এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিয়ে বা অন্য কোন সামাজিক অনুষ্ঠানে রিচুয়াল ভালো নাকি খারাপ?


    অন্যান্য | ১৮ জানুয়ারি ২০১৪ | ৮৩৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১২:৪৬628973
  • নোপ, সম্পত্তির উত্তরাধিকার প্রথমে স্পাউজ-এর, তারপরে সন্তানের।
  • hu | 188.91.253.21 | ২৩ জানুয়ারি ২০১৪ ১২:৪৭628974
  • আর হ্যাঁ, যদি শিবুদা কথিত 'সিরিয়াল মনোগ্যামি'তেও বিশ্বাস না করেন তাহলে বিয়ে করবেন না। মিটে গেল। অন্তত সাময়িক মনোগ্যামিতেও যে বিশ্বাসী তার কাছে বিয়েটা ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী কি করে হয়?
  • সে | 203.108.233.65 | ২৩ জানুয়ারি ২০১৪ ১২:৪৮628975
  • "Name: lcm

    IP Address : 118.91.116.131 (*) Date:23 Jan 2014 -- 12:46 PM"

    এটা কোন দেশে? অ্যামেরিকায়? তাহলে ঠিক আছে।
    ইসলামিক দেশগুলোয় ঠিক উল্টো। এমনকি ভারতেও মুসলমানদের সাকসেশন আইনে, সবার শেষে স্ত্রীর অধিকার।
  • S | 109.27.138.238 | ২৩ জানুয়ারি ২০১৪ ১২:৫০628976
  • আমার তো মনে হয় প্যাট্রিয়কাল সোসাইটিতে বিয়ে মেয়েদের জন্যে ভালো। যেখানে পুরুষরাই চাকরি করে, আর মেয়েদের ঘরের হেঁসেল ঠেলতে হয়, সেখানে বিয়েই তাঁদেরকে কেনা দাসির থেকে একটু অন্তত বেশি মর্যাদা দেয়।
  • সিকি | 135.19.34.86 | ২৩ জানুয়ারি ২০১৪ ১২:৫১628977
  • সোসেন,

    উইল করা না থাকলে?

    আমার উইল করা নেই। কাল যদি কোনও অ্যাক্সিডেন্টে আমি মরে যাই?
  • aranya | 154.160.130.16 | ২৩ জানুয়ারি ২০১৪ ১২:৫৩628978
  • আমার ধারণা, বহু ক্ষেত্রে, বিশেষতঃ ইয়ং কাপল যারা, প্রিভিলেজ-ট্রিভিলেজের কথা ভেবে বিয়ে করে না। দুজনে একসাথে থাকার এটাই সমাজ স্বীকৃত প্রথা, তাই বিয়ে করে - একসাথে থাকাটাই মুখ্য।
    কবে বাচ্চা হবে, সে কার সম্পত্তি পাবে - হ্যানা ত্যানা এই সব তুচ্ছ মেটিরিয়াল জিনিস নিয়ে অনেকেই বিয়ের আগে চিন্তা করে না
  • sosen | 24.139.199.11 | ২৩ জানুয়ারি ২০১৪ ১২:৫৫628979
  • সিঙ্গলদের তুলনায় , লিভ ইন রিলেশনশিপ হোল্ডারদের তুলনায় ম্যারেড কাপলরা ট্যাক্স বেনিফিট ভিসা ইত্যাদিতে সুবিধে পেয়ে থাকে তো? সামাজিক প্রিভিলেজও থাকে, যেগুলো বাড়িভাড়া ইত্যাদি নিয়ে বলা হচ্ছে। সামাজিক সিকিউরিটি । নেই কি? ভারতবর্ষেই সিঙ্গল ফাদার সারোগেট মায়ের সাহায্যে বাচ্চা পেতে পারেন না। শতসহস্র প্রিভিলেজ আছে।

    অন্যায় সুবিধে বলতে তুমি যদি যৌন বিশ্বাসভঙ্গের কথা বলো, তাহলে ব্যাপারটা খুব গ্রে। যৌন বিশ্বাসভঙ্গের জন্য সাধারণত একজনকে কিছু আর্থিক মূল্য দিতে হয়। ক্ষতিপূরণ। কজন মনোগ্যামির চুক্তি ভঙ্গের পর ক্ষতিপূরণ চায়না? কজন এর জন্য কনডেমড হয় না? কিন্তু যৌনতার জন্য এই রকম চুক্তি কি আদৌ থাকা উচিত মনে হয়? যেখানে মনোগ্যামি মোটেই লং টার্ম ইম্প্রিন্ট নয় সকলের জন্য, তার রুল কি এরকম ইউনিভার্সাল হতে পারে?
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১২:৫৬628981
  • সিকি,
    উত্তর হল, লিভিং স্পাউজ ফার্স্ট বেনিফিশিয়ারি, তারপর চাইল্ড।
  • Tim | 188.91.253.21 | ২৩ জানুয়ারি ২০১৪ ১২:৫৬628980
  • ভুল কথা স্যার। খুব করে, ইন ফ্যাক্ট এর সাথে ইয়ং ওল্ড এর সম্পক্ক নাই। ঃ-)
  • সে | 203.108.233.65 | ২৩ জানুয়ারি ২০১৪ ১২:৫৯628983
  • অল্প বয়সের বিয়েতে অরণ্যের মন্তব্য কে সমর্থন করলাম। কিন্তু দুটো পরিবারের মধ্যে যখন "দেখেশুনে" বিয়ে হয়, তখন এগুলো খুব ভালো করে দেখা হয়। পাত্রের সম্পত্তি কেমন, পৈত্রিক সম্পত্তি কেমন, কজন ভাইবোন (পৈত্রিক সম্পত্তির কীরকম অংশ সে পেতে পারে), এবং কনে পক্ষের ক্ষেত্রেও অনুরূপ।
    দ্বিতীয় বা পরবর্তী বিয়ের ক্ষেত্রে এসব দেখা হয়। যদি আগের বিয়ে থেকে সন্তান থাকে তবে তো খুব ভালো করেই দেখা হয়।
    আজকাল আমাদের দেশে যে পরিমান পুনরায় বিবাহেচ্ছু ডিভোর্সী/বিধবা (মৃতদার) পাত্রপাত্রী রয়েছে (সন্তান সহ) যে এই পয়েন্টটা মন দিয়ে খুঁটিয়ে দেখা হয়ে থাকে।
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:০১628984
  • ম্যারেজ ডিফাইন্‌স এ সোশ্যাল স্ট্রাকচার, খামোখা ভাঙ্গার দরকারটা কী। তেমন প্রবলেম তো কিছু হয় নাই। মানে ম্যরেজ রেজিস্ট্রেশন তুলে দিলে সমাজের এগজ্যাক্টলি কি কি উবগার হত এপারে তার লিস্টি বানাও আগে।
  • সে | 203.108.233.65 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:০৪628986
  • "রেজিস্ট্রেশন তুলে দিলে সমাজের এগজ্যাক্টলি কি কি উবগার হত"?

    ডিভোর্সের মামলাগুলো উঠে যেত।
    বিশ্বাসভঙ্গের মামলা উঠে যেত।
  • sosen | 24.139.199.11 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:০৪628985
  • অটোমেটিক সাকসেশন আছে বলেই অত উইল করার কথা ভাবে না কেউ। না হলে ব্যাপারটা রিফর্ম করতে হবে তো। অনেক দেশেই হয়েছে।
    লং টার্ম লিভ-ইনের ক্ষেত্রে ডিক্লেয়ার করে নেয় বিভিন্ন দেশে।
    তুমি মরে গেলে তোমার স্ত্রী-র প্রথম অধিকার (যদি থাকে)
    নেই, তাহলে বডিলি চাইল্ডদের সমান অধিকার (আউট অফ ম্যারেজ, ভারতে)। ভারতে illegitimate সন্তানদের কোনো রাইট নেই।
    তার পর adopted । সম্ভবত: adopted দের ক্ষেত্রে আবার লিগাল heir ডিক্লেয়ার করতে হবে।

    আমাদের দেশে স্টেপ চাইল্ড দের হিন্দু সাকসেশন একট-এ কোনো রাইট নেই। তাদের ও লিগাল heir ডিক্লেয়ার করতে হবে।

    মেয়েদের ক্ষেত্রেও স্বামী না থাকলে সমস্ত বডিলি চাইল্ড (আউট অফ ম্যারেজ, ভারতে)।
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:০৫628987
  • সে, হ্যাঁ বেশীর ভাগ দেশের কথাই হচ্ছে। ইসলামিক দেশগুলোতে (সব নয়) , ধর্মীয় আইন, সরকার প্রণোদিত আইন নয়।
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:০৬628988
  • মামলা কমে যেত, না বেড়ে যেত?
  • hu | 188.91.253.21 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:০৯628989
  • ভারতে তো অনেক কিছুই নেই। সিঙ্গল ফাদার অ্যাডপ্ট করতে পারবে না এমন নিয়মও ছিল। জানি না বদলেছে কিনা। সামাজিক সিকিউরিটি নিয়েই বা কি বলব? এটা তো আইন করে আনা যাবে না। কিন্তু তার জন্য কেন কেউ বিয়ে করে বেশি সুবিধে পাবে এই নিয়ে অভিযোগ করা যায় কি? কিছু কিছু কাজের জন্য কিছু কিছু লোক সুবিধে পায়। লেখাপড়া ফর একস্যাম্পল। কিছু তো সুবিধে দেয়। এবার যদি বলি লেখাপড়া ডিসক্রিমিনেশন আনছে, অতএব তুলে দেওয়া হোক - তাহলে তো মুশকিল। কোথাও একটা লাইন টানতে হবে। আমি এখনও বিয়ের ক্ষেত্রে এই লাইনটানাটায় কনভিনসড হলাম না।

    অন্য যুক্তি তুমি দেখাতেই পারো। একসাথে থাকার জন্য কেন লীগাল নোটিস লাগবে ইত্যাদি। সেটা মেনে নিচ্ছি। কিন্তু ডিসক্রিমিনেশনের ব্যাপারটা মানলাম না।

    আর যৌনচুক্তিভঙ্গের ক্ষেত্রে মিউচুয়াল সেপারেশনের অপশন আছে তো! অ্যাডাল্টারির বিষয়ে ভারতীয় আইন খুব ভুলভাল। ওটা সংশোধন হওয়া দরকার।
  • ম্যামি | 69.93.254.49 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:১১628990
  • রিচুয়ালে ডিস্ক্রিমিনেশন তো আছেই ও সেটা অনেকেই জানেন ও বলেছেন। তাছাড়া থাকে আড়ম্বর, যার কিছুটা প্রদর্শনও বটে। এগুলো হল waste of scarce resources.

    waste of scarce resources বলতে অবশ্যই দেশের মোট রিসোর্সেস বুঝতে হবে। এখন কথা উঠে পড়ল, শুধু বিয়ে বা সামাজিল অনুষ্ঠানের বেলাতেই কেন, কনস্পিকুয়াস কনসামশন নিত্যদিনের বাড়তি খরচেও দেখা যায়। যেমন ছেলেমেয়েকে দামী স্কুলে পড়ানো। দামী স্কুল কোন স্কুল? দাম দিয়েই যে সব স্কুলের মান, সেইসব স্কুলকেই বুঝব। এটাও ওয়েস্ট অফ রিসোর্সেস। এরকম স্কুল আছে কিনা সে বিষয়ে মতানৈক্য থাকতে পারে, তবে আমার মনে হয় আছে।

    এবারে এই যে টাকাটা আমি বাঁচালাম সে টাকা দিয়ে আমাকেই কি গরীবের স্কুল বানাতে হবে? কখনো-ই নয়। সেটা বানাবে সরকার। দেশের হিউম্যান ক্যাপিটাল তৈরি হয়ে ওঠা একটা দীর্ঘদিন-ব্যাপী প্রক্রিয়া। হিউম্যান ক্যাপিটাল দেশের সবচেয়ে বেসিক নীড। ন্যুনতম শিক্ষার অভাবে ব্যক্তি তার নিজের চয়েসও এক্সারসাইজ করতে পারে না। প্রতিটি কনস্পিকুয়াস কনসামশন দেশের মোট সঞ্চয় কমায়, বিনিয়োগ কমায়, দারিদ্র্য বাড়ায়।
  • hu | 188.91.253.21 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:১২628991
  • "ভারতে illegitimate সন্তানদের কোনো রাইট নেই।"

    - কদিন আগে সুপ্রীম কোর্টের একটা কেসের খবর এলো না কাগজে? অবৈধ সন্তানকে উত্তরাধিকার দেওয়া হল সেখানে। তবে আইন মনে হয় এখনও আসেনি।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:১৩628992
  • েউ কেউ toi থেকে toi ঘুরে ঘুরে ভিকটিম সেজে বেড়ায় কেন?
  • সে | 203.108.233.65 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:১৬628994
  • আরে এলসিয়েম, খোদ ভারতে এই আইন।
    ব্যাঙ্কের অফিসারের কাছে স্বামীর মৃত্যুর পরে স্ত্রী এসেছেন ডেথ সার্টিফিকেট নিয়ে টাকা তুলতে। (টাকার অঙ্ক কম, সাকসেশন সার্টিফিকেট লাগে না এরকম অঙ্ক - লেস দ্যান দশ লাখ - ঠিক মনে পড়ছে না)।
    অফিসার সই করে দিলেন, কাগজটা গেল ম্যানেজারের ঘরে। ম্যানেজার কাগজ হাতে ঘর থেকে বেরিয়ে অফিসারকে মৃদু ভর্ত্সনা করলেন। হিন্দু নন বিধবা। এক্ষেত্রে মৃতের ভাইয়েদেরো অধিকার আছে। সবার শেষে স্ত্রী।
  • ম্যামি | 69.93.254.49 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:১৮628996
  • সোসেন তোমার প্রশ্নটাই ভুল ছিল। কারা কারা নিজেদের ছেলেমেয়েকে কর্পোরেশন স্কুলে পাঠিয়ে সেই টাকায় ডকুমেন্টেড ভাবে অন্য ছেলেমেয়েদের পড়ার খরচ জুটিয়েছেন এই প্রশ্নটা ভুল ছিল। কেন ভুল ছিল তা ওপরে বলেছি। By keeping conspicuous at a minimum, আমরা অন্য ছেলেমেয়েদের পড়ার খরচ জোটানোর কাজ করে থাকি।
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:১৮628995
  • ম্যামিদি,
    এগ্‌জ্যাক্টলি। আড়ম্বর ...দেখনদারির জন্যে কি বিয়ে দরকার। সে তো লোকে এমনিই করছে। ধার করে সন্তানকে স্মার্টফোন, অ্যাডিডাস কিনে দিচ্ছে। জন্মদিনে ৫০০ টাকা প্লেট ক্যাটারিং করছে।
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:১৯628997
  • ভারতে মুসলিম ধর্মীয় ল জানি না -
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:২১628998
  • ম্যামিদির কথ বুইতে পারি না কেনো। আমার টাকা আমি স্কুলে না দিয়ে ব্যাংকে রেখে দিলাম - তাতে গরীবের কি উবগারটা হল? ব্যাংক সেই টাকা খাটিয়ে স্কুল বানিয়ে দেবে - এমন কিছু।
  • san | 69.144.58.33 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:২৩628999
  • হু মোটামুটি লিখেই দিয়েছে, আর পুনরাবৃত্তি করলাম না। প্রিভিলেজ আমরা অনেক ভাবেই পাই। দেশে কতো কতো শিশু শ্রমিক রয়েছে। তাদের কথা ভেবে কি আমরা নিজেরা লেখাপড়া করতে পারার প্রিভিলেজ ত্যাগ করেছি নাকি ?
  • ম্যামি | 69.93.254.49 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:২৫629000
  • না লসাগু, সরকার করবে।
  • রোবু | 177.124.70.1 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:২৬629001
  • উঁহু, সোসেনদি বলছে প্রশ্নটা তলার কথা। শিশুশ্রমিক নিয়ে আমি তুমি এখানে প্রশ্ন তুলি তো? তাহলে বিয়ে নিয়েই বা তুলব না কেন? শুধু রিচুয়াল এ পরে থাকব কেন?
  • san | 69.144.58.33 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:২৭629002
  • কিন্তু সম্পত্তির প্রবাহ যে Patrilineal সেটা ভাববি না?

    --------------------------------------------------------------------------------

    ল পাল্টানোর দাবি করলেই হয়।
  • lcm | 118.91.116.131 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:২৭629005
  • ও, দামী স্কুল যখন স্টুডেন্টের অভাবে ফেইল করবে, বা, যখন সেটি আর লাভজনক ব্যব্সা হবে না, আরো বেশী দামি স্কুল হবে না, তখন সরকার বাধ্য হবে সরকারি স্কুলের সংখ্যা বাড়াতে।
  • ম্যামি | 69.93.254.49 | ২৩ জানুয়ারি ২০১৪ ১৩:২৭629003
  • স্কুলে না গিয়ে নয়, অন্যের দেখাদেখি অত্যধিক ও আনপ্রোডাকটিভ খরচ কমিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন