এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে - দ্বিতীয় পর্ব

    kd
    নাটক | ১৯ ডিসেম্বর ২০১০ | ১৩৩২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 122.248.182.16 | ২৮ ডিসেম্বর ২০১০ ১২:৪২466913
  • সিন টু।
    টেক ওয়ান।

    ঘরে টোকা। ছোটো বৌ এর প্রবেশ। হাতে তিনটে ব্যাগ।

    ব্যাং: ও: তুই। (খুট করে গ্রামাফোন বন্ধ করে দিল।)
    ছোটো বৌ: (রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে) উফ।
    ব্যাং: তুই ব্যাগ বইছিস কেন? বুড়ো ভামটা কই?

    কাট।
  • Ishan | 122.248.182.16 | ২৮ ডিসেম্বর ২০১০ ১২:৪৮466914
  • সিন থ্রি।
    টেক ওয়ান।

    ছোটো বৌ দরজার দিকে আঙুল দেখায়। বরের প্রবেশ। কাঁধে একটা ট্রাঙ্ক সাইজের বাক্স। দু-হাতে চাট্টে বিগ শপার।

    ব্যাং: ছোটোর ব্যাগগুলো বিগ শপারে ভরে নিতে পারতে তো।
    বর: উফ। (বাক্স নামাতে নামাতে)
    ব্যাং: এই ভাবে কেউ বাক্স নামায়? আমার গ্রামাফোনের পাশে?
    বর: উফ।
    ব্যাং: সব এসেছে?
    বর: উফ। (সব নামিয়ে টামিয়ে বসতে যায়)
    ব্যাং: বসছ কি? খবরের কাগজের ডাঁই হয়ে আছে নিচে। তিন মাস ধরে। যাও বাজারে গিয়ে বেচে এসো।
    বর: উফ।
    ঘামতে ঘামতে বরের প্রস্থান।
    ব্যাং(সজোরে): বেশি দেরি করবেনা। চায়ের দোকানে বসে যাবেনা। আরো কাজ আছে।

    কাত।
  • Ishan | 122.248.182.16 | ২৮ ডিসেম্বর ২০১০ ১২:৪৯466915
  • এর পরে প্রথম অ্যাড ব্রেক। বাকিটা স্পনসর পেলে লিখে দেবো।
  • byaang | 59.93.199.165 | ২৮ ডিসেম্বর ২০১০ ১২:৫২466916
  • কন্টিনিউটি :

    হন্তদন্ত হয়ে গম্ভীরমুখে বরের প্রবেশ।

    বড় বৌ : দেখলি, দেখলি স্ট্যান্ডার্ডটা দেখলি নিজের! গালাগালি না খেলে তুই নড়তে পারিস না। বলি তোর লজ্জা করে না, বুড়োবয়সে কচি বৌ ঘরে তুলে তাকে দিয়েই খাটাচ্ছিস! তোল, ব্যাগগুলো তোল।
    ছোট বৌ : আহা, থাক না দিদি।

    বড় বৌ : তুই চুক্কর। ও আপদ ঘরে থাকতে তুই খেটে মরবি কেন?

    বরের মুখে ক্লোজাপ। ছলছলে চোখ, মৃদু দীর্ঘশ্বাস। (ব্যাকগ্রাউন্ডে কিশোরদা - কী আশায় বাঁধি খেলাঘর, বেদনার বালুচরে)
  • Ishan | 122.248.182.16 | ২৮ ডিসেম্বর ২০১০ ১২:৫৪466917
  • ব্যাং এর টা বেটার। আমার সিন টু বাতিল।
  • Tim | 173.163.204.9 | ২৮ ডিসেম্বর ২০১০ ১২:৫৬466918
  • সিন থ্রি (ব্যাকাপ, মামু ক্যালানির চোটে কাহিল হয়ে লিখতে না পাল্লে)।
    টেক ওয়ান।

    মামুর প্রবেশ। কাঁধে একটা পুরোনো দেওয়াল ঘড়ি, পিঠে ব্যাকপ্যাকের মত করে একটা কাঁঠাল বাঁধা, কোমরে তেলের শিশি। পায়ে চপ্পল, তার একপাটিতে সেফটিপিন।

    মামু: ডাকছিলে? ( দড়াম করে ঘড়িটা রাখতে রাখতে)
    ব্যাং: আক্কেল দ্যাখো! ঘড়িটা ভাঙবে যে! (ঘড়িটার প্রতি মমতামাখানো দৃষ্টি, বাপের বাড়ির ঘড়ি, বিবাহে ন'কাকার খুড়শ্বশুর দিয়েছিলেন।)

    কাট।
  • Sibu | 173.138.68.39 | ২৮ ডিসেম্বর ২০১০ ১২:৫৯466920
  • ঢ্যাঙা মানিক এই স্ক্রিপ্ট দেখলে,

    বলি বাপের বাড়ীর ঘড়ি, ন'কাকার খুড়শ্বশুর বিবাহে দিয়াছিলেন, এই সব কি করে বোঝানো হবে শুনি?
  • byaang | 59.93.199.165 | ২৮ ডিসেম্বর ২০১০ ১২:৫৯466919
  • না না, বাতিল কেন! আমারটা হল গিয়ে তোমার সিন টুয়ের কন্টিনিউটি। তারপর তোমার সিন থ্রীর শুরুটা সামান্য মডিফাই করে দিচ্ছি, রোসো। রীলগুলো কি ফেলনা নাকি, দাম দিয়ে কিনতে হয় নি? অম্নি বাতিল বললেই হল! তাহলে এডিটরকে পয়সা দেওয়া কেন? ঐ সিন থ্রীই থাকবে। শুরুটা একটু বদলে দিচ্ছি।
  • Tim | 173.163.204.9 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:০১466921
  • ক্যানো, সাবটাইটেল? একজন ভাষ্যকারও রাখা যায়। কঠিন সিনগুলো মানে বলে বলে দেবে। ভুলোনা, যাদের বাড়িতে রচনাবলী আছে এবং নেই, তাদের সব্বার জন্য এই সিরিয়াল।
  • Sibu | 173.138.68.39 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:০৩466523
  • অমিতাভ্‌-কে না পেলে ঐ ভাষ্যকারের রোলটা আমি করব।
  • Bratin | 122.248.183.1 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:০৬466525
  • ইয়ে, আমাকে ও এক পিস রোল দেওয়া হোক
  • Sibu | 173.138.68.39 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:০৬466524
  • ব্যাঙের ঘরে কি ছাতা থাকবে?
  • byaang | 59.93.199.165 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:০৭466526
  • মামুর সিন থ্রীর শুরু।
    বর ঝুঁকে পড়ে ব্যাগ তুলছে।
    ছোট বৌ : ও দিদি, ঐ দ্যাখো, ট্রাঙ্কটাই তোলে নি উপরে।
    বড় বৌ : অ্যাঁ, সেটা আগে বলিস নি কেন? এই যো, বলি ট্রাঙ্কটা তুলবে কে? যা আগে ট্রাঙ্ক তুলে আন, তারপর ব্যাগ তুলবি।

    (ব্যাকগ্রাউন্ডে কিশোরদা : নিয়তি আমার ভাগ্য নিয়ে যে নিশিদিন খেলা করে)
    বরের প্রস্থান।
    বড় বৌ : হ্যাঁ রে বেশ দামী দামী দেখে শাড়িগুলো কিনেছিস তো? তোর বাপের বাড়ির কাছে এবাড়ির মুখ রাখতে হবে তো।
    ছোটো বৌ : শ্‌শ্‌শ (মুখে আঙুল দিয়ে)
    বড় বৌ : কেন?

    মামুর সিন থ্রী কন্টিনিউ।
  • byaang | 59.93.199.165 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:১০466527
  • আর টিমির সিন থ্রী টা অটোমেটিকালি সিন ফোর হয়ে যাবে। জীবনের ধন কিছুই যায় না ফেলা। সে রবীন্দ্র রচনাবলী থাকুক অথবা না থাকুক।
  • byaang | 59.93.199.165 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:১৫466528
  • ব্রতীন ফার্স্ট এপিসোডেই মুখ দেখাতে চাইলে, পুরানো খবরের কাগজওয়ালার রোল দেওয়া যেতে পারে।
  • byaang | 59.93.199.165 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:২৩466529
  • শিবুকে ভাষ্যকার বা সাবটাইটেল লেখার কাজ দেওয়া হলে আমি ওয়াক আউট করবো। সব মানে বদলে দেয়, অমন চোখা চোখা ডায়লগগুলো পুউউরো মার্ডার হয়ে যাবে শিবুর হাতে পড়লে।
  • byaang | 59.93.199.165 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:৩১466530
  • আম্মো লাঞ্চ ব্রেকে গেলুম।
    তবে মনে রাখবেন কাস্টিং এবং স্ক্রীপ্ট লেখায় সবারই সমানাধিকার আছে। সবাই দলে দলে এগিয়ে আসুন, হাতে হাত মিলিয়ে বাড়িয়ে চলুন এই মেগাসিরিয়াল।
  • Bratin | 122.248.183.1 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:৩২466531
  • না ও রকম করলে খেলবো না। কমেডিয়ান টাইপের রোলে আমি স্বচ্ছন্দ। (আমার বন্ধুদের দাবি) প্রযোজক রা ভেবে দেখতে পারেন
  • Sibu | 173.138.68.39 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:৩৬466532
  • ব্যাং আবার ওয়াক-আউট করবে কি? খুব বেশী হলে জাম্প-আউট করতে পারে।

    ঘুমোতে চল্লুম, কাল সকালে বাকী স্ক্রীপ্ট দেখে ভাষ্য লেখার কাজ শুরু করব
  • Samik | 155.136.80.174 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৩:৪২466534
  • বেশ এগোচ্ছে :-)
  • Lama | 203.132.214.11 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৫:৩৩466535
  • আমাকে পাড়ার মোড়ের পানওয়ালার একটা রোল দিলেই আমি খুশি
  • byaang | 59.93.172.145 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৫:৩৬466536
  • তুই পানওয়ালা হলে শিল্পসজ্জা বিভাগটা কে দেখবে?
  • Samik | 155.136.80.174 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৫:৪৬466537
  • আমার পুপেকেও পচুন্দো হয় নি, মিষ্টুকেও না। আমি বরম্‌ টিনটিন হব। ঝিনুককে আমার এট্টু চোখে নেগেচে।
  • siki | 155.136.80.174 | ২৮ ডিসেম্বর ২০১০ ১৫:৪৭466538
  • তবে, অন আ সিরিয়াস নোট, অপরাজিতা আঢ্য মহিলা তুখোড় অভিনয় করলেন গতকাল (রাণী)।
  • Ruchira | 67.116.240.69 | ২৯ ডিসেম্বর ২০১০ ১২:২০466539
  • কদিন disneyland গিয়েছিলুম - বাপরে - এর মধ্যে টইটা কি করে রেখেছে সব!!
  • kumudini | 59.178.36.12 | ২৯ ডিসেম্বর ২০১০ ১৬:৫৯466540
  • টিমের সিন ৩ হল সিন ৪।
    তার পর:
    সিন ৫
    বর আতঙ্কিত ভাবে সরে দাঁড়ায় এবং দুই বউকে দ্যাখে।********
    কিছুটা সাহস সঞ্চয় করে ও ঘড়িটি তুলে আলমারীতে রাখতে যায়।
    ব্যাং(গর্জন)-আচ্ছা, তোমাদের ইশকুলে কি এটাও শেকায় নি, যে ঘড়ি দেয়ালে টানাতে হয়।ঘড়ি যদি তুলে রাকলে তো,সকালে উটে দুধ আন্তে যাবে কি করে?
    ***********
    ছোটো বউ- দিদি,হাতুড়ি,পেরেক দাও না,দেয়ালে ---
    ব্যাং-সমস্ত চিলেকোঠার ঘরে গুছিয়ে রাখা আছে রে,সবার ওপরের তাকে।আমার মতোন গুচোনো ইস্তিরি কেউ দেকেচে আজ অবদি?
    ছোটো বউ-(গদগদ ভাব)-সে আর বলতে দিদি,তুমি হলে রমণী রত্ন।
    ************
    বর অসহায় ভাবে দুইজনের দিকে দ্যাখে,ঘড়িটি সাবধানে নামায়,কাঁঠাল শুদ্ধু পেরেক আনতে রওনা দেয়।

    ********-এই জায়গায় টাইম খাওয়াতে হবে।
  • kumudini | 59.178.36.12 | ২৯ ডিসেম্বর ২০১০ ১৭:৩৫466541
  • কাট।
    ছোট বউ-(ব্যাং-এর কাছে সরে আসে)-দিদি,ঐ শাড়ীগুলো তো সব ওর কার্ডে কিনলুম গো।ওকে তকোন বল্লুম "মাতাটা কেমোন ধরে উটেচে,একপাতা ক্রোসিন কিনে আন্তে পাচ্চ না?তড়বড় করে ওষুদের দোকান খুঁজতে গেল,আর আমি অম্নি---। ফুলশয্যার রাত্তিরে সব্বার আগে পিন নম্বরটা জেনে নিইচি।তোমার জন্যও নিইচি এক্টা জামদানী-
    ব্যাং মুগ্‌ধ দৃষ্টিতে ছোট বউকে দ্যাখে।
    ব্যাং-হবে রে ছোট,হবে,তোর আমার হবে(হ্যাঁ, মিউজিক ভুলে গেছিলাম-এখন আর দেরী নাই,ধর গো তোরা ই:)
    ইতিমধ্যে বর ঢোকে,কাঁঠাল পিঠে,সামান্য ল্যাংচায়।
    ব্যাং-এইটুকু কাজ করেচো কি করোনি অম্নি ল্যাংচাচ্ছ?
    বর গভীর অভিমান,বৈরাগ্য ও উদাসীনতা মিশ্রিত স্বরে বলে-
    বর-চিলেকোঠায় তোমাদের নয়নমণি ঘুমোচ্ছিল,দরজা খোলার আওয়াজে চটে উঠে পায়ে ক্কামড়ে দিলো।
    ছোট বউ-(চমকে উঠে)-সে ক্কি গো,তোমার চটিতে যে সেপ্টিপিন ছিলো,ওর পেটে চলে যায় নি তো???
    (বেহল-প্যাঁও,ক্যাঁও,প্যাঁও,ক্যাঁও)
    কাট।
  • siki | 155.136.80.174 | ২৯ ডিসেম্বর ২০১০ ১৭:৩৬466542
  • হুঁ, রামানন্দ সাগর স্টাইলে।
  • kumudini | 59.178.36.12 | ২৯ ডিসেম্বর ২০১০ ১৭:৪৩466543
  • বেহালা
  • Lama | 203.132.214.11 | ২৯ ডিসেম্বর ২০১০ ১৮:০০466545
  • চোকে জল আসি গিলো বটেক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন