এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বয়কট আইপিএল

    tatin
    অন্যান্য | ০৮ জানুয়ারি ২০১১ | ৫৯১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ১৬ জানুয়ারি ২০১১ ০৮:০৯464095
  • বোঝো, সেই হিসেবে বেঙ্কটপতি রাজু বা বিষেন সিং বেদী বা দিলীপ দোশী বা মণিন্দর সিং ভারতের প্রথম তিন স্পিনারের একজন হবে।
  • Suvajit | 59.177.197.70 | ১৬ জানুয়ারি ২০১১ ১৪:১৫464096
  • কমরেড, একটু পরিসংখ্যান দিয়ে দেখুন/ভাবুন। দুম করে একটা বানী দিয়ে দিলে তো চলবে না, জানাগ্যান এখন পোস্নো করতে শিখেছে।
    আমার ক্রাইটেরিয়া, টেস্ট ক্রিকেটের প্রথম পাঁচটা শক্তিশালী দল, ওয়েস্ট ইন্ডিস, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিন অফ্রিকা এদের বিরুদ্ধে টেস্টে কে কতবার ভারতকে জিতিয়েছেন (মানে অন্তত একটা ৫০ আছে)। দেখা যাক।

    সৌরভ - ১০ বার (৫ বার বিদেশে) (গড় ৮২, সর্বোচ্চ ২৩৯, শ: ১৬, অ:শ: ৩৫)
    দিল্লি ৯৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৬ ও ২১ ন:আ:
    কলকাতা ৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৫
    দিল্লি ৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৩ ও ৬২ ন:আ:
    পোর্ট ও স্পেনে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে ২৫ ও ৭৫ ন:আ:
    লিডে্‌স ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৮
    রয়ালপিন্ডিতে ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭৭
    জোহেন্সবার্গে ২০০৬ সালে দ: আফ্রিকার বিরুদ্ধে ৫১ ন:আ: ও ২৫
    নটিংহ্যামে ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৯ ও ২ ন:আ:
    কানপুরে ২০০৮ সালে দ: আফ্রিকার বিরুধে্‌ধ ৮৭ ও ১৩ ন:আ:
    মোহালিতে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০২ ও ২৭
    সেই সিরিজে নাগপুরে ৮৫ ও ০।

    মহ: আহ্‌জারুদ্দিন - ৫ বার (বিদেশে একবার ও নয়)। (গড় ৪৫, সর্বোচ্চ ১৯৯, শ: ২২, অ:শ: ২১)
    কলকাতায় ৯৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮২।
    কানপুরে ৯৬ সালে দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ৫ ও ১৬৩ ন:আ:।
    চেন্নাইয়ে ৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬ ও ৬৪।
    কলকাতায় সেই সিরিজে ১৬৩ ন:আ:।
    দিল্লিতে ৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৬৭ ও ১৪।

    (চলবে)
  • Suvajit | 59.177.197.70 | ১৬ জানুয়ারি ২০১১ ১৪:৪২464097
  • বিনু মাঁকড় - একটাও না (গড়: ৩১, সর্বোচ্চ ২৩১, শ: ৫, অ:শ: ৬)

    ভারত জিতেছে এমন টেস্টে বেস্ট পারফর্ম্যান্স ৪১ ও ৩৫ ন:আ: পাকিস্তানের বিরুদ্ধে মুম্বাইতে ১৯৫২ সালে।

    বিশ্বনাথ - ৯ বার (বিদেশে ৪ বার) (গড় ৪২, সর্বোচ্চ ২২২, শ: ১৪, অ:শ: ৩৫)

    কলকাতায় ৭৪ সালে ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে ৫২ ও ১৩৯
    চেন্নাই-এ ঐ সিরিজে ৭৫ সালে ৯৭ ন:আ: ও ৪৬।
    পোর্ট ওব স্পেনে ৭৬ সালে ও:ই: বিরুদ্ধে ৪১ ও ১১২
    ব্যাঙ্গালোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৭ সালে ১৩ ও ৭৯ন:আ:
    মেলবোর্নে ৭৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৯ ও ৫৪
    সিডনিতে ঐ সিরিজে ৭৯
    চেন্নাইতে ৭৯ সালে ও:ই: বিরুদ্ধে ১২৪ ও ৩১
    কানপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৯ সালে ৪৪ ও ৫২
    মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮১ সালে ১১৪ ও ৩০

    (চলবে)
  • Suvajit | 59.177.197.70 | ১৬ জানুয়ারি ২০১১ ১৫:৫৬464098
  • মহিন্দর অমরনাথ - ৩ বার (৩ বারই বিদেশে) (গড় ৪২ সর্বোচ্চ ১৩৮, শ: ১১ অ:শ: ২৪)
    পোর্ট ওব স্পেনে ও:ই:র বিরুদ্ধে ৭৬ সালে ২৫ ও ৮৫
    মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৭ সালে ৭২ ও ৪১
    লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৬ সালে ৬৯ ও ৮
  • Suvajit | 59.177.197.70 | ১৬ জানুয়ারি ২০১১ ১৬:৩৩464099
  • বিজয় হাজারে - ২ বার (একবারও বিদেশে না) (গড় ৪৮, সর্বোচ্চ ১৬৪, শ: ৭ অ:শ: ৯)
    দিল্লিতে ৫২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭৬
    মুম্বাইতে ঐ সিরিজে ১৪৬ ন:আ:

  • Suvajit | 59.177.197.70 | ১৬ জানুয়ারি ২০১১ ১৬:৫১464100
  • বেংসরকার - ৪ বার (বিদেশে ২ বার) গড় ৪২ সর্বোচ্চ ১৬৬ শ: ১৭ অ:শ: ৩৫
    কানপুরে ৭৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ ও ২০
    মুম্বাইয়ে ৭৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৫৮ ও ৪৫
    লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৬ সালে ১২৬ ন:আ; ও ৩৩
    লিডে্‌স ঐ সিরিজে ৬১ ও ১০২

  • aka | 24.42.203.194 | ১৭ জানুয়ারি ২০১১ ০৭:০০464101
  • কমরেড ম্যাচ জেতানো ইনিংস দেখতে হলে সেকেন্ড ইনিংস দেখুন। সে যাক কিন্তু এইরকম অদ্ভূত স্ট্যাটিস্টিক্স কোন ওয়েবসাইটে পাওয়া যায়? ক্রিকইনফো নিশ্চয়ই।

    বেংসরকার নিজ সময়ে পৃথিবীর সেরা ব্যাটসম্যান হয়েছিল। শুধু সংখ্যা দেখলে হবে কেন? আগে অনেক কম ম্যাচ খেলা হত।

    সবার উপরে টেকনিক সত্য, এসবের পরেও একটা বাংলা সত্য হল দাদার বামদিকে প্রবলেম আছিল। ঐ টেকনিক নিয়ে সেরা ফর্মের আক্রম, মার্শাল, হোল্ডিং, রবার্টস, গার্ণার, লিলি, প্যাস্কো, টমসনকে সামলানো অসম্ভব। এটা দাদাকে অ্যাভারেঅ টেস্ট ব্যাটসম্যানের বেশি কিছু বলে না।

    পরিসংখ্যান দেখলে ভিনোদ কাম্বলি বা সঞ্জয় মজ্ঞরেকর বেশ আগে থাকবে মনে হয়।
  • dukhe | 122.160.114.85 | ১৭ জানুয়ারি ২০১১ ১০:১৫464102
  • সহবাগের শুনিচি টেকনিকে সমস্যা । ফুটওয়ার্ক নেই । গায়ে আসা বল খেলতে পারে না ।
    কিন্তু বেচারা গ্রেট-টেকনিক বাবাদের কারো দুটো দূরে থাক, একটাও তিনশো নেই ।
    টেকনিক না পারফরম্যান্স - কোনটা ধরবেন আগে ঠিক করুন ।
  • Bratin | 122.248.183.1 | ১৭ জানুয়ারি ২০১১ ১১:৪১464103
  • আকা , তুমি কি বলতে চাও দাদা টেস্টে ৭২১২ রান আর ওয়ান ডে তে ১১৩৬৩ রান সব অফ সাইডে খেলে বানিয়েছে? দাদা র লেগ স্টাম্পের দুর্বলতা জেনে ও ভালোবেসে তাকে কেউ লেগে বল দেয় নি?

    দাদা র দুর্বলতা ছিল ঠিক ই লেগের দিকে। কিন্তু পরবর্তী সময় অনেক উন্নতি করেচে সেটার।

    আর মঞ্জরেকার টেকনিক্যালি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যন হয়ে কি হবে? যদি রান ই না করতে পারে? স্টাটস প্লিজ দেখে নাও....

    ৩৭ টেস্টে ২০৪৩ রান ৪ টে ১০০। ৭৪ টা ODI এ ১৯৯৪ রান।
  • aka | 24.42.203.194 | ১৮ জানুয়ারি ২০১১ ০৬:১৯464105
  • টেকনিক কথাটা টেকনিকালি ভুল হয়েছে। বদলে নিই, দূর্বলতা। দাদার লেগ সাইডে দূর্বলতা। গ্লান্স, ফ্লিক, পুল, ঘুক, লেগ সাইড ড্রাইভ নাই। গাভাসকারের মতন টেকনিক থাকতে হবে এমন কোন কথা নেই, কিন্তু দূর্বলতা থাকলে চলবে কেন? সহবাগের সেটা নেই। এখনও অবধি সহবাগকে আটকানোর কোন সহজ পন্থা কেউ বের করতে পারে নি। দাদার ক্ষেত্রে সেটা ঠিক নয়। রিব কেজে বল করলে দাদা আর নড়তে পারত না। এর পরেও দাদা ওয়ান ডেতে ম্যাচ উইনার এবং টেস্টে অ্যাভারেজ ব্যাটসম্যান কারণ দাদার ক্ষুন্নাস - কিছু করে দেখানোর তাগিদ, আর অফে ভগবান প্রদত্ত ট্যালেন্ট।
  • dukhe | 122.160.114.85 | ১৮ জানুয়ারি ২০১১ ১০:২১464106
  • দাদা তো শেষ টেস্ট সিরিজেও সেঞ্ছুরি করেছে । ততদিনেও কি বোলাররা দাদাকে রিব কেজে বল করতে শেখেনি ? নাকি সেসব সামলেই সেঞ্ছুরি হাঁকাল ? নাকি দেশের মাঠে ওসব খাটে না ?
    এই দুর্বলতা সঙ্কেÄও দাদাকে এত এত রান করতে দেওয়া কি স্রেফ বোলারদের দুর্বলতা ?
  • aka | 168.26.215.13 | ১৮ জানুয়ারি ২০১১ ২০:৩১464107
  • শুধু পরিসংখ্যান দেখলে হয় কি? বিনোদ কাম্বলির টেস্ট অ্যাভারেজ মনে হয় পঞ্চাশের ওপর। আবার পরিসংখ্যান না দেখলেও হয় না। শুধু টেকনিক দেখলেও হয় না, আবার একেবারে টেকনিক না থাকলে লিমিটেড ব্যাটসম্যান হয়ে মনের জোরে চালিয়ে যেতে হয়। রান টান করলেও লোকে বলবেই যে লেগ সাইডে ঠিক ক্লাস ব্যাটসম্যান নয়। দাদা ভালো ব্যাটসম্যান, কিন্তু ঐ অবধিই, তার উপরে যেতে হলে সব মিলিয়ে যে স্ট্যান্ডার্ড তৈরি করতে হয়, আনফরচুনেটলি আমার দাদাকে সেই স্ট্যাণ্ডার্ডে মনে হয় না। কিন্তু এ তো অংক নয়, কোন অ্যালগোও নেই, তাই আরও অনেকের মনে হতেই পারে দাদা ভারতের বেস্ট টেস্ট ব্যাটসম্যানদের অন্যতম।
  • nyara | 122.172.34.231 | ১৮ জানুয়ারি ২০১১ ২০:৩৯464108
  • দাদা ভারতের সেরা বাঁ-হাতি ব্যাট। টিমে যদি একজনও বাঁ-হাতি নিতে হয়, তাহলে দাদা টিমে আসবেই। কিন্তু যদি বাঁ-হাতির ইকুয়েশনটা না থাকে, তাহলে আমি আকা-র সঙ্গে একমত।
  • Bratin | 117.194.99.245 | ১৮ জানুয়ারি ২০১১ ২১:৩৫464109
  • আকা,ন্যাড়া দা, শুভজিত দা, দুখে, আসলে কি জান, হয়তো চুল চেরা বিচার করতে গেলে দাদা টিমে থাকবে না। কিন্তু আমাদের বাঙ্গালীদের মধ্যে থেকে সেরকম ভাবে দাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কেউ খেলে নি তো; তাই ইচ্ছা হয় দাদা কে একটু টেনে খেলিয়ে দি। হাজার হোক আমাদের বাঙ্গালী দের আবেগ,উৎসাহ,গর্ব সব তো এই মানুষ টাকে ঘিরেই!!
  • Arpan | 122.252.231.10 | ১৮ জানুয়ারি ২০১১ ২১:৪৩464110
  • ন্যাড়াদাকে ক।
  • Suvajit | 59.177.195.254 | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৪৭464111
  • আকার 18 Jan 2011 -- 08:31 PM
    এর পোস্ট অনুযায়ী আকার 'মনে হয়' দাদা সেই ক্যাটাগরিতে আসে না।
    ব্যক্তিবিশেষের মনে হওয়া/ না হওয়া নিয়ে কোনো তক্কো হয় না। অতএব আমি রণে ভঙ্গ দিলাম।
    আমারও সেরকম মনে হয় আকার বিমানবাবু হওয়া শুধু সময়ের অপেক্ষা। :-)
    যাবার আগে শুধু একটাই কথা মনে করিয়ে দি যে দাদা সম্ভবত স্পিন খেলার ক্ষেত্রে ভারতীয় ব্যাট্‌সম্যানদের মধ্যে ১-২ নম্বরে থাকবে, কোনো কোনো ম্যাচে শচীনের থেকেও ভালো স্পিন অ্যাটাক সামলেছে।
    ভারতের সর্বকালের সেরা দল হলে ৪ নম্বর জায়গায় দাদা ছাড়া অন্য কাউকে নিলে, আমার 'মনে হয়' যে দল বানাচ্ছে তাকে মনস্তত্ববিদ দেখানো উচিৎ।
  • Moloy | 207.45.43.68 | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৩১464113
  • Javagal Srinath ?? এইটা গুরু একটু চাপের হয়ে গেল ।

  • Arpan | 122.252.231.10 | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৩২464114
  • ওটাও জাহির দিয়ে রিপ্লেস করতে হবে।
  • Moloy | 207.45.43.68 | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৩৭464116
  • তা বেশ । ন্যায্য ।
  • aka | 168.26.215.13 | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৫৫464118
  • কিন্তু শুভজিত্‌দা এবারে বলবে হর্ষ ভোগলে, অরুণ লাল, বাসু পরাঞ্জপের 'মনস্তঙ্কÄবিদ' দেখানো উচিত। অথবা এরা সবাই বিমান বসু। হাজারে হাজারে বিমান বসু। :)
  • Binary | 198.169.6.50 | ১৯ জানুয়ারি ২০১১ ০১:৫৫464117
  • দাদা = ৪০% মাইক বিয়ার্লি + ১৫% গুন্ডাপ্পা বিশ্বনাথ + ৫% মদনলাল + ৩০% ডেভিড গাওয়ার + ১০% কপিল + ০% গাভাস্কার + ০% তেন্দুলকর + ০% রাহুল দ্রাবিড়
  • Binary | 198.169.6.50 | ১৯ জানুয়ারি ২০১১ ০২:০০464119
  • আর বাঙ্গালীর শ্রেষ্ঠ আখবর-এ দাদা = নেতাজী সুভাষ বলে দিয়েচে।
  • dukhe | 122.160.114.85 | ১৯ জানুয়ারি ২০১১ ১০:৩২464120
  • বেচারা ভোগলে তো গোড়ায় দাদাকে হাতী-টাতি বলে বিস্তর আওয়াজ দিয়েছিল । পরে আবার সেসব গিলেও ফেলেছিল । ওটাকে আর কেই বা সিরিয়াসলি নেবে ?
  • dukhe | 122.160.114.85 | ১৯ জানুয়ারি ২০১১ ১০:৫১464121
  • আর সর্বকালের সেরা টেস্ট এগারোয় দাদা যদি নাও থাকে (এগুলো খুবই সাবজেক্টিভ, যেমন উপরের লিস্টিতে বিশ্বনাথ কি লক্ষ্মণ নেই), খুব দূরেও থাকবে না - এগারো না হলেও কুড়ির মধ্যে । এতে যদি প্রমাণ হয় দাদার সেই ক্লাস নেই, তবে এটাও ঘটনা যে ভারত থেকে সেই ক্লাসের ব্যাট জনা উনিশের বেশী পয়দা হয়নি ।
  • lcm | 69.236.180.173 | ১৯ জানুয়ারি ২০১১ ১১:২১464122
  • লিস্টিতে সেওহাগ আছে, ব্যস্‌, আমার আর কিছু চাই না।

    ১) পৃথিবীর দ্রুততম ৩০০ (২৭৮ বলে)
    ২) দ্রুততম ২৫০ (২০৭ বলে)
    ৩) দু দুবার ৩০০+ রান (৩ বার হতে গিয়ে অল্পের জন্য মিস্‌)
    ৪) একদিনের ক্রিকেটে (odi) ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০ (৬০ বলে)

    আমাদের ছেলেবলায় টিভিতে টেস্ট ক্রিকেটে দুই ভুঁড়ে থাকত সারা দিন টিভি জুড়ে - ছোট ভুঁড়ি (গাওস্কর) ব্যাট ধরলে ছাড়ে না, আর, বড় ভুঁড়ি (বেদী) বল পেলে থামে না। সাথে মেজ, সেজ ভুঁড়ি-রা ও ছিল (গুন্ডাপ্পা, এরাপল্লী, ইঞ্জিনিয়ার)। মাঝে মাঝে সামান্য ফ্রেশ হাওয়া, কখনও কপিল, কখনও ব্রিজেশ। তখন বুঝতে পারতাম না, এখন পেছন ফিরে দেখলে মনে হয় কি দু:সহ ছিল সে দিনগুলি!

    সেওহাগ-এর এই স্ট্যাট কোনো ভারতীয়-র হতে পারে এ ছিল স্বপ্নাতীত। প্রথম নাম ভিভিয়ান না হলে এরকম হয় নাকি!

    কোথায় ছিলে বাওয়া সেওহাগ সেদিন। তুমি শুরু করলে, আর আমিও দেশ ছাড়লুম, সে যে কি দু:খু।
  • Bratin | 122.248.183.1 | ১৯ জানুয়ারি ২০১১ ১১:২৫464123
  • দেখো বাপু, সর্ব কালের সেরা দল করা চির কালেই চাপের

    ১। বিভিন্ন সময়ে বিভিন্ন মানের বোলার

    ২। পিচ কন্ডিশন

    ৩। বাংলদেশ,জিম্বাবুয়ে,কেনিয়া এই সব দলের অন্তর্ভুক্তি । বলা বাহুল্য এদের বিরুদ্ধে রান পাওয়া অনেক সহজ

    ৪। নিরপেক্ষ আম্পায়ারিং

    ৫। উন্নত মানে ব্যাট সমে ব্যাট সমেত ব্যাটসমান দের প্রোকেট্‌সন - রান করা সহজ করেছে( কভার বা পয়েন্ট ওপর দিয়ে ছয় এর আগে দেখা গেছে কি? গাভাসকার লাস্ট কটা সিজন ছাড়া টুপি পড়ে খেলেছেন। জিগাতে উনি বলেন প্রথমেই যদি ধরে নি বোলার আমর মাথয় বল লাগতে পারবে - ওখানে ই তো আমর মেন্টাল ডিফিট হয়ে গেল)

    ৬। প্লেয়ার দের শক্তি আর দুর্বলতা নিয়ে বিপক্ষ দলের চুল চেরা বিশ্লেষন

    ৭। অধ্যধিক ম্যাচ খেলা তাই পারফর্ম করার সুজোগ বেশী।

    তাই একটা বেস লাইন তৈরী করা দরকার ধর যাক

    ১। অন্তত: ৫০ ট টেস্ট খেলেছে
    ২। অন্তত: ৫০০০ রান করেছে
    ৩। অন্তত: ৩০০ টা উইকেট নিয়েছে

    এই বার দেখো কারা কার থাকে
  • aka | 168.26.215.13 | ১৯ জানুয়ারি ২০১১ ১৯:৫৬464124
  • শুভজিতদা বলল চার নম্বরে দাদা না হলে মনস্তঙ্কÄবিদ দেখানো উচিত।

    ভারতীয় টেস্ট টিমে ১। গাভাসকর, ২। সহবাগ, ৩। দ্রাবিড়, ৪। শচীন এগুলো তো চেষ্টা করেও পাল্টানো গেল না। মনস্তঙ্কÄবিদদের পসার বাড়বেই বাড়বে।

    সে যাই হোক আর একজন বিমান বোসের লিস্টি দেখুন

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=archive/1101022/22khela1.htm

    যেভাবে চলছে তাতে গুচর দুএকজন ছাড়া দেশে ক্রিকেটে বিশেষজ্ঞ বিশেষ কেউ থাকবে না। শুধু সময়ের অপেক্ষা। :)
  • Arpan | 122.252.231.10 | ১৯ জানুয়ারি ২০১১ ২০:১১464125
  • বোতিনের ক্রাইটেরিয়াটা অতি ধুর হল। ওই ক্রাইটেরিয়াতে শেন বন্ড, ব্যারি রিচার্ডস বা ভিনু মানকড় কেউ আসবে না। তাই বলে এরা কি নিজ নিজ দেশের সর্বকালের সেরা টেস্ট টিমে নমিনেশনও পাবে না? আর ৫০ খানা টেস্টের কথা বলছ। আগেকার দিনে কি এত টেস্ট খেলা হত নাকি?
  • Moloy | 207.45.43.68 | ১৯ জানুয়ারি ২০১১ ২০:৩৬464127
  • ভারতের সর্বকালের সেরা টেস্ট দলের উদ্দেশ্য যদি ম্যাচ জেতা হয় তবে কোথায় কোন টিম এর সাথে খেলাটা হচ্ছে তার ওপর নির্ভর করে দলে কিছু অদল বদল নিশ্চয় হবে। এবং বেশ কিছু situation এ দাদা অবশ্যই টিম এ আসবে।

    এরকম একটা ধ্রুব সত্য সেরা টেস্ট টিম বলে কিছু হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন