এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বয়কট আইপিএল

    tatin
    অন্যান্য | ০৮ জানুয়ারি ২০১১ | ৫৯১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 70.177.55.6 | ০৮ জানুয়ারি ২০১১ ১৪:০৭464004
  • কী সাহস! দাদাকে বাদ দিয়ে ইডেনের মাঠে কলকাতার টিম নামাবে!
  • Arpan | 112.133.206.2 | ০৮ জানুয়ারি ২০১১ ১৪:৩৭464049
  • বাঁচা গ্যাছে। দাদাকে নিয়ে গ্যাদগেদে আদিখ্যেতা আর অহেতুক হুজুগ দেখতে হবে না।
  • pinaki | 122.164.229.185 | ০৯ জানুয়ারি ২০১১ ০২:৩৪464060
  • বয়কট দাদা।
  • amit | 128.103.93.236 | ০৯ জানুয়ারি ২০১১ ০২:৫৬464071
  • বয়কট আর দাদার সম্পর্ক তো বরাবরই ভালো! হে হে!
  • Sucheta | 202.63.56.114 | ০৯ জানুয়ারি ২০১১ ০৫:৩৭464082
  • বয়কট আইপিএল
    বয়কট এস আর কে
    দাদাকে অস্ট্রেলিয়ান কোচেরা একজোট হয়ে ডিস্ক্রিমিনেট করছে এটা মেনে নেওয়া যায় না। রীতিমত অন্যায় করা হচ্ছে দাদা দ্য গ্রেটেষ্টের প্রতি। দিকে দিকে গর্জে উঠুন। প্রতিবাদে সামিল হন।

  • pharida | 122.163.99.221 | ০৯ জানুয়ারি ২০১১ ০৯:৩৭464093
  • দাদার বাজারে না দাঁড়লেই পারতো। সংকেত তো আগে থেকেই ছিল। কুম্বলেও শেষ মুহূর্তে ব্যাট সরিয়ে নিয়েছে।
  • kallol | 115.184.46.2 | ০৯ জানুয়ারি ২০১১ ২০:৪৫464104
  • আইপিএল-এর এই নিলাম ফার্ম্যাটাই আমার কেমন অমানবিক লাগে। যাদের নিলামে তোলা হচ্ছে, তাদের ইচ্ছে অনিচ্ছে বলে কিছুই নেই! যদিও তারা এই ফর্ম্যাটে রাজি হয়েই নিজেদের নিলামে তুলেছে।
    সৌরভ ডুবেছে নিজেকে ভুল মেপেছিলো বলে। সেই গ্রেগের আমলেও, শাহরুখের আমলেও।
    ফিটনেস কোনদিনই সৌরভের ঠিকঠাক মানের ছিলো না। আজকে ও যেভাবে ফিটনেসের পেছনে খাটে বলে পড়ি, সেটা ওর কেরিয়ারের তুঙ্গে কোনদিনই করে নি। তার ওপর ঝামেলা করা রোগ আছে। অন্যায়ের প্রতিবাদ করবে না সেটা কেউ বলছে না। কিন্তু প্রশ্ন - কি ভাবে। তাতে সৌরভ ডাহা ফেল। সবাইকে চটিয়ে তুমি কোথাও পৌঁছাও না।
    কিন্তু দিনের শেষে খারাপ লাগছে। ভারতের সফলতম অধিনায়কের শেষ এর চাইতে অনেক সম্মানের হওয়া উচিত ছিলো।
  • Bratin | 117.194.98.241 | ০৯ জানুয়ারি ২০১১ ২৩:০৪464115
  • সৌরভ র এই অসন্মান সত্যি সত্য ই প্রাপ্য ছিল না। কিন্তু মনে হয় সেই কপিল দেবের মত ভুল টা করে বসল। খেলা ছাড়ার সঠিক সময় টা বাছতে পারলো না। লোকে আজো গাভাসকারের ব্যাঙ্গালোরের ঘূর্ণি পিচে পাকিস্তানের বিরুদ্ধে করা ৯৬ র কথা বলে।বলে লোক টা আরো কিছু দিন খেললে পারতো। কিন্তু শুধু ৪৩৪ উইকেট পাইয়ে দেবার জন্যে খেলানো কপিল র সঙ্গে সেই সহানুভুতি নেই ।
  • tatin | 70.177.55.6 | ০৯ জানুয়ারি ২০১১ ২৩:৫২464126
  • এখন ইস্যুটা কি একা সৌরভ শুধু- কলকাতার নাম নিয়ে একটা বাণিজ্যসংস্থা, কলকাতার লোকজনের সেন্টিমেন্টকে অপমান করে ব্যবসা চালিয়ে যাবে-
    কাস্টমারের এক্ষেত্রে কিচ্ছু বলার থাকবেনা?
    ইন ফ্যাক্ট, ব্যবসা যে শুধু ইনভেস্টরের না বোঝানোর জন্যে কেকেআর-এর ম্যাসিভ লস করানো দরকার।

    সৌরভের অপমানটা আসলে আমাদের অনেকেরই অপমান, লিটারেলি
  • Blank | 59.93.202.56 | ১০ জানুয়ারি ২০১১ ০০:০২464005
  • ঠিক
  • Aroan | 112.133.206.2 | ১০ জানুয়ারি ২০১১ ০০:১৭464016
  • সৌরভের এই অসম্মান সত্যি প্রাপ্য ছিল না।

    একথা বলেও বলতে হয় বেঙ্গালুরুও দ্রাবিড়কে রাখেনি। অথবা ডেকান রাখেনি লক্ষ্মণকে। কেকেআর দাদাকে নেবেনা ঠিক করেই রেখেছিল। বাকিরা কেন নিল না?
  • Arpan | 112.133.206.2 | ১০ জানুয়ারি ২০১১ ০০:১৮464027
  • উফ, ওটা আমি। ঘুমচোখে লিখলে যা হয়!
  • SC | 24.3.17.103 | ১০ জানুয়ারি ২০১১ ০০:৪৯464038
  • আই পি এল ব্যাপারটাই একটা খুব চক্ষুলজ্জাহীন ব্যাপার।
    এমনিতেও আজকাল ক্রিকেট বেশী দেখি না।
    সেদিন কোন একটা সাইটে এই অকশনের লাইভ ফিড দিচ্ছে দেখলাম।
    কিছুক্ষণ দেখার পরে বন্ধ করে দিতে বাধ্য হলাম।
    সুমন লিখেছিলেন "পিষে ফেলে রুচির বালাই, চলো আজ ব্যাবসা চালাই"।
    সেইটে মনে পড়ল।

    সৌরভকে নেয়নি এতে রেগে যাওয়ার কি হলো। ব্যাবসার স্বার্থে নেয়নি।
    সৌরভকে নিলেই বা সমর্থন করার কি আছে।
    বরং লোকাল সাপোর্ট পাওয়ার জন্য যদি সৌরভকে নিত, সেক্ষেত্রে সেটা পয়সা দিয়ে
    লোকাল সাপোর্ট কেনা। আর সৌরভকে ঘিরে যে আবেগ আমাদের আছে /ছিলো,
    তাকে কাজে লাগিয়ে সৌরভের বাণিজ্য করা।
    নিলামে তো শুধু সৌরভ উঠছে না, উঠছে আমার আপনার আবেগটা।
    আবেগের বিনিময়ে পয়সা।

    ছোটবেলা থেকে বড় হয়েছি ক্রিকেট দেখে, স্কুলে পাড়ায় ঝগড়া করে,
    মায়ের থেকে লুকিয়ে খেলা দেখে, এখন দেখি সেসব কোথায় নিলামে
    কিনছেন বেচছেন নিতা আম্বানি, শিল্পা শেঠিরা। দেখে কেমন গা গুলিয়ে
    ওঠে।

    ক্রিকেটাররা টাকা আগেও পেতেন, আমরাও এড দেখতাম। কিন্তু এতটা নির্লজ্জভাবে
    ব্যাপারটা না করলেও চলত। মনে হচ্ছে যেন স্ট্রীপ ক্লাবে পয়সা দিয়ে শরীর দেখা চলছে।
    আই পি এল ব্যাপারটা কেন জানি না বেশ কদর্য লাগে। হয়ত খুবই ব্যাক্তিগত সেন্টিমেন্ট।

  • sucheta | 202.63.56.114 | ১০ জানুয়ারি ২০১১ ০১:৫৯464043
  • সৌরভের ফিটনেস নিয়ে কথা উঠলেতো গতবারের পারফর্মেন্স নিয়েও বলা দরকার, তাইনা? সেদিকে তাকাতে অনুরোধ করছি। আর সেইজন্যও সৌরভকে বাদ দেওয়া হয়নি। ব্যক্তিত্বের সংঘাতই কারণ। পুরোটাই পলিটিক্স, আর সেও বিদেশিদের কারণে। কর্পোরেট বাজারে সবাই নিজের মুনাফা দেখে মেনে নিয়েও বলবো যেখানে আঞ্চলিক দল গড়ে খেলা হচ্ছে সেখানে সেই জায়গার মানুষের আবেগের প্রতি কিছু দায় অবশ্যয় বর্তায়। বিসাইড্‌স, এখানে সেটাও কোন ইস্যু নয় কিছু মানুষের ব্যক্তিগত অসূয়া ছাড়া আর কিছুতো নেই এর পেছনে। অন্য কোন সিনিয়ার পজিশন তো দেওয়া যেত। he deserves better if not the best

    আর হ্যাঁ, এই আইপিএল এর নগ্ন কদর্যতা অসহ্য যেখানে সাধারণ মানুষের পায়ের তলায় মাটি নেই মাথার ওপর ছাদ নেই - সন্তান বিক্রির বাজার বসে যেখানে - অপ্রাসঙ্গিক ওপরের পরিপ্রেক্ষিতে যদিও।
  • kallol | 115.242.161.68 | ১০ জানুয়ারি ২০১১ ০৬:১৭464044
  • সৌরভের ফিটনেস কোনদিনই উচ্চতম পর্যায়ের নয়। ওর হাত-চোখের তালমিল ঈর্ষনীয়। আজ সৌরভ যে ভাবে ফিটনেস বাড়ানোর জন্য খাটছে বলে খবর-মাধ্যমগুলোয় দেখি/পড়ি সেটা আরও দশ-পনেরো বছর আগে শুরু করা উচিত ছিলো।
    তবে সৌরভ বাদ পড়েছে ফ্র্যাঞ্চাইসিকূলের মালিক-কোচ আঁতাতের ফলে। ওর ব্যক্তিত্বের সামনে অন্যরা বিব্রত বোধ করে।
    ওকে সামলাতে পারে একমাত্র শচীন। আমি তাই ভেবেছিলাম হয়তো মুম্বাই ওকে নেবে। শচীন-সৌরভ ওপেন করবে।

    আর একটা কথা মনে হয়। সৌরভ বন্ধু বাছতে জানে না।

    ওর উচিত কোচিং-এ চলে আসা। ও খুব ভালো মোটিভেটর। ক্রিকেট বুদ্ধিটাও বেশ ভালো। রমনের সহকারী হিসাবে শুরু করা উচিত বা বাংলাদেশে চেষ্টা করতে পারে। যেখানে ও নিজেকে প্রমান করতে পারবে।
  • Shibanshu | 59.97.233.26 | ১০ জানুয়ারি ২০১১ ১১:৪৫464045
  • একেবারে অষ্টাদশ শতকের দশকের দার এস সালামের ক্রীতদাস বাজার। তাও ক্রিকেটের নামে, ভাবা যায়?
  • y | 61.12.12.83 | ১০ জানুয়ারি ২০১১ ১২:০১464046
  • বুড়ো ভামটাকে আরো আগেই তাড়ানো উচিৎ ছিল।
  • Sibu | 184.228.165.193 | ১০ জানুয়ারি ২০১১ ১২:০৪464047
  • যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বানী। $^%$$%#
  • Bratin | 122.248.183.1 | ১০ জানুয়ারি ২০১১ ১২:২২464048
  • ইয়ে, বুড়ো ভাম টা আগের IPLKKR হায়েস্ট রা গেটার। সব মিলিয়ে ও খুব খারাপ নয়। ওর ক্রিকেট বুদ্ধির্প্রশংসা স্বয়ং গাভাসকার করেছেন। তবে। পারফর্মেন্স নয় অ্যাটিটুড। সেটাই কাল হল।

    দুষ্টু লোকেরা বলে বাঙ্গালী নাকি 'কাঁকড়া র জাত'!! কে জানে ??
  • y | 61.12.12.83 | ১০ জানুয়ারি ২০১১ ১২:৫২464050
  • হায়েস্ট রান গেটারের স্ট্রাইক রেট কেমন ছিল? :-P

    "ওর ক্রিকেট বুদ্ধির্প্রশংসা স্বয়ং গাভাসকার করেছেন" - নো কমেন্টস :-D
  • y | 61.12.12.83 | ১০ জানুয়ারি ২০১১ ১২:৫৫464051
  • ও, আর বাঙালী মূলত: উদগাণ্ডুর জাত।
  • dukhe | 122.160.114.85 | ১০ জানুয়ারি ২০১১ ১২:৫৯464052
  • আহা - মোহনবাগান যদি দাদাকে ছাড়া টিম নামাতে পারে, শাহরুখ বিজয় মাল্য নীতা আম্বানিই বা পারবে না কেন ?
    ফুটবল, বেসবল, আইপিএল - এসব দাদার ডোমেন নয় । ক্রিকেট হলে নয় সম্মান-অসম্মানের কথা ছিল ।
  • Bratin | 122.248.183.1 | ১০ জানুয়ারি ২০১১ ১৩:০০464053
  • ১। ৩ টে IPL মিলিয়ে ১০৯+

    ২। এই 'নো কমেন্টেস' র জন্যে 'নো কমেন্টস'- যে বা যারা গাভাসকারের ক্রিকেটবুদ্ধি র সমালোচনা করে তাদের ক্ষুরে প্রনাম :-))

    ৩। এই টা জানা ছিল না আজ জানলাম :-))
  • y | 61.12.12.83 | ১০ জানুয়ারি ২০১১ ১৩:০৩464054
  • হল না, 104.67

    বাকিদুটো পয়েন্টে হা: হা: হা:
  • dukhe | 122.160.114.85 | ১০ জানুয়ারি ২০১১ ১৩:০৭464055
  • বুড়ো ভামেদের ভাগাও । চিয়ারগার্লদের পাশে গোঁফ-না-ওঠা খোকাদের দৌড়োদৌড়ি - এই দেখতেই তো মাঠে যাওয়া রে ভাই ।
  • y | 61.12.12.83 | ১০ জানুয়ারি ২০১১ ১৩:১০464056
  • হা হা হা। কী দারুণ জোক বলেন আপনি!
  • Bratin | 122.248.183.1 | ১০ জানুয়ারি ২০১১ ১৩:১৩464057
  • মন থেকে লিখলাম। গুগল না করে । সরি।
  • dukhe | 122.160.114.85 | ১০ জানুয়ারি ২০১১ ১৩:১৭464058
  • আই পি এলের আমোদের কাছে এসব জোক তো নস্যি মহায় । উদগাণ্ডুরা যখন দল বেঁধে মাঠে যাবে - সে যা রগড় ! মিস করবেন না যেন ।

  • Bratin | 122.248.183.1 | ১০ জানুয়ারি ২০১১ ১৩:২৩464059
  • নিজের জাত নিয়ে এই রকম গভীর উপলব্ধি আগে দেখি নি y মশাই। :-))
  • Raj | 202.79.203.59 | ১০ জানুয়ারি ২০১১ ১৩:৫৯464061
  • শিবাংশুদার কথার সুত্র ধরেই বলি ক্রীতদাস বাজারেও বোধহয় একটা রুল অফ দ্য গেম যাকে বলে সেইরকম কিছু একটা ছিল ... মানে দাস ব্যাবসায়ীরা দাস কেনার ব্যাপারে অন্তত: কমপিটেন্ট ছিলেন "কোন দাসের কেমন ভাইটাল স্ট্যাটিসটিক্স " , "মাসল পাওয়ার কত " এসব নিয়ে মনে হয় স্পেশালিষ্টি ছিল!

    আর এখানে?

    কেভিন পিটারসেনের যোগ্যতার বিচার করছে বলিউডের নায়িকা বা কোন দাক্ষিণাত্যের সিমেন্ট ব্যারন, রাহুল দ্রাবিড়ের নামে নাক সিঁটকে ঘাড় নাড়াচ্ছে মদ ব্যাবসায়ীর তেইশ বছরের "বর্ষীয়ান" পুত্র ! সৌরভ যাতে টিম না পায় তার জন্য তলে তলে ছক কষছে ললিতঘনিষ্ঠ বেটিংবাজ "অ্যান্টিহিরো " । ইউরোপিয়ান ফুটবল লিগগুলিতেও তো নামী প্লেয়ারদের নিয়ে দরাদরি চলে তবে কখনই তা এরকম দাস ব্যাবসার লাইভ টেলিকাষ্ট ঢংয়ে নয়। ক্রুয়েলিটি অফ ক্যাপিটালিজমে নব্য উদার ভারত সরি "ইন্ডিয়া" যে অনেক বাঘা বাঘা রাষ্ট্রকেও পেছনে ফেলে দেবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

    ডি: সৌরভের ব্যাপারে মনে করি হাওয়া বুঝে কুম্বলের মত আগেই নিজেকে সরিয়ে নেওয়া উচিত ছিল ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন