এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ৯৪৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 117.194.228.102 | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:০৬512871
  • যদিও কেউ মনে হয় কৃষি তে ইন্টারেস্টেড নয়, সম্পূর্ণতার স্বার্থে কয়েকটা কথা বলা হয় নি, মাথায় ঘুর ঘুর করছে।

    1. পশ্চিম বঙ্গে ইরিগেশন কভারেজ এখনো কিছুটা কম (পাঞ্জাবের তুলনায়)। বাড়লে পশ্চিম বঙ্গে কিছুদিন কম্পাউন্ড গ্রোথ রেট বাড়তে পারে। তবে তা দিয়ে, এটা অন্তত দু বার অন্য প্রসঙ্গে এখানে বা অন্য কোথাও লিখেছি, গ্রামীন ক্ষমতায়ন এর বাম অমলের যে মূল ধারা, ভূমি সংস্কার ক্ষমতার সীম পুরোটা অতিক্রম নাও করা যেতে পারে। যেমন পাহাড়ে বা জঙ্গলে, যেখানে যথাক্রমে চা শিল্প মূল ব্যাপার আর অরণ্য ভিত্তিক জীবন মূল বিষয়, সেখানে ভূমি সংস্কার ক্ষম্‌তায়ন এর পদ্ধতি হিসেবে সীমাবদ্ধ। একটা ইঙ্গিত আছে, তৃণমূলের ইশতেহারে, পিপিপি মডেলে গ্রামীন ও ক্ষুদ্র সেচ। এইটা শুনতে ভালো হলেও, কি কি আশংকা আছে, আগে আলোচনা করেছি।

    2. আমি যেটা কে seed selection বলেছি, টার্ম টা টেকনিকালি ভুল হয়েছে, বলা উচিত plant breeding। ৭০ র শেষে ৮০ র একেবারে শুরু তে, ধানের প্রথম জেনেরেশন ব্রিডিং করা বীজ খুব ভালো ছিল না। পরের জেনারেশন এ এই অসুবিধে দূর হয়। আর ৮০ র দশকে পশ্চিম বঙ্গে গ্রোথ বাড়ার অ্যাট্রিবিউশন টা খুব আলাদা করা সম্ভব না, মিলি জুলি কেস, এটা আমি আগে বলেছি। এই তথ্যটি সন্ধ্যে বেলাতেই কনফার্ম করে নিলাম।
  • h | 117.194.228.102 | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:২৫512872
  • ইংরেজি লিখতে আমি যখন বাধ্য হই, তখন ভুল হলে স্টার দিয়ে আবার সংশোধনী লিখি। এটা বিরক্তিকর সম্ভাব্য পাঠকের পক্ষে। আশা করি তাঁরা শুধুই সম্ভাবনা।

    তবে...

    I stand by everything I have said and I will sleep with everything I have not said. :-))
  • ranjan roy | 115.118.246.253 | ১৪ ডিসেম্বর ২০১১ ২৩:৩৩512873
  • হনুকে অ্যাগ্রো-ইকনমিক্সের সামগ্রিক ছবিটি তুলে ধরার জন্যে বিরাট ক।
    বত্রিশ বছর ধরে ছত্তিশগড়ের গ্রামে গঞ্জে আদিবাসী এলাকায়
    গ্রামীন ব্যাংকে মূলত: এগ্রিকালচারাল ক্রেডিট ও কৃষক/ ছোট গ্রামীন ব্যবসায়ীদের লোন নিয়ে কাজ করার সুবাদে দেখেছি--
    এক, ক্যানাল ও শ্যালো দিয়ে সেচের বৃদ্ধি, সেচের আওতায় জমির পরিমাণ বৃদ্ধি, অনেক একফসলী জমির দুই ফসলী হওয়া, ফলে অনেক গরীব এলাকায় বরাবরের বঞ্চিত কমিউনিটির মধ্যে একটি ছোট কিন্তু তাৎপর্য্য পূর্ণ মধ্য ও ধনী কৃষক -বর্গ গড়ে ওঠা, ফলে পুরনো ক্ষমতাসম্পন্ন কৃষক( কুলাকস্‌)দের সঙ্গে বৈরী দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ যা মাঝে মাঝেই জাতিবৈরীর( caste feuds) এর রূপ নেয়।
    দুই, কয়লা ও পাথরের খাদান( মাইনিং এন্ড কোয়েরিজ) ইত্যাদির অভূতপূর্ব বৃদ্ধি, রাইসমিল ও ইঁটভাটার বৃদ্ধি ইত্যাদির ফলে ক্যাশ ওয়েজ বৃদ্ধি ও কৃষিশ্রমিকের শহরাভিযান।
    তিন, সারের সাবসিডি কম হলেও ব্যাংক লোনের সহজ লভ্যতা, লোনের ইন্টারেস্টে ব্যাপক ক্রস-সাবসিডি ও ফসল বীমার ফলে লোন শস্তা হওয়া।
    চার গত পাঁচবছর ধরে প্রতিবছর ফসলঋণের ২৫% গ্রোথ।
    ফলে অ্যাবসলুট টার্মসে ফসল উৎপাদনে উল্লেখনীয় গ্রোথ, প্রগতির দর কমে এলেও।
    চার, ভারতের ফুড ইম্পোর্টার থেকে এক্সপোর্টার হওয়া।
    নোট: ইদানীং তিনটাকা কিলো দরে প্রতি বিপিএল পরিবার পিছু মাসে ৩৫ কিলো চাল দেয়ায় কৃষিশ্রমের সাপ্লাই কমেছে, মজুরির দর বেড়েছে।
    পিছিয়ে পড়া দুর্গম এলাকাতেও স্কুল এবং টিভি( কোয়ালিটি যেমনই হোক) আজকের গ্রামের বাচ্চাদের এবং বাপ-মা'র মনে কৃষির ওপর এমপ্লয়মেন্টের চাপ কমিয়ে শহরে গিয়ে চাকরি করা বেটার অপশন মনে হচ্ছে।
    আর ইউরোপে (যেমন ফ্রান্সে) যদ্দূর জানি কৃষিতে ৯০% অব্দি ভর্তুকি আছে। আলোচনা চলুক।
  • pi | 128.231.22.133 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৫:৪৯512874
  • রিটেইলে FDI না আসা নিয়ে দেশীয় শিল্পপতিদের এত হাহুতাশ কেন ? এলে তো তাদের প্রতিযোগিতা বাড়তো ! তবে কি ... :)
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১৯:৩০512877
  • Foreign direct investment (FDI) in multi-brand retail without adequate safeguards will lead to widespread displacement and poor treatment of Indian workers in logistics, agriculture and manufacturing, the government today cited a global report on Wal-Mart as having said.

    Minister of State for Commerce and Industry Jyotiraditya Scindia informed the Rajya Sabha in a written reply that Switzerland-based UNI Global Union has presented a paper on 'Wal-Mart's global track record and the implication for FDI in multi-brand retail'.

    "The paper dwells on the business practices of Wal-Mart in some countries and concludes that without adequate safeguards put in place, FDI in multi-brand retail will lead to widespread displacement and poor treatment of Indian workers in retail, logistics, agriculture and manufacturing," he said......
  • lcm | 202.12.84.117 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ২২:৫০512879
  • Indian government approved
    - 51% FDI in multi-brand retail
    - 100% FDI in single brand retail *
    - 49% investment by foreign airlines in aviation sector

    *For FDI proposals beyond 51% in single brand retail, 30% sourcing from small industries has been made mandatory.
    এটা ঠিক ক্লিয়ার হল না...৩০% স্মল ইন্ডাস্ট্রিও কি ফরেন কোম্পানী হতে পারে, নইলে ১০০% হচ্ছে কি করে।

    ...strongly opposed by BJP, Left parties, TMC and Samajbadi party...

    এই প্রসঙ্গে শিল্প মন্ত্রীর কমেন্ট -
    Let us not confuse consensus with unanimity. For unanimity we will have to wait in eternity. This (today's decision) has consensus - India's Commerce Minister Anand Sharma
  • aka | 178.26.203.155 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ২৩:০১512881
  • ইয়ে তো হোনা হি থা। টাইমসে প্রবন্ধ বেরবে ভারতের ইকনমি কি ভালই না করছে, প্রধান মন্ত্রীর সুখ্যাতি হবে।
  • lcm | 202.12.84.117 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৪512882
  • বাজারে খবর এতে করে নাকি রুপি শক্তিশালী হবে, INR-এর ডিমান্ড বাড়বে। ডলার ৫০ টাকা হবে।
  • bb | 127.216.213.17 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ২৩:২৯512883
  • single brand ১০০% মানে IKEA ধরণের - ক্যাচ -৩০% দেশ থেকে সোর্স করতে হবে।
    ৫১% মাল্টি ব্র্যান্ড মানে ওয়ালমার্ট, টেসকো, ক্যারাফোর ইত্যাদি
  • lcm | 202.12.84.117 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩৬512884
  • আরো,
    FDI cap on broadcast services raised to 74%
    At present, 49% FDI is allowed in cable TV and DTH...

    ... for TV news channels, FM radio and content providers, the FDI limit will stay at 26%....
  • lcm | 202.12.84.117 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ২৩:৩৭512885
  • বিবি, আইকিয়া আসছে নাকি ভারতে?
  • bb | 127.216.213.17 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ২৩:৪৬512886
  • হ্যাঁ - ওরা অনেক দিন থেকেই দিল্লীতে অফিস খুলে রেখেছে
  • | 120.227.151.34 | ১৪ সেপ্টেম্বর ২০১২ ২৩:৫১512888
  • ওদের একটা বড় প্রজেক্ট করছে IBM
  • ranjan roy | 24.99.116.75 | ১৫ সেপ্টেম্বর ২০১২ ১৫:০৯512889
  • জানিনা, জানিনা গো!
    ' কী ক্ষতি ছেলেবেলার মনটি ধরে রাখলে?
    কি হত আগের মত তোমায় কাছে ডাকলে?
    আমি জানিনা, আমি জনিনা গো!"
  • ranjan roy | 24.96.123.17 | ১৫ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৪512890
  • আমি তখন ওকে বললাম, " শোন ছোঁড়া, ট্রেনটা এক্ষুণি ছাড়বে ছাড়বে করছে। জানলা তো প্ল্যাটফর্মের উল্টোদিকেও খোলে। আর প্যাসেঞ্জার শুধু প্ল্যাটফর্মের দিকের জানলা দিয়েই তাকাবে এমন দিব্যি কে দিয়েছে? বিশেষ করে ওই ফেরেব্বাজ মেয়ে, যাকে তুই খুঁজছিস? আরো শোন, ওই মেয়ে তো থার্ড-সেকেন্ড ক্লাসে যাবেই না। ফার্স্ট ক্লাসেরও সব্গুলো কোচে ঢুকে উঁকি মারার দরকার নেই। বাইরে যে রিজার্ভেশন চার্ট লাগানো আছে সেটাকে ভাল করে দ্যাখ। আর যদি ওই স্বয়ংসিদ্ধার চালাকিতেও কোন প্যাটার্ন আছে মনে হয় তো তুই দেবী দূর্গার কোন নাম খোঁজ।"
    পরের বোগীতেই মনে হল কার্যোদ্ধার হয়ে যাবে। কিন্তু এ যে একগাদা নাম! 'ই' কূপেতে মিসেস ভাগব্ন্তী অরোরা, মিসেস দুর্গাবতী শর্মা, মিস তারা পান্ডে আর মিস মহামায়া সেনগুপ্ত।
    'ই' কূপের দরজা বন্ধ। বাইরে অ্যানাউন্স হচ্ছিল " থার্টি থ্রি ডাউন মহালক্ষ্মী এক্সপ্রেস , বোম্বে টু ব্যাংগালোর, ভায়া হায়্দ্রাবাদ, ইজ অ্যাবাউট টু লীভ প্ল্যাটফর্ম নাম্বার টেন"।
    মনোহর ঘাবড়াল, তারপর দরজায় খট খট করল। এক দেবী দরজা খুললেন। এ নয়। মনোহর অন্য তিন দেবীকেও দেখল। না, এরাও নয়। এবার ওই দেবীগণ ওর দিকে একসাথে কড়া চোখে তাকালেন। ও সংকোচে মাটিতে মিশে গেল।
    তবু সাহস করে বলল," মিস মহামায়া সেনগুপ্ত?" নিতান্ত সাদামাটা দয়ালু চেহারার এক মোটা মহিলা, যিনি বালিশে ঠেস দিয়ে আধশোয়া হয়ে ছিলেন, বল্লেন," ইয়ে-এ-এ-স?"
    মনোহর বলল," ক্ষমা কোরেন, আমি, আমি--"।
    স্থুলকায়া মহিলাটি আবার বল্লেন," ইয়েস্‌ "?
    মনোহর বলল," আমি শোচলাম যে আপনি একটি অন্য মহামায়া সেনগুপ্ত"।
    মনোহর যতক্ষণে 'শোচলাম' কে 'ভাবলাম' করল, ততক্ষণে পৃথুলা নারী ফিক্‌ করে হেসে বলল," একা আমি কি যথেষ্ট মহামায়া নই যোশীভাই?"
    অ্যাঁ, কি বলল,-- যোশীভাই? যোশীভাই বলল? নাকি মশাই? না যোশাই? ভাবার সময় নেই। ট্রেন ছেড়ে দেবার উপক্রম। এক ভদ্রপুরুষ টা-টা করতে দরজা আটকে দাঁড়িয়ে। ওর পাশ গলে ঠেলে -ঠুলে মনোহর য্খন নামতে পারল তখন গাড়ি চলতে শুরু করেছিল। লাফ দিয়ে নামতে গিয়ে ও এক খবরের ক্কাগজ-- ম্যাগাজিন বেচা বাচ্চার ঘাড়ে পড়ে গেছল। ওর কাছে ক্ষমা চেয়ে মাটি থেকে অনেকগুলো ' দুরন্ত যৌবন' ম্যাগাজিন কুড়িয়ে ওর হাতে তুলে দিতে হল।
  • pinaki | 148.227.189.8 | ১৫ সেপ্টেম্বর ২০১২ ১৮:৪৮512892
  • কোথাকার তরবারি কোথায় রেখেছ
    :-D
  • pi | 24.96.36.44 | ১৫ সেপ্টেম্বর ২০১২ ২১:০০512893
  • :D

    http://www.thehindu.com/opinion/op-ed/article3897906.ece?homepage=true

    ...The Prime Minister has repeatedly projected FDI in retail as a boon for agriculture. Unfortunately, this is not true. Even in the U.S., big retail has not helped farmers — it is federal support that makes agriculture profitable. In its last Farm Bill in 2008, the U.S. made a provision of $307 billion for agriculture for the next five years. .

    Where is the justification for such massive support if big retail was providing farmers better prices?...

    The second argument is that big retail will squeeze out middleman and therefore provide a better price to farmers. This is again not borne by facts. In the U.S., some studies have shown that the net income of farmers has come down from 70 per cent in the early 20th century to less than four per cent in 2005...

    And finally, the argument that multi-brand retail will provide adequate scientific storage and thereby save millions of tonnes of food grains from rotting. I don’t know where in the world big retail has provided backend grain storage facilities?

    FDI is already allowed in storage, and no investment has come in. Let it also be known that even the 30-per-cent local sourcing clause for single-brand retail has already been challenged and quietly put in cold storage by the Ministry of Commerce....

    কৃষি, কৃষক নিয়ে এই পয়েন্টগুলোর বিরুদ্ধে যুক্তি কী কী ?
  • a | 132.179.104.129 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ০৭:৪৯512895
  • ক্ষুব অদ্ভুত লাগছে দেখে যে ডিজেল, এলপিজি র দাম বাড়ানোর প্রতিবাদটা কেমন যেন সেকেন্ড সারিতে চলে গেছে। অথচ এর প্রভাব আমাদের রোজকার জীবনে অনেক বেশি পড়বে। আর এটা দিনের আলোর মত স্পষ্ট যে সরকার নিজেদের ব্যর্থতা আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে।
  • aka | 85.76.118.96 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ০৮:০৩512896
  • সারা পৃথিবীতে ডিজেল, গ্যাস, তেলের দাম বাড়ছে/বেড়েছে। সরকার করবে কি? হয় দাম বাড়াতে দিতে হবে, নয় ট্যাক্স বাড়াতে হবে। সরকারের হাতে তো ম্যাজিক ওয়ান্ড নেই।
  • প্পন | 126.202.123.32 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ১০:২০512897
  • রিটেল আর এভিয়েশনে এফডিআই আনাটা মনমোহনের মাস্টারস্ট্রোক। ডিজেল আর এলপিজি নিয়ে হইচই তো পরের সারিতে চলে যাবেই।
  • ডিডি | 111.62.75.164 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ১১:৩৮512898
  • এরপর জাহাজের দাম বাড়িয়ে দেবে।
    তখন লোকে মাল্টি ব্র্যান্ড ভুলে যাবে। সব শেষে ব্রেনোলিয়া আর কচুর শাকের দাম বাড়িয়ে দিয়ে গ্যাঁট হয়ে বসে থাকবে।
  • lcm | 34.4.162.218 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ১২:২৬512899
  • বিভিন্ন দেশ মিলিয়ে ওয়ালমার্টে এখন ২২ লাখ লোক চাকরি করে, অথচ ভারতীয় এমপ্লয়ি নেই। এবার... ওয়ালমার্টে গাঠি, ওল, কলমি শাক, গামছা...
  • প্পন | 126.202.123.32 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৩512900
  • শস্তায় বাংলাদেশি ইলিশ আর কচুর্শাক?
  • a | 209.16.140.26 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ১২:৫১512901
  • বেশ তো, সরকার আর কিছু না করুক কিভাবে দাম ঠিক করছে সেই ফরমুলাটা পাব্লিক করুক।
    এলপিজি তে সাবসিডি প্রত্যাহার করে নিল। তাতে কত টাকা ডেফিসিট কমবে? ২ কোটি পরিবারের হিসাবে, খুব কম হলে ৪০০০ কোটি টাকা, খুব বেশি হলে ১০০০০ কোটি টাকা। এই টাকাটা তো একটা দুটো স্ক্যাম আটকালেই তুলে নেওয়া যায়। বেসিকালি নিজেদের অকর্মন্যতার দায় আমাদের ঘাড়ে চাপানো হয়ে যাচ্ছে না কি?
  • ঢ্যাঁড়স | 212.54.102.201 | ১৬ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৫512903
  • অন্য ভাবে ভাবুন ঐ টাকা দিয়ে আরো একটা মিনি স্ক্যাম ফান্ড ও তো করা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন