এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৫১৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 194.167.2.96 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩১372397
  • ভারতের সমাজে ধর্ম জাত পাতের প্রভাব খুব বেশি। বেশিরভাগ মানুষ নিজের উন্নতির সাথে ধর্ম জাত পাত ধর্মাচারণ এইসবের রিলেশন আছে বলে বিশ্বাস করেন। ফলে ভারতের এক বিশাল অংশে এইগুলৈ ভোট নির্ধারণের প্রধান সূচক।
  • PT | 213.110.242.22 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৪৭372398
  • মায়াবতি-মূলায়মের কং বিরোধিতা যে উপ-এ বিজেপির উত্থানে বিপুল সহায়তা করেছে সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই। মূলায়্ম আর তার ছেলেই যেখানে কামড়া-কামড়ি করছে সেখানে তো কারোরই কিছু বলার নেই।
    তামিলনাডু বোধহয় অন্যরকম ব্যাপার। বিজেপির মোট ভোট ২.২% থেকে ২.৮% হওয়ায় আপাততঃ এটা বলা যেতেই পারে যে তারা বিজেপির সঙ্গে জোট বাঁধলেও বিজেপির উত্থান আটকে রেখেছে। ভবিষ্যত অবশ্যই নির্ভর করবে DMK ও AIDMK-র ছাগলামির ওপরে। দুই দলের রাজনৈতিক আদর্শ বোধহয় কাছকাছি হওয়ায় পব-র থেকে আলাদা অব্স্থা ওখানে।
  • ms | 59.36.1.254 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:০১372400
  • কং বা তিনো বিরোধী থাকাকালীন বিজেপিকে কোনো স্পেস ছাড়েনি, এখন বিরোধীরা বিজেপিকে প্রধান বিরোধী দল করে তুলতে মরিয়া কেন? ভেতরের অঙ্কটা কি?
  • dc | 132.164.209.148 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:০১372399
  • আর ওড়িশা? সেখানেও নবীন বাবু যখন পেরেছেন বিজেপির সাথে অ্যালায়েন্স করেছেন, আবার ওনাকে নিয়ে সিপিএমও থার্ড ফ্রন্টের আলোচনা চালিয়েছে। মহারাষ্ট্রেও তাই, শরদ পাওয়ার কখনো বিজেপির দিকে ঝুঁকেছে আবার কখনো থার্ড ফ্রন্টের দিকে গেছে। তাহলে কি কোন কোন রাজ্যে সিপিএম RSS-এর ইচ্ছেফুল আর কোন কোন রাজ্যে নয়?
  • S | 194.167.2.96 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১৬372401
  • উড়িষ্যা, মহারাষ্ট্র, ইউপিতে বামেদের ঠিক কতটা ভোট আছে? বামেরা অ্যালায়ান্স করলে কি ওদের ভোট বাড়ে?
  • S | 194.167.2.96 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১৭372402
  • আর বামেরা অ্যালায়ান্স করাতে বামেদের কি কি সুবিধা হয়েছে? না করলে কার কার সুবিধা হতো?
  • dc | 132.164.209.148 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৮372403
  • S কে আর কিসু বলার নাই :d
  • PT | 213.110.242.22 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৪372404
  • S; 08:16 PM তো ঠিকই বলেছেন। ঐসব কোন রাজ্যেই সিপিএমের বিশেষ করণীয় কিছু নেই। ঐসব রাজ্যে সিপিএম RSS-এর ইচ্ছাফুল হয়েছে দাবী করাটা নেহাৎই তক্কের জন্যে তক্ক।
  • dc | 132.164.209.148 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৫372405
  • তাহলে কি ত্রিপুরাতেও তিনোরা RSS-এর ইচ্ছাফুল হয়েছে দাবী করাটা নেহাৎই তক্কের জন্যে তক্ক?
  • PT | 213.110.242.22 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪৬372407
  • নাঃ তিনো বিজেপি/RSS বিরোধী এখনো এমন কোন প্রমাণ মেলেনি।
    বিরোধী দল হিসেবে তারা দিল্লীতে বিজেপির সঙ্গে ঘর করেছে। তাদের সঙ্গে জোট বেঁধে বিজেপি পব-তে আসন জিতেছে। সরকারে থাকাকালীন তারা দিলীপ ঘোষকে জিতিয়ে আনার সব রকম ব্যব্স্থা করেছে।
    সমস্যা হচ্ছে ত্রিপুরাতে কং-তিনো বিরোধী জোট হতে পারত। তা না করে তিনোরা অতিলোভে কং ভেঙ্গে কং-কে দুর্বল করেছে। মাঝের থেকে সেই MLA-রা বিজেপিতে যোগ দিয়ে বিজেপিকে শক্তিশালী করেছে।
    “I have never got to meet so many RSS leaders, though I have met some individually. You people are true patriots. I know you love the country, you care for even small, remote areas of the country,”............“we are with you (the RSS) in your fight against the communists”. "
    https://www.telegraphindia.com/1030916/asp/nation/story_2369902.asp
    এই সব তথ্যের দিকে না তাকিয়ে সিপিএম আর তিনোর রাজনৈতিক অবস্থান এক মনে করলে করাই যায় -শুধু তক্ক চলিয়ে যাওয়ার জন্যেই।
  • dc | 132.164.209.148 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫১372408
  • ও, আমি ভাবলাম এক দলের জন্য একরকম ক্রাইটেরিয়ন আর অন্য দলের জন্য অন্য রকম ক্রাইটেরিয়ন ব্যবহার করা যায় -শুধু তক্ক চলিয়ে যাওয়ার জন্যেই।
  • PT | 213.110.242.22 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০৩372409
  • আপনার ভাবনা তো আপনারই।
    অমি তো বেশ কিছু কারণ দর্শালাম আমার ভাবনার জন্য। আপনি কিছু দিন তাহলে তুলনা করে দেখে সিদ্ধান্ত নিতে পারি যে সিপিএম-ও RSS-এর ইচ্ছাফুল কিনা!!
  • S | 194.167.2.96 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩১372410
  • সিপিএম অতি খাজা দল। নিঃসন্দেহে। জ্যোতিবাবু গদির লোভে দেশের বাম অন্দোলন, রাজ্য, এবং দলের অনেক ক্ষতি করে গেছেন। এখন আরেক পীস পাওয়া গেছেঃ কারাত। ইনি বাম দলগুলোকে মাটিতে মিশিয়ে তারপরে বোধয় নিস্চিন্তে বেড়াতে যাবেন। তাই বাম দলগুলো এবং তার নেতৃত্বের সমালোচনা করা যেতেই পারে।

    কিন্তু, সমস্যাটা অন্য জায়্গায়। দিদি আর মোদিকে ডিফেন্ড করতে বামেদের সমালোচনা করলে সেটা বাল্যখিল্যতার সমান হয়ে ওঠে। হোয়াট অ্যাবাউটারিটা না করলেই ভালো।
  • dc | 132.164.226.164 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৫৩372411
  • S হুম :d
  • কল্লোল | 116.203.142.249 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৩২372412
  • পিটি উবাচ - ২০১১ সালে তুমি ও তোমার সহমর্মীরা কাদের সমর্থনে কথা বলেছিলে ভেবে দেখো। তাদের হাত ধরেই আজ বিজেপির উত্থান, অন্ততঃ পব-তে। তাদের বালখিল্যতা ঢাকা চাপা দেওয়ার প্রবল প্রচেষ্টায় সিপিএমের আড়ালে আশ্রয় নিচ্ছ?
    আসল ছাগল কারা সেটা বুঝতে তো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই!!

    কাদের ইচ্ছে বা অনিচ্ছের জোরে পবতে বিজেপির উত্থান সে তো দেখাই যাচ্ছে। সিপিএমের ভোট কিছুটা তিনোতে আর বেশীরভাগটা বিজেপিতে যচ্ছে - পরিসংখ্যানই বলছে।
    শিপুয়েম যে কংএর সাথে সারা ভারতেই জোট না করার কথা বলছে, তাতে কে শক্তিশালী হবে - কং, বিজেপি, তিনো, অন্য কোন দল? কি মনে হয়?
    তুমি এখন বলবে কেউ নয়। তব্বে যে কংএর সাথে জোট করা নিয়ে দিস্তে দিস্তে লিখলে, সেটা কি রম্যরচনা?
    তব্বে ছাগল ক্যাডায়?
  • PT | 213.110.242.22 | ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৫372413
  • “we are with you (the RSS) in your fight against the communists”
    এদেরকেই ক্ষমতায় আনার জন্যে কারা বিস্তর সওয়াল করেছিল ভুলে যাওনি আশা করি? তাদের তুলনায় কারাত-ইয়েচুরি নেহাৎই ছাগশিশু!!
  • কল্লোল | 116.203.163.19 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:০২372414
  • এটা কে বলেছে? তিনোরা? তারা তো গান্ডু সে নিয়ে তো আমার সন্দেহ নেই। গান্ডুদের আবারও গান্ডু প্রমান করলেও তারা গান্ডুই থেকে যাবে বড়জোর ডবল গান্ডু হবে। কিন্তু কংএর সাথে জোট না করে যে শিপুয়েম বিজেপির এমনকি তিনোদেরও সুবিধা করে দিচ্ছে (কেননা তুমি চাও এদের ঠেকাতে শিপুয়েম-কং জোট হোক), সেই শিপুয়েম শুধু ছাগশিশু? মানে ছাগলের বাচ্চা না বাচ্চা ছাগল, কোনটা?
  • dc | 132.164.226.164 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৭372415
  • ইশ সিপিএমের মতো পোকিতো রাজনৈতিক দলকে ছাগশিশুরা চালাচ্ছে? এ বাবা!
  • T | 113.211.20.205 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৮372416
  • দূর বাবা, প্রথমে ঠিক করতে হবে ছাগল কারা হতে পারে। নেতারা নাকি বৃহত্তর জনগণ যারা নেতাদের ভোট দিচ্ছে, তারা? কল্লোলদা 'শিপিয়েম' আলখাল্লার ভেতরে সব কিছুই মিলিয়ে মিশিয়ে চালান দিচ্ছেন।
    দ্বিতীয় হচ্ছে ছাগলের প্রেক্ষিত। মানে হাড়িকাঠ আছে, না নেই? হাড়িকাঠ সিচ্যুয়েশনে কুমড়োও ছাগল হয়। আবার বিস্তীর্ণ তৃণভূমি সিচ্যুয়েশনে ছাগল হয় আপেল। প্রেক্ষিত বিনা ছাগল হয় না। কল্লোলদা ছাগলকে স্বয়ম্ভূ দেখাতে চাইছেন। হবে না, হবে না, হবে না।
    এরপর আসবে দাম। দাম গুরুত্বপূর্ণ কারণ এটি নির্ধারণ করে কে মুরগী আর কে ছাগল। সাধারণ শেয়ালদেরও দামের ঝাঁকায় ফেলে মুরগী বলে চালানো যেতে পারে। 'দাম' আদতে আপনার রাজনৈতিক অবস্থান।
    এরপর আসবে বাজার। কারণ আবাপর লিংক শাসক ও বিরোধী সকলেই ব্যবহার করে।

    ইতি ছাগসংহিতা প্রস্তাবনা সমাপ্ত। :)
  • dd | 59.205.219.85 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৬372418
  • এই রেঃ, মুরগীও এসে গেছে।

    এবারে একটু থামান না। আর কতো নতুন নতুন জন্তু জানোয়ার আসবে? খুব কনফিউজড হয়ে যাচ্ছি।
  • T | 113.211.20.205 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৮372419
  • না না, আসতেই থাগবে। এইবার বাঁধ ভেঙেছে। যেমন, প্যাঁচা। নাইট ওয়াচম্যান। যে আসে আসুক, আমি ডালে বসে থাকি। ভূত-ভুতুম।
  • PT | 213.110.242.22 | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৯372420
  • "এটা কে বলেছে? তিনোরা?"
    বোঝ কান্ড। পন্ডিতেরা এই সামান্য খপরটা না রেখেই পরিবর্তন এনে ফেলল এই RSS-প্রেমিদের মসনদে বসিয়ে। আর এখন বিজেপির উত্থানের পরে জিগাচ্ছে "ছাগল কেডা"?

    "তারা তো গান্ডু সে নিয়ে তো আমার সন্দেহ নেই।"
    ২০১১-তে ছিল? কোথাও লেখা আছে সে কথা? নাকি বিজেপির আসার প্রশস্ত করে দিয়ে নিজেদের পিঠ বাঁচানোর জন্যে এখন সিপিএমের ঘরে ছাগল খুঁজতে বেরিয়েছ?

    আরে ডিডিদা এত কন্ফ্যুস হওয়ার কি আছে? এ তো কন্ফুশিয়াস নিয়ে আলোচনা নয়। অ-কমুনিস দেশেও এনিমাল ফার্ম থাকে। কল্লোলদার বয়েস হয়েছে বলে আলো আঁধারিতেকে ছাগল চিনতে পারছে না।
  • কল্লোল | 116.203.141.254 | ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩০372421
  • তিনোদের সব কথামৃত মনে রাখতে হবে, এতো সময় নেই। বহুবার বলা হয়েছে, সিপিএম গিয়ে তিনোরা আসলেই সব ভালো হয়ে যাবে না। এরকমও লেখা হয়েছে - আজ সিপিএমের বিরুদ্ধে বলছি, কাল তিনোরা ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধেও বলতে হবে, হবেই, কারন আমাদের কুত্তা লগ্নে জম্মো। সেই তপন দত্তের হত্যা, নোনাডাঙ্গা, এপিডিআরের হাজরায় মার খাওয়া। এরকম বহু বিষয় নিয়ে বলেছি বলবো।
    কিন্তু শিপুয়েম যে কংএর সাথে জোট না করে বিজেপির সুবিধা করে দিলো, অন্ততঃ দুটি রাজ্যে, সে নিয়ে ছাগল তত্ত্ব নীরব কেওঁ কবি?
    পিটি উবাচ - অ-কমুনিস দেশেও (দেশেও- কথাটিতে তলদাগ ও নজরটান আমার)এনিমাল ফার্ম থাকে।
    মানে? দেশেও মানে? কম্যুনিস দেশে অ্যানিমেল ফার্ম থাকেই বলে পিটি মনে করে? এট্টু খোলসা হও।
  • PT | 213.110.242.22 | ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫২372422
  • কুত্তা লগ্নে জন্মের গপ্প অনেকেই বলেছিল তারপরে দেখলাম যে প্রায় সকলেই রোলের দোকান খুলে বসেছে।

    সিপিএম কং-এর সাথে জোট না করে ঠিক কোথায় কোথায় বিজেপির সুবিধে করে দিল? তিনোরা যে পব-তে আর ত্রিপুরাতে কং ভেঙ্গে বিজেপিকে এক্কেবারে ক্ষমতার দোরগোড়ায় হাজির করে দিল সে ব্যাপারে কবি এক্কেবারে নীরব। সমস্যা হয়েছে এই যে পন্ডিতদের সমর্থনে তিনোরা বিজেপির উত্থানে সাহায্য করবে আর সেই সব্বোনাশ আটকাতে হবে সিপিএমকে!!

    এনিমাল ফার্মের আলোচনা সাধারণ ভাবে কোন দেশ প্রসঙ্গে হয় সেটা সকলেই জানে। "According to Orwell, the book reflects events leading up to the Russian Revolution of 1917 and then on into the Stalinist era of the Soviet Union.। "According to Orwell"-এ তলদাগ ও নজরটান আমার। তাই আমি নতুন কিছু বলিনি। ধর্ষণের প্রেক্ষিত যাচাই করা পব-র আর এক পন্ডিত সে প্রসঙ্গেই পশুখামার নাটকের চর্চা শুরু করেছিল।

    কল্লোলদা বহুদিন ধরেই দেখছি গাছ খুঁজতে গিয়ে জঙ্গল হারিয়ে ফেলছে!! নাহলে RSS-প্রেমিদের কেউ তাত্বিক তোল্লাই দিয়ে ক্ষমতায় পাঠায় আর তারপরে বিজেপি কেন বাড়ছে বলে কান্নাকাটি করে!!
  • cm | 113.205.212.38 | ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০০372423
  • তিনোর বিরুদ্ধে একবার কুঁই করে তারপরে কে জানে কার বিরুদ্ধে কি মারাত্মক ঘেউ ঘেউ ঘেউ ঘেউ বাপ্রে থামতেই চায়না!
  • dc | 132.164.221.160 | ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৮372424
  • কিন্তু সিপিএমের মতো পোকিতো রাজনৈতিক দলকে চালনা করছে কারাত-ইয়েচুরির মতো ছাগশিশুরা! ইশ!
  • | 144.159.168.72 | ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩১372426
  • কল্লোল | 37.63.156.47 | ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫১372427
  • এইটা দারুন। পবতে বিজেপির উত্থান তিনোর হাত ধরে, ত্রিপুরাতেও তিনোর হাত ধরে? ক্যাবাত।
  • cm | 113.205.212.38 | ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০৬372429
  • দেওয়ার কোন মানে হয়না তবু থাক।

    “ The Congress party has the same class character as that of the BJP. It represents the interests of the big bourgeois-landlord classes. Its political influence and organisation has been declining and it has conceded the space as the premier ruling class party to the BJP. The Congress professes to be secular but it has proved to be incapable of consistently fighting the communal forces. The Congress had pioneered the neo-liberal agenda and forged the strategic alliance with the United States when it was in power. As the main opposition party, it continues to advocate these policies. It is necessary to oppose these policies.”

    “ 2.88 The political representatives of the big bourgeoisie at present in our country are the BJP and the Congress. Based on our programmatic understanding, the Congress represents the interests of the big bourgeoisie and landlords and adopts pro-imperialist policies. Therefore, we cannot have a tactical line which treats them as allies or partners in a united front.

    2.89 But it is the BJP which is in power today and given its basic link to the RSS, it is the main threat. So, there cannot be a line of treating both the BJP and the Congress as equal dangers.

    2.90 Our tactical approach should be to cooperate with the Congress and other secular opposition parties in parliament on agreed issues. Outside parliament, we should cooperate with all secular opposition forces for a broad mobilisation of people against the communal threat. We should foster joint actions of class and mass organisations, in such a manner that can draw in the masses following the Congress and other bourgeois parties.”

    সূত্রঃ
    http://cpim.org/sites/default/files/documents/22-cong-draft-pol-res.pdf
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন