এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৫৬৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 214.54.36.245 | ১১ মার্চ ২০১৫ ২১:৪৯581159
  • দায়ি করিনি তো। বললাম এটাই স্টিরিওটাইপ। হিন্দি সিনেমা তার উদাহরণ। সে সিনেমা তো আকাশ থেকে পড়েনা।
  • pi | 24.139.221.129 | ১১ মার্চ ২০১৫ ২১:৫৮581160
  • হ্যাঁ, কাল এই পয়েন্টটাই বলতে চেয়েছিলাম, মেয়েদের যৌনতা সংক্রান্ত সংকোচ ও ট্যাবু। প্যাসিভ ভূমিকা। আর এই না মানে হ্যাঁ র গল্প। এর আগে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে কোন টইয়েও ( যদ্দুর মনে হয় তেজপালের টই) এই নিয়ে কথা হয়েছিল মনে হয়, এই সম্মতির ব্যাপারটা অমন হ্যাঁ -না র সাদা কালোয় বুঝে নেওয়া কঠিন। তবে এই সম্মতি বোঝার সমস্যাটা কোন বৈবাহিক বা অলরেডি এক্সিস্টিং কোন সম্পর্কের থেকে যেখানে সম্পর্ক সেভাবে তৈরিই হয়নি, অ্যাপ্রোচ করা হচ্ছে, সেখানে আরো বেশি, কারণ সেখানে এই বুঝে নেওয়ার মত কোন মিচ্যুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাও তৈরি হয়নি। সেখানে কেউ প্রেম নিবেদন করলে/আগ্রহ দেখালে/অন্য কোন প্রস্তাব দিলে, আর অন্য দিক সেভাবে আপিসিয়াল সম্মতি না পেয়েও এগিয়ে গেলে সেগুলো সত্যি না বুঝে এগোনো বা এটাই রীতি ভেবে এগোনো নাকি হ্যারাস করা বলা হবে, জানিনা। অস্ট্রেলিয়ার ঐ রায়ে এই নিয়েই বলা হয়েছিল, ও নিয়ে চেঁচামেচি করলেও এটাকে সমস্যা বলে আইডেন্টিফাই করার প্রয়োজন আছে।
  • :) | 127.194.193.187 | ১১ মার্চ ২০১৫ ২২:১৩581161
  • যাক, সে সব সিনেমা দেখে দেখে দর্শকেরা স্টিরিওটাইপিং করেনি তো? বাস্তবের মেয়েরাও ঐ রকম আর একবার সাধিলেই খাইব, বা, ঐরকম প্রথমদিকে খানিক ন্যাকামোমূলক না করতে হয় মনে হ্যাঁ থাকলেও - এ ফিলোজফি আত্মস্থ করেনি তো? তাহলেই হবে।
  • riddhi | 226.249.140.118 | ১১ মার্চ ২০১৫ ২২:১৪581162
  • ঈশান আর পাইকে ক্ক। "এই স্টিরিওটাইপিং গুলো বাস্তব"
    অনেকে বলবেন বাস্তবতাকে প্রভাবিত করে, আমি বলব, উল্টোদিকটাও সত্যি-- বাস্তব, তাই এগুলো আছে।
  • Sayantani | 126.202.201.14 | ১১ মার্চ ২০১৫ ২২:১৬581163
  • এই streotype নিয়ে pi এর সাথে fb তে আলোচনা হচ্ছিল একদিন। যাহ মানেই হ্যা এইটা সারা ৮০ র দশক ও বেশিরভাগ ৯০ এর দশক ধরে মেইনস্ট্রিম হিন্দি সিনেমা আমাদের শিখিয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই! খুব recently ধনুষ বলে মহামানব এর একটি সিনেমা ও তত্পরবর্তী একটি দলিত স্টুডেন্ট কতৃক একটি মহিলা স্টুডেন্ট (যে না বলেছিল ছেলেটিকে) কে কোপানোর পরিপ্রেক্ষিতে অনেক apologist বলেছিলেন, আহা বেচারা দলিত তো, করে ফেলেছে, কিন্তু মেয়েটার ও দোষ ছিল নির্ঘাত । দেখলেন না, সিনেমা টা এ মডার্ন jnu এর ছাত্রী সনাম কিভাবে মফস্বলী ধনুষ কে ব্যবহার করলো!
  • Tim | 101.185.15.187 | ১১ মার্চ ২০১৫ ২২:১৭581164
  • ভারতীয় মানসিকতায় শরীর নিয়ে ছুৎমার্গ আছে, বলা হতো। পরে মনে হয়েছে, আসলে যেটা আছে তা হলো শরীর নিয়ে তাচ্ছিল্য। সেই "তোমার মন নাই কুসুম" থেকেই এই ট্র্যাডিশন সমানে চলিতেছে। তাই শরীর এলেই তার ন্যাজে ন্যাজে সমমনস্ক কিনা, বই পড়ে কিনা, গোদার ভালোবাসে না গিনিপিগ এইসব আসে। অক্ষদার শরীরের জন্যই শরীর প্রেক্ষিতে সম্পূর্ণ একমত। আমার দেখার সাথে মিলে গেল। ট্যাবুর থেকেও পীড়াদায়ক হলো ফিজিকাল রিলেশনশিপের ওপর আটার ডিসরেস্পেক্ট।
  • Ishan | 202.43.65.245 | ১১ মার্চ ২০১৫ ২২:২০581165
  • কে কাকে আগে প্রভাবিত করে, এটা ডিম-মুর্গির কেস। তবে এইটুকু বলা যায়, যে ভারতীয় স্টিরিওটাইপিং টা এই ধরণের হিন্দি সিনেমার জন্মের অনেক আগে থেকেই ছিল। পরে নিশ্চয়ই একে অপরকে প্রভাবিত করেছে।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২২:২৪581166
  • অদ্ভুত যুক্তি! না মানে না - এটা বুঝতে এত কষ্ট? এটাতো ম্যারিটাল রেপের কথা, অচেনা মেয়ের সম্গে তো নয়। জার সম্গে সম্সার করে, তার হ্যান না বোঝে না? খুব অদ্ভুত।
    কিন্তু অধিকাম্শ ম্যারিতাল রেপে হ্যান না জিগ্যেস করাই হয় না, জোর করে এসে কার্জসিদ্ধি করা হয়, সেই "না" টা শুধু মুখের ভাষা দিয়ে নয়, মেয়েরা বাধা দেয় শরীর দিয়ে, যখন জোর করে শরীরের বাধা অতিক্রম করা হয়।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২২:২৭581167
  • শরীরের জন্যেই শরীর, কথা বলবার দরকার নেই? তবে সম্সার করা কেন বাপু? ম্যারিটাল রেপ যার সম্গে হয়, তার সম্গে কথা বলবার দরকার নেই? কী সব পড়ছি?
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২২:৩১581170
  • আমরা এত দূরে দূরেই বা দেখাচ্ছি কেন? গোবলয়, ইঃ? এস্ব তো ঘরে ঘরে। হয়ত নিয়মিত নয়, কিন্তু হয় কি না? এ ক দ ম হয় না? শিওর?
  • Ekak | 24.99.234.153 | ১১ মার্চ ২০১৫ ২২:৩১581169
  • টিম কে একঝুড়ি সমর্থন ।অক্ষকেও ,প্রসঙ্গ টা তোলার জন্যে । ভালবাসা বা অনেকরকম কথা বলে বোঝা এক্ষেত্রে শর্ত হতে পারেনা কারণ ওসব সম্পর্কের লেশমাত্র ছাড়াও যৌনতা হতে পারে ।

    আর ঈশেন এর প্রসঙ্গ টা ঠিক ,কিন্তু একটা কথা আগেই বলছিলুম আমাদের কালচারাল বিকাশ বিশালভাবে অন্যরকম । সিনেমার প্রভাব সব বিগ্রে দিলো এমন না । এদেশে মানুষ এমনভাবেই ভাবে । আমরা বাইনারির জগতের মানুষ না এটলিস্ট সাংস্কৃতিক ইতিহাসগত ভাবে ।

    মুশকিল হলো এই toi তে এসব প্রসঙ্গ বাড়াতে চাইছি না । কারণ কগনিটিভ গ্যাপ যে জেন্ডার কনফ্লিক্ট/ সেক্সুয়াল এবিউসের একটা বড় কারণ সেটা যেমন সত্য তেমন একেবারে ধর্ষণ করবে বলেই টার্গেট করে ঝাঁপিয়ে পরার লোকও সমাজে কম না এটাও সত্য। এই ফাঁসি হেন তেনর মধ্যে এই আলোচনা সুট করবেনা । আলাদা toi হলে লেখা যায় ।
  • একক | 24.99.234.153 | ১১ মার্চ ২০১৫ ২২:৩৩581171
  • তিষ্ঠ তিষ্ঠ :) ওই শরীর এর জন্য শরীর এর যুক্তিগুলো ম্যারিটাল রেপ এর অংশ নয় । ওটা আলাদা ।
  • riddhi | 226.249.140.118 | ১১ মার্চ ২০১৫ ২২:৩৪581172
  • "পরিপ্রেক্ষিতে অনেক অপোলোগিস্ত বলেছিলেন, আহা বেচারা দলিত তো, করে ফেলেছে, কিন্তু মেয়েটার ও দোষ ছিল নির্ঘাত" মুকেশ-নির্ভয়া কেসে দু-এক্জনের সাথে আলোচনা হল। তারা এতটা ব্লেটেন্টলি না বললেও ক্লাস এঙ্গেল আনছেন এবং 'আমরা মুকেশকে ঠিক ভালভাবে চিনি না' টাইপ বক্তব্য ও রাখছেন।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২২:৩৫581173
  • সিনেমা দেখেন নি এমন ঠাম্মারা (নো হিন্দি সিনেমা) নাকি বলতেন , "ভয়ে ভয়ে থকতাম, ঠাকুর আসবেন রাতে, এসে চড়বেন আমার ওপরে। ভয়ে কাঠ হয়ে থাকতাম" - এখানের কোনো গুরুবোনের কাছেই জেনেছি। ঠাম্মা সারাটা জীবন ধর্ষিত হতেন, জানতেন ও না, সেগুলো ছিলো ধর্ষন।
    ঠাকুর=সোয়ামী।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২২:৩৬581174
  • ও আচ্ছা, ওটা এক্স্ট্রা ম্যারিটাল ছিলো? বুঝিনি।
  • pi | 24.139.221.129 | ১১ মার্চ ২০১৫ ২২:৪০581175
  • হ্যাঁ, তবে শুধু শরীরের জন্য শরীরের কেসেই না, মন থাকলেও সেখানে শরীর না থাকলে সে ভারি গভীর ব্যাপার, উহাই রোম্যান্টিকতার পরাকাষ্ঠা। নিকষিত হেমে স্বর্গীয় সুবাস এবং কামগন্ধ এলেই নাকে রুমাল চাপা দিন। শেষের কবিতার দিব্বি।
  • pi | 24.139.221.129 | ১১ মার্চ ২০১৫ ২২:৪১581176
  • ওঃ, টিমের পোস্টের পরে লিখতে লিখতে উঠে গেছিলাম, মাঝে এত পোস্ট পড়ে গেছে দেখিনি।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২২:৪৮581177
  • এমনও শুনেছি কোনো মেয়ের মুখে, - ওসব মুখে না করলে কি শুনবে? জোড়া পা টেনে সরিয়ে ফাঁক করে ঢুকিয়ে দেবে, ওর গায়ের জোর আমার চেয়ে অনেক বেশি। শুধু অশান্তি হবে, পাশের বাড়ীর লোকে জানবে। পরদিন মুখ দেখাতে পারব আমি? ও বেটাছেলে, কিন্তু আমি তো মেয়ে, আমি লজ্জায় মুখ দেখাবো কেমন করে?
    এই লজ্জা "না", "না" করবার লজ্জা নয়। এ সবই কোলকাতার গল্প, শিক্ষিত ঘরের গল্প। আপনারা থাকেন কোথায়? সূক্ষ্ন ফাইন লাইন বিটুইন ইয়েস অর নো খুঁজছেন?
  • একক | 24.99.234.153 | ১১ মার্চ ২০১৫ ২২:৪৯581178
  • এক্সট্রা ম্যারিটাল বলে নয় । এই দৃষ্টিভঙ্গির কথাগুলো তুল্লুম যে সমস্ত কেসে দুজন কল্লোলদা কথিত দীর্ঘ মেলামেশার ও ভাইব বোঝার প্রয়োজন বোধ করছেনা বা এপ্লিকেবল নয় সেই ক্ষেত্রে ।

    মানে এই সময়ে দাঁড়িয়ে যেখানে মানুষজন বই পড়ে/ইন্টারনেট এভেইল করে /আলোকপ্রাপ্ত ইত্যাদি । এমন বহু কেস শেষ অবধি রেপ এ পর্যবসিত হয় যেখানে শুরুটা সম্মতিক্রমেই কিন্তু তারপর ফোর্সড সেক্স টু দি এক্সটেন্ট অফ রেপ । এগুলো অবস্যই রেপ কিন্তু উকিল রা যে অর্থে রেপ প্রমান করতে চায় সে অর্থে না । এটা একটা গ্যাপ যেটা দুজনের মাথাতেই আছে । কোন না টা না আর কোনটা হ্যা । কতদূর হ্যা এবং কোথায় গিয়ে না । পার্টি তে রেপ / হোটেলে একসঙ্গে থাকা অবস্থায় রেপ / ওয়ান নাইট স্ত্যান্দ থেকে রেপ / ক্যাসুয়াল রিলেশন থেকে রেপ ........এরকম কেসগুলো অংশ এর মধ্যে পরে ।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২২:৫০581181
  • নিকষিত হেম কিনা জানিনা, তবে তেমন সম্পর্ক খারাপই বা কেন? অবশ্য সে বুঝবার জন্যে সময় লাগে। অন্য গভীরতা লাগে।
  • Tim | 101.185.15.187 | ১১ মার্চ ২০১৫ ২২:৫০581180
  • একস্ট্রা ম্যারিটাল আবার কোদ্দিয়ে এলো? সব ঘেঁটে ঘ
  • pi | 24.139.221.129 | ১১ মার্চ ২০১৫ ২২:৫২581182
  • একটা কথা জানার কৌতূহল ছিল। শিলং এর ঐ গে ছেলেটির স্ত্রী, যার ঘরে ছেলেটি টাকার বিনিময়ে তার একের পর এক বন্ধুকে রাতের পর রাত পাঠাতো, সেই মেয়েটি কখনো পুলিশে অভিযোগ জানানোর প্রয়োজন বোধ করেনি ? না করে থাকলে কীসের বাধ্যবাধকতা বা সমস্যায় ?
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২২:৫৭581184
  • না, সে কোথাও যায় নি। সে খাসিয়ানী নয়। সে বাঙালী। সে নাকি বলেছিলো, আত্মহত্যা করতে চায়, নয়ত, ঐ ওদের থেকেই সন্তান চায় একটা, যার মুখের দিকে তাকিয়ে বাকি জীবনটা কাটাবে। এর পরে কী হয়েছোলো জানি না।
    কিন্তু মেয়েটি খুব অসহায় জানতাম। পুলিশ বাজারের ঐ আড্ডায় ছে
    এগুলো বলত, পুওর গার্ল।
    পুওর মানে গরীব কিনা জনিনা।
    ডিভোর্স হয়ে গেলেও, ও কোথায় যাবে? এনিওয়ে শি উইল হ্যাভ টু চুজ প্রসটিটিউস্জান।
  • :) | 127.194.196.128 | ১১ মার্চ ২০১৫ ২২:৫৭581183
  • আরে দাঁড়াও দাঁড়াও, তাহলে পানু দেখতে দেখতেও কিছু প্রভাব প্রভাব পড়ার ব্যপার আছে নাকি? একটু বিস্তারিত হোক?
  • pi | 24.139.221.129 | ১১ মার্চ ২০১৫ ২৩:০০581185
  • খারাপ আবার কে বললো ? তবে সেটা মানেই অন্য গভীরতা, গভীরতার অন্য স্তর, সকলে তার থই পায়না আর কামগন্ধ এসে গেলেই সে বি গ্রেড ব্যাপারস্যাপার।
  • pi | 24.139.221.129 | ১১ মার্চ ২০১৫ ২৩:০৫581186
  • পাচার হয়ে আসা, ফোর্সড প্রস্টিটিউশনে যাওয়া মেয়েদের এমনিতে পুলিশের কাছে যাওয়ার ব্যাপারেও অনেক সময়ই বাধা থাকে, ভয় দেখানো ইত্যাদি, এক্ষেত্রেও সেরকম কিছু ছিল কিনা জানতে চেয়েছিলাম। মানে, অসহায় ঠিক কোন জায়গা থেকে। এই অভিযোগগুলো জানিয়ে সেই গ্রাউণ্ডে ডিভোর্স পেলে তো টাকাপয়সাও পেতে পারতো।
    এরকম করে থাকলে এ ছেলেটি তো পাতি অপরাধী, ধরিয়ে দেওয়া উচিত।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২৩:০৬581187
  • শুধু একের পর এক নয়, একসম্গেও অনেককে পাঠাত। সেইসব ছেলেদের সম্গে আমি কথা বলেছি। তারা আমার চোখে রেপিস্ট। আমি তখন কলেজের মেয়ে, এসব শুনে অবাক হয়ে গেছলাম। দুনিয়া কিছুই জানতাম না। গে কাকে বলে জানতাম না। সেটা চয়েস না বায়োলজি, তাও না। ভালো না মন্দ তাও না। অনেক কম জানতাম, কিন্তু ঐ ছেলেগুলো তো আমারই বন্ধু। কী অম্লানবদনে এসব বলত। মেঘালয় টুরিজমের অফিসের পাশেই একটা টেলিফোন বুথ ছিলো আমাদের আড্ডা, উল্টোদিকে সিংহানিয়াদের মেডিক্যাল ফার্মাসী। সেই ফার্মাসীর সামনে মেয়েটির স্বমীকে দেখেছিলাম দূর থেকে। কিছু ছেলে ওকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করছিলো। তারা ওর বৌয়ের ক্লায়েন্ট।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২৩:০৭581188
  • "গভীরতার অন্য স্তর, সকলে তার থই পায়না আর কামগন্ধ এসে গেলেই সে বি গ্রেড ব্যাপারস্যাপার।"
    এটা আমি বলিনি। এটা আমার মুখে কথা বসানো হচ্ছে।
  • সে | 87.59.50.8 | ১১ মার্চ ২০১৫ ২৩:১১581189
  • আজ জানি অনেক বেশি গে সম্পর্কে। কিন্তু তাই বলে জোর করে বিয়ে দেপ্যা সেই গে ছেলে বৌকে রোজ অন্য পুরুষদের কাছে বেচে দেয়, এটা আজও হজম হয় না।
    মেয়েটার কোনো বাসস্থান ছিলো না যাবার। ওর বাবা ওকে ফিরিয়ে নিতো না।
    আবার আরেকজনকে জানি, খুব দরিদ্র পরিবারের মেয়ে, গে ছেলে পন নিয়ে তাকে বিয়ে করেছিলো। সেই মেয়ে বিয়ের দু বছর পরে বেরিয়ে আসে, আবার বিয়ে করে। ডিভোর্স হয়েছিলো কিনা জানি না, কারণ ম্যারেজ রেজিস্তার্ড হয় নি।
  • pi | 24.139.221.129 | ১১ মার্চ ২০১৫ ২৩:১৪581192
  • এটা তো হজম হবার কথা নয়ই। গে হোক কি যাই হোক, কারুর ইচ্ছার বিরুদ্ধে তাকে অন্যদের সাথে যৌন সম্পর্ক করতে বাধ্য করা একেবারে আইনত অপরাধ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন