এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিয়ে বা অন্য কোন সামাজিক অনুষ্ঠানে রিচুয়াল ভালো নাকি খারাপ?


    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১৪ | ৮৩২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • /\ | 69.160.210.2 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:২২628840
  • বিয়েটাও জঘন্য লাগে কী না?
  • a x | 138.249.1.198 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:২৪628841
  • সেতো আমার থিওরি আছেই, সে নিয়ে এখন আর লিখবনা। একেবারে প্রবন্ধ লিখব।
  • a x | 138.249.1.202 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:২৬628842
  • ইসলামিক বিয়েতে মাহের - বরপক্ষ কনেকে টাকা দেয় তো। এটা ভৌগলিক কারণে বা অন্য কোনো কারণে পরে সংযোজন কিনা জানিনা।
  • ম্যামি | 69.93.204.169 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:২৯628843
  • আমার মেয়ের বিয়েতে উপহার কেউ দেয় নি। ভালো করে বলে দেওয়া হয়েছিল যে আমাদের কথায় একজন দেবে না অথচ দেখবে আরেকজন দিচ্ছে, সেটা হয় না। কাজেই কেউই দেয় নি।
  • সে | 203.108.233.65 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৩১628844
  • যে ভদ্রলোক অপারেশন না হলে মারা যাবেন, তাঁকে অপারেশনের খরচ যোগানোয় বিন্দুমাত্র অসম্মান নেই। বরং আশীর্বাদ আছে।
    যে মেয়েটা লোনের টাকা শোধ করতে না পারলে ব্যাঙ্ক তার বাড়ি ক্রোক করে নেবে তাকে টাকা দেওয়ায় অসম্মান নেই।
    যে ছেলেটার ওষুধ কিনতে না পারলে চিকিৎসা বন্ধ হয়ে যাবে তাকে টাকা দেওয়ায় অসম্মান নেই।
    যে বাচ্চাটার টাকা ছাড়া পড়াশোনা হবে না তাকে টাকা দেওয়ায় অসম্মান নেই।
    এরা সেরে উঠলে খুব অল্প করে হলেও সমাজের পাপের বোঝা কমে যায়। বাচ্চাটা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক সেটাই কাম্য। সে যদি মানুষ হয় তবে ভবিষ্যতে হয়তো আরো কিছু শিশু পড়ালেখার অধিকার থেকে কম বঞ্চিত হবে।
    যেখানে গৃহযুদ্ধে সুনামীতে মানুষ গৃহহারা সেখানে চ্যারিটিতে কোনো অসম্মান নেই। একদম নেই।
  • Bhagidaar | 216.208.217.6 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৩৬628845
  • /\, আমি তো কনেপক্ষের বাড়ি গিয়ে আরো বেশি বেশি খাই। যে সব জিনিস কেটারার ঠিক করে একবার দেওয়া হবে, রিপিট হবেনা, সেগুলো আরো বেশি বেশি বার ডাকিয়ে আনি, যাতে কম পরে যায়। বরযাত্রী হলে তো আরই বেশি করি.।

    পাইরেসিও করি--- তা বলে কি রাজনীতি করব?
  • ম্যামি | 69.93.204.169 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৩৮628846
  • এ কী! ঠিক এই কথাটাই একটু আগে আমার কর্তা বললেন। 'সামনে দেখছ একজন জলে ডুবে মারা যাচ্ছে, তাকে বাঁচানোর চেষ্টা করবে না?'
  • ম্যামি | 69.93.204.169 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৩৯628848
  • সে যেটা বললেন, সেই প্রসঙ্গে বললাম।
  • সে | 203.108.233.65 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৩৯628847
  • ঃ-)
  • সে | 203.108.233.65 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৪০628850
  • বুঝেছি।
  • sosen | 192.66.0.195 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৪৩628851
  • প্রসঙ্গ এখন আমাজনে হারিয়ে গ্যাছে।
  • সে | 203.108.233.65 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৪৫628852
  • তাতে ক্ষতি কী?
  • শ্রাবণী | 69.94.105.147 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৪৮628853
  • স্যান, তোমার এখানকার কাজের লোক যদি হয়, আর বাঙালী যদি হয়, তাহলে ব্যাপারটা কিন্তু এত সিম্পল নয়।
    এদিকে কাজ করা মুসলিম মহিলারা বেশীরভাগ বাংলাদেশী হয় এবং এরা সেই আইডেন্টিটি লুকোতে শাঁখা পলার মত লাল সাদা চুড়ি পরে। আমরা বাঙালীরা অত দেখিনা বা বুঝে ফেলতে পারি বলে যে কোনো কারণেই হোক আমাদের কাছে অনেক সময় সত্যি পরিচয় (মানে ধর্মের, বাংলাদেশী কখনোই নয়) দিয়ে ফেলে (অবাঙালী বাড়িতে কখনো দেয় না) কিন্তু এই পরাটা শুধুমাত্র বাঁচার তাগিদে কোনো ধর্মীয় বা সামাজিক অনুশাসন থেকে নয়। (বিজেপির আমলে একবার এদের ধরে ধরে ফেরত ফাটানোর একটা ড্রাইভ চলেছিল এদিকে)।
    তখন সদ্য এসেছি, আমার একটি কাজের মেয়ে কাজ কম করত, এক অদ্ভুত বাংলা ডায়ালেক্টে আমাকে বকতই বেশী, খুব জাঁদরেল ছিল। একদিন বাথরুমে কাপড় ধুতে ধুতে হঠাৎ হাঁউমাউ করে কাঁদতে কাঁদতে দৌড়ে এল, সে আমাকেই কাঁদাত, তাকে এভাবে কাঁদতে দেখে খুব ঘাবড়ে গেছি, কী বলছে তাও বুঝতে পারছিনা। অনেক কষ্টে উদ্ধার করলাম, তার শাঁখা ভেঙে গেছে, সে বিনা শাঁখায় বাইরে যাবে কী করে, তাকে আমাকে এখুনি শাঁখা এনে দিতে হবে।
    আমি কী বলব, নতুন এসেছি, কোথায় বাঙালী দোকান কিছুই চিনিনা, নিজে জন্মে শাঁখা পরিনি। যত বলি কলকাতা গেলে এনে দেব তত সে শোনেনা................
  • শ্রাবণী | 69.94.105.147 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৪৯628854
  • *পাঠানোর
  • sosen | 192.66.0.195 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৫০628855
  • না ক্ষতি আর কি। বেশ হিন্দি সিরিয়াল টাইপ।
  • সে | 203.108.233.65 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৫২628856
  • খারাপ লাগছে?
  • san | 113.21.184.19 | ২২ জানুয়ারি ২০১৪ ২২:৫৮628857
  • বোঝো কাণ্ড ! এর আগে যিনি ছিলেন তিনি অবশ্য বাংলাদেশে বাড়ি বলেছিলেন , তারপর এক মাসের ছুটি নিলেন , কিন্তু আর এলেনই না !
  • san | 113.240.235.67 | ২২ জানুয়ারি ২০১৪ ২৩:০১628858
  • ইন ফ্যাক্ট তিনি বলেছিলেন কাজের খোঁজে বর্ডার পার করে চলে এসেছিলেন কোনো এক দলের সঙ্গে , তারপর ১৭ বছর পেরিয়ে গেছে আর বাড়ি ফেরা হয় নি।
  • শ্রাবণী | 69.94.105.147 | ২২ জানুয়ারি ২০১৪ ২৩:১৯628859
  • আমাকে একজন বলেছিল যে এক তো হিন্দুরা কখনো শাঁখা পলার জায়গায় প্লাস্টিক পরবেনা, পরে যারা আমার বাড়িতে এখন কাজ করে দেখেছি, ওরা ঠিকঠাক শাঁখা পরে, গ্রামের শাঁখারীর থেকে একজোড়া বেশী এনে রাখে, এব্যাপারে খুব পার্টিকুলার। আর হচ্ছে শাঁখা পলার একটা অর্ডার আছে (কার কোলে কে), সেটাও হিন্দু মেয়েরা ভুল করেনা অথচ এরা করে যেটা যেভাবে পারে গলিয়ে নেয়!
    তোমাকে তাও বাংলাদেশ বলে আমি অনেক জোর করেও বার করতে পারিনা সেটা বোধহয় আমরা বাড়িতে হিন্দি বলি দেখে ওরা আমাকে পুরোপুরি বিশ্বাস করেনা। বাড়ি সবসময় মালদা বালুরঘাট মুর্শিদাবাদ কিন্তু একটু খুঁটিয়ে প্রশ্ন করলে পঃ বঙ্গের ভুগোলে গোল পাবে। আমি ফরাক্কায় ছিলাম, ওদিক চিনি বললে আরো নার্ভাস হয়ে উল্টোপাল্টা বলে!
    ভীষন খারাপ লাগে। তবে একটা জিনিস দেখেছি, এদেশী হিন্দু যারা কাজের লোক তারা কিন্তু এদের সত্যিটা জানে এবং খুব সহজে অ্যাক্সেপ্ট করে, বন্ধুত্বও আছে। আমাকে আবার বলেও দেয়, ওই রীনা তো মুছলমান!
    আমার ধারণা এই শাঁখা বা সিঁদুর পরা ব্যাপারটা ওরা ঠিক পছন্দ করেনা ও মন থেকে মেনে নেয় না, বাধ্য হয়ে কোনো কাজ করলে যা হয়!
  • সে | 203.108.233.65 | ২২ জানুয়ারি ২০১৪ ২৩:৩৯628861
  • এরকম শাঁখা সিঁদুর পরা হিন্দু আনম্যারেড কাপল ও আছে কোলকাতায়। বাড়ি ভাড়া পেতে সুবিধে হয় এতে।
  • ম্যামি | 69.93.204.169 | ২৩ জানুয়ারি ২০১৪ ০০:০৯628862
  • সে
    মালায়লি সাহিত্যে পুরষ্কারপ্রাপ্তা কবির নামটি জানতে চাই।
  • সে | 203.108.233.65 | ২৩ জানুয়ারি ২০১৪ ০০:১১628863
  • ওঁর অনুমতি নিয়ে তবে জানাবো কেমন?
  • ম্যামি | 69.93.204.169 | ২৩ জানুয়ারি ২০১৪ ০০:২৭628864
  • আচ্ছা।
  • a x | 138.249.1.206 | ২৩ জানুয়ারি ২০১৪ ০০:৫৩628865
  • শাঁখা সিঁদুর না পরা ম্যারেড কাপলদের বাড়ি ভাড়া পেতে অসুবিধে হয়?
  • Atoz | 161.141.84.164 | ২৩ জানুয়ারি ২০১৪ ০১:০৬628866
  • ভীষণ। হাজারো প্রশ্ন নাকি করে।
  • S | 139.115.2.75 | ২৩ জানুয়ারি ২০১৪ ০৫:৩২628867
  • সব পড়ে উঠতে টাইম লাগবে। তবুও বলে যাই 'সে'র অনেক গুলো কথাই আমার মনের। ঐ খাওয়ানোটা ভালো, যতক্ষন না সেটি কারোর উপরে চাপের সৃষ্টি করছে। এবং বেশিরভাগের উপরেই করে। সেখান থেকেই আসে মেয়ের বিয়ের কথা ভেবে বাবাদের রাত্রিঘুম নাশ, আর আল্টিমেটলি কন্যা সন্তানের প্রতি অনিচ্ছা। আর বিয়ের নিয়ম কাননের মধ্যে আমার সব থেকে খারাপ লাগে দেয়া নেয়ার ব্যাপার - গিফ্ট, তত্ব, ইত্যাদি। যাহাই কারোর উপরে আর্থিক চাপ দেয় - তাহাই আমার কাছে হেব্বি অপ্রিয়। এছাড়া বিয়ের নিয়ম কানন গুলো আমার সেভাবে খারাপ লাগেনি। ঐগুলোর জন্যেই তো আনন্দ। প্রোগ্রেসিভ বরকে দেখেছি টোপর পড়তে আপত্তি, কিন্তু হাত পেতে গিফ্ট নিতে কোনো আপত্তি নেই।
  • Atoz | 161.141.84.164 | ২৩ জানুয়ারি ২০১৪ ০৫:৪১628868
  • মেয়ের বিয়ে বাবা "দেবেন", এতে আমার আপত্তি আছে। কোনো ছেলে ও কোনো মেয়ে নিজেরা নিজেরা যদি পরস্পরকে পছন্দ করে নিজের নিজের উপার্জনে আয়োজন করে সব করে, তাহলে সবদিকেই ঠিক থাকে। ঐ একজন এসে সালাংকারা কন্যা "সম্প্রদান" করে যাবেন, আরেকজন সম্পত্তির মতন তাকে "নেবেন", ছি ছি ছি। এ কি দাসবাজার নাকি?
    দুটি হিউম্যান স্পিরিট পরস্পরকে ইকুয়াল ফুটিং এ গ্রহণ করবেন, তবে না? তারপরে খাওয়াদাওয়া নাচগান গয়নাপাতি সাজগোজ- সব পরিস্থিতি অনুসারে।
  • S | 139.115.2.75 | ২৩ জানুয়ারি ২০১৪ ০৫:৪৯628869
  • কিন্তু ভেবে দেখুন পাত্র পক্ষ বললো যে কোনো আচার বিচার মনতে হবে না, কিন্তু বরযাত্রিকে ভুড়িভোজ খাওয়ানো হোক, কন্যাকে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হোক, বালিগন্জের প্যালেসে বিয়ে দেওয়াতে হবে।

    আরেক পাত্র পক্ষ বললো যে ২০ জন বরযাত্রি যাবেন, ভাত ডাল ফুল্কপির ডালনা মাছ আর সন্দেশ খাওয়ান, কিচ্ছুটি দিতে হবে না; কিন্তু নিয়ম কানন খুব নিস্ঠার সাথে পালন করতে হবে।

    এবারে আপনিই ঠিক করেন।
  • bratin | 122.79.38.100 | ২৩ জানুয়ারি ২০১৪ ০৮:৪১628870
  • ও শ্রাবনী দি, একটু মালয়ালী বিয়ের কথা লেখো না প্লিজ।
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ০৮:৪৩628872
  • পোমো বিয়েবাড়ি কেমন হবে বোঝা যাচ্ছে ... ...
    ---
    সানাই নেই, প্যান্ডাল নেই,
    ভজন নেই, ভোজন নেই,
    আগুন নেই, লগন নেই,
    মিষ্টিমুখ নেই, নান্দীমুখ নেই,
    বাহার নেই, আহার নেই,
    আশীর্বাদ নেই, বিবাদ নেই,
    প্রণামী নেই, বেনামী নেই,
    ভাড়া হল নেই, কোলাহল নেই,
    সোনার-রিং নেই, ক্যাটারিং নেই,
    ---
    থাকবে কিছু চ্যারিটি,
    এক চিমটে হিউম্যানিটি,
    আর সামান্য ভ্যানিটি।
    ------
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন