এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আসন্ন বিশ্বকাপ ফুটবল

    Manish
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ৩০৩৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.10 | ১৯ জুন ২০১০ ০১:১৯457295
  • ক্রাউচ থাকলে লেননের সেন্টারটায় গোল হতই। এই বেঁটে রুনি দিয়ে কি আর হয়।
  • aka | 168.26.215.13 | ১৯ জুন ২০১০ ০১:৩৯457296
  • ওয়েন রুনির কিছু একটা প্রবলেম আছে। না দৌড়চ্ছে, না লাফাচ্ছে, না বল ধরতে পারছে, না বল ধরে সেটা রাখতে পারছে। রাতে বহুত মদ না খেলে এমন হয় না। নয়ত অন্য ঘাপলা।
  • Arpan | 122.252.231.10 | ১৯ জুন ২০১০ ০১:৫৪457297
  • সবাই কি আর জর্জ বেস্ট? ঘুমুতে গেলাম।

    এই ওভারহাইপড টিমটা ফুটে গেলে দু:খ পাবো না।
  • dri | 117.194.233.48 | ১৯ জুন ২০১০ ০১:৫৬457298
  • ইংল্যান্ড আগের ম্যাচটাও এত খারাপ খেলেনি। আমি ইওরোপিয়ান ফুটবল দেখিনা। কিন্তু রুনি, জেরার্ড, ল্যাম্পার্ড এদের খেলা আমার ভালো লাগছেনা (ওয়ার্ল্ড কাপে)। বরং বেটার লাগছে লেননের খেলা। দিব্যি লাগলো আলজিরিয়ার খেলা।

    হল্যান্ডের একটা কালো উইংগারের খেলাও ভালো লেগেছিল সেদিন। সাবস্টিচিউট হয়ে নেমেছিল।
  • Tim | 198.82.17.123 | ১৯ জুন ২০১০ ০২:১৫457299
  • এলিয়া। লেফ্‌ট উইং এ নেমেছিলো তো?
  • lcm | 69.236.190.194 | ১৯ জুন ২০১০ ০৩:২০457300
  • আসলে ইংল্যান্ড-কে নিয়ে হাইপ-টাও একটু আর্টিফিশিয়াল, বা বলা যায় আর একটা হাইপ। কেউই এই টিমটা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে বলে আশা করে না, এক ইংল্যান্ডের নিজেদের মিডিয়া-প্রেস ছাড়া। এবার কি ইংল্যান্ড পারবে? কাপেলা কি ইংল্যান্ড-কে কাপ দিতে পারবে? যেন, ইংল্যান্ড এক কনটেন্ডার। মানে, ফার্স্ট রাউন্ডে পেরোনো বা কোয়ার্টারে পৌঁছনো নিয়ে নয়, একেবারে সোজা কাপ উইনারের হিসেব-নিকেশ হচ্ছিল।
    প্রিমিয়ার লিগের স্টার তো অনেকেই, নান দেশের খেলোয়াড়। যেমন, দ্রোগবা হলেন ব্রিটিশ লিগের তারকা। কিন্তু, তাই বলে আইভরি কোস্ট বিশ্বকাপ জিতবে বলে কেউ প্রেডিক্ট করছে না।

    কিন্তু, রেফারি তো এবার বেশ গুলিয়ে দিচ্ছে। ইউএস-স্লোভেনিয়া ম্যাচের রেফারি তো শুরুর দিকে দেখলাম হাসতে হাসতে হলুদ কার্ড দেখালো, শেষে প্রচন্ড গুলিয়ে দিল। আগের-ও কয়েকটা ম্যাচে অফ্‌সাইড ডিশিসন নিয়ে বেশ কনফিউশন দেখলাম। এক তো বল নিয়ে গোলকিপাররা আতংকে আছেন, তার ওপর রেফারি, আর সবার ওপরে ভুভুজেলা - টিভি চালালেই কেমন বোল্‌তার চাকের মতন আওয়াজ।
  • kallol | 115.184.125.160 | ১৯ জুন ২০১০ ০৮:০২457301
  • আরে ইংল্যান্ডে ফুটবল খেলা হয় নাকি? যেটুকু খেলা হয় তা বিদেশীরাই খেলে। সেই জর্জ বেস্ট থেকে রোনাল্ডো হয়ে দ্রোগবা। একটা সত্যিকারের ফুটবলার ইংল্যান্ড তৈরী করেছে - গর্ডন ব্যাঙ্কস - ব্যস। রুনি যে, কোন বড় মাপের ফুটবলার না সেটা বিশ্বকাপে বোঝা যাচ্ছে। পেছনে ক্লাবের মতো সাপোর্ট না পেলেই ফুস। রোনাল্ডোর জন্য খারাপ লাগছে, কিন্তু সত্যের খাতিরে ওর সম্পর্কেও একই কথা বলতে হয়।
    ইংল্যান্ড কস্মিন কালেও ভালো ফুটবল খেলেনি। একটা বিশ্বকাপ জেতার জন্য - কিভাবে পেলেকে মার খাওয়ানো হলো, প্রায় মেরেধরেই পর্তুগালকে হারানো হলো, শেষে চোট্টামী করে জার্মানীকে হারিয়ে বিশ্বকাপ জিতলো। এই তো পারফরমেন্স!!
    প্রত্যেকবার বিশ্বকাপের আগে, ""ইংল্যান্ড কি এবার কাপ জিততে পরবে?"" বলে একটা ন্যাকামো শুরু হয়। কই সুইডেন বা গ্রীস নিয়ে তো এটা হয় না! এরা তো যেকোন দিনে ইংল্যান্ডের চেয়ে ভালো দল।
    ইংল্যান্ড আবার বিশ্বকাপ জিতবে - যদি আবার ইংল্যান্ডে বিশ্বকাপ হয়। তখন হয়তো নতুন নিয়ম চালু হবে। ইংল্যান্ডের শট সাইড নেটে লাগলেও গোল - অন্যদের নয়।

  • aka | 24.42.203.194 | ১৯ জুন ২০১০ ০৮:১৪457302





  • aka | 24.42.203.194 | ১৯ জুন ২০১০ ২১:২১457303
  • এবারের বিশ্বকাপে মিস পাস, মিস হেড, মিস কিকের ছড়াছড়ি। তারকা খুবই কম, তারকা হয়ে উঠতে পারে এমন লোকও কম। বিশ্ব ফুটবলে ট্যালেন্ট কম পরিয়াছে।
  • Arpan | 122.252.231.10 | ১৯ জুন ২০১০ ২১:২৬457305
  • ড় কম পড়িয়াছে।

    সব দোষ ওই জাবুলানির।
  • d | 219.64.69.96 | ১৯ জুন ২০১০ ২১:৪১457306
  • খিক! :p
  • aka | 24.42.203.194 | ১৯ জুন ২০১০ ২১:৪৪457307
  • হ্যাঁ নাচ আর উঠোন নিয়েও এমনই কনফুশন আছে বটে।
  • aka | 24.42.203.194 | ২০ জুন ২০১০ ০০:৪৬457308
  • এই হল বিশ্বকাপের খেলা। হেব্বি লাগছে, আমাগো সময়ে মানে ১৯৮৬ সনে এমন সব খেলা টেলা হত। সব সময় একটা কি হয় কি হয় ভাব। আজকের রুনি টাইপ ফেক তারকা তখন দেখা যেত না।
  • Arpan | 122.252.231.10 | ২০ জুন ২০১০ ০০:৫০457309
  • এই প্রথম একটা ভালো খেলা দেখছি। রাত জাগা সার্থক।
  • Tim | 198.82.16.84 | ২০ জুন ২০১০ ০১:৩১457310
  • আর আমি কাজ কচ্ছি। খালি সোসন আর সোসন।

    ডেনমার্কের সেকেন গোলটার ফুটেজ দেখলাম। ব্যাপক।
  • ranjan roy | 122.168.59.178 | ২০ জুন ২০১০ ০৬:৪৫457311
  • আকা,
    ১৯৮৬র কথা মনে করিয়ে কেন দু:খ দাও! মারাদোনা কে ছাড়, বুরুচাগা লেভেলের প্লেয়ারই বা কই? হ্যাঁ, এক মেসি।
    এবারে বরং গোলকীপার দের খেলা অনেক ভালো লাগছে।
    আরে, বেবেতো'র স্তরের প্লেয়ার ও নেই।
  • Tim | 71.62.121.158 | ২০ জুন ২০১০ ২৩:৩০457312
  • ব্রাজিলের একটা পজিটিভ স্ট্রাইকার দরকার। ফ্যাবিয়ানো কে কেমন যেন ভরসা হয়না। আজ কি করবে ভগাই জানে।
  • aka | 24.42.203.194 | ২১ জুন ২০১০ ০১:৩৬457313
  • ব্রাজিলের এই টিমটা খুব বেশি চেষ্টা না করেই দুই তিন গোল দিচ্ছে।
  • Arpan | 122.252.231.10 | ২১ জুন ২০১০ ০১:৩৭457314
  • ফ্যাবিয়ানোর সেকেন্ড গোলটা পুরো হ্যান্ডবল। :-)

    দ্রোগবা একটা শোধ দিল।
  • Arpan | 122.252.231.10 | ২১ জুন ২০১০ ০১:৪৬457316
  • পুরো প্লে-অ্যাক্টিং করে কাকাকে লালকার্ড দেখাতে বাধ্য করল। :(
  • aka | 24.42.203.194 | ২১ জুন ২০১০ ০১:৫৪457317
  • দ্রোগবা ভালো স্ট্রাইকার। এই অবধি। আইভরি কোস্ট অনেকগুলো ডেঞ্জারাস ফাউল করেছে। এই অবস্থায় তিন গোল হবার পরেই কাকা, রোবিনহোকে তুলে নেওয়া উচিত ছিল।
  • Arpan | 122.252.231.10 | ২১ জুন ২০১০ ০২:০৩457318
  • মন বলছে উ: কোরিয়া গ্রুপে সেকেন্ড হলেও হয়ে যেতে পারে।
  • Tim | 71.62.121.158 | ২১ জুন ২০১০ ০২:৫৪457319
  • হবেনা। আইভরি কোস্ট এইরকম মেরে আটকে দেবে। এটা জঘন্য স্ট্র্যাটেজি, তাও মানতাম যদি না দুটো গোল খেতো। আরো জঘন্য রেফারি। এদের কোথা থেকে এনেছে কে জানে!

    কাকা খুবই দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। তবু, আইভরি কোস্টের ফাউলদুটো (এবং রেফারির দেখতে না পাওয়া) মাথা গরম করে দেওয়ার পক্ষে যথেষ্টরও বেশি। এই প্রথম একটা আফ্রিকার দলকে এত বাজে লাগলো। স্কিল ও মানসিকতা দুইদিক থেকেই।

    ও আর দ্রোগবা ভালোই। গোলগেটার। দুটো সহজ সুযোগের একটা থেকে গোল করেছে। এক্সট্রা অর্ডিনারি কিছু না।
  • . | 59.93.241.225 | ২১ জুন ২০১০ ০৩:১৮457320
  • এলানোকে মারাটাও দেখতে পায় নি? প্রায় প্রতিটি চার্জ করার সময়ই শিন বোন, পায়ের কিকিং এরিয়া , পাতার ঠিক উপরে লক্ষ্য করে স্পাইক ওপেন করে রেখেছে যাতে সংঘর্ষের ইম্‌প্যাক্টে পা বরাবরের জন্য জখম হয়ে যেতে পারে। এলানো, জুয়ান, গিলবার্তো সিলভা আর সদ্য নামা র‌্যামিরেজকে একভাবে স্পাইক ওপেন করে মার খেতে বাধ্য করেছে। এর থেকেও কম জোরে ঠিক একভাবে চার্জ করার জন্য রোনাল্ডোকে লাল কার্ড দেখতে হয়েছিলো।
    আগামী খেলায় কাকা তো নেই-ই, এলানো-ও মনে হয় নেই। ফ্রান্সের রেফারী হতাশায় আর কিই বা ভালো করবে।
  • Tim | 71.62.121.158 | ২১ জুন ২০১০ ০৩:২৪457321
  • এক্কেবারে ক। রোনাল্ডোর কেসটা মনে হয় অনিচ্ছাকৃত ছিলো, তাও রেহাই পায়নি।
    নক-আউটের প্রথম ম্যাচেও কাকা নেই। চাপ হয়ে গেল। যদিও খুব একটা ভালো খেলছেনা, তবু গোলের চান্সগুলো অন্তত করে দিচ্ছিলো।
  • aka | 24.42.203.194 | ২১ জুন ২০১০ ০৪:৪৯457322
  • জঘন্য রেফারিং। এবারের সবকটা রেফারিই জঘন্য। ইউএসএর গোলটা কেন বাতিল হল কেউ জানে না।

    আজ তো আমার ইতালির পেনাল্টিকটাও ভুলভাল লাগল। জামাটা ধরে রেখেছিল বটে কিন্তু লোকটা অনেক পরে একটা ডাইভ দিল।

    আজকে আইভরি কোস্টের অন্তত দুখানা লালকার্ড দেখা উচিত। জঘন্য খেলেছে।
  • Tim | 71.62.121.158 | ২১ জুন ২০১০ ০৫:৫৩457323
  • আরে রোনাল্ডিনহোকে রোনাল্ডো লিখেছি। খ্যালই করিনি।

    ইতালিরটা মোটেই পেনাল্টি হয়না। এরকম কনসিস্টেন্টলি বাজে রেফারিং দেখিনি আগে।
  • Arijit | 61.95.144.122 | ২১ জুন ২০১০ ১০:০৫457324
  • ইংল্যান্ড ঝুলছে গাঁটামোর জন্যে। আশ্চর্য হল এই ইংল্যান্ডই কোয়ালিফায়িং রাউন্ডে প্রায় এক তরফা খেলে গ্রুপ টপ করেছে। ক্রোয়েশিয়া, রাশিয়া এরা অ্যাটলিস্ট আলজিরিয়া/ইউএসএ-র চেয়ে ভালো দল। কাপেলোর ফ্লেক্সিবল অ্যাপ্রোচটা কোথায় চলে গেলো কে জানে। জেরার্ড লেফ্‌ট উইং-এ? ইংল্যান্ডের অত vaunted মিডফিল্ডের ব্যালেন্স পুরো গোল্লায় গেল ওখানেই।

    আমার প্রথম দুটো টিমকেই এখন পরের খেলাটা জিততেই হবে টিঁকে থাকতে হলে। দুদ্দুর:-(
  • o d | 61.12.12.83 | ২১ জুন ২০১০ ১০:০৮457325
  • কালকে আইভরি কোস্ট তুমুল ক্যালাকেলি করেছে। আর ফ্রান্স টিমটা ব্যাপক খোরাকের জোগান দিচ্ছে।
  • Arpan | 204.138.240.254 | ২১ জুন ২০১০ ১০:০৯457328
  • ইওরোপের হাল খুব খারাপ। শাভেজবাবুর চোখ এড়ায়নি যথারীতি। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন