এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ৯৪৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:০৬512771
  • আমার বাজে তক্কের অভিযোগ তোমার ওপরের ১ এবং ৩ নং নিয়ে।

    ১। এগ্রিকালচারে হঠাৎ এক দশকে কি বাড়ল তাই দিয়ে কিছু যায় আসে না। ট্রেণ্ড বলে এগ্রিকালচারে জব গ্রোথ কমছে।

    ২। আমি কখনোই বলি নি ট্রেডে ক্রমহ্রাসমান বলেছি রিফর্মের পরে ট্রেড বেড়েছে।

    এবং সেই মাইনিং নিয়ে পড়ে থাকাকেই আবারও ডিকনস্ট্রাকশনের ডাবড়া প্যাঁচ।

    মিট অফ দা আর্গুমেন্ট হল। হায়েস্ট অ্যাবসরবিং ইন্ডাস্ট্রীতে জব গ্রোথ প্রচণ্ড কমেছে। যা কিনা টোটাল জব গ্রোথকে হ্যাম্পার করছে। রিফর্মের ফলে ট্রেডে কিছু বেড়েছে, এমনকি ম্যানুফ্যাকচারিংয়েও কিছু বেড়েছে। রিফর্ম না হলে তাও হত না।

  • pi | 128.231.22.133 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:০৭512772
  • এই ডেটা অনুযায়ী,
    মাইনিং আগে বাড়ছিল। রিফর্মের পরে কমেছে। তুমি উল্টো বলেছিলে।

    ট্রেড, কন্সট্রাকশনে রিফর্মের পর প্রচুর গ্রোথের কথা এই ডেটা আদৌ বলে না। তুমি বলেছ, রিফর্ম হয়ে এগুলোতে প্রচুর গ্রোথ।

    ইলেকট্রিসিটির ডেটা কী ভুল জানিনা। কারণ তোমার পোস্টেই তো দেখলাম ঠিক ডাটা লিখেছ। আর সেই অনুযায়ী, সেটাও কমেছে, তাতেও প্রচুর গ্রোথ হয়নি। তোমার দাবী ছিল, তাতেও গ্রোথ।

  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:০৭512773
  • কিছু বোরিং।
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:০৯512774
  • ইলেকট্রিসিটির ডেটা ঈশানের পোস্টে ?5.65 ছিল। ?= - বোঝা আমার পক্ষে সম্ভব না।
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:১১512775
  • মানে এখানে আইন আদালত করতে কেউ আসে না। বহু কাজের মধ্যে পোস্ট করে তাতে সামান্য শব্দ নিয়ে পড়ে থাকলে - যাতে কিনা মোদ্দা যুক্তি বদলায় না - কিঞ্চিৎ বিরক্তিকর। একেই ছিদ্রান্বেষী বলে।
  • ppn | 112.133.206.22 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:১২512776
  • আকাই দেখি শ্যামলালের ভূমিকা নিয়েছে।
  • pi | 128.231.22.133 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:১৪512777
  • সে তোমার ইন্তিউশান দিয়ে যদি মনে হয় বেড়েছে , সে আলাদা কথা, বা এই ডেটা দিয়ে বোঝা সম্ভব না, সেও ঠিক আছে. কিন্তু বেড়েছে, সেটা এই ডেটা দিয়ে মনে হয় না, এটাই বলার ছিল।

    "কিন্তু দাঁড়ান বন্ধু, যদি না শাইনিং ইন্ডিয়ার নীচের অন্ধকার দেখা আপনার ফ্যশন হয়ে দাঁড়ায়, যদি না বিকেলের চায়ের দোকানে এফডিআই নিয়ে মনু, প্রনবদা আর মন্টিকে গালি দিয়ে সন্ধ্যে বেলা ক্যালিফোর্নিয়া মার্লোয় চুমুক দিতে দিতে সুইস চীজে কামড় দেওয়া আপনার অভ্যেস হয়ে থাকে, যদি না দেশে তৈরি বিদেশী স্কার্ফ গলায় জড়িয়ে গ্লোবালাইজেশনকে গালি দেওয়া আপনার প্যাশন হয়ে থাকে তাহলে একটু থমকে দাঁড়ান। ঈশানের দেওয়া তথ্যাবলি আসলে যাকে বলে গোল্ডমাইন বা সোনার খনি। "

    তোমার এই বিশ্লেষণে মনে হয়েছিল , এই ডেটা দিয়েই দেখানো যাচ্ছে, রিফর্ম এসে কত ভাল হয়েছে । সেটাই বুঝিনি।
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:১৬512778
  • মতান্তরে সত্যের পথে অবিচল রয়েছি। ;)
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:১৭512779
  • পাই বোঝার কথাও না। কাটিয়ে দাও। :)

    বিটিডব্লু এর পরে আরও কিছু পোস্ট আছে। যেমন সরকারী রেভিনিউ ইত্যাদি।
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:৩৩512781
  • এবং আরও একটি ব্যপার হল যে এই ডেটা আনর্গানাইজড সেক্টরের ডেটা ধরেছে কিনা জানা নেই। এক বিশাল সংখ্যক লোক সেখানে কাজ করছে। যেমন একটা উদাহরণ হল রেন্টাল কার ড্রাইভার। ছোটবেলায় দেখেছি গাড়ি ভাড়া পেতে হলে প্রচূর খাটাখাটনি করতে হত। এখন বাড়িতে বাড়িতে গাড়ি ভাড়ার বিজনেস। আগে পুরো শহরে একটা ইন্টারনেট কাফে, এখন দেখি পাড়ায় পাড়ায়। আমাদের পাড়ায় একজন এই বিজনেস করছে, তো সে দেখি টয়োটা ইনোভা কিনল।

    ঐ একপিস ডেটা দিয়ে এর থেকে বেশি কিছু বোঝা যায় না। আনর্গানাইজড সেক্টরের গ্রোথ প্রচূর। সেটা আসলে ট্রিকল ডাউন। তা ট্রিকল ডাউন নামক শব্দে যতই অ্যালার্জি থাকুক না কেন।
  • pi | 128.231.22.133 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:৩৯512782
  • কমাকে বাড়া বা ভাইসি ভার্সা বলা হল কেন জিগানো ছিদ্র ? তা হবে হয়তো :)

    মাইনিং নাহয় ছেড়েই দিলাম :)
    ইলেকট্রিসিটি ও ছেড়ে দিলাম :)

    কিন্তু ট্রেড, কন্সট্রাকশন যেগুলো বাড়ছিলোই, সেগুলো রিফর্ম না এলে বাড়তো না, এটা যে কী ধরণের যুক্তি, তা সত্যি বোঝা সম্ভব না :)

    আর হ্যাঁ, খালি এগ্রিকালচারের বেলায় ট্রেণ্ড দেখবো, অন্যদের বেলায় দেখবো না, এটাও ভাল যুক্তি :)

    যাইহোক, ট্রেণ্ড নিয়ে তো আমার বক্তব্য ছিল না, স্যাচুরেশন নিয়ে ছিল। আর বাড়তে পারেনা এই যুক্তিতে ছি।
    মাঝে বাড়াটা দেখায়, যে বাড়তে পারে।
    একদিকে এত্ত এত্ত খাদ্যশস্য ইমপোর্ট করতে হয়, অন্যদিকে গ্রোথ কম, এটা কীকরে হয় ভেবে দেখা দরকার নয় ? :)
    সারের দাম ইত্যাদি ইস্যু সব হাওয়া হয়ে গেল ? :)

    Sustained, although much slower, agricultural growth in the 1990s reduced rural poverty to 26.3 percent by 1999/00. Since then, however, the slowdown in agricultural growth has become a major cause for concern. I

  • pi | 128.231.22.133 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:৪৪512783
  • আনর্গানাইজড সেক্টরে তো বেশিরভাগ ই কৃষি থেকে আসছে ! কি, বন্ধ কারখানা। এগুলোকে নতুন জব জেনেরেশন বলে নাকি ?
  • pi | 128.231.22.133 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৯:৫০512784
  • লোকে নাকি বেশি খেতে পাচ্ছে ? কীসের ভিত্তিতে বল্লে, একটু জানাবে ?

    আমি তো এরকম কিছু জানতাম।

    ..NSSO data, which showed that 77% of the rural population, consumed less than the minimum daily calorie intake of 2400. In fact the percentage has gone up from 69% in 1993 .

    If one looks at the situation from another angle, the situation appears as grim , food grain per capita consumption has fallen from 177 kg in 1991, to 151 kg in 1998. Since then it has dropped even further- compare this to the 182 kgs recorded in the LDCs ( Least developed countries) and 196 kg in Africa. The world average of cereal consumption is 314 kg ( cereals comprise 9/10th of food grains). This entails both direct and indirect intake (indirect are those cereals fed to develop animals, then, eaten by man). So, Indians have half the world’s average consumption and even less than the poorest countries in the world.


    এনিয়ে আগের টইতে অনেক লিখেওছিলাম, সেদিন ডেটা চাইছিলে যখন তখন সেটা দিয়েওছিলাম।

    তবে দিয়ে বোধহয় লাভ নাই। 'মনে হওয়া' র সাথে কি আর ডেটা পাল্লা দিতে পারে ? :)
  • lcm | 69.236.179.180 | ১৩ ডিসেম্বর ২০১১ ১০:১২512785
  • ১৯৯১-২০১১ এর মধ্যে ইনকাম বেড়েছে। সাথে সাথে পপুলেশনও বেড়েছে।
    এগ্রি-তে প্রোডাকশন বেড়েছে - ফার্ম আউটপুটে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হলেও জনসংখ্যা বৃদ্ধির হার আরো বেশী হওয়ায় কখনই তেমন উদ্বৃত্ত হয় নি।
    চাষীদের ইনকাম (ইনফ্লেশন অ্যাডজাস্টেড) কমেছে। চাষভিত্তিক জীবিকাও কমেছে (এখন ৫২%, আগে ছিল প্রায় ৭০%) ।
    অন্য জীবিকায় আয় বেড়েছে, চাকরিও বেড়েছে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হারকে বিট করার মতন সংখ্যায় বাড়ে নি।
    নগরায়ন হয়েছে - এখন অনেক বেশী সংখ্যক মানুষ মানুষ আর্বান এলাকায় থাকেন।
    রিফর্ম না হলে বিশ বছরে কিন্তু এই পপুলেশন গ্রোথ রেট নিয়ে আরো মুশকিল হতে পারত।
  • Ishan | 117.194.37.172 | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৩৮512786
  • ডিটেলে পরে লিখব। জব গ্রোথ রেট নিয়ে আকার যুক্তিটা ঠিক বুইতে পারিনি। সেটাই খালি লিখি।

    ধরুন, আপনার পাড়ায় কারখানা ক ছিল। তাতে বছরে পাঁচটা লোক চাকরি পেত। আপনি পলিসি চেঞ্জ করে বললেন ক কারখানা বন্ধ করে দিয়ে খ কারখানা চালু করব। তাতে বিপুল লাভ। প্রচুর কর্মসংস্থান। ক কারখানা বন্ধ হল। খ চালু হল। দেখা গেল বছরে তাতে চারটে লোক চাকরি পায়।

    এবার আপনাকে কোচ্চেন করা হল, যে, কি দাদা আগে পেত পাঁচটা এখন পায় চারটে, তাহলে কেস কি হল? আপনি বললেন, কি ভাগ্যিস খ কারখানা চালু করা হয়েছিল, তাই তো অন্তত: চারটে লোক চাকরি পায়। ক কারখানা, দেখুন বন্ধই হয়ে গেছে। খ তে লোক কাজ না পেলে কি হত বলুন তো? :)

    তা, কথাটা হল, আমি নতুন অর্থনীতি এনেছি পুরোনো রিক্রুটমেন্ট সেক্টরগুলোকে বন্ধ করে দিয়ে। নতুন এমপ্লয়মেন্ট ট্রেন্ড আসবে বলে। তা অবশ্যই করেছি লাভের আশায়। আমি ক তুলে দিয়ে খ এনেছি। ক কারখানা বন্ধ করে দেবার পর, তাতে যে আর লোক নেওয়া যাবেনা সে তো আমি জানতামই। এখন আমার প্রশ্ন হল, সব মিলিয়ে এই প্রবল কর্মকান্ডে আমার লাভ কী হল? আগের চেয়ে কর্মসংস্থানের হার কমল।

    এর দায়িত্ব নতুন অর্থনীতিকেই নিতে হবে। আগের সেক্টরগুলো লোক না নিলে এবং নতুন সেক্টরগুলো তা পুষিয়ে দিয়ে আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে না পারলে, তার দায় নতুন অর্থনীতির। সেক্ষেত্রে নতুন অর্থনীতি ফ্লপ। খামোখা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ কি?
  • Ishan | 117.194.37.172 | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৪৫512787
  • পপুলেশন মোটামুটি কী রেটে বাড়বে আমরা এমনিই জানি। আশি সাল থেকেই সেই রেটে বাড়ছিল। বদ্ধ ইকনমিতে জব গ্রোথ রেট কিরকম ছিল তার ডেটা আছে। এমতাবস্থায় এল নয়া অর্থনীতি। সে বলল, বদ্ধ অর্থনীতিতে সব আটকে আছে। এবার সব খুলে দেব, হু হা উন্নতি হবে।

    এবার বিশ বছর পরে, হিসেব মেলাতে গিয়ে যদি দেখি, পুরোনো সেক্টরগুলো রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছে, আর নতুন সেক্টরগুলো সেটাকে পুষিয়ে দিয়ে হু হা বাড়া তো দূরস্থান, কোনো রকমে ম্যাচও করতে পারছেনা। তখন তাদের বলতে হচ্ছে, পপুলেশন বাড়ছে (যেন আগে বাড়তনা), আগের সেক্টরগুলো তো লোক নিচ্ছেনা কি করা যাবে (যেন আগের সেক্টরগুলোকে বন্ধ করাটা তোমার পলিসির পার্ট ছিলনা)। এগুলো যদি সাক্সেস স্টোরি হয়, তাহলে আমার কিছু বলার নেই। একটা কথা ছাড়া, যে, পলিটিকাল চশমা পরে এখানে সাফল্য মাপা হচ্ছে। এই আর কি। :)
  • pi | 72.83.83.28 | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৪৬512788
  • পপুলেশন গ্রোথ রেট কিন্তু কমছে।
  • lcm | 69.236.179.180 | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৪৯512790
  • ইয়ে এটা একটু ....
    গ্রোথ রেট কমছে, কিন্তু ১০০ কোটির ১% ও তো ইওয়ে মানে...
  • lcm | 69.236.179.180 | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৫৬512792
  • ১৯৯১ তে ৮৪ কোটি ছিল, ২০১১ তে ১২০ কোটি। ৪২% -- প্রায় অর্ধেক জনসংখ্যা বৃদ্ধি। তাও মোটামুটি ম্যানেজ করেছে - রিফর্ম... ইত্যাদি...
  • pi | 72.83.83.28 | ১৩ ডিসেম্বর ২০১১ ১১:৫৯512793
  • ১৯৭৫-৯০ কেমন এর থেকে খারাপ ম্যানেজ করছিল ?
  • pi | 72.83.83.28 | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:০০512794
  • * কেমন বাদ।
  • lcm | 69.236.179.180 | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:০২512795
  • ৬০-৯০ এর থেকে '৯০-২০১০ বেটার।
    মনে রাখতে টোট্যাল পপুলেশন ৬০ এ ছিল অনেক অনেক কম।
  • lcm | 69.236.179.180 | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:০৩512796
  • * '৭০-'৯০ বলতে চেয়েছি

    বেসিক্যালি, ১০০ কোটি লোকের খাবার, আর, ৫০ কোটি লোকের মধ্যে তফাৎ আছে।
  • h | 203.99.212.53 | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:২২512797
  • aakaa, setoekekamaathaaekekakaaraNebyaathaahabeseTaajaanaa.ekebaarekhetenaadile, kikareaarkaajakaraabe:-)))

    aajakerkhabarhala, phaarmaauTapuT ( myaanuphyaakachaari`maarmeshinaarij) etaTaaiparhechheeikoyaarTaare, JeayAsochaam, bailout, newdealityaadicheyechhe.

    ekhanaeTaahateipaare, kichhuxaNakareieTaanatunkonaephDiaaierdaabeetekanabhaarTakaraahabe.tabesabaJechama`tkaarchalachhenaa, konokonagaruJekabalikaanditechhe, seTaaeikhabarepramaaNahay.

    http://profit.ndtv.com/News/Article/india-inc-warns-of-job-losses-demands-stimulus-293935?pfrom=home-otherstories
  • lcm | 69.236.179.180 | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:৩৫512798
  • ভারতের ক্ষেত্রে পপুলেশন ফ্যাক্টর-কে তো হিসেবের মধ্যে রাখতেই হবে। অন্য দেশের সঙ্গে তুলনা করতে গেলে চায়না....- চায়নাও আজ যা করে ম্যানেজ দিচ্ছে, ৫০ বছর পরে তা নাও করতে পারে। এবং আজ যা করছে ৫০ বছর আগের চায়নার কাছে তা অবিশ্বাস্য ছিল।

    কোনো দেশে কোনো গভর্নমেন্ট, কোনো পলিসি-ই পারফেক্ট নয়। ক্যামেরন আজ ইউরো কে অ্যাবানডন্‌ করছে, কাল প্রায়োরিটি বদলাতে পারে।

    সামনের কুড়ি বছরে ভারতের জনসংখ্যা ১৩৫ কোটি ছুঁতে পারে। এটা কি করে সামাল দেবে সেটাই এখন প্রায়োরিটি....
  • h | 203.99.212.53 | ১৩ ডিসেম্বর ২০১১ ১২:৫৫512799
  • kirakambhaabe , ejenDaaseTi`mchalemaairi, taarekaTaaaandaajaajakerkhabarepaaoyaaJaabe.

    aajIIPDipkarechhe.

    toeTaasaamalaanorupaaykikihatepaare:

    1.inTaaresTareTakamaano.eTaaseibyabasaayeeraachaaibe, Jaaraabyaa`mkakreDiteruparebeshinirabharasheel.baabalabe, sarakaareraarmyaanuphyaakachaari`mnijerkaraauchitnaa, aamaaderhaateJaaaachhediyedik, aamaraaproDaakashanbesbaarhiyeekaTukepebalhai.
    2.aaraarbiaaibalabe, naanaaeisabeaanaajapaatirdaamekaTusheetparhechhetaaikamhatepaare, ekhaninTaaresTareTakamaaleaabaarinaphleshanberheJaabe, emanitei9%erkaachhaakaachhi.kintuaarbiaaibaagabharamenTaJeTaabalabenanaa, shudhuphiskaalkanTroldiyebisheshhkisukaraaJaachchhenaa, JeseemitarolaTaaaasaleliberelaaijeshanerdaam.
    3.barhamyaanuphyaakachaaraar, JaaderpoliTikaallabiaachhe , taaraabalabe, inTaaresTareTasiganiphikaanaTalikamaao.barharaaiJaa`nraaanyakorkampiTensirbaaireanyasekaTareDhukaben (JemanTelikamhateriTel) taa`nraabalaben, hyaainaTaaresTareTakamaaoeba`m (ekaTugalaajherhe) aamaareephDiaaiaanatedaao.
    4.asokadeshaaiprabhRitibarhamenasTreemaikonomisTaraabalaben, maanebaleichhen, aajTeligraaphe, shunuinTaaresTareTabaarhaanormoolkaaraNachhila, riTelinaphleshan.inaphleshanermoolakaaraNaaarTiphisiyaalDimaanDa, JeTaasarakaarsaaporTapraaiserjanyaaarephsiaaiprabhRitirhorDi`merjanyahayechhe, ataeb, sarakaaripaarachejabandhakaruN.piDiestuledin, JaatesarakaarihorDi`merprayojaninaahay.aalu , chaal, paaTaJenanaakenesarakaar.kichhukichhukRishhibij`NaaNeebalaben, hyaa`nuchchaphalanTaaekaTaasamasyaa.ataebaniyantritauchchaphalanerjanyajiemsiDaaanun.
    5.peTimyaanuphyaakachaaraarbalabe, lebaarpraaiserjanyaaamaareiabasthaa, inTaaresTareTatokamaao, plaasaoyejbaarhatediyonaa.
    6.raptaaneeJogyasaarbhisesbalabe, Jatasabpuronoaamalerburhoshaalik, eidekho, rupiparhitechhe, aamidekhobaarhitechhi.eitosuJoga, pashchimakebalaa, uigibhbhyaalupharmaani.

    eba`mmajaaTaahalasabakaTaaullekhitabhaarsanei, kononaakonobhaabe, sarakaarerripharmerejenDaachalatepaare.Jegulotechalenaa, seinyaareTibhullekhanaakaraleisamasyaakameJaay.

    :-)) eikayekaTaalaaineikabhaarejghoraapheraakarabe.
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৬:৪৭512800
  • ঈশান যেখান থেকে ডেটা দিয়েছ সেখানে কি আনর্গানাইজড সেক্টর আছে। হাইপোথেটিকাল গল্প নয়। আমি একটা ডেটার অ্যানালিসিস করেছি। তাতে দেখা যাচ্ছে পোস্কার কারখানা বন্ধ হবার জন্য নয় যে সেক্টরে ৫২% জব সেখানে জব গ্রোথ যদি ০.৬ হয় তাহলে ওভারঅল জব গ্রোথ কমে।

    ১। ঈশান কি ঐ ডেটা থেকে প্রমাণ করতে পারবে যে কারখানা বন্ধের জন্য জব গ্রোথ কমেছে? নইলে ঈশানের হাইপোথেটিকাল সিচুয়েশনের কোন মূল্য নেই।

    ২। কথায় ঈশান বলছে ২০ বছর অথচ ডেটা দিয়েছে ১০ বছরের। ১০ বছরের ডেটা দিয়ে ২০ বছর মাপা খুব কাজের কিছু না।

    আমিও ঈশানের যুক্তি এক ফোঁটাও বুঝতে পারলাম না।
  • h | 203.132.214.11 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৬:৫৮512801
  • aakaa, jabalesgroth, eiphenomenaaTaamoTaamuTiaajakaalsakaleisweekaarkareniyechhe.ishaanudaadiyechhemaatra.Jaakagetarkajaarithaak.
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ১৭:০৪512803
  • ঈশান উদাহরণ দেয় নি ডেটা দিয়েছে। হতে পারে জবলেস গ্রোথ, আমি বলছি জবলেস গ্রোথের সাথে ইকনমিক রিফর্মের যোগাযোগ খুব কম। কারণ কৃষিতে আর জবের জায়গা নেই। পিরিয়ড। একটা দেশ তার মূল চাকরির জায়গা কৃষি, কিন্তু সেখানে জব গ্রোথ বিশাল কমেছে, তার এফেক্ট পড়বে না। এবারে উল্টো প্রশ্নটা করি, ডেটা দিয়ে প্রমাণ করো যে জবলেস গ্রোথ ইজ ফর রিফর্ম। আদারওয়াইজ কে কি ক্লেম করল তাতে কিসু যায় আসে না।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন