এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৫৬৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 203.192.231.217 | ১০ মার্চ ২০১৫ ২৩:১১581093
  • ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপরটাও সার্চ করে নিন ইন্টারনেটে।
  • pi | 24.139.221.129 | ১০ মার্চ ২০১৫ ২৩:১৮581094
  • আম্রিগা ও ইউরোপের বেশিরভাগ দেশেই ম্যারাইটাল রেপ অপরাধ। সুইডেন প্রসঙ্গেও লিখেছিলাম। ইন ফ্যাক্ট ঐ সব দেশে রেপ সংখ্যা বেশি হবার মূল কারণই এটা।
  • sm | 233.223.159.253 | ১০ মার্চ ২০১৫ ২৩:২৭581095
  • সে, ভালো করে বুঝতে পারলাম না। উত্তরটা ভাসা ভাসা হলো।যেমন করে কনসেন্ট নেয় তেমন করে, এর মানে কি?
    কেউ ফাঁসলে তার কি রক্ষা কবজ? ভালো করে যদি জানা থাকে গুছিয়ে বলুন।শুনতে আগ্রহী।"সোনার পাথরবাটি" কি খালি ভারতের জন্যই প্রযোজ্য?
    ভারতের সঙ্গে তুলনামূলক ডোমেস্টিক ভায়োলেন্সের খবর জানা থাকলে বলুন?
  • সে | 203.192.231.217 | ১০ মার্চ ২০১৫ ২৩:৩১581096
  • রেপিস্ট কাউকে যদি চেনেন, তাদের জিজ্ঞেস করে দেখুন।
  • sm | 233.223.159.253 | ১০ মার্চ ২০১৫ ২৩:৩৯581097
  • চিনিনা। আপনি যে কথাগুলো লিখলেন সেটা তো সবাই জানে। আপনি আলাদা কিছু জানলে সেই ইনফরমেশন দিন না, কেন ।
  • সে | 203.192.231.217 | ১০ মার্চ ২০১৫ ২৩:৪৮581099
  • উত্তর আপনি পেয়ে গেছেন। সেটা খুব ভালো করে জানেন।
  • 4z | 208.231.20.20 | ১০ মার্চ ২০১৫ ২৩:৪৮581098
  • ভারতের জাতীয় পাখি উটপাখি আর সিম্বল কুয়োর ব্যাং হওয়া উচিৎ।
  • sm | 53.251.88.58 | ১০ মার্চ ২০১৫ ২৩:৫৫581100
  • দয়া করে, ফালতু উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।
    যা হোক, প্রশ্নটা মূলত রন্জনবাবুর উদ্দেশ্যে ছিল।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০০:০০581101
  • রঞ্জনদার হয়ে আমি উত্তর দিয়ে দিয়েছি। রঞ্জনদা তো আর কোনো উত্তর দেবেননা আপনাকে। নিন কী করবেন করুন।
  • Ekak | 24.96.68.191 | ১১ মার্চ ২০১৫ ০০:০৩581103
  • ম্যারিটাল রেপ এর ব্যাপারটা সারা পৃথিবীতেই ধোয়াটে । নিখুঁত কোনো সিস্টেম নেই "ফাঁসিয়ে দিলে" থেকে বেরোবার । আর অন্য দেশে চলে বলেই চিন্তা-ভাবনা না করে মাছি টুকে দিতে হবে এরকম তো না । সমস্যাটা এক্সিস্ট করে ,খুব বড়ভাবে করে এটা সত্যি । বিশ্রী শেডি এরিয়া ।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০০:১১581104
  • ভারতবর্ষে ম্যারিটাল রেপ প্রায় সর্বত্র। বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্ড। হয়তো ডোমেস্টিক ভায়োলেন্সের চেয়েও বেশি। বিবাহিত কাপলের যৌন সম্পর্কের ক্ষেত্রে ধরে নেওয়া হয় স্ত্রীলোকটি পুরুষের যুন ক্ষুধাঅ মেটাবে। স্ত্রীলোকটির নিজস্ব যৌন সুখ সেখানে শুধু গৌনই নয়, তার বহিঃপ্রকাশ অশালীন, অনেক ক্ষেত্রে লজ্জাকর, অশোভন এবং দুশ্চরিত্রা হবার চিহ্নস্বরূপ। অন্ততঃ বিবাহিত জীবনের কিছুটা সময়ে তো বটেই। লিংক নেই।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০০:২০581105
  • বিবাহ বহুক্ষেত্রেই মেয়েদের জন্যে একটা বসস্থানের (আশ্রয়) নিশ্চয়তা। সঙ্গে খাদ্য ইত্যাদি। সেই কারণেই মেয়েরা খুব বেশি যন্ত্রণায় না ভুগলে এ নিয়ে প্রতিবাদ করে না। স্বামী তাড়িয়ে দিলে থাকা ও খাওয়ার ব্যবস্থা নড়ে যায়। তার চেয়ে যৌন লাঞ্ছনা সহনীয় লেভেলে থাকলে মেনে নেয়। এ জিনিস শুধু ভারতে নয়, অন্য দেশেও আছে। ঘুরে ফিরে একই গল্প। নিজের পায়ে না দাঁড়ানোর সাইড এফেক্ট। তবে এটা কোনো নিয়ম নয়। তবে নিজের আর্থিক সঙ্গতি থাকলে বেরিয়ে অসবার জন্যে পায়ের নীচে জমি থাকে, নয়ত মেনে নেওয় ছাড়া উপায় নেই, অথবা আত্মহনন। প্রচুর উদাহরণ জানি। এখানে দেবো না।
  • একক | 24.96.68.191 | ১১ মার্চ ২০১৫ ০০:২৭581106
  • ভারতীয়দের যৌনতার পারসেপশন একটু অন্যরকম । "ধরে নেওয়া" গুলো নারী-পুরুষ উভয়ত । হিয়ার সেক্সুয়াল প্লেসার ইস নট আ মিউচুয়াল সার্ভিস । বিশাল কগনিটিভ গ্যাপ আছে । গ্যাপটা কাউন্সেলিং / যৌন শিক্ষা দ্বারা দূর করা জরুরি ।নইলে আইন করেও নারী-পুরুষ কারোরই কোনো উপকারে লাগবে বলে মনে হয়না ।এই ক্ষেত্রটায় আমি কাউন্সেলিং এ বিশ্বাসী কারণ এটা উপভোক্তা দের ডুয়াল কন্ট্রাক্ট ইম্প্লিমেন্তেসনের সমস্যা । আমার কাছেও লিংক নেই তবে অভিজ্ঞতা এই যে ওপর মানুষ কী চায় আর মুখে কী বলে আর এক্সপ্রেশন কী সেটাকে আমি কীভাবে বুঝছি কীভাবে ইমপ্লিমেন্ট করছি এই জায়গায় বিশাল বিশাল গ্যাপ । দু পক্ষেই ।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০০:৩১581107
  • এই সেক্স এডুকেশনের উপকারিতা বিষয়ক প্রবন্ধ লিখতে গিয়েই তো কেলো হয়েছিলো। ২০০৪ নাগাদ আমায় বংলালাইভ থেকে প্রায় সমস্ত পাঠককুল খেদিয়ে দেয় আর কি! ইস্কুলে সেক্স এডুকেশন? আমরা না মহান ভারতীয় সভ্যতা!
  • pi | 24.139.221.129 | ১১ মার্চ ২০১৫ ০০:৩৫581108
  • ম্যারাইটাল রেপের ব্যাপারটা খুব ধোঁয়াটে, তাতে আমিও একমত। বিশেষ করে যৌনতা নিয়ে ভারতীয় মেয়েদের কিছু প্রি-কনসিভড ভাবনা চিন্ত শিক্ষার কারণে। যৌনতা নিয়ে সঙ্কোচ, ট্যাবুর কারণে।
    এককের উপরের পোস্টটায় অনেকটাই ক।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০০:৪২581109
  • যৌন সম্পর্ক মানে যে শুধু বংশবিস্তারের জন্যে, সেই মহান ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। সেইজন্যেই প্রাকবিবাহ যৌন সম্পর্ক আমাদের সভ্যতার পরিপন্থী। উইথ অ্যান এক্সেপশান অফ বেশ্যালয়। (বা মনে করুন লুকিয়ে চুরিয়ে আত্মীয় স্বজন বা ইত্যাদির মধ্যে যৌন নিপীড়ন, সেগুলো ঠিক আছে, কেউ তো আর জানছে না রে বাবা)। কিন্তু পরিষ্কার করে ইস্কুলে ক্লাস নিয়ে শিখিয়ে দেওয়া, ১২/১৩ বছর বয়সে, এই এই আছে, এই এই হয়, - সেসবের কোনো স্থান নেই। সেতো খুব খারাপ জিনিস! বিয়ের আগেই এসব অসব্য জিনিস জেনে যাবে? জানবে ঠিকই, ভুল ভাবে জানবে, ভুল সংসর্গে জানবে, রেপ ও সম্মতিক্রমে সঙ্গমের তফাৎ জানবে না। মিউচুয়াল কনসেন্ট কাকে বলে জানবে না। সেই ফুস্কুরি বেড়ে পেকে বড়ো হয়ে ফেটে গেছে। আজ বিশ্বের দরবারে কিছুই অজানা নয়।
  • একক | 24.96.68.191 | ১১ মার্চ ২০১৫ ০০:৪৮581110
  • খুবই জটিল ব্যাপার যাই বলুন । সেক্স এডুকেশনের বর্তমান মোড টাও যে কাজের তা না । এমনিতেই মিউচুয়াল প্লেসার কী সেটা বুঝতেই মানুষ অনেকটা জীবন পার করে ফ্যালে । মহান ভারতীয় সভ্যতায় কিন্তু যৌনতায় নভিস কে শিখিয়ে-পড়িয়ে দেওয়ার জন্যে কোরটিসান রা থাকতেন । দুটো আনকোরা মানুষ কোনদিন চাইলেও অন্যকে অন্যায় আঘাত না করে সেক্স করতে পারবেনা । যৌনতা তো অনেকটা প্রিয় বন্ধুর সঙ্গে বক্সিং ম্যাচ খেলার মত তারওপর আবার রেফারি নাই । ফ্যাটাল কমব্যাট কিন্তু তারপরেও মাত্রা বজায় রাখা । বিলক্ষণ কঠিন কাজ । এরকম আমিও একসময় ভাবতুম যে "এগুলো তো নিজেদের ব্যাপার ,ভালোবাসলেই বাকি সব চলতা হায়" .........বাট ইট ডাস নট । সেক্স ইস আ ডিফারেন্ট বলগেম । ভেরি ভেরি রিস্কি ।কমপ্লিট না বুঝে অন্যকে সারা লাইফের মত ট্রমাটাইস করে দেওয়ার সম্ভাবনা রয়েছে । ভারতে আবার শিক্ষিত কর্তিসান কালচার শুরু হওয়া জরুরি । যৌনশিক্ষা মানে ওই হযায়ট বোর্ড নিয়ে ব্যাজার মুখে হ্যাজ দেওয়া নয় শুধু ।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০০:৫১581111
  • খুব রূঢ় শোনালেও বলি, অনেক মেয়েদের মুখে শুনেছি, সেক্স ব্যাপারটা ছেলেদের একচেটিয়া। মেয়েদের কাজ চুপচাপ শুয়ে থাকা। বিয়ের পরে কী হবে, সে নিয়ে তারা খুব চিন্তিত। বিশেষ করে ঐ চুপচাপ শুয়ে থাকা চ্যপ্টারে। পুরুষের কাজ কতক্ষণে শেষ হবে, সেই নিয়ে দুশ্চিন্তা। ঐটুকুই বিবাহের এম্ব্যারাসিং পার্ট। ওখানেই ভয়। ব্যাথা যন্ত্রণার ভয়। এই পার্টটা তারা বিয়ের আগে মা মাসীদের কাছে জেনে নেয়। তাঁরাও তাঁদের জ্ঞানের ভাণ্ডারে যা আছে তার বাইরে থেকে তো কিছু দিতে পারেন না। ঐটাই সেক্স এডুকেশন। বিয়ের দিন। বাকি তো এর ওর তার হেকে শেখা। শেখানে আগে যা লিখেছি, যৌণাঅন্ণ্দের প্রকাশ অশ্লীলতা। বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্ড।
  • Arpan | 125.118.156.143 | ১১ মার্চ ২০১৫ ০০:৫৮581114
  • এই ইন্টারনেটের যুগেও?
  • একক | 24.96.68.191 | ১১ মার্চ ২০১৫ ০০:৫৮581112
  • এই "একচেটিয়া" সেক্স করে ছেলেরাও যে কিছু মোক্ষলাভ করে তা নয় । দুদিন বাদেই বোর হয়ে যায় । ভারতীয় বিবাহিত পুরুষ দের সেক্স লাইফ ভীষণ শর্ট । একটা পারস্পরিক কগনিটিভ গ্যাপ এর মধ্যে পরে উভয়েই ক্ষতিগ্রস্ত ।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০১:১০581115
  • সবার কি ইন্টারনেট আছে? কোন ভারতবর্ষের অথা বলা হচ্ছে?
  • Arpan | 125.118.156.143 | ১১ মার্চ ২০১৫ ০১:২১581116
  • কোন ভারতবর্ষের কথা বলা হচ্ছে জানি না। যে আর্থিক বর্গের মেয়েরা ম্যারিটাল রেপ টার্মটা শুনেছে তাদের কথাই না হয় ধরা যাক।

    এমনিতেও ইন্ডিয়াতে ফোন দিয়ে ২৪ কোটি লোক ইন্টারনেট কানেক্ট করে। গত বছরের হিসাব। সংখ্যাটা ক্রমবর্ধমান।
  • Ekak | 24.96.68.191 | ১১ মার্চ ২০১৫ ০১:২৫581118
  • এখন এবং অদূর ভবিষ্যতে ভারতের একটা বিশাল অংশ ইন্টারনেট এর আওতায় আসবে । ইভেন রুরাল । সেটা মানছি ।
    কিন্তু ইন্টারনেট এর কথা কেন আসছে ক্লিয়ার হচ্ছেনা পুরোটা। ইন্টারনেট দিয়ে সেক্স এডুকেশন সম্ভব এমন কিছু বলছ ?
  • Arpan | 125.118.156.143 | ১১ মার্চ ২০১৫ ০১:২৯581119
  • ভিডিওটা কোন কারণে খুলছে না। পরে দেখব।

    ম্যারিটাল রেপ হয় না সেটা তো বক্তব্য না। প্রচুর হয়। সমাজের সব স্তরেই হয়। ইন্টারনেটের কথাটা লিখেছিলাম সেক্স অ্যাওয়ারনেস প্রসঙ্গে।
  • Arpan | 125.118.156.143 | ১১ মার্চ ২০১৫ ০১:৩০581120
  • হ্যাঁ। সেক্স এডুকেশন কেন সম্ভব নয়?
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০১:৪১581121
  • সেক্স এডুকেশন তো ইস্কুলে নেই। শেখালেই নাকি সবাই অসভ্যতামি শিখে যাবে।

    ঐ ভিডিওতে একজন মেয়েকে দেখায়, সে ম্যারিটাল রেপের ফলে এতটাই ক্ষতবিক্ষত হয়েছিলো যে সার্জারে করাতে হয়, তখন সে ডাক্তারকে বলে যে আপনি লিখে দিন, কোন কারণে সার্জারী হয়েছে। এর পরেও কি প্রমাণ লাগে? কিন্তু প্রমাণ থাকলেও লাভ নেই। ম্যরিটাল রেপের বেসিসে ডিভোর্স পাওয়া যায় না ভারতীয় আইনে।
  • Arpan | 125.118.156.143 | ১১ মার্চ ২০১৫ ০১:৪৭581122
  • আইসিএসসি/সিবিএসসিতে আছে তো। জানি না চাড্ডিরা আবার তুলে নিল কিনা।

    আর সেক্স এডুকেশন সবচেয়ে জরুরি চাইল্ড মলেস্টেশন রুখতে। আর্বান এরিয়াতে অন্তত আর যাই হোক বাবা মায়ের মধ্যে অ্যাওয়ারনেস অনেক বেশি এখন।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০১:৪৮581123
  • সেক্স এডুকেশন আরো একটা কারণে সম্ভব নয়, সেটা হচ্ছে দফা ৩৭৭।
    সেক্স এডুকেশনে এটা তো বোঝাতে হবে যে সব মান্ষই বিষমকামী নয়। সেটা তো পারবে না। গোটা সিস্টেম ঘাঁটা।
  • সে | 203.192.231.217 | ১১ মার্চ ২০১৫ ০১:৫১581125
  • অসংখ্য লেসবিয়ান মেয়ের বিয়ে হয় বিষমকামী পুরুষের সঙ্গে। তারা রোজ রেপড হচ্ছে। কোন আইন তাদের বাঁচাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন