এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৫৪৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০০:১২581291
  • এখানেও ইস্ট ইউয়োরোপের লোকেদের সঙ্গে কাজ করেছি। যখন চাগ্রী করতাম। গ্রুপে কোনো কালো মানুষ থাকলে, তাকে নিয়ে হাসাহাসি (আড়ালে), তার হাঁটার স্টাইল নকল করা (কতটা বাঁদরের সঙ্গে সাদৃশ্য আছে সেইটে বুঝবার চেষ্টা), এইসমস্ত করত। (পোল্যাণ্ড)।
    এমনিতে খুব পোলাইট। সুইস্‌রা ইন্‌ জেনারাল অসম্ভব রেসিস্ট। যেত বেশি রেসিস্ট,তত বেশি মিষ্টি কথা মুখে। (এই টই হাইজ্যাক হয়ে যাচ্ছে)।
    রেসিজম ঠিক দেশ ধরে ধরে হয় না। মরোক্কোর মেয়ে প্রচণ্ড রেসিস্ট - আমার কোলিগ ছিলো। পশ্চিম জার্মানীর রেসিস্ট ছিলো অনেক। লোজানে যখন থেকেছি বছর তিনেক। কিন্তু এই জার্মান পার্টে রেসিজম অপেক্ষাকৃত বেশি। টাকা এদিকে অ নে ক বেশি, রেসিজিম ও বেশি।
  • Ishan | 214.54.36.245 | ১৩ মার্চ ২০১৫ ০০:১৬581293
  • "গত অগস্টে অ্যামেরিকা (নিউ ইংল্যান্ড এরিয়াতে) গেছলাম। তখন কিছুটা দেখলাম (ফার্গুসনে আগুন জ্বলছে তখন) স্থানীয় মানুষদের অজ্ঞতা (মাফ করবেন, এর চেয়ে পোলাইট ভাষা ব্যবহার করতে পারছি না)। এত কম ইন্‌ফর্ম্‌ড্‌।" -- এটা আমার স্বল্প দেখার মাপকাঠিতে সঠিক নয়।
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০০:২৪581294
  • মনে করুন, একটা চাগ্রীর জন্যে বিজ্ঞাপন দিয়েছে।
    ১।শিক্ষাগত যোগ্যতা - বিশেষ বিষয়ে ইউনিভার্সিটি ডিগ্রী চাই (আনার্কান্ত হতে হবে)
    ২।ভাষা - জার্মান, ইংরাজি (মোটামুটি চলনসই), ফ্রেঞ্চ (অল্প জানলে মন্দ কী?)
    ৩।কর্মগত এক্ষপি - ৫ বছর

    এবার বলুন তো কে পাবে চাগ্রীটা?

    .
    .
    .
    .
    .
    .
    .

    প্রথম পছন্দ
    একজন সাদা পুরুষ (১ নেই, ২ আছে তবে আংশিক, ৩ নেই/আছে)
    যদি এই সাদা পুরুষ না পাওয়া যায়, তবে,
    একজন সাদা মহিলা (১ নেই, ২ আছে তবে আংশিক, ৩ নেই/আছে)
    যদি তা ও না পাওয়া যায়,
    তখন রঙীন চামড়া (যে যত কম দাম হাঁকবে) নীচের ক্রমানুসারে-
    পুরুষ (১ আছে, ২ আছে তবে আংশিক, ৩ নেই/আছে)
    পুরুষ (১ নেই/আশেপাশের কাজ চালানো গোছের কিছু আছে, ২ আছে তবে আংশিক, ৩ নেই/আছে)
    এসমস্ত না পেলে
    .
    .
    .
    .

    মহিলা (১ আবশ্যিক, ২ আছে তবে আংশিক, ৩ আবশ্যিক)

    বিশ্বাস হবার কথা নয়। ১৪ বছর ধরে এটাই মস্ত আনেকডোট।
    এখন হাততালি দিন।
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০০:২৬581295
  • চাগ্রী পাওয়া নয়, ইন্টারভিউয়ে ডাকা হয়, এইভাবে। চাগ্রী অনেক দূরের পথ।
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০০:৩১581296
  • না। একদম স্পষ্ট করে বলছি। অ্যামেরিকার লোকজন তাদের দেশের বাইরে যে দুনিয়াটা আছে সেটা জানে না। জানতে চায় ও না। য়ুরোপের রেসিজম সম্বন্ধেও কোনো জ্ঞান নেই। যত বেশি সময় ওদেশে থাকে, তত বেশি এগুলো বাড়ে। ২০০১ থেকে ২০১৪ এই সময়ের ফ্রেমে আমার অবজার্ভেশন। সূর্য ওদেশেই প্রথম ওঠে। সব কিছু ঐদেশের পার্সপেক্টিভে। এতগুলো দেশ আছে য়ুরোপে, তারা বিভিন্ন ধরণের। তাদের গ্র্যানুলারিটি সম্বন্ধে কোনো আগ্রহ নেই। সব এক ছাঁচে ফেলতে চায়। বারবার যাচ্ছি, বারবার একই জিনিস দেখছি যে!
  • Ishan | 202.43.65.245 | ১৩ মার্চ ২০১৫ ০০:৪১581297
  • আপনার ব্যক্তিগত ধারণা থাকতেই পারে। নিশ্চয়ই পরিচিত লোকেদের কাছ থেকে পেয়েছেন। তাদের যেহেতু আমি চিনিনা, কাজেই ও নিয়ে তক্কো করে কী হবে।

    কিন্তু কোশ্নো হল (যেহেতু বিষয় সরেই গেছে তাই করেই ফেলি) ইউরোপের লোকেরা যদি সর্বদা হ্যাঁ কে হ্যাঁ ও না কে না বুঝে থাকে, তো তারা সামনে মিষ্টি কথা বলে পিছনে এমন রেসিস্ট কাজ করে কেন? :-)
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০০:৪৩581298
  • হ্যাঁ ঈশান, আপনি বুঝি ম্যারিটাল রেপ=রেসিজম এইভাবে বোঝেন? সেটা আগে বলবেন তো!
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০০:৪৭581299
  • আর এই "হ্যাঁ কে হ্যাঁ ও না কে না বুঝে থাকে" ব্যাপারটা কি সত্যি? আমার কিন্তু এখনো বিশ্বাস যাচ্ছে না। সত্যি আপনারা বুঝি "হ্যাঁ" না শুনেই...?
    এটা দারুণ ডেটা কিন্তু, ভবিষ্যতে রেফারেন্স টেনে ব্যবহার করবো, জানিয়ে রাখলাম। :-))
  • sswarnendu | 198.154.74.31 | ১৩ মার্চ ২০১৫ ০০:৫৭581300
  • আমি নিছক ছেলেমানুষ, কিন্তু এই "হ্যাঁ" না শুনেই মানেটা ঠিক কি? মানে হ্যাঁ শোনাটা ঠিক কেমন হলে হ্যাঁ শোনা ধরা হয়?
    একজন বলে "চল শুই" আর একজন বলে "হ্যাঁ আমি রাজী"?
    মানে কন্সেন্ট থাকা না থাকা ত বোঝাই যায়... কিন্তু "হ্যাঁ" না শুনেই মানেটা ঠিক কি? explicitly হ্যাঁ শোনাই একমাত্র ফর্ম অফ এক্সপ্রেশন অফ কন্সেন্ট?
    ডিঃ কোন স্যাটায়ার নেই ওপরের লেখায়, বাস্তবিক কনফিউসড ।
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০১:০৩581303
  • সবুর করুন, বড়োজোর দুটো বছর।
  • sswarnendu | 198.154.74.31 | ১৩ মার্চ ২০১৫ ০১:০৪581304
  • দুটো বছর বাদে কি হবে???!!!
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০১:০৭581306
  • সেটা খুব ইন্টারেস্টিং হবে। এখন একা খেলছি তো। এখনও বেশ মজা। তখন সবায় মিলে খেলাটা ভালো জমে উঠবে।
  • Tim | 101.185.27.108 | ১৩ মার্চ ২০১৫ ০১:০৭581305
  • কভি হাঁ কভি না ব্যান হবে
  • sswarnendu | 198.154.74.31 | ১৩ মার্চ ২০১৫ ০১:১১581307
  • মানে??
    একটা প্রশ্ন করায় কিসব গোলমেলে উত্তর!
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০১:১২581308
  • গোলমেলে কেন হবে? সবুরে মেওয়া ফলে। এট্টু সবুর করুন।
  • sswarnendu | 198.154.74.31 | ১৩ মার্চ ২০১৫ ০১:২২581309
  • মেওয়াটা কেমন জানলে একটু সুবিধে হত এই আর কি...
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০১:২৫581310
  • সেতো বটেই। সেতো বটেই।
  • S | 160.148.14.8 | ১৩ মার্চ ২০১৫ ০১:৩৮581311
  • বোঝো, অ্যামেরিকার লোকেরা গ্র্যানুলার লেভেলে ইউরোপের রেসিজম বোঝে না, তাই তারা অজ্ঞ। ইউরোপের লোকেরা কি গ্র্যানুলার লেভেলে ভারতের কাস্ট সিস্টেম বোঝে? বা ভারতের লোকেরা মধ্যপ্রাচ্যের শিয়া-সুন্নি-কুর্দ-আলাউই মুসলিমদের গ্র্যানুলার লেভেলে বোঝে? তাহলে হলে অজ্ঞতার লিস্টে ঢুকতে আর কে বাকি থাকবে?
  • sswarnendu | 198.154.74.31 | ১৩ মার্চ ২০১৫ ০১:৩৯581312
  • @সে
    আশ্চর্য...
    খোলা পাতায় একটা unambiguous প্রশ্ন .... উত্তর দেওয়ার থাকলে দিন নয়ত দেবেন না...
    তবে আবারো খোলা পাতায় জানিয়ে যাই,
    "হ্যাঁ ঈশান, আপনি বুঝি ম্যারিটাল রেপ=রেসিজম এইভাবে বোঝেন? সেটা আগে বলবেন তো!"
    আর
    " আর এই "হ্যাঁ কে হ্যাঁ ও না কে না বুঝে থাকে" ব্যাপারটা কি সত্যি? আমার কিন্তু এখনো বিশ্বাস যাচ্ছে না। সত্যি আপনারা বুঝি "হ্যাঁ" না শুনেই...?
    এটা দারুণ ডেটা কিন্তু, ভবিষ্যতে রেফারেন্স টেনে ব্যবহার করবো, জানিয়ে রাখলাম। :-))"

    এই দুটোকেই অপ্রাসঙ্গিক, অকারণ ব্যক্তিগত আক্রমণ এবং কদর্য রুচির মনে হল...
    আপনারা হয়ত পরস্পরকে চেনেন, কিন্তু তাও খোলা পাতায় এগুলো জঘন্য রুচি...

    আর আমাকে যে উত্তরগুলো দিলেন তাকে সাদা বাংলায় বলে মাতব্বরি...
    ভবিষ্যতে সেগুলো আমার সাথে না করলে বাধিত হব।
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০১:৪৪581314
  • মাতব্বরি আমার সঙ্গে না করলেই হয়। কে বলেছিলো করতে? ম্যারিটাল রেপ নিয়ে লিখেছি বলে অনেকেরই গায়ে লেগেছে। এই প্যাটার্ণ নতুন কিছু নয়। আমি সৎ লোক, কারোকে ভয় পাই না। কারোকে তেল দিয়েও চলি না।
    আর কোনো কথা নয়।
  • sswarnendu | 198.154.74.31 | ১৩ মার্চ ২০১৫ ০১:৫০581315
  • মাতব্বরি আপনার সাথে আমি কোথাও করিনি... খোলা পাতাতেই লেখা, সবাই দেখতেও পাচ্ছেন...
    আপনি সৎ লোক কিম্বা ভয় পান না পান না কি তেল দিয়ে চলেন কিনা সেসব একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার টা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই, আগ্রহও না।
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০১:৫৩581316
  • ঠিক আছে। শেষ কথা হয়ে গেছে। আপনি রাইট, আমি ভুল। হ্যাপ্পী নাউ?
  • S | 160.148.14.8 | ১৩ মার্চ ২০১৫ ০১:৫৬581317
  • আর অজ্ঞতার ব্যাপারে কি সিদ্ধান্ত হল?
  • - | 109.133.152.163 | ১৩ মার্চ ২০১৫ ০২:০২581318
  • স্বর্ণেন্দু বোধহয় সে-র অবসার্ভেশন প্রথম পড়ছেন। তাই বাস্তব কোশ্ন ইত্যাদি করে বাদানুবাদে গেছেন ঃ-) উনার দেখা এবং লেখা গল্পের/অ্যানেকডোটের হাত দারুন! অ্যামেরিকার অজ্ঞতা থেকে ২৪ না কত নং ফর্মের গপ্প -- সবই, সবটাই একটা অন্য জগৎ। উপভোগ করুন। আনন্দ পাবেন।
  • Ishan | 202.43.65.245 | ১৩ মার্চ ২০১৫ ০২:১১581319
  • যাঃ আমার উত্তর দেওয়া হয়নি।

    ১। "আমি" বা "আমরা" (বহুবচনটা কেন বুঝি নাই), যৌনকার্যে কী করে থাকি এ বিষয়ে কোনো আলোচনা করি নি। করতে আগ্রহীও না। ফলে অনুগ্রহ করে রেফারেন্স টানা থেকে বিরত থাকবেন।

    ২। আমি কোনো সোজা ইকুয়েশনেই বিশ্বাস করিনা।

    ভয় = রেসিজম।
    আমেরিকান = অজ্ঞ।
    সুইস = রেসিস্ট।

    আপনার লেখা থেকে এইসব সরল সমীকরণ এবং হ্যাঁ/না বা সাদা/কালোর বাইনারি একটা জগতের চিত্র বেরোচ্ছে, যেটায় আমি একেবারেই একমত নই।

    ব্যস, এবার আপনি আপনার মতো লিখুন, আমি যাই নিজ কাজে।
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০২:৩১581320
  • ব্যস। এখন সবাই খুশী। এইটেই হবার ছিলো। কিন্তু দুটো বছর আপনাদের অপেক্ষা করতেই হবে।
    আমার মুখে কথা বসিয়েও কোনো লাভ সেরকম হবে না মনে হয়।
    আমি কথা দিলাম।
  • সে | 188.83.87.102 | ১৩ মার্চ ২০১৫ ০২:৩২581321
  • এই টইয়ের রেফারেন্স টানব। করো মুখে কথা বসবো না।
  • Ek bhakto | 233.179.153.96 | ১৩ মার্চ ২০১৫ ০৯:১১581323
  • ওনার ঢপের কেত্তনগুলো সত্যিই সুখপাঠ্য।লেখার প্রসাদগুণে। কখনো জানানো হয়না। জানিয়ে গেলাম।
  • Bhagidaar | 218.107.71.70 | ১৩ মার্চ ২০১৫ ০৯:৩৩581325
  • দু বছর পর কি হবে? এইরকম কেউ বললেই সেই ক্লাস থ্রীর কথা মনে পরে যায়। আমাদের ক্লাসের একটা মেয়ে আমার খাতায় একটা বালতির মধ্যে চারটে ঠ্যাং তিনটে চোখ এঁকে দিয়ে বলল "এটা কি বলত ?" বলতে না পারায় বলল "দু বছর পর বলব"। তার কিছুদিন পরেই স্কুল ছেড়ে দিয়ে পালালো, আমার উত্তরটা দিয়ে গেলনা! সেই থেকে দু বছর পর শুনলেই দাঁত কিরমির করতে আরম্ভ করে ---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন