এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ৯৬০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 216.52.215.232 | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২৮512538
  • প্রচুর সেমসাইড হচ্ছে। :)
  • Ishan | 117.194.35.73 | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:২৯512539
  • ঠিক ঠিক। এবার ডেটা চাই ডেটা। নইলে সব ঘেঁটে যাবে।

    হ্যায় কোই জওয়ান?
  • ppn | 216.52.215.232 | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:৩০512540
  • আর পাই ড্রিবলিঙে কাজল মুখার্জিকেও লজ্জায় ফেলে দেবে। :)
  • aka | 168.26.215.13 | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:৩৩512541
  • আর ইনকাম না বাড়লেও শিক্ষা এবং হেলথ কেয়ারের এই একই অবস্থা হতে পারত।

    ইনকাম বাড়ার সাথে শিক্ষা এবং হেলথের খারাপ হওয়ার কোন কজাল রিলেশন নেই।

    এতে এইটুকুই প্রমাণিত হয় যে সরকার বালছাল, সরকারী উদ্যোগে দেশীয় ইনফ্রাস্ট্রাকচার তৈরির কোন কাজই হয় নি।
  • aka | 168.26.215.13 | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:৩৪512542
  • আর কমরেড প্পনকে (8:30) এর জন্য বিরাট ক দিলাম। :))
  • ppn | 216.52.215.232 | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:৩৫512543
  • সে দিন, কিন্তু সেমসাইড করবেন না। :)
  • pi | 71.206.15.47 | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:৩৬512544
  • কমরেড প্‌প্‌নকে কেবল একটা কথা।
    ইন্দেক্ষ কেন বাড়বে, কালের নিয়মেই, সেটা মামুও লিখেছে, আমিও লিখেচি।

    তুলনাটা তাই অন্য দেশের সাথে করতে হবেই। সারা পৃথিবী জুড়ে মেডিক্যাল ও অন্যান্য অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সব দেশেই তার প্রভাব পড়বে। আমাদের দেশ তার বাইরে নেই। এগুলোর জন্য সবাই এগোবে। এবার কেউ যদি অন্যদের তুলনায় অনেক কম এগোয় ( র‌্যাংকটা সেজন্যই দেখা), সেটা তো দেখার ও চিন্তার বিষয় বটেই।

    আর, আবারো বলব।
    শিক্ষা, স্বাস্থ্য, ইনিক্যুয়ালিটি .. এগুলোর উপর জোর দেওয়া হোক।

    হাতে মোবাইল আছে কি ঘরে টিভি আছে সেই দেখেও লাভ নেই। সেগুলোর সংখ্যা যেমন বাড়ে্‌ছ, তেমনি বেসিক জায়গাগুলো, শিক্ষা, স্বাস্থ্য .. এগুলো ঠিকঠাক পেতে , এগুলোর বন্দোবস্ত করতে খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে।

    বাস। আর কিছুতেই লিখবো না !
  • ppn | 216.52.215.232 | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:৩৮512546
  • আবার ড্রিবলিং। :)

    আমি আগে দেখব স্লোপ ওপরে উঠেছে না নিচে নেমেছে। তার পরে বাকি কথা।

    হ্যায় কৈ জওয়ান?
  • aka | 168.26.215.13 | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:৩৮512545
  • আজ কোনো সেমসাইড করি নি। বললে হবে? ঐ ইণ্ডেক্সের অ্যাবসলিউট নাম্বারের যুক্তিটা আপনার মাধ্যমে বিরোধীদের জানিয়েছি। ;)
  • pi | 71.206.15.47 | ০৭ ডিসেম্বর ২০১১ ২০:৪৬512548
  • 'দারিদ্য' , 'উন্নতির' সজ্ঞা কী বলা হচ্ছে, সেটা না বুঝলে সেমসাইড ই মনে হবে :)

    আমি দারিদ্র্যের এই ডেফিনিশন নেওয়া অনেক যুক্তিযুক্ত মনে করি :

    The lives of people living in poverty are affected by more than just a lack of income. The Multidimensional Poverty Index (MPI) complements income poverty measures by reflecting the deprivations that each poor person faces all at once with respect to education, health and other aspects of living standards. It assesses poverty at the individual level, with poor persons being those who are multiply deprived, and the extent of their poverty being measured by the range of their deprivations.

    তবে ইকনমিক গ্রোথ = 'দারিদ্য' কমা = উন্নতি এটা একপ্রাকারের ধর্মবিশ্বাস , বা জ্যোতিষে বিশ্বাস ;) ,এর সাথে কি তর্ক হয় ? :)
  • aka | 168.26.215.13 | ০৭ ডিসেম্বর ২০১১ ২১:০৭512549
  • উল্টোদিকে

    ইকনমিক গ্রোথ = দারিদ্য বাড়া = সাপ্লাই সাইড ধুর

    ইহা আসলে প্রাচীন অরণ্য প্রবাদ তালও পড়ল কাকও উড়ল। আর প্রাচীন অরণ্য প্রবাদের সাথে তর্কো হয় না। :)
  • aka | 168.26.215.13 | ০৭ ডিসেম্বর ২০১১ ২১:২৩512550
  • অনেক খুঁজে টুজে এইচডিআইয়ের এই ট্রেণ্ড পেলাম।

    Institute of Applied Manpower Research, a body of the Planning Commission, has published the Indian Human Development Report, which shows that the Human Development Index (HDI) in the country has risen by 21 percent. In the year 1999 – 2000 India's HDI was 0.387, while the same is 0.467 during 2007 – 08. Some of the States are having their HDI below the national average, which include Chhatisgarh, Orissa, Madhya Pradesh, Uttar Pradesh, Jharkhand, Rajasthan and Assam.

    ১৯৯৯ - ২০০০ - ০.৩৮৭

    ২০০৭ - ২০০৮ - ০.৪৬৭

    ২১% গ্রোথ।
  • aka | 168.26.215.13 | ০৭ ডিসেম্বর ২০১১ ২১:২৬512551
  • অবশ্য কিউবার এইচডিআই এই সময়ে কত বেড়েছে সেটা দেখতে ভুলে গেছি। :))
  • S | 128.231.155.50 | ০৭ ডিসেম্বর ২০১১ ২১:৪৯512553
  • আছে। মেল আইডি দিলে পাঠিয়ে দেব।
  • ppn | 112.133.206.22 | ০৭ ডিসেম্বর ২০১১ ২১:৫২512554
  • choudhury.arpan at gmail.com

    থ্যাংকু। :)
  • Ishan | 117.194.36.174 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:০০512555
  • কি এখনও ভারতের HDI ডেটা মিললনা তো? এই নিন:

    ১৯৮০ .৩৪৪
    ১৯৮৫ .৩৮০
    ১৯৯০ .৪১০
    ১৯৯৫ .৪৩৭
    ২০০০ .৪৬১
    ২০০৫ .৫০৪
    ২০১১ .৫৪৭

    অ্যানালিসিস করেন। আমি পরে ফোড়ন কাটব। অন্য দেশেরও দেব।
  • maximin | 59.93.163.113 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:০৫512557
  • এইচ ডি আই এর মধ্যে আনরেকর্ডেডগুলো ধরা আছে তো? :(
  • Ishan | 117.194.36.174 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:০৫512556
  • আচ্ছা দিয়েই দিই:

    বাংলাদেশ:

    ৩০৩ ৩২৪ ৩৫২ ৩৮৮ ৪২২ ৪৬২ ৫০০

    শ্রীলংকা
    ৫৩৯ ৫৬১ ৫৮৩ ৬০৪ ৬৩৩ ৬৬২ ৬৯১

    প্রতিটি সংখ্যার অগে দশমিক বসিয়ে নেবেন। আর সালগুলো একই।
  • maximin | 59.93.163.113 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:০৭512560
  • বিভিন্ন দেশের আনরেকর্ডেড এর প্রোপোরশন এক নয়।
  • h | 117.194.242.106 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:০৭512559
  • আকা, মাইরি, ভাষা নিয়ে প্যাঁকটা আশা করিনি। আমরা সকলেই তো এই লাইনে ইওর্স ফেদফুলি।

    পোটাটো লেট ব্লাইট বা আলুর নামি ধসা(?) রোগ একটা বিশেষ প্যাথোজেন থেকে হয়। দু রকমের ব্লাইট হয়, একটা শুরুর দিকে একটা পূর্ণ ফলনের আগে আগে। প্রসঙ্গ যেহেতু আলু, এটা আমাদের জানার কথা। যেটা আয়ারল্যান্ডে গরম কালে হয়, সেটা আমাদের এখানে শীত কালে হয়। দুটো দুরকমের প্যাথোজেন। যাই হোক আমেরিকায় আয়ারল্যান্ড থেকে অনেক লোক গেছে, যখন খাদ্যাভাব/দুর্ভিক্ষ হয়েছে তখন বেশি গেছে। ঊনবিংশ শতকেও হয়েছে। শেষের কয়েকটার মধ্যে বড় আলুর ব্লাইট জনিত অর্থনৈতিক টালমাটাল সে দেশে ১৮৪৫ এ। আলু আয়ারল্যান্ডে প্রধান খাবার। স্টার্চ।

    টেলিগ্রাফের খবরটায় ছিল , আলু প্রসেসিং কোং ব্লাইট ওয়ালা আলু নেয় না, তাই সার বলে দেয়, আর বীজ ও বলে দেয়। এর অর্থ হলেও হতে পারে, জেনেটিকালি রেজিসট্যান্ট বা অন্তত হাই ইল্ড ভ্যারাইটি বলে দেয়। অর্থাৎ মহান কর্পো ক্রেতা বীজ ও সার বেছে দেয়। কাঁটা বেছে দেয় না মেখে দেয় সেটা ভবিষ্যৎ বলবে। আর সারে আমরা জানি ভর্তুকি কমছে, এমনি দাম ও প্রচন্ড বাড়ছে। বীজ নিয়ে বিভিন্ন বিতর্ক আছে। আমার বক্তব্য ছিল সাধারণ ভাবে 'ভালো অভ্যেস' এর নাম করে অনেক স্বাধীনতা চাষীর কাছ থেকে চলে যাচ্ছে, অনেকটাই অবশ্য পেটেন্টিং এই গেছে।

    তো আমার বদ রসিকতার বক্তব্য ছিল ইতিহাসে আমরা দেখেছি, ব্লাইটের কারণে লোক পালিয়েছে দেশ ছেড়ে। এইবারে যেন ব্লাইট ছাড়ানোর ওষুধ অতি ব্যবহারের ফলে এবং অন্যান্য কৃষি নীতির চোটে লোককে পেশা বদলাতে বা বাধ্যতা মূলক ভাবে পালাতে না হয়।

    ইত্যাদি।

    আর ফুল মন্টি একটা ব্রিটিশ (লন্ডন) স্ল্যাং। এর একটা মানে কোন একটা জিনিসের সম্পূর্ণ প্যাকেজ। শিয়ালদা ছাড়া যেমন হাফ মিল যেরকম হয় না। আরেকটা মানে হল জামাকাপড়হীন বা দিগম্বর। এবং মন্টি হল মন্টগোমারি বা 'মন্টেক' নাম টার একটা প্রচলিত ছোটো করে বলা ডাক।

    এইটা উভয়ার্থে বলেছিলাম।

    ঘাট হয়েছে। ২ বার।
  • ppn | 112.133.206.22 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:১৩512561
  • (প্রসঙ্গ: ফুল মন্টি)

    বুয়েচি বাওয়া, বুয়েচি।

    (আমার লেখা) ঘাট হয়েছে। ২ বার। :(
  • pi | 72.83.98.41 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:১৪512562
  • আমার নেট আসছে যাচ্ছে। আগের একটা বড় পোস্ট গেল :( জানিনা এই পোস্ট ও করতে পারবো কিনা। তাই ছোট ছোট করে পোস্ট করি।

    এটার জন্য পেপার কী দরকার । নেটেই আছে। আমার দেওয়া লিংক থেকেই পাওয়া যেত। আমি তো লিখেইছি, বেড়েচে :)

    বাড়বে এটা স্বাভাবিক ঘটনা।

    এবার বাড়ার রেট টা একটু দেখবেন ?

    ১৯৮০-১৯৯০
    ১৯৯০-২০০০
    ২০০০-২০১০

    ২০১০ এর ভ্যালু: ।৫১৯

    কী দেখহে্‌চন ? :)

    গ্রোথের % কী বলে ? :)

  • ppn | 112.133.206.22 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:২১512563
  • এই বলে যে ২০০০-০৫ আর ০৫-১১ এই দুটো রেঞ্জে ৯% আর ৮.৫% করে বেড়েছে।

    অবশ্য এর থেকে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেইটা শ্যামলাল জানে।
  • pi | 72.83.83.28 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:৪১512564
  • তার আগে কী রেটে বাড়ছিলো ? :)

    রিফর্মের আগে ?
  • pi | 72.83.83.28 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:৪২512565
  • তিন ডিকেডের ডেটা চাইলেন আর দুই ডিকেডকে বাদ দিয়ে দিলেন ? এর মানে বোধহয় ভাগাবাবু জানেন :(
  • pi | 72.83.83.28 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:৫০512566
  • ক্যালরি ইনটেক দিয়ে পভার্টি লাইন মাপা ও দেখেন, তাতে কী 'উন্নতি' হয়েছে, তা নিয়ে প্রচুর লিখেছিলাম। আর বসে বসে লিখতে পারছিনা।

    এখানে আছে, দেখে নেবেন :

    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portl
    etId=8&porletPage=2&contentType=content&uri=content1202353329626


    এখন নতুন পাভার্টি লাইন মাপা শুরু হয়েছে, তাই নিয়ে বিস্তর জলঘোলাও। হিসেব কী কেমন দাঁড়াচ্ছে, নেট এ একটু ঘাঁটলেই লেখাপত্তর পেয়ে যাবেন।

    তবে, এই লেখাটি পড়ে দেখতে পারেন।
    লেখকের নাম দেখেই আপত্তি তুলবেন না যেন। লেখাতে রিসেন্ট অনেক তথ্য, ট্রেন্ড দেওয়া আছে। রেফারেন্স সহ। খুঁজে না পেলে বলবেন, কিছু কিছু অংশ তুলে দেব ।
    http://sanhati.com/excerpted/2921/
    Jeman eiTi :)

    Two studies- by the Asian development bank and the National commission for enterprises in the unorganized sector- have put the poverty stricken masses at over 75%. The latter report says 77% of India’s population ( or 83.6 crore people) live on rupees 20 or less per day. And this at a time when food inflation has been running at 20%. This is further corroborated by NSSO data, which showed that 77% of the rural population, consumed less than the minimum daily calorie intake of 2400. In fact the percentage has gone up from 69% in 1993 (5).
    If one looks at the situation from another angle, the situation appears as grim , food grain per capita consumption has fallen from 177 kg in 1991, to 151 kg in 1998. Since then it has dropped even further- compare this to the 182 kgs recorded in the LDCs ( Least developed countries) and 196 kg in Africa. The world average of cereal consumption is 314 kg ( cereals comprise 9/10th of food grains). This entails both direct and indirect intake (indirect are those cereals fed to develop animals, then, eaten by man). So, Indians have half the world’s average consumption and even less than the poorest countries in the world.
    The extent of rural impoverishment can be estimated from the fact that over 2 lakh farmers have committed suicide between 1997 and 2008. Such a phenomenon was never witnessed earlier in our country, which is the result of skewed policies of the government to turn agriculture into a profit making machine, for the seed, fertilizer and pesticide companies. In Maharashtra (which has the maximum suicide rate) the numbers are increasing, from 8 daily between 1997- 2002, it increased to 11 daily between 2003- 2008.

  • pi | 72.83.83.28 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:৫১512567
  • *ভগা
  • ppn | 112.133.206.18 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:৫৪512568
  • বাদ কিছু দিইনি কমরেড। ঈশান যা ডেটা দিল আপাতত সেইটা এক্ষেলে ফেলে নিচের হিসেব বেরোল।

    1980-85 / 10.47%
    1985-90/ 7.89%
    1990-95/ 6.59%
    1995-00/ 5.49%
    2000-05/ 9.33%
    2005-11/ 8.53%


    "দৃশ্যত' দেখা যাচ্ছে রিফর্ম যখন পিকে পৌঁছেছে তখন ইন্ডেক্স বাড়ার রেটে তার কিছু প্রভাব পড়েনি। পড়ুন এই ডেটা থেকে অন্তত ঋণাত্মক কোন প্রভাব বোঝা যাচ্ছে না। এইটাই জানার জন্য ডেটা চাওয়া।

    অবশ্যই পরের দশ বছর কী হবে সেই নিয়ে ভবিষ্যবাণী আমি কিছু করতে চাইনা। কারণ আমি ফুল বা সিকি কোন মন্টিই নই।

    আমার বক্তব্য শেষ। বাকিটা শ্যামলালের জন্য ছেড়ে দিলাম। :)
  • maximin | 59.93.193.33 | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:০৩512571
  • এগুলো কি অ্যাভারেজ অ্যানুয়াল রেট? নমিনাল না রিয়াল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন