এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিয়ে বা অন্য কোন সামাজিক অনুষ্ঠানে রিচুয়াল ভালো নাকি খারাপ?


    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১৪ | ৮৩২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 177.124.70.1 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:২৮629006
  • ম্যামিদির কথা সত্যিই বুঝছি না।
  • san | 69.144.58.33 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:২৯629007
  • প্রশ্ন তুলতে এখানেই বা কে আপত্তি করল?

    আর বিয়ের প্রিভিলেজ কাটিয়ে দেওয়ার বদলে অবিবাহিত কাপলদের প্রিভিলেজ অ্যাড করার বিষয়ে প্রশ্ন হলে, উত্তরে ক দিতাম।
  • Tim | 188.91.253.21 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৩০629009
  • যাক আমার কথাগুলো স্যান আর হুচি বলে দিচ্ছে। আমি কাজাই।
  • jhiki | 233.255.225.71 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৩০629008
  • সত্যের খাতিরে একটা কথা বলে যাই। আমি চাইলেও 'সন্তানের পড়ার খরচ' আর 'পরিবারের চিকিৎসার খরচ' বাঁচিয়ে অন্য কোন খাতে খরচ করতে পারি না। দুটো ই রশিদ দেখিয়ে অফিস থেকে পাই।
    হয়ত এখানে অনেকেই তা পান।
    এবার চাওয়া, না-চাওয়া ব্যক্তিগত ব্যাপার।
  • সিকি | 131.241.127.1 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৩১629010
  • আমিও বুঝছি না। আমার উদ্বৃত্ত টাকা সরকার কী করে পাবে?
  • jhiki | 233.255.225.71 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৩৪629012
  • স্যানের শেষ পোস্টে আমারও 'ক'।
  • hu | 188.91.253.21 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৩৪629011
  • অফ কোর্স বিয়ে কেন করছি তা নিয়ে প্রশ্ন তুলব। কিন্তু বিয়ে নিয়ে যদি প্রশ্ন না তুলি তাহলে রিচুয়াল নিয়েও প্রশ্ন তোলার কোন মানে নেই - এই লজিকে আমি সাব্স্ক্রাইব করার যুক্তি খুঁজে পাচ্ছি না।
  • san | 69.144.58.33 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৩৫629013
  • রাইটো , হু।
  • সে | 203.108.233.65 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৩৬629016
  • ভারতে ইসলামধর্মালম্বীদের সংখ্যা অপ্রতুল নয়। বিশ্বে দ্বিতীয় স্থান। প্রথম ইন্দোনেশিয়া। এঁদের বাদ দিলে চলবে না। সারা বিশ্বে ইসলামিক দেশ ও তাদের অধিবাসীদের উত্তরাধিকার আইন প্রথম বিশ্বের থেকে আলাদা।
    এছাড়া হিন্দুদের আইন ও বিভিন্ন দেশে বিভিন্ন। বাংলাদেশ, নেপাল, এসব দেশে হিন্দু সাকসেশন ল ভারতের অনুরূপ নয়।
    প্রথম ও দ্বিতীয় বিশ্বের দেশগুলো ছাড়া সব দেশেই মূলতঃ ধর্মীয় আইনে সাকসেশন হয়। অল্প ব্যতিক্রম থাকতে পারে।

    একটা জিনিস ভুলে যাওয়া হচ্ছে। সম্পত্তির অবস্থান যে দেশে, সেই দেশের আইন প্রযোজ্য। অ্যামেরিকানের সম্পত্তি ভাতরে থাকলে, ভারতীয় আইন বলবৎ হবে।
  • ম্যামি | 69.93.254.49 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৩৬629014
  • সিকি ও লসাগু, প্রথমে প্ল্যান্ড ইকনমি দিয়ে বোঝো। সোভিয়েট মডেল।
  • সে | 203.108.233.65 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৩৭629017
  • অ্যামেরিকানের সম্পত্তি "ভারতে" থাকলে
  • sosen | 24.139.199.11 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৩৯629018
  • মিউচুয়াল সেপারেশন হবে কোত্থেকে, যখন যৌন চুক্তিভঙ্গ অপরাধ? Adultery ক্রিমিনাল অফেন্স বেশির ভাগ দেশে।

    আর বিয়ে কেন বেশি সুবিধা দেবে সেটা তো আমার অভিযোগ নয়। সেটা একটা অবজারভেশন। বিয়ের দেওয়া প্রিভিলেজের উপর পরিবারতান্ত্রিক সমাজ দাঁড়িয়ে আছে। দুটি মানুষের সম্পর্ক নিয়ে সমাজের ভাবনা নাই। তার ভাবনা বৃহত্তর। যেভাবে এখন কাগজে সই করে রেকগনিশন চাই, আগে সেটা না থাকায় জনগনেশকে জানানো হত এই দেওয়া হলো ছাপ। অনুষ্ঠান করে। এবার মেয়েদের সম্পত্তি হিসাবে কনসিডার করার কথা আগেই আলোচনা হয়েছে, সেক্ষেত্রে ছাপ মেয়েদের গায়ে। বলতে পারো এখন ছেলেরাও একটা চিহ্ন বহন করুক। কিংবা কেউই না করুক। কিন্তু তাতে কি আদৌ সমাজে বিয়ের সো-কলড সম্মাননীয় অবস্থান বদলে যাবে?
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৪১629020
  • ১৯৩০-এর সোভিয়েত মডেল - ২০১৪র ভারতে !

    এই টইতে ভাটের টপিকের স্প্যাগেটি হয়ে গেছে।
  • ম্যামি | 69.93.254.49 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৪১629019
  • The story of development is the story of raising rate of saving.

    এটা যে কোনো ব্যাবস্থাতেই প্রযোজ্য। ব্যাবস্থা মানে ইন্সটিটউশ্ন বা সিস্টেম। মিক্সড ইকনমিতেও খাটে।
  • aranya | 154.160.130.16 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৪২629022
  • এটা আমি দেখেচি, উইদাউট ফেইল, এট্টু রোমান্টিক চিন্তা ভাবনা কর্তে গেলেই, তিমি তাতে ঠান্ডা জল ঢেলে দেয় :-(
    সুমনের 'ডানপিটেরা আজও ভাল বাসতে পারে' শুনতে শুনতে লিখলাম - তরুণ-তরুণীরা প্রিভিলেজ ইঃ-র তোয়াক্কা করে না, জাস্ট বিয়ে করতে চায় বলেই করে, অমনি টিম-এর আপত্তি
    বিভুতিভূষণের 'তারানাথ তান্ত্রিকের গল্প' পড়ে লিখলাম এ জীবনে কিঞ্চিৎ অলৌকিক অভিজ্ঞতা হলে মন্দ হয় না, অমনি টিম তুলল একগাদা ফ্যাচাং - অলৌকিকে বিশ্বাস কত খারাব, ডাইনী সন্দেহে এখনও মানুষকে পুড়িয়ে মারা হয় - ইত্যাদি, প্রভৃতি
    কোথায় যে যাই
  • hu | 188.91.253.21 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৪২629021
  • খুব স্পেসিফিক্যালি আমার আপত্তি সোসেনের এই পোস্টেঃ

    "এ বাদ দিয়ে সব কিছুর-ই উত্তর পাওয়া গেল। বুঝলাম এখানে বিয়ের বেসিক পুরুষতান্ত্রিক ও ধর্মীয় ধারাটিতে এখনো কারোর বিশেষ সমস্যা নেই। শুধু তার চিহ্ন ফিজিক্যালি বহন করা না করার উপরেই প্রগতিশীলতার প্রশ্নগুলি ঘুরে বেড়াচ্ছে। লিভ-ইন সেভাবে রেসপেক্টফুল অবস্থান নয়, তাই মরার আগে একবার বিয়ে করা দরকার। সম্পর্ককে সম্মান দেওয়ার জন্য।"

    বিয়ের আদৌ কোন প্রাসঙ্গিকতা আছে কিনা তা যাচাই করার সাথে রিচুয়াল বহন করার সম্পর্ক আমি খুঁজে পাচ্ছি না। রিচুয়াল যেখানে খুব পরিস্কারভাবেই ডিস্ক্রিমিনেট করছে মানুষে মানুষে, সেখানে রেজিস্ট্রি বিয়েতে ডিসক্রিমিনেশন বলতে এখনও পর্যন্ত জানতে পেরেছি ম্যারেড কাপলরা কিছু বিশেষ সুবিধা ভোগ করেন। কিন্তু সেটা কেন খুব একটা কনভিন্সিং পয়েন্ট মনে হচ্ছে না তাও লিখলাম। লেখাপড়া শিখেও আমরা প্রিভিলেজ পাই তো! হ্যাঁ, সেই সাথে শিশুশ্রমিকরা কেন সেই প্রিভিলেজ পাবে না সেই নিয়ে প্রশ্নও করি। ম্যারেড কাপলরা যা সুবিধে পেয়ে থাকেন তা কেন সিঙ্গলরা পাবেন না (ফর একস্যাম্পল - দত্তক নেওয়া) তা নিয়েও প্রশ্ন করি।
  • san | 69.144.58.33 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৪৩629023
  • বিয়ের সম্মানীয় অবস্থান বদলানোর উদ্দেশ্যে তো লোকে রিচুয়ালের বিরুদ্ধে কথা শুরু করেনা।
  • ম্যামি | 69.93.254.49 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৪৪629024
  • রোবু, টইতে বোঝাতে পারব না বলেই কাল লিখিনি। ধরিয়ে দিলাম। আরেকটু ভাবো।
  • aranya | 154.160.130.16 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৪৫629025
  • ঘুমোতেই যাই
  • san | 69.144.58.33 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৪৬629028
  • মানে, এটা কিরকম হল, আমি গরু খাওয়া নিষিদ্ধ করার বিরুদ্ধে কিছু বললাম। তার উত্তর হল, গরু খাওয়া নিষিদ্ধ না হলেই বা কি , ধর্মের কারণে দাঙ্গা তো তাতেও হতে পারে। তা তো পারেই, কিন্তু দাঙ্গা আটকানোর উদ্দেশ্যে তো আমি গোরু খাওয়া নিয়ে কিছু বলতে যাইনি। আমার দাবি ব্যক্তিস্বাধীনতাকে অ্যাড্রেস করতে চায়।

    এটা সোসেনদিকে।
  • san | 69.144.58.33 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৪৭629029
  • তরুণ তরুণীদের বৈষয়িক চিন্তাভাবনা প্রসঙ্গে টিমকে পেন্ডিং ক ।
  • hu | 188.91.253.21 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৪৯629030
  • স্যানকে ক দিয়ে আমি কফি ব্রেক নিলাম
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৫৪629031
  • ম্যামিদি তো দেখি সেভিংস-এর পূজারী। কেইন্সিয়ান।
  • সে | 203.108.233.65 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:৫৯629032
  • "Name: ম্যামি

    IP Address : 69.93.254.49 (*) Date:23 Jan 2014 -- 01:27 PM

    স্কুলে না গিয়ে নয়, অন্যের দেখাদেখি অত্যধিক ও আনপ্রোডাকটিভ খরচ কমিয়ে।"

    তুমুল সমর্থন করলাম।
  • Blank | 180.153.65.102 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৪:০০629033
  • ম্যামি দি, অত্যধিক এবং আনপ্রোডাকটিভ খরচ মাপবো কি করে?
  • ম্যামি | 69.93.254.49 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৪:০২629034
  • লসাগু, ছেলেমেয়েকে দামি স্কুলে পড়াব কিনা, মূল প্রশ্ন সেটা নয়। মূল প্রশ্ন হল, কনস্পিকুয়াস কনজামশন এনকারেজ করি কিনা। সোভিয়েট মডেলে কনজামশনকে কম রাখার কথা বলা হয়েছিল, দেশের উন্নয়নের স্বার্থে। উন্নয়নের জন্যে সেইভিং সাফিশিয়েন্ট নয় তবে নেসেসারি তো বটে। যে কোনও সিস্টেমে নেসেসারি।
  • Ekak | 24.99.131.133 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৪:০৫629035
  • কোন্স্পিকিউআস কন্সাম্প্সানের ব্যাখ্যা বড়ই ঘোরালো ঠেকছে । ব্যাপারটা এরকম নয় বলেই জানি । "লোক দেখানো " বা বেশি দামী হলেই কোন্স্পিকিউআস এরকম নয় । একটা রেগুলার বার্গেইন মিডিয়াম কে ঘোড়া ডিঙ্গোবার ব্যাপার থাকে । সোজা কোথায় আপনি এমআরপি তে যা কিনছেন বা যেখানে বাঁধা এমআরপি নেই সেখানে আমি টাকা ছড়িয়ে মাল তুলে নিচ্ছি । নট নেসেসরিলি সেটা আমার গুদামে থাকবে । জাস্ট যে কোনো সার্ভিস বা প্রডাক্ট মার্কেট কে আমি ত্যাম্পার করতে পারি । এইখানেই বাজার আসে । যাইহোক আগেই এই টই তে লিখেছি ভেব্লেনের এই থিওরি নিয়ে প্রচুর তর্ক বিতর্ক, কাজ হয়েছে । চোখ বুলিয়ে নিলে বধায় তর্ক টা লুপে ঘোরা থেকে বাঁচবে ।
  • ম্যামি | 69.93.254.49 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৪:০৬629036
  • থ্যাঙ্ক ইউ সে।

    সেভিংসের পুজারী হ্যাঁ লসাগু। রিডিস্ট্রিবিউশনেরও পুজারী। পারি বা না পারি, বিশ্বাস। কেইঞ্জিয়ান বলে কি ঠাট্টা করলে? কেইন্স তো উল্টো বলেছিলেন। সেটা বিশেষ পরিস্থিতিতে।
  • সে | 203.108.233.65 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৪:০৬629037
  • ভারতের সাক্সেশন অ্যাক্টগুলো কিন্তু "স্পেশাল ম্যারেজ অ্যাক্টের" মতো নয়।
    হিন্দু সাক্সেশন ল ১৯৫৬ সালের ও মুসলিম শারিয়তি আইন ১৯৩৭ সালের। অদ্যাবধি এর পরিবর্তন হয় নি।
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৪:০৮629039
  • কনসিউমার স্পেন্ডিং বেস্‌ড ইকনমি ঠিক উল্টো কথা বলে, স্পেন্ডিং প্রীচ করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন