এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু--৫

    Boo
    অন্যান্য | ১৩ ফেব্রুয়ারি ২০১০ | ২১৫৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১৪432100
  • মরিচঝাঁপি বা নর্মদা আন্দোলন সফল হলো কেন না, সে নিয়ে দ্বিমত আছে। কিন্তু আমি যেটা বলতে চাইলাম সেটা এড়িয়ে গেলেন।
    শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলন লাঠি-গুলি দিয়ে বারবার দমিয়ে দিয়ে, আদালতও সরকারের পক্ষে গেলে আর কী করার থাকে, সেটা নিয়ে ভাবতে। আন্দোলনের নতুন কোন ফর্ম - যা দিয়ে শাসকদের কানে জল ঢোকানো যায়।
  • pinaki | 67.43.241.179 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৮432101
  • আজকালের রিপোর্টিংটা দেখে একটাই লাইন মাথায় এল - রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ। মাইরি, এরা পারে। :-)
  • Arijit | 61.95.144.122 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৩432103
  • ছন্দ কেটে গেছে;-)
  • Rajdeep | 202.79.203.59 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৩432102
  • আজকাল তো আছেই ... সংহতিওয়ালারাও মাওবাদীদের হয়ে কম মোসাহেবি করে না

    দিনের শেষে ব্যালেন্স হয়ে যায় আর কি !
  • pinaki | 67.43.241.179 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৭432104
  • মাঝে মাঝে মনে হয় ভুল হোক, ঠিক হোক, অন্তত: মিথ্যে কথাগুলো বাদ দিয়ে তো বাম রাজনীতিটা করা যায়। কি এমন ক্ষতি হবে এই কথায় কথায় কাঁচা ঢপগুলো না দিলে? আগে লোকের বাম রাজনীতি করা লোকেদের সম্বন্ধে ধারণা ছিল - এই লোকগুলো ভালো, সৎ, মানুষের ভালো চায়, কিন্তু ইমপ্র্যাকটিকাল। আর এখন একদলকে দেখে পাব্লিক ভয় পায়, আর একদলের ঘোমটার নিচে খ্যামটা নাচন দেখে আড়ালে গিয়ে ঘেন্নায় থুতু ফ্যালে।
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০১432105
  • মাওবাদীরা দরকার হলে তাও করে। জনগনের কমিটি তো তাই করছিলো।
  • SB | 114.31.249.105 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৩432106
  • পিনাকি, নকুদের সম্পর্কেও eggঝ্যাক্টলি একই মনোভাব মাকুদের। ডিট্টো!

    নকুরা শুধুই দ্বিচারিতা করে বা ঢপ দেয়না, তারা ডাইরেক্টলি মমতার সাথে কলাবরেট করে, যিনি কিনা আবার কেন্দ্রের শাসক শ্রেণীর ক্যাবিনেট মন্ত্রী। এছারাও আছে মাওবাদীদের সম্পর্কে নরম মনোভাব, যেই মাওবাদীরা আবার বিজেপি শাসিত দুটো রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা প্রোটেক্টেড (মদতপুষ্ট কথাটা আর বললাম না)।
  • pinaki | 67.43.241.179 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১০432107
  • আরে মাওবাদীদের তেড়ে গালাগাল দাও না যত ইচ্ছে। কে বারণ করেছে? একটা রাজনীতিকে আক্রমণ করতে গেলে মিথ্যে রটাতে হবে কেন - এটাই তো মাথায় ঢোকে না। নিজের দলের ছোটোখাটো আন্দোলনকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, বা অন্য কোনও দলের আন্দোলনের লাইনের প্রতি বিরোধ থাকলে সেই আন্দোলনের পিছনে জনসমর্থন কমছে দেখানোর চেষ্টা করা - এগুলো কমবেশী সবাই করে থাকে। এগুলো অনেকাংশে সাবজেক্টিভ। তাই এইসব ছোটোখাটো ব্যাপারকে আমি ধরছিই না। কিন্তু এগুলো আর ঐ আজকালের রিপোর্টিংটার মত দিনকে রাত করে দেওয়া মিথ্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মুশকিল হল, এতে হয়তো শর্ট টার্মে কিছু গেইন হয়, কিন্তু আল্টিমেটলি সাধারণ মানুষের কাছে বামপন্থীদের সততা নিয়ে প্রশ্ন উঠে যায়। সিপিএম হোক বা মাওবাদী - তারা তো আর শুধু একটা দলকে রিপ্রেসেন্ট করে না, ব্রড সেন্সে একটা ইডিওলজিকে রিপ্রেসেন্ট করে। তাই লং টার্মে আসলে ক্ষতি হয় ইডিওলজিটার। যেমন এই যে মাওবাদীরা নির্বিচারে খুন করছে, হয়তো ওদের শর্ট টার্মে গেইন হচ্ছে, কিন্তু লং রানে আসলে মানুষের মনে বামপন্থীদের গণতন্ত্রবোধ নিয়ে সংশয়ের জন্ম দিয়ে দিচ্ছে। তাতে লাভ হচ্ছে কি কিছু?
  • SB | 114.31.249.105 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৮432108
  • আজকালের রিপোর্টিং নিয়ে কমেন্ট করার কিছু নেই আলাদা করে। এটা পড়েছো: http://beta.thehindu.com/opinion/lead/article108458.ece?homepage=true না পড়ে থাকলে পড়ে নিও। মিডিয়া কে যত খুশি গালি দাও। আজকাল অসিত টুডুর কথা কে হেডলাইন করবে কিনা সেটা তাদের ব্যপার, তবে অন্য কেউ অসিত টুডুর কথাটাই বেদবাক্য ধরে নেবে কিনা সেটাও তাদের ব্যপার।

    তার সাথে তোমার লাস্ট পোস্টের গালিটার কোন সম্পোক্ক নেই।

    আরেকটা ভুল তুমি বা তোমরা অনেকেই করে থাকো, বামফ্রন্ট সরকার ইস নট একুয়াল টু সিপিএম। আবার সিপিএম এর কিছু নেতৃত্বই শুধু সিপিএম নয়। যেমন নক্সাল মানে কিষেনজী নন। আর মাওবাদী মানেই কিষেনজীর লাইন নয়।
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২১432111
  • এসবি - একটা কথা বলি। নকসাল বলে ৭৭ সালের পর আর একটা কোন বর্গ বোঝায় না।
    কানু সান্যালরা এই মাওবাদী ঝামেলা নিয়ে, সিঙ্গুর নিয়ে বামফ্রন্টের পক্ষে।
    সিপিআইএমএল লিবারেশন মমতার সঙ্গে নেই। মাওবাদীদের সঙ্গেও নেই।
    অন্য ফ্র্যাকশনগুলো এতো মাইক্রোস্কোপিক যে তাদের মতামতে কিছু আসে যায় না।
    সোজসুজি মমতার সঙ্গে গেছিলো প্রদীপ ব্যানার্জিরা (সিপিআইএমএল-সত্যনারায়ন গোষ্ঠীর একটা অংশ) আর পূর্ণেন্দু আর দোলা। ওরা যতদূর জানি শেষ পর্যন্ত, কোন সংগঠনে ছিলো না। তাও প্রদীপদারা সরে এসেছে।
    এদের মধ্যে একমাত্র কানুদারা ছাড়া কেউইই বামফ্রন্টের সাথে নেই।
  • pinaki | 67.43.241.179 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২২432112
  • উফ্‌ফ। কোন মুখে যে মমতার সাথে কোলাবরেট করা নিয়ে সিপিএম মরাল হাইগ্রাউন্ড নেয় - এটা আমার কিছুতেই মোটা মাথায় ঢোকে না। যেখানে সেই দলের নেতারা দিন রাত কংগ্রেসের গায়ে গা ঘষছে।

    আর যারা মমতার সাথে আছে, তারা পুরোপুরি তৃণমূল হয়েই আছে। সেরকম সিপিএম ছেড়ে তৃণমূল হয়ে গ্যাছে এরকম লোকের সংখ্যা গুণতে বসলে নক্সালরা ধারে কাছে ঠেক পাবে না।

    যাকগে, এই সুতোটা ম্মু আর পিটিবাবুর ছিল। তাঁদেরই ফিরিয়ে দেওয়া হোক। আমি ভিআরএস নিলাম।
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২৩432113
  • এসবি - এটা মানা গেলো না - বামফ্রন্ট সরকার not= সিপিএম। বামফ্রন্টের শরিকরাও মানে না।
  • SB | 114.31.249.105 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২৭432114
  • কল্লোলদা, আম্মো তো তাইই বল্লাম!

    পিনাকি, মিডিয়ার কথা বললে বলেই কথাটা উঠলো। সংহতি তে যেমন মমতার সমালোচনা ব্যান্ড ছিল, এখন ব্যানিং তোলা হয়েছে কিনা জানা নেই। যেই সংহতির লিং থেকেই আজকে এই সুতোতে তুমি চলে এলে আর কি, যাগ্গে, আমিও ভি আর এস নিলাম।
  • SB | 114.31.249.105 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩০432116
  • সেটাই কল্লোলদা, সিপিএমের অনেকেও মানে না। ভাবে বামফ্রন্ট সরকারই হোল গিয়ে সিপিএম। যুগে যুগে বামফ্রন্ট সরকার, দিকে দিকে বামফ্রন্ট সরকার .... ইত্যাদি, প্রভৃতি।

    আমার মতে ঠিক এই লাইনটাই ভুল।
  • pinaki | 67.43.241.179 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৩432117
  • আমার প্রশ্নটা খুব সিম্পল। আমি আশা করছি না গণশক্তি এটাকে 'পরিকল্পিত খুন' বলবে। দরকার নেই। কিন্তু যৌথ বাহিনীর ভার্সানের স্বপক্ষে পাঁচটা মিথ্যের ঝুড়ি নিয়ে ক্যাম্পেন করাটা কি একটা বামপন্থী মুখপত্রের কাজ? কি ক্ষতি হত, যদি গণশক্তি নিদেনপক্ষে আনন্দবাজারের মতও রিপোর্ট করত? জনসমর্থন কমে যেত? কি হত? এটুকুই প্রশ্ন।
  • SB | 114.31.249.105 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৪432118
  • ভিআরএস নাওনি? :)

    বললাম তো, অসিত টুডু ঠিক বলছেন না মিথ্যা বলছেন, সেটার ওপর দাঁড়িয়ে বিতর্ক করা যেতে পারে, কিন্তু মানে নেই। তুমি ধরে নিচ্ছ অসিত টুডুই সঠিক। অন্য কেউ অন্যরকম ধরছে।

    অসিত টুডু আর পুলিশ, এই দুটো ছারা আর কোন ভার্সন তো নেই আপাতত।
  • pinaki | 67.43.241.179 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৬432120
  • ডি: প্রশ্নটা কোনও ব্যক্তিবিশেষকে নয়। নৈব্যক্তিক। :-)
  • SB | 114.31.249.105 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৬432119
  • কে কোনটা ধরবে সেটার মার্ক্সবাদী তাঙ্কিÄক ব্যখ্যা করা যেতে পারে। তোমার পোচ্চুর পড়াশোনা এসব নিয়ে, ভিআরএস থেকে ফিরে এসে অলুচনা কোর।
  • SB | 114.31.249.105 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৩432122
  • পিনাকি, গণশক্তি নিয়ে বেশি বলে কাজ কী। কয়েকমাস আগে, ধরমপুরে এক রাত্রে ১৪ জন পার্টি সমর্থক ও DYFI কর্মীকে একটা ক্লাবের মধ্যে ঢুকিয়ে মাওবাদীরা পুড়িয়ে মেরে ফেললো। কয়েকজনের দেহ পাওয়া গেল, বেশিরভাগের দেহ মাওবাদীরা জঙ্গলে নিয়ে চলে গেল।

    পুলিশের ভার্সন হোল, কয়েকজন মৃত, কয়েকজন নিখোঁজ। গণশক্তির ভার্সন ও তাই ছিল পরের দিন।

    সত্যি কথাটা লিখতে পারতো না গণশক্তি? তাতে পার্টি কমরেডদের মোরাল ডাউন হয়ে যাবে বলে সত্যিটা চেপে যাওয়া কি ঠিক হোল?

    আরো আছে অনেক গল্প, অনেক ঘটনা, থাকুক সেসব!
  • kc | 194.126.37.5 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৬432123
  • সেমসাইড হচ্ছে, তাও শৈবালকে জিজ্ঞেসা করি, গণশক্তি কি তাহলে এখন পুলিশের মুখপত্র?
  • SB | 114.31.249.105 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫০432124
  • না পার্টি নেতৃত্বের মুখপত্র।

    অবশ্য ওই ঘটনার পরে মাসুম ও কোন বিবৃতি দেয়নি। সংহতির কথা তো বাদই দিলাম!
  • PT | 203.110.246.230 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৩432125
  • @ Kallol

    আমার একটা চট-জলদি উত্তর আছে। রাষ্ট্র জেনে গিয়েছে যে মানুষের ক্ষোভ এক জায়গাতে এসে জড় হচ্ছে না, খন্ড খন্ড হয়ে ছড়িয়ে আছে সারা দেশে। অর্থাৎ নর্মদার মেধা কখনই গুরগাঁওএর ইউনিয়নের নেতা দের সঙ্গে একসঙ্গে আন্দোলন করবেন না। একটু ধর্ণা-টর্ণা দিতে পারেন মাত্র। সেক্ষেত্রে যত বেশী NGO বা সুশীল সমাজ থাকে তত সুবিধে। কেননা এঁরা সকলেই ""holier than thou"" ভঙ্গিতে নিজের নিজের সাম্রাজ্য চালান। কিন্তু মাওবাদীদের তো সুবিধে ছিল যে একটা বিশাল জায়গা তাদের দখলে আর তাদের দাবীটাও মোটামুটি ভাবে এক ধরনের। তাহলে তারা কেন বিশাল জনসংখ্যাকে mobilise করছে না?
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৮432126
  • কারনটা খুব সোজা। মাওবাদীরা গণ-অন্দোলনকে তাদের কার্যক্রমের মূল চালিকা শক্তি বলে স্বীকার করে না। তাদের আন্দোলনের মূল চালিকা শক্তি সশস্ত্র গেরিলা যুদ্ধ। গণ-আন্দোলন তাদের কাছে গেরিলা যুদ্ধের প্রয়োজনে কৌশল মাত্র।
    তাই প্রয়োজন বুঝলে জনসাধারনের কমিটি গোছের সংগঠন খুলে মিটিং-মিছিল-বন্ধ-ধর্ণা-অনশন সবই করবে। কিন্তু ওদের কাছে প্রাধান্য পাবে গেরিলা যুদ্ধ।
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০১432127
  • এনজিও নিয়ে আপনার ধারনায় গলদ আছে।
    মূলত এনজিও আর অ্যানার্কিষ্টরা মিলে প্রত্যেকটি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর ডব্লিউটিওর বৈঠকে তুমুল বিক্ষোভ দেখিয়ে বৈঠক বানচাল করে দিয়েছে - সিয়াটেল - প্রাহা - জেনোয়া। সাথে কমিউনিষ্টরা, পরিবেশবাদীরা, নানান ট্রেড ইউনিয়ানও থাকে।
    প্রতিবাদের এই ধরন একদম অন্যরকম। কোন কেন্দ্রীয় সংগঠন নেই, কোন নেতা নেই, এমনকি বিক্ষোভ কিভাবে কে দেখাবে তাও তারা নিজেরাই ঠিক করে। কেউ মলোটভ ককটেল মারে, কেউ গান গায়। মার খেলে সবাই খায়। শুধু জায়গা আর দিনক্ষণ ঠিক করে দেয় ওয়ার্লড ব্যাঙ্ক আর বিবাস (বিশ্ব বাণিজ্য সংস্থা)।
  • Blank | 170.153.65.102 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৩432128
  • কিন্তু কল্লোল দা জনসাধারনের কমিটি কি তাহলে মাও বাদী দের ফ্রন্ট এন্ড?
  • kallol | 124.124.93.202 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৬432129
  • ব্লাঙ্কি - এতোটা অবুঝ হবার দরকার আছে কি? ওরা তো অস্বীকার করবেই।
  • Blank | 170.153.65.102 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩২432130
  • :-)
  • PT | 203.110.246.230 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩৯432131
  • আন্দোলন সংগঠিত নয় বলেই শক্তিধর দেশগুলো তাদের নিজেদের agenda প্রায় সবটাই নিজের মত চালিয়ে যায়। তাই মুখে রং মেখে হাজার লাফা-লাফি করেও আমেরিকার ৩০% CO2 emission কমানো যয় না। আবার বলি যে এই অসংগঠিত আন্দোলন যত অয় ততই রাষ্ট্রের পোয়াবারো।

    কিন্তু একটা প্রশ্নের উত্তর পেলাম না। কলিঙ্গনগরের ঘটনা হিমঘরে চলে গেল কেন? উড়িষ্যাতে সিপিএম সরকারে নেই বলে কি সুশীল সমাজও নেই?
  • PT | 203.110.246.230 | ২৪ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪০432133
  • *যায়
    *হয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন