এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ৯৪৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:১৭512638
  • h এর ৩-২২ আবারও চম্‌ৎকার।
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:১৯512639
  • Regime উচ্চারণ জানিনা। আমরা রেজিমি বলতাম।
  • ppn | 202.91.136.71 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:৩০512640
  • রেজিম।
  • h | 203.99.212.53 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:৩৮512641
  • aamaarbakatabyahala, ekaTaanatunrejimbinaabaadhaayele, baabaadhaaatikramkareele, bhabitabyermataseTaasamaalochanaaroordhechaleJaabebaadharenitehabe, seTaaisarbasaadhaaraNerbeshirbhaagaa`msherjanyabhaalo? bhabitabyabaaniyatiraabaarbhaalomandaki?

    aajekaTaapoliTikaalayADajaasTamenTerabhaabeeTaaabeyancehayechhekadinbaadeipurotaaimeneneoyaahabe.etadushchintarkonakaaraNanei.

    atebeTaamanekaraarkaaraNanei, aajakerpoliTikaalemapaaoyaaramenTabirodheederkisuesechhe.Jaarphalhala, eiabeyance.JeTaabalatepaaren, abashyaibalatepaaren, chhoTogrosaariTreDaaraderlabigulo, peTiproDaakashanlabiguloekhanoriTelersaaplaaichenekibhaabeDhukabeseTaabojheni, aasteaastebujhegelemenenebe.takhankichhupuronoliberalintellectualchhaarhaakeuaapattikarbenaa, aargaribmaanushhJekhaaneJaapaarekarabe.bibhinnapaarTirsa`Mgebaachhaarhhaa.

    dharunkaalibalachhilaam.aamaaderraajyeJeetabarhaDibeTahala, kRishhibanaamshilpa.barhariTeltokRishhibhittikashilpahisebebechedebekichhudinparei.aamimaanashchaxedekhatepaachchhi, si`MgurgaarhirkaarakhaanaayriTelasTorhachchhe.maalTibryaanDaephDiaai.chaashheeraakRitaj`Na.dinamajurxetamajureraasikiuriTigaarDaaarphloraayAsisTaanT.tabeseTaarjanyahaytoDaaunsaaijDasarakaarikarmeederekaTaalaainlaagatepaare:-)

    aapaniJadibalensmalTreDaareremapaaoyaaramenTahayechhe, hyaa`nhayechhe, Dieleph, iuniTekkekeekhanopaarhaarsinDikeTeruparenirbharkaratehachchhe.kriminaaliTirabhiJogaaachhe, kintuchhoTobyabasaayeetaarraajanaitikxamataabyabahaarkarabenaa, shudhubarhaaantarjaatikkarporeTakarabetaatohaynaa, aartaachhaarhaaJekononegoshiyeshanemaajhemaajheekaTujhagarhaajhaa`nTihay.aamaraaotonirapexanai.sabalbaajayeerpaxe.ekaTaakejetekejetetoirihayechhebaleetaTenashankarelaabhki.barharaaijitaben, chokhbujebalaaJaay.tabebhaalohabekinaaeTaabalaarjanyoJadichokhabujhatehay, ekaTuchaaper.
  • h | 203.99.212.53 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:৪৯512643
  • IknowIhavegonetotheridiculousextremewhereIwantedtojoke.Similarjokescanbecreatedwiththeotherextreme.Imagine, having2000employees, towriteaprograame, ensuringemployment.Butthefunnythingis, thetruthisshiftingtoright.Iwantedtoshowthroughthisridiculousbanter, thatwe , thesacredprofessionals, arealsomiddlemeninotherpotentialusagesoftheterm.Iamsorry, itisreallyabadone.
  • convert | 180.149.51.66 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:৪৯512642
  • আমার বকতব্য হল , একটা নতুন রেজিম বিনা বাধায় এলে , বা বাধা অতিক্রম করে এলে , ভবিতব্যের মত সেটা সমালোচনার ঊর্ধে চলে যাবে বা ধরে নিতে হবে , সেটাই সর্বসাধারণের বেশির ভাগ অংশের জন্য ভালো ? ভবিতব্য বা নিয়তি র আবার ভালোমন্দ কি ?

    আজ একটা পোলিটিকাল অ্যাডজাস্টমেন্ট এর অভাবে এটা অবেয়নএ হয়েছে কদিন বাদেই পুরোতাই মেনে নেওয়া হবে। এত দুশ্চিন্তর কোন কারণ নেই।

    অতেব এটা মনে করার কারণ নেই , আজকের পোলিটিকাল এমপাওয়ারমেন্ট বিরোধী দের কিসু এসেছে। যার ফল হল , এই অবেয়নএ। যেটা বলতে পারেন , অবশ্যই বলতে পারেন , ছোটো গ্রোসারি ট্রেডার দের লবি গুলো , পেটি প্রোডাকশন লবি গুলো এখনো রিটেলের সাপ্লাই চেন এ কি ভাবে ঢুকবে সেটা বোঝে নি , আস্তে আস্তে বুঝে গেলে মেনে নেবে। তখন কিছু পুরোনো লিবেরল ইন্তেল্লেতুঅল ছাড়া কেউ আপত্তি কর্বে না , আর গরিব মানুষ যেখানে যা পারে করবে। বিভিন্ন পার্টি র সঙ্গে বা ছাঢ়া।

    ধরুন কাল ই বলছিলাম। আমাদের রাজ্যে যে এত বড় ডিবেট হল , কৃষি বনাম শিল্প। বড় রিটেল তো কৃষিভিত্তিক শিল্প হিসেবে বেচে দেবে কিছুদিন পরেই। আমি মানশ্চক্ষে দেখতে পাচ্ছি , সিঙ্গুর গাড়ির কারখানায় রিটেল স্টোর হচ্ছে। মাল্টি ব্র্যান্ড এফ ডি আই। চাষী রা কৃতজ্ঞ। দিনমজুর ক্ষেতমজুরেরা সিকিউরিটি গার্ড আর ফ্লোর অ্যাসিস্টান্ট। তবে সেটার জন্য হয়ে্‌তা ডাউন সাইজ্‌ড সরকারি কর্মীদের একটা লাইন লাগতে পারে : -)

    আপনি যদি বলেন স্মল ট্রেডারের এমপাওয়ারমেন্ট হয়েছে , হ্যাঁ হয়েছে , ডি এল এফ , ইউনিটেক কে কে এখনো পাড়ার সিন্ডিকেটের উপরে নির্ভর করতে হচ্ছে। ক্রিমিনালিটির অভিযোগ আছে , কিন্তু ছোটো ব্যবসায়ী তার রাজনইতিক ক্ষমতা ব্যবহার করবে না , শুধু বড় আন্তর্জাতিক কর্পোরেট করবে তা তো হয় না , আর তাছাড়া যে কোনো নেগোশিয়েশনে মাঝে মাঝে একটু ঝগড়া ঝাঁটি হয়। আমরা ও তো নিরপেক্ষ নই। সবল বা জয়ীর পক্ষে। একটা কে জেতে কে জেতে তৈরি হয়েছে বলে এত টেনশন করে লাভ কি। বড়রাই জিতবেন , চোখ বুজে বলা যায়। তবে ভালো হবে কিনা এটা বলার জন্যো যদি চোখ বুঝতে হয় , একটু চাপের।
  • h | 203.99.212.54 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:৫৩512644
  • 1.baa`mlaaplenlekhaaruinDoaasachhenaa.
    2.iunikoDainsTalhachchhenaa.
    3.eTaaaamaarmeshinnaa.aamaarmeshindichcchheonaa.saarabhaargulotebaseThekmaaraarprashnanei.
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৭:১৪512645
  • না না আমি এখন সব পড়তে পারছি। ট্রেডারকে TreDaara উচ্চারণ করতে মজাই লাগছে। সত্যি করেই ভাল লাগছে। শ্লেষ বলে ভাববেন না যেন।
  • aka | 75.76.118.96 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৭:৩২512646
  • @ ঈশান - IP Address : 117.194.35.228 Date:08 Dec 2011 -- 11:22 AM

    এগুলো নিয়ে কেউ তক্কো করে নি। এক।

    এইচডিআই একটা ইন্ডেক্স তাই দিয়ে স্কিলড লেবার ফোর্সের চাকরি মাপা যায় না। দুই।

    যেমন শহরে প্রচণ্ড চাকরি বাকরি হল ওদিকে জঙ্গলমহলে মৃত্যু বেড়ে গেল বা বেশি মৃত্যু হল তাহলে এইচডিআই বাড়ল। কিন্তু এতে করে শহুরে লোকের জীবনযাত্রার উন্নতি মিথ্যে হয়ে গেল না।

    আর পুরোটাই ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যার পরিপ্রেক্ষিতে ভাবা দরকার। অন্য একটা উদাহরণ দিই, যেমন আনএমপ্লয়মেন্ট রেট ৯% যদি ২০০০ এবং ২০১০ এ থাকে তার মানে ২০০০ থেকে ২০১০ হয়ত কয়েক কোটি নতুন চাকরি হয়েছে। কারণ ঐ সময়ে ভারতের জনসংখ্যা কয়েক কোটি বেড়েছে।

    জিডিপ বাড়লেই উন্নতি হয় না যদি না প্রপার পলিসি থাকে, আবার জিডিপি না বাড়লে উন্নতির সম্ভাবনাই নেই, টাকা নেই বলে।

    তাই এইচডিআই বলো বা জিডিপি গ্রোথ দুইই নুন সহযোগে খাওয়াই ভালো।

  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৮:০৩512648
  • খরচে না পোষালে এমপ্লয়ি ছাঁটাই করার অধিকার আমাদের দেশেও নেই, ইয়োরোপেও নেই। অধিকার দেওয়া হচ্ছে না সাম্যের দোহাই দিয়েই।
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৮:০৪512649
  • কালকে পাই চটকল শ্রমিকের কথা তুলেছিল।
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৮:৫১512650
  • আর খালি একটা কথাই বলা বাকি রইল। শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানো দরকার। তাতে শিক্ষা বা স্বাস্থ্য ভালো হোক বা না-ই হোক, নতুন চাকরি তৈরি হবে।
  • h | 117.194.235.152 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৯:০৯512651
  • কে বাড়াবে টা বলে গেলে সন্ধ্যাহ্নিকে বসার আগে মনটা একটু শান্ত হত:-)) জাস্ট জোকিং।
  • h | 117.194.235.152 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৯:১১512652
  • তাইলে গ্রোথ আর হেচডিআই এর মধ্যে মিসিং লিংক কে? মানে কে হলে ভালো হয়। আকার প্রেফারেন্স কি?
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৯:৩০512653
  • কে বাড়াবে টা আমাকে বলে থাকলে উত্তর, কেন্দ্রীয় সরকার।
  • Ishan | 117.194.39.63 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৯:৩৪512654
  • ১। আকা দ্বিমত কি নিয়ে সেটা একটু পোষ্কার করে বুঝিয়ে বলুক। তাইলে আমি একমত হতে বা তক্কো করতে পারি। :)

    ২। স্কিলড লেবার ফোর্সের চাগরি-বাগরি নিয়ে কথা হচ্ছে। তাইলে হাতে ডেটা নিয়েই বলা যাক।

    দুই পিস সারণী আছে:
    ক। দেশে এমপ্লয়মেন্টের অ্যানুয়াল গ্রোথ রেট (পাঁচ বছরের ইন্টারভ্যালে):

    73-78 : 2.82
    78-83 : 2.22
    83-88 : 1.55
    88-94 : 2.37
    94-00 : 1.02


    খ।সেক্টর অনুযায়ী ওই একই ডেটা

    Agriculture: 2.32, 1.20, 0.04, 2.39, 0.06
    Mining: 4.68, 5.85, 6.16, 2.09, ‐3.27
    Manufacturing: 5.10, 3.75, 2.10, 1.45, 2.05
    Construction: 1.59, 7.45, 13.59, ‐1.10, 6.61
    Electricity, Gas, Water Supply: 12.23, 5.07, 4.64, 3.39, ‐5.25
    Transport 4.85, 6.35, 2.67, 3.58, 5.28
    Trade 3.71, 4.12, 4.42, 3.20, 6.20
    Services 3.67, 4.69, 3.92, 3.76, 0.55

    ডেটাগুলো কমা দিয়ে দিলাম। সালের রেঞ্জ আগের টেবিলের মতো একই আছে। উল্লেখ করলাম না।

    এবার এর উপরে দাঁড়িয়ে আকার অ্যানালিসিস চাইছি এবং/অথবা মতবিরোধের জায়গাটা পরিষ্কার করতে বলছি।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৯:৪৩512655
  • তাহলে শহরের লোকের জীবনযাত্রার উন্নতি = দেশের উন্নতি।

    ওকে। দেশের উন্নতি কীকরে হয়েছে, তা নিয়ে আর প্রশ্ন তুলবো না বা ডেটা চাইবো না :)
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৯:৫০512656
  • ইশান বেছে বেছে ১৯৯৪?
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৯:৫৪512657
  • ওহো সরি ৯৪ থেকে ২০০০।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৯:৫৯512659
  • mining-৩।২৭
  • aka | 168.26.215.13 | ০৮ ডিসেম্বর ২০১১ ২০:২৮512660
  • ঈশান, দ্বিমত একটাই দেশের ইকনমি খোলার বিরোধীতা করতে গিয়ে এমন কিছু জিনিষ প্রোজেক্ট করা যেমন এইচডিআই, যা কিনা ইকনমি খোলা বন্ধের সাথে আনকোরিলেটেড। আর অ্যাকনলেজ না করা যে ইকনমি খোলার ফলে নেহেরুভিয়ান পঞ্চ বার্ষিকি পরিকল্পনার থেকে আজ আমরা বেটার জায়গায় দাঁড়িয়ে।

    এটা এগেইন মূলত পলিটিকাল পশ্চারিং - রাইট উইং ভার্সেস লেফট উইং। এবং তার সাপোর্টে হাফ এমপ্টি গ্লাসের ফাঁকা অংশের দিকে তাকানো। সেটা করতে গিয়ে অস্বীকার করা যে কিছুকাল আগে সেই গ্লাসের প্রায় পুরোটাই ফাঁকা ছিল।

    কেন বলছি গুছিয়ে লিখতে সময় লাগবে কারণ ডেটা ইত্যাদি দিতে হবে। যার সময় আপাতত নেই মনে হচ্ছে। পেলে লিখব।
  • Ishan | 117.194.39.63 | ০৮ ডিসেম্বর ২০১১ ২১:৪৬512661
  • ১। ইকনমির সঙ্গে এইচ ডি আই আন কোরিলেটেড কেন?

    ২। নেহেরুভিয়ান ইকনমির চেয়ে "আমরা' বেটার জায়গায় দাঁড়িয়ে আছি -- এই স্টেটমেন্টের "আমরা' টা কে?

    ৩। সবই পলিটিকাল পশ্চারিং না হয় বুঝলাম। কিন্তু কোশ্নোটা হল আগে থেকেই গেলাসকে হাপ ভত্তি দেখাবই দেখাব, এটা ধরে নেওয়াও কি অন্য রকম পলিটিকাল পশ্চারিং নয়?

    আমি তো অনেকপ্রকার ডেটা দেখলাম। দেখছি একমাত্র জিডিপি হুহু বাড়ছে। বাকি সব ইনডেক্সই অন্যরকম রেজাল্ট দিচ্ছে। এমপ্লয়মেন্ট, আন-এমপ্লয়মেন্ট, এইচডিআই -- সব। গেলাস খালি/গেলাস ভর্তির রাজনীতির বাইরে গেলে, মনে হয়না, কোথাও একটা ডিসজয়েন্ট আছে? জিডিপির লিনিয়ার ইকনমিক ডিসকোর্স দিয়ে গপ্পোটা আর মাপা যাচ্ছে না, কমরেড গোলদারের মান্ধাতার আমলের যন্ত্রপাতিতে কিছু গোলমাল আছে?

    আমার তো হয়। পলিটিকাল পশ্চারিং এর বাইরে বেরোতে গেলে বাঁধাধরা গতকে কোচ্চেন করা জরুরি নয়?
  • aka | 168.26.215.13 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:১৫512662
  • বাঁধাধরা গতের বাইরে বেরনো নাকি ফ্যাশনের বাইরে বেরনো দরকার। ফ্যাশন অনেকরকম হয় যেমন অরুন্ধতী রায়ের ফ্যাশন হল মাওবাদীদের হিরো বলা, তেমনই প্রো বাঙালীর ফ্যাশন হল শাইনিং ইন্ডিয়ার নীচেকে আক্রমণ করা। কারণ নীৎসে ফিল্ডে সেটাই ইন্থিং। :))

    বলেইছি ডজ নয়, ভালো করে গুছিয়েই লিখব, কিন্তু সময় লাগবে, আপাতত নেই।
  • Mridha | 65.200.157.179 | ০৮ ডিসেম্বর ২০১১ ২২:৩৬512663
  • টাইটাতে একটা link load করার লোভ সামলাতে পারছি না, কোনো data তথ্য কিছু নেই, তবে যুক্তির ধার আছে, আর আজকের পৃথিবীর অনেক hot issues - corporate aggressiveness, 99% movement, state failure, global economic train etc র সাথে relate করতে গেলে, আমাদের চলতি development এর ধারনা একটু হোচট খায়......

    http://caravan.squat.net/ICC-en/Krrs-en/ghandi-econ-en.htm
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ২৩:০৪512664
  • গত কুড়ি বছরে ইকনমিক ইনিক্যুআলিটি নাকি দ্বিগুণ হয়েছে। কিন্তু প্রো বাঙালীর ফ্যাশনের ছোঁয়াচ ইকনমিক টাইমসকেও পেয়ে বসলো ? :(
    ছি: শাইনিং ইন্ডিয়ার নিচ ফিচ যত্ত কুজায়গায় চোখ ! অর্ধেক গেলাস ভর্তি দেখুন।
    ইনিক্যুয়ালিটি বাড়ছে মানে একদলের ইনকাম বাড়ছে, এভাবে ভাবুন ও খুশি থাকুন।

    http://articles.economictimes.indiatimes.com/2011-12-05/news/30477784_1_oecd-region-inequality-cent-of-global-output

    বিটিডব্লু, প্রো বাঙালী কারে কয় ?
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ২৩:২৮512665
  • তুমি খুশি থাকো-ও-ও-ও।
    (শানিং) মাথার পানে চেয়ে চেয়ে খুশি থাকো।

    এদিকে শাইনিং মাথা বলতেই তো টাক মনে পড়ে গেল।
    টাকের পানে চেয়ে চেয়ে খুশি থাকো, এটাঅও গাওয়া যায়।
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ২৩:৪৩512666
  • theratiobetweenthetopandthebottomdecilesofthe 'wagedistribution' hasdoubledsincetheearly1990s.
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ২৩:৪৮512667
  • ও-ই-সি-ডির ফাইন্ডিং। However, OECDnotedthatinequalityinthecasualwagesector -- workersemployedonaday-to-daybasis -- hasremainedmorestable.
  • aka | 168.26.215.13 | ০৯ ডিসেম্বর ২০১১ ০১:৫৮512668
  • সময়ে বড়ই টান পড়েছে। যাইহোক চট করে আনএমপ্লয়মেন্ট নিয়ে যা বলার আছে বলে নিই।

    ঈশান যা বলেছে অর্থাৎ এমপ্লয়মেন্ট গ্রোথ রেট কমেছে। ডেটা দেখলেই বোঝা যায় যে সেটা অস্বীকার করার জায়গা নেই।

    এবারে এখান থেকে অনেক কিছু অবজার্ভ করা যায়। কেমন?

    ১। প্রথমদিকে যখন জিডিপি গ্রোথ কম ছিল তখন কিন্তু জব গ্রোথ খুব বেশি ছিল।

    ২। ১৯৯৪-২০০০ যখন কিনা জিডিপি গ্রোথ রেট খুব বেশি তখন কিন্তু জব গ্রোথ রেট খুব কম।

    অতএব জিডিপি গ্রোথ ইজ ইনভার্সলি প্রোপোর্শনাল টু জব গ্রোথ। অ্যাটলিস্ট এইটুকু তো কনক্লুড করাই যায়।

    কিন্তু দাঁড়ান বন্ধু, যদি না শাইনিং ইন্ডিয়ার নীচের অন্ধকার দেখা আপনার ফ্যশন হয়ে দাঁড়ায়, যদি না বিকেলের চায়ের দোকানে এফডিআই নিয়ে মনু, প্রনবদা আর মন্টিকে গালি দিয়ে সন্ধ্যে বেলা ক্যালিফোর্নিয়া মার্লোয় চুমুক দিতে দিতে সুইস চীজে কামড় দেওয়া আপনার অভ্যেস হয়ে থাকে, যদি না দেশে তৈরি বিদেশী স্কার্ফ গলায় জড়িয়ে গ্লোবালাইজেশনকে গালি দেওয়া আপনার প্যাশন হয়ে থাকে তাহলে একটু থমকে দাঁড়ান। ঈশানের দেওয়া তথ্যাবলি আসলে যাকে বলে গোল্ডমাইন বা সোনার খনি।

    আরও যা যা ঐ ডেটা থেকে বেরিয়ে আসে

    ক) যে সময়ে এমপ্লয়মেন্ট খুব বেড়েছিল সেই সময়ে এগ্রিকালচারে এমপ্লয়মেন্ট খুব বেড়েছে। এবারে এমপ্লয়মেন্ট গ্রোথ রেট ক্রমশ কমতে কমতে ০.৬। ভারতে এগ্রিকালচারে কত শতাংশ লোক এমপ্লয়েড? ৫২%। আমি না সিআইএ বলছে। :) (https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html)। তাহলে যে সেক্টরে ৫২% লোক এমপ্লয়েড সেই সেক্টরে জব গ্রোথ কমলে টোটাল জব গ্রোথ কমবে এটা খুব সহজ হিসেব।

    খ) এবং আরও একটা জিনিষ লক্ষ্যণীয় যে এগ্রিকালচারে জব গ্রোথ কিন্তু ৭৮-৮৮ কমেছে, ৯৪ এ খানিক বেড়েছে এবং তারপরে আবার কমেছে। এটা দেখতে বললাম এই কারণেই যে ১৯৯০ সনে ইকনমিক রিফর্মের সাথে এগ্রিকালচারের জব গ্রোথ কমা খুব কিছু জড়িত না। আর স্বাভাবিক, একটা সেক্টর পিকে পৌঁছে গেলে সেখানে জব গ্রোথ আর কত বেশি হবে। যদি না ভারতের ১০০ শতাংশ লোক কৃষিতেই চলে যায়।

    গ) ম্যানুফ্যাকচারিং ও হু হা কমেছে। সেও ক্রমশ কমছে, খুব ইন্টারেস্টিংলি ৯৪-০০ একটা বড় লাফ দিয়েছে ১.৪৫ থেকে ২.০৫।

    ঘ) মাইনিংয়েও একইরকম ট্রেণ্ড।

    এবং সবকটার ক্ষেত্রেই এই ডেটা শো করে যে ইকনমিক রিফর্মের আগেই এই সেক্টরগুলোতে জব গ্রোথ কমছিল।

    অন্যদিকে ট্রেড, কনস্ট্রাকশন, ট্রান্সপোর্ট এবং ইলেকট্রিসিটি এটসেট্রা সেক্টরে জব গ্রোথ বেড়েছে। এবং জাম্প করেছে ১৯৯৪-০০ এই সময়ে যথাক্রমে ৩.২ - ৬.২, ১.১০ - ৬.৬১, ৩.৫৮ - ৬.৬১, ৩.৬৯ - ৫.২৫।

    লক্ষ্য করে দেখুন এই সেক্টরগুলো সরাসরি রিফর্মের সাথে জড়িত। দেশের দরজা খুলেছে ট্রেড বেড়েছে এমপ্লয়মেন্ট বেড়েছে, জিডিপি বেড়েছে লোকের হাতে পয়সা এসেছে কনস্ট্রাকশন, ট্রান্সপোর্ট, ইলেকট্রিসিটি ইত্যাদির পেছনে লোকে বেশি পয়সা খরচ করেছে।

    কৃষিতে এমপ্লয়মেন্টের ট্রেন্ড দেখে আর বাকি জায়গায় ট্রেণ্ড দেখে আপাতত একটাই কমেন্ট ভাগ্যিস দেশের দরজা খুলেছিল নইলে জব গ্রোথ রেট কোথায় দাঁড়াত ভাবতেই ভয় লাগে।
  • aka | 168.26.215.13 | ০৯ ডিসেম্বর ২০১১ ০৩:৩৬512670
  • ঈশানের এই ডেটার সোর্স জানি না।

    কিন্তু অন্য একজায়গায় দেখলাম

    ১৯৮৩-৯৪

    এমপ্লয়মেন্ট গ্রোথ রেট = ২.০৪
    লেবার ফোর্স গ্রোথ রেট =২.০৫

    ১৯৯৪-০০

    এমপ্লয়মেন্ট গ্রোথ রেট = .৯৮
    লেবার ফোর্স গ্রোথ রেট =১.০৩

    জব গ্রোথ রেটটা ঠিক মিলল না কিন্তু কাছাকাছি। লেবার ফোর্সটাও এদিক ওদিক হতে পারে। কিন্তু ট্রেন্ডটা একই। লেবার ফোর্স গ্রোথ কমলেও বাড়ছে। এই অবস্থায় যদি জব গ্রোথ আরও কমলে আনএমপ্লয়মেন্টের সংখ্যা আরও বাড়ত।

    ভাগ্যিস ট্রেড, কনস্ট্রাকশন ইত্যাদি জায়গায় জব গ্রোথ বেড়েছিল।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন