এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ৯৪৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.83.28 | ১২ ডিসেম্বর ২০১১ ০১:৩৬512738
  • ম্যাক্সিমিনদি, মডেলটা নিএ একটু বুঝিয়ে বলবে ? কোন উদা: দিয়ে ?

    আর আকাদা, Construction: 1.59, 7.45, 13.59, -1.10, 6.61 । তার মানে, 'কনস্ট্রাকশন প্রচুর গ্রোথ' হয়েছে ??

    ট্রেডে আগের থেকেই বাড়ছিল।

    সরি, তোমার ডাটা অ্যানালিসিস নিয়ে প্রশ্ন করলে রেগে যাও। এটা ছিদ্রান্বেষণ নয়, কিন্তু যা কমেছে, সেটাকে বেড়েচে বলে তার ভিত্তিতে বিশ্লেষণ করলে বুঝতে অসুবিধে হয়।

    ঐ ডেটা সেটের আর কোথায় বেড়েছে, সেটা আগেরদিনের অ্যানালিসিস, যেখানে বলেছিলে মাইনিং, ইলেকট্রিসিটি এসবেও আগে কমছিল, ৯৪-০০ জাম্প হয়েছে, সেটাও বোঝা যায়নি।

    ডেটা সেটটা আবার রইলো।

    73-78,78-83 ,83-88,88-94 ,94-00 এর জন্য,

    Agriculture: 2.32, 1.20, 0.04, 2.39, 0.06
    Mining: 4.68, 5.85, 6.16, 2.09,
    -3.27
    Manufacturing: 5.10, 3.75, 2.10, 1.45, 2.05
    Construction: 1.59, 7.45, 13.59,
    -1.10, 6.61
    Electricity, Gas, Water Supply: 12.23, 5.07, 4.64, 3.39,
    -5.25
    Transport 4.85, 6.35, 2.67, 3.58, 5.28
    Trade 3.71, 4.12, 4.42, 3.20, 6.20
    Services 3.67, 4.69, 3.92, 3.76, 0.55
  • aka | 75.76.118.96 | ১২ ডিসেম্বর ২০১১ ০১:৪৬512739
  • ঈশানের দ্বিতীয় যে বক্তব্যটি একটি কল্পিত সিনারিওর ওপরে দাঁড়িয়ে করা তাহল জিডিপ বহু ভাবে বাড়তে পারে তাতে এইচডিআই বাড়ে না। এতে তো কোন দ্বিধা নেই। পারে যে না তার বড় প্রমাণ হল ভারত।

    কিন্তু যেটাকে ঈশান সরলীকৃত সমীকরণ বলেছে যে জিডিপি গ্রোথ হলেই সরকারের রেভিনিউ বাড়বে আসলে তা বাস্তব। আজকের সংখ্যা (স্ট্যাটিস্টিকস কথাটা ব্যবহার করলাম না ইচ্ছাকৃতভাবে)। আবার তুলে দিই

    As it happens, government revenue has persistently grown faster than the growth of gross domestic product: in 2003-04, the economic growth of 6.5 per cent was exceeded by the revenue growth of 9.5 per cent, and in 2004-05 to 2006-07, the growth rates of 7.5 per cent, 9 per cent, and 9.4 per cent have been bettered, respectively, by the expansion rates of government revenue (in 'real terms'--that is corrected for price change) of 12.5 per cent, 9.7 per cent and 11.2 per cent.

    এবং কমন সেন্স এটার সাথে মেলে যে ইকনমির দরজা খোলার পরে বিদেশী বিনিয়োগ হয়েছে তার কিছুটা বিভিন্ন স্ক্যামে গেছে কিন্তু অনেকটাই আবার অর্গানাইজড সেক্টরে এসেছে ফলে লোকে ঠিকঠাক ট্যাক্স দিয়েছে সরকারের রেভিনিউ বেড়েছে।

    তো কল্পিত উদাহরণ দিয়ে আজকের বাস্তবকে অস্বীকার করে লাভ নেই। মাসির গোঁফ থাকলে মামা হত অতএব মাসির বাড়ি = মামার বাড়ি যেমন নয় তেমনই এখানে কোন সরলীকরণ নেই হার্ড ফ্যাক্ট।

    একটা ব্যপারে ঈশানের সাথে একমত যে আমাদের দেশে সরকারী স্পেন্ডিংয়ের খুব ঝামেলা। ১০০ টাকা খরচ করলে ৮০ টাকা বোধহয় গাপ হয়ে যায়। কিন্তু তার সাথে তো বিদেশী বা দেশী বিনিয়োগের সম্পর্ক নেই। করাপশন নাম দেখে হয় না, দেশী বা বিদেশী বিনিয়োগ দেখেও হয় না।

  • ranjan roy | 14.97.176.96 | ১২ ডিসেম্বর ২০১১ ০৬:২৫512740
  • হনুকে একটা বড় হাতের ক।
  • h | 203.99.212.54 | ১২ ডিসেম্বর ২০১১ ১০:৫০512741
  • sibudaa, ataaikai:-)) tRiteeyabishwajhaarhaapakalperhaatdikedikeshaktakarunTaaJadishlogaanhay, taaileaarmu`tsuddigirirdoshhki.aamaarsimpalmatahala, cheenakeJeetabarhabaaghmanehachchhe, eTaalouhaghomaTaauThegeleaartatabarhabaaghnaamaneohatepaare.tabehyaa`nbaasamatiJadiTeksaamatihatepaare, paarhaardokaane, bhubanDaa`mgaaaaiTisisTemsahabenaakena:-)) Thikiaachhe !!
  • Sibu | 108.23.41.126 | ১২ ডিসেম্বর ২০১১ ১০:৫৮512742
  • না হনু, প্রকল্প ঝাড়া আর টেকনোলজি ঝাড়া ঠিক এক জিনিষ নয়। মুৎঅসুদ্দি প্রোজেক্ট ঝেড়ে দেয়, কিন্তু মূল লাভ সাগরপাড়ে চলে যায়। অন্যদিকে টেকনোলজি ঝেড়ে দিয়ে ন্যাশনালিস্ট বুর্জোয়া দেশী শিল্প বানাতে পারে।
  • vc | 121.241.218.132 | ১২ ডিসেম্বর ২০১১ ১১:২৮512743
  • ইকনমিক দিক থেকে কাঁচা বলে অনেকটাই ওপর দিয়ে যাচ্ছে। তবে এইটা ইন্টারেস্টিং লাগলো - http://www.thehindu.com/opinion/lead/article2706988.ece?homepage=true

    কেউ আমাকে সহজ ভাষায় একটু বোঝাবেন যে ভারতে রিটেলে কী হল, গাছের খেল না তলার কুড়লো তাতে অন্যদের (পড়ুন অ-য়ে আকার, ম-য়ে একার ইত্যাদি) কী? মানে এই প্রচন্ড বড় নাকটাকে এখানে ওখানে গলানো নিয়ে কিছু বলার নাই?
  • maximin | 59.93.241.32 | ১২ ডিসেম্বর ২০১১ ১৩:০৮512744
  • 73-78,78-83 ,83-88,88-94,94-00 -- সময়কালগুলোকে এইভাবে ভাগ করে কোনও কিছুই বোঝা যাবে না।
  • h | 203.99.212.54 | ১২ ডিসেম্বর ২০১১ ১৩:১১512745
  • saainaatherhiumarTaabaraabarimastirbyaapaar:-)))
  • maximin | 59.93.241.32 | ১২ ডিসেম্বর ২০১১ ১৩:৩২512746
  • পাই ১-৩৬ -- বই পড়ে নিজে নিজে বুঝতে হয়, খাতা কলম নিয়ে। তুমি খুব সহজেই পারবে, সমালোচনাও করতে পারবে, যদি এইভাবে এগূ :-

    স্টেপ ওয়ান। Samuelson, Economics, AnIntroductoryAnalysis বইয়ের প্রথম দুটো চাপটার পড়ে নেওয়া।

    স্টেপ টু। StolperandSamuelson, ProtectionandRealWages এটাতে উদাহরন দিয়েই বোঝানো আছে।
  • h | 117.194.240.142 | ১২ ডিসেম্বর ২০১১ ২২:৪১512748
  • ম্যাক্সিমিন (@11 Dec 2011 11:18),
    আপনার বক্তব্য টা আমার বুঝতে অসুবিধে হচ্ছে। কোন শব্দ বা যতি চিহ্ন কি মিস করে গেছেন?

    আপনার বক্তব্য যা বুঝেছি

    পার ক্যাপিটা আয় একটা স্তরে পৌঁচেছে, তখন নিত্যপ্রয়োজনীয় বস্তুর বইরে (ভোগ্যপণ্য বস্তুর?) চাহিদার একটা নতুন ক্ষেত্র হয়।

    এবং আপনার মতে সেই কারণে বিদেশী রিটেল চেন আসতে চাইছে। আমার কাছে এর দুটো মানে হয়:

    ১। বিদেশী রিটেল চেন যদি শুধু ভোগ্য পণ্য তে বেচার জন্য ইন্টারেস্টেড থাকে তাইলে সে পারমিশন তো আছে সিংগল ব্র্যান্ড এফ ডি আই তে, তাতে মাল্টি ব্র্যান্ড রিটেল আসার কি দরকার বা পোস্কার করে বললে ফ্রেশ পেরিশেবল বা স্মল ইঞ্জিনিয়ারিং এর মালপত্র বেচার কি দরকার? এবং সেই মাল সস্তা করার জন্য যেখান থেকে খুশি,প্রয়োজনে বিদেশ(পড়ুন চীন, ইস্ট এশিয়া) থেকে সোর্স করার কি দরকার (যেটা ওয়ালমার্টের মডেলে অবশ্যম্ভাবী।)

    ২।যদি এখানকার বাজারে যে নিত্যপ্রয়োজনীয় জিনিস এমনি ই পাই সেটাকেই প্যাক ট্যাক এসি টেসি করে ভোগ্যপণ্য হিসেবে বেচতে হয়, তাহলে সেটা বেশ মজার ব্যাপার হয়, মিডলম্যানের জন্য দাম কমছে না এই যুক্তি আর বেশিদিন অন্তত টেঁকে না।

    আর যদি এই বক্তব্য হয় যে ভোগ্য পণ্যের মার্কেট তৈরি হওয়া খারাপ, সে কারণে রোজগার বাড়াও খারাপ অতএব রোজগার কম থাকাই ভালো, তাহলে পরের ধাপের আলোচনার প্রস্তুতি নিতে হয়।

    যাই হোক একটু যদি পরিষ্কার করে দেন।

    এরই মধ্যে আপনার বোধ হয় খেয়াল নেই, আমি কয়েকটা লিংক দিয়েছিলাম। একটা হিন্দুর , একটা ইকোনোমিক টাইম্‌স এর। একই তথ্যের বিভিন্ন পরিবেশন। যেটা এই আমরা করছি :-) তথ্য টা ছিল, MPCE র হিসেব। গ্রামাঞ্চলে আয় বেড়েছে, তবে এখন ও শহরের আয় এর অর্ধেক। তো যাই হোক, তো ইকোনোমিক টাইম্‌স এর অ্যানালিসিসের বক্তব্য ছিল ভোগ্য পণ্যের বিক্রি গ্রামাঞ্চলে ও বেড়েছে। অতএব ইমপ্লিকেশন হল, ভারত বর্ষের রিফর্ম একটি সফল্‌তা কি কহানী। ছোটো শহরের বা গ্রামের লোক ফ্রিজ কিনলে আমার কোন আপত্তি নেই, বা কিনলে ঠান্ডা জল খাবার খারাপ অভ্যেস হবে, আমাদের মা রা যেটা বলতেন, এই জন্যে তাদের রোজগার কমুক, এটাও চাই না, কিন্তু তখন শহরের লোক চাঁদ কিনছে কিনা এইটে দেখা দরকার। পশ্চিমে সবার বাড়িতে ফ্রিজ, মানে যাদের বাড়ি টাড়ি আছে, তাই বলে ইনকাম ডিসপ্যারিটি নেই, এবং বাড়ছে না তা নয়। আগে যে রেশিও ছিল ১:৬ বা ১:৭ , সেটা এখন ইউ কে ১:১২। ভারত, ব্রাজিল, আর চীনে এটা ১:৩০ থেকে ১:৫০ (এখন), এবং গত বেশ কিছু বছর ধরে বাড়ছে। তাতে দুশ্চিন্তা করতে বলছি না, শুধু বাড়ছে এইটা বলছি।

    আমার ধারণা আপনার বক্তব্য আমি বুঝি নি। একটা ব্যাখ্যা প্রয়োজন। অবভিয়াস কিছু মিস করছি।
  • aka | 168.26.215.13 | ১২ ডিসেম্বর ২০১১ ২২:৫৩512749
  • হানুদাকে খুব ছোট করে এর কোন প্রমাণ আছে কি রিফর্মের জন্য গ্রামাঞ্চলের লোকের আয় কমেছে? হতেই পারে, কিন্তু কোন ডেটা বা স্টাডি?
  • maximin | 59.93.217.89 | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:২৩512750
  • ঠিকই তো বুঝেছিলেন। ভোগ্যপণ্যের চাহিদার কথাই বলছিলাম। কিন্তু সেটা হবে ডিসক্রিশনারি স্পেন্ডিং।
  • maximin | 59.93.217.89 | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:২৯512751
  • OfallAsianeconomies, Indiawillseethefastestgrowthindiscretionaryspendinginthenextfiveyears.

    "Theshiftinpatternofconsumptionawayfromnecessities (foodandclothing) todiscretionaryitems (entertainment, communication) willacceleratefurther.In2007, aMcKinseyreporthadpredictedthatdiscretionaryspendingasapercentageofhouseholdconsumptionhasbeenrisingfrom35%in1985to52%in2005andwouldtouch70%by2025.Thisisgettingabigboostbyavisibleriseinmoreearningmembersperhousehold.Thistrendcutsacrosseconomicandsocialclassanditpushesupdisposableincomedramatically," sosaysanexecdirectorofITC.
  • maximin | 59.93.217.89 | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:৩৩512752
  • "The$1,000-incomeisthestartofthetake-offofanation," saysJanmejayaSinha, chairman, AsiaPacific, ofconsultingfirmBCG. "Itisaroundthisnumberthatanationgetsoutofsubsistencespendingandmovesmoreandmoreintohigherqualitybrandedproduct," addsChetanAhya, MD, Research, MorganStanley.

    Chinareachedthisthresholdin2003, andhassinceunleashedaconsumptionboomthattheworldisinaweof.Today, itspercapitaincomeisat$3,400.

    What'ssosignificantaboutthestatisticsof$1,000? Afterall, evencountrieslikeGhanaandAfghanistantooareclosetoachievingthisfigure.Thefigureissignificantifitisaccompaniedbyafewotherthings:aneconomyofthesizeofatleast$500billion, ahealthyandsustainablegrowthrateinGDPandalargepopulation.Indiahasallthethreepiecesofthisequation, andhastheminplenty.

    "ItisthepresenceofallthesefactorstogetherthatmakesbothIndiaandIndonesiaexciting.We (India) willhavetoworkreallyhardtomessitup," saysSinha.

    Threeaspects, timing, scaleandspeed, ofIndiareachingthe$1,000-per-capita-markmakesitoutoftheordinary.Thethreewillactasaforcemultipierforeachother.Themostobviousimplicationisthenatureandsizeofconsumption.India, likeChinainrecentyears, willbeaconsumptionpowerhouseoftheworld.

    Buttheconsumptioncurvescouldbemarkedlydifferentfromothercountriesthatpassedthisthresholdinthepast. "Thisisthebeginningofaseriesofinflectionpointsindifferentproductcategories," saysSunilDutt, president, personalsystems, HPIndia.

    Aheadoftheglobalcurve

    ThishashugeimplicationsforwhatIndianswillconsumeinthecomingyearstocomeandatwhatrate.Thankstoinnovationsintechnologyandbusinessmodels, whatconsumersintheWest, oreveninChina, startedtoconsumeatthepercapitaincomelevelof$2,000or$3,000, Indianswouldbegintoconsumemuchearlier.Thelowerlevelofhouseholddebtwillalsoinfluencetheconsumptionpattern.

    Forexample, in2003, entry-leveldigitalcamerascostaroundRs12,000asagainstRs5,000today.AccordingtoAlokBhardwaj, seniorVP, CanonIndia, inChina, camerapenetrationmovedfrom3%to15%between2001and2010.Indiawillmakethistransitioninhalfthetime, between2010and2015.

    MNCs' increasingfocusonemergingmarketsandre-engineeringofproductswillhastenthetrend.InJapanandSouthKorea, thepercapitathresholdatwhichthecarsalesbegantotakeoffwasaround$3,500.ButforIndia, asimilarinflectionpointforthecarindustrycancomemuchearlierataround$2,500percapitaincome, saysAnirudhaDutta, executivedirector, CLSAIndia.
  • maximin | 59.93.217.89 | ১২ ডিসেম্বর ২০১১ ২৩:৪২512753
  • ইন্ডিয়া রেডি ফর গ্রোথ ম্যারাথন শিরোনামে ইকনমিক টাইমসে বেরিয়েছিল (জানুয়ারি ২৬ ২০১১)।
  • maximin | 59.93.217.89 | ১৩ ডিসেম্বর ২০১১ ০০:০৪512754
  • প্রশ্ন ১ -- তাই যদি হয়, মাল্টি ব্‌র্‌যান্ড রিটেল আসার কি দরকার বা পোস্কার করে বললে ফ্রেশ পেরিশেবল বা স্মল ইঞ্জিনিয়ারিং এর মালপত্র বেচার কি দরকার? যে জিনিসগুলো স্থানীয় লোকের কাছ থেকে সস্তা দামে পাওয়া যায় সেগুলো বেচবে না-ই বা কেন, যদি অনুমতি পায়?
  • maximin | 59.93.217.89 | ১৩ ডিসেম্বর ২০১১ ০১:১৪512755
  • তো, ডিসক্রিশনারি স্পেন্ডিংঅও বাড়বে, এইচ-ডি-আই এরও উন্নতি হবে, সব কি আর হয়? মধ্যে থেকে সেইভিং / জিডিপিও গ্রোথও কমে যাবে।
  • maximin | 59.93.217.89 | ১৩ ডিসেম্বর ২০১১ ০১:১৬512756
  • আর হ্যাঁ, হিন্দু আর ইকো টাইমসের লেখাদুটোতে নতুন কিছু পাইনি।
  • h | 117.194.226.124 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৬:১৮512757
  • আকা কে ছোট করে, কমেছে কোথায় বললাম? বললাম তো বেড়েছে। শহরের লোকের তুলনায় কম হারে। মানে এখন MPCE টা শহরের লোকের আদ্ধেক, ৬৬ তম ন্যাশনাল স্যাম্পল সার্ভে রাউন্ড অনুযায়ী, মানে ২০০৯-২০১০। এর চেয়ে লেটেস্ট ডেটা পাইনি, এই লাইনে।
  • h | 117.194.226.124 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৬:৩৩512759
  • আর এই কথাটাও বলেছিলাম, মানে কাল, নয়, যেদিন এই ডেটা প্রথম ব্যবহার করি, বিতর্কের সেই আদিম যুগে, সেটা হল, এই ক্যালকুলেশনে, এক ই টেবল এ ধর অ্যাবসোলিউট ফিগার কিসু দেওয়া আছে। গ্রামের লোকের ৯৫০ টাকা, শহরের লোকের ১৮০০ টাকা। আর তাচ্ছাড়া কোন খাতে কি খরচ করে তার একটা আলাদা টেবল আছে। ইত্যাদি। তো এই ২০০৯-২০১০ এর হিসেব টা কোন বেস প্রাইস কে ধরে, (কোন ইনফ্লেশন রেট এ ধরে) হিসেবে করেছে সেটা বলেনি আনফর্চুনেটলি। পাবলিক সেক্টরের হিসেবে, আমার দাদামশায় বলতেন, সরকার হল ঠাকুর, দিয়ে থুয়ে টিঁকিয়ে রেখেচে, অবহ্যালা করতে যেয়ো না, তাই মেনে নিচ্ছি, ম্যাকিনসে করলে যা গাল দিতাম না ;-)

    ইন্টারেস্টিং লি দাদামশাই ওয়ার অফিসে চাকরি র শুরু করেছিলেন, তো সেইখানকার ট্রিকল ডাউন বা দেয়ার অ্যাবাউটস দেখে যুবক হরি সেন মহাশয়ের বোধ হয় একটা স্বপ্ন তৈরি হয়, দ্য ইন্ডিয়ান ড্রিম :-)
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৮:১৭512760
  • পাই, ঐ একখানা ছোট ডেটা দিয়ে যদি পেপার নামিয়ে প্রমাণ করে দিতে পারতাম রিফর্মের ফলে হেবি লাভ হয়েছে তাহলে এখানে বসে তক্কাতক্কি না করে ওয়াল স্ট্রীটে নিজের আখের গোছাতাম। :)

    এনিওয়ে হ্যাঁ কনস্ট্রাকশন রিফর্মের আগেও বাড়ছিল। রিফর্মের পরে রিলেটিভ গ্রোথ বেশি হয়েছে। এর থেকে বেশি কনক্লুড করা মুশকিল। ইনটিউটিভলি রিফর্মের ফলে আর্বানাজাইশেন বেড়েছে, ফ্ল্যাট বাড়ি বেড়েছে অতএব কনস্ট্রাকশনও বেড়েছে। যা আমাদের দেখার সাথেও মেলে। আগে কলকাতা পিন কোড ছিল বেলঘরিয়া অবধি এখন খড়দহ কলকাতা পিন কোড। ফ্ল্যাট বাড়িও প্রচূর হয়েছে।

    ইলেকট্রিসিটি নিয়ে, সোর্স ডেটা ভুল থাকলে জ্যোতিষও ফেল মারে, তো আমি এক নগন্য ব্যক্তি মাত্র। আগের দিনে শেষ ডেটাটা ছিল ?৫.২৫। এবারে ইনটিউটিভলি ইলেকট্রিসিটির ব্যবহার বেড়েছে জব গ্রোথও বেড়েছে। দেখা যাচ্ছে বাড়ে নি, কেন? আরও অ্যানালিসিস চাই। বলা শক্ত।

    মূলত এগ্রিকালচারে হু হা জব গ্রোথের এরকম শার্প ডিক্লাইন। খুব রাফ হিসেবে মোস্ট প্রোবাবলি নন-এগ্রিকালচারাল সেক্টর টুগেদার জব গ্রোথ বেড়েছে। কিন্তু মনে রাখা দরকার এগ্রিকালচার শুধু ৫২%।

    তা কথা হল এই ডেটাতো ১১ বছরের পুরনো নতুন সেট কি পাওয়া যাবে? নইলে এই ডেটা তো আউটডেটেড।

    তো এত তো বকলাম, এই ডেটা দেওয়ার পিছনে আদতে বক্তব্য কি? নাকি ডিকনস্ট্রাকশনের জন্য ওয়েট করা? :)

    পাই, আমার অ্যানালিসিস নিয়ে প্রশ্ন করলে বিরক্ত হই না। কিন্তু ক্রমহ্রাসমান ট্রেণ্ড এবং ক্রমহ্রাসমান নিয়ে 'ডিকনস্ট্রাকশনের' ড্যাবড়া প্যাঁচে বিরক্ত হই। যেমন আজকের প্রশ্নে বিন্দুমাত্র বিরক্ত হই নি। আশা করি বোঝা গেল।
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৮:২১512761
  • হানুদা, সাম্য নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই। কিন্তু না খেতে পাওয়া নিয়ে আছে। যে লোকটা কাল খেতে পাচ্ছিল না, আজ যদি সে খেতে পায়, আর ওদিকে আম্বানির প্রাসাদ হয় তাতে আমার একটুও অসুবিধা নেই। নট আইডিয়াল কিন্তু ওয়ান স্টেপ ফরোয়ার্ড।
  • pi | 128.231.22.133 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৮:৪২512762
  • না:, গেল না। কারণ ওটা ক্রমহ্রাসমান না ক্রমহ্রাসমান ট্রেন্ড বলা হচ্ছে, তাই নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা সেদিনও ছিল না,আজ ও নেই। ওটা তুমি নির্ঘাত আবার ভুল বুঝেছ:)
    যেটা ক্রমবর্ধমান, তাকে ক্রমহ্রাসমান ( কি ক্রমহ্রাসমান ট্রেণ্ড) বলা নিয়ে আপত্তি। কারণ তাতে বিশ্লেষণ পুরো উল্টে যায় :)

    আশা করি বোঝা গেল :)
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৮:৪৩512763
  • কোনটা ক্রমবর্ধমান যাকে আমি ক্রমহ্রাসমান বলেছি?
  • pi | 128.231.22.133 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৮:৪৬512764
  • লোকে খেতে পাচ্ছে, হাতে মোবাইল সেট আসছে, এদিকে স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি আরো দুর্মূল্য হয়ে উঠছে, অনেক বেশি ঋণে জড়িয়ে পড়ছে, তাতে করে কি তার অবস্থা আদতে ভাল হচ্ছে ?

    ভাল কথা, লোকে বেশি খেতে পাচ্ছে, একথা কীসের ভিত্তিতে বলা ? সেদিন এতবার ডাটা চাওয়া হল, তো কিছু দিয়েছিলাম। ক্যালোরি ইন্টেকের হিসেব ইত্যাদি। সেগুলো তো অন্য কথা বলে !
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৮:৫১512765
  • মোবাইল না এলে মোবাইল হেলথকেয়ার চালু হবে কি করে?

    সে যাক, আগে বলো কোনটা ক্রমহ্রাসমান আর কোনটাকে ক্রমবর্ধমান বলেছি?
  • abastab | 61.95.189.252 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৮:৫২512766
  • লোকে বেশি খেতে পাচ্ছের পেছনে আমার কাল্পনিক যুক্তি :--
    ধরা যাক ১০০ জন লোক ছিল তার ৫০ জন না খেতে পেয়ে মরল আর বাকি ৫০ জনের ৩০ জন খেয়ে খেয়ে একেবারে হাতি সিং, তাহলে মনে হবেনা জনতার ৬০% ভাল খাচ্ছে।
  • pi | 128.231.22.133 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৮:৫৩512767
  • Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:09Dec2011 -- 01:58AM

    .....
    গ) ম্যানুফ্যাকচারিং ও হু হা কমেছে। সেও ক্রমশ কমছে, খুব ইন্টারেস্টিংলি ৯৪-০০ একটা বড় লাফ দিয়েছে ১ . ৪৫ থেকে ২ . ০৫।

    ঘ) মাইনিংয়েও একইরকম ট্রেণ্ড।

    এবং সবকটার ক্ষেত্রেই এই ডেটা শো করে যে ইকনমিক রিফর্মের আগেই এই সেক্টরগুলোতে জব গ্রোথ কমছিল।

    অন্যদিকে ট্রেড, কনস্ট্রাকশন, ট্রান্সপোর্ট এবং ইলেকট্রিসিটি এটসেট্রা সেক্টরে জব গ্রোথ বেড়েছে। এবং জাম্প করেছে ১৯৯৪-০০ এই সময়ে যথাক্রমে ৩ . ২ - ৬ . ২, ১ . ১০ - ৬ . ৬১, ৩ . ৫৮ - ৬ . ৬১, ৩ . ৬৯ - ৫ . ২৫।

    লক্ষ্য করে দেখুন এই সেক্টরগুলো সরাসরি রিফর্মের সাথে জড়িত। দেশের দরজা খুলেছে ট্রেড বেড়েছে এমপ্লয়মেন্ট বেড়েছে, জিডিপি বেড়েছে লোকের হাতে পয়সা এসেছে কনস্ট্রাকশন, ট্রান্সপোর্ট, ইলেকট্রিসিটি ইত্যাদির পেছনে লোকে বেশি পয়সা খরচ করেছে।

    কৃষিতে এমপ্লয়মেন্টের ট্রেন্ড দেখে আর বাকি জায়গায় ট্রেণ্ড দেখে আপাতত একটাই কমেন্ট ভাগ্যিস দেশের দরজা খুলেছিল নইলে জব গ্রোথ রেট কোথায় দাঁড়াত ভাবতেই ভয় লাগে।
  • aka | 75.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১১ ০৮:৫৯512770
  • Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:09Dec2011 -- 08:19AM

    মেলাতে পারলাম না তো।

    ১। এগ্রিকালচরের ট্রেণ্ড যদি নিচেই হবে, আর সেটা স্যাচুরেট ই করে গিয়ে থাকবে তো মাঝখানে বাড়লো কীকরে ?

    ২। মাইনিং এও একই ট্রেন্ড। মানে ক্রমহ্রাসমান ? আর তারপর ৯৪-০০ এ বেড়েছে ? কোথায় ?
    উল্টো তো। ৮৮-৯৪ সবচে কম। তার আগে সমানে বেড়ে গেছে।

    ৩। ট্রেডের ট্রেণ্ড ও ক্রমহ্রাসমান ? কই ? ৮৮ অব্দি সমানে বাড়ছিলই তো ।

    ৪। আর কনস্ট্রাকশনেও ক্রমশ : কমছে আর ৯৪-০০ এ জাম্প ?
    এটা দেখে বললে ? :o

    সমানে বাড়ছিল তো, কমার পরেও তো ৯৪-০০ এ আগের মত হয়নি !!
    ওন্‌স্‌ত্‌রুতিওন: 1.59, 7.45, 13.59, - 1.10, 6.61

    ৫। আর ইলেকট্রিসিটি ইত্যাদি তো ৯৪-০০ এ নেগেটিভ !!
    . ২৫
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন