এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2402:3a80:1968:c2f3:578:5634:1232:5476 | ১২ আগস্ট ২০২০ ২৩:২১452116
  • না আকা।আমার মতে,ফেজ থ্রি ট্রায়াল দেখে তারপর মার্কেটে ভ্যাকসিন ছাড়লে কয়েক মাস একস্ট্রা নষ্ট হতে পারে।পুটিন বা রাশিয়া আগে মার্কেটে ছেড়ে বৃহত্তর ট্রায়ালে যাচ্ছে। রিস্ক নিচ্ছে কিন্তু সফল হলে কয়েক মাস সময় বাঁচছে।

  • sm | 2402:3a80:1968:c2f3:578:5634:1232:5476 | ১২ আগস্ট ২০২০ ২৩:১৭452115
  • কি মুশকিল।ভ্যাকসিন এর অনুমতি তো দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য দপ্তর। এখন এটা সত্যি, পুটিন বা জিং পিং এর কথাতেই হয়তো স্বাস্থ্য দপ্তর ওঠা বসা করে।ওই দুই দেশ অটোক্র্যাট দুজন ই চালাচ্ছে।দেশের মানুষ গীনিপিগ।

    সব মানছি।কিন্তু এটা তো মানবেন আমেরিকার পাঁচমগুন পপুলেশন নিয়ে চীনের মৃত্যু সংখ্যা পাঁচ হাজার ছাড়ায় নি, আর আমেরিকার পৌনে দু লক্ষ!!

    রাশিয়া ব্রিটেন এর পঞ্চাশ গুন বড় আর লোক সংখ্যায় তিন গুণ হয়েও ব্রিটেন এর মৃত্যু সংখ্যা রাশিয়ার তিনগুণ!!

    তাহলে চীন আর রাশিয়ার জনতা কে গিনিপিগ বলি কি করে?

  • aka | 143.59.211.4 | ১২ আগস্ট ২০২০ ২৩:০৩452114
  • এসেম, এইবার বুঝেছি আপনিও আসলে ট্রায়ালের কথাই বলছেন। আমিও বলছি, উই আর ইন সেম পেজ।
  • aka | 143.59.211.4 | ১২ আগস্ট ২০২০ ২৩:০২452113
  • সেটা তো এখন অনেকটাই সত্য, পুতিনের রাজ্যে ভ্যাকসিন নিতে বাধ্য করা যেতেই পারে।
  • sm | 2402:3a80:1968:c2f3:578:5634:1232:5476 | ১২ আগস্ট ২০২০ ২৩:০১452112
  • আকা,আমার আগের পোস্ট গুলো দেখুন।ভ্যাকসিন এর এফিকেসি কম হলে কি ক্ষতি আর প্যারা ডক্সিকালি সংক্রমনতা বেড়ে গেলে কি হতে পারে, বলেছি।

    প্রথম টির ক্ষেত্রে দাওয়াই হলো ভ্যাকসিন নেবার পর ও এক ই প্রিকশনস কয়েক মাস মেনটেন করা।অর্থাৎ সোশ্যাল ডিস্ট্যানস মেনটেন করা আর মাস্ক পরা।

    দ্বিতীয় সম্ভাবনাটি ই হলো আসল চ্যালেঞ্জ। এজন্য প্রথম কয়েক মাস সতর্ক থাকতে হবে। যদিও সম্ভাবনা কম।কারণ ভ্যাকসিন এর ভেক্টর ভাইরাস টি খুব নিরীহ।আমাদের সকলেই প্রায় একসপোজ ড। যদি এমন সম্ভাবনা দেখা যায়,ভ্যাকসিন গুটিয়ে নিতে হবে।কিন্তু পরিস্থিতিটা তো দেখতে হবে।টাইম ইস ভাইটাল। এই জন্যই তো ওপেন ডিবেট জরুরী।

  • PT | 203.110.242.15 | ১২ আগস্ট ২০২০ ২২:৫৫452111
  • সত্যিই তো!
    রাশিয়ার মানুষ গিনিপিগ মাত্র। তাদের মিথ্যে বলে বা বুঝিয়ে বা আদৌ না জানিয়ে পুটুস পুটুস করে ইন্জেকশন দিয়ে দেওয়া হবে কেননা সেদেশে নিজেদের লোকেদের খুন করার রেকর্ড আছে!! কি অসাধারণ যুক্তিপূর্ণ আলোচনা।
    শুধুমাত্র ভারতে বসে কয়েক জন সেটা বুঝতে পারছে।
  • dc | 103.195.203.209 | ১২ আগস্ট ২০২০ ২২:৫০452110
  • সবচেয়ে মজার কথা হলো, পুটিন এর এই সব ডিসিশান নেওয়ার কথাই না, ডিসিশানগুলো নেওয়ার কথা ডাক্তারদের। তবে পুটিন একে সাহসী তার ওপর এথিক্স টেথিক্স এর ধার ধারেন না, কাজেই সত্যিই ওনার কোন বাধ্যবাধকতা নেই। দেশের লোক মরলো কি বাঁচলো সেসব রাশিয়ার অভ্যন্তরীন ব্যাপার কারন পুটিন তাই মনে করেন। অটোক্র্যাট কিনা!
  • sm | 2402:3a80:1968:c2f3:578:5634:1232:5476 | ১২ আগস্ট ২০২০ ২২:৪৬452109
  • ডিসি, পুতিন ভ্যাকসিন ক্যান্ডিডেট বললে আপনি খুশি হতেন??যদিও পুটিন এর কোন বাধ্যবাধকতা নেই।
    ডেটা রিলিজ করবে কি না,সেটাও রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপার।বলেই তো দিয়েছে ফেজ ওয়ান আর টু কতো জনের ওপর হয়েছে। হুএর সঙ্গে ডেটা শেয়ার করবে বলেছে। না করলেই বা কি?
    ফিলিপিন্স, ব্রেজিল্ এদের বিশ্বাস আছে,এরা রাশিয়ান ভ্যাকসিন নেবে।রাশিয়ার জনতার বিশ্বাস আছে,তাঁরা দেশের ভ্যাকসিন নেবে।
    রাশিয়া যদি এথিক্স ভেঙ্গে থাকে, চায়না ও এথিক্স ভেঙেছে।ফেজ থ্রি র আগেই সৈনিক দের দিয়েছে।বেশ করেছে,ভালো করেছে।সময় নস্ট করে নি।
    আমেরিকায় ও এথিক্স ভাঙ্গা হয়।যেমন মর্ডানা,সারা বিশ্ব জুড়ে ট্রায়াল করবেই না।
    ইওরোপে ও বেশ কিছু ঔষধ চলে,যেটা এফ ডি এ ব্যান করেছে। ভারতেও এমন ঔষধ অনেক আছে। এগুলো নতুন কিছু নয়।
    অতীতে ভ্যাকসিন এর ক্ষেত্রে অনেক নিয়ম ভাঙ্গা হতো।আমেরিকায় ভ্যাকসিনগুলো প্রায় সব বেসরকারী সংস্থা গুলো করে আর কম্পেনসেশন খুব বেশি বলে,কোম্পানীগুলো নিয়ম কানুন বেশি ফলো করার চেষ্টা করে।গোঁজামিল দেয়।
  • dc | 103.195.203.209 | ১২ আগস্ট ২০২০ ২২:৪৩452108
  • *লার্জ স্কেল
  • dc | 103.195.203.209 | ১২ আগস্ট ২০২০ ২২:৪৩452107
  • আমাদের প্রধানসেবক কাছাকাছি কিছু একটা করতে গেছিলেন, ১৫ অগাস্টে ভ্যাক্সিন রিলিজ হবে ঘোষনা হয়েছিল। কি জানি, বোধায় পুটিনের মতো অতোটা সাহস নেই বলে আনটেস্টেড ভ্যাক্সিন বাজারে চলে আসেনি, আর দেশের লোককে মিথ্যে কথা বলে লার্ক স্কেল ট্রায়ালে অংশগ্রহন করানো হয়নি। এখন ভাবছি কেন হয়নি। এথিক্স টেথিক্স ডাইলিউট করতে তো পিছপা হওয়ার কথা না!
  • সিএস | 2405:201:8803:be5f:8db5:e0e0:1df7:ff2b | ১২ আগস্ট ২০২০ ২২:৩৯452106
  • sm, অক্সফোর্ডের ভ্যাক্সিন ভারতে প্রোডাকশন তো শুরু হয়েছে, পুনাওয়ালারা করছে। কিন্তু ট্রায়াল তো শেষ হয়নি, সুতরাং জেনে শুনেই রিস্ক নিয়েছে এবং বাজারে এগিয়ে থাকারও জন্য। কিন্তু এরা বলছে না যে এটা পৃথিবীর প্রথম ভ্যাক্সিন যা তৈরী হয়ে গেছে। রাশিয়া একই জিনিস করছে কিন্তু পাবলিসিটিটা অন্যরকম। এর পেছনে যেটা আছে সেটা পুতিনচরিত্র, ওয়ার্ল্ড অর্ডার ইত্যাদি।
  • dc | 103.195.203.209 | ১২ আগস্ট ২০২০ ২২:৩৭452105
  • হ্যাঁ নিজের দেশের লোককে মিথ্যে কথা বলে, একটা আনটেস্টেড ভ্যাক্সিনকে পৃথিবীর প্রথম ভ্যাক্সিন হিসেবে চালিয়ে দিয়ে ট্রায়ালে অংশগ্রহন করানো তো সাহসী পদক্ষেপ বটেই। তবে লোককে না জানিয়ে ট্রায়ালে অংশগ্রহন করানো নতুন পদক্ষেপ না, আগে বিভিন্ন দেশে বহুবার হয়েছে। সেখান থেকেই ইন ফ্যাক্ট মেডিকাল এথিক্স তৈরি হয়েছে, ডু নো হার্ম এর মতো বেসিক রুল তৈরি হয়েছে। এই বেসিক এথিক্স ভাঙতে সাহস লাগে অবশ্য।
  • aka | 143.59.211.4 | ১২ আগস্ট ২০২০ ২২:৩২452104
  • এসএম সব ট্রায়াল ফেজ থ্রিতে পৌছবে না। আপাতত গোটা তিনেক পৌছেছে ইউকের টা আর চায়নার্টা তাদের অন্যতম।
  • aka | 143.59.211.4 | ১২ আগস্ট ২০২০ ২২:৩০452103
  • এসেমের কথাটা ঠিক নয়।

    তিনটে সিনারিওঃ

    ১) ভ্যাকসিন ঠিকঠাক কাজ করল। আউটকাম খুব ভালো।

    ২) ভ্যাকসিন ঠিক কাজ করল না। ফলস সেন্স অফ সিকুরিটি থেকে ভাইরাস আরও ছড়িয়ে পড়ল।

    ৩) ভ্যাকসিন আসলে আরও খারাপ করল।

    ওপরের দুটো কেসেই ইকনমি এখনকার থেকেও বেশি ইমপ্যাকটেড হবে।

    তিনটে আউটকামের ইকুয়াল প্রোবাবিলিটি ধরলেও এই মিনিমালি টেস্টেড ভ্যাকসিনের ইকনমির ক্ষতি করার সম্ভাবনাই বেশি।
  • sm | 2402:3a80:1968:c2f3:578:5634:1232:5476 | ১২ আগস্ট ২০২০ ২২:৩০452102
  • সি এস, আপনি ফেজ থ্রি নিয়ে এতো চিন্তিত কেন??রাশিয়ান লোকেদের হবার কথা!

    আগের পোস্ট গুলো তে উল্লেখ করেছি।প্রায় ১৩০টি ভ্যাকসিন ট্রায়াল চলছে।ফেজ থ্রি তে মিনিমাম ২৫হাজার করে অংশ নিলে ৩০লাখ ভলান্টিয়ার বা গিনিপিগ লাগবে।

    এই ফেজ থ্রি ট্রায়াল এর রেজাল্ট জানতে মিনিমাম কয়েক মাস লাগবে।তারপর ভ্যাকসিন মার্কেটে লভ্য হবে।এই কয়েক মাস হলো ভাইটাল।কেন ভাইটাল নিশ্চয় বলে দিতে হবে না।

    রাশিয়া এটার ই বৃহত্তর ট্রায়াল শুরু করে দিচ্ছে এক্ষুনি।এতে করে কয়েক লাখ লোক ভ্যাকসিন  পেয়ে যাবে আর,দু তিন মাসের মধ্যে রেজাল্ট জানা যাবে।

    একটি নতুন এপ্রচ।সাহসী পদক্ষেপ।সারা বিশ্ব বাসী উপকৃত হবে।কয়েক মাস সময় বাঁচবে।এটাই বিরাট লাভ।

  • স্তালিনভক্ত | 2a0b:f4c2:2::1 | ১২ আগস্ট ২০২০ ২২:২৮452101
  • নিজেদের দেশের লোক খুন করায় রাশিয়ার তো রেকর্ড আছে। তারা যে কোনো ওষুধ যখন খুশি বের করবে এতে আর আশ্চর্যের কি আছে। লোকে মরলেই বা কি।
  • সিএস | 2401:4900:104a:cb6b:8db5:e0e0:1df7:ff2b | ১২ আগস্ট ২০২০ ২২:২৮452100
  • sm, আমিও আপনাকে ষাঁড় বলিনি।
  • সিএস | 2401:4900:104a:cb6b:8db5:e0e0:1df7:ff2b | ১২ আগস্ট ২০২০ ২২:২৬452099
  • আর যেসব উদাহরণ দেওয়া হচ্ছে যেমন AZT, সেই ওষুধের ব্যাপারে এত বড় বড় লেখা পাওয়া যায় যে কীভাবে কোন প্রমাণ না পেয়ে সিদ্ধান্তে আসা হয়েছিল, স্ক্যান্ডাল বলে মনে করা হত। এখন রাশিয়ার ভেতরে ঘাঁটলে হয়ত সেরকম খবর বেরোবে, কিন্তু পুতিনবাবার সে ব্যাপারে কৃপা হবে না নিশ্চয়।
  • dc | 103.195.203.209 | ১২ আগস্ট ২০২০ ২২:২৪452098
  • যারা বেসিক মেডিকাল এথিক্স ভাঙ্গার বিরুদ্ধে বললে মনে করে যে নাটক করা হচ্ছে, তাদের সত্যি কিছু বলার নেই।
  • dc | 103.195.203.209 | ১২ আগস্ট ২০২০ ২২:২২452097
  • অতিমারি বা মহামারির সময়ে phase III জাতীয় নিয়ম না মানার কথা এখন কেউ বলেনি ভ্যাক্সিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। নানা দেশে ফেজ ৩ নিয়ম মেনেই ভ্যাক্সিন ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে।

    পুটিন দুটো ক্ষেত্রে এথিক্স ভেঙ্গেছে। প্রথম, ডিক্লেয়ার করে দিয়েছে যে এটা পৃথিবীর প্রথম ভ্যাক্সিন, যেখানে এটা ভ্যাক্সিন ক্যান্ডিডেট মাত্র। এটার সেফটি আর এফিকেসির সংক্রান্ত ডেটার পিয়ার রিভিউএর প্রসেস শুরু করতে দেয়নি, ডেটা রিলিজই করেনি।

    দ্বিতীয়, এই ফলস প্রেমিসের ওপর ভিত্তি করে নিজের দেশের লোকের ওপর পরীক্ষা করতে উদ্যত হয়েছে। দেশের লোক জানবে ভ্যাক্সিন নিচ্ছে, এদিকে এটা যে ফেজ ৩ ট্রায়াল সেটা জানবে না। ঠিকমতো না জেনে একটা মেডিকাল এক্সপেরিমেন্টে অংশ নেবে। যা কিনা মেডিকেল এথিক্সের একেবারে বেসিক পার্ট। অবশ্য মেডিকাল এথিক্স তো ডাইলিউট করাই যায়।

    এই বেসিক কথাগুলো আড়াল করার জন্য, একটা পরিষ্কার আনএথিকাল কাজকে সমর্থন করার জন্য এতো যে এঁড়ে তক্কো চলছে, তাতে সত্যিই মনে হয় কভিড মানুষের বোধ বুদ্ধি কেড়ে নিচ্ছে।
  • sm | 2402:3a80:1968:c2f3:578:5634:1232:5476 | ১২ আগস্ট ২০২০ ২২:২০452096
  • আমি কাউকে এঁড়ে বলিনি।আর কোন প্রভকেশন ছাড়া কাঁচা খিস্তি দেওয়ার রেওয়াজ গুরুতে নতুন কিছু নয়।উত্তেজনার বশে বা মতের অমিল হলে লোকজন এসব করেই থাকে।কারণ নিজের ভুল বুঝতে পারা লোকের সংখ্যা কম,সেটা স্বীকার করার সংখ্যা নগণ্য।

    সে যাক,আপনি বরং বুঝিয়ে বলুন রাশিয়ার কার্যকলাপ এ কি অসঙ্গতি আছে?কেনই বা কিছু লোক এতো ক্ষিপ্ত??

  • সিএস | 2405:201:8803:be5f:2dff:e201:4ebd:a4fc | ১২ আগস্ট ২০২০ ২২:১৮452095
  • sm, সেটাই তো বলা হচ্ছে যে রাশিয়া আসলে ফেজ-্থ্রী করবে কিন্তু তার আগেই ভ্যাক্সিন তৈরী হয়ে গেছে বলে পাবলিসিটি করছে, ভদ্রভাষায় যাকে বলা হচ্ছে যে পুতিন ঢপ মারছে।
  • সিএস | 2405:201:8803:be5f:6153:69bd:cca9:e564 | ১২ আগস্ট ২০২০ ২২:১২452094
  • sm, এঁড়ে লিখলে তো ষাঁড় শুনতে হবে। আরো খারাপও শুনতে হতে পারে। এতে অবাক হবেন না, নিছক পার্সোনাল অ্যাটাক বলেও ভাববেন না।
  • sm | 2402:3a80:1968:c2f3:578:5634:1232:5476 | ১২ আগস্ট ২০২০ ২২:১২452093
  • সি এস,আপনাকে জিজ্ঞাসা করছি। সত্যিই রাশিয়া তো কোন দেশ কে ভ্যাকসিন নিতে জোর করে নি।

    চায়নাও যদি ফেজ থ্রি ট্রায়াল এর আগে সৈনিক দের ভ্যাকসিন দিয়ে থাকে,তাতেই বা অন্যান্য বিশ্বের লোকজনের এতো চিন্তার কি আছে? চায়না এখানে এথিক্স ভেঙেছে। এপ্রপ্রিয়েট ভেবেছে তাই ভেঙেছে।বরঞ্চ রাশিয়া আর চায়নার ভ্যাকসিন প্রোগ্রাম সফল হলে,বিশ্ব বাসীর উপকার হবে।

    বেসিক্যালি রাশিয়া ঘুরিয়ে একটা বৃহত্তর ফেজ থ্রি ট্রায়ালে ঢুকছে। এক্ষেত্রে পুল টা বড় হবে।আর এফেকেসি জলদি জানা যাবে। নতুন ধরনের চিন্তা।অবশ্যই পরিবর্তিত পরিস্থিতিতে।

  • PT | 203.110.242.15 | ১২ আগস্ট ২০২০ ২২:০৯452092
  • না সে রকম কোন যুক্তি দেওয়া হচ্ছে না।
    বলা হচ্ছে যে অতিমারি বা মহামারির সময়ে phase III জাতীয় নিয়ম না মেনেও ওষুধের ব্যবহারের অনুমতি অতীতে দেওয়া হয়েছে। specific উদাও দেওয়া হয়েছে। কাজেই phase III ট্রায়াল না করে রাশিয়াতে এই ভ্যাকসিনের ব্যবহার কোন নতুন উদা নয়।
    এটাকে নিয়ে এত নাটক করার কিছু নেই।
  • sm | 2402:3a80:1968:c2f3:578:5634:1232:5476 | ১২ আগস্ট ২০২০ ২২:০৪452091
  • এই দ্যাখো,আবার শুরু হলো পার্সোনাল এটাক। কভিড মানুষের বোধ বুদ্ধি কেড়ে নিচ্ছে,এটা পরিষ্কার। এই মহামারীর অভিঘাত প্রচণ্ড।শারীরিক,আর্থিক,মানসিক,সব দিক থেকে সাধারণ মানুষ আক্রান্ত।মৃত্যুর হিসাব দিয়ে এর তুলনা হয় না।

    এসব সিচুয়েশন এ ফেজ থ্রি ট্রায়াল কমপ্লিট হবার পর,ডেটা দেখে শুনে বুঝে ভ্যাকসিন নেবো;এটা কি রকম বুদ্ধি বিভ্রম বলে মনে হয়। কয়েক মাস অপেক্ষা করার বিলাসিতা,পরিস্থিতি নিদারুণ করে তুলতে পারে।

    রাশিয়া কেন বাজারে ভ্যাকসিন ছাড়লো।চায়না কেন ফেজ থ্রির আগেই ঝাঁপি খুললো। এসব করে তেড়ে যাওয়া দেখে  সত্যিই অবাক লাগে!! রাশিয়া খুব ভালো কাজ করেছে। এফ ডি এর মৌরসি পাটটায় ঢিল টা তাগ করেই ছুঁড়েছে।

  • সিএস | 2405:201:8803:be5f:6d44:fb5f:fc12:6560 | ১২ আগস্ট ২০২০ ২১:৫৩452090
  • শেষে ষাঁড়ের মত যুক্তি আসছে রাশিয়া করেছে, অন্যদের কী ? এ কথারও নাকি পাল্টা যুক্তি বুঝিয়ে দিতে হবে।
  • সিএস | 2405:201:8803:be5f:6d44:fb5f:fc12:6560 | ১২ আগস্ট ২০২০ ২১:৪৯452089
  • হুঁ, ষাঁড়ের মত তক্ক করার লোক তো চেনাই যায়। নিজের সুবিধে মত যখন দরকার লিংক পড়বে আর হু-এর নামে নিজের কথা ঢোকানোর জন্য দুটি লাইন তুলবেন।
  • dc | 103.195.203.209 | ১২ আগস্ট ২০২০ ২১:৪৭452088
  • একজন সো কলড এক্ষ চালাকি করে ধরা পড়েও পুরনো কায়দায় নির্লজ্জ এঁড়ে তক্কো চালিয়ে যাচ্ছে।
  • dc | 103.195.203.209 | ১২ আগস্ট ২০২০ ২১:৪৬452087
  • হ্যাঁ এথিক্স তো ডাইলিউট করতেই হবে। এথিক্স ফেথিক্স যতো ফালতু ব্যপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত