এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৫৬৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০১:৫৫581126
  • "আর সেক্স এডুকেশন সবচেয়ে জরুরি চাইল্ড মলেস্টেশন রুখতে। আর্বান এরিয়াতে অন্তত আর যাই হোক বাবা মায়ের মধ্যে অ্যাওয়ারনেস অনেক বেশি এখন।"

    চাইল্ড মোলেস্টেশন রুখতে যে সেক্স এডুকেশন, সেটা অন্য জিনিস। কিন্ডারগার্টেনে বা খুব ছোটো ক্লাসে শেখানোর ব্যাপার।

    পিউবার্টির সময়ে যেটা শেখায়, সেটা চাইল্ড মোলেস্টেশান রুখতে নয়, অ্যাকটিভ পার্টিসিপেশন, কনট্রাসেপশন, ইত্যাদি অনেক কিছু আছে তাতে, এবং রেপ।
  • একক | 24.96.68.191 | ১১ মার্চ ২০১৫ ০২:০০581128
  • ওরকম সম্ভব নয় বলে কিছু দাগিয়ে দিচ্ছিনা । লেট পিপল ট্রাই । মুশকিল হচ্ছে .........তারযন্ত্র বাজানো -বক্সিং -সেক্স এগুলো একটা আলাদা শ্রেনীর শিক্ষা। কন্ট্যাক্ট গেম । এখানে কন্ট্রোলড এনভায়রনমেন্ট এ ফিসিকালি ট্রেইনড হওয়া জরুরি । ওরকম কাঠ কাঠ করে বলে দেওয়া হলো :মৌখিক কনসেন্ট না দিলে কাছে ঘেঁসবে না ! ওরকম করে কগনিটিভ গ্যাপ ফিলাপ হবে বলে মনে হয়না । কালচারাল গ্যাপ তো আছেই তারওপর । ইন্টারনেট জগৎ এ আছে মানেই সেই উপভোক্তা নিজের কালচারের বাইরে আছে তা তো না । ঠিকঠাকভাবে সেক্স এডুকেশন দিতে গেলে কম্পিউটার জগৎ কবে ভি-আর দিয়ে সেক্স এডুকেশন গেম বানাবে সেসব এখনো দিল্লী বহুত দূর । তারচে আমি কন্ট্রোলড এনভায়রনমেন্ট এ ফিসিকাল ট্রেনিং কে বেশি গুরুত্ব দেব । সেক্স খানিকটা গুরুমুখী ব্যাপার ।
  • Arpan | 125.118.156.143 | ১১ মার্চ ২০১৫ ০২:০০581127
  • হ্যাঁ, ঠিকই। আমারই গুছিয়ে লেখা হচ্ছে না।

    কথাটা হল আগের থেকে অ্যাওয়ারনেস বেড়েছে। আর্বান পকেটে। কিন্তু তা হলেও বেড়েছে।
  • pi | 192.66.0.171 | ১১ মার্চ ২০১৫ ০২:০১581129
  • আচ্ছা, অসংখ্য গে ছেলেরও তো বিষমকামী মেয়ের সাথে বিয়ে হয়। তো সেক্ষেত্রে ছেলেদের রেপ হয়, এরকম বলা যায়, নাকি মেয়েটি ডিপ্রাইভড ?

    যাগ্গে, যাঁরা ফেসবুক দেখতে পারেন নি, এটা দেখুন। ব্যান ফ্যান হয়ে যাবার আগেই।
    http://www.jhatkaa.org/victim-blaming-wall-of-shame/
  • একক | 24.96.68.191 | ১১ মার্চ ২০১৫ ০২:০৩581130
  • হ্যা,চাইল্ড মলেস্টেশন ইত্যাদি অন্য পার্ট ।ওটা ইন্টারনেট এ সম্ভব , প্যারেন্টস কে সঙ্গে রেখে ।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০২:১৩581131
  • ১৯৮৯ এ শিলং এ একটা বাঙালী গে ছেলেকে তর বাড়ে থেকে বিয়ে দিয়েছিলো। ছেলেটাকে তার অন্য ছেলে বন্ধুরা এলটু ক্ষ্যাপাত, গে বলে। সেই ছেলে টাকার বিনিময়ে, নিজের বন্ধুদের পাঠাত স্ত্রীর সংগে সেক্স করতে। সেই বন্ধুরাই আমাকে বলেছিলো।
    কস্ট হয় বউটাকে দেখে। ছেলেটা ফিফটি রুপিজের জন্যেও বৌয়ের ঘরে যেতে দেয় আমাদের। বউটা কান্দছিলো। আহা। কী করবে মেয়েটা। তিন চারটে বন্ধুকে গ্রুপে পাঠাতে টু হন্ড্রেড আর এক বোতোল আর্মি রম নিতো ছেলেটা। শিলং এর পুলিশ বাজরে ছেলেটাকে আমি দেখেছি, সেই বন্ধুগুলোর সংগেও কথা বলেছি।
  • একক | 24.96.113.185 | ১১ মার্চ ২০১৫ ০২:৩০581132
  • "Kiran Bedi, BJP member

    March 2015

    “I’ve seen a male bird exactly doing to a female bird what this man did. I’ve seen this happen. It’s an animal instinct. What is being altered today is an animal instinct mindset. That is by civilized behavior, by education, by better nurturance. Nature is one thing nurturance is the ther thing. You leave this man to nature, I guess this guy so here is a segment of the society, which is still continuing with this nature. There is a conflict of nature and nurturance. This man never went through nurturance. ”

    একটা জিনিস লক্ষ্য করেছি , আউট অফ সাম আননোন রীসন ; কিছু লোকের রীসনিং এবিলিটি ষাট-সত্তর দশকের বইপত্রে আটকে গেছে চিরকালের মত । এই "ফোর্সড সেক্স ইস ন্যাচেরাল সেক্স" এরকমই একটা বস্তাপচা ধারণা । হিউম্যান সেক্স ইস আ মাচ মোর কমপ্লেক্স কনস্ট্রাকট । "নার্চারেনস" না দিলেও । প্রচুর গবেষণা আছে এই নিয়ে । কিরণ যা বলেছেন এটা বেসিকালি "কেভম্যান লজিকের" একটা পার্ট যা হিউম্যান রেপ কে "ন্যাচেরাল" প্রমানের চেষ্টা করে । এর এগেইনস্টএ প্রচুর লেখাপত্র আছে ।

    কিন্তু এটা নিয়ে কেও এখনো কড়াভাবে কিছু নাবায়নি ?
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০২:৩৪581133
  • কিরণ বেদির হচ্ছে ভেরি ওল্ড স্কুল অফ থট।
  • কল্লোল | 111.63.90.188 | ১১ মার্চ ২০১৫ ০৬:২৬581134
  • লোকে প্রশ্ন করছে সঙ্গী ইচ্ছুক কিনা কিভাবে জানবো!!!
    কি জানি! এরা কি কারুর সঙ্গে যৌন সম্পর্কে যায় নি কখনো?
    সকলকে যেতেই হবে তার কোন মাথার দিব্যি নেই অবশ্য। তবু এখানে যারা আসেন, তারা আমার ধারনা বেশ পরিপক্ক। তবু, কি জানি!!

    কেউ যখন কামাবেগে তার সঙ্গীকে ছোঁয় তখন যদি সে সঙ্গী তাতে সাড়া না দেয়, তাতেই তো বোঝা যায় সে ইচ্ছুক কি ইচ্ছুক নয়। এ আর কি এমন কনার ভর মাপা বিদ্যে!!
    এরকম হলে কোন সংশয় থাকলে তাকে তো জিজ্ঞাসা করাই যায় যে তার কোন অসুবিধা আছে কি না। অনেক ক্ষেত্রে সে লজ্জায় বলতে নাও পারে। তখন ভালোবাসা কথা বলবে।

    আমি তো সারাজীবন তাই করে আসছি।
  • - | 109.133.152.163 | ১১ মার্চ ২০১৫ ০৬:৪২581136
  • সা-রা-জী-ব-ন! ঃ-)
  • কল্লোল | 111.63.90.188 | ১১ মার্চ ২০১৫ ০৬:৪৫581137
  • হ্যাঁ ড্যাশ, সারাজীবন। অন্ততঃ যবে থেকে যৌনতার উদ্ভাস হয়েছে। বিবাহ ও বিবাহ বহির্ভুত নানান সম্পর্কে আমি তো তাইই করে চলেছি।
  • adhuli | 190.148.69.210 | ১১ মার্চ ২০১৫ ০৬:৫৪581138
  • কল্লোল এর Date:11 Mar 2015 -- 06:26 AM পোস্টের সাথে পুরোপুরি একমত। কেও যদি অনেক দিন পাশাপাশি থেকে-ও বুঝতে না পারে সঙ্গী আদৌ ইচ্ছুক কি না , সম্পর্ক শুধু গায়ের জোর-এর ওপর দাড়িয়ে থাকে, তাহলে তাদের মধে মেজর এবং সিরিয়াস কমিউনিকেশন গাপ আছে এবং কাউন্সেলিং অবশ্যই দরকার।
  • Ishan | 183.17.193.253 | ১১ মার্চ ২০১৫ ০৭:১৮581139
  • "অনেক ক্ষেত্রে সে লজ্জায় বলতে নাও পারে।" -- এইটাই তো সামাজিক নির্মান। সোসাল স্টিরিওটাইপিং। পুরুষ ও মহিলাদের মধ্যে এক ভাবেই কাজ করে। একটা বড়ো বিপত্তির শুরু সেখান থেকেই।
  • - | 109.133.152.163 | ১১ মার্চ ২০১৫ ১০:০৬581140
  • না, না, @ কল্লোল ৬টা৪৫, সম্মতি নেবার কথায় বলিনি, সা-রা-জী-ব-ন কেউ সেক্ষ করেই চলেছে, করেই চলেছে, এইটে কল্পনা করে হাসি পেয়ে গেল ঃ-)
    অপরাধ নেবেন না।
  • sm | 53.251.89.191 | ১১ মার্চ ২০১৫ ১১:০৮581141
  • কল্লোলবাবু সম্মতি নেবার কথা যেরকম বললেন, সেতো সব দেশে সব জাতির জন্য সত্যি। নতুন কথা তো কিছু নয়। এখানে সম্মতি বলতে মৌনম সম্মতি লক্ষনম ধরা হচ্ছে, বা ভালবাসা কথা বলছে।। কোনো লিখিত,বা ভার্বাল কনসেন্টও আসছেনা ।অর্থাত স্পর্শ না করে কোনো ব্যক্তি জানতে পারছে না , পার্টনার সম্মত ছিল কিনা।
    তাহলে, বিদেশের সঙ্গে দেশের পার্থক্য টা কিসে? অন্তত কনসেন্তের ব্যাপারে।কেউ ফাঁসাতে চাইলে রক্ষা কবজ কি?
    উন্নত দেশের সঙ্গে পার্থক্য একটাই, দেশে পোস্ট ম্যারিটাল রেপবলে কিছু নেই; এক্ষেত্রে 498a বা অন্য ধারা দেওয়া হয়।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ১২:০০581142
  • ভিডিওটা দেখলেন কেউ?
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ১২:০১581143
  • সেখানে সম্মতি অসম্মতির সূক্ষ্ণ সীমারেখার ধোঁয়াশা নেই। এই ধরণের কেস অসংখ্য।
  • কল্লোল | 125.242.153.132 | ১১ মার্চ ২০১৫ ১৫:১৭581145
  • ড্যাশ। সারাজীবনই তো। যৌনতা ছাড়া জীবন হয়!

    এসএম। আমি নতুন কথা কেন বলতে যাবো। কেউ কেউ এখানে সম্মতির লক্ষণ জানতে চাইছিলেন, তাই বললাম।
    সঙ্গী মৌন থাকতেই পারে। মৌনতাও তো নানা কিসিমের। শরীরভাষা বলেও তো একটা বস্তু হয়, সেটাও তো পড়তে জানা চাই।
  • কল্লোল | 125.242.153.132 | ১১ মার্চ ২০১৫ ১৫:২৬581147
  • আর হ্যাঁ। ফাঁসাতে চাইলে তো ফাঁসাতেই পারে। সম্মতিক্রমে যৌন সম্পর্কের পর কেউ যদি বলে যে তার সম্মতি ছাড়াই সেটা হয়েছে, তবে কিছু করার নেই। ভালো উকিলে যদি জেরায় বার করতে পারে তো ভালো। নইলে ফুট্টুস।

    কিন্তু তেমন কারুর সাথে শোয়াই বা কেন বাপু!!
    শরীরের সম্পর্ক তার সাথেই হতে পারে যার সাথে ঠিকঠাক কথা বলা যায়। চিন্তার বিনিময় করা যায়। তারপরে সম্পর্ক সময় পেলে ও দুজনের দিক থেকেই এগোলে, শরীর হতেই পারে। সেটা হলে এসব ফাঁসানো কেস থাকবে কেন?
  • একক | 24.99.48.201 | ১১ মার্চ ২০১৫ ১৬:১৩581148
  • "সঙ্গী মৌন থাকতেই পারে। মৌনতাও তো নানা কিসিমের। শরীরভাষা বলেও তো একটা বস্তু হয়, সেটাও তো পড়তে জানা চাই।
    "

    এগুলো যে যার নিজের মত পড়ে এবং নিজের মত অর্থ করে । গোবলয় এর কোনো দেশি মুণ্ডার সঙ্গে কথা বলো সেও এই একই কথা বলবে তার নিজের বোলিতে। কলকাতার ফুটপাথে ঘোরা অম্বুলে কবিও তাই বলবে ,নিজের মত করে । তাহলে এত কগনিটিভ গ্যাপ আর ম্যারিটাল রেপ আসে কোত্থেকে ? আসে ওই কনফিডেন্স থেকে যে আমি যে মানেটা করছি সেটাই ঠিক । হাতি গোলে যাওয়া ফাঁক আছে ঐখানটায় ।

    আর তুমি যেটা বলছ "যার সঙ্গে কথা বলা যায়" ইত্যাদি এগুলো ঠিক কিন্তু এই জেট যুগে দাঁড়িয়ে বাস্তবতা থেকে একটু দুরে । অমন স্টেপ বাই স্টেপ আলাপ-জোর পেরিয়ে যৌনতায় পৌছনোর সময়-সুযোগ কোথায় মানুষের ? যন্ত্রসভ্যতা খুব দ্রুত সম্পূর্ণ আলাদা চিন্তার এবং কগনিটিভ এবিলিটির মানুষকে কাছাকাছি এনে দিচ্ছে । আবার ততটাই দ্রুততার সঙ্গে দুরে ঠেলে দিচ্ছে । আমরা ইন্ডিয়ানরা বেশি বেশি করে এগুলো ফেস করছি কারণ আমাদের আন্ডারস্তান্দিং প্যাটার্ন অন্যরকম ছিল । আমরা থ্যাঙ্কু/মাই প্লেসার/পার্ডন বলতেই অত অভ্যস্ত নই , মুখের ভাব-চোখের ঔজ্জ্বল্য দেখে অনুভূতি বুঝতুম । সেই ভাইব টা গড়ে উঠতে যে সময় ও সান্নিধ্য লাগে সেটা এখন আর নেই । পশ্চিমে মৌখিক হ্যা-না ,বাচিক ভাষার প্রাধান্য এইকারণে বেশি । ওরা অনেক আগে এসব সমস্যা ফেস করেছে । এখনো পশ্চিমে সেক্সুয়াল এবিউসের বয়সভিত্তিক রিপোর্ট খেয়াল করলে দেখবে কম বয়েসেই লোয়ার ডিগ্রী অফ সেক্সুয়াল এনকাউন্টার ফেস করে ছোটখাটো ভুল-ত্রুটি গুলো সামলে নিচ্ছে ওরা । পাড়ার গলিতে গাড়ি চালাতে শেখার মত । বিভিন্ন ভাষা শেখার মাধ্যমে মানুষ যেমন আস্তে আস্তে গোটা লিঙ্গুইস্টিক্স ব্যাপারটা বুঝতে শেখে সেরকমই একাধিক সেক্সুয়াল পার্টনার ,ভুল-ঠিক এসব পেরতে পেরতে একজন মোটামুটি সাব্যস্ত হয় । ইন জেনেরাল জনতার কাছে সেই রিসোর্স কোথায় ? ভারতের কন্ডিশন অত্যন্ত ঘাঁটা । রিসেন্ট রিপোর্ট বলছে পুষ্টিহার বৃদ্ধির ফলে পুরুষরা আগের চে কম বয়েসে যৌনসক্ষম হচ্ছে । অথচ মধ্যবিত্ত পরিবারে ২০ বছরের দামড়াও "কিত্তু বোদে না" । এরকম ঘাঁটা পরিস্থিতিতে "নিজের মত করে শরীরভাষা পড়া" এমনিতে ঠিকই আছে কিন্তু আদালতের কাজী সেটা বুঝবেন না আর ম্যারিটাল রেপ ল্য ইম্প্লিমেন্তেসনে হিতে বিপরীত হবে ।
  • Tim | 188.91.253.22 | ১১ মার্চ ২০১৫ ১৬:১৮581149
  • একককে ক দিলাম
  • kc | 204.126.37.78 | ১১ মার্চ ২০১৫ ১৬:৩৫581150
  • আমিও ক দিলাম। পুরোটা বুঝতে পেরেছি।
  • Arpan | 233.227.157.189 | ১১ মার্চ ২০১৫ ১৬:৫৫581151
  • হাতি গোলে যাওয়া ছাড়া পুরোটাই বুঝেছি। আম্মো ক্ক দিলাম।
  • a x | 138.249.1.202 | ১১ মার্চ ২০১৫ ১৮:৫২581152
  • "শরীরের সম্পর্ক তার সাথেই হতে পারে যার সাথে ঠিকঠাক কথা বলা যায়। চিন্তার বিনিময় করা যায়। তারপরে সম্পর্ক সময় পেলে ও দুজনের দিক থেকেই এগোলে, শরীর হতেই পারে। সেটা হলে এসব ফাঁসানো কেস থাকবে কেন?"

    কেন? কথা বার্তা বলতে হবে কেন? মানে কল্লোলের এটা মনে হতেই পারে, কিন্তু কেউ স্রেফ শরীরের জন্যই তো পার্টনার হতে চাইতে পারে। সেখানেও তো সম্মতি ইত্যাদি দরকার!
  • dc | 132.164.184.29 | ১১ মার্চ ২০১৫ ১৯:২০581154
  • কল্লোলবাবুর সাথে একমত। কথাবাত্তা কয়ে ঠিকঠাক মনে হলে এগিয়ে যাও, নাতো লাল বাতি।

    আপনারা যে লাল বাতি ভাবছেন সেটা না, এটা হলো ট্রাফিকের রেড সিগনাল।
  • sm | 233.223.158.67 | ১১ মার্চ ২০১৫ ১৯:২০581153
  • পুরো ব্যাপার তাই ঘাঁটা ।কেউ বলছে শারিরী লক্ষণ, কেউ বলছে মৌনতা, কেউ বলছে বডি ল্যন্গুএজ দিয়ে কনসেন্ট বুঝে নিতে হবে। কোর্টে গেলে এই সব ভালবাসা কথা বলেছিল, চলবে?
    আবার, "আর হ্যাঁ। ফাঁসাতে চাইলে তো ফাঁসাতেই পারে। সম্মতিক্রমে যৌন সম্পর্কের পর কেউ যদি বলে যে তার সম্মতি ছাড়াই সেটা হয়েছে, তবে কিছু করার নেই। ভালো উকিলে যদি জেরায় বার করতে পারে তো ভালো। নইলে ফুট্টুস।" অর্থাত রক্ষা কবজ খুব দুর্বল।
    যারা লিভ ইন রিলেশন করছেন, তাদের অনেকেও এভাবে পরবর্তী কালে অভিযুক্ত হয়েছেন।
    আইন সবার জন্য সমান।নির্দোষ লোক কে বাঁচানোই তার মুখ্য কাজ। এখানে কল্লোল বাবু কেমন ফুট্টুস বলে কাটিয়ে দিলেন। কিন্তু ভুক্ত ভোগীর কাছে ব্যাপার টা তো নিরামিষ তেলেভাজা নয়।
  • Sayantani | 126.203.220.222 | ১১ মার্চ ২০১৫ ২০:১৮581155
  • কিরণ বেদী র হার এ এই জন্য সবচেয়ে খুশি হয়েছিলাম! ভদ্রমহিলা বহুদিন ধরে কিছু মধ্যযুগীয় ধারনার প্রতিভূ! তবে ইনি নিজেকে মহা জ্ঞানী ভাবেন সে বিষয়ে সন্দেহ নেই! ওই যে মহিলা অফিসার হিসেবে বরাবর একটা শ্রেনীর মানুষের কাছে আইডল এর প্রতিষ্ঠা পেয়েছেন, তার ই ফ্লিপ সাইড এইটা, না জেনেও অনেক জ্ঞান দিয়ে ফেলা।
  • Ishan | 202.43.65.245 | ১১ মার্চ ২০১৫ ২১:১৪581156
  • একক অনেকটা মিস করেছে। কদিন আগে ফার্স্টপোস্টে একটা লেখা পড়েছিলাম, তার শিরোনাম ছিল, "না মানে না, ভারতীয় পুরুষরা কিছুতেই বুঝবেন না", এইরকম কিছু একটা। লেখাটার বিষয়বস্তুতে ঢুকছিনা, সেটা খানিকটা ভিন্ন। কিন্তু শিরোনামটাই যথেষ্ট শক্তিশালী। "না মানে না" এইটাই তো স্টেটমেন্ট।

    এবার সমস্যা হল, সইত্য কথা বলতে কি, ভারতীয় স্টিরিওটাইপে একান্ত যৌন সম্পর্কে "না" মানে কখনই "না" নয়। বিরিঞ্চিবাবা স্মরণ করুন। গল্পের মেয়েটি সম্পর্কের প্রস্তাবে ছেলেটিকে বলেছিল "যাঃ"। গল্পকার অন্য এক চরিত্রের মুখ দিয়ে ব্যাপারটা পরে ব্যাখ্যা করে দেন। "যাঃ মানেই হ্যাঁঃ"। এবং গল্পের পাঠক, আমরা, আমাদের মনে কোনো সন্দেহই থাকেনা, যে, এখানে মেয়েটির কনসেন্ট আছে। সেটা খানিকটা গল্পের গঠনের কারণে, সেটাও তৈরি হয়েছে আদতে ভারতীয় স্টিরিওটাইপের উপর। যে স্টিরিওটাইপে মেয়েরা "লজ্জা" পায়। স্পষ্ট করে "হ্যাঁ" বলেনা, ওটা "বুঝে" নিতে হয়।

    গোটা সত্তর এবং আশির হিন্দি সিনেমায় দেখুন, এই স্টিরিওটাইপের ছড়াছড়ি। একটি মেয়ে প্রণয়প্রার্থীর উপর রেগে যাচ্ছে, তখন তাকে নানা কায়দায়, যাকে বলে পটানোর চেষ্টা চলছে। সেগুলো খুব ভদ্রসভ্য কায়দা নয়। কিন্তু তাতে কিছু যায় আসেনা, কারণ, মেয়েটা তো "আসলে" ভালোই বাসে। সেসব প্রেমিককে "বুঝে" নিতে হবে।

    এর সঙ্গে সঙ্গে আসে জোরের প্রশ্ন। এবং তৎসংলগ্ন যৌনতার প্রশ্ন। মেয়েদের অল্পবিস্তর জোর করে "জয়" করতে হবে, এও হিন্দি সিনেমায় অহরহ। মেয়েরা মুখে না বললেও, আসলে সেটা একরকম করে "উপভোগ"ই করে, এই হল বক্তব্য। এবং যৌনতা। সেখানেও মেয়েরা "চায়" না, তারা "দেয়"। "ওসব পুরুষদের চুলকানি" ইত্যাদি। তাছাড়াও এই প্রশ্নে মেয়েরা লাজুক। অর্থাৎ মুখে তারা "না" বলবেই, ওটা হ্যাঁ হিসেবে "বুঝে" নিতে হবে।

    এই স্টিরিওটাইপিং গুলো বাস্তব। সেটা শুধু পুং দের জন্য বাস্তব এমন না, মহিলাদের জন্যও বাস্তব। এই স্টিরিটাইপগুলো অস্পর্শিত অনালোচিত থাকবে, আর "না মানে না" এমনি এমনিই হয়ে যাবে, সে কিকরে হয় বলুন তো।
  • :) | 127.194.193.187 | ১১ মার্চ ২০১৫ ২১:৩৮581158
  • তাহলে ঈশান হিন্দি সিনেমাকেও দায়ী করল। এবার শুধু পানু সিনেমাকে দায়ি করলেই সিক্সটিন ব্যানানা ..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন