এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৫৪৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২৩:২০581193
  • অনেক "নামমাত্র বিবাহে ডিভোর্সী" মেয়ের বিয়ের অ্যাডের পেছনে এইরকম, ম্যারেড টু গে, ঘটনা।
    আমার একটা সহপাঠিনী এইরকম এর গে ডাক্তারকে বিয়ে করেছিলো। বরের সম্গে অ্যামেরিকা গিয়েছিলো। তিনি ওখানেই ডাক্তারী করেন। তারপরে মেয়েটি ফিরে আসে। ডিভোর্স হয়ে যায়।
    আরেকজন বাই অধ্যাপক অ্যারিজোনায় আমার এক আম্তীয়ার স্বামী। দুই সন্তানের পিতা। তিনি ও প্রচুর পন নিয়ে বিয়ে করেছিলেন।
    সব ভারতীয় অরিজিন।
  • Ishan | 202.43.65.245 | ১১ মার্চ ২০১৫ ২৩:৩০581194
  • " না মানে না" -- এটা বুঝতে এবং বোঝাতে তো সমস্যা আছেই। "স্পষ্ট না" বলা হল, সেটা স্পষ্ট করে বুঝেও কেউ জোর করেন, সেটা নিয়ে তো সমস্যা নেই, তক্কোও নেই। সেটা নিঃসন্দেহে ধর্ষণ। সমস্যা আছে মাঝের না-বোঝার ধূসর বিস্তীর্ণ এলাকা নিয়েই, যা দিয়ে পরিসংখ্যান তৈরি হয়। সেখানে "আসলে চাইছে, কিন্তু মেয়েরা ওরকম বলেই থাকে", বা "লজ্জাই নারীর ভূষণ", বা "মেয়েরা স্পষ্ট করে বলবে নাকি, ইঙ্গিতই তো কাফি", বা "পুরুষ মানুষ তো একটু অমন করবেই", এইসব জিনিস এসে পড়ে। এগুলো বাদ দিলেই রিয়েলিটিটাই বাদ পড়ে যাবে।
  • Sayantani | 126.203.152.43 | ১১ মার্চ ২০১৫ ২৩:৪১581195
  • না মানে না এটা বুঝতে সত্যিই কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হয় তো! অনেকে স্পষ্ট করে প্রশ্নও করেন না, বিশেষত পুরোন সম্পর্কের ক্ষেত্রে। মানে অধিকার বোধ এর একটা অ্যাঙ্গেল চলে আসে, বা accept করতে সমস্যা হয় যে পুরনো সঙ্গী না বলতেও পারেন। আর মূলত যৌন সম্পর্ক, যেখানে অধিকতর কিছুর দায় নেই, সেখানে না বলা সোজা হওয়ার কথা।
  • :) | 127.194.196.128 | ১১ মার্চ ২০১৫ ২৩:৪২581196
  • ঈশান পানুর প্রভাব টা কাটিয়ে দেবেন না কিন্তু। অন্তত দর্শক ও পানুর "একে অপরকে প্রভাবিত" করার জায়গাটুকু। ছোটো করে হলেও, হিন্দি ছবি দেখার কুফলের মতো পানু দেখার কুফলটাও প্লীজ লিখবেন।
  • Ishan | 202.43.65.245 | ১১ মার্চ ২০১৫ ২৩:৪৩581197
  • হ্যাঁ, অধিকার-বোধ টোধও চলে আসে। বাদ গিয়েছিল।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২৩:৪৫581198
  • না মানে না কি হ্যাঁ, বুঝতে না পারলে, এর অর্থ "না" ধরে নিতে হবে। যতক্ষন না দুইপক্ষই হ্যাঁ বলছে, সংগ্ম না করলেই হোলো। তাহলে এত কনফিশান থাকে না।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২৩:৫০581199
  • হ্যাঁ, মেয়েরা স্পষ্ট করে দিব্যি বলতে জানে। ভয় পেলে অন্য কথা। লজ্জার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট - ভয় পাচ্ছে নাতো? ভয় পেয়ে রাজি হচ্ছে হয়তো। মার খাবার ভয়। পা ফাঁক না করলে জোর করে পা ফাঁক কর ঢুকিয়ে দেবে, সেই ভয়? তখন বেশি কষ্ট হবে, সেই ভয়? এহুলো তো মিথ্যে না। তাই চুপ করে থাকে। এইগুলো ফাইন লাইন। রেপ কি রেপ নয়।
  • a x | 138.249.1.202 | ১১ মার্চ ২০১৫ ২৩:৫১581200
  • সে আমি ম্যারিটাল রেপ প্রসঙ্গে এটা বলিনি। আপনি যেগুলো বলছেন, সেগুলোতে কোনো ধূসর জায়গা নেই, এবং সেগুলোও ঘটেই চলেছে। স্বামীকে সহবাস থেকে বঞ্চিত করা ঘোরতর পাপ গোছের একটা জিনিস বলে এখনও মনে করা হয়। এবং তাকে না "দিলে" তিনি অন্যত্র গমন করবেন এটা খুবই পার্ভেসিভ ধারণা। মেয়েদের মধ্যে ফ্রিজিডিটিও তেমনই কমন। যা আনন্দের বা উপভোগের হতে পারত তা যদি যন্ত্রণার ও পাওয়ার ডমিনেশনের টুল হয়, তখন সেটাই হবার কথা।
  • Ishan | 202.43.65.245 | ১১ মার্চ ২০১৫ ২৩:৫৩581201
  • আরে কি মুশকিল, আমি কুফল সুফল কিছু বলিনি। আমি স্টিরিওটাইপিং টা বললাম। সে স্টিরিওটাইপিং টা পানুতেও যথেষ্ট আছে বা ছিল। এবার, ডিম-মুর্গি আলোচনায় ঢোকা মুশকিল, আমি পুরোটাকেই একটা বড়ো ডিসকোর্সের নানা প্রান্ত হিসেবে দেখি, যে প্রান্তরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলে।

    এটা যদি হিব্রু হয়ে গিয়ে থাকে তো বাংলা করে বলি। ধরুন তিনটে সিনারিও। একঃ ব্যক্তি রাম কে ব্যক্তি রামী চোখ মেরে বলল "কাছে ঘেঁষিষনা কিন্তু", আর ব্যক্তি রাম সেই দেখে উৎফুল্ল হয়ে ভাবল গ্রিন সিগনাল পাওয়া গেছে।
    দুইঃ হিন্দি সিনেমায় একটা মেয়ে প্রচন্ড রাগ দেখিয়ে "চললাম" বলে চলল। পরের দৃশ্যে তিরিশটি ছেলে নেচে নেচে তার পিছে ধাওয়া করল।
    তিনঃ পানুতে একটা মেয়ে আক্রান্ত হল এবং সে বেশ "উপভোগ" করল।

    এই তিনটে সিনারিও আমার কাছে একই ভাষ্যের নানা প্রান্ত। ঠিক সরাসরি কার্যকারণ সম্পর্কে জড়িয়ে আছে এমন নয়। বোঝানো গেল কি?
  • Sayantani | 126.203.152.43 | ১১ মার্চ ২০১৫ ২৩:৫৬581203
  • না মানে বুঝতে confusion হলে না ধরে নিতে হবে এইটা ideal situation । কিন্তু ideal সবসময় বাস্তবে পালিত হয় না এটাই মুশকিল
  • Ishan | 202.43.65.245 | ১১ মার্চ ২০১৫ ২৩:৫৯581204
  • সের কথাগুলো সইত্যই একটু নাইভের মতো লাগছে। "যতক্ষন না দুইপক্ষই হ্যাঁ বলছে, সংগ্ম না করলেই হোলো।" -- এটা ঠিক "রেপ করে তো সঙ্গে না থাকলেই হয়" এর মতো শোনাচ্ছে। এ কি মিলিটারি সিস্টেম নাকি, যে, সবাই সবাইকে "তুমি কি রাজি? হ্যাঁ/না তে লিখো" বলে উত্তর ডকুমেন্ট করে রেখে তারপর যৌন কাজকম্মে নামে? লোকে একটা বোঝাবুঝির উপর চলে, তাতে নানা ফাঁক থাকে তো। সেটা খুবই মানবিক ব্যাপার।
  • একক | 24.99.234.153 | ১২ মার্চ ২০১৫ ০০:০০581206
  • মানুষের সম্পর্ক এত থীয়রিটিকাল নাকী :) আপনি ক্রমাগত "না মানে না" মেনে চলার পর এমনও শুনতে পারেন যে আপনার "বুঝে নেওয়ার ক্ষমতা" নেই বা সেক্সুয়ালি কোল্ড । ছেলে-মেয়ে বলে আলাদা কোনো জায়গা নেই তো ,সকলেই ভাবে আমার ভাষা ও অভিব্যক্তি অন্যে সহজে বুঝে যাবে । না বুঝলেই ঝ্য়াম ।

    একচুয়ালি বিয়ে কে যদি একটা ইনকিউবেশন মডেল হিসেবে দেখি বুঝতে সুবিধে হবে । দুটো প্রাণী প্রতিবার যৌন মিলনের আগে নিয়ম-কানুন মেনে "হ্যা" বলবে এটা একটা জটিল ও রিদান্দান্ট প্রসেস । সেক্ষেত্রে "হ্যা" এর মোড কী , কিভাবে এরকম সিরিস অফ কন্ডাক্ট দরকার । এটা প্রডাকশন চ্যানেল কে হ্যাম্পার করে । বিয়ে মানে হলো প্রাণী দুটো একবারের জন্যে প্রচুর সাক্ষী ফাক্ষী রেখে "হ্যা" বলে দিলো ব্যাস । এবার আর রাষ্ট্র মাথা গলাবে না ইফ নট এনি এক্সট্রিম কেস ।

    এখন দেখা যাচ্ছে এই মডেল টা ফল্টি । "সারাজীবনের সাথী" বলেও যেমন কিস্যু হয়না তেমন একবার হ্যা মানেই সর্বদা হ্যা নয় । মানে এবার আরও জটিল লেভেলের কোড আনা দরকার । যতক্ষণ না প্রতিটা সেক্সুয়াল একট এর আগে লিগালি ডকুমেন্তেদ "হ্যা" পাওয়া যাচ্ছে ততক্ষণ আইন-রাষ্ট্র কেওই এই সমস্যার সমাধান করতে পারবে না ,সে আমরা যতই আলোচনা করে আকাশ অন্ধকার করি না কেন ।
  • সে | 87.59.50.8 | ১২ মার্চ ২০১৫ ০০:০০581205
  • আনন্দ বা উপভোগ যে মেয়েদের তরফ থেকে হয়, সেটাই বহু বহু পুরুষ জানে না। বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্ড। যদিচ এসব পুরুষের ঘরের স্ত্রী কোনোভাবেও আনন্দ প্রকাশ করে ফ্যালে, তো সেই পুরুষের চোখে, মেয়েটার তো "খুব চুলকুনি"। একেবারে মুখের শোনা কথা লিখলাম।
    ঘরের বৌ ফা ফাঁক করে চুপচাপ সহযোগিতা করবে। দেবে। পুরুষ "কাজ" করে উঠে যাবে, এই তো অনেক ক্ষেত্রেই দস্তুর। পারফর্ম্যান্সের কোনো প্রশ্নই নেই। না "দিলে" পরনারীর কাছে সে না ও যেতে পারে। কিন্তু প্রহার করতে পারে, বা জোর করে "কাজ" করতে পারে। সব পুরুষ দুশ্চরিত্র নয়, যারা ম্যারিটাল রেপ করে, তারা " না পেলে" পরনারীর কাছে যাবে - এমন কিন্তু নয়। হয়ত খুব ধার্মিক লোক।
  • a x | 138.249.1.202 | ১২ মার্চ ২০১৫ ০০:০৪581207
  • মেরেছে, ধার্মিক লোকেরা পরনারীর কাছে যায়না? ঃ-)

    নাহ! বহু প্যারামিটার চলে আসছে!
  • সে | 87.59.50.8 | ১২ মার্চ ২০১৫ ০০:০৫581208
  • "রেপ করে তো সঙ্গে না থাকলেই হয়" - একদম। রেপিস্টের সম্গে সংসার? কোনো মেয়ে চায় বুঝি মন থেকে? ও গুরুর মেয়েরা, প্লীজ হাত তুলুন। আমি আমার ভোট দিচ্ছি, আমি রেপ করা পার্টনারের সংগে কিছুতেই থাকতে চাইবো না। আমার আর্থিক ও সামাজিক সংগতি আছে। মানসিক সাহস ও শক্তিও আছে।
    একটা ভোট নিন। মেয়েদের ভোট। কে চায় রেপ করা পার্টনারের সংগে থাকতে?
    পরিশেষে, হ্যাঁ, জীবন বলিউড নয়। হ্যাঁ না বললে অপেক্ষা করতে হবে বৈকী। সেটুকু শিখে নিতে হবে।
  • pi | 24.139.221.129 | ১২ মার্চ ২০১৫ ০০:০৬581209
  • একঃ ব্যক্তি রাম কে ব্যক্তি রামী চোখ মেরে বলল "কাছে ঘেঁষিষনা কিন্তু", আর ব্যক্তি রাম সেই দেখে উৎফুল্ল হয়ে ভাবল গ্রিন সিগনাল পাওয়া গেছে।
    এবং সত্যিই গ্রিন সিগনাল পেল।

    দুইঃ হিন্দি সিনেমায় একটা মেয়ে প্রচন্ড রাগ দেখিয়ে "চললাম" বলে চলল। পরের দৃশ্যে তিরিশটি ছেলে নেচে নেচে তার পিছে ধাওয়া করল।
    এবং তার পরের দৃশ্যে নায়ক ও তিরিশটি ছেলে সহ নায়িকা নিউজিল্যাণ্ডের মাঠে নাচ গান করে চরে বেড়ালো।
  • সে | 87.59.50.8 | ১২ মার্চ ২০১৫ ০০:০৮581210
  • অত কথার মার প্যাঁচে পারবো না। একা খেলছি অনেকের সংগে এখন। ধার্মিক বলতে কী বুঝিয়েছি, হয়ত বুঝতে পারেন নি। যারা মনে করে পরস্ত্রীর সংগে সম্পর্ক হচ্ছে অধর্ম।
  • a x | 138.249.1.202 | ১২ মার্চ ২০১৫ ০০:০৯581211
  • না, সে যেগুলো বলছেন সেগুলোতে সত্যিই কোনো এই হ্যাঁ না, বলাবলির ফাঁক দিয়ে ব্যাপারটা গলে গেল এরকম না। এখানে পরিষ্কার একজন (বেশিরভাগ ক্ষেত্রে পুরুষটি) যৌনসঙ্গম করতে চাইছে, স্ত্রী পরিষ্কার বলছেন, না, ইচ্ছে নেই, ক্লান্ত, বহু কারণেই - এবং তাদের সম্পর্ক আর ঐ লাজুক না মানে হ্যাঁ গোছের জায়গায় থাকার কোনো অবস্থায় নেই - এইসব ক্ষেত্রেও একজনের জোর করেই নিজেকে চাপিয়ে দেওয়া - উনি এই সাবসেট নিয়ে কথা বলছেন, এই সাবসেট একেবারেই বিরল না।
  • সে | 87.59.50.8 | ১২ মার্চ ২০১৫ ০০:১৩581212
  • "বিয়ে মানে হলো প্রাণী দুটো একবারের জন্যে প্রচুর সাক্ষী ফাক্ষী রেখে "হ্যা" বলে দিলো ব্যাস । এবার আর রাষ্ট্র মাথা গলাবে না ইফ নট এনি এক্সট্রিম কেস ।"

    তাই নাকি? সর্বনাশ! এ আমি কাদের সংগে মত বিনিময় করছি? মাফ করবেন।
  • একক | 24.99.234.153 | ১২ মার্চ ২০১৫ ০০:১৯581214
  • আগেই একটা পোস্টে বলেছি যে ওই সাবসেট টা আছে । কিন্তু ওটা পুরোটা না । একজন কোর্টের জজসাহেব কীকরে বুঝবেন কেসটা কী ছিল সেখান থেকে তর্ক টা এসেছিল । এসএম যেটা বলেছিলেন যে , এক্ষেত্রে ভুলভাল ভিক্তিমায়স হওয়ার সম্ভাবনা আছে । সেই সম্ভাবনা টা কাটাতেই বাকি কেসগুলো নিয়ে চর্চা । সে যে ক্ষেত্রগুলো বলছেন সেখানে পীয়র্লি কোনো কথাই পাত্তা না দিয়ে রেপ । বাকীটা ছেঁকে ফেললে এই লোকগুলোর কনভিকশন খাড়া করা কোর্টে অনেক সোজা হবে । নইলে পুরোটাই আবার গুলোবে ।
  • একক | 24.99.234.153 | ১২ মার্চ ২০১৫ ০০:২১581215
  • অফফ পুরোটা পড়ুন :( কন্সুমেষণ অফ ম্যারেজ এর প্রাচীন ধারণা ঐভাবেই এসেছে । সেটা ভুলভাল মডেল সেকথা আলাদা ।
  • :) | 127.194.196.128 | ১২ মার্চ ২০১৫ ০০:২৪581216
  • আমি এই ভাষ্যের রিসেপ্টর এন্ডের দিক হেকে ভাবার চেষ্টা করছি। বাস্তব, হিন্দি সিনেমা ও পানু - এই তিনটি মাধ্যমে আপাতত তিন রকম ভাবে এই ভাষ্যটি একজিস্ট করে। তিনটি মাধ্যমেরই বিস্তৃত অডিয়েন্স আছে। ডিম-মুরগি না হলেও মাধ্যম ও অডিয়েন্সের একের অপরকে প্রভাবিত করা সম্পর্কে আপনি নিঃসন্দেহ তো?

    আমি পানুতে কনসেন্ট্রেট করছি একটাই কারণে -

    ১) বাস্তবে রামী রামকে চোখ মারলেও হয়তো শ্যাম কে মারে না। ফলে রাম না-মানে-হ্যাঁ সিগনাল পেয়ে রামীর পিছন পিছন ঘরে ঢুকে প্রশ্রয়ের শিকল তুলে দিলেও, শ্যাম রামীর দিকে আর এক পা এগোলেও হয়তো রামী তাকে কাঁচা খিস্তি করে না-মানে-না বুঝিয়ে দেয়।

    ২) হিন্দি সিনেমায় নায়িকা নায়ককে প্রশ্রয়সূচক প্রাথমিক না (মানে আদতে হ্যাঁ) বললেও ভিলেনকে সর্বদাই স্পষ্ট ভাষায় না-মানে-না বুঝিয়ে দেয়।

    ৩) কিন্তু কোনো পানুতে আজ পর্যন্ত দেখানো হয়নি মেয়েটিকে অ্যাপ্রোচ করায় শেষ পর্যন্ত সে উপভোগ করেনি, শুরুতে আপত্তি করুক বা না করুক।

    ফলে রিসেপ্টর এন্ডে প্রথম দুটির প্রতিক্রিয়া মিশ্র হলেও শেষেরটির এফেক্ট অনেক বেশি বায়াসড দৃষ্টিভঙ্গির জন্ম দিতে পারে।

    লজিক ঠিক আছে?
  • pi | 24.139.221.129 | ১২ মার্চ ২০১৫ ০০:২৮581217
  • ওদিকে ফ্যামিলি সার্ভের ডেটা দেখুন না। কতজন মেয়ে স্বামীর কাছে সেক্সুয়াল অ্যাবিউজের কথা লিখেছে, দেখুন। অনেকে। তবে এই গ্রাউণ্ডে রেপ বলে আইন আনলে অনেক ধূসর কেসেও লোকজন কেস খেয়ে যেতে পারে, আর অপব্যবহারের প্রচুর সুযোগ থাকতে পারে, এই ভয়টা থেকেই যায়। লোকজন মনে হয় সেটা নিয়েই বলছে।
    একটা জিনিস জানার আগ্রহ আছে, সার্ভের প্রশ্নের উত্তরে সব অ্যাবিউজ্ড মেয়েরাই হ্যাঁ বলে ? কতজন মেয়ে এটাকে অ্যাবিউজ মনেই করেনা কে জানে। কথা না শুনলে, বাড়ির বাইরে না বলে গেলে বরের যে চড় মারার অধিকার আছে, এটা দেশের ৫৫% মেয়ে মনে করেন, ২০০৬-০৭ এর সার্ভে ডেটা অনুযায়ী।

    এদিকে দেখলাম ৪৯৮ এ তে পার্টনারের সেক্সুয়াল অ্যাবিউজ নিয়েও অভিযোগ জানানো যাবে। তাহলে ম্যারিটাল রেপ হলে অভিযোগ জানানো যায় মনে হচ্ছে তো , কেউ একটু কনফার্ম করুন। হয়তো রেপ বলে অভিযোগ দায়ের হবেনা। কিন্তু কেস হবে। হয় কী ?
  • sm | 53.251.88.133 | ১২ মার্চ ২০১৫ ০০:৩৩581218
  • Even after the 2013 reform, marital rape continued not to be a crime in India. However, it may be considered a prosecutable domestic violence under other sections of Indian penal code, such as Section 498(A) as well as the Protection of Women from Domestic Violence Act 2005.[19]
  • pi | 24.139.221.129 | ১২ মার্চ ২০১৫ ০০:৩৬581219
  • ওকে। তাহলে তো গোল অনেক মিটেই গেল। এসব ক্ষেত্রে ৪৯৮ এ দিয়ে কেস করা যাচ্ছে।
  • Sayantani | 126.203.151.139 | ১২ মার্চ ২০১৫ ০০:৪১581221
  • রেপ করা পার্টনার এর সাথে থাকতে সেভাবে কেউ চায় না, কিন্তু সংসার এর একটা মোহ, সমাজ কি বলবে তাই নিয়ে দুশ্চিন্তা, আর ওই নিজের অধিকার সম্বন্ধে সচেতন না হয়ে অনেকেই বিবাহিত সম্পর্কের মধ্যে থেকেই যান, এবং marital রেপ কে স্বাভাবিক বলেই ধরে নেন!
  • riddhi | 226.249.140.118 | ১২ মার্চ ২০১৫ ০০:৪১581220
  • ঃ)- এর ২) টা মানলাম না। হিন্দি সিনেমার এক্সপি তা বলে না। ভিলেন কে না বলা আর হিরোকে না-র পার্থক্য করা মুশকিল। সামান্য টোন আলাদা থাকে। 'শাদী আউর তুমসে? কভি নেহি' মনে আছে? ওর প্রথম ভার্শান টা অনেক সময় হিরোদেরো শুনতে হয়।
  • pi | 24.139.221.129 | ১২ মার্চ ২০১৫ ০০:৪২581223
  • ওদিকে সার্ভেতে দেখেছিলাম, কিছু পুরুষও স্ত্রীর কাছে সেক্সুয়ালি অ্যাবিউজড হন বলেছিলেন। তাঁরা বোধহয় কোন ধারাতেই অভিযোগ জানাতে পারেন না। কোনরকম ডোমেস্ট্কি ভায়োলেন্সেও পারেন কি ? ইমোশানাল ভায়োলেন্সে ? সেটার সংখ্যা বোধহয় ভালোই ছিল।
  • :) | 127.194.196.128 | ১২ মার্চ ২০১৫ ০০:৪২581222
  • আচ্ছা আগের একটা প্রশ্ন ছিল, ভারতে ধর্ষকেদের শতকরা কতজন নেশামুক্ত অবস্থায় ধর্ষন করেছে।

    আরেকটা প্রশ্ন অ্যাড করলাম, ভারতে ধর্ষকদের শতকরা কতজন, ঘটনাটির পূর্বে কোনো পানু দেখেনি বা সেক্সুয়াল এনকাউন্টার করেনি।

    এগুলো জানা সম্ভব? কোনো ডেটা আছে?
  • anirban | 78.65.169.12 | ১২ মার্চ ২০১৫ ০০:৪৪581227
  • এই লিংকটা কেউ আগে দিয়েছেন কিনা জানিনা। এখানে থাকুক। এই খবর অনুযায়ী নাগাল্যান্ড সরকার জানিয়েছেন নিহত যুবক ধর্ষণ করেননি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন