এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • রাজনৈতিক কবিতা

    Anamika
    বইপত্তর | ০৪ জুন ২০১০ | ৭৪০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anamika | 115.117.251.68 | ০৪ জুন ২০১০ ১১:০১456930
  • আদেশ মেনেছি, কিন্তু ...

    আদেশ করেছ। লেখা মুছে ফেলে, মেনেছি হুকুম।

    কিন্তু যদি মাঝরাতে কান্না আসে, ভেঙ্গে যায় ঘুম;

    যদি কোনও পিছমোড়া হাতবাঁধা ভেজা লাল ছবি,

    মাথার ভেতরে এসে কড়া নাড়ে; তবে বলো কবি,

    কি প্রবোধ দেব তাকে? ঐ লাল বড় তীব্র ... নোনা।

    অশ্রুর তর্পন দেব! সেইটুকু বারণ কোরোনা।

    চ্যানেলশোভিত যত নাগরিক ভাবনাবিলাস,

    হয়তো তা' খুবই দামী। তবু দু'শো বনবাসী লাশ

    আমাকে সমস্বরে প্রশ্ন করে, "কি ছিল হে দোষ?

    উসকানি দিয়ে মারলে। নিজেরা তো মজার আপোস

    করে নিলে দিকুবাবু! এ'রকম মেকি বিপ্লবে,

    নিরুপায় মৃত্যুছাড়া অরণ্যের কোনও লাভ হবে?"

    এ'শহর খুব বোঝে, আড়ি ভাব ভালবাসাবাসি।

    সে কথা জানেনা বলে, মরে গেল বোকা আদিবাসী!

    কি করে ভুলব কবি, কারা ঐ লালমাটি দেশে,

    হত্যার ষড়যন্ত্র দিয়ে এল, "স্বজন"এর বেশে?

  • Anamika | 115.117.251.68 | ০৪ জুন ২০১০ ১১:০৩456956
  • কে বলেছে হেরে গেছ? কোনওদিন জিতেছিলে না কি?

    লাল আলো ... কলরব ... ব্ল্যাকক্যাট, আসলে তো ফাঁকি।

    ওদের নিয়মে খেলা। ক্ষমতার ভাগ উঁচুনীচু

    তাতেই মুগ্‌ধ তুমি? কোনওদিন এর বেশি কিছু

    স্বপ্ন, সত্যি বল, চোখ জুড়ে ছিলনা কখনও?

    কোথায় হারালো সে'টা? শোনো, চুপ, কান পেতে শোনো!

    মানুষ গোপনে কাঁদে। বাঁচবার বড় সাধ তার।

    কি ভাবে মেটে সে সাধ? সেখানেই তোমার জেতার

    কথা ছিল। মনে আছে? মনে পড়ে সেই রাগ ক্ষোভ?

    ছেলেটির কাজ নেই। মেয়েটিকে অন্ধকার লোভ

    রোজ রোজ গিলে নেয়। নবান্ন আসে না যে গ্রামে,

    ওদের ইচ্ছে হলে গণতন্ত্ররথ এসে থামে।

    সাজানো শপিংমল নাইটক্লাব ভোগের আওয়াজ

    কিছুই তোমার নয়। কেন ভাব হেরে গেছ আজ?

    মানুষ কি জেতে হারে? তুচ্ছ ভোটে জয় পরাজয়

    ক্ষমতার ক্ষুদকুঁড়ো কে কুড়োবে নির্ধারিত হয়!

    সময় ডাকছে খুব। ইতিহাস নয় বদতমিজ।

    কখনও হেরো না তুমি। মনে রেখো তুমি রক্তবীজ!
  • kallol | 124.124.93.202 | ০৪ জুন ২০১০ ১১:২৩456967
  • অনামিকা - আপনি আমার চেয়ে বয়সে বড় না ছোট জানি না, কিন্তু আমার প্রণাম স্বীকার করবেন।
    আপনার রক্তে ভেজা রুমাল আমি দেখেছি।
    আমি শুধ আশা করতে পারি, যাদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন আপনার যন্ত্রনা, তারা যেন কোনভাবে পড়তে পেতে পারে এই থিরবিজুরী।
    তারা যেন ঐ প্রশ্ন নিজেদের করে উঠতে পারে - কোনওদিন জিতেছিলে নাকি?
  • tatin | 70.177.57.60 | ০৪ জুন ২০১০ ১১:৩৩456978
  • উদ্ধত বুদ্ধের অসহ্য দম্ভ
    বালটার পোঁদে দাও কুতুবের স্তম্ভ
    বিনয়ের ফ্যান্টাসি লাইফের হেল
    বিচি কেটে ডলে দাও তার্পিণ তেল
    খুন ধর্ষণে রাজা লক্ষ্মণ শেঠ
    বাবলার কাঁটা গাঁড়ে- নো লুব্রিকেট
    বাবাচোদা সুশান্ত হেভি হাঁকডাক
    জাঙ্গিয়ায় গুঁজে দাও বোলতার চাক

  • beeren | 59.93.210.23 | ০৪ জুন ২০১০ ১১:৪৩456989
  • নয়া সাজ, নয়া ঢং
    কুয়াশায় ঢাকা রং।
    তবু যেন চেনা জং
    জলে ঢাকে কবি বং।

  • beeren | 59.93.210.23 | ০৪ জুন ২০১০ ১১:৪৫457011
  • আগের ছড়াটি প্রথম দুটি বিষাদ কাব্যের উদ্দেশ্যে।
  • dukhe | 122.160.114.85 | ০৪ জুন ২০১০ ১১:৪৫457000
  • তাতিন, ওয়া: ওয়া: - কেয়াবাত !
  • kallol | 124.124.93.202 | ০৪ জুন ২০১০ ১২:১২457022
  • তাতিন - যার যার প্রকাশভঙ্গী। তাই নিয়ে কিছু বলার নেই।
    আমার ভালো লাগলো না।
    হঠাৎই একটা পুরুনো কবিতা মনে পড়ে গেলো। আমি আজ কবিতাটির সাথে ঘর করি না, কিন্তু ভালো লাগা রয়েই গেছে।
    সলিল চৌধুরীর কবিতা। নাম ভুলে গেছি।

    পাষাণী অহল্যা
    ওগো যতো রাজপথ
    কান পেতে কি আমার আগমনী শোনো
    আমিও তো কান পাতি
    আঘাত বিদীর্ণ সিক্ত শত ক্ষত মুখে
    কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে ফেনিল
    কোথায় কোরীয়া আর
    অন্ধ্র, কাকদ্বীপ
    রক্তে রাঙ্গা মানচিত্র নব পৃথিবীর পায়ে পায়ে সেই পথে চলি
    আমার এ অঙ্গরাগ মিছিলের পায়ে ওড়া ধূলি
    আমার এ কর্মকার মন
    হাপরের মতো জ্বেলে রাখে চেতনা আগুন
    হৃদয়পিন্ডের ঘায় তপ্ত লাল ইস্পাতের শপথ শানায়
    তবুও গো অহল্যা আমার
    কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে
    আমার কুটিরে আর জ্বলে নাকো আলো
    ভাঙ্গা ছাদ টলোমলো বৃষ্টি এসে পড়ে
    স্তুপাকার ভগ্ন আশা আবর্জনারাশি
    পরগাছা সরিসৃপ ভয়াল কুটিল বাসা বেঁধে আছে
    যেথা একদিন ছিলো প্রিয়ার চোখের মায়া
    শিশুদের হাসি
    অহল্যা আমার
    শোনো
    আমারও তো শান্তি নেই
    আমার বুকের দুর্গ করে আক্রমন
    ফ্যাসিস্ত দস্যুর মতো যক্ষ্মা বীজ এসে
    তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস
    আমার বিশ্বাস
    রক্তকণিকারা লাল ফৌজের মতো
    আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত
    অমর স্তালিনগ্রাদ আবার আমারই বুকে ফিরে পাবো আমি

  • tatin | 70.177.57.60 | ০৪ জুন ২০১০ ১২:১৩457033
  • ভালো না লাগার জন্যেই লিখলুম তো
  • beeren | 59.93.210.23 | ০৪ জুন ২০১০ ১২:২৯456931
  • বিভ্রান্তিকর বিস্বাদ বিষাদ
    -----------------------------
    (১)
    একটাই পথ নীতিশূণ্যতা
    গুলে নিই তাতে সুবিধাবাদীতা,
    মার্ক্‌স্‌বাদ? ছো ছো! কিসের সমতা?
    লেনিন স্ট্যালিনে ঢাকি কপটতা
    রাজনীতি নামে অনৈতিকতা
    যেন তেন ভাবে চেয়েছি ক্ষমতা।

    (২)
    এযাবৎ যত রচেছি কাব্য
    পাঁক কাদা ছোঁড়া কি উপজীব্য?
    কার কার কাছে সুখশ্রাব্য,
    কার কার কাছে কি অশ্রাব্য,
    খোলা চোখে আমি কিই বা ভাববো,
    আমি সি পি এম সভ্য ভব্য।
  • kallol | 124.124.93.202 | ০৪ জুন ২০১০ ১২:৪২456942
  • মিছিলে মিলেছি
    কেন না বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে
    কোন একদিন জীবনের সন্ধানে
    কেননা আমরা ফিরে পেতে চাই
    আমাদের যতো হৃত যৌবন
    স্বপ্নকে নিয়ে চোলাই যন্ত্রে মদ্যের বিলাসীতা
    কেননা দেশের যতো ঘরবাড়ি কলকারখানা খনি ও খামার
    ফিরে পেতে চায় তাদের জম্নদাতা
    কালপুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে
    প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষনার অক্ষরে
    এদেশ আমার
    আমাদের মাটি
    এদেশে যেখানে যতোটুকু খাঁটি
    আমাদের ভাই আমাদের বোন
    আমরাই যারা খাটি
    আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি
    এদেশের প্রতি মায়ের বক্ষে
    আমারই বেদনা ঝরে
    এদেশের প্রতি শিশুর চক্ষে
    আমারই স্বপ্ন মরে
    আমারই রক্ত ঝরে কাকদ্বীপে ডোঙ্গাজোড়া মালদহে
    ভরদ্বাজের হৃদয়পিন্ডে আমারই ধমনী বহে
    তই দেশে দেশে যতো প্রতিরোধ
    তারই মাঝে তুলি রক্তের শোধ
    নাংকিং আর প্যারীর যুদ্ধে আমরাই সথে আছি
    কাকদ্বীপে মরে আবার আমরা তেলেঙ্গানায় বাঁচি
    কাকদ্বীপ শোনো
    সেদিন চন্দনপিঁড়ি শ্মশানে
    যখন অহল্যা মাকে চিতা শয্যায় তুললাম
    চেতনা আগুনে দাউ দাউ জ্বলা পাঁজরের চিতা শয্যায়
    যেন কলজে জ্বালিয়ে ফেললাম
    কতো ভাষা ছিলো প্রাণের ছন্দে জীবনের গীতীলাস্যে
    কতো আশা ছিলো ভ্রুণের স্বপ্নে শিশুদের কলহাস্যে
    এতোটুকু ক্ষেত ছোট বেড়া ঘেরা গন্ডির বাঁধা হারা
    এতোটুকু ঘর সকল ঘারের আনন্দ দিয়ে গড়া
    সকলের ভরা খামারে নিজের অন্নটি খুঁজে পাওয়া
    সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে চাওয়া
    সেদিন আমরা হুহু করে কেঁদে
    চোখের নৌকো ভাসিয়ে
    হতাশার চরে আছড়ে পড়েছি
    কেঁদে শুধিয়েছি
    মাগো
    এমনি করে আর কতোকাল জীবনের বিনিময়ে
    বারবার কালো মৃত্যুকে হবে কেনা
    মৃত্যুর দামে কবে শোধ দেবো জীবনের যতো দেনা
  • Mamata Bandopadhyay | 125.18.104.1 | ০৪ জুন ২০১০ ১৩:০১456948
  • এখনকার রাজনীতি
    -----------------
    এখনকার রাজনীতি
    নীতি বর্জিত রীতি
    যেখন যেমন তখন তেমন
    কথায় কথায় ভীতি।
    নীতির বালাই বক্তৃতার ঝালাই
    মনে হয় সব স্মৃতি,
    এখনকার রাজনীতি
    মুখের কথায় আগুন জ্বলে
    কাজের নেই কোন প্রীতি।

    ভোটের সাময় ছলনা
    ভোট না হলে চলে না
    ভোটই বড় সাথী,

    তারপরেই সব পগারপার
    কে আর ধারে মানুষের ধার?
    মানুষের হল ছুটি
    এই হল রাজনীতি।।
  • kallol | 124.124.93.202 | ০৪ জুন ২০১০ ১৩:০৬456949
  • সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিলো
    সেদিন আকাশে জলভরা মেঘ
    বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিলো
    এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে
    পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র
    তারই দাবী নিয়ে সেদিন রাত্রে
    সারা কাকদ্বীপে
    কোন গাছে কোন কুঁড়িরা ফোটেনি
    কোন অঙ্কুর মাথাও তোলেনি
    প্রজাপতি যতো আরও একদিন গুটিপোকা হয়েছিলো
    সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিলো
    তাই
    গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরী হও
    কার ঘরে জ্বলেনি দীপ চির আঁধার তৈরী হও
    কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরী হও
    ঘরে ঘরে ডাক পাঠাই তৈরী হও জোটবাঁধো
    মাঠে কিষান কলে মজুর নওজোয়ান জোট বাঁধো
    এই মিছিল
    এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
    প্রতিভা আর যশোদা মার রক্তবীজ এই মিছিল
    স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল
    শিশুহারা মাতাপিতার অভিশাপের এই মিছিল
    এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
    হও সামিল
    আমর বুকে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন
    কোটি মনের বরফ জমা অগাধ সম্ভাবনা
    কোটি দেহের ঘৃণার জ্বালা অগ্নিগিরি বুকে
    কোটো শপথ পাথর জমা গোনে শেষের লগ্ন
    তবে আমার বজ্রনাদে শোন রে ঘোষনা
    কোটি দেহের সমষ্টি এই আমিই হিমালয়
    আমি তোদের আকাশ ছিঁড়ে সূর্য পড়ি ভালে
    তুচ্ছ করি কুজ্ঝ্বটিকা মেঘের ভ্রুকুটিও
    জানাই তোদের কারা আছিস ঘৃণ্য পরগাছা
    কোটি বুকের কলজে ছিঁড়ে রক্ত করিস পান
    বুকে শ্বাপদ মুখে তোদের অহিংসা অছিলা
    এবার তবে করবি তো আয়
    আমার মোকাবিলা
  • Mamata Bandopadhyay | 125.18.104.1 | ০৪ জুন ২০১০ ১৩:১১456950
  • ম্যান্ডেলার মুক্তি চাই, ১৯৮৫
    --------------------------

    নেলসন ম্যান্ডেলার মুক্তি চাই
    আফ্রিকাবাসীর স্বাধীনতা চাই

    কালো হলেও রক্তের প্রবাহে লোহিত কণিকার
    রঙ তো এক, তবে কেন এ বৈষম্য যন্ত্রণা, কেন
    তবে মুক্তির রঙ এ লাল?

    ছোট শক্তি ক্ষুদ্র হলেও, আর্থিক ক্ষমতা
    সীমিত হলেও, বিংশ শতাব্দীর আধুনিক
    মানুষ, পারমাণবিক শক্তির অধিকারীবৃন্দ
    জিজ্ঞাসা আজ বৃহৎশক্তির দিশারীদের?
    মন কেন তব চঞ্চল হয় না প্রিটোরিয়া
         সরকারের অত্যাচারের বিরুদ্ধে।
    চাঁদির থালার শক্তি বড়?
    না শক্তির মালার শক্তি বড়
    কঠিন মনের অন্তরে তব
    পারমাণবিক শক্তি কি চায়?
    ধ্বংসের পথে দুনিয়া চলুক, শান্তি কি
    তব অভিলাষ নয়?

    কেন বেঞ্জামিন স্বাধীনতা চেয়ে
    পেল ফাঁসির দড়িতে নির্বাসন
    কেন নেলসন ম্যান্ডেলার স্বাধীনতার স্বপ্ন
    হয়, কারাগারের অলিন্দের মৃত্যুর দর্পণ?

    কেন আজও হায়, অসহায় মানুষ
    খেতে চেয়ে পায় চাঁদির জুতোর কড়া হুংকার
    কেন আজও হায় শাসকশ্রেণীরা শোষকদের
    করে অত্যাচার?
  • Kartuj | 125.20.3.146 | ০৪ জুন ২০১০ ১৪:০৬456951
  • হুম, এই মমতা বন্দ্যোপাধ্যায় কে বোঝা যাচ্ছে। ফুটকি স্যার, আপনারও দাড়ি খুলে পড়ছে। একটু গ্রীন রুম ঘুইর‌্যা আসেন। :-)
  • . | 125.18.104.1 | ০৪ জুন ২০১০ ১৪:১১456952
  • বোঝো! দাড়ি লাগালাম কই যে খুলবে? আমি তো জাস্ট টুকে দিলাম। আর কবির নামটা উপরে লিখেছি।
  • dukhe | 122.160.114.85 | ০৪ জুন ২০১০ ১৪:১৫456953
  • "কেন আজও হায় শাসকশ্রেণীরা শোষকদের
    করে অত্যাচার?"

    ???
    শাসকরা শোষকদের ওপর অত্যাচার করছে ? কবি কি একটু ব্যাখ্যা করবেন ?
  • . | 125.18.104.1 | ০৪ জুন ২০১০ ১৪:১৯456954
  • যাঁর লেখা কবিতা তিনিই উত্তর দিতে পারবেন।
  • Kartuj | 125.20.3.146 | ০৪ জুন ২০১০ ১৪:২১456955
  • প্রিয় কবিতা টই তে কবির নাম আর কবিতা পোস্টের মধ্যেই লেখা থাকে। ওখানে তো কাউকে নিজের নাম লেখার জায়গায় কবির নাম টুকে দিতে দেখি নাই। যাউক গিয়া...
  • Lama | 203.99.212.54 | ০৪ জুন ২০১০ ১৪:২৩456957
  • হালকা করে বৈকুন্ঠ মল্লিকের কথা মনে পড়ায়
  • Mamata Bandyopadhyay | 61.12.12.83 | ০৪ জুন ২০১০ ১৫:৩৮456958
  •             সাগরের মোহনায়

    নদী চলে যায় সাগরের মোহনায়,
    নীহারিকা জ্বলে আকাশের কিনারায়।

    স্বর্গ নাকি সুখের দেবালয়,
    নরক হচ্ছে দু:খের যমালয়।

    ছোট ছোট মাছ শ্যাওলা খেয়ে বাঁচে,
    বৃহৎ মৎস্য শুধু তালে তালে নাচে।

    মাৎস্যন্যায়, খেতে চায় ছোটদের,
    মায়া-মমতা থাকে না যে তাদের।

    গন্তব্যস্থল সবার থাকে, ছোট থেকে বড় হবার,
    সময়ের তালে খাপ খাওয়ানো, কাজ বড় ক্ষুরধার।

    মুক্তি তো চায় সবাই,
    সবাই কি মুক্তি পায়?

    মুক্ত নদীর অবাধগতি সাগরপানে যায়,
    যদিও সাগর মন খুলে পথ দেয়।

    মানুষ কি পারেনা, সাগরের মত হতে,
    মানুষে মানুষে মিলন-মোহনায় একেবারে মিশে যেতে।।
  • Kartuj | 125.20.3.146 | ০৪ জুন ২০১০ ১৬:০১456959
  • ফুটকিমশায়, দীপু সবাই মমতা??

    আচ্ছা শেষ দুই লাইনে ছন্দ মিলিয়াছে কি?
  • rabaahuta | 203.99.212.53 | ০৪ জুন ২০১০ ১৬:০৭456960
  • আমার মাথায় কেউ মুগুরটা দিয়ে দুটো ঘা দাও।
    আমাকে একপাত্র হেমলক এনে দাও।
    আর পারিনা আর পারিনা।
  • rabaahuta | 203.99.212.53 | ০৪ জুন ২০১০ ১৬:০৯456961
  • সরি, হেমলক নয়, র‌্যাটকিল।
  • Mamata Bandyopadhyay | 61.12.12.83 | ০৪ জুন ২০১০ ১৬:১২456962
  • আমার ঠিকানা
    ---------------------------

    আমি শান্তির কুটুরে রেখে গেলাম
         আমার ঠিকানা।
    আমি জনসমুদ্রের কাছে রেখে গেলাম
         আমার নিশানা।।
    আমি জীবন নদীর কাছে রেখে গেলাম
         আমার বেদনা।
    পর্বত শিখরে রেখে গেলাম আমার
         জীবন চেতনা।।
    সবুজ ক্ষেতে রেখে যেতে চাই
         শস্যের আঙিনা।
    রাস্তার নিকট রেখে গেলাম আমি
         সব ব্যথা বেদনা।।
    ধূলোর নিকট জমা রাখতে চাই
         নতুন ঘোষণা।
    বিপ্লবের কাছে রেখে যেতে চাই
         শক্তি অনুপ্রেরণা।।
    বিদ্রোহের নিকট থাকুক জমা হয়ে
         নতজানু আরাধনা।
    অন্দোলনের নিকট থাকলো আমার
         বিবেক উপাসনা।।
    অত্যাচারীদের নিকট থাকলো আমার
         ধিক্কার-ভর্ৎসনা।
    অন্যায়-এর বিরুদ্ধে জমা থাকুক
         অসন্তোষ যন্ত্রণা।।
    লাঞ্ছনার বিরুদ্ধে রইলো আমার
         নি:শব্দ বেদনা।
    অপমানের বিরুদ্ধে জমা রইলো
         চোক্ষে করুণ তৃষ্ণা।।
    বক্ষ জুড়ে জমা রেখে গেলাম
         উৎসৃত আলো-ঝরনা।
    প্রলয়ের নিকট জমা রেখে গেলাম
         জন্ম-মৃত্যুর ঠিকানা।।
  • Dr. at East Georgia Univ | 202.79.203.43 | ০৪ জুন ২০১০ ১৬:১৪456963
  • এই বৃহৎ মৎস্য বলিতে কি কবি প্রণব মুখার্জীকে উদ্দেশ্য করিতেছেন?
  • Mamata Bandyopadhyay | 61.12.12.83 | ০৪ জুন ২০১০ ১৬:১৮456964
  • কবিতার থ্রেড হলেও এখানে আমি স্বরচিত কালজয়ী গদ্যসাহিত্যের কিছু নমুনা সময়মত পেশ করব। থ্রেড স্টার্টারের কাছে এজন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।
  • quark | 202.141.148.99 | ০৪ জুন ২০১০ ১৬:৫৭456965
  • মাৎসন্যায় খেতে চায় ছোটদের,
    মায়া-মমতা থাকেনা যে তাদের ...

    বেশ!
  • kanti | 125.20.14.94 | ০৪ জুন ২০১০ ১৯:০৯456966
  • আম-জনতার প্রতিনিধি হোয়ে অনামিকার জন্য বড় কুর্নিশ।
  • aranya | 144.160.226.53 | ০৪ জুন ২০১০ ২১:৪৩456968
  • অনামিকা খুব ভাল লেখেন তো। কল্লোল-দা, অনেক ধন্যবাদ, পুরনো সব ভালবাসার কবিতা মনে করিয়ে দেবার জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন