এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বয়কট আইপিএল

    tatin
    অন্যান্য | ০৮ জানুয়ারি ২০১১ | ৫৯১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ১০ জানুয়ারি ২০১১ ১৪:১৯464062
  • সেফ খেলা কোনকালেই দাদার ধাতে নেই ।
  • sucheta | 202.63.56.114 | ১০ জানুয়ারি ২০১১ ১৪:২৩464064
  • না, সৌরভের মোটেই নিজেকে সরিয়ে নেওয়া উচিৎ ছিল না। বরং চোখ খুলে ভাল করে দেখে নেওয়ার প্রয়োজন ছিল হোয়ের হি স্ট্যান্ডস ---। দাদার প্রতি যা attitude (এই শব্দটা কি শুধু সৌরভের জন্যই ব্যাবহার্য?) সবার তাতে তো মনে হচ্ছে আর ক্রিকেটিয় কিছুই করতে পারবে না এরপর।
    গো টু হেল আইপিএল & ব্লাডি ডট ডট ঢ্যাঁড়সমুখো এস আর কে।
  • Bratin | 122.248.183.1 | ১০ জানুয়ারি ২০১১ ১৪:২৩464063
  • ইয়ে কারেকশন । ' ভাইটাল স্ট্যাটিসটিক্স ' বোধহয় 'দাসী' দের জন্যে। 'দাস' দের জন্যে নয়।
  • Raj | 202.79.203.59 | ১০ জানুয়ারি ২০১১ ১৪:২৭464065
  • দুখে , এট মনে হয় ঠিক 'সেফ খেলা" শুধু নয় , আত্মসম্মান উপলব্ধি করার টাইমিংয়ে কিছু গড়বড় হয়েছিল বলে মনে হয় :)

  • dukhe | 122.160.114.85 | ১০ জানুয়ারি ২০১১ ১৪:৩৪464066
  • সে তো চ্যাপেলের আমলেও মনে হয়েছিল, কিন্তু ক্যাপ্টেন কোচ কেউ চায় না - এই অবস্থাতেও ফেরাতে বাধ্য হয়েছিল স্রেফ পারফরম্যান্সের জন্যে । যখন দান ছাড়ল, তখনও ক্যালেন্ডার ইয়ারে হাজার রান ।
    তবে হ্যাঁ, দাদা নির্ঘাত ক্রিকেট আর আই পি এলকে গুলিয়ে ফেলেছে । ভেবেছে রান করেছি, টিম পাবো । ওখানেই গণ্ডগোল ।
  • Sags | 114.143.7.146 | ১০ জানুয়ারি ২০১১ ১৫:৩৮464067
  • দুখে, হক কতা। আই পি এল বললেই যা যা মনে পড়ে তা হল, ললিত মোদি, নাচা গানা, রঙ্গিন পোষাক, সেলেব্রিটির মুখ, অকশান, আর ব্যাট্‌সম্যানদের আনতাবরি ব্যাট চালানো।
  • dukhe | 122.160.114.85 | ১০ জানুয়ারি ২০১১ ১৫:৫০464068
  • এই বাজারে আমি ভাবছি কিছু ইনভেস্ট করব । কচি দেখে কিছু ক্রিকেটার কিনে রাখলাম, পাঁচ বছর পরে আই পি এলে তাদের দর কোটিখানেক করে উঠল, শাহরুখ টাকার থলি নিয়ে এগিয়ে এল, আর আমি খপ করে থলেটা বাগিয়ে নিলাম ।

  • Arpan | 112.133.206.2 | ১০ জানুয়ারি ২০১১ ২২:৪৬464069
  • কমরেড রাজদীপকে একটা বড়সড় "ক' দিয়ে গেলাম।
  • MR | 76.185.103.88 | ১১ জানুয়ারি ২০১১ ০৫:৪৬464070
  • হ্‌ত্‌ত্‌প://ব্লোগ্‌স।তিমেসোইন্দিঅ।ইন্দিঅতিমেস।ওম/আদ্দিতিওন্স/এন্ত্র্য/য়্‌হ্‌য়-সৌর-গঙ্গুল্য-য়স-দুম্পেদ
  • aka | 24.42.203.194 | ১১ জানুয়ারি ২০১১ ০৭:২৪464073
  • আমার পকেট থেকে পয়সা দিয়ে কিনতে হলে জীবনে কোনদিন দাদাকে কিনতাম না। বাকি সব অবান্তর, শুধুমাত্র ক্রিকেটিয় কারণে দাদা কোনদিনই t-20 র কোন টিমেই আসে না। এতদিন শুধু কলকাতা, নাইট রাইডার্স ইত্যাদি কারণে পয়সা করেছে, এবারে তাও হল না।

    এত কিছু বলার পরে এটা বলাও জরুরী যে t-20 আসলে ডাংগুলি খেলা। এতে করে দাদার মর্যাদা ক্ষুণ্ন হল এমনভাবার কারণ নাই। আজকাল সবই বদলে গেছে এমনকি ভাবমূর্তির ডেফিনিশনও। পয়সা কামাতে চেয়েছিল পারেনি, এইভাবে দেখলেই হল।
  • aka | 24.42.203.194 | ১১ জানুয়ারি ২০১১ ০৭:৩১464074
  • দাদার একটা প্রোফাইলিংও করি

    ১। অসাধারণ ক্যাপ্টেন, লিডার ইত্যাদি

    ২। ওয়ানডে ম্যাচ উইনার

    ৩। অ্যাভারেজ টেস্ট ব্যাটসম্যান। অফ ছাড়া কিছু নেই, তবে অফ সাইডে ভগবান। আর লেগ, পাঁজরে হিহিকম্প লেগে যায়।

    ৪। অত্যন্ত বাজে ফিল্ডার

    ৫। খুন্নাস - মুম্বাইওয়ালাদের থেকেও বেশি
  • Binary | 70.64.19.80 | ১১ জানুয়ারি ২০১১ ০৭:৪২464075
  • ৩) - 'অত্যন্ত বাজে' এতটা অত্যন্ত নয়, 'খারাপ ফিল্ডার'
    ৪) - খুন্নাস - তেমন কেউ দেখেছে ?
    ৫) টি২০ -তে রাহুল সরদ দ্রাবিড় -ও জায়গা পায় না, ভেরি ভেরি স্পেশাল তো নয়-ই। দাদার না-পাওয়াটা এক্সট্রা কিছু কম নয়। তবু ওরা পেল, দাদা পেল না।
    ...
    .....
    ......

    টি২০, তায় আবার আইপিএল, তাই নিয়ে আবার দু:খু ? এর চেয়ে শীতকালের জেমিনি সার্কাশ ভালো।
  • aka | 24.42.203.194 | ১১ জানুয়ারি ২০১১ ০৭:৪৮464076
  • আরে ওরা তাও ক্রিকেটের মধ্যে আছে। দাদা তো 'দাদাগিরি' করে। দুর ওতে করে পাড়ার ক্রিকেটেও চান্স পাওয়া যায় না।

    তবে সেই, ডাংগুলি নিয়ে এত কথা খরচ করার আছে টা কি (নাকি কী)?
  • Binary | 70.64.19.80 | ১১ জানুয়ারি ২০১১ ০৭:৫৩464077
  • আরে সেতো শেন-ওয়ার্ন-ও তো ৪১ বছরে এর তার সঙ্গে বিছানা আর প্রেম করে বেরাচ্ছে, সেওতো, কি বলে যেন গোল্ড মাইন। তাইলে দাদা-ই বা কি দোষ কল্ল, আর আমি-ই বা কি দোষ কল্লাম।

    ডাংগুলি-ই যদি হবে ......
  • aka | 24.42.203.194 | ১১ জানুয়ারি ২০১১ ০৭:৫৬464078
  • আরে শেন ওয়ার্ণে সত্যিই গোল্ড মাইন তার সাথে দাদার তুলনা করলে হবে না। মরা হাতি লাখ টাকা। দাদা আর যাই হোক ক্রিকেটের হাতি নয়, কোনদিনও নয়।
  • Update | 122.248.182.16 | ১১ জানুয়ারি ২০১১ ১২:০৮464079
  • Name:BinaryMail:Country:

    IPAddress:70.64.19.80Date:11Jan2011 -- 07:56AM

    বাইদ্য-ওয়ে, আমি ড্যাংগুলি তে বলে বলে টিরা কত্তাম, মানে ড্যাং দিয়ে গুলিটা তিনবারে ঠংকরে তাপ্পরে গুলি দিয়ে ডিস্ট্যান্স কাউন্ট করা .....

    -------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:24.42.203.194Date:11Jan2011 -- 07:58AM

    আর আমি ঐ অবস্থায় ক্যাচ করতাম। :)) একবার আঙুল থেঁতলে গিয়েছিল।

    -------------------------------------------------------------------

    Name:TimMail:Country:

    IPAddress:173.163.204.9Date:11Jan2011 -- 08:16AM

    ডাংগুলিতে চোখের আসেপাশে লাগে সবথেকে বেশি। চোখের কোন কেটে যেত হরদম। :-)

    -------------------------------------------------------------------

    Name:BinaryMail:Country:

    IPAddress:70.64.19.80Date:11Jan2011 -- 08:24AM

    ভেবে দেখলাম, অ্যাডিডাসের লোগো লাগানো ড্যাং আর গুলি মার্কেটে আনলে কেমন হয় ? আইপিএল -কে গ্যারেজ করা যাবে ?

    -------------------------------------------------------------------

    Name:ArpanMail:Country:

    IPAddress:122.252.231.10Date:11Jan2011 -- 09:31AM

    http://www.mumbaimirror.com/index.aspx?page=article§id=59&contenti
    d=201101112011011102214379926fdff9

    -------------------------------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:11Jan2011 -- 10:12AM

    আমার পকেটের পয়সা হলে ব্যাটাছেলে বাদ দিয়ে সেরেফ চিয়ারগার্ল কিনতাম ।

    -------------------------------------------------------------------

    Name:BratinMail:Country:

    IPAddress:122.248.183.1Date:11Jan2011 -- 11:30AM

    আকার পয়েন্ট গুলো দেখলাম। এক সময়ে দাদা লেগের দিকে খুব ই দুর্বল ছিল। কিন্তু পরের দিকে বেশ উন্নতি করেছিল। কারন সহজবোধ্য। সবাই দাদা কে লেগে বল করত। সব থেকে ভালো হুক মারতে পারা ভারতীয় ব্যাটসমান আমার মতে মহিন্দার অমরনাথ। আর দ্রাবিড় সব থেকে ভালো পুল শট খেলে। দাদা হুক আর পুলের মাঝামাঝি একট শট মারতো। নট ব্যাড। বেশ প্রোডাক্টিভ শট ছিল। কিন্তু এই শট টা মাঝে মাঝে ই মাটিতে রাখতে পারতো না। তাতে কি দাদা র মতোন কভার ড্রাইভ বা স্কোয়ার কাট লোকে মেরে দেখাক তো??
  • r.h | 203.99.212.53 | ১১ জানুয়ারি ২০১১ ১৬:২৩464080
  • দুখেবাবুর হককথা। চিয়ারগার্লই সবচে ভালো।

    কবি বলেছেন চিয়ার্স।
    নরম লোকটা একপাত্রেই
    শৃঙ্গে ও নখে ফিয়ার্স।
    কবি বলেছেন গেম
    দুই পেগে তবু গেলনা কবির
    মিডিলক্লাসিয় শেম?
    কবি বলেছেন টাকা
    তিন পেগে মাটি রিয়েলেষ্টেট
    বিজনেসে গেছে চাকা।
    ক্রিকেট দেখেন কবি
    চিয়ারলিডার জিওমেট্রিক
    ক্লোজ শটে ভোলে ভবি।
  • Manish | 59.90.135.107 | ১১ জানুয়ারি ২০১১ ১৬:৩০464081
  • আমি আকার সথে একমত। IPL ড্যাংগুলির পরিমার্জিত সংস্করণ। সৌ: গা: কিছু মালকড়ি শুধু কামাতে পারলো না,এটুকুই শুধু ওর দু:খ্য হতে পারে। সন্মান-ফন্মান হারিয়েছে আবার কি কথা।

    এনিওয়ে, গতকাল কেউ সুব্রত পালের খেলা দেখেছেন? ছেলেটা কাল অসাধারন খেলেছিলো.............

    বাজারী কাগজগুলো কিন্তু সুব্রতর প্রশংসা করার থেকে সৌ:গ: র মাল কামাতে না পারার জন্য দু:খে বেশী বাইট খরচ করেছে।

    ;-(
  • Sunanda Sen | 117.205.164.183 | ১৪ জানুয়ারি ২০১১ ১০:৩৯464083
  • ICCWorldCupBENGALIThemeSong:
    http://www.bhalobasa.in/articles/128456/Mar-Ghuriye---ICC-World-Cup-Cricket-2011-Bengali-Theme-Song

    Kemanlaglo ? BhalonaKharap ?
  • Deepak | 117.205.164.183 | ১৪ জানুয়ারি ২০১১ ১০:৫৫464084
  • WorldCupCricket এসে পড়েছে, সব ধামা চাপা পড়ে যাবে
    WorldCupthemesongbhalolaglonaa:
    ekhanedekhtepaaren:

    http://www.bhalobasa.in/articles/128456/Mar-Ghuriye---ICC-World-cup-Cricket-2011-Bengali-Theme-Song
  • Suvajit | 59.177.193.96 | ১৫ জানুয়ারি ২০১১ ০১:৪০464085
  • সৌরভ অ্যাভারেজ টেস্ট ব্যাস্টমান হলে, ইন্ডিয়া থেকে অ্যাবোভ অ্যাভারেজ ১-২ টোর বেশী নাম পাওয়া যাবে না। আকা তো বড় হয়ে বিমান বোস হল বলে।
  • aka | 168.26.215.13 | ১৫ জানুয়ারি ২০১১ ০৩:০৪464086
  • খাইছে, তা শুভজিতদার লিস্টিটা শুনি। ইণ্ডিয়ায় ব্যাটসম্যানের কমতি কোনদিন তো নাই। যাদের দেখি নাই তাদের কথা বাদ দিলেও শচীন, গাভাসকর, দ্রাবিড়, লক্ষণ, আজাহারউদ্দিন তেস্ট ব্যাট হিসেবে এদের ধার কাছেও কি সৌরভ আসে? এর পরেও বেঙ্গসরকার আর অমরনাথকে বাদ দিলাম। পরিসংখ্যান বোধহয় দাদার ফেভারে যাবে।
  • tatin | 130.39.149.48 | ১৫ জানুয়ারি ২০১১ ০৪:০৪464087
  • সেওয়াগ?
  • aka | 24.42.203.194 | ১৫ জানুয়ারি ২০১১ ০৫:০৩464088
  • ঠিক বাদ পড়ে গিয়েছিল। এমনকি গম্ভীরও উদীয়মান হিসেবে হেবি দিচ্ছে কিন্তু।
  • Bratin | 117.194.102.21 | ১৫ জানুয়ারি ২০১১ ১৯:৫২464089
  • গুন্ডাপ্পা বিশ্বনাথের নাম তা আসবেই।

    তবে দাদা নিশ্চিত প্রথম ১০ জন ভারতীয় ব্যাটাসমান দের মধ্যে থাকবে ই। এনি কনফুউশন?
  • aka | 24.42.203.194 | ১৫ জানুয়ারি ২০১১ ২০:১৪464090
  • ডিপেন্ড করছে টাইম লাইনটা কবে থেকে কবে? একটু পিছিয়ে গেলে বিনু মাঁকড়, বিজয় হাজারে ইত্যাদিরাও চলে আসবে।
  • Arpan | 112.133.206.2 | ১৫ জানুয়ারি ২০১১ ২০:৫০464091
  • দাদা টেস্ট ব্যাটসম্যান হিসেবে প্রথম দশে কক্ষনো আসে না। ওয়ান ডে হলে অবশ্যই আসবে।
  • Bratin | 117.194.99.245 | ১৫ জানুয়ারি ২০১১ ২১:৪২464092
  • গাভসকার,অমরনাথ বলছিলে বলে বিশ্বনাথ বললাম
  • Bratin | 117.194.99.245 | ১৫ জানুয়ারি ২০১১ ২১:৪৪464094
  • অর্পন, বাঁ হাতি ব্যাটসমান তো দলে রাখবে একটা? সে টা কে হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন