এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে - দ্বিতীয় পর্ব

    kd
    নাটক | ১৯ ডিসেম্বর ২০১০ | ১৩৩২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 123.242.248.130 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৯466746
  • সোম থেকে শনি রাত সাড়ে দশটায়, স্টার জলসা। টাটা স্কাইতে চ্যানেল নম্বর ৮৫৬।

    (গত শনিবার হয় নি)
  • Paramita | 202.3.120.9 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫১466747
  • এবার সত্যিই কাটলাম।
  • titir | 128.210.80.42 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০১:২৭466748
  • কাটলাম মানে কি? গানের ওপারে থেকে না গুরুর থেকে?
  • aka | 24.42.203.194 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫২466749
  • না না গুরুর থেকে হবে কেন? তাহলে এই টই খুঁড়ে বের করার কি মানে?

    মানে, এক্কেরে ঝুলে গেছে। এত ক্যাবলামো আর চোখে দেখা যায় না। বুদ্ধিমান লোকজন একটা জোয়ান ছেলেকে খুঁজে পাচ্ছে না। আবার ওদিকে পুপে হঠাৎ কারণ ছাড়া কাকে কাকে জানি অপমান করল। আবার এদিকে প্রদীপ্ত হল ভালোমানুষের ইন্ডেক্স। কিন্তু ঘটনা যেখানে দাঁড়ানোর সেখানেই রয়েছে, আর এগুচ্ছে না, প্রেমও নেই। সব মিলিয়ে বোরিং। আর নতুন কিছু দেবার নেই। জুনুন এর থেকে ভালো ছিল নে।
  • aka | 24.42.203.194 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৬466750
  • এতদিনেও প্রচূর ক্যাবলামো ছিল, কিন্তু ঐ আর কি, প্রেম ট্রেম মিলিয়ে দেখা যেত কিন্তু গোরাকে অমিতাভ বচ্চনের রোলেও ভালো লাগছে না। সবকিছুই এত আরোপিত যে ভালো লাগছে না। যদিও গোরা, প্রদীপ্ত আর পুপের অভিনয়ে বেশ উন্নতি হয়েছে।
  • Nina | 68.84.239.41 | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ০১:২৪466751
  • পু উউ রো ভোগে গেছে!! পুপে কি করছে মাথামুন্ডু নেই, গোরার গেরো ও উদ্ভট , প্রদীপ্ত এত ভাল যে ভাল তে ঘেন্না--দুদ্দুর! আমি কিছু নাপেয়ে ঋতুপন্নকে বিপন্ন হয়ে মুখবইতে অ্যাপিল করেছি---গানের ওপারে কোন পারে যাচ্ছে একটু দেখতে :-((
  • titir | 24.12.5.31 | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ০৭:৪৪466752
  • আপিল করে লাভ নাই। উনি তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছেন। আনন্দবাজারে এই নিয়ে লিখেছিলেন, যে মেলোড্রামার চুড়ান্ত হচ্ছে। পরের সপ্তাহে প্রসেনজিৎ তাঁর মতামত জানান। মাঝখান থেকে আমাদের সাপের ছুঁচো গেলার অবস্থা। না পারছি ফেলতে না পারছি গিলতে। পালাই এবার, অর্কুট আর ফেসবুকের লোকেরা জানতে পারলে আমার দফরফা করে দেবে।
  • kanti | 202.90.100.18 | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৪466753
  • এতকাল ঋতুপন্নর নাম সিরিয়ালের সুরুতে দেখানো হচ্ছিল। গত দুদিন হোল আর দেখানো হচ্ছে না।
    সুতরাং গানের ওপারে সকলেই পৌঁছে গিয়েছে।সোনার তরি আঘাটায় আঁটকে গিয়েছে।
    মুম্বাইতে লোক গিয়েছে ফাইট মাস্টার আর ডান্স কমপোজার ধরে আনতে।
  • kd | 59.93.216.30 | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৮466754
  • হে হে! এ হ'লো আদ্যিকালের সেলিং টেকনিক - bait and switch
  • titir | 24.12.5.31 | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০১:৪৯466756
  • বুন্তুলির চ্যানেল কমেন্টসে স্ক্রিপরাইটার অনুজাদির একটা লেখা বেরিয়েছে। মানে একজন অনুজাদিকে গানের ওপারের বিষয়ে নানারকম প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। তার উত্তরে অনুজাদি যা বলেছেন, সে তা লিখে দিয়েছে ইউ টিউবের দর্শকদের জন্য। সময় করে পড়ে ফেলুন। হ্যাঁ মোদ্দকথা হল ব্যবসা।
  • Nina | 67.133.199.254 | ০১ মার্চ ২০১১ ০১:০৩466757
  • কই খুজে পাচ্ছিনা তো তিতির। কোথায় বেরিয়েছে?? Link টা দেবে প্লিজ?
  • a x | 99.188.84.89 | ০১ মার্চ ২০১১ ০১:১৪466758
  • পড়লাম। ভুল কিছু বলেন নি। শুধু এটা বলেন নি যে সেরকম ক্যালি থাকলে ব্যবসার ফাঁকে ফাঁকেও একটু গোঁজ ঠেকানো যায়। ওনার ক্যালি নাই তো কি হয়েছে, এত লোক দেখছে।

    তবে একটা জিনিস জানলাম পুউরো স্ট্যাটিস্টিকাল অ্যানালিসিস চলে। এই স্ট্যাটিস্টিক্সের লোকগুলোর মাইরি হেবি সুবিধে - চাকরির অভাব হবেনা! কে কতক্ষণ চ্যানেল না ঘুরিয়ে বসে থাকে, কোন মুহূর্তে, কার এϾট্রতে বা কোন ডায়ালগে লোকে চ্যানেল চেঞ্জ করে, সব নাকি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হয়! সেই বুঝে বুঝে লোককে বসিয়ে দেওয়া, হাসানো, চোখ ঘোরানো, কাঁদানো, ঘাড় বেঁকান - বল্লে হবে? তাই এর থেকে যা বুঝলাম কৌশিকের এϾট্র টিভির দর্শকের না পসন্দ - কাজেই ঘ্যাচাং। পুপের মা'র হিস্টিরিয়া পসন্দ - কাজেই আরো আরো!
  • a x | 99.188.84.89 | ০১ মার্চ ২০১১ ০১:১৫466759
  • নীনা, ঐ তো বুন্তুলির চ্যনেলেই তলায় স্ক্রোল করে দেখ।
  • a x | 99.188.84.89 | ০১ মার্চ ২০১১ ০১:১৬466760
  • ও আর পার এপিসোড দুটো তিনটে করে ফ্ল্যাশব্যাকও দর্শকের হেবি পছন্দ।
  • aka | 168.26.215.13 | ০১ মার্চ ২০১১ ০১:১৮466761
  • কথা হল এই ডেটা পায় কিকরে?
  • a x | 99.188.84.89 | ০১ মার্চ ২০১১ ০১:২০466763
  • যে ভাবে টিআরপি পায় সেভাবেই না? মানে একটা গিভেন সময়ে, কতজন টিউন ইন করে আছে চ্যানেলে সেই ডেটা তো পাওয়া যায়?
  • pi | 128.231.22.63 | ০১ মার্চ ২০১১ ০১:২০466762
  • এই ডাটা গুলো ন্যায় কীভাবে ? আমি কোন মুহূর্তে কোন চ্যানেল বদলালাম সেগুলো কীভাবে কোথায় রেকর্ডেড হয় ? মানে, এ নিয়ে কোন ই আইডিয়া নেই বলে জিগাচ্ছি। একটু ডিটেইলে জানতে ইচ্ছুক।
  • Nina | 67.133.199.254 | ০১ মার্চ ২০১১ ০১:২৫466764
  • তার মানে দর্শকেরা ঘেঁটে দিল--তাদের পসন্দ এই এখনকার ঘ্যাঁটটা?
    যাহচ্চলে তাহলে আর কোনও আশা নেই ---এই ঘ্যানরঘ্যানর ই চলবে--
  • a x | 99.188.84.89 | ০১ মার্চ ২০১১ ০১:২৬466765
  • এবার এটা নিশ্চয়ই সে¾ট্রালাইজড। অর্থাৎ শুধু গা-ওর জন্য একটা সেট অফ ডেটা না। সারাদিন ধরে ডেটা কালেক্ট হচ্ছে। দেখা গেল, সন্ধ্যে ৭-৯ কম লোক, ৯-১১ বেশি লোক। এবার একটা চ্যনেল ক তে গা-ও হয় ধরা যাক ১০-১১। তাতে গড়ে কিছু সংখ্যক মানুষ থাকে কমে বাড়ে, কিন্তু মেজর কিছু না। এবার একট্রা ট্রেন্ড যদি দেখা যায় যে কৌশিক সেন স্ক্রীনে যখন আসছে, তখন হঠাৎ করে কমে যাচ্ছে সেই চ্যনেলে, অন্য আশে পাশের (নিউমেরিকালি) টিউনড ইন দর্শক বেড়ে যাচ্ছে, একদিন না, বেশ কিছুদিনের ডেটা তে একই ট্রেন্ড। তাহলে তো বোঝা উচিৎ কৌ সে এলে, লোকে উশখুশ করে ইতিউতি চলে যায় :-)
  • Nina | 67.133.199.254 | ০১ মার্চ ২০১১ ০১:৩৪466767
  • কৌ সে একটু বেখাপ্পা বেমানান ছিল বটে শো-টাতে । ঠিক মানাতনা ঐ বাড়ীর ছেলে বলে---
  • aka | 168.26.215.13 | ০১ মার্চ ২০১১ ০১:৪৪466768
  • কৌসের জামাটা তো একেবারে লরি ড্রাইভারের মতন দেখতে।

    কথা হল কটা টিভি চ্যানেলে লগ-ইন করে আছে সে না হয় বোঝা গেল। এবারে পার টিভি কতজন দেখছে তারও একটা ডেটা নিশ্চয়ই আছে। আবার গ্রামের টিভি না শহরের টিভি সেও নিশ্চয়ই এস্টিমেট করা যায়। হুম এই একটা চাকরি পেলে মন্দ হত না।
  • a x | 99.188.84.89 | ০১ মার্চ ২০১১ ০১:৫৫466770
  • মানে পুরো সিরিয়ালটা কৌ সে একটাই জামা পরে করে গেল? খেয়ালই করলাম না?
  • pi | 128.231.22.63 | ০১ মার্চ ২০১১ ০১:৫৫466769
  • হুম, আমার প্রশ্নটাও এখানে। টিভি প্রতি কজন দেখছে সেটা সার্ভে না করে কীকরে জানা সম্ভব ?
    আরেকটা ব্যাপার ও আছে। বিজ্ঞাপন বিরতিতে বেশিরভাগ লোকজন ই চ্যানেল ঘোরায়। এই যেমন দেখছিলাম, গা ও র সাথে দাদাগিরি বদলাবদলি করে দেখা হয় বাড়িতে। এবার অন্য প্রোগ্রামটাকে কিছু একটা ইন্টারেস্টিং জিনিসে আটকে গেলে, এই ধরা যাক, কোন একটা জম্পেশ গুগলি এসেছে, উত্তরটা না মেলানো অব্দি শান্তি নেই , তাই গা ও তে ও যেতে পারছি না, বা গিয়েও এদিকে সুইচ করে যাচ্ছি, এদিকে সেই ফাঁকে হয়ত কৌ সে র একটা সিন হয়ে গেল , এগুলো ও বিবেচনা করা হয় কি?
  • pi | 128.231.22.63 | ০১ মার্চ ২০১১ ০১:৫৮466771
  • জামাটাকে লরি ড্রাইভারের মত দেখতে ?
  • Paramita | 122.167.254.165 | ০১ মার্চ ২০১১ ০২:০০466772
  • আর ধরো এই আমার আজকের কেসটা? গা-ও চলছিলো কিন্তু পুরোটা মিউট।
  • a x | 99.188.84.89 | ০১ মার্চ ২০১১ ০২:০৩466773
  • অ্যাঁ! এত পুরো আউটলায়ার স্যাম্পল!
  • pi | 128.231.22.63 | ০১ মার্চ ২০১১ ০২:০৪466774
  • বা, আমার মত কেসগুলো ? আমি তো গল্পের বই ছাড়া টি ভি দেখতে পারিনা ( আরো অনেক কিছু ই পারিনা) । তো কার আগমনে/গমনে বই থেকে মুখ তুল্লাম, কার বেলায় ই বা মুখ গুঁজলাম, সেই ডাটাগুলো ?
  • Nina | 67.133.199.254 | ০১ মার্চ ২০১১ ০২:১৫466775
  • :-)) কারে বাবার সাধ্যি জোগাড় করে সেই ডেটাগুলো, পাই!
  • pi | 128.231.22.63 | ০১ মার্চ ২০১১ ০২:২৪466776
  • যে কারুর বাবা :)
    সার্ভে করতে এলেই বলে দেবো !
  • Nina | 67.133.199.254 | ০১ মার্চ ২০১১ ০২:২৯466778
  • কিন্তু সেই কোনও এক বাবার আগমনে মুখ তুলবি তার কি গ্রান্টি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন