এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • সিরিয়াল - গানের ওপারে - দ্বিতীয় পর্ব

    kd
    নাটক | ১৯ ডিসেম্বর ২০১০ | ১৩৩১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saaibaabaa | 168.26.215.135 | ০১ মার্চ ২০১১ ০২:৩২466779
  • আমিই এলাম সার্ভে করতে। বৎসে পাই, শীঘ্র বলো, মাল্টিপল চয়েস:
    ১।। কার আগমনে গল্পের পুস্তকে মনোনিবেশ করিয়া থাকো?
    ক। ফোম্বল
    খ। পুপে
    গ। প্রদীপ্ত
    ঘ। প্রত্যেকের

    ২। কাহার গান শুনিলে কর্ণে অঙ্গুলি প্রদান করো?
    ক। ফোম্বল
    খ। পুপে
    গ। প্রদীপ্ত
    ঘ। প্রত্যেকের

    ৩। কাহার ন্যাকামি দেখিলে গাত্রদাহ সর্বাধিক হয়?

    ক। পুপে
    খ। প্রদীপ্ত
    গ। পুপের মা
    ঘ। দিদিঠাম্মি
    ঙ। প্রত্যেকের

    শীঘ্র উত্তর দিবে, নতুবা কানমলা প্রাপ্য হইবে।
  • Nina | 67.133.199.254 | ০১ মার্চ ২০১১ ০২:৩৫466780
  • ইস ক্ষি সোজা কোশ্নো--এখনকার গা ও তে সব উত্তর
    প্রত্যেকের!
  • pi | 128.231.22.63 | ০১ মার্চ ২০১১ ০৩:১৩466781
  • সার্ভের কোশ্চেনেয়ার তো ইনকম্পিলিট !
    ঙ) এর কেউ ই না সেই অপশন কৈ ? এবং সেখেত্রে, অন্য নাম উল্লেখ করিবার জায়গা রাখিতে হইবে।

    সেটা বিনে ১ আর ২ র উত্তর দেওয়া যাবে না।

    ৩। গ)

    আর দেরির জন্য আমাকে কানমলা দিবেন না। সব দোষ মশাদের। অতএব মশামলা করতে পারেন।
  • aka | 168.26.215.13 | ০১ মার্চ ২০১১ ০৩:১৯466782
  • আবার সার্ভে? স্ট্যাটিস্টিকসে সার্ভে আর স্যাম্পেল ছাড়াও হয়। মানুষের অ্যাটেনশন স্প্যানের ডিস্ট্রিবিউশনও পাওয়া যাবে নিশ্চয়ই। তাইলেই হবে।
  • pi | 128.231.22.63 | ০১ মার্চ ২০১১ ০৩:২০466783
  • আর এখনকার গা ও নিয়ে আমি কিছু জানিনা। গত হপ্তা দুই ধরে কিছু দেখি নাই। আবার ঐ সেপ্টেম্বর-মিড জানুয়ারীর মত এই টই পড়ে পড়েই চালাবো ভাবছি :)
  • titir | 128.210.80.42 | ০৭ মার্চ ২০১১ ২২:৪২466784
  • জনগন,

    গানের ওপারে নিয়ে কি হচ্ছে একটু লিখুন।
  • Ishan | 117.194.36.255 | ০৭ মার্চ ২০১১ ২২:৫১466785
  • তিতির নির্ঘাত গা-ও কোম্পানির লোক। লিচ্চয়। :)
  • titir | 128.210.80.42 | ০৭ মার্চ ২০১১ ২২:৫৭466786
  • গা ও কোম্পানি কাজ দিলে বেঁচে যেতাম। তাহলে আর এই উচ্ছবৃত্তি করে কাটাতে হতো না।
  • pi | 72.83.87.140 | ০৭ মার্চ ২০১১ ২৩:০১466787
  • ন্যাড়াদার যাত্রার, আর মামুর জারা হঠকে সিরিয়ালের স্ক্রিপ্টের আশায় বসে।
  • pi | 72.83.87.140 | ০৮ মার্চ ২০১১ ০১:৪৪466789
  • প্রদীপ্তকুমারে সিদ্ধিলাভ অর্থাৎ পুপের লাভ লাভের জন্য একটি অব্যর্থ সাজেশন :
    --------------------------------------------

    সবার আগে প্রদীপ্তকে সন্ধান করতে হবে একটি আমবাগানের। তারপর খুঁজতে হবে বটগাছ। হ্যাঁ, ঐ আমবাগানের মধ্যে। না, না, তার ও আগে দেখা দরকার দিনটি মঙ্গলবার এবং রাতটি পূর্ণিমার কিনা। এর পরের গন্তব্য বটবৃক্ষে কাকের বাসা। গাছে উঠতে না জানলে মই ইত্যাদি খুঁজতে হবে, বলাই বাহুল্য।
    যাই হোক, এরপর কাকের বাসায় খুঁজতে হবে, হ্যাঁ, এ ও বলা বাহুল্য, একখানি কাক। হবু মাতা কিম্বা সদ্যজননী অথবা আঁতুড় পেরোনো শিশু কাক হলেও চলবে। যে কাক ই হোক, তাকে বক্ষলগ্ন করে এবার নেমে আসতে হবে।
    পোদীপ্তো ! এইস্থলে সাবধান !
    বুকের সাথে কন্ট্যাক্ট মুহূর্ত্তের তরেও ছিন্ন হইলে ই সব পণ্ড। ঘরে যাওয়া ইস্তক।

    না:, একটু সিস্টেমেটিক্যালি লিখি।

    কাকের বাসা সহ বটগাছ ওয়ালা আমবাগানের ও আগে আর যা যা সন্ধান করে পোদীপ্তোর গৃহস্থ করা উচিত ছিল এবং আমার সর্বপ্রথমে লিখে দেওয়া উচিত ছিল, সেগুলি নিম্নরূপ:

    ক। একটি কালো থলি
    খ। লোহার খাঁচা
    গ। পাথরের বাটি
    ঘ। দই
    ঙ। সন্দেশ
    চ। গোলাপ জল
    ছ। গোলাপ ফুল ( তিনটি)
    জ। কেশর ( এক রতি)
    ঝ। অম্বর ( এক রতি)
    ঞ। রক্তচন্দন
    ট। কৌটা
    ঠ। সিঁদুর
    ড। কোদাল

    প্রণালী:

    ১। একপলকের তরেও বুকছাড়া না করা কাকটিকে প্রদীপ্তকে নিজের বাসায় নিয়ে আসতে হবে ও ক এর মধ্যে ভরে দিতে হবে।
    ২।ক এর মুখ একরাত্তিরের জন্য বন্ধ করে রাখার পর পরবর্তী প্রত্যূষকালে কাকটিকে খ এ ভরে দিতে হবে।
    ৩। গ এ করে ঘ,ঙ মিশিয়ে খেতে দিতে হবে। এব্যাপারে বাবা বা বাড়ির ঐ তপনদা না তারকদা, তাঁর সাজায্য নেওয়া চলবে। কিন্তু মা? কদাপি না। এই স্টেপে নারীস্পর্শ ঘোর নিষিদ্ধ।
    ৪। প্রদোষকালে কাকটিকে পুনরায় ক এ আবদ্ধ করুন ও শয়নকালে মাথার কাছে ঝুলিয়ে রাখতে হবে।
    ৫। ২,৩,৪ এর পুনরাবৃত্তি করতে হবে, সাত দিন ধরে।
    ৬। অষ্টম দিনে , শুক্লাষ্টমীর অষ্টম প্রহরে ব্যাক টু আমবাগান। সেই বটবিরিক্ষের পদমূলে দাঁড়িয়ে , এইবার, হ্যাঁ, এইবার হত্যা করতে হবে। কাকটিকে।
    কী দিয়ে ? এটা পোদীপ্তর চয়েস। তবলার হাতুড়ি পিটিয়েও করতে পারে।
    তবে যেহেতু উপকরণে কিছু বলা নেই, সেক্ষেত্রে মনে হয় কবি সারভাইকাল ডিসলোকেশন করার দিকে ইঙ্গিত দিয়েছেন।
    ৭। ও:, এই স্টেপে এসে দেখা যাচ্ছে আরেকটি উপকরণ মিসিং। কোন ধারালো দ্রব্য। কাকটির কলিজা বের করার জন্য। যাই হোক যেভাবেই হোক শব ব্যবচ্ছেদ পূর্বক সেটি বের করে নিতে হবে।
    ৮। কাকটিকে মাটিতে গোর দিতে হবে।
    ৯। এর্পর সমাধিস্থলে চ ও ছ ছড়িয়ে দেবার পালা।
    ১০। অভীষ্ট পূর্ণ করতে চাইলে পরের পূর্ণিমা অব্দি কিন্তু স্থির চিত্তে থাকতে হবে পোদীপ্তকে। সোনার তরীর পানে যাওয়া চলবেই না। বাড়ি থেকে ও না বেরোলেই ভালোহয়। দরজা বন্ধ করে নিবিষ্ট চিত্তে সঙ্গীত সাধনা ই এসময়ের জন্য শ্রেষ্ঠ পথ।
    ১১। সাধনা সমাপ্তপ্রায়।
    ঝ ও জ্‌হ্‌হ এবং চ হইতে তিনখানি পাঁপড়ি ছিঁড়ে একসাহে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এবার কলিজাটি রাখতে হবে ( এই একমাস যাবদ কলিজা সংরক্ষণের প্রণালী নিয়েও কবি নীরব। ফরম্যালিন ইম্‌প্‌লায়েড মনে হয় )
    ১২। কলিজাটি এবার শুকাতে দিতে হবে।
    ১৩। শুকালে তার সাথে ঞ মেশান।
    ১৪। রক্তচন্দনচর্চিত কেশর অম্বর গোলাপ সুরভিত কলিজাটিকে ধূপ দিসেবে ব্যবহার করুন।
    ১৫। চ ও ঠ মিশিয়ে ট এ ভরে রাখুন।
    ১৬। অবশেষে সেই শুভ মুহুরত সমাগত।
    সোনার তরীর বাইরের রাস্তার মাঝামাঝি কোন জায়গায় ড দিয়ে খুঁড়ে ঐ কৌটোস্থিত কাক কলিজাটি পুঁতে দিতে হবে।
    ও হ্যাঁ, এটাকে ঠিক চ ইঞ্চি নিচে প্লেস করতে হবে। এক্স্যাক্টলি। এটাই সবচে ট্রিকি পার্ট। পোঁতার পর ওখানে গাড়ির চাকা লেগে কি অন্য বিপর্যয়ে সারফেস ক্ষয় হলে ছ ইঞ্চির হিসেবে গণ্‌দগোল হয়ে গেলেই চিত্তির।
    তবে সেরকম কোনো অঘটন না ঘটলে আর এর পর পুপে দেবী ঘরে দোর দিয়ে বসে না থেকে ঐ রাস্তায় ক'দিন চলাফেরা কল্লেই কেল্লা ফতে !

    পরের দৃশ্যে পোদীপ্ত-পুপের ডুয়েট সং ... কোনটি ? জানতে হলে সঙ্গে থাকুন।
    ----------------------------------------

    তথ্যসূত্র:
    ঁঅশ্বিনী কুমার আচার্য্য কর্তৃক সংগৃহীত ও সম্পাদিত 'কাকচরিত্র বা কাকতন্ত্রসার তিলতঙ্কÄ যতুক তঙ্কÄ ও দেহনৃত্য ফল'

    প্রকাশক : সজল পুস্তকালয়,
    ৩৫, দর্পনারায়ণ ঠকুর স্ট্রীট, কলিকাতা - ৬

    প্রাপ্তিস্থান : সজল পুস্তকালয়,
    ভবানী দত্ত লেন, কলকাতা-৭৩, কলেজস্ট্রীট, বইপাড়া

    নূতন সংস্করণ - ১৪১১

  • kumudini | 59.178.128.171 | ০৮ মার্চ ২০১১ ১৩:১৯466790
  • প্রদীপ্ত কি এত বোকা যে সারাক্ষণ নাকে কাঁদা একটা পুপের জন্য এত পরিশ্রম কর্বে?
  • titir | 128.210.80.42 | ০৮ মার্চ ২০১১ ২০:১৯466791
  • প্রদীপ্ত তো প্রেমে পড়ে অনেককাল আগে বুদ্ধু হয়ে গেছে। এখন তো স্বখাত সলিলে যাবার পথে, পুপের নাকের জল আর চোখের জলে।
  • siki | 123.242.248.130 | ০৯ মার্চ ২০১১ ০৯:৪২466792
  • কালকের এপিসোডের পরে একটা পোস্তোও নেই? এ কী দিঙ্কাল পড়ল?
  • lcm | 69.236.180.9 | ০৯ মার্চ ২০১১ ১২:৩৬466793
  • সায়ন্তন-এর গান আর হচ্ছে না?
  • lcm | 69.236.180.9 | ০৯ মার্চ ২০১১ ১২:৩৭466794
  • সামন্তক, সায়ন্তন না।
  • siki | 123.242.248.130 | ০৯ মার্চ ২০১১ ১২:৪৭466795
  • সামন্তক, না স্যমন্তক?
  • i | 137.157.8.253 | ২৯ মার্চ ২০১১ ১০:২১466796
  • শুনতে পেলাম পোস্তা গিয়ে পুপের বিয়ে হচ্ছে না। না প্রদীপ্ত, না গোরা। কার সঙ্গে বে কাহিনীকাররা পোচুর ঝগড়া করেও ডিসাইড করতে পারেন নি। সিরিয়াল শ্যাষ এই এপ্রিলেই।
    স্কুপে ভুল হইলে গালি দিয়েন না।
  • pharida | 220.227.148.193 | ২৯ মার্চ ২০১১ ১১:১৩466797
  • সেইজন্যই কি কাল একসঙ্গে পাঁচটা এপিসোডের ঘটনা দেখিয়ে দিল?
  • DB | 59.94.73.9 | ২৯ মার্চ ২০১১ ১৩:২১466798
  • গানের ওপারে সিরিয়ালের গল্পটা তো কবেই শেষ হয়ে গেছে এখন কেবল টেনেই চলেছে রেকারিং ডেসিম্যালের মত । ভাল্লাগেনা। যদিও অভ্যাস বশে দেখি এখনও , তবু মাঝে মাঝে মিস হয়ে গেলেও কষ্ট পাইনা কারণ তাতে গল্পের খেই হারিয়ে যায়না । রকম সমক দেখে মনে হচ্ছে গোরার সঙ্গে পুপের বিয়ে না হওয়া অবধি চলএই থাকবে সিরিআলটা । শেষ হবে তার পর তারা সুখে ঘর ক্‌ন্‌না করতে লাগল দিয়ে । কি ব্যাপক চাপ রে বাবা
  • nyara | 203.83.248.37 | ২৯ মার্চ ২০১১ ১৪:২১466800
  • আমি হপ্তা-দুয়েক আগে রিটায়ার্ড হার্ট হয়েছি।
  • pinaki | 138.227.189.9 | ২৯ মার্চ ২০১১ ১৯:০৬466801
  • দাদুর প্রতি অবিচার হল। লোকটার আর যাই হোক এই লেভেলের মলেস্টেশন পাওনা ছিল না।
  • titir | 128.210.80.42 | ২৯ মার্চ ২০১১ ১৯:৪১466802
  • একদম হক কথা বলেছেন। এখন যত দোষ নন্দ ঘোষ মানে চন্দ্রশেখর দেব।
  • pinaki | 138.227.189.9 | ২৯ মার্চ ২০১১ ২০:২২466803
  • আমি দাদু বলতে অবশ্য আরেন্টি স্যারকে বুঝিয়েছি।
  • kd | 96.224.22.230 | ২৯ মার্চ ২০১১ ২২:৩০466804
  • পিনাকী, ভুতোকে তোমার ম্যাড্রাসি ঠিকানা পাঠাও রাইট অ্যাওয়ে, কাগুজে গুরু (ষন্ডনিতম্ব ইস্যু) যদি পেতে চাও।
  • pinaki | 131.151.60.36 | ২৯ মার্চ ২০১১ ২২:৩৩466805
  • কাব্লিদা, এখন আমি বাইরে আছি। আমার বউও কলকাতায়। আমি বরং ওকে বলব ভূতোকে ফোনে করে কলকাতা থেকে কালেক্ট করে নিতে।
  • aka | 168.26.215.13 | ০৪ এপ্রিল ২০১১ ২১:৪৫466806
  • এই গানের ওপারে মাইরি কি জালি কি জালি, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, তাও অভ্যেসে চালাই। মাইরি বলছি এর থেকে জননী ভালো ছিল, এক আকাশের নীচে তো অস্কার পাবার যোগ্য। এরা নাকি আবার ভেবেছিল তেরো পার্বণের সাথে টেক্কা দেবে।

    উফ আর যদি কোনদিন ফেঁসেছি।
  • pinaki | 82.209.167.222 | ০৫ এপ্রিল ২০১১ ০১:২২466807
  • কেন? কমেডি সিরিয়াল ভেবে দেখ। নিজের এক্সপেক্টেশনে একটু ট্যুইস্ট আনো। দেখবে সিরিয়ালের ট্যুইস্ট নালিফাই হয়ে গেছে।
  • aka | 168.26.215.13 | ০৫ এপ্রিল ২০১১ ০১:৫৭466808
  • আরে সেই ট্যুইস্ট ফুইস্ট এনেই তো দেখছিলাম কিন্তু আর পারা যায় না। মানে একটুও তো কনসিস্টেন্সি থাকবে, কিছুটা অন্তত। এক দেব পরিবারের দুই ভিলেন ভাই ছাড়া কারুর আচরণের কোন লজিকাল ব্যাখ্যা পাওয়া যায় না। না এরকম ব্রেণ স্টর্মিং করে গপ্পো লেখার পদ্ধতির থেকে একা কারুর ওপর ছেড়ে দেওয়া ভালো।
  • kd | 71.183.182.113 | ০৫ এপ্রিল ২০১১ ০২:০১466809
  • এদিকে বাজারে চলছে যে পুপে আর টিনটিনের বিশেষ বন্ধুত্ব। মানে রিয়েল লাইফে। :)
  • pinaki | 138.227.189.9 | ০৫ এপ্রিল ২০১১ ১৯:১৭466811
  • ইয়ে মানে কাবলিদা, খুব বোকা প্রশ্ন জানি, তবু করেই ফেলি - এই টিনটিনটা কে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন