এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ৩১ আগস্ট ২০২০ ০৫:৩২454282
  • "বিশাল মিল্কি ওয়ে আর ছোট্টো ছোট্টো দুই স্যাটেলাইট গ্যালাক্সি! এরাও অনেক বড়ো, তবে দূর থেকে ছোটো লাগছে।"

    একদম | হাতের কাছে এই ছবিটা চট করে পেয়ে গেলাম বলে তুলে দিলাম। এ কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, ;-)

    অমিত লেক টেকাপোর গ্লেসিয়ার গলা জলে হাঁটুজল অবধি নেমেছিলেন, ধরে নিচ্ছি ওয়েট স্যুট না পরে, :-), আপনাকে মশাই কুর্ণিশ! লেক টেকাপো খুবই সুন্দর, কিন্তু আমার ভাল লাগে লেক পুকাকী নামে আরেকটা লেক, আর তার ধার দিয়ে মাউন্ট  কুক যাবার রাস্তা, সে যে কি  উন্মনা করে দেয় কি বলব, গাড়ি চালানো দুষ্কর!

    নিচের ছবিটা দেখুন, হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছেন চারপাশে লেক আর পাহাড় নজর কেড়ে নিচ্ছে:

  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৫:২৯454281
  • অমিত,
    এক পালাগানে ছিল-
    "লাখে লাখে সৈন্য মারে কাতারে কাতার
    গণিয়া দেখিল মাত্র পঞ্চাশ হাজার।"

    ঃ-)
  • Amit | 203.0.3.2 | ৩১ আগস্ট ২০২০ ০৫:২৭454280
  • চুয়াড় মানে কি ?
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৫:২৪454279
  • দীপাঞ্জন, অথচ দেখুন মোগলেরা রাজধানী রেখেছিল দিল্লি। লখনৌ ইত্যাদি জায়্গায় বিশাল মুসলিম সংস্কৃতি জোরালো। ওদিকে মুসলিম জনসংখ্যা বেশি হবার কথা ছিল অনেক। ওসব জায়্গা ছেড়ে এতদূরে বাংলায়, যাকে মোগলেরা চুয়ারের দেশ টেশ বলত শোনা যায়(এত জায়গা থাকতে শেষে কিনা চুয়ারের দেশে যাবে?---মতিবিবিকে বলছিল তার পরিচারিকা ঃ-) ), সেইখানে বেশি হল কী করে?
  • Amit | 203.0.3.2 | ৩১ আগস্ট ২০২০ ০৫:২২454278
  • একটা জিনিস মাথায় ঢোকে না, ইতিহাস নতুন ভাবে দেখা নিশ্চয় জরুরি, সব রকম এঙ্গেল থেকে ভেরিফাইড তথ্য কালেক্ট করে ক্রিটিকাল এনালাইসিস ও দরকারি. এসব তো আর অবসোলুট সাইন্স নয়, সময়ের সাথে সাথে এনালাইসিস পাল্টাতেই পারে. কিন্তু এনালাইসিস করার নাম করে কাউকে জোর করে ছোট করাটা কি খুব জরুরি ? কারোর মনে হতেই পারে বিদ্যাসাগর যা করেছেন, হয়তো তার থেকে বেশি করা যেত. কিন্তু তার মানে কি উনি বা ওনার সময়ে যা হয়েছে, সব ভুলভাল , মানে বেসিক এপ্রোচ টাই পুরো ভুল -?

    উনি যেটুকু করে গ্যাছেন, সেটা যত কমই হোক , কেন তার ওপর ওনার মূল্যায়ন করা হবেনা ? এখনো অব্দি কিন্তু উল্টোটাই দেখা যাচ্ছে, যেন জোর করে দেখানোর চেষ্টা হচ্ছে ওনার আরো অনেক কিছু করা উচিত ছিল , কিন্ত উনি করেন নি. অতএব তিনি কোনো কম্মের নন, এই কাদা ছোড়া এপ্রোচ টাকে ইতিহাসের ক্রিটিকাল এনালাইসিস বলতে আমার ব্যক্তিগত আপত্তি আছে. এর মানে এটাও নয় যে আমার কথা তাদের শুনতে হবে , কিন্তু সেক্ষেত্রে তাদের কথাও আমার শোনার বা পড়ার আর আগ্রহ থাকছে না, সিম্পুল, আর এনারাই কেন, যে কাউকে নিয়ে খিল্লি শুরু হলেই কিন্তু মনে হয় লেখার মূল বক্তব্য হয়তো কমে আসছে , তাই এসব সাইড ট্র্যাক ডিভর্সন বাড়ছে.

    সাবিত্রী ফুলে র নাম স্কুল এ পড়তে শুনিনি, হয়তো উনি নারীশিক্ষা আরো ভালো, ভালো কাজ করেছেন. কিন্তু কাউকে বড়ো করে দেখাতে গেলে অন্য কাউকে ছোট করাটা কি খুব জরুরি ? ওনার মূল্যায়ন হোক না ঠিক করে.

    আর সেযুগের লাখে লাখে পাঠশালায় পড়া মহিলারা মনে হয় হাজারে হাজারে ডাক্তার হাজরার মতোই উড়ে গ্যালেন. ভ্যানিসড উইথ আউট এ ট্রেস.
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৫:১৪454277
  • বিশাল মিল্কি ওয়ে আর ছোট্টো ছোট্টো দুই স্যাটেলাইট গ্যালাক্সি! এরাও অনেক বড়ো, তবে দূর থেকে ছোটো লাগছে।
    আকাশটা যেন লক্ষ লক্ষ মণিমাণিক্যে খচিত!!! আহ্হ্হ্হ্হ্হ।
    অনেক ধন্যবাদ অরিন।
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৫:১১454276
  • আহ, অরিন, দু'খান স্যাটেলাইট গ্যালাক্সিও দেখা যাচ্ছে!!! এটা দক্ষিণ গোলার্ধের প্রিভিলেজ! ঃ-) LMC আর SMC, মিল্কি ওয়ের নিচেই দেখা যাচ্ছে!!! অপূর্ব!!!!
  • দীপাঞ্জন | ৩১ আগস্ট ২০২০ ০৫:০৭454275
  • "তখন এই ভীতিটা আসছে কোথা থেকে ?" - ইসলামোফোবিয়ার, বা যেকোনো মানবগোষ্ঠীর, প্রতি ব্যক্তির 'ফোবিয়া' তো শুধুই ভীতি না, ভীতি, বিদ্বেষ আর অবজ্ঞার তিনমিশেলি | মধ্য ঊনবিংশ শতাব্দীর হিন্দু বাঙালী এলিটের যবনফোবিয়ার মধ্যে বিদ্বেষ আর অবজ্ঞাই প্রবল ছিল, ভয় নয়, মনে হয় | ব্রিটিশদের অনুগ্রহে অর্থনৈতিক স্বচ্ছলতা আর প্রাক-ইসলামিক হিন্দু সভ্যতার পুনরাবিস্কারের সাথে অহংবোধে জোয়ার আসায় হাজার বছরের ভয় সাম্প্রতিকতা হারিয়ে অতীতের বৈরিতার স্মৃতি হিসেবে বিদ্বেষ পরিণত হয় | আর একই সাথে ছোট জাত ও মুসলিম হওয়ায় "এক্সটার্নাল প্রলেতারিয়েত" বাঙালী মুসলিম চাষীর প্রতি ছিল অবজ্ঞা | এই সামগ্রিক আবহাওয়া নিশ্চিত ভাবেই একটা ফ্যাক্টর ছিল, শ্রেণীগত ভাবে, যদিও ব্যক্তিবিশেষের সচেতনতা আর এই আবহাওয়ার প্রভাব এড়িয়ে যাবার চেষ্টার মধ্যে পার্থক্য থাকতেই পারে | আর মনে হয়, যদি প্রতি রাজ্যের শিক্ষানীতির এফেক্টিভনেস এর মডেল বানানো যায়, ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় মুসলিম জনসংখ্যা অনেক বেশী আর শ্রেণীবিন্যাস বেশ স্বতন্ত্র হওয়ায়, বাংলার মডেলে এই (.৫ বিদ্বেষ + .৩ অবজ্ঞা + .২ ভীতি) = "ইসলামোফোবিয়া" ফিচারের কোএফিসিয়েন্ট একটা খুব বড় ঋণাত্মক সংখ্যা |
  • Amit | 203.0.3.2 | ৩১ আগস্ট ২০২০ ০৫:০২454274
  • অরিনের ছবিটা জাস্ট অসাধারণ. আমি দু বছর আগে নিউ জিলান্ড এর লেক টেকাপো তে দুদিন ছিলাম গিয়ে. এক্কেবারে এক ছবি . অসাধারণ নাইট স্কাই ভিউ. বললে পেত্তয় যাবেন না - কোনো টেলিস্কোপ ছাড়াই পরিষ্কার খালি চোখে মিল্কি ওয়ে দেখা যায়. ওই জায়গাটা দারুন পপুলার স্কাই ওয়াচের জন্যে, একখান অব্জারভেটরি ও আছে. গাদা গাদা টুরিস্ট নিজে দের জাম্বো সব টেলিস্কোপ নিয়ে সারারাত বসে বসে তারা দেখে. আমাদের সাথে কিছু ওসব ছিলোনা বলে কয়েকজন বেশ ডেকে ডেকে তাদের যন্তরে আমাদের দেখতে দিলেন, জাস্ট অসাধারণ নাইট স্কাই.

    আর কি ঠান্ডা লেকটা, কি বলবো. গরমকালে গেছি, তাও হাটু জলে নেমেই দাঁতগুলো ঠকঠক করছিলো. আমার দৌড় হাটুতেই শেষ, আর একটু নামলে হয়তো দাঁত গুলো হাতে করে উঠে আসতে হতো.
  • S | 2405:8100:8000:5ca1::a38:27cf | ৩১ আগস্ট ২০২০ ০৪:৫৪454273
  • হ্যাঁ কান কেটে নিজেই চলে গেছিলেন।
  • lcm | 99.0.80.158 | ৩১ আগস্ট ২০২০ ০৪:৪৮454272
  • Van Gogh lived well in the hospital (asylum of Saint-Paul-de-Mausole); he was allowed more freedoms than any of the other patients. If attended, he could leave the hospital grounds; he was allowed to paint, read, and withdraw into his own room. He was even given a studio.
  • S | 2405:8100:8000:5ca1::fc:7b11 | ৩১ আগস্ট ২০২০ ০৪:২৬454271
  • ভ্যান গগের স্টারি নাইটস অ্যাসাইলামে বসে আঁকা।
  • অরিন | ৩১ আগস্ট ২০২০ ০৪:২২454270
  • আমার আবার নক্ষত্র-খচিত আকাশ বললেই ভ্যান গখের সেই অপূর্ব ছবিটার কথা মনে হয়, আর সত্যি লোকালয় থেকে একদম দূরে, কোন পাহাড়ের মাথায় সারা রাত কাটাতে পারলে সে রাতে যে তারা দেখার অদ্ভুত অভিজ্ঞতা হয়, লিখে বোঝানো যাবে না। 

    আরেকটা ছবি দেখাই। কিউইর দেশে লেক টেকাপো নামে একটা ভারি সুন্দর লেক আছে তার ধারে একটি চার্চ, সেটিকে সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশী "ফোটোগ্রাফিত" চার্চ (Church of Good Shepherd) বলে মনে করা হয়। এই চার্চটি ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই রিজার্ভের "আকাশের তলায়", :-), এবং ছোটখাট চার্চ, আহামরি কিছু নয়। কিন্তু তার চারপাশের দৃশ্যের তুলনা হয় না।   রাতের আকাশ দেখুন,

    (ফোটোগ্রাফার: Alvin Wu, Flickr URL: https://www.flickr.com/photos/awuphoto/19407724555/in/photostream/)

  • :|: | 174.254.192.229 | ৩১ আগস্ট ২০২০ ০৪:০৯454269
  • আচ্ছা, এলেবেলেবাবু, ভাবছিলুম কি, আপনি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে শুধু নামটুকুই বলেন, ভক্তের থেকে অর্জন করা শ্রীটুকু মুছে দিয়ে, অথচ বিদ্যাসাগরের ক্ষেত্রে অর্জিত উপাধিটিই বলেন ঈশ্বর নামে না উল্লেখ করে - এই ডিসক্রিমিনেশনের কি কোনও কারণ আছে?
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৪:০২454268
  • হ্যাঁ, অরিন, শহরের আলোক দূষণের জন্য কম ঔজ্জ্বল্যের তারাগুলো দেখা যায় না একেবারেই। শহর থেকে দূরে যেখানে বৈদ্যুতিক আলোর প্রাবল্য নেই, সেখানে গেলে সেসব সব দেখা যায়। নক্ষত্রখচিত আকাশ যে আসলে কী প্রচন্ড সুন্দর, তা তখন বোঝা যায়।
  • অরিন | ৩১ আগস্ট ২০২০ ০৩:৪৬454267
  • @Atoz: " শহর থেকে দূরে গেলে ছায়াপথকে অনেক বেশি সুন্দর করে দেখা যায়। ওই ঝাপসা সাদা ওড়নার মতন ব্যাপারটা তখন ---কী বলব---ভালো করে, খুবই ভালো করে বোঝা যায়, দেখা যায়।"

    শুধু ছায়াপথ নয়, তারা দেখার জন্যও | যে কারণে পৃথিবীতে ১৬ টি অঞ্চলকে অন্ধকার আকাশের সংরক্ষিত অঞ্চল করে রাখা হয়েছে (International Dark Sky Reserves), লোকালয় থেকে দূরে, গিয়ে শুধু তারায় তারায় ভরা আকাশ দেখতে পাবেন। 

    https://www.darksky.org/our-work/conservation/idsp/reserves/

  • aka | 143.59.211.4 | ৩১ আগস্ট ২০২০ ০৩:৪১454266
  • অরিণের বন্ধুর ছবিটা বেশ ভালো।
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৩:২৬454265
  • লাখে লাখে পোস্ট পড়েছে। কিন্তু পাঠশালে যাওয়া লাখে লাখে মহিলার কোনো মীমাংসা খুঁজে পেলাম না। একদল বলছেন, ছিল ছিল ছিল। আরেকদল বলছেন, কই কই কই?
    ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৩:২৪454264
  • বিবস্বান আর্যের লেখাপত্রের লিংক পাওয়া যায়? আগে থাকতে জেনে রাখি। এরপর কোনদিন দেখা যাবে এগুলোই হয়ে গেল যাকে বলে "রেফারেন্স"! ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৩:১৬454263
  • আরে ডবল ঢেউ, তুমি সেই ওমনাথ নাকি? ক্কী কান্ড!!!! ওয়েলকাম ওয়েলকাম। ওয়্লেকাম্ব্যাক!
    ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০৩:১৩454262
  • নানাদিকে নানা লেখাটেখা দেখে মনে হয় বিদ্যাসাগর, আইনস্টাইন, রামমোহন, হিটলার, জোন্স, বেথুন, তোজো, সুভাষ, চার্চিল ইত্যাদি প্রভৃতি যে যেখানে ছিল, সব কটাকে একটা পাতিলে ফেলে ভালো করে তেলমশল্লা দিয়ে উনুনে বসানো হয়েছে। ঃ-)
  • অর্জুন | 113.21.69.187 | ৩১ আগস্ট ২০২০ ০৩:০১454261
  • তান ওয়েন (তান ইয়েন শানের কন্যা)   নামে এক চৈনিক ছাত্রী বিশ্বভারতীতে বাংলা অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, পরে বাংলায় পি এইচ ডি পান। সেই বছরেই আবার এক বাঙালিনী (নাম?)  চাইনিজ ভাষায় প্রথম হন। 

    এখানে শান্তিনিকেতনের কেউ আছেন, এঁদের দু জনের সম্পর্কে, সেই সময়ের শান্তিনিকেতন সম্পর্কে যদি কিছু তথ্য দিতে পারেন!  এঁরা কি এখনো আছেন? 

    শান্তিনিকেতনে আমার পরিচিতরা বলতে পারছেনা! এখন সেখানে যাওয়াও সম্ভব নয়। 

    বোধিসত্ত্ব দাশগুপ্ত যদি আলোকপাত করেন কিছু!  আমার দরকার। 

  • Atoz | 151.141.85.8 | ৩১ আগস্ট ২০২০ ০২:৫৮454260
  • আকাশ নির্মেঘ থাকলে দেখা যায় ছায়াপথ। কৃষ্ণপক্ষ হলে ভালো। শহর থেকে দূরে গেলে ছায়াপথকে অনেক বেশি সুন্দর করে দেখা যায়। ওই ঝাপসা সাদা ওড়নার মতন ব্যাপারটা তখন ---কী বলব---ভালো করে, খুবই ভালো করে বোঝা যায়, দেখা যায়।
  • অরিন | ৩১ আগস্ট ২০২০ ০২:৫৮454259
  • আমার এক প্রকার চলে যাচ্ছে অর্জুন, তোমার শরীরের দিকে নজর রেখো । এত অল্প বয়সে এমন সব গম্ভীর রোগ বাধিয়ে বসলে কি উপায়ে?

  • r2h | 73.106.235.66 | ৩১ আগস্ট ২০২০ ০২:৪৭454258
  • ভোরবেলা উঠে বেড়াতে গেলাম, তাতে একটু ধকল গেল, কিন্তু তারপর চমৎকার একটা কুড়ি আউন্সের স্টেক খেয়ে পিত্তিরক্ষা করে মনে হলো আমি কি বকরাক্ষস।

    সেসব যাই হোক, গুরুর ইতিহাস বিষয়ে হনুদার প্রাণ জল করা পোস্টে, উন্নততর লিস্টির বহুমাত্রিক টেবিল পড়ে বিশ্বাস ফিরে এলো, যে গুরুর চরিত্রস্খলন সম্পর্কিত যে সন্দেহ মনের কোনাচে ক্কচিৎ উঁকি দেয় তার পুরোটাই কল্পিত।
  • অর্জুন | 113.21.69.187 | ৩১ আগস্ট ২০২০ ০২:৪৫454257
  • @অরিন-দা, কেমন আছেন আপনি ? 

    Cholesterol, blood pressure, haemoglobin বেশ high, blood sugar ও ধরা পড়েছে। একটা infection এও ভুগছি। 

  • অরিন | ৩১ আগস্ট ২০২০ ০২:৩৫454256
  • @অর্জুন (বিষাদযোগ): "না, বিশেষ ভালো নেই। ভুগছি। "

    কি ব্যাপার অর্জুন, কি হয়েছে? 

    ছায়াপথ লিখেছেন, "

    আমি কবে থেকে মিল্কি ওয়ে খুজে যাচ্ছি, কিস্যুই দেখতে পাই না!

    আবার লোকে বলে সে ছায়াপথের ছায়া পর্যন্ত দেখা যায়! হা হতোস্মি"

    আমি যেখানে থাকি, প্রায় প্রতি রাতে নির্মেঘ আকাশ থাকলে (পূর্ণিমা বা কাছাকাছি সময় বাদে) বাড়ি থেকে মাথা তুললেই দেখতে পাই | একটা ছবি দেখাই,

    (এ এস্ট্রোফোটোগ্রাফি আমার নয়, আমার বন্ধু একান্ত বীরের তোলা ছবি, তাঁর নাম ইতিপূর্বে এখানে করেছি, :-) )

  • অর্জুন | 113.21.69.187 | ৩১ আগস্ট ২০২০ ০২:৩০454255
  • * টি আই এফ আর 

  • sm | 42.110.166.32 | ৩১ আগস্ট ২০২০ ০২:২৯454254
  • বিদ্যাসাগর মহাশয়ের সময়টা ভুলে যাবেন না।উনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন ১৮৫১ সালে।তার কয়েক বছর আগে সেক্রেটারি হয়েছিলেন।একবছর পর পদ ছাড়তে বাধ্য হন,সেক্রেটারি রসময় দত্তের বিরুদ্ধাচারণ এর জন্য।

    যাই হোক,তিনি অধ্যক্ষ হবার আগে সংস্কৃত কলেজে খালি ব্রাব্হ্মন ও বৈদ্য দের জন্য পড়ার সুযোগ ছিলো।তিনি কায়স্থ ও সম্মানিত হিন্দুদের জন্য খুলে দেন। তাহলে তিনি তো একস্ট্রা একপা এগিয়ে দিলেন। তারপর কাওয়েল সাহেব আরো নিচু বর্ণের জন্য খুলে দিলেন। অসুবিধের কি আছে?তাঁর দেখানো পথেই তো এগুনো হলো!

    দুই, হিন্দু মেয়েদের জন্য স্কুল খুলেও কোন অন্যায় করেন নি। তখনকার প্রেক্ষিতে, একসঙ্গে হিন্দু ও মুসলমান দের মেয়েদের জন্য স্কুল খুললে,হিন্দু ছাত্রী পেতে অসুবিধে হতো।তাই শুরুটা এমনি ভাবেই হয়েছিল।

    বিধবা বিবাহের ক্ষেত্রেও এক ই উপায়ে বিদ্যাসাগর কে ছোট করা হয়।কারণ উইডো রিম্যারেজ অ্যাকট অনুযায়ী বিধবারা মৃত স্বামীর সম্পত্তির অধিকারী হতে পারেনা। অর্থাৎ তাঁরা নতুন বিবাহ করলে,পুরোনো স্বামীর অর্জিত সম্পত্তির অধিকার ত্যাগ  করতে হবে। এটি ছিল ট্যাকটিক্যাল গেম।কারণ সম্পত্তির অধিকার থাকলে বা ক্লজটি জুড়ে থাকলে,বিধবা বিবাহ আইনটি পাশ ই হতো না।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত