এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৬২৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.85.98 | ০৭ মার্চ ২০১৫ ২৩:১৯580926
  • sch,
    কোন অপরাধীকে বদলানোর কথা বা দায় ? কোথাও বলি নি তো। কেউ যদি বদলে যায় সেটা উপরি পাওনা।
    আমি বিবিসি ডকুটি দেখে ভাটে লিখেছি যে ওই উকিল যে স্টেটমেন্ট দিয়েছেন তার ভিত্তিতে তাঁকে এক্ষুণি গ্রেফতার করে বিচার করা উচিত। তিনিও অপরাধী।
    কারণ সে সংবিধানের ঘোষিত ভ্যালুজ, পুড়িয়ে লিঙ্গসাম্যের বিরুদ্ধ বক্তব্য রেখেছে এবং বেশি রাতে একলা ঘোরা মেয়ের রেপ জাস্টিফায়েড বলেছে। আর নিজের মেয়েকে পরিবারের অনুমতি বিনা প্রেম করলে মেরে ফেলার হুমকি দিয়েছে, --সেটা টেলিকাস্ট/ব্রডকাস্ট হবে জেনেই।
    অর্থাৎ, যে কারণে অনুব্রত মন্ডল এবং মনিরুল ইসলামকে কোর্টে তোলা যুক্তিযুক্ত মনে করি, এবং ইলেকশানের সময় বা প্রকাশ্য জনসভায় উস্কানিমূলক বক্তব্যের জন্যে কাউকেও বুক করা হয়,সেই একই প্রেক্ষিতে ওই অ্যাডভোকেট সিংকেও।
    চিন্তায় ও মূল্যবোধে বদল আনার টার্গেট গ্রুপ, আপনি-আমি -আমার পরিবারে এবং চারপাশের লোকজন।
    কারণ আমরা অধিকাংশই পিতৃতান্ত্রিক সংস্কৃতির ও মূল্যবোধের উত্তরাধিকারী, একটি রেপের বিরুদ্ধে মিটিং মিছিল করলেও।
    আমাদের স্বীকার করতে হবেঃ
    ১) নারী ও পুরুষের জীবনের সব আনন্দ উপভোগের অধিকার সমান-সমান। কাজেই সেই সুযোগ ও সমান হওয়া উচিত। সেটা নিশ্চিত করা আপনার-আমার, সমাজ ও রাষ্ট্রের কর্তব্য।
    ২) নারী ও পুরুষের শরীর তার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। তাই সে নিজের শরীর কীভাবে ব্যবহার করবে ( অন্যের ক্ষতি না করে) সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাতে রাষ্ট্র, সমাজ ও পরিবার হস্তক্ষেপ করতে পারে না। এই স্পেসটুকু সুনিশ্চিত করা আপনার-আমার, সমাজ ও রাষ্ট্রের কর্তব্য।

    আর আমি, আগেও বহুবার বলেছি, কোন অপরাধেই প্রাণদন্ডের বিরোধী। বলা বাহুল্য সেই অপরাধ আমার পরিবারের একান্ত আপনজনের বিরুদ্ধে সংঘটিত হলেও।
    আমার চোখে সর্বোচ্চ শাস্তি আজীবন কারাবাস। ১৪ বছর নয়।টিল ডেথ। রাষ্ট্র জীবন দিতে পারে না, তাই কোন নাগরিকের/মানুষের জীবন নেওয়ার অধিকার ওর নেই।
    এটা আমার ব্যক্তিগত মূল্যবোধ/বিশ্বাস। অন্যেরা অন্যরকম ভাবতেই পারেন।
    এছাড়া আমার কিছুই বলার নেই।
  • চান্দুমিঞা | 116.208.99.2 | ০৭ মার্চ ২০১৫ ২৩:৩৩580927
  • মেয়েদের জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব বললে গ্রেপ্তার।আর যে শুভাকাঙ্খীর দল তা টিভিতে প্রচার করছে তাদের জন্য?না পিতার বিরুদ্ধে কিছু বলা ঠিক হবেনা।
  • ranjan roy | 24.99.85.98 | ০৭ মার্চ ২০১৫ ২৩:৩৫580928
  • sch,
    আর এক বার আপনার আমাকে লেখা পোস্টটি মন দিয়ে পড়লাম।
    ১) না, নির্ভয়া কেসে ডিফেন্স ল'ইয়ারটিকে তাঁর মহিলাবিরোধী খপ পঞ্চায়েত গোছের বক্তব্যের জন্যে আদালতে বুক করে শাস্তি দেওয়া উচিত মনে করব।
    কিন্তু সেই অপরাধে " ওই উকিলের বাড়ির সামনে লাখ খানেক লোক মাস খানেক অবস্থান ধর্মঘট করেন (ক্যালানোর কথা বলি নি - প্লিজ নোট করবেন), ওনার বাইরে বের হওয়া বন্ধ করে দেওয়া হয়, উনি তিলে তিলে অনাহারে শুকিয়ে যান; " ?
    নাঃ, আর ভাবতে পারছি না। এই সল্যুশনকে আদৌ কোন কাম্য সলুশন মনে করি না, বরং ক্রিমিন্যাল মনে করি। মাপ করবেন।

    ২) আমাকে জিগ্যেস করলেনঃ
    "এই ভারতবর্ষকে কি ভাবে শিক্ষিত করবেন?
    একটু স্পেশিফিক জানতে চাই। মানে কি করে ধরুন আরো পাঁচ বছরে এদের মেন্টালিটি বদলাবেন? অর্ণব গোসেয়ামীর প্রোগ্রাম দেখিয়ে,মোমবাতি মিছিলের লোকসংখ্যা দেখিয়ে, নাকি কনিটিনিয়ুইং এদুকেশান প্রোগ্রাম করে?"
    --- আমার নিজের স্ত্রী/মেয়ে/পরিবারকে/ বন্ধুবান্ধবকে আগের পোস্টে লেখা দুটো ভ্যালু ক্রমাগত বুঝিয়ে এব`ং নিজের জীবনে শেষদিন পর্য্যন্ত প্র্যাকটিস করে, আচারে ব্যবহারে; কথাও ও কাজে।
    এছাড়া অন্য কোন পদ্ধতি আমার জানা নেই।
    গোটা ভারতবর্ষকে শেখাবো এমন দম্ভ ও অহংকার আমার নেই। আমি খুব সাধারণ মানুষ, হরিদাস পাল। নিজের আচরণে ভ্যালুজ গুলো ধরে রাখতে পারলেই হোলো।
    জীবনে একবার এই পরীক্ষা এসেছিল। কেউ কেউ চেয়েছিল দোষীকে ঠ্যাঙাতে, বিশেষ করে ক্ষতিগ্রস্তটি। অনেক কষ্টে তাকে নিবৃত্ত করেছি প্রতিশোধ নেওয়ার রাস্তা থেকে সরে আসতে। হ্যাঁ, পুলিশে, তার অফিসে এবং স্ত্রীকে জানিয়েছি।
    কয়েকবছর পরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। যদিও তার কারণ অন্য হতে পারে।

    আর কিছু বলার নেই।
  • ranjan roy | 24.99.85.98 | ০৭ মার্চ ২০১৫ ২৩:৩৮580929
  • মিঞাসায়েব কি আমাকে বললেন?
    - যদি না বলে থাকেন তো কোন কথা নেই। সরি!
    -যদি বলে থাকেন তো প্রশ্ন আমার পিতৃপরিচয় আপনি কী করে জানলেন?
  • চান্দুমিঞা | 116.208.20.23 | ০৭ মার্চ ২০১৫ ২৩:৫৫580930
  • পিতা আমাদের ৩০০ বছর ধরে মানুষ করেছেন উনি কি আর আপনার একার! না না ব্যক্তিগত ভাবে কাউকেই অসম্মানসূচক কিছু বলার কথা কল্পনাও করিনা।
  • pintu | 97.98.206.70 | ০৭ মার্চ ২০১৫ ২৩:৫৭580931
  • রঞ্জনের বাবা কি টিভিতে কাজ করেন নাকি?
  • Ekak | 24.99.215.247 | ০৭ মার্চ ২০১৫ ২৩:৫৯580932
  • এই toi টা যেরকম গোলগোল ঘুরছে তাতে একটা বাজে জোক বল্লে ইতরবিশেষ হবেনা :P
    ------
    আমাজনের কোনো এক জঙ্গলে দুই বিদেশী অপরাধীকে ধরে অপশন দেওয়া হয় : গুলুগুলু অর ডেথ ?

    প্রথমজন লাফিয়ে বলে : গুলুগুলু ! এটলিস্ট ডেথ তো হবেনা !

    ততক্ষনাত দলপতির নির্দেশে এক আখাম্বা আদিবাসী সেই বিদেশীর প্যান্টুল টেনে নাবিয়ে বীভত্সভাবে গুলুগুলু করতে থাকে ।

    এই দেখে ঘাবড়ে গিয়ে আরেকজন বলে : ওহ নো ! আই ওয়ান্ট ডেথ ।

    দলপতি এবার একটা পুরো গ্রুপ কে ডেকে আরেকজন বিদেশীকে দেখিয়ে বলে : ডু গুলুগুলু টিল ডেথ !!!

    --------------

    জোক টা অনেকের জানা । এখানের তর্কটাও তো তাই । গুলুগুলু না ডেথ ? ধরুন যদি এমন একটা সমাজ যেখানে সবাই জানে গুলুগুলু কেস টা কী সেখানে অপরাধী কী চাইবে ? ডেথ নাকী গুলুগুলু টিল ডেথ ? শ্চ যে ডেথ এর স্বপক্ষে বলছেন ওটা কিন্তু গুলুগুলু টিল ডেথ । যাঁরা ডেথ এর বিপক্ষে তাঁরাও ওই প্রথম বিদেশীর মত যে তখনও জানেনা রাষ্ট্রের গুলুগুলু কোথায় পৌছতে পারে এবং সেটা ফান্সনালি টিল ডেথ ই হবে ঘুরেফিরে । কাজেই প্রশ্ন টা আর এইটা থাকছেনা যে আমি ভয়ের বিপক্ষে না স্বপক্ষে । উভয়েই একই নেচারের ভয়ের রাজনীতির পক্ষে । এত বারংবার হাত ধোয়াধুই করে লাভ নেই । অন্তত সোশালিস্ট মরালিটি তে দাঁড়িয়ে দুটোই সমান তাই এতো ক্যাচরা । একই ঝাঁপির সাপ নিজেদের উদ্দেশ্যে ফোঁসফোঁস করে এর বাইরে বেরোনো যাবেনা ।

    এর বাইরে জগৎ আছে । যেটা সেলফ সাসটেইনড প্রাইভেট জেইল । যেখানে একচুয়ালি দাস ব্যবসা চলবে । মাথার ভেতর ঢুকে "সংশোধন" মন্ত্র দেবার দরকার নেই ।খাটিয়ে রেভেনিউ আর্ন করে জেইল চালালে "আমার ট্যাক্সের পয়সায় খুনি বেঁচে আছে" -র কোনো জায়গা নেই । কল্লোলদা যে বাসন মাজার কথা বললেন ওটাও তো স্লেভারি । কাজেই স্লেভারি যখন হবে সেটাকে আমাদের সিস্টেমে ঢুকিয়ে লাভ নেই । একটা "ওদের সমাজ" ইনকিউবেট করে ছেড়ে দেওয়া হোক । সেখানে স্মাগলার রেপিস্টের ওপর মরাল হাই গ্রাউন্ড নিক । মারামারি -কাটাকাটি করে নিজেদের মত থাক । একদিন তারা দেয়াল ভেঙ্গে বেড়িয়ে আসতে পারে । তাই তো ? আসুক । কে "ঠিক" কেও জানেনা কাজেই সব চূড়ান্ত সম্ভাবনা খোলা থাক । আফটার অল ইটস আ গেম । রাষ্ট্র কখনো হত্যা করতে পারেনা কারণ "শাস্তি" আর "হত্যা" দুটো মার্জ করে গেলে "হত্যার শাস্তি" ব্যাপারটাই হাস্যকর হয়ে যায় ।কাজেই কোনো সেন্ট্রালি মনিটরড কিল বাটন থাকবেনা । চিরকালই এর বিপক্ষে বলব দক্ষিনপন্থী হিসেবে । গুলুগুলু অর ডেথ এর ফ্যালাসিতে ঢুকবোইনা । কেও রেপিস্টকে ধরে খোলা বাজারে জ্বালিয়ে দিলেও সেটা গেমার'স ডিসক্রিসন । তাকেও দাস বানাবো । ফাঁসি চাইবো না । সংশোধন বা ফাঁসি এরকম কোনো থেইস্ট কনসেপ্টেই নেই ।
  • pintu | 105.130.9.89 | ০৮ মার্চ ২০১৫ ০০:০৪580933
  • আরে এত ঝামেলার দরকার কি? প্রাইভেট প্রিজন চালাব। বিচারকদের ঘুষ দিয়ে দাসের যোগান ঠিক রাখব। কে অপরাধ করেছে দেখার দরকার কি?

    বিচারক সেরকম করলে জেলে যাবেন? আরো ভাল। একটি লেখাপড়া জানা দাস বাড়ল।
  • riddhi | 114.179.35.242 | ০৮ মার্চ ২০১৫ ০০:১২580934
  • লেকিন ইয়ে গুলুগুলু কেয়া হ্যায়? ইয়ে গুলুগুলু?
  • Ekak | 24.99.215.247 | ০৮ মার্চ ২০১৫ ০০:১৫580937
  • ঘুষের দরকার নেই । বিচারক অপরাধী ঢোকালে এমনিতেই কমিশন পাবেন । কাজেই কিছু লোক যারা অপরাধী নয় তাদেরকেও ধরে ঢোকাবে বা এক্সট্রা টার্ম খাটাবে বা কেও দালাল ধরে নিজেই ঢুকবে খেতে পরতে পাওয়া যাচ্ছে বলে ।

    আই হ্যাভ নো ইস্যুস এট অল । এস লং এস সবাই জানে পাঁচিলের ওপারে কী হয় । প্রচুর একটিভিস্টকেও লেলিয়ে দেওয়া যাবে যারা ব্যাপক সব ডকুমেন্টরি বানাবে জেল এর স্লেভারি নিয়ে । এদেরও দরকার থার্ড পার্টির হাত দিয়ে ভয়টা সমাজে চারিয়ে দেওয়ার জন্যে ।
  • - | 109.133.152.163 | ০৮ মার্চ ২০১৫ ০০:১৫580936
  • গোল গোল করে ঘোরা। বেশীরভাগ টইতে যেমন হয় ঃ-)
  • Tim | 188.91.253.190 | ০৮ মার্চ ২০১৫ ০০:৩১580938
  • একক কনসেন্ট্রেশন ক্যাম্প চালানোর কথা বলছে আসলে।
    আর কী কী আসে দেখি!
  • একক | 24.99.215.247 | ০৮ মার্চ ২০১৫ ০০:৩৫580939
  • টিম

    এইখানেই বারেবারে গ্যাপ রয়ে যায় । একক বলছে সবাই সন্দেশ খাক । সবাইকে সন্দেশ বন্টন করে দেওয়া হোক নয় । প্রাইভেট রান জেইল সেন্ট্রালি মনিটরড নয় । ওই একটা জায়গা পুরো পার্থক্য টা গড়ে দেয় :) মাইন পুঁতছি , মরা নয় ।
  • pintu | 105.211.229.158 | ০৮ মার্চ ২০১৫ ০০:৫৬580940
  • জেলে ঢোকালেই বিচারক কমিশন পাবে? তাহলে তো আমি বিচারক হব। পুলিশকে বলব - এই, আমার এজলাসে মামলা এলেই কমিশনের অর্ধেক পাবে। তারপর, আসামীকে বলব - এই ব্যাটা, জেলে যাবি? না ঐ কমিশনের চেয়ে বেশী টাকা আমাকে দিবি?

    ওঃ, কি আনন্দ হচ্ছে।
  • pi | 127.194.4.213 | ০৮ মার্চ ২০১৫ ০১:১৩580941
  • গুরুতে নানা সময়ে করা কিছুজনের অল্প কিছু উক্তি রইলো। জননাঙ্গ কাটা ইঃ আরো অনেক কিছু তুলিনি।

    'পাব্লিক ফাঁসিই হোক তবে। অন্তত তার ছটফটানি দেখলে কিছু ভবিষ্যত রেপিস্টের হাত পা ঠান্ডা হবে
    --
    এখনো কি আপনাদের মনে হয় না যে এই অপরাধীগুলোকে বিভৎসতম শাস্তি দেওয়া উচিত? মনে হয় না এদের দিল্লীর রামলীলা ময়দানে খুঁটির সাথে বেঁধে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা উচিত। আর সেটা সারা দেশে লাইভ টেলিকাস্ট করা উচিত।
    --

    আমি মানবিক হতে চাই না । আমি রাম সিং দের তিলে তিলে যন্ত্রনা দায়ক মৃত্যু দেখতে দেখতে উল্লাস করতে চাই। আর ধর্ষক দের চোখে ভয় আতঙ্ক দেখতে চাই। আর মানবতাবাদী দের বলতে চাই মেয়েটার সুস্থ জীবন কি ওরা ফেরত দিতে পারবে ? না পারলে ফোট্ বে

    ---

    এদের জেন্ডার চেঞ্জ করে পতিতা পল্লীতে চালান করা হোক ।
    রোজ রাতে ধর্ষিত হোক।

    ---

    আর হ্যাঁ কল্লোলদা - আমি কোনো রাগ থেকে লিখছি না। বারবার রাগের কথা আসছে কেন? আমি একটা সমাধানের আশা করছি। আজ একটা মশা নাকের সামনে উড়লে ্যেমন আকটা চাপড় মেরে শেষ করব, রামসিং বা ওর সঙ্গিরা আমার সামনে এলে,ঠিক সেইরকম ভাবলেশহীন ভাবেই আমি ওর গায়ে কেরোসিন ঢেলে দেশলাই জ্বেলে দেব, বা মুখের ওপর acid এর বোতল উপূড় করে দেব, একটুও রাগ হবে না, প্রেসার বাড়বে না । আপনার সাথে গল্প করতে করতেই করতে পারি। অকারণ রাগ নিয়ে ভাবছেন কেন কে জানে।
    --------
    কেন তুললাম ? নাগাল্যাণ্ডের ঘটনার পরে প্রচণ্ড ভয় ধরে গেছে। নির্ভয়ার ঘটনার মতই। এসব মন্তব্যগুলো পড়লেও এখন ভয় করে। মুকেশ বা ওর উকিলের বক্তব্যের মতই। শুধু ভয়ই না ...
  • | | 127.194.212.10 | ০৮ মার্চ ২০১৫ ০১:২৫580942
  • এটা কি ঠিক হল? নিক পাল্টে লেখে না বলে ...
  • একক | 24.96.90.221 | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০580945
  • উকিল একজন ব্যবহারজীবি । রেজিস্টারড আইনব্যবসায়ী । সে যা খুশি বলতে পারে আর পাঁচজনের মতই । আবার তার কোনো কথায় কারো ফোস্কা পড়লে উল্টে মামলাও করতে পারে অন্য উকিল মারফত । আলাদা করে উকিলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুজুগটা বোকা বোকা ।

    মুশকিল অন্যত্র । এইযে বল্লুম "অন্য উকিল মারফত" মামলা করতে পারে এটা প্রকৃত প্রস্তাবে করা যায়না । কারণ ওকালতি একটি ভয়ঙ্কর লবি কেন্দ্রিক ক্রনি ব্যবসা । এখানে হায়ারার্কি সাংঘাতিক । হাইলি পলিতিসায়সড এবং কেও লবি কে ঘাঁটায় না । জুনিয়র উকিল রা কুকুর-বেড়ালের মত লাইফ কাটায় এবং আইদার কর্পোরেটে জয়েন নইলে সিনিয়র ধরা না থাকলে কেস না পেয়ে বেঘোরে মরে । প্রচুর ওকালতি কলেজ বাড়িয়েও এই সমস্যার সমাধান হয়নি । এতরকম সার্ভিস ওপেন বিসনেস মডেলে আসছে কিন্তু ওকালতি আসেনা । কাজেই কে কী কথা বলতে "পারেন" না "পারেন না" সেটার চেও বড় ব্যাপার সমাজে একটা পেশার লোক প্যারালাল পাওয়ার লবি চালাচ্ছে সমাজেরই অপরাধপ্রবণতা কে ইস্যু করে । সেইখানটায় ভীমরুল ছেড়ে দেওয়া দরকার । নইলে কোনদিনই এক উকিলের বিরুদ্ধে আরেক উকিলকে লড়িয়ে দেওয়া যাবেনা । নামজাদা কিছু উকিল প্রফেশনের পবিত্রতা নিয়ে মিডিয়া তে বাইট দেবে তারপর বাইরের লোক বেড়িয়ে গেলে নিজেদের মধ্যে খ্যা খ্যা করবে ।
  • pi | 127.194.4.213 | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০580944
  • উকিলের কাজ কতটা কী অসাংবিধানিক , এই নিয়ে আজ প্রচুর তর্ক হল।
    কাল এই উকিলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বলে একটা পিটিশন ঘুরছিল, তাতেও মামু কিছু আপত্তি জানিয়েছিল। জানিনা, ঠিক কোন গ্রাউণ্ডে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
    ডিঃ কথাগুলো ভীষণরকম আপত্তিকর , তাই নিয়ে কোনোই তর্ক নাই, কেবল জানতে চাইছি, উকিল বলেই কি কেউ এরকম কথা বলতে পারেন না, নাকি উকিল হিসেবে পারেন না ? নাকি কোন প্রফেশনের লোকই ?
  • a x | 60.171.26.111 | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০580943
  • হাহাহাহাহা ঃ-))
  • riddhi | 117.217.133.50 | ০৮ মার্চ ২০১৫ ০৩:১৩580947
  • নাহ, যাস্ট গোলগোল করে ঘোরা না। "ততক্ষনাত দলপতির নির্দেশে এক আখাম্বা আদিবাসী সেই বিদেশীর প্যান্টুল টেনে নাবিয়ে বীভত্সভাবে গুলুগুলু করতে থাকে ।" এটার মানে কি?
  • cb | 120.32.7.222 | ০৮ মার্চ ২০১৫ ০৬:২১580948
  • রিদ্ধি নিশ্চয় জানে ওটা কি, জাস্ট হারামীগিরি করছে :)

    আমরা ওটা pongo till death বলতাম
  • sch | 113.42.159.136 | ০৮ মার্চ ২০১৫ ০৭:০০580949
  • @রঞ্জনদা
    আপনি একটু ভুল বুঝেছেন - আমার পোস্টটা আপনাকে লেখা না - শুধু প্রথম প্যারাটুকু। বাকিটা জেনারেল। আমি আপনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি নি আপনি কি করবেন

    তবে এই ডাবল স্ট্যান্ডার্ডগুলো খুব মজার লাগে। একজন উপাধ্যক্ষকে বা কারখানার মালিককে রাতভোর ঘেরাও করলে সেটা আন্দোলন আর একজন আইন ব্যবসায়ী মেয়েদের অপমান করলে, তাকে ক্ষমা না চাওয়া পর্যন্ত শান্তিপুর্ণ অবস্থান ঘেরাও করলে সেটা "ক্রিমিনাল"

    আর আপনি আপনার বন্ধু বান্ধব বাড়ির লোকজনদের কি শেখালেন সেটা নিয়ে কোনো আগ্রহ নেই - কারণ তারা কেউ মনে হয় না মুকেশের মতো পোটেনশিয়াল রেপিস্ট। কতগুলো ডিফারেন্স কখনো ভেবে দেখেছেন ?

    ১) মেরিটাল রেপও রেপ
    ২) একজন মেয়ে যখন তার আত্মীয় বন্ধুবান্ধব মহলে দিনের পর দিন মোলেস্টেড হয় তখনও সেটা খুব জঘন্য অপরাধ
    ৩) কিন্তু একটা মেয়েকে যখন একদল লোক গণ ধর্ষণ ক'রে তার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় আর তার পরেও নিজেদের জাস্টিফাই করে তখন সেটা কিন্তু ওই ১ আর ২ কে বীভৎসতায় ছাড়িয়ে যায়।

    ওই ১ আর ২ এর জন্যে কিন্তু ফাঁসি বা নৃশংস ভাবে মৃত্যু দাবী করব না ।তাদের শাস্তি দাবী করব। কঠিন শাস্তি। সংশোধন হবে কি না তার জন্যে আগ্রহ নেই... কিন্তু সমাজের বাইরে তারা থাকুক এটাই চাইবো

    আর যে উদাহরণটি দিয়ে আপনি ব্যক্তিগত ক্ষমাশীলতার পরকাষ্ঠা প্রমাণের চেষ্টা করছেন সেটা ৩ এর অন্তর্গত নয়।
    নির্ভয়ার বাবা মা,মুম্বাই মিল ঘটনায় মেয়েটির মা (এবং আরো সাম্প্রতিক ঘটনার পরিবারের মানুষেরা), সবাই কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বারবার তাদের সন্তানের ওপর যারা নির্যাতন করেছে তাদের ফাঁসি চেয়েছেন। মে বি তারা আপনার মতো শিক্ষিত নন বলেই এই ধরণের "ক্রিমিনাল" মানসিকতায় ভোগেন

    @পাই, Date:08 Mar 2015 -- 01:13 AM, যে কোটগুলো করলেন, সব কিন্তু আমার করা নয়। যখন এত খেটে উদ্ধৃতিই দিলেন, তখন নিকগুলো দিয়ে দিলেই পারতেন - তাই না ?

    আমার ধারণা ছিল গুরুতে তক্ক হয় বক্তব্যের ওপর - একজনের বক্তব্যের ট্রেট ধরে তাকে ব্যক্তি আক্রমণ করে নেয়। কেউ মনে করছেন অপরাধীকে বাসন মাজানো উচিত আমি মনে করছি ফাঁসি দিয়ে লাইভ টেলিকাস্ট করা উচিত। ইচ্ছে করলে পেছনের পাতা ঘেটে আমার বক্তব্যের কন্টেক্সট ইত্যাদি নিয়ে ঝগড়া চালানো যেত। কিন্তু অত অবান্তর কাজ করার কোনো ইচ্ছে নেই।

    আর আমি একবারও বলি নি যে বাসন মাজার পর আমি লাইভ টেলিকাস্টের দাবী করছি। আমি আবারও বলছি এই নৃশংস অপরাধীদের "শোধন" করার শান্তির সুললিত বাণী যতবার আসবে আমি তার বিরুদ্ধে আমি বক্তব্য রাখব । পরিবর্তিত নিজেল আক্কারা কতোটা পরিবর্তিত আমার অল্প ধারণা আছে ...............

    আর
    "আমি আগেই স্বীকার করেছিলাম আমি এখন আর ফাঁসিতে বিশ্বাস করি না।।।কল্লোলদার সাথে একাধিক মিনিময়ের পর আমি ফাঁসির অসারতা বুঝেছি।'
    - এই কথাটা শ্লেষাত্মক ছিল - বোঝানোর প্রয়োজন মনে করি নি। যেটুকু বলি নি তা হল আমি সত্যিই মনে করি না ফাঁসি এদের জন্য যথেষ্ট - তার থেকেও কোনো কঠিন শাস্তি দরকার।

    একজন লোক একা একটি মেয়েকে সুযোগ পেয়ে ধর্ষণ করল - তারপর ধরা পড়ার ভয়ে তাকে খুনও করল, আর একদল লোক একটা মেয়েকে ধর্ষণ করে ছিড়েখুড়ে তার শরীরের ইন্টার্নাল অর্গান বের করে দিল কারণ মেয়েটি প্রতিবাদ করেছিল - এই দুয়ের শাস্তিই যদি ফাঁসি হয় মনে হয় না সেটাকে জাস্টিস বলা যাবে।

    সমস্যা হচ্ছে এখানে আপনারা ফাঁসি বিরোধী মত প্রচার করবেন ঠিক করে নিয়েছেন - কাজেই তার বিরুদ্ধে বক্তব্য এলে সেখানে ব্যক্তি আক্রমণের রাস্তা নেবেন, যতক্ষণ না সেই বক্তব্য বন্ধ হয় -

    বুঝলাম।
  • কল্লোল | 125.242.128.185 | ০৮ মার্চ ২০১৫ ০৮:০৬580950
  • নাগাল্যান্ডের ঘটনা।
    http://www.anandabazar.com/national/dimapur-nagaland-assam-sharif-farid-1.121799
    খেয়াল করুন - অভিযোগের ১১ দিন পরেও ধর্ষণের প্রমান মেলেনি।
    নিন এবার আনন্দ করুন। ধর্ষণ বন্ধ হলো বলে।
  • LB | 127.194.225.153 | ০৮ মার্চ ২০১৫ ০৮:১৩580951
  • "মেয়েদের জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব বললে গ্রেপ্তার।আর যে শুভাকাঙ্খীর দল তা টিভিতে প্রচার করছে তাদের জন্য?না পিতার বিরুদ্ধে কিছু বলা ঠিক হবেনা"

    এইটা কি সিরিয়াস পোস্ট? ধন্দে পড়ে গেলাম।
  • sch | 113.42.159.136 | ০৮ মার্চ ২০১৫ ০৮:৪৮580952
  • বারবার নাগাল্যান্ডের কথাটা আসছে কেন বুঝতে পারছি না - কেউ কি কোনো বক্তব্যে নাগাল্যান্ডের ঘটনাটা জাশ্তিফাই করার চেষ্টা করেছে?
    আর এটা যে নাগা অনাগা বিরোধ, অন্য কারণেও হতে পার - এরকম একটা কথাও বললাম মন এহয় গোড়ায়।
    নিজের বক্তব্যের সমর্থনে এই বারবার নাগা প্রসংগ টানাটা তো অর্ণব গোস্বামী মার্কা irrationality.
  • adhuli | 24.202.186.111 | ০৮ মার্চ ২০১৫ ০৯:৩৬580953
  • সেই এক গোলাকৃতি ঘোরা চলছে এখনো ---!!!!! নাগাল্যান্ড এর ঘটনার পরে কেও কি ক্লেম করেছে ধর্ষণ বন্ধ হবে ? সোজা বাংলায় একটা কথা বারবার বলা হচ্ছে, যদি আইনের শাসন না থাকে , তাহলে ফ্রুস্টাতেদ পাবলিক নিজের হাতে আইন তুলে নেবে , যেতা আল্রিয়াদ্য় হচ্ছে নানা জায়গায়্রে, তাতে নিরীহ লোকের মরার চান্স অনেক বেশি, সেটা অনেক বেশি বিপদের । আইনের সুশাসন এই জন্যই দরকার যাতে সেটা না হয়। ধর্ষকরা যদি জানে ধর্ষণ এর মত অপরাধ করলে শাস্তি পেতে হবে, এক-ই ভাবে পাবলিক যদি জানে গণহত্যা করলেও শাস্তি পেতে হবে, তখন ১০০-২০০ লোক মিলে একজনকে পেটাবে না। আইনের শাসন মানে শুধু ধর্ষক দের শাস্তি নয়, যেকোনো আইন ভঙ্গকারীদের শাস্তি, সেটা আর কি ভাবে বোঝানো সন্ভব-? বাংলা এত জটিল ভাষা, এতদিন জানা ছিল না।
  • কল্লোল | 111.63.84.228 | ০৮ মার্চ ২০১৫ ১০:১৮580954
  • Name: schIP Address : 113.42.159.136 (*) Date:08 Mar 2015 -- 08:48 AM
    বারবার নাগাল্যান্ডের কথাটা আসছে কেন বুঝতে পারছি না - কেউ কি কোনো বক্তব্যে নাগাল্যান্ডের ঘটনাটা জাশ্তিফাই করার চেষ্টা করেছে?

    আপনি নাগাল্যান্ডকে জাস্টিফাই করেছেন।
    Name: sch IP Address : 113.42.159.136 (*) Date:08 Mar 2015 -- 07:00 AM আমি সত্যিই মনে করি না ফাঁসি এদের জন্য যথেষ্ট - তার থেকেও কোনো কঠিন শাস্তি দরকার।
  • pi | 127.194.4.213 | ০৮ মার্চ ২০১৫ ১০:২০580955
  • ব্যক্তি আক্রমণ ? কোথায় ? কীভাবে ? কারুর পোস্ট পেস্ট করলে ব্যক্তি আক্রমণ হয় !!
    আর আমি কোথায় বলেছি, যে আপনার নিকের লেখাই তুলেছি বা তুলবো ? খুব স্পষ্ট লেখা আছে, নানাজনের নানাসময়ের বক্তব্য রয়েছে। আর ব্যক্তি ইম্পর্ট্যান্ট নয়, বক্তব্য, সেজন্যই তো নিক দেওয়া হয়নি। শুধু আপনার বক্তব্যও তোলা হয়নি।
    যেখানে আপনার বক্তব্য কোট করা দরকার মনে করেছি, কারণ আপনার অব্স্থান ঘাঁটা লাগছিল, সেখানে করেওছি, আপনাকে উদ্দেশ্য করেই বলেছি। যেখানে দরকার মনে হয়নি , করিনি। ঠাকুরঘরে কে সিনড্রোম থেকে কেউ ওগুলো নিয়ে লিখবে ভাবিনি তো।

    এগুলো কিছু নমুনা, কারণ এখানে অনেকেই বলেছেন, কোন প্রতিশোধমূলক বা খুব ভয়াবহ কিছু বা আইন হাতে তুলে নেওয়া তো চাওয়া হয়নি। বা স্বর্ণেন্দু জিগেশ করেছিল, এধরণের কিছুও এখানে কেউ সমর্থন করেন কিনা বা এরকম কিছু। আর বিশেষ করে নাগাল্যণ্ডের ঘটনার পরে উপরের উক্তিগুলো নিয়ে সত্যিই ভয় হয়। এই বক্তব্যগুলো নিয়ে ( কে বল্লেন সেটা জরুরি নয়) তর্কের দরকার আছে বলে মনে হয়। আলাদা করে আপত্তি জানানোর প্রয়োজন আছে বলে মনে হয়। কারণ এওগুলোর সাথে ঐ ঘটনার মবের মানসিকতাকে খুব আলাদা করে ভাবতে পারিনা। ঐ উক্তিগুলোর মধ্যে রাগ, প্রতিশোধস্পৃহা, প্রতিহিংসা চরিতার্থতা, এই এলিমেন্টগুলোই বেশি আছে বলে মনে হয়। মধ্যযুগীয় বর্বরতায় ফিরে যাওয়া। হতে পারে, খুব রাগ থেকে ইন্স্ট্যান্ট এরকম মনে হচ্ছে, কিন্তু সেই ব্যাপারটা মবের ক্ষেত্রেও সত্যি।

    ডিঃ , এর মানে কখনোই এই নয়, যে যাঁরাই ফাঁসি চাইছেন, তাঁরাই এগুলোকেও সমর্থন করেন।

    আর হ্যাঁ, 'যতবার লোকজন বাসন ধোয়াতে চাইবে - ততবার লাইভ টেলিকাশটের দাবী করব। পয়েন্টোয়াইজ কাউন্টার।'

    প্রথবার যখন লাইভ টেলিকাস্টের দাবি করেন, তার আগে কোন বাসন ধোয়ানো ছিলনা , এটাই বক্তব্য ছিল। ওটা আপনি এমনিই চান। এখন ঘেঁটে দিতে চাইলে দিতেই পারেন।
  • pi | 127.194.4.213 | ০৮ মার্চ ২০১৫ ১০:২২580956
  • আর এবার নাম করেই জানতে চাই।
    sch, এই পোস্টটা আপনারই ছিল। না, আমি এর সাথে নাগাল্যাণ্ডের পার্থক্য দেখতে পাইনি।

    'মনে হয় না এদের দিল্লীর রামলীলা ময়দানে খুঁটির সাথে বেঁধে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা উচিত। আর সেটা সারা দেশে লাইভ টেলিকাস্ট করা উচিত।'
  • ranjan roy | 24.99.17.103 | ০৮ মার্চ ২০১৫ ১০:৩৩580958
  • sch,
    আপনার করা সেই পোস্টটি আবার তুলে দিচ্ছিঃ
    "রঞ্জন-দা আমার এফ এম শোনার অভ্যেস নেই, থাকলে ওই জকিকে মেলে লিখতাম জিগেস করুন তো যদি ওই উকিলের বাড়ির সামনে লাখ খানেক লোক মাস খানেক অবস্থান ধর্মঘট করেন (ক্যালানোর কথা বলি নি - প্লিজ নোট করবেন), ওনার বাইরে বের হওয়া বন্ধ করে দেওয়া হয়, উনি তিলে তিলে অনাহারে শুকিয়ে যান; তাহলেও কি উনি নিজের বক্তব্যকে সঠিক বলে মানবেন ??

    অন আ সিরিয়াস নোট যদি সত্যিই ওই উকিল নিজের সমর্থনে অনেক মেল পেয়ে থাকেন তাহলে সমাজের অনেক লোকেই এই রাপকে অন্যায় বলে মনে করছেন না, তাই তো? আচ্ছা এদেরকে কি ভাবে বসলানোর কথা আপনারা ভাবছেন? এরা নিজেরা হয়তো রেপ করবেন না কিন্তু নিজেদের ছেলেমেয়েকে এই কাজটা জঘন্য অপরাধ এই শিক্ষাও দেবেন না । তাই তো? এই ভারতবর্ষকে কি ভাবে শিক্ষিত করবেন?
    একটু স্পেশিফিক জানতে চাই। মানে কি করে ধরুন আরো পাঁচ বছরে এদের মেন্টালিটি বদলাবেন? অর্ণব গোসেয়ামীর প্রোগ্রাম দেখিয়ে,মোমবাতি মিছিলের লোকসংখ্যা দেখিয়ে, নাকি কনিটিনিয়ুইং এদুকেশান প্রোগ্রাম করে?"

    --- এর থেকে আমি যদি বুঝতে না পারি যে শুধু প্রথম প্যারাটি আমার জন্যে তাহলে কি আমার অক্ষমতা? বিশেষ করে রেডিও জকি ও উকিলের মেল পাওয়া নিয়ে এই টইয়ে শুধু আমিই লিখেছিলাম, আর কেউ নয়?
    আর এই যে "একটু স্পেশিফিক জানতে চাই। মানে কি করে ধরুন আরো পাঁচ বছরে এদের মেন্টালিটি বদলাবেন?" এটা কি ব্যক্তিকে লেখা না সমষ্টিকে?

    উক্ত পোস্টে স্পষ্টতঃ আমার নাম করে আমার ব্যক্তিগত অবস্থান "স্পেসিফিক" জানতে চাওয়া হয়েছে বলেই আমিও "স্পেসিফিক" কিছু লিখেছি।

    এ নিয়ে আর বাক্যব্যয় করতে আগ্রহী নই।
    কে শিক্ষিত আর কে অশিক্ষিত এ নিয়ে কথা বলা অপ্রাসংগিক এবং অনাবশ্যক। আমি শিক্ষার্থী মাত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন