এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ৯৪৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | 69.93.203.197 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৪512938
  • সূর্য মিশ্রর কাছে চাইছিলাম তিনি মমতার প্রশংসা করুন। মাল্টিব্র্যান্ড রিটেইল নিয়ে তাদের আপত্তিটা নেহাতই 'আদর্শগত আপত্তি।' যে আদর্শের অর্থ তিনি হয়তো বোঝেনও না।
  • ম্যাক্সিমিন | 69.93.203.197 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৩512939
  • অর্থাৎ সূর্য মিশ্রর মুখে মমতার জন্য পোলিটিকাল এথিক্সেরই প্রশংসা শুনতে চাইছিলাম।
  • h | 213.99.212.53 | ১৯ সেপ্টেম্বর ২০১২ ১৭:১২512940
  • আরে ম্যাক্সিমিনদি, জাস্ট জোকিং, উত্তর আশ করিনি। তবে দিলেন যখন, যাক 4:48 অনুযায়ী দুটো কেই তাইলে নীতিগত প্রশংসা করলেন। আমার তো ঠিকাছে, মমতা নীতিগত ভাবেই আপত্তি করেছেন কিনা তাই বলছিলাম ঃ-)
  • ম্যাক্সিমিন | 69.93.254.239 | ২২ সেপ্টেম্বর ২০১২ ০১:১৯512943
  • প্রভাত পটনায়েকের লেখাটা আগেই পড়েছি।
  • S | 69.160.212.37 | ২২ সেপ্টেম্বর ২০১২ ১৯:১৬512944
  • সদস্য বন্ধুরা এই লেখাটি পড়তে পারেন: FDI in India’s Retail Trade: Some Additional Issues by Dipankar Dey

    http://rupe-india.org/43/retail.html
  • ম্যাক্সিমিন | 69.93.219.211 | ২৬ সেপ্টেম্বর ২০১২ ২৩:৫০512946
  • পড়লাম। ভালো লাগল।
  • Anirban Maity | 126.193.137.132 | ০৫ অক্টোবর ২০১২ ২২:৪৫512948
  • আচ্ছা আমি যদি দাবী করি , FDI ভারতের সেমি ফিউডাল চরিত্রটা ভাঙবে তবে কি আপনারা আমায় কেলাবেন ??? এখানে কোনো ট্রটস্কিপন্থী নেই সেই সাহসে ভর করে ভারতের শ্রেণী চরিত্র নিয়ে কথা তুললাম নয়তো তুলতাম ই না , আমাকে এক ট্রটস্কিপন্থী বলেছিলেন ভারতবর্ষ নাকি বাডিং ইম্পেরিয়ালিস্ট , এই ব্যাখ্যা শোনার পর আর কথা বাড়াই না আমি।।।
    প্রশ্নটা মাথায় এলো তাই জানতে চাইলাম ।
  • প্পন | 126.202.150.20 | ০৫ অক্টোবর ২০১২ ২৩:১৭512949
  • নাঃ, আমি একমত হব।
  • h | 127.194.226.227 | ০৬ অক্টোবর ২০১২ ০৮:১০512950
  • সেমি ফিউডাল চরিত্র ভাঙার জন্য বিদেশ থেকে প্রগতিশীল বণিক আমদানী করার এই ট্র্যাডিশন ও তার ট্র্যাডিশনাল সমর্থন টা অ্যাবাউট আড়াইশো বছর আগে আমরা দেখেছি। জাস্ট কো ইন্সিডেন্স। হ্যাঁ ওয়ালমার্ট হয়তো দিল্লী তখ্ত দখলে আগ্রহী না, কারণ তখতে তার প্রতিনিধিরা যথেষ্ট অনুগত ও প্রগতিশীল। তবে ফিউডালিজম ভাঙার আর কত গুলো পদ্ধতি , মিনিমাম ওয়েজ আইন, বাধ্যতামূলক পেনসন/ইএসাই/পিএফ প্রকল্প/ভূমি সংস্কার/হোর্ডিং বিরোধী আইন/ বেসিক গ্রেন এ ফরোয়ার্ড কন্ট্রাক্টিং বা স্পেকুলেশনে অনুৎসাহ , সব্জী মান্ডী আর স্টোরেজ টেকনোলোজি বা প্যাকেজিং টেকনোলোজি তে ইনভেস্টমেন্ট এবং যথাযথ পাবলিক ডিস্ট্রিবিউশন ইত্যাদি এগুলো ও করা যায়। তবে হ্যাঁ স্বীকার করে নিচ্ছি, এর থেকে ক্যাবিনেটে বসে, একটা অর্ডার বের করা তার পরে রাজ্য সরকারের আইন শৃংখলা আর কাগজের ওপিনিয়ন মেকার দের উপরে ছেড়ে দেওয়া ব্যাপারটা সোজা। তারাও ওয়েল কো-অর্ডিনেটেড। মানি ইজ অ বিউটিফুল লুব্রিকান্ট।
  • Anirban maity | 126.193.135.64 | ০৬ অক্টোবর ২০১২ ০৮:৪৭512951
  • না ভারতের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশ অভিনব , কারণ সিপাহী বিদ্রোহকে যদি আমি সামন্তবাদ আর পুজির লড়াই ধরি , তবে সেখানে সামন্তবাদ পর্যুদস্ত হওয়ার পর ও বিলুপ্ত হয় নি , বরং বলা যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ এ তাকে আবার প্রতিষ্ঠিত করেছিল সেই থেকে ভারতবর্ষের এই কাঠামো চলছে ।।।। আজ এতদিন পর এই কাঠামো ভাঙ্গার কথা ভাবছে , এবার তো স্বপ্ন দেখার শুরু ।।।।।
  • h | 127.194.226.227 | ০৬ অক্টোবর ২০১২ ০৮:৫৩512952
  • যাঁরা চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন, তাঁরা সামন্তবাদ উৎখাতে আগ্রহ ছিলেন, না নতুন ক্ষমতার পার্টনার তৈরির খোঁজে ছিলেন, সেই বিচার আগে হোক। স্বপ্ন দেখলে ক্ষতি নেই, তবে সেটা নিজের স্বপ্ন না ফরেন ইন্সটিটিউশনাল ইনভেস্টর এর স্বপ্ন সেইটে চিনে নেওয়া একটু জরুরী।
  • Anirban maity | 126.193.135.64 | ০৬ অক্টোবর ২০১২ ০৮:৫৯512953
  • চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশরা সামন্তবাদ কে সাথে নিয়েই চলতে চেয়েছে , কারণ তারা জানত ভারতীয় সামন্তরা তাদের স্তাবক এ পরিনত হবে, বরং সাধারণ মানুষের ওপর শাসন চালাতে এদেরকেই লাগবে , তাই পার্টনার ই বলা যেতে পারে । তাতে স্বপ্ন কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ???
  • h | 127.194.238.144 | ০৬ অক্টোবর ২০১২ ০৯:২৫512954
  • ফ্রানচাইজি রিলেশনশিপ এর ওঠা নামা নিয়ে মুক্তির স্বপ্ন দেখাটাকে আপনাকেই ডিফেন্ড করতে হবে আমাকে না। আমি কতগুলো প্রচলিত পদ্ধতি বলেছিলাম, যে গুলো সাধারাণত আধুনিক সমাজে ও অর্থনীতিতে ফিউডাল কর্ম-সম্পর্কের থেকে যাওয়া রেশ গুলোকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে থাকে।

    সেগুলো তে যখন সরকারের আগ্রহ নেই, তখন আমি এতটা নিশ্চিত হতে পারছি না যে বিদেশের ইনভেস্টর দের মুখে হাসি ফোটানোর এই আয়োজন, যেখানে তাদের দেশের অনেক সেক্টর ই নানা প্রোটেকশনিজম দিয়ে আটকানো, কতটা ভারতে নাগরিক সমাজ ও সমান সুযোগের সমাজ তৈরির উদ্দেশ্যে।
  • dd | 132.167.44.144 | ২৮ অক্টোবর ২০১২ ১০:৪৩512955
  • আচ্ছা।
    হিন্দুস্তানে কি বিদিশি এপ ডি আই এসে গ্যাছে? অলরেডী?
    দেখুন, আমদের পাড়ায় ছিলো স্পার হাইপার মার্কেট। সেটা রাতারাতি ভোল বদলে হয়ে গেলো Auchan। না কি এক ফ্রেঞ্চ রিটেইলওয়ালা।
    দোকানের মধ্যে বেশ জাঁক করে বিজ্ঞাপন - আমরো এতো গুনো দেশে রয়েছি, এতো আমাদের এম্প্লয়ী। হ্যান ত্যান।

    ইটি ও কি ওয়ালমার্টের মতন দুষ্ট প্রকৃতির ? না কি নিতান্তো সরল গোলগাল একটি মৃদু স্বভাবের ইওরোপীয় এম এন সি? কে জানেন?
  • dd | 132.167.44.144 | ২৮ অক্টোবর ২০১২ ১১:৫০512956
  • আর জানেন, আরেকটা ব্যাপার। এটা লুরুতে বেশ পপুলার। আমার চেনাজানা পরিবার, যারা দুজনেই চাকরী করে। তারা নেটে বাজার করে। মাছ, মাংসো, তরকারী, যাবতীয় সংসারের জিনিস। নেটে অর্ডার করে। কোন টাইমে ডেলিভারি করবে সেই স্ল্ট লিখে দেয় আর চমৎকার প্যাকিং করে ঠিক ঠাক মাল পেয়ে যায়। দাম ও বেশী পরে না। দু এক ক্ষেত্রে কমই পরে।

    ইহাই কি ভবিষ্যত? এই সব হাইপারমার্কেট আর থাকবে না? লোকে বই,জামা কাপড়,হোয়াইট গুডস .... সবই নেটে কিনবে? ওয়ালমার্টও মরে যাবে? মাগো।
  • pi | 127.194.8.137 | ২৯ নভেম্বর ২০১২ ১৫:৫৬512959
  • লোকসভায় এনিয়ে ডিবেট শুরু হল।
  • pi | 127.194.8.137 | ২৯ নভেম্বর ২০১২ ১৬:৪৫512960
  • কবীর সুমন পেগলে গেছেন !
  • rivu | 78.232.113.69 | ৩০ নভেম্বর ২০১২ ০৫:৩১512961
  • পাই,
    কবীর সুমন কি এফ ডি আই নিয়েও কিছু বক্তব্য রেখেছেন, নাকি এ সেই অথ সুমন অঞ্জন কথা। এত্ত বড়বড় স্ট্যাটাস দিচ্ছে ফেবুতে, তাও আবার ক্যাপিটাল লেটারএ। পড়তে গেলে জ্বলে যায়।
  • pi | 127.194.12.91 | ০৫ ডিসেম্বর ২০১২ ২২:৩৬512963
  • pi | 127.194.10.126 | ০৬ ডিসেম্বর ২০১২ ১৫:৪৪512964
  • ফেবুর গ্রুপে কিছু বিএসপি সদস্য/সমর্থক আছেন। তাঁরা এমনিতে FDI বিরোধী বলতেন, তো আজ সকালে জিগিয়েছিলুম, এটা কী হইলো। এই উত্তরটা পেয়েছিলুম ঃ 'বহুজন সমাজ পার্টির রাজনৈতিক অবস্থান এফডিআই এর বিপক্ষে। কিন্তু প্রশ্ন উঠতে পারে তাহলে তারা ভোটাভুটিতে অংশগ্রহণ না করে ওয়াক আউট করল কেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে কিন্তু এই উত্তরটা আগেই জানা ছিল বহুজন সমাজ পার্টি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াক আউটই করবে। ইতি মধ্যেই তৃণমূল এবং বিজেপি হাওয়া তুলতে
    শুরু করেছিল ইউপিএ সরকার সংসদে সংখ্যা গরিষ্ঠতা হারিয়াছে। ইস্যু ভিত্তিক এই ভোটাভুটিতে অংশ গ্রহণ করে সরকার পক্ষ হেরে গেলে সরকার সংখ্যালঘু ইস্যুটি আরো জোরদার হয়ে উঠত। এবং এর ফলে যাদের পালে রাজনৈতিক হাওয়া বইতে শুরু করতো সেটা বহুজন সমাজ পার্টির কাম্য নয়। বহুজন সমাজ পার্টি দেশকে মৌ্লবাদী শক্তির হাতে তুলে দিতে চায় না। আজ দেশী বা বিদেশী পুঁজি নিয়ে যারা দেশ প্রেমের ধূয়া তুলছে তারা কতটা জনদরদি বা দেশপ্রেমী তা ভারতের মূলনিবাসীদের আর্থ-সামাজিক পরিস্থিতি দেখলে বোঝা যায়। এই বিতর্কে এখনি যেতে চাইছিনা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বহুজন সমাজ পার্টির এই রাজনৈতিক অবস্থান সুচিন্তিত এবং স্থিতিশীলতার পক্ষে।'

    আজ রাজ্যসভার ভোটে সমর্থনের পরে কী বলেন দেখা যাক ঃ)
  • pi | 24.139.209.3 | ২৪ জুন ২০১৬ ০৯:০৯512965
  • যা বুঝলাম, মাল্টিব্র্যাণ্ডে ১০০% এফ ডি আই হয়নি, সিঙ্গল ব্র্যাণ্ডে হয়েছে। কেউ তফাত আর সুবিধা অসুবিধা একটু বুঝিয়ে লিখুন না।

    ওদিকে নানা সেক্টরে ১০০% এফ ডি আই নিয়ে তো দেখি দিদিই চেঁচিয়ে যাচ্ছেন। এই ইস্যুতে দিদি আর বামেরা কি একসাথে লড়বে ? আআপ টাপ কী বলে ?

    CHIEF MINISTER Mamata Banerjee on Thursday reiterated that her government will continue to oppose foreign direct investment (FDI) in various sectors, including pharmaceutical and agriculture, as it will “kill Indian brands”.
    “I am not against people getting jobs, but it (FDI) will kill our Indian brands,” Mamata told the state Assembly on the third day of discussion on the Governor’s speech.
    Maintaining that there were certain issues on which the Centre should take a call after talking to all parties, she said, “Allowing FDI in the pharma sector will lead to an increase in the prices of medicines, including the life saving ones. It will increase medicine prices and no one will be able to buy them. If you allow 100 per cent FDI, the merit and talent of our country will be lost. We will oppose it in the Parliament.”
  • pi | 57.29.255.236 | ০৪ এপ্রিল ২০১৭ ০৯:২৮512966
  • ডিসির ও অন্যদের জন্য, তুলে দিলাম।
  • pi | 57.29.255.236 | ০৪ এপ্রিল ২০১৭ ০৯:২৮512967
  • এটাও তুলে দিলাম। ফরিদাদার লেখার তলায় দেখলাম, এনিয়ে আবার তর্ক বেঁধেছে।
  • dc | 132.174.117.7 | ০৪ এপ্রিল ২০১৭ ১০:৩৮512968
  • এতোগুলো পোস্ট পড়তে পারব না, কিন্তু ইন জেনারাল মনে হয় এই তর্কটা তো অনেক পুরনো আর কিছুটা ইরেলিভ্যান্ট হয়ে গেছে। মানে ইভেন্টস হ্যাভ ওভারটেকেন দিস ডিবেট আর কি।

    ২০১২ তে যখন তর্কটা খুব চাগিয়ে উঠেছিল তখন অনেকে বলেছিল যে ওয়ালমার্ট খুললে দেশী খুচরো দোকানগুলোয় কেউ আর কিনতে যাবেনা, সেগুলো উঠে যাবে। আর অন্য এক দল বলেছিল (যাদের মধ্যে আমি ছিলাম) যে ইন্ডিয়ার মার্কেট এতো হেটেরোজেনাস, ডাইভার্স আর প্রাইস সেন্সিটিভ যে ওয়ালমার্ট খুললেও ছোট দোকানগুলো থাকবে, সবাই মিলেই ব্যবসা করবে। সাপ্লায়ার সাইডেও প্রায় একই কথা, এক দল বলেছিল ওয়ালমার্ট এলে মনোপসনি হবে আর আরেকদল বলেছিল (আমি এই দলে ছিলাম) যে সাপ্লাই সাইডও এতো বেশী আনঅর্গানাইজড যে ওভাবে পুরো চেন কেউ ক্যাপচার করতে পারবে না, উল্টে এফ্ডিআইর মাধ্যমে সাপ্লাই চেন আর লজিস্টিক্স আরো বেটার হবে।

    তার পর পাঁচ বছরে অনেক কিছু হলো দেখলাম। মাল্টিব্র্যান্ডে এফডিআই না এলেও দিশী হাইপারস্টোর বা মল বেশ কিছু খুললো, সেগুলো যে সব সফলভাবে ব্যাবসা করতে পারলো তাও না, কিছু টিকে গেল, কিন্তু বেশীরভাগ শহরেই সেগুলো এতো দূরে দূরে যে ছোট দোকানের ওপর প্রায় কোন প্রভাবই পড়ল না। যেমন ধরুন আমি চেন্নাইতে থাকি, বাড়ি থেকে ফিনিক্স হাইপারমলে যেতে লাগে প্রায় পয়তাল্লিশ মিনিট (জ্যাম না থাকলে), বা স্পেন্সার যেতে আধ ঘন্টা, তো অতো দূর গিয়ে বাজার করে আনার প্রশ্নই নেই। আর উল্টোদিকে ভারতের ব্যবসায়ীদের ইনোভেশানও কিছু কম না, প্রচুর দোকান দেখলাম নিজেদের পাল্টে নিয়ে সেল্ফ-সার্ভিস স্টোর লেআউট বানিয়ে ফেলল। ছোট দোকান, কিন্তু সেল্ফ সার্ভিস, দোকানে গিয়ে বাস্কেট হাতে নিয়ে র‌্যাক থেকে জিনিসপত্র আনুন, কর্মচারীরাও সাহায্য করবেন, তারপর দোকানীর ছোট্ট টেবিলে নিয়ে আসুন, উনি জিনিসগুলো স্ক্যানারে সোআইপ করে করে বিল প্রিন্টাউট দিয়ে দেবেন, আপনি চাইলে কার্ডে পেমেন্ট করে দেবেন। মিনি ওয়ালমার্ট। তো একেকটা শহরে পাঁচটা ওয়ালমার্ট খুললেও এই দোকানগুলোর কিস্যু এসে যাবেনা, কারন অলরেডি ওরা একই ইউসার এক্সপি দিতে রেডি। উল্টে বিগ বাজার এর এক্সপি দেখলে বলতে হয় ওয়ালমার্ট নিজে কম্পিটিশানে টিঁকতে পারবে কিনা তার গ্যারান্টি নেই।

    আরেকটা বড়ো ডেভেলপমেন্ট হলো, গত পাঁচ বছরে অনলাইন রিটেলে হুহু করে বেড়েছে। ২০১২ তে ভারতে ফ্লিপকার্ট ছিল একেবারেই শিশু, অ্যামাজন ছিলনা, বিগ বাস্কেট ছিলনা, আরো অনেক কিছু যেগুলো এখন অনলাইনে পাওয়া যায় সেসব ছিলনা। কিন্তু এগুলো বাড়ার ফলেও যে মম অ্যান্ড পপদের, বা অন্য সবরকম সাইজের ব্রিক অ্যান্ড মর্টারদের, খুব একটা ক্ষতি হয়েছে তা নয়। বিগ বাস্কেটের প্রভাবে পাড়ার সব্জি দোকান বন্ধ হয়নি, অ্যামাজনের প্রভাবেও কোন দোকান বন্ধ হয়েছে বলে শুনিনি। লাভ যেটা হয়েছে, তা হলো সাপ্লাই চেন অনেক এক্সপ্যান্ড করেছে, অনেক ডিপ হয়েছে, ভারতের অনেক ছোট ছোট শহরেও বহু কোম্পানির প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে যা আগে যেতনা (ইন্সিডেন্টালি, ইন্ডিয়া পোস্ট অফিস নতুন ইনিংস শুরু করতে পেরেছে ফ্লিপকার্ট আর অ্যামাজনের ভরসায়)। সাপ্লাই সাইডও মোটামুটি যা ছিল তাই আছে, বরং সাপ্লায়ারদেরও রিচ বেড়েছে। আমি চাইলে ঘরে বসে অ্যামাজনে জয়পুরের চটির অর্ডার দিয়ে চেন্নাইতে নিয়ে আসতে পারি, আগে এর জন্য আমাকে জয়পুরে ঘুরতে যেতে হতো।

    এবার অ্যামাজন বড়ো করে ফ্রেশ প্রোডিউসের রিটেলে ঢুকতে চলেছে, তাতেও প্রোডিউসার আর কনসিউমার দুপক্ষেরই লাভ হবে, ওয়েস্টেজও অল্প কিছু কমবে।

    কাজেই এখন বোধায় মাল্টিব্র্যান্ড রিটেলে এফডিআই বিতর্ক আগের মতো অতোটা টপিকাল আর নেই। এফডিআই এলে অবশ্যই লাভ, যে কোন সেক্টরে ইনভেস্টমেন্ট হলে তো লাভ হবেই, ফর্মাল সেক্তরও কিছুটা এক্সপ্যান্ড করবে, তাছাড়া টেকনোলজি এলেও ভালো। আর সরকার যদি সরাসরি মাল্টিব্র্যান্ড রিটেলে এফডিআই অ্যালাউ নাও করে ট্রেডার লবির চাপে, তাহলেও মার্কেট নিজেই বিবর্তিত হয়েই চলবে। সফট ব্যাংক, আলিবাবাবা, অ্যামাজন ইত্যাদিরা নানান ভাবে টেকনোলজি আনবে, লার্জ স্কেলে ইনভেস্টও করবে।

    যা কিছু লিখলাম সেসব যদি আগেই লেখা হয়ে গিয়ে থাকে তাহলে সরি চেয়ে নিলাম।
  • sm | 52.110.155.70 | ০৪ এপ্রিল ২০১৭ ১৪:০৫512970
  • আমাদের দেশে বিগ বাজার বা স্পেনসার বা মোর হলো অখাইদ্য।বড়ো সংস্করণ অফ মুদিখানা। দাম মোটামুটি ভাবে বাজারে খুচরো বিক্রেতা দের থেকে বেশি ই থাকে। ব্র্যান্ড এর কোনো ভ্যারাইটি নাই।মেট্রো ক্যাশ এন্ড ক্যারি একটু বেটার শুনেছি।
    যেটা চাই সেটা হলো ভেজাল কম ওয়ালা জিনিস। দুধ ,মাছ মাংস আসুক ইউরোপ ,আমেরিকা থেকে কারণ দাম মোটামুটি এক ই ।
    আর শাক ,সবজি ,চাল ,ডাল সিংহভাগ দেশের প্রোডাক্ট থাকুক। যাকে বলে দু দিকেই উইন উইন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন