এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৯:০০454313
  • আগের কত লোক আসেন না আজকাল। কেউ কেউ হঠাৎ দেখা দেন, যেমন অভ্যু দিলেন। সেইরকম আরও কেউ কেউ যদি ফিরে আসেন দীর্ঘদিন পরে, ভালো হয়। ঃ-)
  • অরিন | 161.65.237.26 | ৩১ আগস্ট ২০২০ ০৮:৩৫454312
  • অভ্যুর পেন নিয়ে টই পড়তে গিয়ে ব্যাঙের কথা মনে হচ্ছিল। তিনি কোথায়? অন্য অবতার রূপ ধারণ করে কমেন্ট করছেন?

  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৮:১২454311
  • আজ যদি ব্যাং দি এখানে থাকতেন, স্ট্যাচু নদীতে ফেলে নদী নষ্ট করায় খুব রেগে যেতেন। স্ট্যাচু মিউজিয়ামে নিয়ে রেখে দেওয়াই ভালো।
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৮:০৯454310
  • ডিসি,
    লিসাও উঠবে স্পেসে। অতি চমৎকার চমৎকার সব জিনিস পাওয়া যাবে।
  • dc | 103.195.203.98 | ৩১ আগস্ট ২০২০ ০৮:০৩454309
  • অমিত, ঠিক আছে ঃ-)
  • স্যাম সিং | 45.154.255.70 | ৩১ আগস্ট ২০২০ ০৮:০২454308
  • আমার পকেটে একটা গ্যালাক্সি, ড্রয়ারে আরেকটা :)

  • dc | 103.195.203.98 | ৩১ আগস্ট ২০২০ ০৮:০২454307
  • Atoz, একবিংশ শতাব্দীর প্রথম অর্ধ অ্যাস্ট্রোনমির স্বর্ণযুগ হতে চলেছে। শুধু জেমস ওয়েব টেলিসকোপ না, স্কোয়্যার কিলোমিটার অ্যারে কাজ করতে শুরু করবে, এছাড়াও বেশ কিছু দেশে টেলিস্কোপ বসানো হচ্ছে। চীনের স্কাই আই ও অপারেশনাল হয়ে গেছে। ওদিকে লাইগো তো আছেই, আশা করি লাইগো-ইন্ডিয়ার কাজও শুরু হবে। ইউনিভার্সের যতো গুপ্ত রহ্স্য ধরা পড়তে শুরু করবে।
  • Amit | 203.0.3.2 | ৩১ আগস্ট ২০২০ ০৮:০১454306
  • আরে ডিসি, রেগে যাবেন না. জাস্ট মুড টা লাইট করার জন্যেই একটু ঠাট্টা মসকরা করছিলাম. আপনার পছন্দ না হলে আর করছিনা. লেটস ফরগেট.
  • Amit | 203.0.3.2 | ৩১ আগস্ট ২০২০ ০৭:৫৯454305
  • ইয়ে অরিন, বিশ্লেষন তো অতি অবশ্যি দরকার 100-%, সময় আর প্রেক্ষিত বদলে বদলে যায়, অনেক ঐতিহাসিক ক্যারেক্টার ই কাঁচির তলায় আসেন এবং আসাই উচিত. আমার পয়েন্ট টা ছিল যারা নিজেরা ইতিহাস লিখছেন বা এনালাইসিস করছেন নানা রেফারেন্স ঘেটে , তাদের নিজেদের ই নিজের লেখার কনক্লুশন টানা টা দরকারি নয়. কিছুটা পাঠকের ওপর ছাড়াও উচিত, আবার পাঠক কোন কোন রেফারেন্স পড়বেন বা ছাড়বেন, সেটাও বলে দেওয়া টা জরুরি নয়. তথ্যটা সামনে দেওয়াটাই মেন্ অবজেক্টিভ হওয়া উচিত.

    এই যেমন ধরেন, BLM প্রোটেস্ট এর সময় ব্রিস্টল, UK তে স্লেভ ট্রেডার এডওয়ার্ড কোলস্টোন এর স্ট্যাচু নদীতে ফেলা হলো. এতদিন কিন্তু সে লোকাল পপুলেশন এর কাছে হিরো ছিল. সে স্লেভ ট্রেডিং করে করে বিশাল পয়সা কামিয়েছে, কিন্তু লোকাল লোকেদের জন্যেও কিছু কাজ করেছিল, সেই সূত্রে সে লোকাল মেসিয়া হয়ে উঠেছিল. তো এতদিন স্লেভ ট্রেডিং এর ডার্টি হিস্ট্রি বা তাতে তার আক্টিভ রোলটা সবার সামনে এভাবে উঠে আসেনি বা জানা থাকলেও বুঝেই চাপা দেওয়া ছিল. BLM প্রোটেস্ট এর সূত্রে লোকে তার ডার্ক সাইড টা ভালোভাবে দেখার সুযোগ পেলো আর তার মূর্তিকে নদীতে ফেলে রাগ মেটাল.

    আবার ধরেন এই রিসেন্ট কোজিকোড়ে এয়ার ইন্ডিয়ার প্লেন এক্সিডেন্ট এর পরে পাইলট দের শহীদ বলা হলো, কিন্তু কালকে ইনভেস্টিগেশন রিপোর্টে যদি বেরিয়ে আসে যে এক্সিডেন্ট টার পেছনে মেনলি পাইলট দের ভুল সিদ্ধান্তই দায়ী ছিল, তখন কি আর তাদের শহীদ বলা যাবে ? সময়ের সাথে সাথে ইতিহাসের নানা ঘটনার এনালাইসিস, কনক্লুশন পাল্টাতেই পারে. নাথিং ইস অবসোলুট.

    আমি অবশ্য পার্সোনালি কোনো স্ট্যাচু ভাঙা গড়ার বিরুদ্ধে. স্ট্যাচু ভেঙে বা নাম বদলে ইতিহাসকে মোছা যায়না.
  • অরিন | ৩১ আগস্ট ২০২০ ০৭:৫৪454304
  • "এই এক ছায়াপথের মধ্যেই কতো রহস্য লুকিয়ে আছে, তাই না? একদিকে পেটের মধ্যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, অন্য দিকে বাইরের দিকটা আরও জোরে ঘুরছে ডার্ক ম্যাটার এর টানে। আকাশের দিকে তাকিয়েছেন কি মরেছেন"

    সত্যি কথা!

  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৭:৫২454303
  • ডিসি, এখনই এত পাওয়া যায়, ভাবুন জেমস ওয়েব টেলিস্কোপটা স্পেসে উঠলে আরও কত পাওয়া যাবে! অকল্পনীয় সব ঐশ্বর্য্য!!! কাঁটা দেয় গায়ে।
  • dc | 103.195.203.98 | ৩১ আগস্ট ২০২০ ০৭:৪৭454302
  • Atoz, সে অবশ্য ঠিক ঃ-)
  • dc | 103.195.203.98 | ৩১ আগস্ট ২০২০ ০৭:৪৬454301
  • Amit, আপনার লাস্ট পোস্টটা বেশ বিরক্তিকর লাগলো। আমি আপনাকে চিনি না, আমিও আপনিও আমাকে না। অনলাইন আড্ডায় হাসি মশকরার একটা লিমিট থাকে, সে সম্বন্ধে ধারনা না থাকলে প্লিজ এনগেজ করবেন না।
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৭:৪২454300
  • ছায়াপথ কী বলছেন মশাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি পর্যন্ত দেখা যায় বাড়ি থেকে। সবই দেখা যায়। ক্লিক করুন, হাবলের ডিপ ফিল্ড অবধি চলে আসবে। রাশি রাশি গ্যালাক্সি। কত চান?
    ঃ-)
  • Amit | 203.0.3.2 | ৩১ আগস্ট ২০২০ ০৭:৩৬454299
  • ডিসি , বাড়ি থেকে ছায়াপথ দেখা যায়না বলে দুক্ষু করবেন না প্লিজ. আপনি বড়োলোক মানুষ মশায়, কিনেই ফ্যালেন একখান বাংলো এসব জায়গায়, তারপর আরামে নিজের বাড়ির ব্যালকনি তে আরাম কেদারায় বসে সিঙ্গল মল্ট এ চুমুক দিতে দিতে ছায়াপথ দ্যাখেন আর ছবি পোস্টান যত খুশি. এসব তো আপনার কাছে তো নস্যি. আমরা নাহয় পয়সা কড়ি জোটাতে পারলে পরে কোনো একদিন আপনার বাড়িতে ঢুঁ মেরে আসবো.
  • r2h | 73.106.235.66 | ৩১ আগস্ট ২০২০ ০৭:১৯454298
  • নেতাজীকে অবশ্য মূলত আমেরিকানরা বলে। কদিন আগে টিশার্ট নিয়ে ঝামেলা হলো।

  • অরিন | ৩১ আগস্ট ২০২০ ০৭:১৬454297
  • "এক্কেবারে "জানকীর দজ্জাল ননাস" টাইপের টিভি সিরিয়ালে পরিণত হয়েছে এইসব"

    @Atoz ,@Amit, তবে আমার মনে হয় পেছন ফিরে দেখার ব্যাপারটা একেবারে অপ্রাসঙ্গিকও নয় আবার।

    কারণ এই পর্যালোচনা গুলো হয় বলেই হয়ত বর্তমান প্রজন্মে যাঁরা কাজ করেন তাঁদের কাছে এই বিশ্লেষণগুলো একেকটা চেকস ও ব্যালানসের কাজও করে। যেমন ধরুণ উইলিয়াম জোনস মহাপণ্ডিত, "বহুবিদ" বলতে পারেন, কিন্তু খুঁটিয়ে পর্যালোচনা করলে তাঁর "ভাষাবিদ" বলে যে খ্যাতি, তার একটা স্বচ্ছ মূল্যায়ণের প্রয়োজন আছে, সেটাও খেয়ালে রাখতে হয়। একই রকমভাবে অনেকের কাছে Orientalist মানেই এক ধরণের নঞঅর্থক কনোটেশন হয়, সেই একই আলোয় আলেকজাণ্ডার কানিংহ্যাম কে ফেললে তাঁর ভারতীয় উপমহাদেশে বৌদ্ধধর্মের "আবিষ্কারের" কৃতিত্ব ছোট করে দেখানোর একটা রিস্ক থেকে যায়। যেটা বলতে চাইছি, এগুলোর কোনটাই ঠিক সাদা কালোয় দেখার নয় তো! এখন না হয় গুরুচণ্ডালী কি ফেসবুকের সৌজন্যে (এর আগে নিউজগ্রুপ  ছিল) বেশ উত্তপ্ত বাদানুবাদ দেখা যায়, আমাদের অল্প বয়সে বহু ঘরোয়া আড্ডায় উত্তপ্ত পরিবেশ দেখেছি, এই ধরণের "থিম" নিয়ে। আমার বেশ মনে আছে, কলকাতায় ঘরোয়া আড্ডায় "কানুবাবু" নামে একজন প্রথিতযশা প্রাবন্ধিকের সঙ্গে অন্যান্যদের বেজায় তর্কাতর্কি চলত, :-), তিনিও "মনীষী" দের ছেড়ে দিতেন না, নানারকম বই রিপোর্টের উল্লেখ তুলে, বাড়ির এঁয়ারাও ঠিক শ্রদ্ধেয়জনেদের নামে অমন কথাবার্তা হজম করতে পারতেন না। সব মিলিয়ে তুমুল বাতবিতণ্ডা চলত।  

  • dc | 103.195.203.227 | ৩১ আগস্ট ২০২০ ০৭:১০454296
  • অরিনের দেওয়া দুটো ছবিই দুর্দান্ত। আর দ্বিতীয় ছবিতে Aoz এর অবসার্ভেশান, LMC আর SMC, চমত্কার! আমার বাড়ি থেকে ছায়াপথ দেখতে পাওয়া যায়্না, ঘুরতে গিয়ে কোথাও কোথাও দেখেছি। এই এক ছায়াপথের মধ্যেই কতো রহস্য লুকিয়ে আছে, তাই না? একদিকে পেটের মধ্যে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, অন্য দিকে বাইরের দিকটা আরও জোরে ঘুরছে ডার্ক ম্যাটার এর টানে। আকাশের দিকে তাকিয়েছেন কি মরেছেন, রহস্য এসে টেনে নিয়ে চলে যাবে ঃ-)
  • সম্বিৎ | ৩১ আগস্ট ২০২০ ০৭:০৩454295
  • "ইতিহাস একটা কনটেস্টেড স্পেস, তথ্য দিয়ে নিজের বক্তব্যর প্রতিষ্ঠা করতে হয়, সাথে ইন্টারপ্রিটেশনটাও জরুরী, লেখার সময়ে সেই সময়ে চলে যেতে হয় আর আজকের ক্যাটেগরি ঐ সময়ে ব্যবহার করা যায় না, এরকম কিছু কথা আছে। এইসব বিষয়গুলি ঘিরে অনেক ক্ষেত্রেই খামতি থেকে যাচ্ছে বলে মনে করি আর কার মনে কী ছিল, কে বদমাইশ, কার মনে প্যাঁচ, কে স্টুজ বা দালাল সেসব সিদ্ধান্তে আসা মনে হয় না ইতিহাস লেখকের কাজ। অন্তত আমি সেভাবেই দেখি, যদিও সেরকমভাবে ইতিহাস লেখা হয়েছে এবং হবেও কারণ সেসবে অ্যাজেন্ডা পূরণ হয় অথচ বিভিন্ন ফোর্স যা ঐ সময়ে ক্রিয়া করছিল সেগুলো লেখা থেকে মুছে যায়, জটিলতা মুছে যায়, বোঝা সহজ হয়ে যায়।"

    Couldn't have said it better.

  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৭:০০454294
  • হামি পড়েছি। দুটো।
    "চন্দ্রমাধবঃ যক দেবার ইতিহাস"
    "অঘোরে ঘুমিয়ে অঘোর "
    ;-)
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৬:৫৭454293
  • মির্চ মশাল্লা টাইপের এক বই বের হয়েছে আইনস্টাইনের ডাইরি নিয়ে। আর কিছু লোকে একেবারে ঝমঝমাঝম ঝম করে ঝাঁপিয়ে পড়ে একাকার। ঃ-)
  • সম্বিৎ | ৩১ আগস্ট ২০২০ ০৬:৫৭454292
  • এসব সমালোচনার কোন মানেই নেই। আগে আপনারা নিজেরা কী কী বই পড়েছেন, তার কোনগুলো টেক্সটের ভেতর, কোনগুলো বাইরে এসব রেসিডেন্ট গাঁয়ে-মানে-না (GMN from now on)-বাবুর কাছে জমা দিন। উনি সেসব বিবেচনা করে ওনার প্রটেজেকে নির্দেশ দেবেন কার সমালোচনা লেজিটিমেট, আর কার নয়। আইন মেনে চলুন।   

  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৬:৫৩454291
  • এক্কেবারে "জানকীর দজ্জাল ননাস" টাইপের টিভি সিরিয়ালে পরিণত হয়েছে এইসব।ঃ-)
  • Amit | 203.0.3.2 | ৩১ আগস্ট ২০২০ ০৬:৩৮454290
  • কাউকে এই ওয়ান ডাইমেনশনাল দেখানোর চেষ্টা টাই ভুলভাল. কোনো ঐতিহাসিক ক্যারেক্টার ই পারফেক্ট নয়, হওয়ার কোনো দরকার ও নেই, এনারা সক্কলেই নিজেদের সময়, নিজেদের সোসাইটি হোক , বা পলিটিকাল সমস্যা গুলোকে নিজেদের মতো করে এড্রেস করার চেষ্টা করেছিলেন, অনেকেই হয়তো শুরুতে কোনো এক্সট্রিম ভিউপয়েন্ট এ বিশ্বাস করেছেন, কেউ সময়ের সাথে সাথে পাল্টে গেছেন , কেউ যাননি , কেউ নিজের বিশ্বাস এর সাথে কোনো কম্প্রোমাইসে করেননি , কেউ হয়তো উল্টে হেটে হয়তো কোনো লার্জের বা স্মলের বেনিফিট এর জন্যে কোনো রামধনু জোটে সামিল হয়েছেন, বা ভেঙেছেন ইত্যাদি ইত্যাদি.

    কারোর সম্পক্কে ক্রিটিকাল এনালাইসিস হলে তাদের সমস্ত কাজ এক সাথে রেখে সেই সময়ের সমাজে বা ইতিহাসে কতটা তাদের ইমপ্যাক্ট বা ইফেক্ট - সেটা একটা নিউট্রাল ভিউপয়েন্ট থেকে করা উচিত বলে আমার মনে হয়, এনালিস্ট বা ঐতিহাসিক এর কাজ নিজে কনক্লুশন করা নয় , তথ্যগুলোকে একসাথে আন-বায়াসড হয়ে সবার সামনে তুলে ধরা, ব্যাস এটুকুই. কনক্লুশন এর দায় পাঠকের নিজের নিজের.

    এবার কারোর কোনো এক সময়ে লেখা কয়েকটা স্পেসিফিক চিঠি-পত্তর বা লেকচার তুলে ধরে এবং বাকি সব কিছু সাইড লাইন করে করে স্পেসিফিক ভাবে কাউকে রেসিস্ট, কাউকে নাজি বা কাউকে বজ্জাত বা অপদার্থ দেখানোর চেষ্টা টাও কিন্তু কারোর প্রেটার্মিনেড এজেন্ডা বা ন্যারেটিভ বলেই মনে হয়, ক্রিটিকাল এনালাইসিস নয়.
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৬:১৫454289
  • অরিন, একদম তাই। চেরি পিক করে করে যতই একদল লোক বিদ্যেসাগর বদমাশ, গান্ধী রেসিস্ট, সুভাষ নাজি---এইসব বলে যাবে, ততই চাড্ডিদের এইসব বৈদিক রিলেটিভিটি, পারদের এরোপ্লেন, হুশ করে ঘন্টার মধ্যে ঢুকে ভ্যানিশ, যোগবলে তামিলনাড়ুতে ওড়া---এইসবের বাজারও বাড়বে।
  • lcm | 99.0.80.158 | ৩১ আগস্ট ২০২০ ০৬:০৫454288
  • ২০১৬ তে হিসপানিকদের ২৬% ভোট পেয়েছিল ট্রাম্প। বলছে, যত ডেমোক্র‌্যাটরা রেসিজিম কে ক্রেডিট দেবে রিপাবলিকানদের ইলেকশন জেতার জন্য তত রিপাবলিকান-্দের জিততে সুবিধে হবে, ওটাই স্ট্র্য্যটেজি, এমনকি বলেওছে সে কথা ---
    Steve Bannon, “I want them to talk about racism every day. If the Democrats are focused on race and identity, and we go with economic nationalism, we can crush them.”
  • Amit | 203.0.3.2 | ৩১ আগস্ট ২০২০ ০৬:০৪454287
  • হ্যা, ফেবুতে আম্মো পড়েছি এটা পুরানের গল্পে. রৈবত ককুদ্মীর গল্পে স্বর্গলোকে ট্রাভেল করলে সময়ের গতি পাল্টে যায়, এরকম একখান কনসেপ্ট ছিল বটে, তিনি মেয়ের বিয়ের জন্যে নাকি ত্রিলোকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন. ব্যাটারা সেটাকেই তুলে ধরে আইনস্টাইন এর থিওরী অফ রিলেটিভিটি ও যে আসলে বৈদিক কনসেপ্ট থেকেই টোকা, এরকম কিছু প্রমানের চেষ্টায় আছে.
  • অরিন | ৩১ আগস্ট ২০২০ ০৬:০১454286
  • "অদ্ভুত অদ্ভুত স্বঘোষিত ইতিহাসবিদদের "বিশ্লেষণ" আর "বিবস্বান আর্য"দের (নামটা প্লেসহোল্ডার) ব্যাখা-বিশ্লেষণ, একইরকম লাগে। ঐ চাড্ডিদের তাজমহল তেজো মহালয়া, রাবণের চৌষট্টি বিমান, ময়ূরের ব্রহ্মচর্য, হাঁসের অক্সিজেন---সবই তুল্যমূল্য মনে হয়।"

    খুবই সঙ্গত পর্যবেক্ষণ। এসব একেক সময়ে একেক রূপ, একেক ফ্লেভার ধারণ করে। ৮০ - ৯০ এর দশকে আমি হিন্দি বলয়ের বহু হিন্দু সাধু মোহান্তদের বলতে শুনেছি তাজমহল নিয়ে আদিখ্যেতা করার, বা দেখতে যাবার কি প্রয়োজন? ও  তো একটা "কবরিস্তান" বই কিছু নয় | সেই ন্যারেটিভ যখন পরিবর্তিত হয়ে "ও আমাদের মন্দির, তেজো মহালয়া মহাদেওজির মন্দির" হয়ে যায়, তখন গন্ধটা খুব সন্দেহজনক মনে হয় বইকি! 

  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৫:৪৬454285
  • বুঝলেন অমিত, এই সব অদ্ভুত অদ্ভুত স্বঘোষিত ইতিহাসবিদদের "বিশ্লেষণ" আর "বিবস্বান আর্য"দের (নামটা প্লেসহোল্ডার) ব্যাখা-বিশ্লেষণ, একইরকম লাগে। ঐ চাড্ডিদের তাজমহল তেজো মহালয়া, রাবণের চৌষট্টি বিমান, ময়ূরের ব্রহ্মচর্য, হাঁসের অক্সিজেন---সবই তুল্যমূল্য মনে হয়। ঃ-)
    এই সেদিন ফেসবুকে এক গ্রুপে দেখলাম একজন বিশাল প্রবন্ধ লিখেছেন আমেরিকানরা ভারতীয় গ্রন্থ থেকে (গর্গ পুরাণ, মহাভারত ইত্যাদি) রেবতী-আর তার বাবা রৈবত ককুদ্মীর গল্প চুরি করে "ইন্টারস্টেলার" সিনেমা বানিয়েছে। ঃ-)
  • Amit | 203.0.3.2 | ৩১ আগস্ট ২০২০ ০৫:৪৩454284
  • ইয়েস. লেক পুকাকী ও খুব মনে আছে. আমরা একখান ক্যারাভান নিয়ে দু হপ্তাহ ধরে সাউথ আইল্যান্ড টুর করেছিলাম. প্রথমে ইস্ট কোস্ট র গ্রেয়েমউথ ধরে সব ঢুঁ মারতে মারতে এক্কেরে মিলফোর্ড সাউন্ড অব্দি নেমে তারপর ফেরার পথে লেক পুকাকি আর মাউন্ট কুক, যদিও গ্লেসিয়ার গুলোর একদম কাছে যেতে পারিনি ক্যারাভান নিয়ে, রাস্তা বেশ খাড়া. অন্য গাড়ি নিতে হয়েছিল., সেখান থেকে টেকপো, জেরাল্ডিনে হয়ে ক্রিস্টচার্চ এ ফিরে ধপাস. দুদিন ল্যাদ খেয়ে তারপর ফেরা.

    নিউ জিলান্ড এর সাউথ আইল্যান্ড অসাধারণ, অসাধারণ সিনিক, এমনি রাস্তায় গাড়ি থামিয়ে বসে বসে দেখলেই সময় কেটে যায়. আবার যাওয়ার ইচ্ছে আছে ওখানে, যদি বেঁচে থাকি আর কোরোনার ধাক্কা সামলে বর্ডারগুলো খোলে. এখন অন্য দেশ তো দূরে থাক , স্টেট্ বর্ডার টপকালেই পুলিশ ধরে গাদন দিচ্ছে.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত