এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিয়ে বা অন্য কোন সামাজিক অনুষ্ঠানে রিচুয়াল ভালো নাকি খারাপ?


    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১৪ | ৮৪৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | 131.241.127.1 | ২২ জানুয়ারি ২০১৪ ১১:৫৭628707
  • বিয়ে অর নো বিয়ে, খাওয়াদাওয়া থাকছেই। ওটি বন্ধ করে দিলে আমারও বিপ্লবীসত্ত্বা ঘুমিয়ে পড়বে।
  • jhiki | 113.10.66.10 | ২২ জানুয়ারি ২০১৪ ১২:০২628708
  • বললে কি পাবো? যে যে ঝামেলা আর আর্থিক ক্ষতি হয়েছে, সেগুলো তো কমপেনসেট হবে নাঃ)
    আর ছোট ছোট ঘটনা নিয়ে সাতকাহন করা আমার জঁর নয়, ভালো ও লাগে না।
    তবে বটম লাইন হল এখন আমি কোনো পরিচিতর স্ট্রং রেফ ছাড়া বাড়ী ভাড়া দিই না।
  • sosen | 24.139.199.11 | ২২ জানুয়ারি ২০১৪ ১২:০৮628709
  • তাইলে কি ঠিক হলো। আম আদমী কি জন্য বিয়ে করে? সিকিউরিটির জন্য? লিগ্যাল না ইমোশনাল? নাকি দুটোই? নাকি ছেলেপুলের উত্তরাধিকার ডকুমেন্ট করার জন্য? নাকি সেরেফ বিনোদন?

    আমার প্রশ্ন হলো, এর কোনটা বিয়ে না করলে করা সম্ভব না?
  • Tim | 188.91.253.21 | ২২ জানুয়ারি ২০১৪ ১২:১৪628711
  • আম আদমি বিয়ে করার মাধ্যমে বিভিন্ন প্রকারের ফাইটিং অ্যাভয়েড করে (ক্ষি আয়রনিকাল!!) বা করার চেষ্টা করে।
  • bratin | 122.79.36.2 | ২২ জানুয়ারি ২০১৪ ১২:১৪628710
  • দেখো বাপু সব তুলে দাও চাপ নেই। কিন্তু বিয়ে তে খাওয়া দাওয়া তোলার কথা বলেছো তো আমি ছেড়ে কথা কইবো না। এই স্পষ্ট বলে দিল্ম। ;)))
  • sosen | 24.139.199.11 | ২২ জানুয়ারি ২০১৪ ১২:১৬628713
  • অরবিন্দ -ও-ও-ও
  • lcm | 118.91.116.131 | ২২ জানুয়ারি ২০১৪ ১২:১৬628712
  • অরোবিন্দোকে জিগ্গেস করো
  • Bhagidaar | 218.107.71.70 | ২২ জানুয়ারি ২০১৪ ১২:১৮628714
  • বিয়ের খাওয়া দাওয়া তো ছেলের বাড়ি মেয়ের বাড়ি দু পক্ষেই হয়!
  • sosen | 24.139.199.11 | ২২ জানুয়ারি ২০১৪ ১২:৩৭628715
  • সম্পত্তির উত্তরাধিকার নিয়ে গল্পটা আদৌ চলে না বোধহয়।
    "চিলড্রেন আউট সাইড ওয়েডলক" মায়ের সম্পত্তির ন্যায্য উত্তরাধিকারী।
    বাবার সম্পত্তির উত্তরাধিকারী করার জন্য সামান্য একটা আইনি প্রসিডিওর লাগে। ইচ্ছুক বাবারা তা সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই করে নিতে পারেন।
    অনিচ্ছুক বাবারা বিবাহজাত সন্তানকেও স্বোপার্জিত সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন। মা-ও পারেন।

    এবার প্রশ্ন আসে paternal inheritance প্রাচীন রুল যদি সেই মেনেই চলি, তবে এই রিচুয়াল -এর বিরুদ্ধে চেঁচামেচি কি একটা আংশিক লড়াই হয়ে যাচ্ছে না?
  • সিকি | 135.19.34.86 | ২২ জানুয়ারি ২০১৪ ১২:৪১628717
  • সোসেন বলল বলে মনে পড়ল। মহারাষ্ট্রে নাকি গুজরাতে কদিন আগেই এক প্রাক্তন কংগ্রেসী তাঁর স্থাবর অস্থাবর মিলিয়ে ছশো কোটি টাকার সম্পত্তি তাঁর পরিচারিকার নামে লিখে দিয়ে গেছেন।
  • সে | 203.108.233.65 | ২২ জানুয়ারি ২০১৪ ১৩:২৭628718
  • পুরোটা পড়িনি তবে বিয়েশাদিঅন্নপ্রাশনশ্রাদ্ধপৈতেব্যাপটাইজেশন ইঃ তে লোভীর মতো রাক্ষুসে খাওয়া দাওয়া বড্ড অমানবিক লাগে। রিচুয়ালে (খাওয়া বাদ) খরচ কম কিন্তু সবাই তো প্রতিমাসে লাখে লাখে টাকা কামায় না (বস্তুতঃ যারা এই সাইটে সংখ্যালঘু কিন্তু আসলে তারাই সমাজে সংখ্যায় বিপুল) তাই তাদের খুবই অসুবিধে হয়। এক দিনে (সন্ধ্যেয়) এক দঙ্গল লোকের খাবারের লোভ নিবৃত্তি করতে সেই মানুষগুলোর নাভিশ্বাস ওঠে। ধার দেনা করতে হয়। "আনন্দ" করে যারা খাচ্ছে। যারা তার খরচ জোগায় তাদের দিকটা দেখা দরকার নয় কি?
  • aranya | 154.160.5.25 | ২২ জানুয়ারি ২০১৪ ১৩:৪১628719
  • সে-কে অনেক ক
  • lcm | 118.91.116.131 | ২২ জানুয়ারি ২০১৪ ১৩:৫২628720
  • ধুস, খাওয়া দাওয়া ছাড়া দুনিয়ার কোনো অনুষ্ঠান হয় নাকি - বিয়েশাদি, জন্মোদিন, মৃত্যুনুষ্ঠান, ছটপুজো, থ্যাংক্সগিভিং, গৃহপ্রবেশ --- আনন্দ, দুঃখ, বর্ষপূর্তি --- সবেতেই খাওয়া আছে।
  • aranya | 78.38.243.161 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:০৩628721
  • যাদের আর্থিক ক্ষমতা আছে, খাওয়াতেই পারে, গরিব লোকদের ওপর একটা বাধ্যতামূলক চাপ হয়ে যায়
  • Tim | 188.91.253.21 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:০৭628723
  • আইন করে পীয়ার প্রেশার আটকানো যাবে?
  • sosen | 24.139.199.11 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:০৭628722
  • কে দেখবে? কি করে দেখবে?
    এই আলোচনার মাথামুন্ডুলেজ কিছু খুঁজিয়া না পাইয়া আমি অবসর গ্রহণ করিলাম। যেদিকেই নিয়ে যাই শ্যাষে গরুররচনা
  • Tim | 188.91.253.21 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:০৯628724
  • কি দেখার কথা হচ্চে?
  • sosen | 24.139.199.11 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:১৫628725
  • ওই যে যারা বিয়ের খরচ জোগায় তাদের দিকটা দেখা
  • Tim | 188.91.253.21 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:১৭628726
  • হ্যাঁ, ওটাই তো। পীয়ার প্রেশার আটকাবে কি করে? নতুন ট্রেন্ড আনা যেতে পারে, যে বিয়েতে ভালো খাইয়ে খোরাক হলো লোকজন। তাহলে আস্তে আস্তে কমিয়ে দিলেও দিতে পারে।
  • সে | 203.108.233.65 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:৩৭628728
  • কি একটা অতিথি সৎকার আইন যেন ছিলো ছোটোবেলায় দেখেছি বিয়ের নেমন্তন্নের কার্ডের ওপরে লেখা থাকত। সেটা গরুর রচনা নয়, ৫০ জন বা কাছাকাছি সংখ্যক অতিথি সৎকারের একটা আপার লিমিট। তাও লোকে (যারা পয়সাওয়ালা) লুকিয়ে বেশি করে লোককে নিমন্ত্রণ করত, সন্দেহজনক কেসে পুলিশ রেইড ও হয়েছে এমন শুনেছি। কবি সুকান্তের কোন একটা লেখায় এই ব্যাপারে লেখা হয়েছিলো (নাম মনে করতে পারছি না)। অনুষ্ঠানবাড়ীর সামনে রাস্তায় এঁটো কলাপাতার ওপর হুমড়ি খেয়ে ভিখারি ও কুকুরের লড়াই-এর চিত্রটা এখন কমে গেলেও তার মূল কারণ কেটারিং কোম্পানীগুলোর এঁটো সরিয়ে রাখার পৃথক বন্দোবস্ত। দারিদ্র্য বিলুপ্তি নয়।
    ব্যক্তিগতভাবে এই ভয়ানক খাবারের লোভ আমার (হ্যাঁ আমার) খুব অশ্লীল লাগে। আমি (হ্যাঁ আমি) এর মধ্যে "আনন্দে"র নাম গন্ধ খুঁজে পাই না। সেইসঙ্গে আস্তাকুড়ে রাস্তার কুকুর ভার্সেস আধল্যাংটা হাড়জিরজিরে কালোকেলো মানুষ(?)দের লড়াইও দেখেও না দেখার ভাণ করে সেই উৎসববাড়ীতে ঢুকে নির্লিপ্তের মতো হাসি আনন্দে "মেতে" উঠতে গা ঘিনঘিন করে। এ আমার (হ্যাঁ আমার) একান্তই নিজস্ব অনুভূতি।
  • Kaju | 131.242.160.180 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:৩৯628729
  • নবান্ন নাটকেও এরকম একটা দৃশ্য আছে বোধায়। আর ৫০ জনের আপার লিমিটের ব্যাপারটা।
  • Tim | 188.91.253.21 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:৫০628730
  • পঃ বঃ সরকারের অতিথি নিয়ন্ত্রণ আইন প্রযোজ্য- এই টাইপের কিছু লেখা থাকতো। ব্ল্যাক মার্কেটের দিনে।
  • sosen | 24.139.199.11 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:৫২628732
  • দুর্ভিক্ষের সময় খাবার বাঁচানোর জন্য এরকম তো হয়-ই। সেই যুক্তি দিয়ে রিচুয়ালকে ডিফেন্ড/abolish করা যায়না, যদি না একটা এরকম রিচুয়াল/আইন হয় যে বিবাহকালে দানখয়রাত করতে হবে বাধ্যতামূলক, কিংবা গরিব-দু:খীকে খাওয়াতে হবে। দারিদ্র্য বিলুপ্তির ব্যাপারটা কোত্থেকে এলো? যাঁরা বিয়েবাড়িতে খেতে যান তাঁরা খাবারের লোভে যান এটা অত্যন্ত অদ্ভূত কথা। যা খান তার কয়েকগুণ তারা যাতায়াত ও উপহারে খরচ করেন। সেই খাবার দাবারের , অন্যান্য আনন্দানুষ্ঠানের প্রয়োজন আছে কি না সেই আলোচনায় দারিদ্র্য বিলুপ্তির চাপ কোথা থেকে এলো?

    যখন অনেক মানুষ বস্তিতে বাস করেন কিংবা ফুটপাথে, তখন নিজেদের মাথার উপর ছাদ অশ্লীল লাগে না? গাড়ি, ডাইনিং টেবল, অন্যান্য খাদ্য, সুখাদ্য, বিয়েবাড়িতে না গেলেও? রাস্তার ছেলেপুলেরা যখন ডেনড্রাইট খেয়ে নেশা করে ভিক্ষে চেয়ে ফেরে, তখন নিজের সন্তানকে দামী স্কুলে পাঠানো অশ্লীল মনে হয়না?

    সবগুলোই একই রকম অশ্লীল। বিয়ের অনুষ্ঠানকে ওই যুক্তিতে যদি কনডেম করতে চান। বাকিগুলোকেও কনডেম করার জোর রাখতে হয় তাহলে।

    ও, কবিতাটা হলো- বিয়েবাড়ি , বাজছে সানাই, নানা রকম বাদ্য--
  • ম্যামি | 69.93.204.169 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:৫২628731
  • সে কে 'ক'। দুঃখের বিষয় এই যে, এই সহজ কথাটা বলতেও সাহস লাগে। এবং তা গুরুচন্ডালীর মত সমাজসচেতন জায়গায়।
  • Du | 230.225.0.38 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:৫৩628734
  • ব্ল্যাক মার্কেটের দিন টা আবার ফিরে এসেছে
  • সিকি | 135.19.34.86 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:৫৩628733
  • কলকাতার এখন নামকরা ভেট সার্জন কুণাল চক্রবর্তীকে চিনতে পারে কেউ কেউ। কুণাল আমার ইশকুলের বন্ধু। ছোট থেকেই কুকুরবেড়াল প্রেমী। সে তার বিয়েতে পাড়ার সমস্ত বেওয়ারিশ কুকুর বেড়ালদের লাইন ধরে ভোজ খাইয়েছিল। ইটিভিতে দেখিয়েছিল কেসটা।
  • ম্যামি | 69.93.204.169 | ২২ জানুয়ারি ২০১৪ ১৪:৫৮628735
  • সোসেন কে -- হ্যাঁ সমস্ত conspicuous consumption ই খারাপ লাগে আমার।
  • ম্যামি | 69.93.204.169 | ২২ জানুয়ারি ২০১৪ ১৫:০১628736
  • মাথার উপর ছাদ আর বিলাসবহুল বাড়ির মধ্যে কিছুটা পার্থক্য আছে।
  • Tim | 188.91.253.21 | ২২ জানুয়ারি ২০১৪ ১৫:০৩628737
  • ম্যামিদি, কিন্তু এগুলোর একটাও বাদ দেওয়া হোক বলে কিন্তু আমরা তর্ক করছিনা। আমার বাচ্চা বেসরকারির বদলে সরকারি স্কুলে পড়ুক আর যে পয়সাটা বাঁচলো সেইটা দিয়ে আরো কয়েকটা বাচ্চা স্কুলে যাক এইটা কাউকে করতে দেখিনি। এবং না করার জন্য সমালোচিত হতেও দেখিনি।
  • jhiki | 190.214.233.71 | ২২ জানুয়ারি ২০১৪ ১৫:০৯628739
  • অশ্লীল তো বুঝলাম, শ্লীল কোনটা? কোর্টে গিয়ে রেজিস্ট্রি করা আর একসাথে থাকতে শুরু করা? আমাদের অনেকটা তাই হয়েছিল বটে (খালি রেজিস্ট্রার বাড়ীতে এসেছিল আর ঘনিষ্ঠ কিছু আত্মীয়বন্ধুও খেয়েছিল)। কিন্তু এখন আমি মনে করি তাতে অনেক কিছু না পাওয়া থেকে গেছে। আমার ওপর মত চাপানোর মত কেউ কোনদিন ছিল না, যা চেয়েছিলাম তাই হয়েছিল। এখন মনে করি ভুল চেয়েছিলাম। জীবন একটাই, সেটা যতদূর সম্ভব বেঁচে নেওয়াই ভালো.....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন