এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু--৫

    Boo
    অন্যান্য | ১৩ ফেব্রুয়ারি ২০১০ | ২১৫৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ০২ মার্চ ২০১০ ১৩:১৫432234
  • প: বঙ্গের মানবাধিকার কর্মীদের তৃণমূল নেতৃত্বের সঙ্গে মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠতা তাঁদের আসল উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের জন্ম দিয়েছে। মানবাধিকার রক্ষার জন্য সুজাত ভদ্রের তৃণমূলের মিটিংএ আদৌ উপস্থিত থাকার দরকার অছে কিনা, শাঁওলির রেলমন্ত্রকের কাছ থেকে ৫০,০০০ টাকার বেতন নেওয়ার কি প্রয়োজন এবং ব্র্যাত্যকে কেন কালিঘাটের নাম বদলে ভগৎ সিং হলে সেটাকে গলা ফাটিয়ে (টিভিতে) সমর্থন করতে হবে কেউ ব্যাখ্যা করে বোঝাতে পারেন? এর সঙ্গে মাওবাদী-মহাশ্বেতা-সুমন-সুজাত-তারানন্দ-কলকাতা টিভি এই axis-টা দেখুন। একদমই কি কোন ছক নেই? কোন রাজ্যের সরকার বদল করে আরএকটি দলকে সেই জায়গায় বসানোর কাজে সরাসরি লিপ্ত থাকলে সেইসব মানাবাধিকার কর্মীদের কোন বিশ্বাসযোগ্যতা থাকে?
  • PT | 203.110.246.230 | ০২ মার্চ ২০১০ ১৩:২৩432235
  • এবারে একটু ছেলেমানুষী তক্ক হচ্ছে:

    আপনি নিজেকে ভারতীয় বলে যতই দাবী করুন , আপনার কাছে পাসপোর্ট না থাকলে পৃথিবীর কেউ আপনাকে ভারতীয় বলে মেনে নেবে না।

    আমি এই ব্যাপারে expert নই, কিন্তু কেউ যদি, "I owe allegiance to the sovereignty, unity & integrity of India...." এই কথাটার নীচে সই করতে রাজী না থাকে তাহলে সে তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র হাতে পাওয়ার অধিকারী হয় না।
  • kallol | 124.124.93.202 | ০২ মার্চ ২০১০ ১৩:৩৬432236
  • ভারতে জন্ম/ভারতের ভোটদাতা/রেশন কার্ডধারী - এর মধ্যে যেকোন একটা দেখাতে পারলেই আপনি ভারতের নাগরিক। এর সাথে পাসপোর্টের কোন সম্পোক্কো নাই।
    পৃথিবীর কেউ মানবে কি না, অন্য ব্যাপার। ভারতে মানতে বাধ্য। অন্য দেশে, পাসপোর্টই আপনার পরিচয়।
  • Arijit | 61.95.144.122 | ০২ মার্চ ২০১০ ১৩:৪১432237
  • পোর্ট পাস কত্তে গেলে পাসপোর্ট লাগে। পোর্ট না পাস কল্লেও ভারতের নাগরিক হতে অসুবিধা নাই - রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, বার্থ সাট্টিফিকেট - সব রেকগনাইজড নাগরিকত্ব প্রমাণপত্র।
  • PT | 203.110.246.230 | ০২ মার্চ ২০১০ ১৩:৪২432238
  • @ Kallol

    আপনার প্রশ্নটা অর্থহীন। মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন যে জঙ্গলমহলে যথেষ্ট উন্নতি হয়নি। সেখানে আমার কিছু বলার আছে কি? আর বামফ্রন্টের (আমি আপনার মত সরকারের কাজকর্মের ক্ষেত্রে সিপিএমকে আলাদা করে দেখিনা) নিজস্ব গভীর ভাবনা যদি থাকত তাহলে ছবিটা তো অন্য রকম হত। তবে আপনার (বা মানবাধিকার কর্মীদের) এই প্রশ্নের যে অন্তর্নিহিত বক্তব্য--""ঐ জন্যই তো---"" সেটার সঙ্গে আমি আদৌ একমত নই।

    খুশী? পরের প্রশ্ন.....?
  • a | 208.240.243.170 | ০২ মার্চ ২০১০ ১৩:৪৪432239
  • কোথায় লেখা আছে? সংবিধান/আইপিসি র কোন ধারা উপ্‌ধারা? সেটাই তো জিগ্গেস করলুম।

    পাসপোর্ট না থাকলে নাগরিক নয় এই মহান ভাষ্য আপনার উর্বর মস্তিষ্ক ছাড়া কোথাও নেই।

    যে ভারতবর্ষে জন্মেছে, সে বাই বার্থ ভারতীয়, এর বিরুদ্ধে যে কোন আইনি প্রমাণ দেখান, মেনে নেব।
  • PT | 203.110.246.230 | ০২ মার্চ ২০১০ ১৪:০০432240
  • @ arijit and a

    কি করে জানলেন যে সব বন্দুকধারী মাওবাদীরা ভারতবর্ষে জন্মেছে?

    আবার একবার বোঝানোর চেষ্টা করি। যে মাওবাদী এই দেশটাকে (রাষ্ট্র/সংবিধান) উপড়ে ফেলার চেষ্টা করছে সে যদি "I owe allegiance to the sovereignty, unity & integrity of India...." তাহলে সে তার নিজের রাজনৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়। নাগরিকত্বের প্রমান না দিয়ে সাদা পথে রেশনকার্ড পাওয়া যায় বুঝি?

    @ Kallol
    আমাকে এতটা মূর্খ ভাববেন না। আলোচনাটা মাওবাদী প্রসঙ্গে। মাওবাদীরা কবে থেকে ভোটদাতা হয়ে ভোটার কার্ড সংগ্রহ করছে?
  • Arpan | 216.52.215.232 | ০২ মার্চ ২০১০ ১৪:০২432241
  • পিটিবাবু দেখি চিদুবাবুর এককাঠি ওপরে।

    মানবাধিকার কর্মী আর পকাবু এক কেন হবে?
  • pinaki | 131.151.102.250 | ০২ মার্চ ২০১০ ১৪:০৪432242
  • পিটির আজ পুরো শেওয়াগ ফর্মে খেলছেন। ফুল এন্টারটেনমেন্ট। :-)
  • PT | 203.110.246.230 | ০২ মার্চ ২০১০ ১৪:০৬432244
  • সুজাত ভদ্র মানবাধিকার কর্মী নন? তিনি তৃণমূলের মিটিং-এ দিদি আর কবির ভাইয়ের রাজনৈতিক কাজিয়া মেটাতে গিয়েছিলেন কেন?
  • Arpan | 216.52.215.232 | ০২ মার্চ ২০১০ ১৪:১০432245
  • সুজাত ভদ্রকে পকাবু বলুন না। কেউ আপত্তি করবে না তাতে। সুজাত ভদ্র ছাড়া আর কোন মানবাধিকার কর্মী নেই? সুজাতবাবুর রেফারেন্স বারবার আনলেই মানবাধিকার আন্দোলনের অ্যাজেন্ডা মিথ্যা হয়ে যায়?
  • lcm | 69.236.183.240 | ০২ মার্চ ২০১০ ১৪:১৬432246
  • ওহ! এখনো চলছে। পিঁপড়ের ডিম থেকে পাসপোর্ট।
    পিটি, একটু রেস্ট নিতে পারো, ৭২ ঘন্টার সিজ ফায়ার করো। তিন দিন কোনো কামান দাগা প্রশ্ন নয়।
    আর, একটু এনার্জি রাখো। এই সুজাত, শাঁওলি, ব্রাত্য, মহাশ্বেতা.... এদের পেছনে সব এনার্জি খরচা করে লাভ আছে? যারা ভোট দিয়ে সিপিএম/কংগ্রেস/তৃণমূল...দের জেতায় বা হারায়, তারা তো এদের নামও শোনেন নি।
  • PT | 203.110.246.230 | ০২ মার্চ ২০১০ ১৪:১৯432248
  • প: বঙ্গে হয়। কারণ তিনিই মানবাধিকার কর্মকান্ডের সবচাইতে পরিচিত মুখ। আর কোন মানবাধিকার কর্মি প্রকাশ্যে সুজাতর এই তৃণমুলি নিরপেক্ষতার নিন্দা করেছেন বলে আমার জানা নেই। এবং সেটা আমার সন্দেহকে আরো দৃঢ় করে যে মানবাধিকার কর্মীরা প: বঙ্গে লক্ষণরেখা পেড়িয়েছেন এবং বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।
  • nyara | 203.110.238.16 | ০২ মার্চ ২০১০ ১৪:১৯432247
  • মানবাধিকার কর্মী তৃণমূলের সভায় গেলে তাকে মানবাধিকার কর্মী বলা যাবে না কেন? সাংবাদিক সিপিয়েমের চামচেগিরি করলে তাকে সাংবাদিক বলা যাবে না?
  • PT | 203.110.246.230 | ০২ মার্চ ২০১০ ১৪:২২432249
  • এবার কেউ ন্যাড়াবাবুকে সামলান। প:বঙ্গে মানবাধিকারের যে টুকু বাকি আছে সেটার উনি গঙ্গাযাত্রার ব্যবস্থা করবেন বলে মনস্থ করেছেন।
  • lcm | 69.236.183.240 | ০২ মার্চ ২০১০ ১৪:২৪432250
  • পিটি আবার এত কষ্ট কেন। বলেই দাও না, পশ্চিমবঙ্গে যারাই সিপিএম-এর বিরোধী দিকে গেছে তারাই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এবং সেটা তো ঠিকই। সিপিএম-এর কাছে তো বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বটেই - সেটা তো স্বাভাবিক।
    এই যেমন, নন্দীগ্রাম কান্ডের পর যে অনেক মানুষ পায়ে হেঁটে মিছিল করেছিলেন - তারা সবাই বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।
  • Arpan | 216.52.215.232 | ০২ মার্চ ২০১০ ১৪:২৬432251
  • ওকে। ফেয়ার এনাফ। গভীর চক্রান্ত চলছে, চলবে। :)

    "মরিচঝাঁপি' পড়তে গিয়েও দেখলাম সেইখানে একাধিক সরকারি প্রতিবেদনে বলা হয়েছিল এত পূর্ববঙ্গীয় উদ্বাস্তু দলে দলে দণ্ডকারণ্য ছেড়ে আসছেন এর পিছনে নবগঠিত বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত কাজ করছে।

    "পূর্ববঙ্গীয় উদ্বাস্তু'কে এই সময়ে দাঁড়িয়ে "আদিবাসী' দিয়ে প্রতিস্থাপিত করতে হবে। ট্র্যাডিশন সগৌরবে চলিতেছে।
  • nyara | 203.110.238.16 | ০২ মার্চ ২০১০ ১৪:২৭432255
  • জবাব দিতে ল্যাজেগোবরে হয়ে গেলেন?

    আপনার তো আবার অন্য প্রত্যঙ্গ ... বুঝিয়ে বলি। যদি কোন মনবাধিকার কর্মী বোঝে রামের কাছে human rights better protected হবে রহিমের থেকে, আর যদি রাম-রহিমই মাত্র দুটি option, তাহলে রামের সঙ্গে তার alignment খুবই যুক্তিগ্রাহ্য।
  • Arijit | 61.95.144.122 | ০২ মার্চ ২০১০ ১৪:২৭432253
  • অ্যাই কেলো করেচে। মাওবাদী নিয়ে আমার কোনো বক্তব্যই ছিলো না (এই ক্ষেত্রে)। আমি শুধু পাসপোর্টই একমাত্র নাগরিকত্বের প্রমাণ নয় সেই সম্পর্কে দুটি কথা বলেছিলুম।
  • lcm | 69.236.183.240 | ০২ মার্চ ২০১০ ১৪:২৭432252
  • মরিচঝাঁপি-র মানুষ তো কবেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।
  • lcm | 69.236.183.240 | ০২ মার্চ ২০১০ ১৪:৩১432256
  • কিন্তু যুক্তি তো কথা নয়। কথা হল এতে করে ঐ মানবাধিকার কর্মী রহিমের বিশ্বাসযোগ্যতা হারালেন। এখানে, নো যুক্তি তক্কো।
  • kc | 194.126.37.5 | ০২ মার্চ ২০১০ ১৪:৩২432257
  • ব্যাপক জমেছে আজকে, :))
  • dipu | 61.12.12.83 | ০২ মার্চ ২০১০ ১৪:৩৪432259
  • ইন ফ্যাক্ট, লেস দ্যান সত্তর।
  • dipu | 61.12.12.83 | ০২ মার্চ ২০১০ ১৪:৩৪432258
  • আর সত্তর।
  • PT | 203.110.246.230 | ০২ মার্চ ২০১০ ১৪:৩৫432260
  • @ lcm

    আপনার কথা আমার মুখে বসাবেন না। প: বঙ্গের প্রায় ৫০% মানুষ বরাবর এই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। সরকার এতদিন ক্ষমতাতে টিকে থাকার জন্য নির্বোধ বিরোধীরা দায়ী।

    নন্দীগ্রামের হত্যার পরে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন এমন যে সমস্ত মানুষ মিছিলে হেঁটেছিলেন তাঁদেরই তো সব চাইতে বেশী দায়িত্ব ছিল সব রকমের হত্যার বিরূদ্ধে আন্দোলন গড়ে তোলা। সেটা হল কি?
  • Rajdeep | 202.79.203.59 | ০২ মার্চ ২০১০ ১৪:৩৮432263
  • এই টইয়ের কোন একটা পোষ্টে সিপিয়েমকে চার অক্ষর আর সিপিয়েমকে সমর্থন করেন বলে দু অক্ষরের খিস্তি এবং অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে চুয়াড়ির প্রতিবাদ জানালাম।
  • Arpan | 216.52.215.232 | ০২ মার্চ ২০১০ ১৪:৩৮432262
  • বিরোধীরা আর নির্বোধ নেই, পিটিদা?
  • nyara | 203.110.238.16 | ০২ মার্চ ২০১০ ১৪:৩৮432261
  • লসাগু, :))
  • lcm | 69.236.183.240 | ০২ মার্চ ২০১০ ১৪:৪১432266
  • এই সেরেছে। আবার কথা মুখ বসানো...

    কিন্তু এটা কি বললে পিটি। ৩২ বছর বামফ্রন্ট ক্ষমতায় আছে - এর জন্যে অপদার্থ বিরোধীরা দায়ী! ক্রেডিটটা বিরোধীদের দিচ্ছ। এটা কিন্তু ঠিক করছ না। বামফ্রন্ট-এর কোনো ভাল কাজ নেই বলছ? স্রেফ বিরোধীদের জন্য....

  • PT | 203.110.246.230 | ০২ মার্চ ২০১০ ১৪:৪১432264
  • ন্যাড়াবাবু, এই নিয়ে দুবার লিখলেন বলে জানাই, আমার কোন বিশেষ প্রত্যঙ্গের প্রতি আপনার বিশেষ নেক-নজরের জন্য ধন্যবাদ। কিন্তু আপনার মতানুযায়ী চললে শুধু প:বঙ্গের মানবাধিকার আন্দোলন নয়, অ্যামেনিস্টও পাট গুটিয়ে ফেলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন