এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আসন্ন বিশ্বকাপ ফুটবল

    Manish
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ৩০৩৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 71.62.121.158 | ১৮ জুন ২০১০ ২১:৪৯457262
  • আমার প্রত্যেকটা কথা যেভাবে সত্যি হয়ে যাচ্ছে......

    এখন তো দেখা যাচ্ছে পোডোলস্কির প্রথম দিনের গোলটাও হয়না। সুতরাং ভুল রেফারিং সমানে চলিতেছে। পোয়েটিক জাস্টিসও বলা যায়। ;-)

    মাঝখান থেকে আম্রিকা দুটো গোল করে হারা ম্যাচটা ড্র করে দিলো। অঘটন।
  • dipu | 59.164.189.207 | ১৮ জুন ২০১০ ২১:৫১457263
  • ওই o d হল দীপু। আজকাল মনে থাকে না :-)
  • pipi | 78.52.231.217 | ১৮ জুন ২০১০ ২১:৫৫457264
  • খেলা ভাল তো আমারও লাগে না ইটালীর, পর্তুগালের (কারণ সোজা বাংলায় এরা চোট্টামি করে আর প্রচুর নাটক করে), ব্রাজিল সহ আরো অনেকানেক দল নিয়েও কোন ব্যথা নেই, তা বলে হারুক হারুক, হারলে হরির লুঠ দেব এসব কি অলুক্ষুণে কথা!!
    রেফারির হাঁড়িকাঠে বলি না হয়ে এগার জন মিলে খেলে যদি সোজাসুজি হারত তো তাও অর্থ বুঝতাম!
  • dipu | 59.164.189.207 | ১৮ জুন ২০১০ ২২:০০457265
  • আচ্ছা, জার্মানি ঘানাকে ১২-০ হারাক। হ'ল? :-)

    রেফারিটা রামছাগল এ নিয়ে সন্দ নাই।
  • Tim | 71.62.121.158 | ১৮ জুন ২০১০ ২২:০১457266
  • না না ঘানা হেরে গেলে দু:খ পাবো। একটা মাত্র আফ্রিকার দল কোনমতে টিঁকে আছে।
  • pipi | 78.52.231.217 | ১৮ জুন ২০১০ ২২:০৮457267
  • ঘানা যদি ঘানভাঙ্গা তেলের মত ঝাঁজালো খেলে ম্যাচ নিয়ে যায় তো বলব সাব্বাশ ওস্তাদ।
    জার্মানী যদি ওঁচা খেলে হারে তো বলব যেমন কর্ম্ম তেমন ফল।
    তবে যদি জার্মানী ভাল খেলেও হারে তো সাপোর্ট সিমপ্যাথি ওদের দিকেই থাকবে।
    আমি আর্জেন্টিনারও সাপোর্টার। গেলবারে দুই দেশের খেলায় ধর্মসঙ্কটে পড়ে গিয়েছিলাম। তারপর থেকে ঠিক করেছি যে দলই জিতুক, ভাল খেলে জিতুক, হাততালি দেব।
    আজকে সার্বিয়া জার্মানীর তুলনায় ভাল খেলেছে কিছুটা নিশ্চয়ই (খুব ভাল খেলেছে বলতে পারছি না) কিন্তু খেলাটা যাদি এগারজনে হত, খালিপিলি রেডকার্ড না দেখে তো অবশ্যই সার্বিয়াকে সেলাম ঠুকতাম।
  • dipu | 59.164.189.207 | ১৮ জুন ২০১০ ২২:১২457268
  • ইসে, মিরোস্লাভ ক্লোজে একটু গোলমাল করে ফেলেছে। একটা হলদে কার্ড দেখার পর এবং রেফারি আধপাগলা বোঝার পরেও আঁকশি না করলেই পারত।

    সার্বিয়া একটা বারে লাগিয়েছে না? আর এই ওজিল ছেলেটার এত নাম শুনলুম, খেলা তো বিশেষ সুবিধের নয়।
  • Arpan | 122.252.231.10 | ১৮ জুন ২০১০ ২২:১৭457269
  • না না, ঘানা আজ জিতুক। আর জার্মানি ঘানাকে হারাবে। ভরসা আছে। :)

    তবে আমেরিকার ফ্রিকিক থেকে গোলটা কেন বাতিল হল বুঝলাম না। ডোনোভানের গোলটা এখন অব্দি টুর্নামেন্টের সেরা গোল। মাইকনের গোলটার থেকেও ভাল।
  • pipi | 78.52.231.217 | ১৮ জুন ২০১০ ২২:১৯457270
  • ক্লোসে ও পোডলস্কি ছাড়া তেমন কেউই দরের নয় তবে যার যেমন ক্ষমতাই থাক, বেশ একজোট হয়ে খেলে।
  • dipu | 59.164.189.207 | ১৮ জুন ২০১০ ২২:২০457272
  • কালকে দিয়েগো ফোরলানের প্রথম গোলটা এবারে আমার দেখা সেরা গোল। ডোনোভান, মাইকন দুটোই দেখেছি।
  • Arpan | 122.252.231.10 | ১৮ জুন ২০১০ ২২:২৭457273
  • হ্যাঁ, ফোরলানের গোলটাও বেশ।
  • Arpan | 122.252.231.10 | ১৮ জুন ২০১০ ২২:৩১457274
  • তবে সাউথ আফ্রিকার এক ডিফেন্ডারের ঘাড়ে লেগে আরো উঁচু হয়ে ঢুকে যায়। আর মোটেও জিরো ডিগ্রি থেকে শটটা নিতে হয়নি।
  • Tim | 71.62.121.158 | ১৮ জুন ২০১০ ২২:৩৮457275
  • ধ্যুস অপ্পনের কথা মানতে পারলাম না। ডোনোভানের গোলটা মাইকনের থেকে অনেক সহজ (যদিও মাইকনেরটা ইচ্ছাকৃত কিনা সে নিয়ে তক্কো আছে)। মাইকন এট্টুও সময় পায়নি, বলটা বেরিয়ে যাওয়ার মুহূর্তে এক ঝলক দেখে মেরেছে। ডোনোভান ধীরেসুস্থে নিয়ে গিয়ে জমিয়ে শট নিলো। বক্সে অত সময় পেলে সেটা গোল না করাই আশ্চর্যের। বরম আম্রিকার সেকেন গোলটা বেটার।
    তবে ফোরলানের গোলটা এই দুটোর থেকেই ভালো। যদিও একটু ডিফ্লেক্ট করেছিলো মনে হয়, তবু।
  • Tim | 71.62.121.158 | ১৮ জুন ২০১০ ২২:৪১457276
  • ও আর ডোনোভানের গোলটা ঠিক জিরো ডিগ্রি থেকে নেয়া নয়। সেটা বলের গতিপথ দেখলেই অবশ্য বোঝা যাবে। মাইকনের বলটা প্রায় গোললাইনের সমান্তরাল যায়, লাগে সাইডনেটে। ডোনোভানের শট কোনাকুনি, উঁচু, লাগে সিলিং এ। জিরো ডিগ্রি থেকে সোয়ার্ভিং শট ছাড়া এটা সম্ভব না। ডোনোভানের শট বাঁক খায়নি এট্টুও, সোজা জোরালো শট। পয়েন্ট ব্ল্যাংক থেকে। :-)
  • aka | 168.26.215.13 | ১৮ জুন ২০১০ ২২:৫৪457277
  • মাইকনের শটটা ইচ্ছাকৃত, অবশ্যই। মাইকন আউটস্টেপ দিয়ে বল মেরেছে, ক্রস তোলার ইচ্ছে হলে ইনস্টেপ দিয়ে মারত। যাস্ট চান্স নিয়েছে, লেগে গেছে।
  • Arpan | 122.252.231.10 | ১৮ জুন ২০১০ ২৩:২৭457278
  • না, জিরো ডিগ্রি মাইকনের গোলটা নিয়ে বলা। আর কোথায় পড়লাম যে মাইকন এইরকম গোল আগেও করেছে।

    স্লোভেনিয়ার একটা গোল আজ দুর্দান্ত ছিল। গোলকিপার নড়ার সুযোগ পায়নি।
  • Tim | 198.82.17.123 | ১৯ জুন ২০১০ ০০:০৯457279
  • হ্যাঁ আমি তো গোলদুটো দেখে ফিদা হয়ে গেলাম। ইউএসে ধাক্কাধাক্কি করে আর দুওড়ে ড্র করে দিলো খেলাটা। জিতে যেতেও পারতো।
  • Tim | 198.82.17.123 | ১৯ জুন ২০১০ ০০:১০457280
  • দৌড়ে*
  • Arpan | 122.252.231.10 | ১৯ জুন ২০১০ ০০:২০457283
  • কিন্তু লাস্ট গোলটা বাতিল হল কেন? অফসাইড তো ছিল না।
  • dri | 117.194.233.48 | ১৯ জুন ২০১০ ০০:২০457281
  • আহা! আমি ভাবলাম জার্মানরা নক আউটে গিয়ে হারবে। দেখি ব্যাটারা এখনই হেরে বসে আছে! না:, সব হিসেব গোলমাল হয়ে গেল। এখন মনে হচ্ছে ওরা অনেক দূর যাবে। হেরে সাবধান হয়ে গেল।

    এখন মনে হচ্ছে আর্জেন্টিনা না নক আউটে আর্লি ফুটে যায়।
  • dri | 117.194.233.48 | ১৯ জুন ২০১০ ০০:২৬457284
  • তবে টু বি ফেয়ার টু দা জার্মান্‌স, ওরা দশজনে দারুণ খেলল। খুব বোল্ড গেম। গোলে শট মারতে ভয় পায় না। অন্য টীমের মত ওপেন বল পেয়ে ডজ মেরে সময় নষ্ট করে না। খুব পার্সিস্টেন্ট অ্যাটাক। একটু লাক যেদিন ভালো থাকবে গোল পাবে।

    গোলে শট নিতে দোনামনা করে না আরেক টীম -- ব্রাজিল।
  • Arpan | 122.252.231.10 | ১৯ জুন ২০১০ ০০:২৭457285
  • এই হল ডোনোভানের গোলটা। নয় সেকেন্ডের মাথায় ফ্রিজ করলে বোঝা যাবে কত টাফ ছিল গোলটা। গোলি গোলের মুখ পুরো আটকে দাঁড়িয়েছিল। আর পাশ থেকে ডিফেন্ডার দৌড়ে প্রায় কভার করে দিয়েছিল।


  • Arpan | 122.252.231.10 | ১৯ জুন ২০১০ ০০:৩০457286
  • তবে মাইকনেরটা বেটার। আই এগ্রি।
  • dri | 117.194.233.48 | ১৯ জুন ২০১০ ০০:৩২457287
  • বড় টীমের সাথে খেলতে গিয়ে মাঝারি টীমগুলো অনেক সময় ওভার ডিফেন্সিভ হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন আর্লি গোল পেয়ে যাচ্ছে, বাকি সময়টা সবাই নেমে আসছে। এটা একটা ট্যাকটিকাল মিসটেক। একটু কাউন্টার অ্যাটাকের ভয় না থাকলে অপোনেন্ট সব প্লেয়ার উঠিয়ে আনছে। মাঝে মাঝে একটু অন্তত কাউন্টার অ্যাটাকের ভয় দেখানো উচিত। এই করে নাইজেরিয়া ম্যাচটা হারল। স্লোভেনিয়াও লীড রাখতে পারল না।

    সাউথ কোরিয়া অবশ্য ২-১ এর পর একটু অ্যাটাকিং খেলতে গিয়েই আরো দুগোল খেল। দুটো গোলই শার্প কাউন্টার অ্যাটাকে হয়েছে। ক্লোজ খেলা খেললে ঐ দুগোল হয় না।
  • dri | 117.194.233.48 | ১৯ জুন ২০১০ ০০:৩৬457288
  • স্লোভেনিয়ার গোলটায় আমার মনে হয়েছে আম্রিকান গোলকীপার নড়তে পারেনি, মানে রিফ্লেক্স কাজ করেনি। এমন নয় যে শটটা এত জোরে ছিল যে নড়ার সময় পায়নি। হতে পারে সামনে ব্যাক ছিল বলে শুরুর কয়েক মিলিসেকেন্ড পরে শটটা দেখতে পেয়েছে।
  • Tim | 198.82.17.123 | ১৯ জুন ২০১০ ০০:৪১457289
  • হ্যাঁ অনেকটা কভার করেছিলো সত্যি। কিন্তু শট নেওয়ার পরে ভয়ে সরেও গেল, এটা দেখেছো। এনিওয়ে, খুবই ভালো গোল, মাথা ঠান্ডা করে কাজের কাজটা করেছে, নো ডাউট। অনেকেক স্ট্রাইকারই ঐ গোল মিস করতো।

    থার্ড গোলটা আতিল হলো অফসাইডের জন্যই। তবে ক্লোজ ডিসিশান। সম্ভবত অনসাইড ছিলো ব্র্যাডলি।
  • Arpan | 122.252.231.10 | ১৯ জুন ২০১০ ০০:৫২457290
  • দৃ, হাওয়ার্ড অনেকটা এগিয়ে থাকে। এইখানেও শটটা নেবার সময় প্রায় বক্সের মাথায় ছিল।
  • aka | 168.26.215.13 | ১৯ জুন ২০১০ ০০:৫৪457291
  • স্লোভিনিয়ার ঐ গোলটা দুর্দান্ত। জোর আর সঠিক কোণে ঠেলার অপ্টিমাল কম্বিনেশন। গোলির কিছু করার নেই। হাওয়ার্ডকে এগিয়ে আসতেই হত গোলের মুখ ছোট করার জন্য।
  • dri | 117.194.233.48 | ১৯ জুন ২০১০ ০১:০৭457292
  • বক্সের মাথায় থাকলেও, শট নেওয়া হয়েছে অনেক দূর থেকে। এরকম সিচুয়েশানে, শট নেওয়ার শুরুতেই বলটা দেখতে পেলে কীপাররা, পারুক না পারুক, ঠিক দিকে একটা ডাইভ মারে। সেটা এ মারেনি।
  • aka | 168.26.215.13 | ১৯ জুন ২০১০ ০১:১৬457294
  • ওয়েন রুনি তো বলই ধরতে পারে না। আগের বিশ্বকাপেও দেখেছিলাম। এগুলো ওভারহাইপড প্লেয়ার সব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন