশে আইন, কোর্ট, শিক্ষা, উচ্চশিক্ষা, সমাজভাবনা অনেক দেশের থেকে অনেক বেশী উচ্চমানের ও সর্বজনলভ্য। তার পরেও "Statistics now suggest that 1 out of every 4 Swedish women will be raped."

    আর অন্য দিকে শুনেছিলাম যে ভারতে সমাজ ও পরিবারের বাঁধনের জন্য মেয়েরা নাকি সুরক্ষিত থাকে।

    দেখা যাচ্ছে যে কোনটাই কাজ করছে না মেয়েদের রক্ষাকবচ হিসেবে। কেননা "যতোদিন পুরুষতান্ত্রিক চিন্তা থাকবে ততোদিন ধর্ষণও থাকবে"। ব্যাপারটা এত সরলিকৃত হলে, কি করলে পুরুষতান্ত্রিক চিন্তাকে বিদায় দিয়ে মাতৃতান্ত্রিক চিন্তা সমাজে প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে একটু আলোকিত হওয়ার অপেক্ষাতে থাকলাম।

    Name: pi

    IP Address : 118.22.231.245 (*) Date:17 Sep 2013 -- 06:08 PM

    সুইডেনের কথাটা তোলা মিসলিডিং।
    বিভিন্ন দেশের ক্রাইম রেকর্ড ব্যুরোর তুলনা চলেনা। বিশেষতঃ নারী নির্যাতনের ক্ষেত্রে। প্রথমতঃ অনেক দেশে আণ্ডার রিপোর্টিং এর একটা বড় ইস্যু থাকে।
    ভারতেই NCRB র তথ্য থেকে কেন প্রকৃত চিত্র পাওয়া যায় না, সেই নিএ এই লেখাটায় কিছু কথা ছিল http://www.anandabazar.com/archive/1130910/10edit3.html।

    দ্বিতীয়তঃ সুইডেনে ম্যারিটাল রেপ স্বীকৃত অপরাধ। সেটা রেকর্ডেড হলে বহু দেশেই এই 1 in 4 রেশিও চলে আসবে। ক'দিন আগেই ইউ এন এর এক সমীক্ষা প্রকাশিত হয়েছে ( সমীক্ষার রিপোর্ট ক্রাইম রেকর্ড ব্যুরোর থেকে অনেক বেশি ভরসাযোগ্য), তাতে এশিয়ার অনেক দেশে এইরকম রেশিওই বেরিয়েছে।

    আর এই লেখাটাও রইলো। পড়লে অনেক কিছু পরিষ্কার হতে পারে।
    http://www.bbc.co.uk/news/magazine-19592372

    ---

    এটার কোন উত্তর কিন্তু উনি তখন দিতে পারেন নি, এখন আবার সেই পুরোনো গত।
  • ranjan roy | 24.96.53.177 | ০৮ মার্চ ২০১৫ ২২:২০581003
  • মনে হয় আসলে সমস্যাটা বহুমাত্রিক। আইনি ব্যব্স্থা একটা প্যারামিটার, কিন্তু জরুরি।
    পিটির দেওয়া মার্কিনদেশ/সুইডেন এর তথ্য illuminating enough!
    আর ধরা পরা ও শাস্তি না থাকলে বোধ্হয় এই সংখ্যাটা বহুগুণ বেড়ে যেত।
    একটা কথা ভাবুন, মার্কিন ও সুইডিশ সমাজে যেগুলোকে সেক্সুয়াল অ্যাসাল্ট বলে ওদেশের সরকারি পরিসংখ্যান বলছে সে-জাতের অনেক কিছুই আমাদের দেশে রিপোর্ট হয় না বা কেউ করলেও পুলিশ রেকর্ডে তোলে না।
    সমরেশ বসুর প্রজাপতি উপন্যাসে কাকুর বা মামার আদরের কথা মনে করুন।
    পারিবারিক সংস্কৃতি ও পিতৃতন্ত্র হল মূল; কিন্তু এগুলোকে আইনি অপরাধ বলে চিহ্নিত করা এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করাও জরুরি।
  • pi | 127.194.23.242 | ০৮ মার্চ ২০১৫ ২২:৩৫581004
  • 'মার্কিন ও সুইডিশ সমাজে যেগুলোকে সেক্সুয়াল অ্যাসাল্ট বলে ওদেশের সরকারি পরিসংখ্যান বলছে সে-জাতের অনেক কিছুই আমাদের দেশে রিপোর্ট হয় না বা কেউ করলেও পুলিশ রেকর্ডে তোলে না।'

    একদমই তাই। ম্যারাইটাল রেপ তার সবচে বড় অংশ। এছাড়াও রেপের সংজ্ঞা অনেক বিস্তৃত।

    আর এই তথ্যগুলো দেবার সময় এই কথাগুলো কি চোখে পড়েনা ?

    There have been several international comparisons made, placing Sweden at the top end of the number of reported rapes. However, police procedures and legal definitions vary widely across countries, which makes it difficult to compare rape statistics.For example, Sweden reformed its sex crime legislation and made the legal definition of rape much wider in 2005, which largely explains a significant increase in the number of reported rapes in the ten-year period of 2004-2013. The Swedish police also record each instance of sexual violence in every case separately, leading to an inflated number of cases compared to other countries. Additionally, the Swedish police have improved the handling of rape cases, in an effort to increase the number of crimes reported.

    Raised awareness and a shifting attitude of crimes against women in Sweden, which has been ranked as the number one country in gender equality, may also explain the relatively high rates of reported rape

    -----

    আসলে ছেলেমেয়েদের মধ্যে মেলামেশা এসব নিয়ে ওঁর আপত্তি আছে, তাই যেন তেন প্রকারেণ সেই থিয়োরীর সপক্ষে তথ্য দেবেন, সে তথ্যের কোনোরকম বিশ্লেষণ না করেই।
  • | 183.17.193.253 | ০৮ মার্চ ২০১৫ ২৩:১৯581005
  • গোটা আমেরিকাতে মৃত্যুদন্ড শাস্তি হিসেবে স্বীকৃত নয়। ১৮ টি রাজ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ড দেওয়া হয় না, তবে আইন পাশ করার আগে যাদের ঐ শাস্তি হয়েছে,তাদের ক্ষেত্রে মৃত্যুদন্ড বহাল আছে।

    মিশিগান(১৮৪৬) উইসকনসিন১৮৫৩ আর মেইন১৮৮৭ তে প্রথম তিন স্থান দখল করে আছে দেখছি।
  • pi | 127.194.23.242 | ০৮ মার্চ ২০১৫ ২৩:২৭581006
  • |, মধ্যপ্রাচ্যের অপরাধের তুলনামূলক হার কম না বেশি, ওভাবে বলা যাবে কি ? সেই একই সমস্যা। কতটা রিপোর্ট হয় ! তার উপর সৌদি আরবের মত দেশে সেই সাঙ্ঘাতিক নিয়মখানি রয়েছে, অভিযোগকারিণী ও শাস্তি পেতে পারে ! সেরকম শাস্তির কিছু নমুনা এরকম কিছু দেশে কিছুদিন আগেই দেখা গেছে। সেক্ষেত্রে রিপোর্টিং কীরকম হতে পারে বলে মনে হয় ?

    যাইহোক, বেশিরভাগ রিপোর্টেই দেখেছি, ওখানকার ধর্ষণের অপরাধকে খুবই আণ্ডাররিপোর্টেড বলে।
  • PT | 213.110.247.221 | ০৮ মার্চ ২০১৫ ২৩:৩৭581007
  • "আসলে ছেলেমেয়েদের মধ্যে মেলামেশা এসব নিয়ে ওঁর আপত্তি আছে, তাই যেন তেন প্রকারেণ সেই থিয়োরীর সপক্ষে তথ্য দেবেন, সে তথ্যের কোনোরকম বিশ্লেষণ না করেই।"

    হি..হি..ইনি কেমন সব জানেন আর অন্যের মনের কথাও পড়তে জানেন।
    কিন্তু দেশে-বিদেশে তো তাত্বিকের অভাব নেই তাই তত্বও অনেক সুইডেনের ঘটনার ব্যাখ্যা (justification?) দেওয়ার। যেমন এটিঃ Islamic invasion of Sweden led to rape crisis. http://www.liveleak.com/view?i=de1_1394099792.

    কিন্তু যেটার উত্তর এখনো পাওয়া গেল না সেটা হচ্ছে যে সক্রীয় আইনি ব্যব্স্থা, শিক্ষার প্রসার আর ছেলেমেয়েদের অবাধ মেলামেশা কেন কোন দেশেই এই অপরাধ আটকাতে পারছে না?
  • pi | 127.194.23.242 | ০৮ মার্চ ২০১৫ ২৩:৪০581008
  • এখানে আম্রিগার মৃত্যুদণ্ড বহাল রাখা ও না রাখা রাজ্যগুলির মধ্যে অপরাধের হারের তুলনামূলক তথ্য আছে। দেখা যেতে পারে।
    http://www.deathpenaltyinfo.org/deterrence-states-without-death-penalty-have-had-consistently-lower-murder-rates

    আর এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশানালের পেজ।
    http://www.amnestyusa.org/our-work/issues/death-penalty/us-death-penalty-facts/the-death-penalty-and-deterrence। একই কথা বলছে। যেসব রাজ্যে মৃত্যুদণ্ড নেই, সেখানে অপরাধের হার সমানেই অন্য রাজ্যগুলির চেয়ে কম।

    এটাও দেখলাম।
    A 2009 survey of criminologists revealed that over 88% believed the death penalty was NOT a deterrent to murder.

    ওখানে আরেকটা কথাও বলেছে দেখলাম।
    The threat of execution at some future date is unlikely to enter the minds of those acting under the influence of drugs and/or alcohol, those who are in the grip of fear or rage, those who are panicking while committing another crime (such as a robbery), or those who suffer from mental illness or mental retardation and do not fully understand the gravity of their crime.
  • | | 127.194.198.72 | ০৯ মার্চ ২০১৫ ০০:৫১581009
  • আন্ডাররিপোর্টিং আছে ধরেও জানতে চাই, মধ্যপ্রাচ্যের মেয়েদের উপর সেক্সুয়াল অ্যাসল্টের কোনো পরিসংখ্যান আছে? সৌদি কুয়েত ওমান দুবাই কাতার আবুধাবি? দুবাই সবচেয়ে ফ্রি কানট্রি ধরে নিচ্ছি।

    আচ্ছা দেশে রিপোর্টেড রেপ ক্রাইমের কত পার্সেন্ট কেস এ ক্রিমিনাল আন্ডার ড্রাগ/অ্যালকোহল ছিল তার কোনো রিপোর্ট আছে? আমার কেমন মনে হয় এটা ৯০-৯৫% হবে। নৃশংসতার ঘটনায় ৯৯%।
  • riddhi | 117.217.133.50 | ০৯ মার্চ ২০১৫ ০১:৪৪581010
  • সুইডেন টা চোখে পড়ল। উন্নত দেশের সাথ তুলনা করা যে ভুল, তার ক্লাসিক উদাহরন হিসেবে সুইদেনের রেপ স্ট্যট কে তুলে ধরা হয়। পিটিদা সেই সুইডেন দিয়েই শুরু করলেন ঃ(
  • | | 127.194.198.72 | ০৯ মার্চ ২০১৫ ০২:৩২581011
  • তাও প্রথমবার নয়।
  • shatadal | 104.242.254.81 | ০৯ মার্চ ২০১৫ ০৪:৩৮581012
  • আপনারা ডেটার ভ্যালিডিটি নিয়ে খুবই উত্তেজিত হন দেখছি। সেটা মন্দ না। তবে এ নিয়ে একটু ঠান্ডা মাথায় আলোচনা করলেই মনে হয় ভাল।

    ইউএস ডেথ পেনাল্টি ডেটা নিয়ে কয়েকটা কথা মনে হচ্ছে।

    ১। ডেথ পেনাল্টি থাকুক বা না থাকুক, সব স্টেটেই মার্ডার ওভার ইয়ার্স কমেছে।
    ২। এরকম হতেই পারে যে সব স্টেটে মার্ডার রেট বেশী সেই সব স্টেটেই ডেথ পেনাল্টির সাপোর্টার বেশী। অর্থাৎ, মার্ডার রেট বেশী বলেই ডেথ পেনাল্টি আছে, উল্টোটা নয়। এবারে যেমন যেমন মার্ডার রেট কমেছে, তেমন তেমন স্টেটগুলো ডেথ পেনাল্টি অ্যাবলিশ করেছে। যেমন নিউ ইয়র্ক ডেথ পেনাল্টি চালু করেছে, আবার কয়েক বছর বাদে বন্ধ করেছে। এই সম্ভাবনা নিয়ে কি কোন আলোচনা আছে?

    ক্রিমিনোলজিস্টরা মনে করেন যে নেশাগ্রস্ত অপরাধীরা ডেথ পেনাল্টি নিয়ে চিন্তিত হবে না। যুক্তিসঙ্গত কথা। কিন্তু তারা কি অন্য কোন শাস্তির সম্ভাবনা নিয়ে চিন্তিত হবে? মানে, কোন শাস্তির নেশাগ্রস্ত অপরাধীদের ওপর ডেটারেন্ট এফেক্ট আছে? যদি কোনো শাস্তিরই নেশাগ্রস্ত অপরাধীদের ওপর ডেটারেন্ট এফেক্ট না থাকে, তাহলে কি নেশাগ্রস্ত অপরাধীদের শাস্তি দেওয়া উচিৎ?
  • কেসি | 198.71.229.252 | ০৯ মার্চ ২০১৫ ০৭:৪৬581014
  • কালকে টিভির একটা প্রোগ্রামে দেখলাম, ইউপি বিহারে ৬৫ থেকে ৭০ শতাংশ রেপ হয় নাকি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মাঠে। আইন টাইন শিক্ষাদীক্ষা নিয়ে এত না বলে শুধু স্যানিটেশন বাড়াতে পারলেই রেপের হার ড্রাস্টিক্যালি কমান যেতে পারে।
  • কল্লোল | 111.63.66.172 | ০৯ মার্চ ২০১৫ ০৭:৫১581015
  • কেসিকে ক্ক। এটা নিয়ে অবশ্য বেশ কিছু কথা হয়েছে বাদায়ুঁর ঘটনার পর।
    মোদীর স্বচ্ছ ভারত স্যানিটেশনে জোর দিচ্ছে।
  • PT | 213.110.246.23 | ০৯ মার্চ ২০১৫ ০৮:০১581016
  • "উন্নত দেশের সাথ তুলনা করা যে ভুল,"
    আমি কি সুইডেনের সঙ্গে "তুলনা" করেছি? ভারতের বা অন্য কোন দেশের? যে লিং দিয়েছি তাতে পন্ডিতেরাই বার ডায়াগ্রাম করে তুলনা করছে।
    তাছাড়া "মামা/কাকা ধর্ষণ" থেকে ম্যরিটাল রেপ- ধর্ষণকে যেভাবেই ডিফাইন করি না কেন- শিক্ষার প্রসার ইত্যাদির সঙ্গে সঙ্গে কমার কথা।
    নাকি শিক্ষার প্রাসার, সক্রীয় আইনি ব্যবস্থা ধর্ষণ কমাতে পারেনা?
  • PT | 213.110.246.23 | ০৯ মার্চ ২০১৫ ০৮:২০581017
  • সবাই কি আলাদা ভাবে একই রকম ভাবছে?

    ভারতেঃ
    “Clearly, the institutional upbringing, including that in the family, needs to undergo change,” he says.
    A poll in 2011 found that one in four Indian men admitted to having committed sexual violence.
    http://www.aleteia.org/en/op-ed/article/why-is-rape-so-prevalent-in-india-5843195632025600

    আমেরিকায়ঃ
    Toxic-masculinity
    If we want to end the pandemic of rape, it’s going to require an entire global movement of men willing to do the hard work of interrogating the ideas they were raised with.
    http://prospect.org/article/toxic-masculinity
  • | 183.17.193.253 | ০৯ মার্চ ২০১৫ ০৯:১৫581018
  • শতদল, যে রাজ্য সবার আগে মৃত্যুদন্ড রদ করেছিলো তার নাম মিশিগান। এই মুহুর্তে ২০১৩ র রিপোর্টে দেখছি ডেট্রয়েট সকলের উপরে। মার্ডার আর ভায়োলেন্ট ক্রাইমে সকলকে ছাড়িয়ে গেছে।
    ১০০,০০০ লোকের মধ্যে ৪৫ জন খুন হয়, জাতীয় গড়ের চাইতে ১০ গুণ বেশি।২০১২ তে ৫৫ জন খুন হতো।
    ভায়োলেন্ট ক্রাইমের শিকার ১০০,০০০ জনের মধ্যে ২০৭০ জন। এরমধ্যে রেপ, চুরি,ডাকাতি, এবং সমস্ত রকম নিগ্রহ রয়েছে।

    মিশিগানে মার্ডার রেট বেশি বলে মৃত্যুদন্ড আবার চালু হয়নি। ইলিনয়েও মৃত্যুদন্ড নেই, শিকাগোতে খুনের সংখ্যা অত্যন্ত বেশি।
  • sm | 233.223.152.206 | ০৯ মার্চ ২০১৫ ০৯:৪৭581019
  • কালকে টিভির একটা প্রোগ্রামে দেখলাম, ইউপি বিহারে ৬৫ থেকে ৭০ শতাংশ রেপ হয় নাকি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মাঠে। আইন টাইন শিক্ষাদীক্ষা নিয়ে এত না বলে শুধু স্যানিটেশন বাড়াতে পারলেই রেপের হার ড্রাস্টিক্যালি কমান যেতে পারে।
    ---
    kc কে বিরাট ক। একই কথা সত্যি, মহিলারা বেশি সাপের কামড়ের শিকার হন, কারণ তারা দিনের আলো থাকা কালীন ,প্রকৃতির ডাকে সারা দিতে পারেন না, লজ্জার জন্য।
    কোথায় যেন পড়লাম,ভারতে গ্রামে এখনো ওপেন স্পেসে, প্রাকৃতিক কার্য্য সম্পাদন করে প্রায় ৮০ শতাংশ মানুষ।
    এই ব্যাপারে (স্যানিটেশন), শ্রীলংকা ,বাংলাদেশও ভারতে থেকে কয়েক গুন এগিয়ে।
  • কল্লোল | 125.242.143.171 | ০৯ মার্চ ২০১৫ ০৯:৫১581020
  • মৃত্যুদন্ড রাখা বা তুলে দেওয়ার সাথে অপরাধ বাড়া বা কমার কোন সম্পর্ক নেই বলেই আমার ধারনা।
    কোথাও মৃত্যুদন্ড নেই বলে লোকে, চল চল রেপ করে খুন করে আসি মোডে থাকে না, বা, না ভাই মৃত্যুদন্ড তুলে দিয়েছে তাই ওসব কাজ আর নয় - এরকমও ভাবে না।
    মৃত্যুদন্ডের অবলুপ্তি চাওয়াটা একটা তাত্বিক অবস্থান। যে কারনে হাত-পা কাটা, বা পাথর ছুঁড়ে মারা, বা চোখ গেলে দেওয়া শাস্তির বিরোধী আমরা, সেই কারনেই মৃত্যুদন্ডের বিরোধী। এগুলো নৃশংশতা।
    এখন কথা হলো তাহলে অপরাধীদের নৃশংশতার কি হবে? সে তো অপরাধী। কেন? কারন সে নৃশংশ কিছু কাজ করেছে। তাই তাকে আইন/সমাজ অপরাধী বলছে। তাকে শাস্তি দিতে রাষ্ট্রও যদি একই রকম নৃশংশতার আশ্রয় নেয়, তাহলে তার নৃশংশতাকেই মান্যতা দেওয়া হয় নাকি?

    শাস্তি নিয়ে দুটো বিষয় আছে -
    ১) প্রচলিত আইনে মৃত্যুদন্ড ছাড়া আর যে সর্বোচ্চ শাস্তি আছে সেটা দেওয়া যেতেই পারে, যেমন যাবজ্জীবন।
    ২) শাস্তি ব্যবস্থা পাল্টালে (এটা তলদাগ ও মোটা হরফে)অন্য রকম শাস্তির কথা ভাবাই যেতে পারে, যেমন অপরাধের শিকার পরিবারকে সেবা করা।
  • কল্লোল | 125.242.143.171 | ০৯ মার্চ ২০১৫ ০৯:৫৪581021
  • আর হ্যাঁ। মৃত্যুদন্ড হয়ে গেলে তা ফেরানোর রাস্তা নাই। সেটাও বিরোধীতার একটা বড় কারন।
  • সে | 203.192.231.217 | ০৯ মার্চ ২০১৫ ১২:১৩581022
  • vimeo.com/121374149
    এইটে দেখেছেন কি? গতকাল ভাটিয়া৯ তে দিলাম। কোনো রেসপন্স পেলাম না। খুব অদ্ভুত লাগল। তাই জানতে চাইছি, এটা কি আগেই এখানে কেউ দিয়ে দিয়েছেন? (আমি হয়ত দেখিনি, জানিনা - দুম করে কায়দা করে বকে দেবেন না যেন)। সত্যিই জানতে চাইযে ভিডিওটা আপনারা দেখেছেন কিনা।
  • de | 24.139.119.174 | ০৯ মার্চ ২০১৫ ১২:৫০581023
  • সে, দেখিনি এখনো পুরোটা - তবে নামিয়ে রেখেছি - অজ্জিতবাউ ভাটে লিং দিয়েছিলেন। মেয়ের পরীক্ষা হয়ে গেলে ওকে সাথে নিয়ে দেখবো। এ নিয়ে পাতার পর পাতা আলোচনাও হয়েছে আপনি যখন ছিলেন না। তাই হয়তো কেউ রিঅ্যাক্ট করেনি।

    অজ্জিতবাউকেও একটা থ্যাংকু, লিংকের জন্য।
  • sch | 192.71.182.106 | ০৯ মার্চ ২০১৫ ১৩:৫৬581025
  • Man rapes 6-yr-old girl with 4-ft iron rod in Ahmedabad
    TNN | Mar 8, 2015, 03.10AM IST
    http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Man-rapes-6-yr-old-girl-with-4-ft-iron-rod-in-Ahmedabad/articleshow/46489388.cms

    পড়ুন - ভাবুন - এবং অনুভব করুন শাস্তি দিয়ে কি শেখানো যায় প্রমাণিত না - কিন্ত নির্ভয়ার ঘটণা থেকে ক্রাইম প্যাটার্ন কপিটা কিন্তু অপরাধীরা ভালোই শিখেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন