এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে - দ্বিতীয় পর্ব

    kd
    নাটক | ১৯ ডিসেম্বর ২০১০ | ১৩৩১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arya | 125.16.82.195 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২০466712
  • এট্টু এট্টূ করেছি।
  • siki | 123.242.248.130 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২৯466713
  • এট টূ, আর্য? ;)
  • Z | 202.75.203.4 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩২466714
  • আমারো কিছু কথা বলার আছে...

    ১) গানটা আমার খুব খারাপ লাগেনি। দামী শিল্পী হয়তো বেটার গাইতেন কিন্তু কম বাজেটের শিল্পী যা পেরেছে গেয়েছে। এতে এত বলবার কি আছে?

    ২) গপ্পটা ঝোলাচ্ছে

    ৩) গপ্পটা ঝুল হচ্ছে...

    ৪) এমনি কল্লে খেলবো না।
  • siki | 123.242.248.130 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫০466715
  • আমাকে নিলে পাত্তেন তো! আরো কম বাজেটে গেয়ে দিতাম। গোরার থেকে ভালো গাইতে পারতাম।

    বরম সরস্বতী পুজোর দিন মধুর ধ্বনি বাজে, হৃদয়কমলবনমাঝে গানটা ডুয়েটে ব্যাপক জমেছিল।
  • pipi | 92.225.74.218 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৬466716
  • এই সিরিয়ালটা নিয়ে এত্ত মাতামাতি! অথচ বাড়ি গিয়ে অনেক চেষ্টা চরিত্র করেও দশটা মিনিট বসে দেখতে পারলাম না, চূড়ান্ত বোর হয়ে গেলাম (হিন্দী বাংলা যেকোন সিরিয়াল দেখতে গেলেই অমনি অবস্থা হয়,এটিও তারচেয়ে কিছু আলাদা হয় নি)। আমি লিচ্চয় তাহলে ০.৫% এর দলে:-)
  • rimi | 168.26.215.135 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ১৯:২১466717
  • সবই সহ্য করা যায় গোরার গানগুলো ছাড়া।

    আর ইয়ে, পুপের কান্নাকাটির দৃশ্য যখন ক্লোজ আপে দেখালো, পষ্ট দেখলাম পুপের চোখে পিঁচুটি। কাজলে কালো হয়ে ঝুলে আছে :(
  • Nina | 64.56.33.254 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪২466718
  • সিকি ততক্ষণ তোমার কয়েকতা গান শোনাও না টেপ করে, প্লিজ!
    গল্পটা একঘেয়ে হয়ে যাচ্ছিল--কিন্তু এখন আবার একতু কি হয় কি হয় ভাব এল---গানগুলো সবকটা খারাপ নয়---স--ব আর কি ভাল হয়?!
  • siki | 122.162.75.32 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৫466719
  • আরে ধুর নীনাদি, সব গান খারাপ কে বলেছে? স্পেশালি কালকের গানটা নিয়েই কথা হচ্ছিল তো! টোটাল বলাৎকার হয়েছে কালকের গানটার, নো ডাউট। এর আগে বলাৎকার হয়েছিল গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর, তার আগে হয়েছিল তোমার খোলা হাওয়া।

    সুন্দর গান তো গেয়েছে। আমি রূপে তোমায় ভোলাবো না, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, এগুলো সব ফাটাফাটি গেয়েছে। আর সরস্বতীপুজোর দিনে মধুর ধ্বনি বাজে গানটাও ডুয়েটে অসা লেগেছিল।
  • Tim | 198.82.30.67 | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৬466720
  • রিমিদি,
    :-))))
  • sayan | 98.225.200.39 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৭:১৭466722
  • এই সেই বহুলচর্চিত সিরিয়াল! এনারাই পুপে-গোরা-প্রদীপ্ত এট অল। হায় হায়! :-(((
  • aka | 24.42.203.194 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৭:৪৪466723
  • আহা আজ কি হল, চোখে জল চলে এসেছিল। পুপে যখন বাবা বলে ডাক দিয়ে কোলে ঝাঁপ দিল, ঠিক তখনই দু ফোঁটা চোখের জল কিবোর্ডে পড়ল।
  • Paramita | 122.172.162.63 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৮:১৩466724
  • ঐ বাবা ডাকের সঙ্গে সঙ্গে গা-ও-র মেলোড্রামাবৃত্ত সম্পূর্ণ হইল। চাপানউতোরটিতে চন্দ্রশেখর বাবুর উতোরের ভাগ শুধু এক মুষ্টি বাকি রহিয়া গেল। তিনি সত্যই ভিলেন না কি রবিঠাকুর, মা কেন এমন হইলেন, গোরাকে হসপিটালের বেড হইতে আলুথালু পুপে কোন্‌ ঔষধ প্রয়োগ করিয়া ঘরে ফিরাইয়া আনিবে সর্বোপরি রিগ্রেট এপিসোড কটি - এগুলি জানিবার জন্য আমরা আরো কিছুখন নাহয় বসিবো পাশে।
  • siki | 123.242.248.130 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৯:২৬466725
  • এর পর আর কোনো কথা হয় না :)
  • titir | 128.210.80.42 | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:১০466726
  • তুলে দিলাম।

    আমি আগে টই তুলতে জানতাম না। এখন শিখে গেছি নিজে নিজে।
  • Kaju | 121.244.209.245 | ১৯ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৪৬466727
  • টইকে পোস্টে পোস্টে টইটম্বুর করে দাও, আপনি উঠে আসবে। সোজা তো। ওর চেয়ে মেঝেতে পড়ে যাওয়া ভারী বই তোলা শক্ত কাজ। :-)
  • Nina | 68.84.239.41 | ১৯ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৮466728
  • গা ও ক্রমশ: সেই থোড় বড়ি খাড়া হয়ে যাচ্ছে---ঠাকুর থাকবে কতক্ষণ?
  • Nina | 68.84.239.41 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০৫:২৮466729
  • উফ! এ কি সাপে ছুঁচো গেলা অবস্থা--না পারি গিলতে না পারি ফেলতে :-((

    তিতির, ও তিতির, আজ আবার বুন্তুলি নাগ করেছে--আপডেটায়নি ১৯ তারিখের :-((
  • aka | 24.42.203.194 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০৬:০৩466730
  • না: নীনা দিকে ঠিক সঠিক ফ্যান করে তোলা গেল না। আজ গাও হয় নি। বুন্তুলির চ্যানেলের কমেন্টও তো পড়ে দেখতে হবে নাকি।
  • bb | 117.195.182.168 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৯466731
  • @pipi আমিও আপনার দলে, কোন সিরিয়াল ভালো লাগে না। এমনকি গা ও চেষ্টা করেও ৫ মিনিটের বেশী দেখতে পারি নি :(
  • Kaju | 121.244.209.245 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৩466733
  • bbর সাথে ক্ক। একদিন খুললাম, দেখি তো লোকে এত বলেটলে 'গা-ও' 'গা-ও', ৫ মিনিট দেখেই বিরক্তি ধরে গেল। তার ওপর কীসব মাঘোৎসব-টব এনে হাজির করেছে। এত বেম্মো ব্যাপারস্যাপার আজকাল কোথাও আছে নাকি?
  • dukhe | 117.194.241.107 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৯466734
  • আমার জ্ঞানচক্ষু খুলেছে । সব, স-অ-ব জেনে গেছি ।
    'সোনার তরী' একটি বাড়ি বা বংশের নাম - যেখানে জনতা রবীন্দ্র-আদর্শে উদ্বুদ্ধ । সে বাড়ির কর্তাবাবা সাধু বাংলায় কঠিন কঠিন কথা বলেন । তার পরিণামে (পরিভাষায় যাকে কমুনিকেশন গ্যাপ বলে, তার কারণে) বেচারার চার ছেলেই ক্রমে উচ্ছন্নে যায় । সবার অসুখী দাম্পত্যজীবন । একজন লভ এর ধাক্কায় বৌ-বাচ্চা-সংসার ছেড়ে স্যাম খুড়োর দেশে পাড়ি দেয়, কিন্তু অর্থনৈতিক মন্দার জেরে আবার ফিরে আসে । চাকরিবাকরির অভাবে গল্পের বই লিখে পেট চালানোর চেষ্টা করে । ছোট ভাইও বিবাহ-বহির্ভূত প্রেমে মনোনিবেশ করে, কিন্তু তার পরিণাম জানা যায় না । কালে পরের প্রজন্মের ছেলেপিলেগুলির বিবাহ-সম্ভাবনাতেও জট পাকায় । বৃদ্ধ কর্তাবাবা রুজিরুটির চেষ্টায় মার্কিনমুলুকে যান, কিন্তু ক মাস পরে সংসার সামলাতে ফিরে আসতে বাধ্য হন ।
    রাবীন্দ্রিক আদর্শ জীবনে প্রয়োগ করার ফল যে কতদূর বিষময় হতে পারে, গা ও তার এক বলিষ্ঠ উদাহরণ মানুষের সামনে তুলে ধরেছে ।
  • Kaju | 121.244.209.245 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৮466735
  • 'প্রয়োগ' না বলে অপপ্রয়োগ বা ভুলভাল প্রয়োগ বললেই বোধায় ঠিক কথাটা বলা হয়। অনেকটা সেই 'বিজ্ঞান আশীব্বাদ না অভিশাপ'-এর মত। প্রদীপের আলোয় কেউ চুরিচামারি করে, আবার কেউ জ্ঞানচর্চা করে পণ্ডিত হয়। সে দোষ কি প্রদীপের?
  • kd | 59.93.198.145 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৯466736
  • না না প্রদীপকে দোষ দিও না। জানি আলো-টালোর ব্যবস্থা করা ওরই কাজ, কিন্তু ও তো নিজের বুদ্ধিতে কিছু করে না, তন্ময়/সুশান্ত যা করতে বলে তাই করে। দোষ দিতে গেলে ওর বসদের দাও।

    অবিস্যি কী আর করা যাবে! ভুল করবে ওপরতলার লোক আর গালাগালি খাবে এই খেটে খাওয়া মানুষেরা! জগতের নিয়ম।
    :)
  • Kaju | 121.244.209.245 | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৫466737
  • কাব্লিদা...:-)

    দিল জল অন্যঢালে ঘুরাইয়ে...

  • Nina | 68.84.239.41 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ০৫:৫০466738
  • ধ্যুস! একেবারে হিন্দীসোপ অপেরা করে ছেড়ে দিল---আর দেখব না। ভাগ!
  • siki | 123.242.248.130 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫০466739
  • এইবারে ব্যাপারটা হম দিল দে চুকে সনম-এর দিকে এগোচ্ছে।

    ন হন্যতেও বলা যায়।
  • sinfaut | 203.91.201.57 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৩466740
  • এত চাদ্দিকে আলোচনা সঙ্কেÄও আমি এখনও একটা মিনিটও দেখিনি গা-ও। না, ভুল বললাম, এক মিনিট দেখেচি, কিন্তু বুঝিনি ওটাই গা-ও, অ্যাড শুরু হতে বুঝেছিলাম। আমার কি সংযম!
  • kc | 194.126.37.76 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৩466741
  • আর এই সিরিয়ালের জন্য আমাকে দেশ থেকে ডিশটিভির সেট টপ বাক্স কিনে আনতে হয়েছে। আট ফুটিয়া ছাতা বাড়ির মাথায় বসাতে হয়েছে। এখন ভাল হোক বা খারাপ হোক ওটাই চালাব আসল টাইমে, রিপিট টেলিকাস্টের টাইমে ওটাই চলবে। আমার এই ফরমান, দুটো ঝগড়া সাসটেইন করে গেছে। আরএকটা দিগন্তরেখায় দেখতে পাচ্ছি। এবার আর জিততে পারব বলে মনে হচ্ছেনা।
  • dd | 124.247.203.12 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৯466742
  • আমি আদ ঘন্টাটাক দেখেছিলাম, একটাই এপিসোডের। খাসা লেগেছিলো। চান্স পেলেই আবার দেখবো।

  • shrabani | 124.124.86.86 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৫466745
  • এই সিরিয়ালটার টেলিকাস্ট টাইম কখন, কেউ একটু লিখে দিন। দু দুটো টই, অন্তত একটা এপিসোড দেখা উচিৎ মনে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন