এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আসন্ন বিশ্বকাপ ফুটবল

    Manish
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ৩০৩১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 130.207.61.117 | ২২ জুন ২০১০ ০৬:৩৭457395
  • স্পেনের গ্রুপটা হেবি ইন্টারেস্টিং হচ্ছে।

    চিলি আর সুইটজারল্যান্ড দুয়েরই একই পয়েন্ট, একই গোল ডিফারেন্স হতে পারে। মনে হয় স্পেন আর সুইটজারল্যান্ড উঠে যাবে। ওদিকে চিলি যদি ড্রও করে দেয় তাহলে চিলি আর সুইসরা উঠবে। অনেক ইফ দেন এলস। চিলি একটু ভালো খেললে স্পেন ফুটেও যেতে পারে। আমার চিলির খেলাও ভালো লাগছে।
  • sana | 58.108.226.99 | ২২ জুন ২০১০ ০৬:৫০457396
  • aka বাজী হেরে ভুত! রোনালডো প্রায় সব কটা গোলই করালো + নিজে গোল করলো।
  • Arijit | 61.95.144.122 | ২২ জুন ২০১০ ১০:৩৪457397
  • আজ থেকে তো একই সময় দুটো খেলা। ইসপিএন ছাড়া আর কে দেখাবে? স্টার স্পোর্টস?
  • Raj | 202.79.203.59 | ২২ জুন ২০১০ ১০:৩৯457399
  • হ্যাঁ ষ্টার স্পোর্টস
  • Sags | 114.143.7.146 | ২২ জুন ২০১০ ১১:১৮457400
  • কালকের খেলা গুলো দেখে মনে হচ্ছে ইউরোপ চেগে গেছে। কিন্তু কিছু ভালো টিম গ্রুপে 2nd হয়ে উঠে পরে ঝামেলা করবে।

    চিলি-সুইস খেলাতে রেফারির ভাঁড়ামো দেখলাম। মোট ৯ টা হলুদ আর একটা লাল কার্ড।
  • quark | 202.141.148.99 | ২২ জুন ২০১০ ১২:০৮457401
  • ফাবিয়ানো ফুটবলের লজ্জা! দু দু বার হাত দিয়ে বল নামিয়ে বলে "অনিচ্ছাকৃত হ্যান্ডবল, ন্যায্য গোল, জীবনের সেরা গোল"। ছি:!

    তাও যদি মারাদোনার মত একটা পাঁচজনকে কাটিয়ে গোলের মত একটা ব্যাক আপ থাকত।
  • Abhyu | 80.221.18.28 | ২২ জুন ২০১০ ২১:২৮457402
  • সাউথ আফ্রিকা আয়োজক দেশ হিসেবে আরেকটু গেলে বেটার হত। যাউগ্গা।
  • aka | 168.26.215.13 | ২২ জুন ২০১০ ২২:৪৯457403
  • মারাদোনার প্রতি একজনকে কাটানোর জন্য একটা করে বিশ্বকাপ দিয়ে দিলাম।:))

    আমাকে বুঝিয়ে দেওয়া হোক চিলি কি করে সেকেণ্ড রাউন্ডে চলে গিয়ে থাকে। হাউ?
  • aka | 168.26.215.13 | ২৩ জুন ২০১০ ০২:৫৯457405
  • এবারের টিভি কভারেজ একেবারে লা-জবাব। স্লো-মোশন দেখে মনে হচ্ছে প্রতিটা ন্যানো সেকেণ্ড বোধহয় ক্যাপচার করছে। আর সেই রকম ক্লেয়ারিটি। রেফারিং নিয়ে এত কথা আমরা বোধহয় সেই কারণেই বলতে পারছি। রেফারি কিন্তু একই জিনিষ রিয়েল টাইমে দেখছে আর একটা নির্দিষ্ট কোণ থেকে। অতএব রেফারিদের একটা ডিসকাউণ্ট প্রাপ্য। মারাদোনার গোলটা তো বহুদিন অবধি বুঝতেই পারি নি হাত লাগিয়েছিল কিনা। এবারে যা ভূলভ্রান্তি হচ্ছে তা মনে হয় প্রতিবারই হয় শুধু টেকনলজির উন্নতির জন্য বাইরে থেকে বোঝা যাচ্ছে।
  • pipi | 92.225.144.255 | ২৩ জুন ২০১০ ০৪:৩৯457406
  • ফ্রান্স ফুটে গেল!!! কি কাণ্ড!!! ফ্রান্সের ফুটে যাওয়া দেখে এখানের লোকজন কালকের ম্যাচ নিয়ে কেমন যেন হতোদ্যম হয়ে পড়েছে। মানে ভাবখানা এই যে ফ্রান্সই যদি আউট হয়ে যেতে পারে তো আর আমরা.....
    মোট কথা লোকজন বলাবলি করছে যে এবার আর্জেন্টিনাই কাপ নিল বলে। আমিও অবশ্য তাইতে খুব কষে ঘাড় নেড়ে দিয়েছি:-)
  • sinfaut | 117.194.196.177 | ২৩ জুন ২০১০ ০৯:৩২457407

  • quark | 202.141.148.99 | ২৩ জুন ২০১০ ১০:৩৪457408
  • এই আর্জেন্টিনার খেলা দেখার জন্যে রাত জাগা যায়। গ্রীস গোটা খেলায় দশজনকে নিজেদের হাফে রেখে গেল, ব্যাতিক্রম সামারাস। ওকে সবসময় রাখা হ'ল আর্জেন্টাইন বক্সের মাথায়। এত সঙ্কেÄও ম্যাচে গ্রীস বল পেল ৩০%। শেষ কুড়ি মিনিট আর্জেন্টিনা ছেলেখেলা করল। মেসিকে যত দেখছি ভালো লাগছে। পায়ে বল পড়লেই কয়েক সেকেন্ড থেমে ছোট্ট দৌড়, বিপক্ষের খেলোয়াড়কে ঘাড়ে নিয়ে, চ্যালেঞ্জটা দেখার মত। বেশ কয়েকবার গ্রীসের বক্সে ঢুকেও ফিনিশ হ'ল না। তবে আমার ধারণা সেটাও গ্রুপ লীগের শেষ এবং গুরুত্বহীন ম্যাচে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত। আর্জেন্টিনার আরেকজনকেও বেশ লাগল, ১৬ নং।

    একটা কাঁটা থেকে গেল, ডিফেন্সটা চ্যালেঞ্জড হ'ল না। নাইজিরিয়া ম্যাচে যে গোল খেয়েছিল, সেটা ভুলতে পারলে ভালো লাগতো।

    রেফারিং নিয়ে সব ম্যাচেই কিছু বলার থাকছে। গ্রীস এই ম্যাচে খানিকটা আইভরি কোস্টের ট্যাকটিক্স নিতে শুরু করেছিল। রেফারি শুধু সতর্ক ক'রে ছেড়ে দিলেন। ম্যাচে কার্ড বিশেষ বেরোল না। এই টুর্নামেন্টের প্রেক্ষিতে ভালো ব্যাপার। তবুও অন্তত: আরো দুটো জায়গায় গ্রীস হলুদ কার্ড পেতে পারত।

    আকার সাথে একমত হলাম না। যেমন ফাবিয়ানোর গোলটা অন্ত: ৫/৬ সেকেন্ডের ব্যাপার। রেফারির চোখ এড়ানোর কথা নয়, এমনকি রিয়্যাল টাইমেও। কিম্বা কাকার রেড কার্ড, সেটা এল ঘটনার অন্তত: এক মিনিট পরে। অথচ এখানেও ঘটনাটা ঘটেছিলো উইথ দ্য বল।
  • lcm | 69.236.190.194 | ২৩ জুন ২০১০ ১১:০৭457409
  • কিন্তু, মেসিকে আটাকানোর কি আর কোনো উপায় নেই, শেষে এই ভাবে!
    http://epratidin.in/Details.aspx?id=2862&boxid=3542015
  • Arijit | 61.95.144.122 | ২৩ জুন ২০১০ ১১:৪০457410
  • আজ দুইখান ক্রিটিক্যাল ম্যাচ। দুপুরে আপিসেই এট্টু ঘুমিয়ে নিতে হবে।
  • Arijit | 61.95.144.122 | ২৩ জুন ২০১০ ১৩:২১457411
  • আচ্ছা, ফ্রান্স তো ২০০২-তেও গ্রুপ রাউন্ডেই ফুটে গেস্‌লো, তাও একখানাও গোল না করে। সেবার মনে হয় জিদান-টিদান টিমে ছিলো। এবার হইচইটা এট্টু বেশিই হচ্ছে না? সেটা কি আনেল্‌কা-এভ্রার ফরাসী বিপ্লবের জন্যে?
  • Arpan | 204.138.240.254 | ২৩ জুন ২০১০ ১৩:৫৬457412
  • প্লে-অফ ম্যাচে হ্যান্ডবল করে গোল দিয়ে ফাইনাল স্টেজে উঠেছিল। ঠিকই আছে।
  • Raj | 202.79.203.59 | ২৩ জুন ২০১০ ১৪:০২457413
  • আইরিশ অভিশাপ !
  • saikat | 202.54.74.119 | ২৩ জুন ২০১০ ১৪:০৭457414
  • ফ্রান্স গেছে বাঁচা গেছে, কিন্তু ইতালি? চাইন চাইনা। কিন্তু তাও ঠিক শেষ খেলাটা জিতে উঠে যাবে। খুব খারাপ লাগে।
  • Arpan | 204.138.240.254 | ২৩ জুন ২০১০ ১৪:০৯457416
  • চিন্তা করার কিছু নেই। আবার ২০১৮ তে ওরা কিছু একটা করবে। :)
  • Arpan | 204.138.240.254 | ২৩ জুন ২০১০ ১৪:১০457417
  • ইংল্যান্ড ফুটলেও বাঁচা যায়।

    কিন্তু সাধের জার্মানি? আহা, ওরা যেন অনেকদূর যায়।
  • saikat | 202.54.74.119 | ২৩ জুন ২০১০ ১৪:১৯457418
  • হুঁ, ইংল্যান্ড ! সেই ৬৬-র পর থেকে প্রতিবারই নাকি এদের জেতার কথা। গাসকোয়েনের ডজ, বেকহ্যামের ফ্রীকিক ইত্যাদি।

    আমি চাই হল্যান্ড আর পর্তুগাল এগোক। নিস্ফলের, হতাশের দলে আর কতদিন থাকবে !
  • Raj | 202.79.203.59 | ২৩ জুন ২০১০ ১৪:২০457419
  • অপ্পনকে আগাম মিষ্টি খাওয়ালুম :)

    কিন্তুক জাম্মানির ভাবগতিক খুব একটা সুবিধের লাগছে না
  • Sags | 114.143.7.146 | ২৩ জুন ২০১০ ১৪:২৪457420
  • অপ্পন, রাজ, কোয়ার্ক কাষ্ঠ স্পর্শ কর। আমারো খুব লিখতে ইচ্ছে করছে, কিন্তু নজর না লাগ যায়ে।
  • Sags | 114.143.7.146 | ২৩ জুন ২০১০ ১৪:২৮457421
  • সরি, ওটা পিপি, কোয়র্ক হবে
  • Arpan | 204.138.240.254 | ২৩ জুন ২০১০ ১৪:৫৬457422
  • তাই বইল্যা ভাইবেন না য্যানো হল্যান্ড ম্যাচে আমি জার্মানিরে সাপোটামু। :)
  • Raj | 202.79.203.59 | ২৩ জুন ২০১০ ১৫:১৮457423
  • হ সেই সেমিতে বা ফাইনালে দ্যাখা হইলেও হইতে পারে
  • Sags | 114.143.7.146 | ২৩ জুন ২০১০ ১৫:৫২457424
  • এট্টু ভবিষ্যবাণী করা যাক। গ্রুপ ডি: জার্মানী, সার্বিয়া। গ্রুপ ই: হল্যান্ড, ডেনমার্ক। এফ: প্যারাগুয়ে, ইটালী। জি: ব্রেজিল, পোর্তুগাল। এইচ: সুইজার্ল্যান্ড, চিলি-স্পেন ম্যাচ থেকে একজন। সি থেকে আমেরিকা উঠবে, আরেকটা কে সেটাই দেখতে হবে।
  • stoic | 160.103.2.224 | ২৩ জুন ২০১০ ১৭:৫০457425
  • আর্জেন্তিনা সেমিফাইনাল অবধি যাচ্ছেই। একে ভাল খেলেছে, তায় সহজ সহজ ম্যাচ পাবে। অন্যদিকে ব্রাজিল, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, পোর্তুগাল, এরা সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার ফাইনালেই মিট করবে।
  • Netai | 125.19.38.82 | ২৩ জুন ২০১০ ১৮:১৭457427
  • এতোই কি সোজা? নক আউটে কোনো ম্যাচ ই স্পেন হন্ডুরাস টাইপের হবেনা যে খেলা দেখতে বসলাম কে জিতবে জেনেই। বিশেষ করে মেক্সিকো তো আর্জেন্টিনা কে হারাতেই পারে।

    এবারের কাপ কে জিতবে অমি ভেবে রেখেছি। ফাইনাল হয়ে যাক। তাপ্পর নামটা বলব।:)))
    খুব হাই পসিবিলিটি, মানে উচ্চ সম্ভাবনা রয়েছে ঐ দেশ্‌টার শেষমেষ জেতার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন