এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে:লাদাখ

    Sudipta
    অন্যান্য | ০৯ নভেম্বর ২০১০ | ৮৭৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sudipta | 115.187.35.56 | ১২ নভেম্বর ২০১০ ২১:৪১458124
  • সেপ্টেম্বরের ২ তারিখ ছিল বৃহষ্পতিবার; তো আগস্টের ২৮ শে গেলাম কেনাকাটি সারতে, ছোটো খাটো জিনিসপত্র কিনে গেলাম মোসলেমের দোকানে (মেট্রো গলির এম এম ফোটোগ্রাফি, যাকে বলবেন সেই দেখিয়ে দেবে), একটা রিচার্জেবল আর অ্যালক্যালাইন ব্যাটারি সেট ছিল, তবু শীতের জায়গা, কতক্ষণ চার্জ থাকবে ঠিক নেই; সুতরাং আর-ও একটা করে সেট দুজনেই কিনে ফেল্লাম; ১ জিবি মেমোরি তো ছিলো-ই, আর-ও ২ জিবি কিনলাম; নীলাঞ্জনের ২ জিবি ছিল, ও আর নিল না; তারপর রাজকচুরি সহযোগে ফাটাফাটি একটা ব্রেকফাস্ট সেরে, সেই ম্যাঙ্গো লস্যি এক গ্লাস করে মেরে বাড়ি; সোমবার আপিসে যাওয়ার আগে ব্যাগ গোছানো রেডি, একটা রুকস্যাক আর একটা ছোটো পিঠ-ব্যাগ। সর্দি-কাশি-জ্বর-পেট খারাপ-হজম সবকিছুর ওষুধ প্যাক করা হল, আর হাই অল্টিচিউড সিকনেসের জন্যে নিলাম এক পাতা ডায়ামক্স আর দুজনের দুটো ইনহেলার (যদিও শেষ অবধি কোনোটাই লাগে নি)। যাওয়ার আগে অমিত সুব্বা আর শ্যাম শর্মা দুজনের সঙ্গে কথা বলে নিলাম; ঠিক হল, ৩ তারিখ মানালি বাসস্ট্যান্ডে শর্মাজী আমাদের সঙ্গে দেখা করবেন আর অমিতের সঙ্গে দেখা হবে লে পৌঁছে, শুধু মাঝে মানালি থেকে রওনা হওয়ার সময় ওকে একবার কনফার্ম করতে হবে। সব তৈরী, শুধু দুটো রুটম্যাপ, লাদাখের একটা রাজনৈতিক ম্যাপের প্রিন্ট নিয়ে নিলাম, আর সঙ্গে রইল প্রিপেড ট্যাক্সি (এখানে ট্যাক্সি অর্থে কোয়ালিস, জিপসী, সুমো এসব বুঝতে হবে) ভাড়ার চার্ট লে থেকে বিভিন্ন জায়গায় যাওয়া আসা ও রাত্রিবাসের। দুজনে ঠিক করে নিলাম যেহেতু সকাল পৌনে বারোটায় ফ্লাইট, বাড়ি থেকে হালকা জলখাবার খেয়ে বেরোবো, আর দিল্লী এয়ারপোর্টে নেমে আলুর পরোটা দিয়ে লাঞ্চ সারব। এবার যাত্রা শুরু!
  • Sudipta | 115.187.35.56 | ১২ নভেম্বর ২০১০ ২১:৪৫458125
  • কাব্লিদা, বেলঘরিয়া দিয়ে না গেলে এয়ারপোর্ট যাবো বা কিভাবে আর লাদাখ পৌঁছুবো-ই বা কিভাবে, আমার তো ঐটাই রাস্তা :(

    নীনাদি, পথে নেমেছি তো, শুধু পথ হারাবার ভয় যাতে না থাকে তাই দুটো রুটম্যাপ গুছিয়ে নিচ্ছিলুম আর কি :)
  • Nina | 64.56.33.254 | ১২ নভেম্বর ২০১০ ২২:০৭458126
  • খুব ভাল লাগছে রে---আলোকবর্ষ আগে গিয়েছিলাম বাবা মা আমি, মানালি থেকে --রোটাংএর হাইএস্ট পয়েন্টের কাছে একটা ছবি ছিল আমাদের পাতি আগফা ক্লিকে তোলা --হাইট ১৩,৫০০ ফিট বলে মনে পড়ছে--সেরকম কিছু দেখলি কি? নাকি ৮,৫০০--গুলিয়ে গেছে!
    দুর্গমগিরি--কি দারুণ যে লেগেছিল!!
  • Sudipta | 115.187.35.56 | ১২ নভেম্বর ২০১০ ২২:৩৯458127
  • ২ তারিখ শম্ভুদার ট্যাক্সি এয়ারপোর্ট পৌঁছে দিল, নেমে দেখি নীলাঞ্জন হাজির বুকে-পিঠে ব্যাগ ঝুলিয়ে; দুজনে অবশেষে চেপে বসলুম আর দু ঘন্টা কাটতে না কাটতে নীচে দেখি জলের মধ্যে একটা বাটি ভাসছে নীচে; ও হরি! পরে আর একটু নীচে নামতে দেখি ওটাই দিল্লী আর চারপাশে মনে হচ্ছে সুনামি হয়ে গেছে, আসার আগে শুনেছিলাম দিল্লীতে ভয়ানক বৃষ্টি হচ্ছে, তা বলে এই! তা সেই ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই কোমরে বেল্ট খুলে পরে যখন হাত ব্যথা হওয়ার যোগাড়, পাইলট সাহেব গোমড়া গলায় ঘোষণা করলেন, বিমান এবার দিল্লীর বুকে নামবে।এবার আড়াইটে নাগাদ ব্যাগ-পত্র নিয়ে ট্রলি নিয়ে চিন্তা হল এখনো চার ঘন্টা, কি করা যায়! শমীকদার কথা মনে পড়ল, সঙ্গে এটা-ও মনে পড়ল আজ ছুটির দিন নয় আর শমীকদা এয়ারপোর্ট থেকে বেশ দূরে থাকে, একবার ভাটে লিখেছিল (নাকি লা-জওয়াব দিল্লীতে?)। নীলাঞ্জন খুঁজে পেতে এক বন্ধুর দিদি-জামাইবাবুর হদিশ বার করল, কিন্তু শোনা গেল সেই দিদির নাকি ডেঙ্গি! অতএব দুজনে বেশ গুছিয়ে বাছিয়ে বসা গেল এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাইরে অপেক্ষা করার জায়গাটায়; তা যত টা খারাপ লাগবে ভেবেছিলুম ততটা খারাপ লাগল না, বিশেষত: দিল্লী এয়ারপোর্টে দৃশ্যসুখের বিশেষ ব্যাঘাত ঘটে না দেখলুম ;-) নীলাঞ্জন ও বেশ খুশী খুশী দেখলুম। গপ্প গুজব ও হল খানিক, মাঝে গিয়ে খবর নিয়ে এলুম চন্দ্রালোক বিল্ডিং কিভাবে যাবো, ভাড়া কত প্রিপেডে ইত্যাদি; এবার পাশেই ফুড স্ট্রীটে ঢুকলাম পেটে ডন মারা ছুঁচোগুলোকে বধ করতে। এক সুন্দরী তন্বী মিষ্টিমুখে হেসে হেসে অভ্যর্থনা জানালো; টেবিলে এসে বসে দেখি নীলাঞ্জন নেই, পেছনে ঘুরে দেখি সে আসছে বটে ট্রলি ঠেলে, কিন্তু তার চোখ রয়েছে পেছনে, বুঝলুম ব্যাটা মজেছে; তা বেরিয়ে শুনি আসার সময় ওকে এত সুন্দর করে হেসে মেয়েটি থ্যাঙ্কু দিয়েছে, যে ও তখন-ই ঠিক করে ফেলেছে ফেরার দিন আবার এখানেই খাওয়া দাওয়া করবে! বোঝো! তা বাচ্চা ছেলেদের মন অমন উচাটন হয়, ওতে বেশী সময় না দিয়ে প্রিপেড ট্যাক্সি তে চেপে বসলুম; আমার এই প্রথম দিল্লীতে পা রাখা, তো ড্রাইভার সাহেবকে সেকথা বলতেই রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে পার্লামেন্ট, বিভিন্ন দূতাবাস থেকে দূর থেকে ইন্ডিয়া গেট চিনিয়ে চিনিয়ে গিয়ে সোজা চন্দ্রালোক বিল্ডিং এর সামনে নামিয়ে দিল; নেমে দেখি, কোথায় হিমাচল ট্যুরিজম, কোনো হদিশ নেই; পরে একজনে্‌ক জিগিয়ে জানলাম, সেটা বিল্ডিং এর পেছন দিকে, তা বেশ, লটবহর বয়ে নিয়ে গেলুম সেদিকে; সেখানে গিয়ে দেখি এক বাঙালী ভদ্রলোক সপরিবারে মানালি চলেছেন ছুটি কাটাতে; হোটেল বিয়াসের নামটা শুনে মনে হল একবার করে ফেলি বুকিং, তবু শর্মাজীর ওপর ভরসা রেখে চুপ রইলুম। অবশেষে সাড়ে ছটায় বাস ছাড়ল, আর সঙ্গে সঙ্গে শুরু হল অঝোর ধারায় বৃষ্টি, পর্দা সরিয়ে মনে হল যেন ঝর্ণার মধ্যে দিয়ে চলেছি, কানে লাগালাম "Well I'll be damned/ Here comes your ghost again..." এর সুর, সারাদিনের ক্লান্তি এবার ঘুম হয়ে নামল চোখে দিল্লী পার হয়ে হাইওয়েতে ওঠার একটু পরেই।

    (ক্রমশ:)
  • Samik | 122.162.75.249 | ১২ নভেম্বর ২০১০ ২২:৫১458129
  • তবে আরেকটু বেশি বেশি করে লেখ। বড্ড কম কম হচ্ছে।
  • Samik | 122.162.75.249 | ১২ নভেম্বর ২০১০ ২২:৫১458128
  • উফ্‌ফ্‌। বড় নষ্ট লজিক লাগছে।

    আর কদিন পরেই আরেক গুরুভাই এই পথে যাবেন। :)

    হুদীপ্ত, সেইদিনই আমি আগের আপিসে পাতা ফেলেছিলাম। আসছিস জানলে আরামসে চলে যেতাম অ্যারপোর্ট, খুব একটা দূরে নয়, মাত্র পঁয়তিরিশ কিলোমিটার।
  • Nina | 64.56.33.254 | ১৩ নভেম্বর ২০১০ ০০:১৭458130
  • আর গুরুবোনও যাবেন বল্লনা , শমীক
    :-(( ফোঁস!
  • Samik | 122.162.75.217 | ১৩ নভেম্বর ২০১০ ০৯:৪৪458131
  • দিল্লি না দিল্লি না, আমি মানালির কথা বলছিলাম।
  • Samik | 122.162.75.217 | ১৩ নভেম্বর ২০১০ ০৯:৪৫458132
  • অ্যাট্টা ওপেন সুপুরি আছে। হুদীপ্তকে কি ক্যালানো যায় কোনওভাবে? বড্ড কম লিখছে ব্যাটা।
  • Sudipta | 115.187.35.206 | ১৩ নভেম্বর ২০১০ ১৮:১৬458134
  • ঘুম ভাঙলো প্রায় দশটা নাগাদ; দেখলাম বাস চলেছে, কিন্তু ভলভো-র ভেতর থেকে বোঝা দায় আস্তে চলছে না জোরে। হঠাৎ দেখি দুজনের সিটের মাঝে উপর থেকে টুপ টাপ জল পড়া শুরু হয়েছে! কোনোরকমে জানলার পর্দাটা তুলে জায়গাটা আড়াল করলাম, কিন্তু দুজনে মিলে অনেক ভেবেচিন্তে বের করতে পারলাম না ওটা এসি-র জল না বৃষ্টির। এর মধ্যে দুটো নদী অন্ধকারে পার হল দেখলাম, তাদের ভয়ঙ্কর স্রোত আর সেইরকম জল দুদিকের বাঁধ প্রায় উপচে পড়ে আর কি, ভেবে দেখলাম ভাগ্যিস আর এই রাস্তায় ফিরতে হবে না, চারদিক দেখে একেবারেই মনে হচ্ছিল না আর দুদিন ওরকম বৃষ্টি হলে ঐ রাস্তা ঠিক থাকবে! এদিকে বাসের ভেতর উঠে থেকে সেই বাঙালী পরিবারের কত্তা বকর বকর শুরু করেছে, তা-ও সেসব নিজেদের মধ্যে নয়, একটা তামিল ছেলেকে পাকড়াও করেছে; সে বেচারা হিমাচলের কোনো এক কলেজে পড়ে, তাকে নিজের জীবনের যত উত্থান পতনের কাহিনী শুনিয়ে এইভাবে চলো, ঐভাবে চলো বলা শুরু করেছে, ছেলেটা বেশ বিরক্ত হচ্ছে দেখলাম, কিন্তু কিছু বলছে না, আর ততোধিক জ্ঞান বর্ষণ চলছে, এমনকি তামিলরা যে ভালো হিন্দী বলতে পারে না, তার সুফল কুফল বর্ণনা-ও চললো অনেকক্ষণ (যদি-ও ভদ্রলোকের নিজের হিন্দী খুব উচ্চদরের মনে হল না), ছেলেটা যখন-ই ok,ok I understand ইত্যাদি বলে ঘাড় ফেরায় তখন-ই লোকটা বলে, ভেবো না যে তোমায় আমি জ্ঞান দিচ্ছি (বেসিক্যালি দেখেছি যারা এমন গায়ে পড়ে জ্ঞান দেয় সকলেই এই কথাটা বলে নেয় মধ্যে মধ্যে)! তো দুজনের-ই ঘুম চটকে দফারফা, নীলাঞ্জন তো মাথা ধরে বসে রইল, আর সারা বাসে শুধু তাদের কথোপকথনের ৬৫ ডেসিবল অতিক্রম করা শব্দ! এমন কতক্ষণ চলল জানি না, বা চললে একটা প্রতিবাদ করার কথা ভাবছিলাম, তখন-ই দেখলাম বাসটা ধাবা-য় ঢুকছে, হেল্পার কে জিগাতে বলল এটা চন্ডীগড়ের বর্ডারের কছে, রাত তখন এগারোটা প্রায়।ধাবা দেখে দুজনেই বাসে মোটামুটি ঠিক করে নিয়েছিলুম তন্দুরি রোটি, শাহী পনীর, ডাল মাখানী আর লস্যি রাখবো-ই লিস্টে, তারপর দেখা যাবে; এই ফাঁকে বলে রাখি নীলাঞ্জন খুব স্বাস্থ্য সচেতন, তেল মশলা কম খায়, স্যালাড ইত্যাদি খায় আর যত সম্ভব কম খায়, আমার ঠিক উল্টো! তো ধাবা-য় ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে অর্ডার করে দিলাম খাবারের আর পাঁচ মিনিটের মধ্যেই এসে গেল জাম্বো সাইজের তন্দুরি, সঙ্গে খুশবুদার শাহী পনীর , ওপরে বেশ মাখন ভাসছে (আড়চোখে দেখে নিলুম নীলাঞ্জনের মুখে বিরক্তির ছাপ), আর ঘন থকথকে ডাল মাখানি, হাপুস হুপুস করে আমি দিলাম চার পিস সাঁটিয়ে, নীলাঞ্জন অনেক কষ্টে দুখান খেয়ে মিক্সড স্যালাডের খোঁজ শুরু করে দিল, যথারীতি পাওয়া গেল না। শেষ পাতে এল ইয়াব্বড় গ্লাসে স্পেশ্যাল লস্যি, ওপরে কাজু, কিশমিশের পাহাড়;যাক সেসব খেয়ে দেয়ে দিব্য ঢেঁকুর তুলে ফের বাসে ওঠা গেল, আমাদের ড্রাইভার দেখলাম এক চন্ডীগড়ী বৃদ্ধ, এর ষাট হয়নি আর এখন-ও এত দূরপাল্লার বাস চালাচ্ছে দেখে অবাক হলুম, তবে এর এফেক্ট টা বোঝা গেল আর-ও পরে, আপাতত: দুজনে আবার ছোট্টো করে ঘুমের চেষ্টা করলাঅম; সেই তামিল ছেলেটা দেখি নিজের্সীট চেঁয করে একেবারে পেছনে গিয়ে বসে পড়েছে! বুঝলাম সকলের-ই প্রাণের, থুড়ি কানের মায়া আছে :)
  • Sudipta | 115.187.35.206 | ১৩ নভেম্বর ২০১০ ১৮:৩০458135
  • শমীকদা সুপুরি কেউ নিলো না!! খিক খিক খিক :))
  • Samik | 122.162.75.207 | ১৩ নভেম্বর ২০১০ ২২:০৪458136
  • দ্যাখ ভাই, কবি বলেছেন, দুনিয়া গোল হ্যায়, অওর হর্‌ পাপ কা এক ডাব্‌ল রোল হ্যায়। মেরা ভি নাম্বার আয়েগা, তখন এইভাবে তড়পে তড়পে মারবো তোকে।

    :(
  • Nina | 68.84.239.41 | ১৪ নভেম্বর ২০১০ ০০:৩৮458137
  • অ্যাই দেক!রাজায় রাজায় যুদ্ধু হয় আর উলুখাগড়ার প্রাণ যায়--আমরা কি দোষ কল্লুম :-((
    বুম্বাটার মাছভাজতে এট্টু দেরি হয়ে যায় নারে??
  • Samik | 122.162.75.231 | ১৫ নভেম্বর ২০১০ ২৩:৪৪458138
  • একে কি সত্যিই ক্যালাতে হবে???
  • Samik | 122.162.75.200 | ১৬ নভেম্বর ২০১০ ২১:৪৬458139
  • গুদুম! ধড়াম!! দুমুশ!!! ফটাস্‌ !!! ঠাঁইঠাঁইঠাঁইঠাঁই বালাবালাবালাবালা ঢিঁচক্যাঁও ...
  • d | 14.96.90.190 | ১৭ নভেম্বর ২০১০ ১০:৩৩458140
  • এই ছেলেটাকেও কি বানতলা পাঠিয়ে দিয়েছে নাকি?
  • Sags | 114.143.7.146 | ১৭ নভেম্বর ২০১০ ১৬:২৬458141
  • এইসব ভালো ভালো বেরু বেরু গপ্প লেখায় দেরী করার চক্রান্তের বিরুদ্ধে পতিবাদ জানিয়ে গেলাম
  • Sudipta | 115.187.34.7 | ১৭ নভেম্বর ২০১০ ২১:৫২458142
  • দমদি, বানতলা যাই নি এখনো, তবে খুব বেশী হয়ত দেরী হবে না আর;

    রবিবার অবধি একটা বিশেষ কাজ নিয়ে একটু টেনশনে আছি, তারপর আবার শুরু করব, একটু মানিয়ে গুছিয়ে নাও সবাই :(
  • Souva | 122.177.177.87 | ২৬ নভেম্বর ২০১০ ০৮:২২458143
  • এটা ঝিমিয়ে পড়ল যে! এদিকে আমি আসছে বছর জুন মাস নাগাদ লে-লাদাখ যাওয়ার প্ল্যান করছি। সেই বাবদ কিছু প্রশ্ন ছিলো। এখানে করে রাখি। সুদীপ্ত-বাবু বা অন্য যে-কেউ সুযোগ-সুবিধা মতো ব্যাপারগুলো কিলিয়ার করে দিলে বাধিত থাকবো।

    ১। যাওয়ার সময়ে দিল্লি থেকে মানালি, এবং মানালি থেকে রোহতাং, কেলং হয়ে লে যাওয়ারই ইচ্ছা। আমি জানতে চাই, জুন মাসের মাঝমাঝি মানালি-লে রুটে বাস-চলাচল শুরু হয়ে যায় কি? হিমাচলের সরকারি ওয়েবসাইটে দেখলুম পয়লা জুলাই থেকে ১৫ই সেপ্টেম্বর ওবদি বাস চলে (http://www.hptdc.nic.in/trans.htm)। এটা কি সঠিক? তাহলে জুনের ২০ তারিখ নাগাদ মানালি থেকে লে যাওয়ার বিকল্প কী কী উপায় আছে? গাড়ি বুক করাটা এড়াতে চাইছি। কারণ, কেবল আমি আর আমার বৌ যাবো, ফলে গাড়ির খরচটা একটু বেশিই পড়ে যাবে। একাধিক ফ্যামিলি গেলে য্যামন খরচটা শেয়ার হয়ে যায় আর কি।

    ২। জুনের ঐ ২০ তারিখের আশেপাশে নুবরা-প্যাংগং ইত্যাদি লে-র আশেপাশে যা যা দ্রষ্টব্য, সেগুলোর সমস্ত রাস্তাই খোলা থাকবে কি?

    ৩। আমার অল্প হাঁপানির সমস্যা আছে। সিজন চেঞ্জের সময় মাঝে-মধ্যে ইনহেলার নিতে হয়। তবে লো-ডোজ। খুব বাড়াবাড়ি কিছুই নয়। তো লে-তে বা প্যাংগং-এ, রাতের দিকে, অক্সিজেন লেভেল কমে যায় বলে শুনেছি। তা ছাড়া উচ্চতাও বেশ বেশি। তো, তাতে কি আমার কোনো অসুবিধা হতে পারে? আর সাধারণ সুস্থ মানুষের কি কোনো প্রিকশন নেওয়ার দরকার আছে?
  • Souva | 122.177.177.87 | ২৬ নভেম্বর ২০১০ ০৮:২৮458145
  • শমীক-দাও কি সামনের জুনে লাদাখ প্ল্যান করছো না কি? তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে তুমিই দিয়ে দাও। আর জুনে লে-তে দ্যাখা হলেও হতে পারে। :)
  • Samik | 122.162.75.31 | ২৭ নভেম্বর ২০১০ ০১:১৮458146
  • যাচ্ছি। তবে আমি একা যাবো। মানে বৌ-বাচ্চা নিয়ে যাবো না। মানালিতে গিয়ে বাইক পেলে বাইকে যাবো, না পেলে গাড়ি ভাড়া করে যাবো। সেক্ষেত্রে ঐ আর কি, একজন শেয়ার করার মতন ফ্যামিলি থাকলে, হেঁ হেঁ ...
  • Sudipta | 202.78.233.210 | ২৭ নভেম্বর ২০১০ ১১:৫৫458147
  • Souva কে,
    ১। মানালি-লে রাস্তার যে অবস্থা, বাসের তেমন গ্যারান্টি দিতে পারছি না, তার ওপর সরকারী সংস্থার বাস (হিমাচল ট্যুরিজম, অন্য বাস চলে না); তবে গাড়ির রাস্তা ফাঁকা পেয়ে যেতে পারেন, পুরোপুরি নির্ভর করছে আবহাওয়া কেমন থাকে, বৃষ্টি তেমন হলে একদিনেই রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এই টেনশন টা নিয়েই যেতে হবে, কিছুই করার নেই, তবে লে র অফিসিয়াল সাইটে দেওয়া নাম্বার গুলোয় ট্রাই করে নিয়মিত খোঁজ নেওয়া ভালো, যাওয়ার দু-এক সপ্তাহ আগে থেকে। যাওয়ার যোগাড় করলে ঐ সময় জানাবেন, আমি আমাদের ড্রাইভার দোরজে-র নম্বর দিয়ে দেবো/যোগাযোগ করিয়ে দেব (যে আমাদের লে র পুরো ট্রান্সপোর্টেশনের দায়িত্ব নিয়েছিল, ওর কোয়ালিস টাও ছিল ঝকঝকে নতুন) বা আমাদের মানালির শ্যাম শর্মার (মানালি থেকে লে র ট্রান্সপোর্ট) নম্বর ও দিয়ে দিতে পারি। গাড়ি আর ঐ একটি বাস ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তবে শ্রীনগর-কার্গিল-লে রুটে এত ঝামেলা নেই, রাস্তা খুব ই ভালো, খোলাও থাকে অধিকাংশ সময়।

    ২। লে তে যদি পৌঁছতে পারেন তাহলে আর আশপাশের রাস্তা নিয়ে চিন্তা নেই।

    ৩। আমরা সিপলা-র ইনহেলার আর ডায়ামক্স (এটা একেবারে লাস্ট অপশন) নিয়েছিলাম; সঙ্গে মাথা ধরার ওষুধ ও কিছু রাখতে পারেন। অক্সিজেন এর লেভেল এ আমাদের অবশ্য সেরকম কিছু অসুবিধে হয় নি। তবে এ ব্যাপারে একবার ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো, যেহেতু আপনার প্রবলেম আছে। সাধারণ সুস্থ মানুষের জন্যে আমরা যা নিয়েছিলাম তা-ই যথেষ্ট। একটা কথা, মানালি থেকে লে যাওয়ার পথে এবং লে তে গাড়িতে একটা মিনারেল ওয়াটারের গাঁটরি কিনে রেখে দেবেন, প্রচুর পরিমাণে জল ( একটু ইলেক্ট্রাল মিশিয়ে খেলে আরো ভালো) খাবেন আর 'মূত্র বিসর্জন' করবেন, ওতে অতি উচ্চতায় রক্ত চলাচল স্বাভাবিক থাকবে, অল্টিচিউড সিকনেসের সম্ভাবনা কমে যাবে; আমরা এটা স্ট্রিক্টলি মেনে চলেছিলাম। কোনো রকম মাদক জাতীয় পানীয় সম্পূর্ণ বর্জ্যনীয়। যা পান করার মানালি তে করে নিন, পোর্ট ওয়াইন ১০০০ (এই রেড ওয়াইন টি শুধু হিমাচলে লভ্য) ট্রাই করুন মানালির আপেল আর কাজু সহযোগে, লে যাওয়ার আগের দিন, শরীর মন ঝরঝরে হয়ে যাবে :)
  • Sudipta | 202.78.233.210 | ২৭ নভেম্বর ২০১০ ১২:০৪458148
  • শমীকদাকে মানালি থেকে লে বাইকে যেতে বারণ করব, বরং লে পৌঁছে বাইক ভাড়া নিয়ে প্যাংগং, নুব্রা, সোমোরিরি বেটার অপশন। অবিশ্যি একজনকে দেখেছিলুম বাই সাইকেল চালিয়ে ১৬০০০ ফিটের ওপর লাচুলুং লার কাছে রাস্তা দিয়ে ওপরে উঠতে, তার পদপ্রান্তে শতকোটি প্রণাম ও অবিলম্বে প্রস্থান
  • Samik | 122.162.75.11 | ২৮ নভেম্বর ২০১০ ০৯:২৩458149
  • হুঁ, সেটাও করা যায়। অ্যাকচুয়েলি, ওটা শুধুই ভাবনা, ধকে কুলোবে কিনা শিওর নই। বেসিকালি বঙ্গসন্তান, জাঠ-রাজপুত হলে হয় তো বাইকেই যেতাম।
  • Manish | 59.90.135.107 | ০১ ডিসেম্বর ২০১০ ১০:১৫458150
  • লাদাখে রদ্দুর...................................
    তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
    তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
    তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
    তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
  • Samik | 115.248.4.217 | ০৮ ডিসেম্বর ২০১০ ১০:৪৭458151
  • এ মালটা কি ক্যাল খাবেই তা হলে? ক্যাল না খেলে লিখবে না?
  • Manish | 59.90.135.107 | ০৯ ডিসেম্বর ২০১০ ১০:১৩458152
  • লাদাখ দেখি ল্যাদ খেয়েছে
  • kb | 203.110.247.221 | ১৯ ডিসেম্বর ২০১০ ২১:০৫458153
  • সুদীপ্তদা ঐ পাঞ্জাবি খাবার খেয়ে আপনার পেট ছেরেছে বুঝলাম।।।।।।।।।কিন্তু তা সারতে এতো দিন?

    এবার তো চলা শুরু করুন!
  • siki | 155.136.80.174 | ০৬ জানুয়ারি ২০১১ ১৪:৩৮458154
  • সুদীপ্ত, মাঝে মাঝে তো একটু দর্শন টর্শন দে। একেবারেই হাইরে গেলি যে!
  • siki | 122.162.75.52 | ২৯ জানুয়ারি ২০১১ ১৩:৪৬458156
  • শৌভ,

    তোমার নম্বরটা হারিয়ে ফেলেছি। এই পোস্ট দেখতে পেলে আমায় একবার ফোন করবে? বা মেল করো, mukherjee.samik জিমেলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন