এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে - দ্বিতীয় পর্ব

    kd
    নাটক | ১৯ ডিসেম্বর ২০১০ | ১৩৩১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 68.84.239.41 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ০৫:৫৪466646
  • তিতির---- আজকেরটা?? প্লিজ---
  • Nina | 68.84.239.41 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ০৮:০১466650
  • তিতির, অনেক অনেক ধন্যযোগ----যদিও ক্রমশ একঘেয়ে হয়ে যাচ্ছে তবু--না দেখলেও শান্তি নেই--প্লিজ আবার কালকেরটাও দিও।
  • Nina | 68.84.239.41 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ০৮:০৩466651
  • মানে 9th এর টা ।ইয়ে মানে বুন্তুলির জায়গাটা নিয়ে নাও তিতিরতুলি :-))
  • titir | 128.210.80.42 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৭466652
  • নিনা, আমি তো পরের ধনে পোদ্দারি করছি। অন্য জায়গা থেকে এনে কপি পেষ্ট করে দিই। মনে হয় বুন্তুলি আজ থেকে আবার শুরু করে দেবে। যদি না দেয়, তাহলে আবার দিয়ে দেব।
    সত্যি বড্ডো একঘেয়েমি লাগছে। তবে প্রদীপ্তর ঐ পুপেকে দেখে মুগ্‌ধ হওয়াটা খুব সুন্দর লেগেছে। বেচারা!
  • Paramita | 202.3.120.9 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৯466653
  • গুঞ্জা (বয়স সাড়ে তিন) কাল রাতে ঘুমোবার আগে মাকে বলেছে, আমি প্রদীপ্তকাকুকে ড্রিমে দেখেছি। মা জিগেস করলো, সে কি রে! আর ভোম্বল?! গুঞ্জা অম্লানবদনে, ফোম্বলকে আমি আর চাই না।
  • titir | 128.210.80.42 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৭466654
  • সাড়ে তিন বছরের গুঞ্জা ঠিকই বলেছে। ভোম্বল অতি সহজেই দিদিমনি আর টিনটিনের প্রেম বুঝে গেল, কিন্তু বিশেষ বন্ধুর মানে বুঝতে পারল না। ওর ভোম্বল না হয়ে ফোম্বল হওয়াই উচিৎ। প্রেমের দৃশ্যে প্রদীপ্তকাকুকে হেব্বি মানাচ্ছে।
  • Paramita | 202.3.120.9 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৩466656
  • গুঞ্জা আজ পাল্টি খেয়েছে। ফোম্বল আসছে ফোম্বল আসছে বলে লাফাচ্ছিলো ইউটিউবে GNO-র গান শুনতে শুনতে(দুই মেয়ের ফেভারিট পাসটাইম)। যখন কালকের ড্রিমের কথা বললাম, হাত উল্টে বললো ওর কিছু মনে নেই।
  • Paramita | 202.3.120.9 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৫466657
  • মধুর ধ্বনি যে বাজবেই জানা ছিল।
    পুপের আজকের সাদা জামদানিটা অসাধারণ।
  • rimi | 168.26.215.135 | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৩466658
  • পারমিতাদি গুঞ্জার গল্পগুলো শিশুটকে দাও না কেন? ওরে বাবা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল! এদিকে "প্রদীপ্তকাকু" ওদিকে "ফোম্বল" :-)))))
  • Nina | 68.84.239.41 | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৭:৫০466659
  • পুপের কি একটা বড় ল্যাজ আছে??? প্রদীপ্ত আর গোরাকে কি খেলাই খেলাচ্ছে ল্যাজে---ধ্যুস গল্পটা সেই পুরাকালের "কোবোল প্রোগ্রামের "সাক সেভেন লুপে পড়েছে যেন---যাই ঘুমৈ গে!
  • kumudini | 122.173.160.127 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১৮:২৩466660
  • গা-ও দেখচেন না কেউ?দেখুন,দেখুন।চমৎকার মাঘোৎসব শুরু হয়েছে,যে যেখানে ছিল সব হাজির,শুধু কৌ-সে আর বিশ্রীকে দেখতে পেলুম না।অসাধারণ সেজে গুজে সব বৌ ও মেয়েরা সুন্দর অভিজাত ভঙ্গীতে অতিথি আপ্যায়নে ব্যস্ত,অরণ্যদেব উপাসনা শুরু করেচেন,গোরা এ¾ট্রী নিয়েচে সবে,এমন সময় পুপে(সাজে নি মোট্টে) তড়বড় করে নেমে এসে গোরার কলার ধরে কি সব বলতে লাগলো।
    কিছু বলার থাকলে ফোনে বলে দিলো না কেন?
  • aka | 168.26.215.13 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩০466662
  • এই সিরিয়ালটা বাংলা সিরিয়ালের ইতিহাসে যুগান্তকারী। এইরকম অডিয়েন্স কানেকশন করার চেষ্টা কেউ কোনদিন করেছে বলে মনে হয় না। সোপের জগতে নতুন দিগন্ত।

    ভেবে দেখছিলাম এইরকম সোপের প্রোজেক্ট ম্যানেজার হওয়া কি কঠিন। আগামী সাতদিনে কোন কোন রিসোর্স লাগবে, কত টাকা বাজেট, কোন লোকেশনে কি রকম সেট লাগবে, কিছুই ঠিক নেই। সবটাই ডায়নামিক। রিকোয়ারমেন্ট জেনে, ডিজাইন করে, আর্কিটেকচার ঠিক করে, প্রতি স্টেপে সাইন অফ নিয়ে প্রোজেক্ট করার অভ্যেস এখানে চলবে না। পুরোটাই ইনক্রিমেন্টাল বিল্ড। কঠিন হবে মনে হয়।
  • kc | 89.203.49.18 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৫466663
  • এর থেকে 'এক আকাশের নীচে' বেশী ভাল লাগত। 'তের পার্বণ' বোধ হয় বেশী কানেক্ট করেছিল। 'সেই সময়', কে হিসেবের মধ্যে ধরছিনা।
  • aka | 168.26.215.13 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪০466664
  • আরে না না ভালো লাগা, মন্দ লাগা বলছি না। এই যে নতুন সোশাল নেটওয়ার্কিং সাইটের সাহায্য নেওয়া। এই যে আজকের তিতিরের ভিডিওটা এইসব স্ট্র্যাটেজি বলছি। ভালো মন্দ অন্য ব্যপার কিন্তু এই স্ট্র্যাটেজি গুলো নতুন আইডিয়া। এই যে লোকে বুন্তুলির চ্যানেলে লেখে, ব্লগে লেখে, ফেসবুকে লেখে, গুরুতে লেখে আবার সেইসব কমেন্ট নাকি সিরিয়াসলি নেওয়া হয়, গল্পে চেঞ্জ হয়। আর কি চাই, এইভাবেই সোপ করলে হিট হবেই, সিরিয়ালটা একসময়ে বন্ধ হয়ে যাবে ঠিক হয়েছিল, কিন্তু এইসব স্ট্র্যাটেজি আবার নতুন করে বাঁচিয়ে তুলেছে।
  • Arpan | 112.133.206.2 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩০466665
  • কিচ্ছু বুইলাম না। হিন্দি সিরিয়াল তো এ কবে থেকে করে আসছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ভূমিষ্ঠ হবার আগে থেকেই দর্শকদের প্রতিক্রিয়াপাঠ ও সেইমত স্ক্রিপ্টের অদলবদল এ তো কবেকার কথা! একটি জনপ্রিয় হিন্দি সিরিয়ালের দেখলাম তো নিজেদের ওয়েবসাইটও আছে। (বাকিদের চেক করিনি)

    এখন যেইটা বাকিরা বহুদিন ধরে করছে সেইটা গা ও শুরু করলে উদ্বাহু হয়ে নাচার কী আছে!
  • Paramita | 122.172.156.234 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২১466667
  • হয়ে এসছে মনে হচ্ছে। আজ গোরা.. না থাক্‌।
  • siki | 122.162.75.207 | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৪466668
  • মানকুমারীর ঠাকুমা ... বাঁচলো না, বাঁচলো না।
  • a x | 99.54.69.229 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৪466669
  • আকা ভুল আর কি বলেছে। এমনটা আগে দেখেছ? স্ক্রিপ্ট নাই। ফ্যানেরা যা বলছে, তাই পরের দিন দেখাচ্ছে। যেদিন বলছেনা, সেদিন গহ্বর খুঁড়ে পাঁচটা পুরোনো এপিসোড ফ্ল্যাশ ব্যাকে আর বাদাম খেয়ে কাটিয়ে দিচ্ছে! ইনোভেশন একেই বলে! একেই বলে পিপল্‌স্‌ সিরিয়াল :P
  • aka | 168.26.215.13 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪৪466670
  • কমরেড অপ্পন, সোপ মানেই তাই কিন্তু সোশাল নেটওয়ার্কিং এইভাবে কাজে লাগানো আগে কোনদিন হয় নি। একটু প্রোম্যার চটি পড়ে ভাবুন দিকি। আরও একটা ব্যপার লক্ষ্য করুন যদ্দিন ঋতু ছিলেন তদ্দিনে সিরিয়ালে এসব কিছু হয় নি, অথচ সিরিয়ালের টিআরপিও বাড়ে নি, তুলে দেবার কথা চলছিল। এরপরেই ঋতু গেলেন, সোশাল নেটওয়ার্কিং ড্রিভেন গল্প হতে লাগল, টিআরপিও বাড়ল। কোন কনক্লুশন নেই শুধু ডেটা কালেকশন।
  • kc | 89.203.49.18 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫৫466671
  • ঋতু গেলেন কোথায়? এখনওতো রোজই ঋতুর নাম দেখায়। এই সেরিয়ালটা যা খপর বার হয় সবগুলোই ঢপ।
  • aka | 24.42.203.194 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৭:৫০466672
  • আজ শুধু চুপ করে থাকার দিন। আজ শুধু অনুভবের দিন আর যদি নিতান্তই না পারেন তবে খ্যাক খ্যাক করে হেসে নিয়ে গম্ভীর মুখ করুন। ও হ্যাঁ হাতে কালো ব্যাজ পরতে ভুলবেন না। মনে রাখবেন ভালোবাসা আর ভালো থাকার মধ্যে ব্যবধান হল অনেক কালো ব্যাজ, কিছু সহানুভূতি আর ভীরু প্রেম আর টিআরপি। বলি টিআরপি বাড়লে সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার আর কোন উপায় আছিল?

    বিটিডব্লু, যারা জিএনও কে গালি দেন তারা 'তখন ২৩' দেখে নিন। 'তখন ২৩' হচ্ছে - সেদিন ফাল্গুন, মাছ ভাজা হয়েছিল, বসন্ত দোরগড়ায়, মাছে নুন কম হয়েছিল। আর জিএনও হচ্ছে - সেদিন ফাল্গুন, ঝিনচ্যাক হাওয়া টাওয়া দিচ্ছিল, প্রাণে পুলক টুলক জাগছিল কিন্তু পেটে খিদেও ছিল তাই মাছ খেলাম, মাছটা হেবি ভালো ছিল, কিন্তু নুন কম ছিল। বলুন কোনটা ভালো?
  • dukhe | 122.160.114.85 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৩466673
  • টিআরপি, বসন্ত, মাছভাজা - উ: না জানি কী কঠিন এসব সিরিয়াল ।
    ডায়নামিক স্ক্রিপ্ট শুনে মনে পড়ল - সত্যি মিথ্যে জানি না - 'কোমল গান্ধার' এর স্ক্রিপ্ট শুনবেন প্রোডিউসার, বড় হোটেলের ঠাণ্ডা ঘরে বন্দোবস্ত । টেবিলের একদিকে ঋত্বিক খাতা খুলে স্ক্রিপ্ট পড়ছেন , অন্যপাশে হোমরাচোমরা শ্রোতারা । বেশ কিছুক্ষণ শোনার পরে এপাশ থেকে একজন উঠে ঋত্বিকের কাছে গেলেন । সবিস্ময়ে দেখলেন - সম্পূর্ণ সাদা খাতা খুলে স্ক্রিপ্ট পড়ে চলেছেন ঋত্বিক ।
    সেই ঋত্বিক - আর তারপরে এইসব জটিল সিরিয়াল ।
  • aka | 168.26.215.13 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৪466674
  • আমার বউয়ের আবার কড়া টাইপের টেস্ট মানে এসব বালখিল্য সিরিয়াল লুকিয়ে লুকিয়ে দেখে। সে বলছিল এককালে নাকি বার্গম্যান, রেঁনোয়া এরাও অনেক টিভি সিরিয়াল বানিয়েছেন। এমনকি এককালে আমাকে একটা দেখানোরও চেষ্টা করেছিল ৫ ঘন্টার ডিভিডি, নাম ছিল ম্যারেজ। সে খুব কড়া টাইপ, শুধু কথাবার্তা, খানিক বাদেই আমার ঘুম পেয়ে গিয়েছিল। তা ভাবছিলাম যে তাদের কি টিআরপি ছিল না।

    আসলে প্রাইভেট টিভি চ্যানেল আসার পর থেকে মনে হয় কনসেপ্টটা বদলে গেছে। এখন অ্যাড স্পেস/টাইমই হল মানি। সকলের চাহিদা মিটিয়ে গল্প এমন হতে হবে যাতে সবাই পরের দিন এসে দেখে, আবার হুকটাও ঠিকঠাক রাখতে হবে। এর সাথে মাথায় রাখতে হবে পরের দিন কিন্তু সব্যসাচীকে পাওয়া যাবে না (ডেট নেই) কিন্তু টিনটিনকে পাওয়া যাবে। আবার গল্পের ওভারঅল ফ্লোটাও মাথায় রাখতে হবে। শিল্প বা দুচ্ছাই যাই হোক না কেন খুব শক্ত কাজ এটা বুঝতে পেরেছি।
  • Baijayanta | 14.96.130.57 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১০466675
  • ভালোই করেছেন গোরার সঙ্গে বিয়ে নাকচ করে দিয়ে। গোরার মোলেস্টেশনের এত রেকর্ড! আজও একটা করেছে।
  • aka | 168.26.215.13 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১১466678
  • অ্যাঁ কাকে মলেস্ট করল?
  • Nina | 64.56.33.254 | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১১466676
  • মানে?? :-০
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন