এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু--৫

    Boo
    অন্যান্য | ১৩ ফেব্রুয়ারি ২০১০ | ২১৫৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫০432067
  • মাওরা ভারতীয় গণতন্ত্রের তোয়াক্কা না করে যুদ্ধ করবে। তা, রাষ্ট্রও তাদের জন্য গণতন্ত্রের ধার ধারবে না। ধরবে আর গুলি করবে তারপর এন্‌কাউন্টারের গল্প বানাবে। সিদ্ধার্থের নকশাল নিধন, ইন্দিরার খালিস্তানি নিধন, উ:পূ: ভারতে নাগা-মিজো-অহমিয়া স্বাতন্ত্রবাদী নিধন এই ছকেই চলেছে। এখন মাওবাদীদের ওপরও এই ছকই প্রয়োগ হবে।
    শুধু রাষ্ট্রের নিজের তৈরী করা আইনেই এরকম কাজকম্মো আটকায়। তাই নিয়ে মানবাধিকার সংগঠনগুলো হৈচৈ করবে - সঠিক ভাবেই করবে। বেশী হৈ চৈ করলে তাদেরও মাওবাদী বলে (বিনায়ক সেনের মতো) জেলে পুরে দেবে। বুদ্ধ / সিপিএম চাক বা না চাক এই ছকে ঘাড় কাৎ করতেই হবে। যেমন ৭১-এ রোটান্ডা মিটিংএ করেছিলো।
  • lcm | 69.236.176.155 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫১432068
  • সবই সময়... রিলেটিভিটি...

    বছরের পর বছর ধরে মাওবাদী জঙ্গীরা নৃশংস আক্রমন চালিয়ে যাচ্ছে -- অন্ধ্র, ওড়িশা, বিহার, ঝাড়খন্ড, ছত্রিশগড়...। এবং কিছুদিন হল পশ্চিমবঙ্গে। বছর দুয়েক আগে, নন্দীগ্রাম ঘটনার ঠিক পরে পরেই, মাওবাদীরা এক পুলিশ ক্যাম্পে (বাংলার বাইরে) রাতের অন্ধকারে এসে সবাইকে খুন করে আগুন লাগিয়ে দিয়ে যায়। বাঙালী বুদ্ধিজীবি দল (বাম/ডান সবাই) এগুলোকে খুব একটা পাত্তা দেন নি, দিলেও তাতে ছিল মাওবাদী-দের প্রতি একটা হালকা সহানুভুতি - দেশের ঐ সব প্রান্তে চূড়ান্ত বৈষম্য, বিজেপি/কংগ্রেস-এর ডাকাতি মার্কা রাজনীতি, এ জিনিস পশ্চিমবঙ্গে হতে পারে না... ... -- ইত্যাদি ব্যাখ্যা করেছেন। মাওবাদী-দের কঠোর হাতে দমন করা উচিত এমন কথা কেউ বললে তাকে একেবারে লুক্‌ড্‌ ডাউন আপঅন - ডান/বাম দুদিক থেকেই চেপে দেওয়া হয়েছে।

    এখন নিজেদের ন্যাজে পা পরতেই - তুই দোষী না মুই দোষী।

    এখনও সময় আছে। কেন্দ্র, (ভুক্তভোগী/অভুক্তভোগী) সমস্ত রাজ্য, মহাশ্বেতা, দেবেশ, মমতা, বুদ্ধদেব, নীতিশ, লালু, চিদাম্বরম, আদবানী -- সবাই মিলে বসে ঠিক না করলে....
  • lcm | 69.236.176.155 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪432069
  • PT,
    রাস্তায় বসে ধর্ণা == "জঙ্গী আন্দোলন"

    কি যে বলো!
  • kc | 194.126.37.5 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৭432071
  • কল্লোলদাকে 'ক'। কিন্তু এই ব্যাপারগুলো তথাকথিত মাওবাদীদের থিঙ্ক ট্যাঙ্করা বোঝেননা তাতো নয়। কেন আন্দোলনটা এই রাস্তায় যাচ্ছে এটা কিছুতেই ক্লিয়ার হচ্ছেনা। শুধু বিপথগামী বল্লে হয়না। পুরো ব্যাপারটার পেছনে কোনও একটা গ্র্যান্ড ডিজাইন আছে। শুধুমাত্র সিপিএম বিরোধিতা এর পিছনে নেই বলে মনে হচ্ছে,।
  • lcm | 69.236.176.155 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৮432072
  • সিপিএম বিরোধিতা তো শুধু পশ্চিমবঙ্গে। মাওবাদী-দের ম্যাপে পশ্চিমবঙ্গ ছোট।
  • SB | 59.93.175.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৩432073
  • অক্ষদা, কাউকে ডিফেন্ড করাটা লক্ষ্য নয়, আপনাদের পক্ষপাতিত্বটা চোখে লাগে তাই বললাম।

    কল্লোলদা, কাদের নিয়ে left unity সেটা তো লিখেছিলাম। মাওবাদীদেরও সাথে নেওয়া দরকার, অবশ্য যেই অল্পসংখ্যক নেতৃত্বের এই খুনোখুনির রাজনৈতিক লাইনের প্রবর্তক তাদের বাদ দিয়েই। ভূল লাইন থেকে তাদের সরে আসাটা দরকার। এতে কারোর লাভ হচ্ছে না। হবে না। আর আপনার কি মনে হয় বামেদের সাথে দেশের সব সাধারন খেটেখওয়া মানুষ আছে? বেশিরভাগটাই তো নেই এখনো। তাই left unity মানে শুধু কয়েকটা পার্টির ইউনিটি নয়, একটা বড় গণফ্রন্টের মতন হওয়াটাই উচিত। কংগ্রেসের নীতি আর কংগ্রেসের ভোটার এক নয়, অনেক কংগ্রেসের ভোটারই বামেদের স্বাভাবিক মিত্র। এখনো।

    পিনাকি, এই ঘেন্নাটা মাওবাদীদের খুনোখুনির লাইনের বিরুদ্ধে প্রকাশ করতে তোমার এত দ্বিধা কেন? নাকি দেড়শো জনের ওপরে গরীব সিপিএমের খুনটা জনযুদ্ধ?

    ঈশান, মাওবাদীরা বিহার ইউপি তে মালে দের ও শেষ করে দিয়েছে। যে কোন ধরনের গণ-আন্দোলন দেখলেই ওদের সেটা রিভিশনিস্ট মনে হয়, এই লাইনের প্রবক্তাদের কোন চোখে দেখা উচিত? জানাবেন। এমনকি মাওবাদীদের ঘনিষ্ঠ গণসংগঠনের ও কাতর অনুরোধের কথা লিখেছিলাম আমার লেখাতে এই লাইনের বিরুদ্ধে।
  • . | 59.93.197.162 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৬432074
  • ..কলম্বাস ... ইউরেকা ... গন্ধ বিচার ....KITPLY....

    B-)
  • . | 59.93.197.162 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৯432075
  • শেষ পোস্টটি অরিজিৎকে
  • Arijit | 61.95.144.122 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২১432077
  • গন্ধবিচার বা গোঁফচুরিতে না ঢুকে খুড়ো হয়েই থাকো না কেনে?
  • SB | 59.93.175.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২432078
  • আর এই খুনোখুনির রাজনীতি যখন হেডলাইন, সব্বাই প্রতিটা খুনের হিসেব রাখছে, তখন প্রতি ঘন্টায় কয়েকজন গরীব কৃষক বিদর্ভে বা বুন্দলখন্ডে বা অন্য কোথাও ঋনের দায়ে আতহত্যা করছে। রাষ্ট্রের হাতে খুন নয়? রাষ্ট্রনীতির কারণে জীবনবলি নয়? কেউ হিসেব রাখছে না। কারণ সেসব হেডলাইন হয়না। যথেষ্ট মুখরোচক নয়। অথবা সিপিএম বা বুদ্ধ কে গালি দেওয়ার সুযোগটা সেখানে নেই।
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৪432079
  • এসবি - পার্টি জোটের বাইরে জোট? ভারতে এটা হওয়া বেশ কঠিন, বা, কঠিন কেন? অসম্ভব। এখানে পার্টির বাইরে কেউ কিছু ভাবে না।
    INTUC, AITUC, CITU এবং অন্যান্য বাম-সেকুলার ট্রেড ইউনিয়ান আর কৃষক সংগঠনগুলোর জোট ভাবা সম্ভব? কি মনে হয় তোমার?
    এটুকু হলেই অনেকদূর যাওয়া যায়।
    এরা মিলে যদি রাস্তায় নামে শুধু দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে তাহলেই কামাল হয়ে যাবে। সম্ভব কি? আমার মনে হয় না।
    কারন এরা এখনো হরাইজেন্টাল সংগঠন বোঝে না। এদের কাছে পিরামিড সংগঠনই ""সংগঠন""। সেই নেতৃত্ব, সেই স্টিরারিং কমিটি - সেই তুই-মুই।
    এটা একমাত্র পারে এনজিওরা।
    ইউরোপ-আমেরিকা জুড়ে বিশ্বায়ন বিরোধী আন্দোলনে চোখ রাখুন।
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৭432080
  • এসবি - তোমার থেকে এটা আশা করিনি। কৃষক আত্মহত্যা নিয়ে গুরুতেই প্রচুর লেখা বার হয়েছে। যতদূর মনে পড়ে রঞ্জন শুরু করেছিলো।
  • SB | 59.93.175.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৮432081
  • কল্লোলদা, কিছু কিছু কাজ একসাথে হচ্ছে না তা নয়। কিন্তু আপনার সাথে একমত, খুব কঠিন। সেই জন্যেই তো লিখলাম খেঠেখুঠে, এবারে কজন এই নিয়ে একমত হয় দেখা যাক, খুনের রাজনীতি যেভাবে সবার অ্যাটেনশন কেড়ে নিয়েছে, তাতে এইসব নিয়ে কারোর মাথাব্যাথা হবে না এটাই যদি স্বাভাবিক।
  • Arijit | 61.95.144.122 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯432082
  • কল্লোলদা - আইডিয়োলজি ব্যাপারটা এখন খুবই ঝাপসা জিনিস, পুরোটাই অঙ্ক। আইডিয়োলজি নিয়ে ভাবে ছাপোষা কয়েকটা আইসোলেটেড লোক।

    এরম অনেক কোশ্চেন আমারও আছে - সেগুলো নিয়ে কথা বল্লে PIWB হতে হয় না। যেমন ধরেন হুইপ - এই জিনিসটা আমি শুধু ভারতেই দেখেছি/শুনেছি। সব পার্টির হুইপ থাকে, তার বাইরে পার্লিমেন্টে বা এসেমব্লিতে কেউ ভোট দিতে পারে না। অথচ হুইপ ছিলো না বলেই বিলেতে টোনি ব্লেয়ারের যুদ্ধুযাত্রার বিরুদ্ধে লেবার ব্যাকবেঞ্চারদের বিদ্রোহ হয়েছিলো - রবিন কুক রিজাইন করেন - পুরো ঘোটালাটা নিয়ে বেশ হইচই হয়েছিলো, এখনও চলছে।
  • SB | 59.93.175.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩২432083
  • রঞ্জনদার লেখা চোখে পড়ে নি, খুব একটা বেশি নজর রাখতে পারি না এই পাতায়, ক্ষমাপ্রার্থি। তবে কথাটা অবশ্যই রঞ্জনদার বা আপনার উদ্দেশ্যে বলিনি।
  • pinaki | 67.43.241.179 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৪432084
  • মাওবাদীদের খুনোখুনির রাজনীতির প্রতি যে মনোভাবটা আসে - সেটা বিরক্তি। কখনো কখনো রাগও হয়। কিছুটা হতাশাও। কিন্তু কখনই 'ঘেন্না' নয়। ঘেন্না সেইসব দলকে দেখলেই আসে যাদের উঠতে বসতে দ্বিচারিতা করতে হয়। ক্ষমতার স্বার্থে।

    মানে পাতি বংলায় মাওবাদীদের খিস্তি দিতে হলে পাঁঠা বলব। আর সিপিএমকে বলব পাঁঠাচোদা। এটুকু তফাৎ তো করি বটেই। :-)
  • pinaki | 67.43.241.179 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৮432085
  • সরি, এট্টু র হয়ে গেল। :-)
  • PT | 203.110.246.230 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৫432086
  • সেই ঘুরে ফিরে সিপিএম-কে গাল-যেন গোটা ভারতের আদিবাসীদের সমস্যা সিপিএমে-র সৃষ্টি করা!!

    লসাগুকে:
    আমি যেটা ভাবছি সেটা হল দিল্লী-সহ অন্য সব মাওবাদী অধ্যুষিত রাজ্যের রাজধানী গুলোতে একই সঙ্গে শহর পিছু হাজার খানেক আদিবাসীকে রাস্তাতে বসিয়ে সাত দিনের জন্য ধর্ণা দেওয়া। নাকি মাওবাদিদের জনসমর্থন এতই কম যে এই হাজার দশেক আদিবাসীদের mobilise করার ক্ষমতা রাখেনা? অথবা তাদের calculation এমন কিছু যে কারণে তারা এই ধরণের ""সত্যি"" আন্দোলন করতে চায় না?
  • Arpan | 204.138.240.254 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩১432088
  • পিটি, কলিঙ্গনগরে কী হয়েছিল ভুলে গেছেন? ২০০৬ সালের ১লা জানুয়ারি?
  • lcm | 69.236.176.155 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৫432089
  • PT,
    এভাবে দাবীদাওয়া/সমস্যা/বঞ্চনা নিয়ে আন্দোলন তো একটা স্ট্যান্ডার্ড প্রসেস। দেশের বিভিন্ন প্রান্তের লোকজন একসাথে জড়ো হয়ে প্রতিবাদ - ওয়াশিংটন থেকে নিউ দিল্লী - সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে নানারকম ইস্যু নিয়ে হচ্ছে।

    এখানে দুটি কথা --
    ১) মাওবাদী-রা কি চায়? যদি সারা দেশ জুড়ে তাদের অর্গানাইজেশন থাকে, তাহলে একটা কিছু উদ্দেশ্য আছে তো। এখন যেমন অনেকে লিখেছেন, যে মাওবাদীরা ভারত দখল করে, সরকার/সংবিধান সব হঠিয়ে দিয়ে বিপ্লব ইত্যাদি করে মাওবাদ তথা সাম্যবাদ... ইত্যাদি প্রতিষ্ঠিত করতে চায়। এই ২০১০ সালে এই সমাজবাদ/সাম্যবাদ-এর ঢপের গপ্পো খাওয়া ও খাওয়ানো মুশকিল। অন্তত আমি খেতে পারছি না, সেটা আমার হজম দোষ হতে পারে।

    ২) আদিবাসী-দের বঞ্চনা, দাবীদাওয়া ইত্যাদি নিয়ে কিন্তু বিভিন্ন সমাজসেবী গোষ্ঠী/মানুষ/এনজিও বিভিন্ন সময়ে দিল্লী গিয়ে ধর্না ইত্যাদি দিয়েছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার- আদিবাসী প্রান্তিক মানুষদের ওপর সরকারী অত্যাচার, অবিচার.... সেনাবাহিনীর অত্যাচার ইত্যাদির প্রতিবাদ করা। মাওবাদী-দের বোধহয় ঠিক এই গোষ্ঠীতে ফেলা যায় না।
  • lcm | 69.236.176.155 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৫432090
  • আউটলুক আর্টিকলে একটা কথা লিখেছিল যে মাওবাদী-দের ক®¾ট্রালে আনা কোনো ব্যাপার না - রাজ্য/কেন্দ্র সরকার চাইলে করতেই পারে। যেটা বিপজ্জনক সেটা হল, মাওবাদীরা কিছু প্রান্তিক আদিবাসী মানুষদের সাপোর্ট পাচ্ছে। এবং এই সাপোর্ট পুরোটাই বন্দুক নিয়ে ভয় দেখিয়ে নয়। স্বাধীনতার ৬০ বছর পরেও কিছু মানুষ প্রশাসন-এর থেকেও মাওবাদী-দের ওপর বেশী বেশী ভরসা করছে বা করতে বাধ্য হচ্ছে। সিস্টেমে কোথায় একটা বড় ফাঁক রয়েছে। যেখান দিয়ে মাওবাদীরা ঢুকে পড়ছে। মাওবাদী না হলে অন্য কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ঢুকে পড়বে। ফাঁকটা বিপজ্জনক।
    এটা একটা গ্রেভ কনসার্ন যেটাকে ইগনোর করা হয়েছে। এটার সমাধান না করতে পারলে মুশকিল।
  • PT | 203.110.246.230 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৩432091
  • নন্দীগ্রামের ১৪ জনের হত্যার ঘটনা যদি মহাশ্বেতা-ব্রাত্য-শাঁওলিরা এখনও গতকালের ঘটনার মত করে জিইয়ে রাখতে পারেন তাহলে কলিঙ্গনগরের ঘটনা হিমঘরে চলে গেল কেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাওবাদীরাই বা কতজন বিজেডি/বিজেপির কর্মী-নেতাদের হত্যা করেছে?
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৬432092
  • ঐ গণতান্ত্রিক উপায়ে অনেকেই প্রতিবাদ করেছে - আজ থেকে নয়, অন্তত: ২৫/৩০ বছর ধরে চলছে।
    ১) মরিচঝাঁপি - তারা আর যাই হোক বোমা বন্দুক নিয়ে আসে নি। তারা কি পেলো - লাঠি গুলি।
    ২) নর্মদা বাঁচাও - এরাও বোমা বন্দুকে বিশ্বাস করে না। কি পাচ্ছে - আগে একটা পোস্টে গুরুরই লিংক দেওয়া আছে। মনে রাখবেন ওটা কয়েক হাজার ঘটনার একটা মাত্র।
    ৩) গুরগাঁওতে শ্রমিক বিক্ষোভ - বোমা বন্দুক নেয় নি, তবে লাঠি পেটা করেছিলো। কি হলো তাদের পরিনতি? মাথা নীচু করে, মালিকের সব শর্ত মেনে কারখানায় ফেরৎ যাওয়া - নেতৃত্বকে কারখানার বাইরে রেখে। পুলিশের গুলিতে মারাও গেছেন কয়েকজন।

    তার মনে এই নয় যে বন্দুক ছাড়া রাস্তা নেই। লড়াইয়ের কার্যকরী নতুন কায়দা খুঁজতে হবে।

  • . | 125.18.104.1 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১১432093
  • রঞ্জনদা, প্রশ্নটা আছে 18 Feb 2010 -- 12:26 AM পোস্টে।

    পিনাকীর উপমাগুলো বুঝতে পেরেছি। মাওবাদীরা হল ছোটোবেলায় একসাথে বেড়ে ওঠা অনেক আদরের অথচ বড় হয়ে বখে যাওয়া সমাজবিরোধী ভাই (দ্র: দীওয়ার)। সিপিএম হল দুই পুরুষ আগে জ্ঞাতি ভাইদের সম্পত্তি নিয়ে ভাগাভাগির ঝগড়ায় বাড়ির মধ্যে দেওয়াল উঠিয়ে দেওয়া জাতশত্রু দুরাচারী জেঠু (দ্র: কিউ এস কিউ টি)। :-P
  • Arijit | 61.95.144.122 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৮432094
  • কে বলে বলিউডি সিনিমার সামাজিক ইয়ে নাই? ;-)
  • saikat | 202.54.74.119 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২০432095
  • ওহ্‌হ, দ্বিতীয় প্যারাটা পড়ে মনে হয় সিনিমা দেখছি -

    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=123734
  • Arijit | 61.95.144.122 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৪432096
  • প্রথম যখন যৌথবাহিনীর অপারেশন শুরু হল তখন টিভি রিপোর্টিং দেখেছ? ঋতব্রত না অর্ণব কোনটে এখন মনে নাই - একখান বুলেটপ্রুফ ভেস্ট পরে দুটি রোগাপাতলা পুলিশের সঙ্গে একটা ঢিপির কাছে শুয়ে ফিস ফিস করে কমেন্টারি দিচ্ছে - "সামনে ঘন জঙ্গল, তার মধ্যে থেকে ক্ষণে ক্ষণে গুলির আওয়াজ, এদিক থেকে জবাব দিচ্ছে যৌথবাহিনী' (সামনে কিছু ঝোপঝাড় বই আর কিছু চোখে পড়লো না, দূরে অল্প কিছু গাছ)...
  • PT | 203.110.246.230 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৯432097
  • মরিচঝাঁপি:
    আগে অনেকবার লিখেছি, আবার লিখছি। সরকারের বিরুদ্ধে আন্দোলন বিরোধীরা করে। এই ব্যাপারে বিরোধীরা কি করেছিল? অর্থাৎ আমার ধারণা এই যে বিরোধীরাও চায় নি যে মরিচঝাঁপি ছেড়ে লোকজন এদিকে আসুক। তাই ঐ আন্দোলন দানা বাঁধেনি।

    নর্মদা বাঁচাও:
    সব রাজনৈতিক দলকে গালাগাল করে, সব রাজনৈতিক দলকে একই ভাবে বিচার করে, নিজের রাজনৈতিক/অর্থনৈতিক অবস্থান পরিষ্কার না করে এবং ক্ষমতার অলিন্দে না ঢোকার মত মৌলবাদে বিশ্বাসী হলে সেই নেতৃত্বের আন্দোলনের যা হওয়ার তাই হয়েছে। রাজনীতি সম্পর্কে শুচিবায়ু থাকলে মাদার টেরেসা হওয়া যায়, সমাজ বদলের স্বপ্ন না দেখানই ভাল।

    গুরগাঁও সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই।

    কিন্তু এগুলো তো খন্ড খন্ড সমস্যা। নর্মদার মানুষ মরিচঝাঁপির সমস্যা নাও বুঝতে পারে। মাওবাদীরা যা চাইছে তা সত্যি হলে সেটার প্রেক্ষাপট তো বিরাট এবং সব আদিবাসীদের মূল সমস্যা তো একই যদিও তার তীব্রতার ফারাক থাকতে পারে। তাহলে মাওবাদীরা দশ হাজার আদিবাসীদের শহরে এনে ধর্ণা দিতে পারবে না কেন? নাকি এটা তাদের ক্ষমতার বাইরে?
  • Arpan | 204.138.240.254 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫১432099
  • মরিচঝাঁপি সম্বন্ধে গাঙচিল একটি "প্রামাণ্য' বই সম্প্রতি প্রকাশ করেছে। পড়ে ফেলতে পারেন। তারপর মরিচঝাঁপি থ্রেডে নাহয় আলোচনা করা যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন