এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু--৫

    Boo
    অন্যান্য | ১৩ ফেব্রুয়ারি ২০১০ | ২১৯৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.184.113.223 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৫431934
  • তৃণমূল তো এটাই করবে। ক্ষমতায় এলে (আগে ভেবেছিলাম দু এক বছর একটু ঠিকঠাক থাকবে) আরও উদ্ধত হবে।
    তবে তাতে সিপিএম-এর ঔদ্ধত্য দোষ কেটে যায় না।
    আর আমার তো মনেই হয় এবার ভোটে অন্য কিছু দেখা যাওয়ার সুযোগ আছে।
    আমি বা রঞ্জন কেউ তৃণমূলের সমর্থক নই, সেটা এতোদিনে বোঝা না গেলে আর গজাল পোঁতার ইচ্ছে নেই।
    আমর দুজনেই সিপিএম রাজত্বের অবসান চাই। বদলে কে আসবে তা নিয়ে মাথাব্যাথা নেই। যেই আসুক তাকে ক্ষমতার হুঁকোয় তামুক খেতেই হবে। অতএব ঔদ্ধত্যের বিরুদ্ধে লড়াই জারী থাকবে।
  • Arpan | 112.133.206.20 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৯431935
  • আরে। উইকেন্ডে অত চাপ নেন কেন? হাল্কা খবর-টবর পড়ে মনটাকে একটু হাল্কা রাখুন। :)

    http://www.anandabazar.com/21mur1.htm
  • Suvajit | 59.177.198.135 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১২431937
  • প্রেসিতে টিএমসির গুন্ডাবাহিনী অক্রমণ করেছে??? তবে যে আবাপ বলছে যে সপ্তর্ষি দেব (গৌতম দেব পুত্র) আর কৌস্তুভ চট্টো এনারা আক্রমনের নেতৃঙ্কেÄ ছিলেন? পরে পুলিশ সযত্নে এনাদের নিরাপদে বার করে দেয়।
    http://www.anandabazar.com/21cal1.htm
    অর্কুটে কে কি বলল বলে এত শব্দ খরচ এত ছি:ছিক্কার করছেন অথচ এস এফ আইয়ের নেতাদের কান্ডের প্রতিবাদে তো একটা অক্ষরও খরচ করছেন না।
    তারপরও পকাবু, মাওব্যাথী ইত্যাদি বলে তাঁদের দ্বিচারিতার কথা বলছেন!
  • pinaki | 67.43.241.179 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১২431936
  • কাগজে তো দেখলাম একটা আইসির ছেলে মার খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে। সেটা বোধহয় "বহিরাগতদের আক্রমণের বিরুদ্ধে ছাত্রদের প্রতিরোধ' - এর ফলে।

    আর উদিকে তো দেখা যাচ্ছে কেন্দ্রের যুদ্ধবাজিতে কংগ্রেসের সাথে সিপিএম এর চেয়ে বেশী পা বাড়িয়ে এমনকি নীতিশ, শিবুরাও নেই। 'মার ব্যাটাদের' - অ্যাটিচুডে তো যা দেখা যাচ্ছে সিপিএমের সাথে একটা দলেরই হুবহু মিল। বিজেপি।

    আবার ইদিকে নাকি বাতাসে খপর ভাসছে যে শিলদার ক্যাম্প নাকি ঐ জায়গায় করা হয়েছিল মাননীয় সুশান্ত ঘোষের চ্যালাদের গার্ড দিয়ে পাটি আপিসে দিয়ে আসা, নিয়ে আসা করার জন্য।

    গভীর চক্রান্ত চাদ্দিকে। দ্রি বাবুও এসবের হদিশ করতে পারবেন বলে মনে হয় না।
  • pinaki | 67.43.241.179 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৬431938
  • ও: হো। টাইপো। 'বহিরাগতদের আক্রমণের বিরুদ্ধে ছাত্রদের *সংগঠিত* প্রতিরোধ' - হবে।
  • Suvajit | 59.177.198.135 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২১431939
  • যা: পিনাকি। ওসব বিশ্বাস করতে আছে? ওসব বত্তোমানের কতা। বত্তোমান একটা পড়ার মতো কাগজ হলো?
    তবে শিলদার পুলিশ ক্যাম্পের যা বর্ননা পড়েছি তাতে কোনো সরকার যে সিরিয়াসলি কোনো অভিযান করতে চায়, এরকম ব্যবস্থা রাখবে না। সুতরাং হয় এই সরকার সম্পূর্ণ অপদার্থ নয়ত এইসব অভিযান সব আইওয়াশ। আর যদি পুলিষের কাছে আগাম খবর ছিলো এই অভিযোগ সত্য হয় তাহলে তো পাতি কথায় সিপিএম সরকার এই খুনগুলো নিজেরাই হতে দিচ্ছে। কেন? সেটারই ব্যাখ্যা প্রয়োজন।
  • . | 59.93.247.177 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১১431940
  • অত: কিম্‌?

    করিমপুর 'পান্নাদেবী কলেজ' ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র পরিষদকে হারাতে এস এফ আই - তৃণমূল জোট। কলেজের ৭৮টি আসনের মধ্যে ৩৬টি পেয়েছিলো কংগ্রেস, ৩২টি টিএমসি ও ১০ টি এস এফ আই। ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের পদ ঘিরে কংগ্রেস টিএমসি রফায় আসে না, তাই টিএমসি এস এফ আইয়ের সাথে জোট বেঁধে সংসদ গঠন করে। বিনিময় ফল - সাধারণ সম্পাদক রাজেশ সরকার(টিএমসি), সহ সম্পাদক - বিশ্বম্ভর মণ্ডল(এস এফ আই)।
    কিছুদিন আগে কংগ্রেসের কিছু দলত্যাগী সদস্যকে নিয়ে সিপিএমের সমর্থনে নদিয়ারই কালীগঞ্জ পঞ্চায়েত সমিতি গঠন করে তৃণমূল।
    ( .....সূত্র: আবাপ, ২১শে ফেব্রুয়ারী, ২০১০, ১৯ পৃষ্ঠা )

    অতএব -

    এবার প্রেসিডেন্সী কলেজের সামনে দাঁড়িয়ে, গৌতম দেবের পুত্র আর মানব মুখোপাধ্যায়ের কন্যার সাথে গলা মিলিয়ে, এক হাতে কৌস্তুভ চট্টোপাধ্যায়ের হাত, অন্য হাতে বৈশ্বানর চট্টোপাধ্যায়ের হাত ধরে আরো জোর গলায় স্লোগান তুলি - "তাই তো বলি কমরেড, গড়ে তোলো ব্যারিকেড"
  • bb | 117.195.164.226 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২০431941
  • IC মানে তো সিপিএম বিরোধী 'নিরপেক্ষ'দের সংগঠন, তাহলে তারা তৃণমূলের বা কংগ্রেসের নেতাদের ডাকছে কেন?
    ছাত্রসংসদের নির্বাচনে সবদলের নেতাদের আনাগোনা বন্ধ হোক।
  • PT | 203.110.246.230 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৩431942
  • ...IC বা WTI এতদিন অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে বিশেষত: তৃণমুলের ছাত্র সংগঠনকে সব বিষয়ে সমর্থন করেছে, কেননা এই ফোরামের অনেকের মতই তাদেরও রাজনৈতিক কর্মসূচী শুধুমাত্র বামফ্রন্ট সরকার বিরোধী। এখন তৃ-ছাত্র পরিষদ ঘাড় থেকে অতি-বাম বোঝা নামানোর প্রস্তুতি নিতে শুরু করেছে এবং যেকোন ভাবে তারাই এক্মাত্র SFI এর উল্টো দিকের ছাত্র সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়। মনে হয় অতি-বাম ছাত্র-নেতারা এবার অক্সিজেনের অভাব বোধ করতে শুরু করেছে......
  • kallol | 115.184.33.159 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৭431944
  • সাফাই-তৃছাপ আতাঁত ? ওয়া ওয়া ক্যাবাৎ ক্যাবাৎ। তবে আর দেরী কেন ভাই? বিধানসভায়ও দেখতে চাই।
  • . | 59.93.247.177 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২২:১১431945
  • অতি বাম ছাত্রদের তো চিরকালই অক্সিজেনের অভাব। তবে কিনা, এখন এই ত্রিকোন প্রেমের 'এক ফুল দো মালি' বাইস্কোপে নাতিবাম-মালিরা কার ছবিতে কখন ফুল চড়াবে আর কখন ফুলমালা হয়ে কোন মালির গলায় দুলবে এবং সেটা কিসের ভাবে বা অভাবে তা ভগা-ই জানে?

    .... কভি ইস্‌ পগ্‌মে, কভি উস্‌ পগ্‌মে...
    বাজতেই হবে। তবে নিশ্চিত থাকুন সর্বশক্তিমান মার্ক্স্‌বাদী আদর্শের বারোটা বাজতে দিচ্ছি না-আ-আ, দেবো না।
  • dipu | 59.164.190.208 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৪431946
  • এ ফুটকি সে ফুটকি নয় :-)
  • . | 59.93.203.93 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৮431947
  • লুডোর পুট-ও তো হতে পারে?
  • a | 122.166.49.175 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৯431948
  • দুটি কথা:

    ১। এই সপ্তর্ষি দেব ছেলেটি অতি ত্যাঁদড়। একে অমাদের মাননীয় আবাসন মন্ত্রী কোন স্কুলে পড়িয়েছেন জানি না, ঔধত্ব জিনিসটা বেড়ে শিখিয়েছেন

    ২। কল্লোলদার পুলিশ মিলিটারীদের সাধরণ মানুষের বর্গ থেকে বাদ দেবার কথাটা মনে রাখলাম। এটুকু বলে যাই, এই মতামতের মাধ্যমে যদি এটা বলা হয় যে এদের মৃত্যু কিছুটা কম শোচনীয় (কারণ এটা এদের proffessional hazard, তাহলে প্রতিবাদ রেখে গেলুম।


  • PT | 203.110.246.230 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৪431949
  • কবীর সুমন কে বরাবরই পছন্দ করতাম। তাঁর বৌ খ্যাদানো এবং সি পি এম বিরোধী রাজনৈতিক অবস্থান শুদ্ধু। কিন্তু যেদিন সাংবাদিক হিসেবে তারা টিভিতে ঝাড়া আধঘন্টা ধরে ""নন্দীগ্রামে শিশুদের পা ধরে ছিঁড়ে ফেলে পুঁতে ফেলে রোলার চালিয়ে দেওয়া হয়েছে""-র মত অশালীন মিথ্যা কথা প্রচার করেছিলেন সেই দিন থেকে তাঁকে মিথ্যাবাদী এবং প্রতারক ছাড়া আর কিছু মনে হয়না।
  • Ri | 121.247.234.36 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৯431950
  • অপ্পন ভায়া, সে তো মানব মুখুজ্জেকে আইফোন ব্ল্যাকবেরি ছাড়া দেখাই যায় না।তবে কথা টা হল ভারতে জেনারালি অ্যাফ্লুয়েন্ট মধ্যবিত্ত ও বোধ হয় এখনো অতটা কেত দেখাবার রেস্ত রাখে না।
    কেত দেখানো নিয়ে আমার কথা নেই,পয়সা আছে খচ্চা করছে। আমার ভয় অন্য জায়গায়। এই কেতের বিদ্বজন গগনচুম্বী মিনারে বসে শৌখিন মজদুরি করছে না তো? আমার এই ধারনা দৃঢ় হয়েছিলো দিল্লী তে এই ডিসেম্বরে একটি ফটোগ্রাফ প্রদর্শনী দেখে। একটি টেক সেমিনারের শেষে ব্যাংকোয়েট ডিনার ছিলো ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টারে।তো সেখানে একটা লনের এক পাশে গ্রীন্‌হান্ট বিরোধী এক ছবির প্রদর্শনীর আয়োজন হয়েছে - সব ছবিতেই মাওয়িস্ট বন্দুক ধারী দের উপস্থিতি,তাদের ক্যাম্পের জীবন,লাল পতাকা নিয়ে মহড়া এইসব, আশ্চর্যজনক ভাবে অনুপস্থিত গরীব মানুষ গুলো। চিত্রগ্রাহক নর্ডস্ট্রমের জামা গ্যাপের জিন্স আর নাইকের জুতো পরে ঘুরছেন। আমি তার সঙ্গে কথা বল্লাম।বলেছিলাম আপনি কি মাওবাদী দের গ্লোরিফাই করতে চান না মানুষের দু:খের কথা বলতে চান? রাষ্ট্রর হাতে অত্যাচারিত মানুষ গুলোর ছবি কই , আর মাওবাদীর হাতে খুন হওয়া লোক গুলোর ই বা ছবি কই? জবাব পাই নি। আর ও জানলাম যে চিত্র গ্রাহক নক্সালবাড়ী জন্মস্থান যে রাজ্য সেখানে কোনদিন যান নি বা সেখানের এখনকার অবস্থার খোঁজ রাখেন না।

    অক্ষ দা,মৃত্যু নিয়ে হিসেব নিকেশ নাই বা করলে।তোমার দেওয়া তথ্য গুলোতেও আমিও যদি এক ই কথা বলি ?
    সেই পোস্টার ছিলো বইমেলাতে কয়েকটা স্টলে। অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে তাই পোস্টার ছিলো ভালো কথা। কিন্তু এবার আমি তাদের পোস্টারে সেই বাচ্চাটির পাশেই মাওবাদীদের হাতে খুন হওয়া এই বাচ্চাটির ও ছবি থাকার প্রত্যাশা করি। কিন্তু জানি সেই ছবি লাগানো হবে না কারন তারা ভাবাদর্শগত কারণে মৃত্যু নিয়েও দ্বিচারিতা করে। নইলে সেই "আমার বাবা আর সিপিএম করবে না" লেখা গলায় ঝোলানো শিশুটির ছবি ও রাখতো। নিছক সিপিএম বা তৃণমূল বা কংগ্রেস বা বিজেপি করে বলে তাদের খুন করা হচ্ছে 'পুলিশের চর' নাম দিয়ে এতে কোন বিপ্লব সাধিত হয়? রাষ্ট্রর সঙ্গে তুলনায় গেলে তো দেখছি মাওবাদীরা তো অনেক বেশী কট্টর - সামান্য বিরোধিতা টুকুও সহ্য করতে পারে না, কোতল করে দেয়।
    বিহারের জামুই গ্রামে হুমকি দেওয়া হল যে এরপর 'রক্তের হোলি' খেলা হবে তাদের রক্ষা করার জন্যে রাষ্ট্রর কর্তব্য কি?
  • ranjan roy | 122.168.215.80 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৪431951
  • SB,
    এইডা তুমার থেইক্যা আশা করি নাই।
    সিপিএম এর ক্ষমতায় থাকার বিরোধিতা করি বইল্যা তিণোমূল এর অপোগন্ডদের নষ্টামির দায় আমার? কেন ? সিপিএম গেলে তিনো আইব বইল্যা?
    তা হইলে কেন্দ্রে ইউপিএ সরকার ফালাইতে গেল সিপিএম, কেডা আইব? বিজেপি-শিবসেনা, আর কেডা? আর তো কেউ নাই।
    প্রকাশবাবুর তৃতীয় ফ্রন্ট লইয়া তৃতীয় নেত্র খুলছে মনে হয়।
    এই যখন ব্যাপার তখন বিজেপি বা সংঘ পরিবারের-বজরং দলের-শিবসৈনিকদের অপকর্মের দায়িত্ব নিতে রাজি আছ? তা নাহইলে দিল্লি সরকার বদলাইতে চাও ক্যানে?
  • kallol | 115.184.94.54 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ০৬:০৯431953
  • যে কোন মৃত্যুই শোকের। যে কোন হত্যাই নিন্দনীয়।
    এবার এ কে একটা ছোট্ট প্রশ্ন : ভিয়েৎনামের যুদ্ধে মৃত অমেরিকান সৈন্য, দ: ভিয়েৎনাম সরকারী বাহিনীর মৃত সৈন্যদের জন্য, ইরাকে, আফগানিস্থানে যৌথ বাহিনীর ও মার্কিন বাহিনীর মৃত আমেরিকান/আফগান সৈন্যদের জন্য কে ক ফোঁটা চোখের জল ফেলেছেন (ওঁদের পরিবার ছাড়া)- জানলে খুশী হতাম।

    পুলিশ-মিলিটারী রাষ্ট্রযন্ত্রের অংশবিশেষ। এরাই রাষ্ট্রযন্ত্রের দমনের হাতিয়ার। তাই এরা সাধারণ মানুষের ঘর থেকে এলেও সাধারণ মানুষ-বর্গ থেকে বিচ্ছিন্ন।

    তাই সেদিনের মৃত ই-এফ-আরের সৈন্য বা মৃত মাওবাদী সৈন্য কারুর জন্যই আলাদা কোন বিশেষ শোক নেই।
    তবে প্রথমেই যেটা লিখেছি : যে কোন মৃত্যুই শোকের। যে কোন হত্যাই নিন্দনীয়।

    এই হিংসার বিরুদ্ধে হিংসা দিয়ে সমস্যাকে আরও জটিল করে তোলা হবে - প্রমাণ কাশ্মীর, প্রমাণ উ:পূ:ভারত।
  • kallol | 115.184.107.145 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ০৬:১১431955
  • এবং প্রমাণ - আজকের ইরাক, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া.........
  • rokeyaa | 203.110.243.22 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৯431956
  • পুলুশ-মিলিটারি যে সাধারণ "সিভিলিয়ান'দের থেকে আলাদা, এটা তো তারা নিজেরাই স্বীকার করে, জোর গলায় বলে বেড়ায় চাদ্দিকে ইত্যাদি।
    ডি: এতদ্বারা আমি শিলদা কান্ড নিয়ে কোনো মতপ্রকাশ করি নাই।
  • SB | 114.31.249.105 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১০:১১431957
  • . ও কল্লোলদা, SFIএর ওই ইউনিট টাকে এক্সপেল করা হয়েছে সাথে সাথেই।

    পিনাকি, প্রেসিতে কি হয়েছে তা নিয়ে কিছু বলিনি, কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিণোমূলীদের অ্যাটিচিউডের কথা বলেছিলাম, এতে খুবই স্পষ্ট যে তিণোমূল রাজ্য সরকারের রুলিং পার্টি হলে তারা ৭২-৭৭ এর সন্ত্রাস ফিরিয়ে আনতে চাইবে। শুধু এই টুকুই পয়েন্ট আউট করার ইচ্ছে ছিল। এবং মনে হলো কল্লোলদাও আমার মতনই ভাবছে। তুমি অন্যরকম কিছু ভাবছো কি?

    রঞ্জনদা, আমি আপনাকে বা কল্লোলদা কে তিণোমূলী বলিনি। পোস্টটা পড়ে দেখুন আরেকবার :-)

    শুধু পরিবর্তনের পরে কি হতে চলেছে, সে সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলাম।
  • kallol | 124.124.93.202 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৫431959
  • এটা নিয়ে আমার কোন সন্দেহই নেই যে তৃণমূল যদি একক ক্ষমতায় রাজ্যে আসে, তবে সিপিএম প্যাঁদানো শুরু হয়ে যাবে। নাম দেবে গণরোষ - যা অর্ধসত্য।

  • Arijit | 61.95.144.122 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৮431960
  • এলে হবে?

    যাউগ্গা - সিদিন কলতলা টিভিতে মমতা কি কইসে? কাল দুধ আনতে গিয়ে বত্তোমানের হেডিং চোখে পড়লো - কি যেন - সিপিএমের তামাক খেয়ে জোট ভাঙা হচ্ছে না কি যেন। কে খেয়েছে তামাক?
  • kallol | 124.124.93.202 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৫431962
  • সবার সুবুদ্ধি হউক।
  • PT | 203.110.246.230 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২431963
  • পুলিশ-মিলিটারি শুধুই রাষ্ট্রযন্ত্রের দমনের হাতিয়ার? এত প্রায় মৌলবাদের মত শোনাচ্ছে! বাড়িতে চুরি হলে বা ছেলেকে কেউ অপহরণ করলে কার কাছে যেতে হবে তাহলে? আর সিয়াচিনের -২০ ডিগ্রিতে যারা সীমান্ত পাহারা দিচ্ছে তারা কাকে কিভাবে দমন করছে?

    আরো একটা কথা। ভিয়েতনামের উদাহরণ দিয়ে মাওবাদী issue-টাকে ঘেঁটে দেওয়া চলবেনা। আমেরিকানরা সাত-সমুদ্র পেরিয়ে অন্য একটা দেশে মোড়োলি করতে এসে ঠ্যাঙানি খেয়েছিল। তাদের মৃত্যুর জন্য চোখের জল ফেলতে হবে কেন?
  • kallol | 124.124.93.202 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৮431964
  • তাতে সেই আমেরিকান সৈন্যটির কি দোষ? তাকে তো আদেশ মানতে হবে নাকি?
  • kallol | 124.124.93.202 | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২৮431966
  • আর পুলিশ-মিলিটারী কিভাবে মানুষের ওপর দমন নামিয়ে আনে, তা যদি আপনার না জানা থাকে, তবে, এনিয়ে আর কথা না বাড়ানো-ই ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন