এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আসন্ন বিশ্বকাপ ফুটবল

    Manish
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ৩০৮৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 131.151.71.179 | ১৩ জুন ২০১০ ০৭:৫০457129
  • আর্জেন্টিনার ডিফেন্সও তো খাজা মনে হল।
  • Sudipta | 117.194.204.127 | ১৩ জুন ২০১০ ১২:৩৩457130
  • আর্জেন্টিনার ডিফেন্স , মাঝমাঠ দুটো-ই খাজা। ভেরন কে এরপর-ও যদি খেলিয়ে যায় কপালে দু:খ আছে; পাসিং ও বলার মত নয়। তেভেজ আর মেসি এই দুজন ছাড়া কেউ নেই, গোল যেটা হয়েছে, অন্য টিম হলে এত সহজে হত না; বরং এখন-ও পর্যন্ত সবচেয়ে ভালো লাগল কোরিয়ার খেলা, অনেক দূর যাবে বলে মনে হয়।
  • arindam | 59.93.244.65 | ১৩ জুন ২০১০ ১৩:২৩457131
  • আর্জেন্টিনার ডিফেন্স, মাঝমাঠ একদম খাজা। ডিফেন্সটা পুরো ধুর। মেসি- মেসি করে এত চীৎকার কিন্তু গোল মিস দেখে হতাশ হলাম। ঐ বেঁটে লোকটা থাকলে আর ২টো নিশ্চিত গোল হ'ত।
  • ranjan roy | 122.168.59.178 | ১৩ জুন ২০১০ ১৪:২৭457132
  • দ্রোগবা খেলবে! কিন্তু ওর বাকি টিম?
    আমার নাইজেরিয়া ও সাউথ আফ্রিকার দুটো গোলিকেই বেশ ভাল লেগেছে।
    হ্যাঁ, মেসির যে গোলটা আটকালো -- অন্তত: দশটার মধ্যে ন'টা--।
    আমার ইংল্যান্ডের অ্যাটাক ভালো লেগেছে। ফ্রান্স মনে হয় ওর গ্রুপে নীচের দিকে থাকবে। তবে যদি সেবারের মত পরে জ্বলে ওঠে!
  • dri | 117.194.231.210 | ১৩ জুন ২০১০ ২৩:৩৮457133
  • আর্জেন্টিনার ডিফেন্স ভালো না। ভালো টীমের এগেন্টে গোল খাবে। জিততে গেলে যা গোল খাবে তার চেয়ে বেশী গোল দিতে হবে। তবে টীমটার অ্যাটাকে ধার আছে। মাঝখান দিয়ে ঢুকতে পারে। চার বছর আগে তেভেজকে যেরম দেখেছিলাম মনে হল ধার কমে গেছে। পায়ে ভাঁজ আছে। কিন্তু বেরোতে পারছে না। মেসি এখনও ভালো আছে।

    ইংল্যান্ডের অ্যাটাক দেখলাম উইং দিয়ে লেননের হাত ধরে। রুনি মার্কড থাকছে। সুপারস্টারদের এই সমস্যা। খুব ওয়েল মার্কড থাকবে। তার মধ্যে দিয়ে বেরোতে হবে।

    ঘানা মাঝ মাঠে ভালোই। বল স্ন্যাচিং এটসেট্রা বেশ ভালো। কিন্তু গোলের সামনে ক্রিয়েটিভ নয়। ফিনিশ করতে পারছে না। তুলনায় সার্বিয়ার দেখলাম গোলের সামনের মুভমেন্টে অনেক বেশী ধার। আজ ফিনিশ করতে পারল না অবশ্য।

    ইউ এস এ খারাপ না। সুপারস্টারহীন। কিন্তু ইংল্যান্ডের অ্যাটাকের এগেনস্টে ভালোই ডিফেন্ড করল। বেশী জায়গা দেয়নি কাউকেই।
  • Raj | 61.0.137.178 | ১৪ জুন ২০১০ ০১:৩৩457134
  • না: এরকম সতেজাতায় ভরপুর তরুণ জার্মান ব্রিগেড শেষ কবে দেখেছি মনে করতে পারছি না :) সিম্পলি অসা !

    অলরেডি চারটে ... . আরও হতে পারে
  • til | 220.253.178.104 | ১৪ জুন ২০১০ ০৫:২৪457135
  • এইরে, ভুল করে ভাটে লিখে এলাম। এইখানেও টুকে দিই। এক্ষুনি কেউ হা রে রে করে উঠলো বলে।
    ---
    ভোর সাড়ে চারটেতে উঠে, পায়ের কাছে হীটার জ্বেলে, নাগা চাদরে কান মাথা ঢেকে, জুত করে বসলাম আম্মো অ্যাডপ্টেড দেশের খেলা দেখতে। কি কষ্ট, একেবারে গো-হারা ৪:০
    এর চেয়ে অলিম্পিকই বেশ, মাঝে মাঝেই জাতীয় সঙ্গীত বেজে উঠতো।
    না মনটা খারাপ হয়ে আছে।
    ----
  • Arpan | 122.252.231.10 | ১৪ জুন ২০১০ ০৭:৫৮457136
  • জ্জিও পাগলা। এই জার্মান ব্রিগেডের সেমিফাইনাল অব্দি তো যাওয়া উচিত।
  • Raj | 202.79.203.43 | ১৪ জুন ২০১০ ০৯:১৩457137
  • ওজিলকে নিয়ে আলাদা করে লিখতেই হচ্ছে , এই বিশ্বকাপে যাই ঘটুক না কেন এই সম্ভাবনাময় ২১ বছরের মিডফিল্ডার ভবিষ্যতে জার্মান ফুটবলের সম্পদ হয়ে উঠবেই। ম্যাচ অ্যানালিসিসে তো বলেই দিল বালাকের যোগ্য উত্তরসুরি :) আমার মনে হয় টু আর্লি টু সে দ্যাট , কিন্তু হলে মন্দ হয় না !
  • o d | 61.12.12.83 | ১৪ জুন ২০১০ ০৯:৪৯457139
  • সেমিফাইনালে আর্জেন্টিনার মুখে পড়বে।
  • Raj | 202.79.203.43 | ১৪ জুন ২০১০ ০৯:৫৭457140
  • কে কার মুখে পরে দ্যাখা যাবে :)

    বাজারের আরেকটি 'ওপর'তলার খবর হল শেক্সপিদাদু ইংলিশ গোলকিপারদের নিয়ে একটি ট্র্যাজেডি লেখার ব্যাপারে এককথায় রাজি হয়ে গেছেন আর রাউলিংও নাকি বলেছে গোলিদের সঙ্গে ডাইনবিদ্যার সম্পর্ক নিয়ে সদ্যসদ্য একটা হ্যারি নামাবে !
  • Arijit | 61.95.144.122 | ১৪ জুন ২০১০ ১০:১৮457141
  • ঘটনা। সেই ৯০ বিশ্বকাপ সেমিফাইনালে ব্রেহ্‌মের ফ্রীকিক কার একটা পায়ে লেগে বেলুন হয়ে এগিয়ে থাকা শিলটনের মাথার ওপর গোলে ঢোকা থেকে শুরু - তাপ্পর ডেভিড সীম্যান, ডেভিড "ক্যালামিটি' জেম্‌স, পল রবিনসন, স্কট কারসন - একের পর এক গোলকীপিং gaffe - নেভার এন্ডিং লিস্ট যারে কয়। এই গ্রাউন্ডে একটা ওয়ার্ক পারমিটের চেষ্টা করলে হয়;-)

    কাল আলজিরিয়ার গোলকীপারও একটা এক রকম ছড়িয়েছে।
  • Raj | 202.79.203.43 | ১৪ জুন ২০১০ ১০:২৯457142
  • বাকি ম্যাচগুলোয় ম্যান সিটির সাড়েছফুটিয়া জো হার্টকে খেলাবে মনে হচ্ছে
  • Arijit | 61.95.144.122 | ১৪ জুন ২০১০ ১০:৩৫457143
  • ক্যালামিটি জেম্‌সও দলে আছে। তার চুলের ইশ্‌টাইল দেখে বিপক্ষের ফরোয়ার্ড ঘাবড়ে যেতে পারে বলে সেও একটা অপশন। তবে ফের প্রমাণিত যে জেরার্ড আর ল্যাম্পার্ড একসাথে সে¾ট্রাল মিডফিল্ডে হয় না, হয় না, হয় না। ক্যাপেলো এদ্দিন খেলাতো না, কিন্তু ব্যারির চোট বলেই মনে হয় খেলালো।
  • o d | 61.12.12.83 | ১৪ জুন ২০১০ ১০:৩৭457144
  • ডেভিড সিম্যানকে রোনাল্ডিনহো যেটা পুরেছিল, সেটা রোনাল্ডিনহোর জাদু। কোন গোলকিপারেরই কিছু করার নেই।

    ভুল বলেছি - অর্জেন্টিনা-জার্মানি কোয়ার্টারফাইনালে দেখা হতে পারে।
  • o d | 61.12.12.83 | ১৪ জুন ২০১০ ১০:৩৯457145
  • বেসিকালি ইংল্যান্ড অতি ওভারহাইপড।
  • Tim | 71.62.121.158 | ১৪ জুন ২০১০ ১০:৪২457146
  • জার্মানির খেলা দেখে আমারো বেশ ভালো লাগলো। অ্যাদ্দিনে একটা ভালো কম্বিনেশন তৈরী হয়েছে মনে হয়। তবে ক্লোসেকে নিয়ে তোমরা কিছু বলবে না? একটা দামড়া স্ট্রাইকার যার হেড ছাড়া কিছু নেই সে কিকরে দেশের এক নম্বর ফরোয়ার্ড হয়? কাকাউ কেন প্রথম থেকে নয়? ওকে আমার অনেক বেটার লেগেছে। আর আলাদা করে মুলারের কথা বলবো।
    ভালো মাঝমাঠ আর ডিফেন্সের সামনে এই জার্মান ব্রিগেড কি করে দেখার ইচ্ছে রইলো। শুরুতেই লিড না পেলে খারাপ দলের বিরুদ্ধে কিকরে সেটাও। :-)

    আম্রিকা যথারীতি একটা তালেগোলে পাওয়া পয়েন নিয়ে মুখরিত। আলেক্সি লালাস এমনকি এও বলে দিলো যে আম্রিকাই নাকি এক নম্বর হয়ে কোয়ালিফাই করবে। দুটো মাত্র ভালো প্লেয়ার আর গিফটেড গোলেই এই হাল, সত্যিকারের ভালো খেল্লে না জানি কি বলতো! আমার অনেকদিনের আশা একটা ম্যাচের অ্যানালিসিসে আম্রিকার কোন কমেন্টেটার বলবে যে আমরা অতি জঘন্য খেলেছি। কিন্তু সে মনে হয় আর হইলো না!
  • Raj | 202.79.203.43 | ১৪ জুন ২০১০ ১০:৪৩457147
  • মোটেও না - ঠিকমত অ্যান্টিসিপেট করে পজিশন নিলে গোলটা সেভ করা যেত , সেটাই তো বড় গোলির ক্যালিবার। সিম্যান পজিশনটা একদম ভুলভাল নিয়েছিল।
  • Arijit | 61.95.144.122 | ১৪ জুন ২০১০ ১০:৪৫457148
  • ঠিক। সীম্যান বারো গজের বক্সে প্রায় মাথায় দাঁড়িয়েছিলো। তবে পাঁড় আর্জেন্টাইন সাপোটারেরা ফকল্যান্ডে আক্রান্ত;-)
  • Tim | 71.62.121.158 | ১৪ জুন ২০১০ ১০:৪৬457150
  • ও হ্যাঁ হেসকিকে বাড়ি পাঠিয়ে দেয়া উচিত। অবশ্যই রিটায়ারমেন্ট বেনিফিটগুলো ছেঁটে নিয়ে। গোটা তিনেক ( নাকি দুটো?) বিশ্বকাপ খেলার পরেও লোকটা গোল চিনলো না।
  • o d | 61.12.12.83 | ১৪ জুন ২০১০ ১০:৪৮457151
  • মাইরি, ইংল্যান্ডের গোলটার জন্য হেসকি তো পঞ্চাশ শতাংশ দায়ী!

    সেদিন মাঠে রুনি ছিল? বুঝতে পারিনি।
  • Arijit | 61.95.144.122 | ১৪ জুন ২০১০ ১০:৪৯457152
  • হেস্‌কিকে ঠিক স্কোরিং স্ট্রাইকার বলা যায় না। ৪-৪-২-তে নর্মালি একজন সাপোর্টিং স্ট্রাইকার রাখা হয় "হোল্ড-আপ প্লে'-র জন্যে। যেটা হেস্‌কি ভালো করে - ওয়েনের জন্যেও করতো, এখন রুনির জন্যে করে। জেরার্ডের গোলটা মনে করো। তবে হেস্‌কির ওই মিসটা জঘন্য। ডিফো আর রুনিকে পার্টনার করে দেখতে পারে একবার। ল্যাম্পপোস্টটাকে দিয়ে বিশেষ কিছু হবে না।
  • Tim | 71.62.121.158 | ১৪ জুন ২০১০ ১০:৫৬457153
  • এই পর্যায়ের খেলায় ঐ মিস ক্ষমার অযোগ্য। তাও নতুন কেউ হলে আলাদা কথা। আর, এখন রুনিকে কড়া মার্ক করা হবে, সুতরাং অন্য ফরোয়ার্ডকে শুধু সাপোর্ট করলেই চলবেনা, স্কোরও করতে হবে। আগেরদিন জেরার্ড ঐ বলটা পায়না। মার্কার দিব্যি উদাস হয়ে বলের পিছু পিছু চলে গ্যালো বলেই অমন ফাঁকা হয়ে গেছিলো।
    ল্যাম্পার্ডকে আমার বেশ অফ কালার লেগেছে। জেরার্ডই যা খেলছিলো। শেষের দিকে রুনিও একটু চেষ্টা করেছে। বাকি সময় অবশ্য সত্যিই মাঠে ছিলো কিনা বোঝা যায়নি।
  • Raj | 202.79.203.43 | ১৪ জুন ২০১০ ১১:০২457154
  • আজকে আবার নেদুভাইরা নামছে ... তাও আবার প্রথম ম্যাচেই ডায়নামাইটদের সামনে , একটা বেশ ভাল ম্যাচ হবে
  • Tim | 71.62.121.158 | ১৪ জুন ২০১০ ১১:০৬457155
  • এত ভোরে কেন খেলা হয় কেজানে। :-(
  • o d | 61.12.12.83 | ১৪ জুন ২০১০ ১১:০৮457156
  • সাড়ে নটা থেকে বারোটা অবদি গ্যাপটা অসহ্য। বারোটার ম্যাচগুলো এগিয়ে আনলে পারতো।
  • Raj | 202.79.203.43 | ১৪ জুন ২০১০ ১১:১৯457157
  • ঐ গ্যাপটায় টুক করে কোনো সিনেমা দেখে নেবো :) আজ আবার নেদুদের ম্যাচটা বড্ড তাড়াতাড়ি , আপিস থেকে বেরোনো চাপ আছে :-(
  • Arijit | 61.95.144.122 | ১৪ জুন ২০১০ ১১:৩১457158
  • স্ট্রিমিং লাইভ টিভির লিংক দাও কেউ - যেখানে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না - বড়জোর ব্রাউজার প্লাগইন লাগতে পারে। নইলে একটা ভালো দলের খেলা মিস হয়ে যাবে:-(
  • Arpan | 216.52.215.232 | ১৪ জুন ২০১০ ১১:৫৩457159
  • ডেভিড জেমস এককালে ভালোই ছিল। এখন অবশ্য ফর্ম পড়তির দিকে। জো হার্টকে দেখিনি।
  • Raj | 202.79.203.43 | ১৪ জুন ২০১০ ১১:৫৫457162
  • খেলাতেই হবে , আর কোনো অপশনও তো নেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন