এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • যেখানে সাঁইর বারামখানা

    I
    সিনেমা | ০৫ ডিসেম্বর ২০১০ | ৩০৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 14.96.33.229 | ০৬ ডিসেম্বর ২০১০ ০০:৩১467208
  • ঘরে একটা মানুষ আছে, তারে ভুলো না
    ---------------------------------------

    আমি যে কথা বলব, তা এক ক্ষান্তবর্ষণ শান্তিনিকেতনের দুপুর। আমি সুরের কথা বলতে এসেছি। আমি শিশু ও নারীকে নিয়ে কয়েকশো মাইল পেরিয়ে শক্তিগড়, দার্জিলিং মোড়, ইলামবাজার পেরিয়ে, এগারো মাইলের জঙ্গল, জঙ্গলমধ্যস্থ শালের বাহিনী, শালের সবুজ, উইঢিপির সংলগ্নতা, উইঢিপির আত্মস্থতা পেরিয়ে শান্তিনিকেতন এসেছিলাম। আমি এগারো মাইলের জঙ্গল আগে কখনো দেখিনি। আমি অনবধানে কোথায় যেন তার আগে এগারো মাইলের উল্লেখ পড়েছি, ভুলেও গেছি। শান্তিনিকেতন থেকে ফিরে এসে আমি খেয়াল করবো সুরজিত সেন লিখিত ফকিরনামা বইটি, যেখানে আমি "ইলেভেন মাইলস" নামধেয়, রুচির যোশী পরিচালিত ডকুমেন্টারিটির কথা প্রথম জানি। সেই এগারো মাইল, তার শালের সবুজ, যাকে পেরিয়ে মন শান্তিনিকেতন পৌঁছয়।
    সে এক শান্তিনিকেতনের ক্ষান্তবর্ষণ দুপুর, যার কথা আমি বলতে এসেছি। আমি রবীন্দ্রনাথ তেমন দেখতে আসিনি, আমার তেমন গুরুদেব নেই, আমি কিছু বিস্তৃতকাল ধরেই রবীন্দ্রনাথ, মতবাদ ও পতাকা পেরিয়ে বাউলের ভেলাকে শ্রেয় বলে মানছি। না, আনুগত্য নয়, কিছু কম এগারো মাইল পেরোনোর পথে আর আনুগত্য শব্দে মন বসে না, আমি বাউলের গান ভালবাসি ঈষৎ বিপন্ন শহুরে মানুষ। এসেছিলাম বাউলের বাংলাকে দেখবো বলে।

    আর যেমন হয়, কলাভবনের সামনে থমকে দাঁড়ায় ট্যুরিস্ট; বিনোদবিহারীর ম্যুরালের ছবি তোলে ট্যুরিস্ট, কালোবাড়ির শোভা দেখে ট্যুরিস্ট। দেখে, আর তার মন ভিজে যায়। কেননা ভিজে আছে সময়, সোনাঝুরি বনে ঝুলে আছে একটুকরো জল, একটু আগে বৃষ্টি হয়ে গেছে এক পশলা।

    আর সেই ভেজা বাতাসের মধ্য দিয়ে ঘোর-লাগা শান্তিনিকেতনের দুপুরে কার গান ভেসে এল সেদিন-ঘরে একটা মানুষ আছে, তারে ভুলো না। কিঞ্চিৎ ন্যুব্জ সেই মানুষ, কৃষ্ণকায়, দাঁতগুলো প্রায় সব পড়ে গেছে। সেই ভাঙা শরীরকে বেঁকিয়েচুরিয়ে, হাতের অজস্র গান্ধর্ব মুদ্রা রচনা করে সে কী তার গান ! সময়কে ফোকলা মাড়ি দেখিয়ে, তাচ্ছিল্যের দেঁতো হাসি হেসে সে কী তার গান ! একখানা সাদা ফতুয়া পরনে, সবুজ পাড় দেওয়া একখানা ধুতি লুঙ্গির মত করে পেঁচিয়ে বাঁধা কোমরে। আমার তোলা ছবি যাঁরা দেখেছেন, তাঁরা হয়তো মনে করতে পারবেন সিপিয়া রংয়ে ধরে রাখা দন্তহীন বৃদ্ধের সেই কূলহীন গানের দিকে প্রসারিত করে দেওয়া বাহুদ্বয়। নেচে নেচে সেই বৃদ্ধ, যেন শূন্যের মধ্য দিয়ে উঠে আসা এক মানুষ, কালোবাড়ির সামনে ছাতিমতলার বাঁধানো গোড়ায় আমাকে মনে করিয়ে দিচ্ছে-তারে ভুলো না! তারে ভুলো না ! ঘরে একটা মানুষ আছে, তারে ভুলো না। শিশু ও নারী সমভিব্যহারী আমি মানুষ, পরিবারের একটি সম্পূর্ণ ইউনিট, তার কূলে লাগে কূলভাঙা ঢেউ। সেদিন, বর্ষণক্ষান্ত শান্তিনিকেতনে।
  • I | 14.96.33.229 | ০৬ ডিসেম্বর ২০১০ ০১:০২467232
  • ও চাঁদ গৌর এইসেছে, ও চাঁদ গৌর হে কূলে বইসেছে
    ------------------------------------------------
    কিংবা শহরে সিনেমাও বলা যেত। এই কিছুক্ষণ আগেই আমি গৌতম ঘোষের "মনের মানুষ" সিনেমাটি দেখে এলাম, তারই তাৎক্ষণিকতা এই দু-চার টুকরো বাংলাভাষায় ধরে রাখা। কেননা ভালো লাগা সৃষ্টির প্রতি এই হয়তো ইতিকর্তব্য বলে মনে হয়; শ্রদ্ধা জানানোর উপায় একটা, দীপঙ্করদা যেমন বলেছে 'কবি' নিয়ে লেখাটায়। কিংবা স্রেফ হাত সুড়সুড় করছিল বলেই হয়তো। কবিদের যেমন, অকবিদের জন্যেও তেমনি পুনামাছের ঝাঁক এসে পৌঁছয় এই পৃথিবীতে, মা প্রকৃতি সন্তানদের গুণ দেখেন না, রূপ বিচার করেন না, সবার জন্য অন্তত: কিছুদূর অবধি তাঁর সমবিধান।

    সিনেমা শুরু হয় বিশাল ওয়াইডশটে প্রকৃত অকূল এক নদীর ধারা দিয়ে। দিগন্তমেখলা সেই জলের বুকে ঢেউয়ে ঢেউয়ে ভেসে ভেসে এগোয় একটি লাশ, কলার মান্দাসে ভাসানো লাশ এক, তার চার চৌহদ্দিঘেরা মশারির বারণ, তবু জল তাকে ঠুকরে খায়। সে এক তরুণ লখিন্দর, তার আশপাশে বেহুলা নেই কোথাও।
    কিছুদূর অবধি সঙ্গহীন, একলা এই মানুষদেহটিকে সঙ্গ দেয় ক্যামেরা। পরের শটেই আমরা দেখি, বজরার মধ্যে ছবি আঁকছেন সৌম্য, দীর্ঘ, তীক্ষ্ণনাসা এক সুপুরুষ; তাঁর সামনে জীবন্ত মডেল হয়ে বসে আছেন লালন ফকির, বৃদ্ধ, শ্বেত, পোষাকে শ্বেত, শ্মশ্রু ও কেশরাশিতে শ্বেত, ঈষৎ আনমনা যেন। উভয়ের মধ্যে কিছু বাক্যবিনিময় হয়, লালন তারই মধ্যে স্বপ্নে যেন বা দেখতে পান কতকাল আগে হারিয়ে যাওয়া তাঁর যুবতী বধূকে, যৌবনকে। পুনামাছে লাফ মারিছে পুকুরে/শনিবারের বারবেলাতে দুপুরে। বধূটি তাকে ভ্যাদামাছ বলে সম্বোধন করে, হাসে মুখ টিপে, মুখে আঁচল দিয়ে সে হাসে, সেই গ্রাম্যবালিকা। শুরু হয়ে যায় সিনেমা।
  • kd | 59.93.219.251 | ০৬ ডিসেম্বর ২০১০ ০২:২১467243
  • আহা! অ্যাদ্দিন বাদে ইন্দোডাক্তার লিখতে শুরু করেছে। চালিয়ে যাও বাপ্‌!

    অ্যাডিশনাল বেনিফিট: কিছু রুগির আরও কয়েকদিন পরমায়ু বাড়লো :-)
  • achintyarup | 59.93.255.60 | ০৬ ডিসেম্বর ২০১০ ০৪:১৪467254
  • দারুণ
  • achintyarup | 59.93.255.60 | ০৬ ডিসেম্বর ২০১০ ০৪:১৫467265
  • ফিলিমটে এখনো দেখা হয় নি, ভালো লাগবে না এই ভয়ে।
  • Jishu Mohammad | 117.18.231.16 | ০৬ ডিসেম্বর ২০১০ ০৫:২১467276
  • ।। (#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;)- #২৪৫৫;#২৫০৮;#২৪৬৮;#২৪৭৮; #২৪৫৬;#২৫০৭;#২৪৮৭; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৫৮;#২৪৮২;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪০৪; #২৪৫৫;#২৪৯৭;#২৪৬৩;#২৪৯৫;#২৪৫৩;#২৫২৭; #২৪৭২;#২৪৯৫;#২৪৮০;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৭; #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪৬৮;#২৫০৭; #২৪৭৬;#২৪৮২;#২৫০৩;#২৪০৪; #২৪৩৮;#২৪৮০; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭২;#২৪৯৫;#২৪৮০;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৭;#২৫০৩;#২৪৮০; #২৪৮৯;#২৪৯৫;#২৫২৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৪৭; #২৪৭৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৪৭;#২৪৮৮;#২৫০৩; #২৪৭০;#২৪৯৭;'#২৪৩৯; #২৪৭৬;#২৪৯৪;#২৪৫৭;#২৪৮২;#২৪৯৪;#২৫২৭; #২৪৫৩;#২৪৬৮;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৫৮;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৭;#২৪৮০; #২৪৩৮;#২৪৭৬;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;#২৪৫১; #২৪৮৯;#২৫২৭;#২৪৬৮; #২৪৭৮;#২৪৯৫;#২৪৬৩;#২৪৯৪;#২৫২৭;#২৪০৪; #২৪৭৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৪; #২৪৫৫;#২৪৯৭;#২৪৭২;#২৪৯৪;#২৪৫৫;#২৪৯৭;#২৪৭২; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩;/#২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৬৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;#২৪০৪; #২৪৫৩;#২৪৮২;#২৪৫৩;#২৪৭৬;#২৫০৯;#২৪৬০;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৪;#২৫২৪;#২৪৯৪;#২৪৮২;#২৫০৩; #২৪৫৩;#২৪৬৮;#২৪৮৮;#২৪৭৬; #২৪৭০;#২৪৯৯;#২৪৮৬;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৫৫;#২৪৮০; #২৪৬৮;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৫;#২৪০৪; #২৪৮৮;#২৫০৩;#২৪৮৮;#২৪৭৬; '#২৪৮৮;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৭৮;#২৪৯৪;।।। #২৪৭২;#২৪৯৫;#২৪৮০;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৭; #২৪৭৬;#২৪৯৫;#২৪৮৭;#২৫২৭;#২৪৫৩;, #২৪৭৯;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৪;#২৪৯৭;#২৪৬৩;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৫;' #২৪৩৮;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৪;-#২৪৮৮;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৪; #২৪৮৮;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৭৮;#২৪৯৪;#২৪৩৭;#২৪৮২;#২৪৯৪;#২৪৮০;/#২৪৫৩;#২৪৮০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৫;#২৪৫৮;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৫; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪; #২৪৭৯;#২৫০৩;#২৪৭৮;#২৪৭২; #২৪৩৮;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৪৯৪;#২৪৬০; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৪; #২৪৭৯;#২৪৯৪;#২৫২৭;/#২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩;, #২৪৬৮;#২৫০৩;#২৪৭৮;#২৪৭২;#২৪৯৫; #২৪৪৭;#২৪৫১; #২৪৩৭;#২৪৭২;#২৪৯৭;#২৪৭৮;#২৫০৩;#২৫২৭; #২৪৭৯;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৮৬;#২৪৯৫;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪;-#২৪৮৮;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩;#২৪৮০; #২৪৭২;#২৪৭৮;#২৪৯৭;#২৪৭২;#২৪৯৪; #২৪৬০;#২৪৯৬;#২৪৭৬;#২৪৭২;-#২৪৭৯;#২৪৯৪;#২৪৭৪;#২৪৭২;#২৫০৩; #২৪৩৮;#২৪৩৩;#২৪৫৩;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৭;#২৪৫৩;#২৪৯৫; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;, #২৪৩৮;#২৪৮০;#২৫০৯;#২৪৬৩;-#২৪৫৩;#২৪৯৪;#২৪৮২;#২৪৫৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৭৬;#২৫০৩;#২৫২৪;#২৪৯৪;#২৫২৭; #২৪৬৮;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৪৫৩;#২৪৭৭;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৯৫;/#২৪৭০;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৫;#২৪৭৭;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৯৫;/#২৪৭৮;#২৪৭২;#২৪৭২;#২৪৭৭;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৯৫;- #২৪৮৮;#২৪৮০;#২৫০৯;#২৪৭৬;#২৪৮৮;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৭;#২৪৮২;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩; #২৪৫৮;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৭২; #২৪৭৪;#২৪৭০;#২৫০৯;#২৪৭১;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৬;#২৫০৩;#২৪৮৭; #২৪৭৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৯;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬০;#২৪৭২; #২৪৫৮;#২৪৮২;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৫;#২৫০৮;#২৪৬৮;#২৪৭৮; #২৪৫৬;#২৫০৭;#২৪৮৭; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৭;#২৪৮২;#২৫০৯;#২৪৭৯;#২৪৭৮;#২৪৯৮;#২৪৮২;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩; #২৪৫৫;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৬; #২৪৭৪;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩;#২৪৭২;-#২৪০৪; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩; #২৪৩৭;#২৪৬৮;#২৪৯৫;#২৪৩৭;#২৪৭৬;#২৪৮৬;#২৫০৯;#২৪৭৯;#২৪৩৯; #২৪৭০;#২৪৯৭;'#২৪৭৬;#২৪৯৪;#২৪৫৭;#২৪৮২;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৭;#২৪৬৮;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭০;#২৪৮০;-#২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪; #২৪৫২;#২৪৭৪;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৮৮;#২৪৯৫;#২৪৫৩; #২৪৮৮;#২৪৯৭;#২৪৭২;#২৪৯৬;#২৪৮২; #২৪৫৫;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৭;#২৪৭৪;#২৪৯৪;#২৪৭১;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৫২৭;#২৪০৪; #২৪৪৭; #২৪৭৮;#২৪৮৯;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৪৭;#২৪৩৯; '#২৪৭৮;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৭;#২৪৮৭;' #২৪৮০;#২৪৫৮;#২৪৭২;#২৪৯৪; #২৪৫১; #২৪৭২;#২৪৯৫;#২৪৮০;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৫; #২৪৬৮;#২৪৬৯;#২৪৯৪; #২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৭;#২৪৮৭;#২৫০৩;#২৪৮০; #২৪৩৭;#২৪৮০;#২৫০৯;#২৪৬০;#২৪৯৫;#২৪৬৮; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬; #২৪৫৮;#২৫০৭;#২৪৫৪;#২৫০৩;, #২৪৩৮;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৮;#২৫০৭;#২৪৫৪;#২৫০৩; '#২৪৮২;#২৪৯৪;#২৪৮২;#২৪৭২;' #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৪৫৩; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৪৭;#২৪৫৩; #২৪৬০;#২৪৯৬;#২৪৭৬;#২৪৭২;#২৪৫৮;#২৪৮০;#২৪৯৫;#২৪৬৮; #২৪৫৩;#২৫০৩;#২৪৭৮;#২৪৭২; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩;, #২৪৫৩;#২৪৯৫; #২৪৫৩;#২৪৮০;#২৪৭৮; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৬;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩;, #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; #২৪৫৫;#২৫০৯;#২৪৮০;#২৪৮৯;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৮৮;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৫;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৯;#২৪৭০;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৪; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৫০৭; #২৪৫৮;#২৫০৭;#২৪৪১;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৫০৩; #২৪৭৪;#২৫২৪;#২৫০৩; #২৪৬৮;#২৪৭৬;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৭৯;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩;- #২৪৭০;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০; #২৪৭০;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৪;#২৪৫৬;#২৪৯৫;#২৪৮০;#২৪৯৫; #২৪৭৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭২;#২৫০৭;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৭;#২৪৭২;#২৫০৯;#২৪৮৮;#২৪৯৫;#২৫২৭;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৮৬;#২৪৩৪;#২৪৮৮;#২৪৯৪; #২৪৭৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৯;#২৫০৭;#২৪৫৫;#২৫০৯;#২৪৭৯;#২৪৬৮;#২৪৯৪; #২৪৮০;#২৪৯৪;#২৪৫৪;#২৫০৩;! #২৪৫৩;#২৪৯৫;#২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩;? #২৪৪৭;#২৪৩৯; #২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩;-
    #২৪৭২;#২৪৯৫;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৮;#২৫০৩;#২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৭০;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;।।।

    '#২৪৭৮;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৭;#২৪৮৭;' #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৪৫৩; #২৪৫৮;#২৪৮২;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৫০৩; #২৪৮২;#২৪৯৪;#২৪৮২;#২৪৭২; #২৪৭৫;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৭৯;#২৫০৩; #২৪৬০;#২৪৯৬;#২৪৭৬;#২৪৭২; #২৪৭৪;#২৪৭০;#২৫০৯;#২৪৭১;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮০; #২৪৫৮;#২৪৮০;#২৫০৯;#২৪৫৮;#২৪৯৪; #২৪৫১; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৫০৩; #২৪৬০;#২৪৯৬;#২৪৭৬;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৭৭;#২৫০৩;#২৪৬৮;#২৪৮০; #২৪৭০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৯;#২৫০৩; #২৪৭০;#২৪৮০;#২৫০৯;#২৪৮৬;#২৪৭২; #২৪৫৮;#২৪৮০;#২৫০৯;#২৪৫৮;#২৪৯৪;- #২৪৬৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৮৮;#২৫০৯;#২৪৭৫;#২৪৯৭;#২৪৬৩;#২৪৯৫;#২৪৬৮; #২৪৫৩;#২৪৮০;#২৪৬৮;#২৫০৩; #২৪৫৫;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;/ #২৪৪৮; #২৪৮৮;#২৪৭৬; #২৪৫৮;#২৫০৭;#২৪৫৪;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৯;#২৫০৩; (#২৪৭৮;#২৪৭১;#২৫০৯;#২৪৭৯;#২৪৭৬;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;, #২৪৪১;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;#২৪৭৬;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;, #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪;।।। #২৪৭২;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৭৮;#২৪৭৬;#২৪৮০;#২৫০৯;#২৪৫৫;) #২৪৮৯;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৫;#২৪৮০;-#২৪৭২;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৫;#২৪৮০; #২৪৫৩;#২৪৮০;#২৪৬৮;#২৫০৩; #২৪৫৫;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৫৮;#২৪৯৪;#২৪৮২;#২৪৫৩; #২৪৫৫;#২৫০৮;#২৪৬৮;#২৪৭৮; #২৪৫৬;#২৫০৭;#২৪৮৭; '#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৫;#২৪৫৩;#২৪৬৩;।।।#২৪৯৪; #২৪৫৩;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;/#২৪৭১;#২৪৮০;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৩৭;#২৪৮০;#২৫০৯;#২৪৬৯;#২৪৯৪;#২৫১০; #২৪৭৮;#২৪৭২;#২৪৫৫;#২৫২৪;#২৪৯৪; #২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩;' #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; '#২৪৩৭;#২৪৬৮;#২৪৯৬;#২৪৭৬; #২৪৫৮;#২৪৬৮;#২৪৯৭;#২৪৮০;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩;' #২৪৮২;#২৪৯৪;#২৪৮২;#২৪৭২; #২৪৫৮;#২৪৮০;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৫০৩;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৯;#২৪৮০;, #২৪৬৮;#২৪৬৯;#২৪৯৪; #২৪৮২;#২৪৯৪;#২৪৮২;#২৪৭২;#২৫০৩;#২৪৮০;(#২৪৬৮;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০;) #২৪৬০;#২৪৯৬;#২৪৭৬;#২৪৭২;-#২৪৭০;#২৪৮০;#২৫০৯;#২৪৮৬;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; '#২৪৭৬;#২৪৯৪;#২৪৩৩;#২৪৫৮;#২৪৯৪;-#২৪৭৮;#২৪৮০;#২৪৯৪;, #২৪৬৩;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৩; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৪;, #২৪৭৪;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৪;#২৪৭৪;#২৫০৭;#২৪৮৭;#২৪৫৩;#২৪৬৮;#২৪৯৪;#২৫২৭;'- '#২৪৬৮;#২৪৯৫;#২৪৮২; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২; #২৪৫৬;#২৪৬৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮২; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;', #২৪৫৬;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৪;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৮০;#২৪৭৬;#২৪৯৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৯;#২৪৮০;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩;#২৪৮০; #২৪৭০;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৪; #২৪৭৯;#২৪৬৮;#২৪৯৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৯;#২৪৮০;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৯; #২৪৬৪;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৭;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৮৯;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪;, #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৬৪;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৭;#২৪৮০; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩;- #২৪৩৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৬;#২৪৯৫;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪;#২৪৮৮;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৪৮৬;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৬; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৪৫১; #২৪৭৬;#২৪৬৩;#২৫০৩;, #২৪৮৮;#২৫০৩; #২৪৬০;#২৪৭৮;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৮৯;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪;, #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৬০;#২৪৭৮;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৮৯;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪; - #২৪৭৯;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৮২;#২৪৯৪;#২৪৮২;#২৪৭২;#২৪৫৩;#২৫০৩;, #২৪৮২;#২৪৯৪;#২৪৮২;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৩৮;#২৪৫৪;#২৫২৪;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৬০;#২৪৭৮;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৬; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৮০;/#২৪৫৪;#২৪৯৪;#২৪৬০;#২৪৭২;#২৪৯৪; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; '#২৪৭৮;#২৪৫১;#২৪৫৩;#২৪৯৭;#২৪৭৫;', #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; #২৪৬০;#২৪৭৮;#২৪৯৫; '#২৪৭০;#২৪৯৪;#২৪৭২;' #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৬৩;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;, #২৪৭৪;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৪;#২৪৭৪;#২৫০৭;#২৪৮৭;#২৪৫৩;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;- #২৪৬৮;#২৫১০;#২৪৫৬;#২৪৬৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;#২৪৩৯; #২৪৩৮;#২৪৫৫;#২৪৯৪; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৫;#২৫০৭;#২৫২৪;#২৪৯৪; #২৪৭৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৯;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮; #২৪৮৮;#২৪৯৮;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;/#২৪৭০;#২৪৯৯;#২৪৮৬;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩;, #২৪৫৫;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৫০৩;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৯;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;, #২৪৩৯;#২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৭৬;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৪৭;#২৪৩৯; #২৪৭৬;#২৫০৭;#২৪৬১;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭; #২৪৭৯;#২৫০৩;- #২৪৫৩;#২৪৮২;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৪;#২৪৩৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;/#২৪৭৪;#২৪৮৬;#২৫০৯;#২৪৫৮;#২৪৯৫;#২৪৭৮; #২৪৭৬;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩;#২৪৮০; #২৪৬০;#২৪৭৮;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;, #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৭; #২৪৬০;#২৪৭৮;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৮;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৫;-, #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭;#২৪৬৩;#২৪৯৪; #২৪৪১;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৯;#২৪৯৫;, #২৪৮৮;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯; #২৪৭৪;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৪;#২৪৭৪;#২৫০৭;#২৪৮৭;#২৪৫৩;, #২৪৭৯;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৩৮;#২৪৬৪;#২৪৯৪;#২৪৮০;#২৫০৭; #২৪৫৩;#২৪৯৫; #২৪৪২;#২৪৭২;#২৪৭৬;#২৪৯৫;#২৪৩৪;#২৪৮৬; #২৪৮৬;#২৪৬৮;#২৪৫৩;#২৫০৩;#২৪৮০; #২৪৬৮;#২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৬৯;#২৪৯৫;#২৪৬৮; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৮০;#২৫০৩;#২৪৭২;#২৫০৩;#২৪৮৮;#২৪৯৪;#২৪৩৩;#২৫২৭; #২৪৪১;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২;, #২৪৩৯;#২৪৪১;#২৪৮০;#২৫০৭;#২৪৭৪;#২৪৯৫;#২৫২৭; #২৪৪১;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৯;#২৪৯৬; #২৪৪৮;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮৯;#২৫০৯;#২৪৭৯; #২৪৭৯;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৭৭;#২৫০৩;#২৪৬৮;#২৪৮০; #২৪৬৬;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৫;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭৯;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৫৫;#২৫০৯;#২৪৮০;#২৪৮৯;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩;#২৪৮৮;#২৪৭৬; #২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৫২৭;#২৪৯৫;#২৪৬২;#২৫০৯;#২৪৫৮;#২৪৯৭; #২৪৬০;#২৪৭৮;#২৪৯৫;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;, #২৪৪১;#২৪৬৪;#২৪৬৮;#২৪৯৫; #২৪৪১;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;#২৪৮৬;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;#২৪৬৭;#২৪৯৬; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭৮;#২৪৭১;#২৫০৯;#২৪৭৯;#২৪৭৬;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮; #২৪৮৬;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;#২৪৬৭;#২৪৯৬; #২৪৬৮;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৭৯;#২৫০৩; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৮৮;#২৪৯৭;#২৪৭০;#২৪৯৮;#২৪৮০;-#২৪৫৩;#২৪৯৭;#২৪৭০;#২৪৯৮;#২৪৮০; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৮৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৬; #২৪৭৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৫;#২৪৮২;, #২৪৮৮;#২৫০৩; #২৪৭৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৫;#২৪৮২;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮৬;#২৪৯৪;#২৪৭৪;#২৪৯৪;#২৪৮৬;#২৪৯৫;, #২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৮০;#২৪৯৪;#২৪৮২;#২৫০৩;- #২৪৩৭;#২৪৮৮;#২৪৮৯;#২৪৯৫;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৭;#২৪৯৭;#২৪৬৮;#২৪৯৪;, #২৪৬০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৭৪;#২৪৯৪;#২৪৬৮; #২৪৮৯;#২৪৬৪;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩;, #২৪৩৭;#২৪৮৮;#২৪৯৪;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৫;#২৪৮০;#২৪৯৭;#২৪৭০;#২৫০৯;#২৪৭১;#২৫০৩; #২৪৩৮;#২৪৮০;#২৫০৩;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৮৮;#২৫০৯;#২৪৮০;#২৫০৭;#২৪৬৮;, #২৪৫৮;#২৫০৭;#২৪৮০;#২৪৯৪; #২৪৮৮;#২৫০৯;#২৪৮০;#২৫০৭;#২৪৬৮; #২৪৫৮;#২৪৮২;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;, #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৩;#২৪৮৭; #২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮৬;#২৫০৯;#২৪৭৯; #২৪৭৬;#২৪৯৪; #২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;, #২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬১;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০; #২৪৭০;#২৪৯৭;#২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৪৯৪;#২৫২৭;, #২৪৮০;#২৪৫৭;#২৪৫৮;#২৪৫৭;#২৫২৭;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৪;#২৫০৮;#২৪৫৯;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪;, #২৪৭২;#২৪৯৪;#২৪৫৫;#২৪৯৪;#২৪৮২; #২৪৭৪;#২৪৯৪;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪;- #২৪৫৩;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৭; #২৪৭৯;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৮;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৫৮;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৭;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৬; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২; #২৪৮৮;#২৫০৩; #২৪৮৮;#২৪৭৬; #২৪৩৮;#২৪৪১;#২৪৮২;-#২৪৭৬;#২৪৯৪;#২৪৪১;#২৪৮২; #২৪৭০;#২৪৮৬;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;, #২৪৭০;#২৪৮০;#২৫০৯;#২৪৮৬;#২৪৭২;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৮৯;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৫০৩; #২৪৭০;#২৪৯৪;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৬৩;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;, #২৪৭৪;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৪;#২৪৭৪;#২৫০৭;#২৪৮৭;#২৪৫৩;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;- #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; (?)- #২৪৫৫;#২৫০৮;#২৪৬৮;#২৪৭৮;, #২৪৮৮;#২৪৯৭;#২৪৭২;#২৪৯৬;#২৪৮২;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৬৮;#২৪৭২; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৭৬;#২৪৫৩;#২৪৯৮;#২৪৮২; #২৪৭৯;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৬;#২৪৬৮;#২৫০৩; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;#২৪৭২; #২৪৮৮;#২৫০৩; #২৪৫৮;#২৪৯৫;#২৪৮৯;#২৪৯৮;- '#২৪৫৩;#২৪৮২;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;'#২৪৮০; #২৪৩৭;#২৪৫৫;#২৫০৯;#২৪৮০;#২৪৮৮;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৭;#২৪৮৭;#২৫০৩;#২৪৮০;#২৪৯৪; !!!
    (#২৪৪৭;#২৪৮৮;#২৪৭৬; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬; #২৪৮০;#২৪৯৪;#২৪৬০;#২৪৭২;#২৫০৪;#২৪৬৮;#২৪৯৫;#২৪৫৩;, #২৪৪৮;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮৯;#২৪৯৪;#২৪৮৮;#২৪৯৫;#২৪৫৩; #২৪৭৬;#২৪৯৫;#২৪৫৮;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৫;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৬; #২৪৮০;#২৪৯৪;#২৪৫৪;#২৫০৩;, #২৪৮২;#২৪৯৪;#২৪৮২;#২৪৭২; #২৪৫৩;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪;#২৪৯৫;#২৪৬৮; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৭০;#২৫০৩;#২৪৭৬;#২৪৭০;#২৫০৩;#২৪৭৬;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭২;#২৫২৭;, #২৪৩৯;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৪; #২৪৭৪;#২৪৯৮;#২৪৮০;#২৪৬৭;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৬;#২৪৭২;#২৪৯৫;#২৪৫১; #২৪৭২;#২৫২৭;- #২৪৭৯;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৯;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৭৬;#২৪৮৮;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;, #২৪৭৯;#২৪৯৪; #২৪৩৯;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৯; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৭৬;#২৪০৪; #২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৫০৩;#২৪৭৮;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৭;#২৪০৪; #২৪৩৮;#২৪৭৮;#২৪৬০;#২৪৭২;#২৪৬৮;#২৪৯৪; #২৪৪৮; #২৪৬৪;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৭;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৫২৪;#২৪৯৫; #২৪৫৩;#২৫০৩;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৯;#২৪৮০;#২৪৯৫;#২৪৫৩; #২৪৮৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪;#২৫১০;#২৪৬৩;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৩৭;#২৪৭২;#২৪৯৭; #২৪৫৩;#২৪৯৫; #২৪৭৪;#২৪৮০;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৭; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২; #২৪৬৮;#২৪৯৭;#২৪৮২;#২৫০৯;#২৪৭৯;#২৪৭৮;#২৪৯৭;#২৪৮২;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩;#২৪০৪; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭১;#২৪৯৭; #২৪৮০;#২৪৫৭;#২৪৭৮;#২৪৯৪;#২৪৫৪;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬; #২৪৪৭;#২৪৩৯; #২৪৩৮;#২৪৭৮;#২৪৮০;#২৪৯৪; #২৪৫৩;#২৫০৩;#২৪৩৩;#২৪৭০;#২৫০৭; #২৪৭৮;#২৪৭১;#২৪৭৬;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০;#২৪০৪; #২৪৫৩;#২৫০৩;#২৪৭২;#২৪৭২;#২৪৯৪;, #২৪৩৮;#২৪৭৮;#২৪৮০;#২৪৯৪; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৭১;#২৫০৯;#২৪৭৯;#২৪৭৮;/'#২৪৭৮;#২৪৭১;#২৫০৯;#২৪৭৯; #২৪৬০;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০;' #২৪৭৮;#২৫০৩;#২৪৮০;#২৪৯৭; #২৪৮০;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪;#২৫২৭; #২৪৮০;#২৪৭৬;#২৪৯৬;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৭;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩; #২৪৭৯;#২৪৭০;#২৪৯৫; '#২৪৭৫;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৮৯;#২৫০৩;#২৪৭৬;'#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৫০৩; (#২৪৮৮;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৭৮;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৯;#২৪৬৮;#২৪৯৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৯;#২৪৮০;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৭;#২৪৫৪;#২৫০৩; #২৪৮২;#২৪৯৪;#২৪৮২;#২৪৭২; #২৪৫৩;#২৫০৩; #২৪৭৫;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৮৯;#২৫০৩;#২৪৭৬; #২৪৮৮;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৮;#২৫০৭;#২৪৭০;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৪; #২৪৮৯;#২৫২৭;) #২৪৬০;#২৫২৪;#২৪৯৪;#২৫২৭;#২৫০৩; #২৪৭৪;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৫৮;#২৪৯৪;#২৫২৭;#২৫০৩;, #২৪৭৮;#২৪৯৫;#২৪৮২;#২৫০৩;#২৪৬১;#২৪৯৭;#২৪৮২;#২৫০৩; #২৪৮০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩; #২৪৭০;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৫; #২৪৬৮;#২৫০৭; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৩৮;#২৪৮০;#২৫০৭; #২৪৫৩;#২৪৬৮;#২৪৫৩; #২৪৭০;#২৪৯৫;#২৪৭২;- #২৪৭০;#২৪৯৫;#২৪৭২;#২৪৫৫;#২৪৯৭;#২৪৬০;#২৪৮০;#২৪৯৪;#২৪৭২; #২৪৮৮;#২৪৮৯;#২৪৬০; #২৪৮৯;#২৫২৭;#২৪০৪;)

    #২৪৪৭;#২৪৫৪;#২৪৭২; #২৪৫৫;#২৫০৮;#২৪৬৮;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০;#২৫০৩; #২৪৬০;#২৪৯৫;#২৪৬০;#২৫০৯;#২৪৬২;#২৪৯৪;#২৪৮৮;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৪; #২৪৭০;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;, #২৪৪৭;-#২৪৮২;#২৪৯৪; #২৪৬৮;#২৫০৭;#২৫২৭;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৪৭;#২৪৭৮;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৪; #২৪৫৫;#২৪৯৭;#২৪৭০;#২৫০৯;#২৪৭০;#২৪৯৪;(#২৪৮৮;#২৪৯৪;#২৪৮৯;#২৪৮৮;) #২৪৫৩;#২৫০৩; #২৪৭০;#২৪৯৫;#২৪৮২;?

    #২৪৪১;#২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮; #২৪৪৭;#২৪৮৮;#২৪৭৬; #২৪৭০;#২৪৯৫;#২৪৫৩;#২৪৪১;#২৪৮২;#২৫০৯;#২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩; #২৪৩৭;#২৪৭২;#২৫০৩;#২৪৫৩; #২৪৩৭;#২৪৭২;#২৫০৩;#২৪৫৩; #২৪৪৭; #২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬; #২৪৩৮;#২৪৮০;#২৫০৯;#২৪৬৩;-#২৪৫৩;#২৪৯৪;#২৪৮২;#২৪৫৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৭;/#২৪৭০;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৪;#২৪৫১; #২৪৭৬;#২৫০৩;#২৪৫৪;#২৫০৭;#২৪৮৬; #২৪৮৯;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩;#২৪০৪; #২৪৪৮; #২৪৭৪;#২৪৮৬;#২৫০৯;#২৪৫৮;#২৪৯৫;#২৪৭৮; #২৪৭৪;#২৪৯৪;#২৫২৪;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৭; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩;#২৪৩৯;#২৪০৪;
    #২৪৪৭;#২৪৩৯; #২৪৫৫;#২৫০৩;#২৪৮২; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭০;#২৪৯৯;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৩; #২৪৬০;#২৪৮০;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৬; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭০;#২৪৯৫;#২৪৫৩;, #২৪৩৮;#২৪৮০;#২৫০৩;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৩৭;#২৪৬৮;#২৪৯৫; #২৪৩৭;#২৪৬৮;#২৪৯৫; #২৪৫৫;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৭৪;#২৪৯৮;#২৪৮০;#২৫০৯;#২৪৬৭; #২৪৭০;#২৪৯৫;#২৪৫৩; #২৪৮৯;#২৪৮২;#২৫০৭; #২৪৮২;#২৪৯৪;#২৪৮২;#২৪৭২; #২৪৭৫;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৫৫;#২৪৯৪;#২৪৭২; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪০৪; #২৪৮৮;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৪;#২৪৮৮; #২৪৩৮;#২৪৬০;#২৪৫৩;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৬৮;#২৫০৭; #২৪৬৮;#২৫০৭;#২৪৮২;#২৪৯৪; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৭;#২৪৫৩;#২৪০৪;

    #২৪৭৭;#২৪৬৭;#২৪৯৫;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৬; : #২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৭৮;#২৪৯৫;#২৪৭৬;#২৫০৩;#২৪৭২;#২৪০৪; #২৪৪৭;#২৪৭৮;#২৪৭২; #২৪৮৯;#২৪৯৭;#২৪৬৩;#২৪৮৯;#২৪৯৪;#২৪৬৩; #২৪৬০;#২৪৯৭;#২৫২৪;#২৫০৩; #২৪৭৬;#২৪৮৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯;#২৪০৪; #২৪৮৮;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৯;#২৪৭৮; #২৪৭০;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৩৯; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৯;#২৪৭৮; #২৪৮৬;#২৫০৭; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪; #২৪৮৯;#২৪৯৪; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৭;#২৪৭১;#২৪৯৫;#২৪৫৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৩৮;#২৪৮০; #২৪৪১;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৬;#২৪৮০;#২৫০৯;#২৪৬৭; #২৪৮৯;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৪;#২৪৩৯;#২৪০৪; #২৪৭৯;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; '#২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;' #২৪৭৬;#২৪৮২;#২৪৮২;#২৫০৩; #২৪৫৩;#২৪৮০;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৫০৩;#২৪৭৪;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৮৮; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৭৬;#২৪৮২;#২৪৭৬;#২৫০৩;- #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;, #২৪৬৮;#২৫০৩;#২৪৯৪;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৮;#২৫০৭; #২৪৫৮;#২৫০৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৭;#২৪৩৯; #২৪৭২;#২৪৯৪;#২৪৩৯;, #২৪৬৪;#২৪৯৭;#২৪৮২;#২৪৯৫; #২৪৫৪;#২৪৯৭;#২৪৮২;#২৫০৩; #২৪৩৮;#২৪৮৮;#২৪০৪; #২৪৭৬;#২৪৮২;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩; #২৪৭০;#২৪৮০;#২৫০৯;#২৪৮৬;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;, #২৪৭৬;#২৪৯৪; #২৪৩৮;#২৪৮০;#২৫০৭; #২৪৭৪;#২৫০৮;#২৪৮০;#২৪৯৪;#২৪৬৭;#২৪৯৫;#২৪৫৩; #২৪৮৬;#২৪৭৬;#২৫০৯;#২৪৭০; #২৪৬০;#২৪৯৭;#২৫২৪;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩;#২৪০৪; #২৪৫৮;#২৪৯৪;#২৪৬৩;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৫;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৭২;#২৫২৭;, #২৪৫৩;#২৪৮২;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৪;#২৪৩৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪; #২৪৭০;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২;#২৪০৪; #২৪৬৮;#২৪৯৭;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;, #২৪৮৮;#২৪৯৪;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯; #২৪৮২;#২৫০৭;#২৪৫৩;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৪০৪; #২৪৩৭;#২৪৭৭;#২৪৯৫;#২৪৬০;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩;#২৪৮০; #২৪৬৪;#২৫০৩;#২৪৮২;#২৪৯৪; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৮২;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৮৯;#২৫২৭; #২৪৭০;#২৪৮০;#২৫০৯;#২৪৮৬;#২৪৭২;#২৪০৪; #২৪৩৮;#২৪৮০;#২৫০৯;#২৪৬৩;-#২৪৫৩;#২৪৯৪;#২৪৮২;#২৪৫৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;-#২৪০৪; #২৪৫৩;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৭; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৮;#২৫০৭; #২৪৮৮;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৪;#২৪৩৯;।।।
    #২৪৪৭;#২৪৫৪;#২৪৭২; #২৪৮৮;#২৫০৩; #২৪৮৯;#২৪৮২;#২৫০৩; #২৪৭৬;#২৪৮৮;#২৫০৩; #২৪৫৮;#২৪৬৩;#২৪৭৪;#২৪৬৩; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪;, #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৫৬;#২৫০৭;#২৪৩৩;#২৫১০; #২৪৫৬;#২৫০৭;#২৪৩৩;#২৫১০; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৭;#২৪৫৫;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৮২;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৬৭;#২৫০৩;/#২৪৫৩;#২৪৯৯;#২৪৭৪;#২৪৯৪;#২৫২৭; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৬;#২৪৮২;#২৫০৩;#২৪৫৩;#২৫২৭;#২৫০৩; #২৪৭০;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪; #২৪৬৮;#২৪৭৬;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫;#২৪৮০;#২৫০৯;#২৪৭০;#২৪৯৫;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৭১;#২৪৮০;#২৫০৩; #২৪৭১;#২৪৮০;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৪;, #২৪৩৭;#২৪৭২;#২৫০৩;#২৪৫৩; #২৪৭৬;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৮০; #২৪৩৮;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৪;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৫০৯;#২৪৭৯;#২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;-#২৪০৪; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৪৭;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৯;#২৪৯৪;#২৪৮২;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৪; #২৪৭৮;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭৮;#২৪৬৮; #২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৪৭;#২৪৩৯; #২৪৭৯;#২৪৯৪;-#২৪০৪; #২৪৩৮;#২৪৮০;#২৫০৭; #২৪৫৩;#২৪৯৫; #২৪৭৯;#২৫০৩;#২৪৭২; #২৪৭৬;#২৪৮২;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৬;, #২৪৭৬;#২৪৯৪; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৩৮;#২৪৮০;#২৫০৭; #২৪৮৮;#২৪৮৯;#২৪৬০;#২৫০৩; #২৪৩৮;#২৪৮০;#২৫০৭; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭; #২৪৭০;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩; #২৪৭৯;#২৫০৭;#২৪৫৫;-#২৪৭৬;#২৪৯৫;#২৪৭৯;#২৫০৭;#২৪৫৫; #২৪৭০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৪০৪; #২৪৭৯;#২৪৯৪;#২৪৩৯;#২৪৮৯;#২৫০৭;#২৪৫৩;, #২৪৮৯;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৫;#২৫২৪;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৪;#২৪৩৯; #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৯; #২৪৩৮;#২৪৮০; #২৪৭১;#২৫০৮;#২৪৬০;#২৫০৯;#২৪৬০;#২৪৫১; #২৪৭২;#২৪৯৪;#২৪৩৯;#২৪০৪; #২৪৮০;#২৪৮৮;-#২৪৫৩;#২৪৮৭;-#২৪৭৯;#২৪৭০;#২৪৯৭;-#২৪৭৮;#২৪৭১;#২৪৯৭;#২৪৮০; #২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৫০৩;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭৪;#২৪৯৭;#২৫২৪;#২৪৯৫;#২৪০৪;

    #২৪৭৪;#২৫০৩;#২৪৭২;#২৫০৯;#২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪;
  • J | 117.18.231.16 | ০৬ ডিসেম্বর ২০১০ ০৫:২৭467287
  • ১। হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।অএবূক।ওম/#!/জিশুমোহম্মদ/পোস্‌ত্‌স/১৩৬৬৬২৯৯৩০৫৪৫৫০

    ২। হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।অএবূক।ওম/হোমে।ফ্‌প?স্ক=গ্রৌপ্‌১৭৫১২৯২৮২৫০৫০২৬রে=নোতিনোতি্‌ত=গ্রৌপ্‌অতিইত্য
  • I | 14.96.129.120 | ০৬ ডিসেম্বর ২০১০ ০৫:৪৭467309
  • যা: ! পুরো ঘেঁটে গেছে !!!
  • I | 14.96.129.120 | ০৬ ডিসেম্বর ২০১০ ০৫:৪৮467209
  • ভালোই হয়েছে। নইলে তক্কো শুরু হয়ে যেত, আসল লেখাটা আর হত না।
  • d | 14.96.148.136 | ০৬ ডিসেম্বর ২০১০ ০৮:২০467220
  • পাতাটা এমন ভচকালি ক্যামনে?
  • I | 14.99.2.118 | ০৬ ডিসেম্বর ২০১০ ০৯:৪৩467224
  • আমি না। ঐ যীশু'র কাজ।
  • I | 14.96.154.78 | ০৬ ডিসেম্বর ২০১০ ২২:১৩467225
  • পেয়েছি এক ভাঙা নৌকা, জনম গেল ছেঁচতে পানি
    ----------------------------------------------

    এতক্ষণে পাঠক ও দর্শকরা বুঝতে পেরেছেন যে এবার থেকে ন্যারেটিভ চলবে লালন সম্পর্কিত চালু একটি লোকবিশ্বাসকে মান্যতা দিয়ে। তার তেমন মাথাব্যথা নেই ইতিহাস নিয়ে; তাতে প্রামাণ্যতার কী ক্ষতি হয়, সে একটা প্রশ্ন বটে, কিন্তু সে প্রশ্নকে এখনকার মত দেয়ালে ঝুলিয়ে রেখে সিনেমাটি (সম্ভবত: উপন্যাসটিও-আমি সেটি পড়িনি) তার নিজের টানা গন্ডিতে নিজের ঠিক করা নিয়মেই খেলতে শুরু করে দেবে।
    এবং এই স্টোরি লাইন, সকলেরই টুকটাক জানা, আমি পুনরাবৃত্তি করে পাপ বাড়াব না-যতদূর ঝাপসা ও প্রমাণহীন হতে হয়-কেননা খচড়ামিপ্রবণ ইতিহাস লালনের জীবনের গোড়ার এক ভারভার্তিক অংশ গিলে খেয়ে বসে আছে। হজমই করে ফেলেছে একপ্রকার বলা যায়। এবং লালনউৎসাহীরা জানেন, সেই সুযোগে কুয়াশার মত ঘনিয়ে উঠেছে লালনের ব্যক্তিপরিচয় নিয়ে বাদবিসম্বাদ; কেউ বলে তিনি জন্মগত ভাবে হিন্দু, পদবী কর, মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম মাধব, জন্ম কুষ্ঠিয়া জেলার ভাঁড়ারা গ্রামে। কেউ বলেন, লালন জন্ম-মুসলমান, নিবাস যশোহর। অতীব রোচক লাগে এই সব বাহাস, সেই মানুষের জীবন ও জাতধর্ম নিয়ে, যিনি গানে-গানে বলে গেছেন জাতের অসারতার কথা-হাতে পেলে জাত পোড়াতাম আগুন দিয়ে। আর ভাবতে ভালোই লাগে, ব্যক্তিগত বেদনার আঁচ লেগে লাল হয়ে উঠেছিল জাতপোড়ানো ঐসব গান। সেখান থেকে হয়তো কিছুটা মান্যতা পেয়ে যায় লালন নিয়ে এইসব গল্পগাছা-মিথ নির্মাণ।
  • I | 14.96.154.78 | ০৬ ডিসেম্বর ২০১০ ২২:৪৯467226
  • কে বানাইল এমন রং মহলখানা
    ----------------------------

    তবে কিনা এইসব হল অ্যাকাডেমিক প্রশ্ন, তার চেয়েও বড় প্রশ্ন জাতধর্মের-আইডেন্টিটির রাজনীতির। আমারও সেসব শুনতে-শোনাতে বয়েই গেছে। আমি শুধু অবাক হয়ে দেখি তরুণ লালনের ভূমিকায় ঐ অদ্ভুত রূপবান সদ্যযুবক জিশানকে-আহ্‌, কী রূপ, যেন তরুণ যীশু, জেরুজালেমের প্রান্তর ছেড়ে, ডুমুর গাছ, খেজুর বীথি ছেড়ে বাংলার মাঠে-বিলে নেমে এসে বড় বেশী বিস্ময়াপন্ন হয়ে পড়েছে। চাঁদনী রাতে ঘোড়ার পিঠে বউকে নিয়ে ঘুরে বেড়াতে তার ভালো লাগে, পুনা মাছের ঝাঁক বিলে লাফিয়ে উঠলে তার বিস্ময়, সাঁইজীর গান সে একবর্ণও বুঝতে পারে না, তবু তার ঘোর লাগে। ব্যধিঘোর, রূপমগ্নতার ঘোর। (আ মোলো যা, মগ্নতা একসঙ্গে লেখা যায় না কেন !) আলেখকে সে চেনে না, তবু অবিরত ঈশারায় আলেখ তাকে ডাক দিয়ে যায়, স্বপ্নে-জাগরণে। গানে গানে।

    গানে গানে ছেয়ে রয়েছে এ চলচ্চিত্রের আজব ক্যানোপি, কেননা লালন, কেননা বাংলাদেশ। এটি একটি সুদৃশ্য মিউজিক্যাল, কিঞ্চিৎ দীর্ঘ, আড়াই ঘন্টা লম্বা, তাতে কখনো হয়তো চলচ্চিত্রধর্মের ক্ষতি হয়, আমি অত বুঝিটুঝিও না। তবে সত্যি কথা বলব? আমার ভালো লাগে। এত অজস্র গান, এমন অসাধারণ গলায় গাওয়া, আমি আপত্তির কোনো কারণ দেখি না। হয়তো আরো কিছু কঠোর এডিটিং প্রয়োজন ছিল-হয়তো কিছু টুকরোটাকরা বাদ দেওয়া যেত, এমনকী একটা-দুটো গানও, বিশেষ করে অন্তরা চৌধুরী ও অন্যান্যদের গাওয়া বৃন্দগানটি - যা সিনেমার জাঁরের সঙ্গে ঠিক মেলেনা; তবু। তবু এই আড়াই ঘন্টা পথ আমি ক্লান্ত না হয়ে লালন সাঁইয়ের সঙ্গে হাঁটি।

    লোকে কেন বলেন, সব শেষ হয়ে এসেছে? কেন বলেন, কোনো বাউল নেই, কোনো বাউল নেই? আহা, আমি যে স্বকর্ণে শুনে এলাম আব্দুল লতিফ শাহের গলার সেই প্রাণমাতানো গান, ফরিদা পারভিনের ঐ গায়কী, গোলাম ফকির, আরমান ফকিরের গলা, সৌরভের গান। নবনীদাস বাউল নেই, নেই সনাতন দাস, ননীবালা, বাউল মনমোহন, ব্রজবালা, রাধারাণী। আমি এঁদের কারো গান শুনবার সুকৃতি করে ধরায় আসি নি। তবুও, যা পাই, তাই বা কম কী! আমার সেই শান্তিনিকেতনের বর্ষাদুপুরের অচিন ফকিরকে মনের মধ্যে নিয়ে বেড়াই, এখনো ইচ্ছে হলেই মনের রেকর্ডারে প্লে টিপে শুনি - খাঁচার ভিতর অচিন পাখী কমনে আসে যায়। যতবার ইচ্ছে শুনি, রিওয়াইন্ড করি, আবার শুনি। আর শিউরে উঠি, যখন অবিকল ঐ একই সুরে, একই গায়কীতে আব্দুল লতিফ শাহকে গাইতে শুনি - তারে ধরতে পারলে মনোবেড়ী দিতাম তার পায়।
  • hu | 12.34.246.72 | ০৬ ডিসেম্বর ২০১০ ২৩:২১467227
  • পোসেনজিতের বই এলেই ইন্দোদাদা হামলে পড়ে দেখে। শুধু নিজে দেখে তা না, এমনি করে লেখে যে যারা সে লেখা পড়ে তাদেরও না দেখে গতি থাকে না। এটাও দেখতে হবে। কি কপাল! :-(
  • I | 14.96.154.78 | ০৬ ডিসেম্বর ২০১০ ২৩:৫০467228
  • জিশানের কথা আগেই বলেছি, এবার বলব প্রসেনজিতের কথা। এই অভিনয় সত্যি তাঁর জীবনের এক মাইলফলক হয়ে রইল। কাগজেপত্তরে যে পড়লাম, এই রোলে অভিনয়ের জন্য উনি দীর্ঘ কয়েকমাস জগৎসংসার-পরিবারের সঙ্গে একরকম বিচ্ছিন্ন হয়ে দিন কাটাতেন, তা বোধ হয় অতিরঞ্জন নয়। বোধ হয় অতিরঞ্জন নয় এই কথা, যে উনি রাতের পর রাত মোমবাতির শিখার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতেন, লালন সাঁইয়ের চোখে সেই মগ্ন-উদাসীন দৃষ্টি ফুটিয়ে তুলবার জন্য। সেই অদ্ভুত চাউনি সত্যি দেখতে পেলাম সেলুলয়েডের লালন সাঁইয়ের চোখে, যা দৃষ্টিপথের সামনে থাকা মানুষ-আসবাব-নদী-নারী-গাছপালাকে একইসঙ্গে বিদ্ধ করে, আবার তাকে ছাড়িয়ে মিলিয়ে যায় কোন সুদূর উদাসের দিকে।
    লালন বাউল না ফকীর, জানি না। কিন্তু গানে গানে লোকে জেনেছে লালন সকলের আগে একজন মানুষ। অর্ধেক বলা হল - একজন কবি। বড়মাপের কবি। লালনের সেই কবিরূপ খুলে দেওয়ার জন্য কাকে সালাম দেব জানিনা, গৌতম ঘোষ না সুনীল গঙ্গোপাধ্যায়কে। সেই কবি, এই দুনিয়াদারির অদ্ভুত রূপে সে মানুষ কেমন পাগলপ্রায়। হাঁসেদের দলবদ্ধ পুকুরে ঝাঁপ দেওয়াতে সে রূপ দেখতে পায়, সর্ষেক্ষেতে, ধানমাঠে, জলার উপর দিয়ে সারবাঁধা বকের উড়ালে সে বোবা হয়ে যায় বিস্ময়ে। নারীতে সে রূপ দেখে, জলে দেখে, আকাশে। কত রাত সে চাঁদ দেখে দেখে কাটিয়ে দেয়, দেখা আর ফুরোয় না। নদীজলে চাঁদের আলোর সেই তীব্র ভেঙে যাওয়া, জগতের এই নূর, তার ঔজ্জ্বল্যে তার চোখ ধাঁধিয়ে যায়। অন্তরে সে শিশু এক, কেননা কবি। লালনের সেই বিস্ময়ের আঁচ আমি টের পাই ঐ গানখানাতে-কে বানাইল এমন রং-মহলখানা ! যে দেশে ঈশ্বর নেই, ভান্ড-ব্রহ্মান্ড নেই-আছে শুধু এক অনন্তমহলা রংয়ের দেশ, আর তার রংঘোর লেগে অন্ধ হয়ে যাওয়া বিহ্বল নফর।
  • I | 14.96.154.78 | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:৩৯467229
  • খুব মানিয়েছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রোলে প্রিয়াংশু চ্যাটার্জিকে। লম্বা, তীক্ষ্ণ নাক, গমগমে গলা, মেক আপের দৌলতে দেখতেও জ্যোতিরিন্দ্রপ্রতিম (এইটুকু বলেই জ্যোতিরিন্দ্রের থেকে এখনকার মত বিদায় নিই, কেননা জ্যোতিরিন্দ্র-প্রসঙ্গে আমার আরো কিছু বলবার আছে, পরে আসছি সেকথায়)। পদ্মাবতীর রোলে চম্পা, সিরাজ সাঁইয়ের রোলে আসাদ অ্যাজ ইউজুয়াল অসাধারণ; গোলাপীর ভুমিকায় তাথৈ-র অভিনয় একদম ঠিকঠাক, কিন্তু ঐ মুখ কে বেছে আনলো? অমন শান্ত, গ্রামীণ, আর্কিটাইপাল "বাংলার- বধূ' মুখ ! অবাক করেছেন শান্তিলাল, কী ফাটাফাটি অভিনয়টাই না করেছেন হরিনাথ মজুমদারের (কাঙাল হরিনাথ) ভূমিকায়; অথচ স্কোপ যে বিরাট একটা কিছু ছিল, তা-ও নয়। মৌলবী সাহেব, পন্ডিতমশাই - ছোট ছোট সব রোল-অথচ কী অসাধারণ রেন্ডিশন। কাকে ছেড়ে কাকে ধরি।
    কিন্তু পর্দা জুড়ে বোমার মত ফেটে পড়েছে যে চরিত্রটি সে হল কালুয়া; কালুয়ার চরিত্রে চঞ্চল চৌধুরী। এই মানুষটিকে যেন অভিনয় করতেই হয়নি কখনো, সহজাত কবচ-কুন্ডলের মত অভিনয়ক্ষমতাকে সঙ্গে নিয়েই সে জন্মেছে। এখনো শুনতে পাই কালুয়ার সে গলা-দোস্ত !

    আমায় হতাশ করেন পাওলি দাম। অনেক চেষ্টার পরেও দিনশেষে পাওলির মুখেচোখে লেগে থাকে শহর; ঐ প্লাক করা ভ্রু-যুগলে, প্লাক করা বাহুমূলে জেগে থাকে শহর। ভ্রু প্লাক করা দেখি ভানুমতীরও। আসাদের দাড়ি দেখে কোথাও কোথাও নকল ধরা পড়ে। ক্লান্ত লাগে লালনের সঙ্গে ময়ূরীর কথা চালাচালি, সাথে সিরাজ সাইঁয়ের বক্তৃতা। কৃত্রিম লাগে, আরোপিত মনে হয়। মানুষ এ ভাষায় কথা বলে? ময়ূরী চরিত্রটিকেই পুরো উদ্ভট মনে হয়, যেন একজন ক্লান্তিহীন স্বভাব স্বৈরিণীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চলমান বাউলের যাত্রাপার্টি।
  • I | 14.96.154.78 | ০৭ ডিসেম্বর ২০১০ ০০:৫২467230
  • সস্তা লাগে কোথাও কোথাও প্রতীকের ব্যবহার। যেমন হিন্দু ও মুসলমান জনতার দঙ্গল একই সাঁকো বেয়ে দুই ভিন্ন দিক থেকে এসে মুখোমুখি হয় অথচ মাঝখানে থাকে অলঙ্ঘনীয় ফাঁক; উদ্দেশ্য কী? না, লালন ফকিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। রচনা বইয়ের প্রতীকী সাঁকোকে জ্যান্ত করতেই হবে, অতএব নড়বড়ে সাঁকোর উপরে দলেদলে লোক জমায়েত হয়, কেননা গোটা গ্রামে আর তো কোথাও বিচারসভা-সালিশি মজলিশ বসানোর জায়গা নেই।
    অথবা, হাঙ্গামা'র সময় পুরুতমশায় ও মৌলবীসাহেবের একসঙ্গে হাত ধরাধরি করে ছুটে পালানোর দৃশ্য। বালখিল্যই লাগে আমার। কিন্তু আধ হলঘর দর্শক হাসিতে ফেটে পড়ে। তাহলে তো তির ঠিক জায়গাতেই লেগেছে!
  • I | 14.96.86.189 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৩:০৩467231
  • হ্যাঁ, সিনেমাটোগ্রাফি নিয়ে কিছু না বললে খুব, খুব অবিচার হবে। গৌতম ঘোষের ক্যামেরা নিয়ে নতুন তো কিছু বলার নেই; আজ অবধি আমি গৌতমের কোনো সিনেমার - সে যতই খাজা হোক - খারাপ সিনেমাটোগ্রাফি দেখি নি। এখনো চোখে ভাসে 'পদ্মানদীর মাঝি'-র সন্ধ্যানদীর রং, যেখানে সারি সারি নাওয়ে পিদ্দিম জ্বলে উঠছে নীল-বেগুনী-কালো-লাল-অজস্র রংয়ের রায়টের ব্যাকড্রপে। এ সিনেমাতেও ক্যামেরা সেই লেভেলের। তার সাথে অসাধারণ সব লোকেশন। চিলাপাতার জঙ্গলের আলো-রোদ-কুয়াশা, বাংলাদেশের নদীর সমুদ্রসম্ভব বিস্তার, খুব ভালো সেট-এ সবই সিনেমাটির বৈভব।
    আলো বলতেই মনে পড়ে গেল আলোর অদ্ভুত ব্যবহার। অসাধারণ সব আলো ধরেছেন গৌতম, ক্যামেরায়। বিকেলের মরা আলো, কুয়াশার অস্ফুট-আধোস্ফুট আলো, মেঘের দিনের চুঁইয়ে পড়া আলো - আলো দেখে পাগল-পাগল লাগে। কুয়াশা অনেকবার এসেছে সিনেমায়, এবং বড্ড বেশী মানিয়ে গেছে। লালনের জীবন-ব্যক্তিগত ও সামাজিক, তাকে ঘিরে কুয়াশা, বাউলের গোপন সাধনপ্রণালী, তার এক কুয়াশা-কুয়াশা ছাড়া এ ছবি সম্ভব হত না একেবারে। আর এসেছে নদী। এসেছে নৌকা। কত অজস্র ভাষায় লালন ও তাঁর সহপথিক বাউল-ফকিরেরা দেহতরী আর ভবনদীর কথা বলে গেছেন, সে কথা তো কারো অজানা নয়।
  • tatin | 70.177.55.6 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৩:১৪467233
  • অসাধারণ, অসাধারণ, এই রিভিউটা যেন বাকি সব তর্ক, তঙ্কÄ-তথ্য নিয়ে মারামারির ইচ্ছেগুলোকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল।

    আরেকটা জিনিস হঠাৎ মনে হল, সুনীল সম্ভাবত: কাহ্নপা কে নিয়েও এরকম একটা গল্প লিখেছিলেন, সেটাও একদিন সিনেমা হলে পারে।
  • I | 14.96.86.189 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৩:২১467234
  • ইতিহাসের নটে গাছ শুরুতেই মুড়িয়ে রেখেছিলাম আমি, সিনেমার বকলমে। কিন্তু এখানে-সেখানে ইতস্তত: ইতিহাসের ফেকড়ি তা-ও বেরিয়েছে। লালনের সঙ্গে দেখ করতে এসেছেন, "গ্রামবার্তা প্রকাশিকা"র সম্পাদক হরিনাথ মজুমদার (যিনি কাঙাল হরিনাথ নামে অধিক প্রসিদ্ধ, ফিকিরচাঁদ ভনিতায় গান লিখতেন, হরি দিন তো গেল সন্ধ্যা হল-যাঁর রচনা), সঙ্গে মীর মশাররফ হোসেন (বিষাদসিন্ধু'র রচয়িতা)। লালনের সঙ্গে তাঁদের সখ্য দেখানো হয়েছে, যা অবশ্যই ইতিহাসের সত্য। এসেছেন লালন শিষ্য দুদ্দু শা-গগন হরকরার প্রসঙ্গ। নদী পারাপার করার কালে কালুয়া গেয়ে ওঠে দু-এক কলি রামপ্রসাদী। আমার মনে পড়ে যায় লালনের অন্তত: একটি গানে রামপ্রসাদী সুরের চলনের কথা, যা আমি সিনেমাটি দেখবার আগে, এই সেদিন ইউটিউবে আবিষ্কার করি ফরিদা পারভিনের গলায়। সেই গানটির প্রামাণ্যতা সম্বন্ধে আমায় সেদিন নি:সংশয় করেছিলেন সম্বিতদা ও কেসি, তাঁদের এই সুযোগে ধন্যবাদ জানাই। আমার মত গোলা লোক সেদিন অবাক হয়েছিল বিস্তর।
  • jodumodu | 117.18.231.3 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৪:২৭467235
  • .. (মানলাম)- গৌতম ঘোষ ভালো মানের চলচ্চিত্রকার। গুটিকয় নির্মাণ তাইতো বলে। আর তার নির্মাণের হিড়িক এ পর্যায় এসে দু'ই বাঙলায় কতগুলো চক্ষুর আবদারও হয়ত মিটায়। ম্যালা গুনাগুন আছে/থাকতেই পারে। কলকব্জা নাড়ালে কতসব দৃশ্যের কারিগর তিনি। সেসব 'সিনেমা... নির্মাণ বিষয়ক, যন্ত্রের খুটিনাটি' আচ্ছা-সাচ্ছা সিনেমাঅলার/করিয়ের বিচারে কি হবে তা যেমন আন্দাজ করা যায়/যাচ্ছে, তেমনি এও অনুমেয় যারা শিল্প-সাহিত্যের নমুনা জীবন-যাপনে আঁকিবুকি করে, আর্ট-কালচার করে বেড়ায় তাদের বাকভঙ্গি/দৃষ্টিভঙ্গি/মননভঙ্গি- সর্বসাকুল্যে চিন্তন পদ্ধতির কাছে শেষ পর্যন্ত একজন চলচ্চিত্রকার গৌতম ঘোষ কোন কোন পরিমাপকে তুল্যমূল্যে গুরুত্ব পাবেন-। সাথে আছে অতিঅবশ্যই দু'বাঙলার অতি আদর-সমাদার পাওয়া ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়। এ মহাত্মাদের এই 'মনের মানুষ' রচনা ও নির্মানে বাঙ্গালি তথা দেশী মানুষের অর্জিত বিদেশী চোখে, আর বিদেশীদের চোখে 'লালন' নামক কোন এক জীবনচরিত কেমন দেখাচ্ছে, কি করম করে দেখতে শেখাচ্ছে, এবং গ্রহন করতে বলছে সে কারসাজিটা যদিবা কারো চৌক্ষে পড়ে তবে দেখা যাবে- দাদার দাদাঘিরি ফলানোর মুন্সিয়ানাটা বেশ প্রশংসা পবার যোগ্যতা রাখে! কিভাবে? এই ভাবে-
    নিম্মেপ্রদত্ত...

    'মনের মানুষ' নামক চলচ্চিত্রে লালন ফকিরের যে জীবন পদ্ধতির চর্চা ও তার সে জীবনের ভেতর দিয়ে যে দর্শন চর্চা- তাকে প্রস্ফুটিত করতে গিয়ে/ ঐ সব চোখের কাছে (মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এবং... নিন্মবর্গ) হাজির-নাজির করতে গিয়ে পরিচালক গৌতম ঘোষ 'খানিকট...আ কল্পনা করে/ধরে নিয়ে অর্থাৎ মনগড়া ভাবে' এবং 'অতীব চতুরতার সাথে' লালন চরিত্রের কেন্দ্র, তথা লালনের(তাহাদের) জীবন-দর্শনের 'বাঁচা-মরা, টিকে থাকা, পৃষ্ঠপোষকতায়'- 'তিল পরিমান ঘটনাকে তাল পরিমান করে', ঘুরিয়ে প্যাচিয়ে রবীন্দ্রনাথের দাদা যতীন্দ্রনাথ ঠাকুর সাথে দেখা হওয়া, মানে ঠাকুর পরিবারের সাথে- আবার শিল্পসাহিত্যের প্রভাবশালী পরিবারও বটে, সে জমিদার পরিবারের সাথে দেখা হওয়া, মানে জমিদারের সাথে দেখা হওয়া - যারা লালনকে, লালনের আখড়াকে তাদের জমিদারী তালুকের কর/খাজনা থেকে 'মওকুফ', এবং জমি 'দান' করে টিকিয়েছিল, পৃষ্ঠপোষকতা দিয়েছিল- ত্‌ৎঘটনাকেই আগা থেকে গোড়া পর্যন্ত সূত্রে/দৃশ্যে, গল্পের কেন্দ্র বানিয়ে, ইনিয়েবিনিয়ে এই বোঝালো যে- কলিকাইত্যা/পশ্চিম বঙ্গের জমিদার, ভালু জমিদার আরকি-, কিছুটা উদারপন্থি, সাহিত্য পৃষ্ঠপোষক, যারা আঠারো কি ঊনবিংশ শতকের তথাকথিত একটা রেনেসাঁয় উদার হয়েছেন, ইউরোপিয় উদারপন্থী ঐতিহ্য যাদের ভেতর ঢুকে গেছে বা যারা গ্রহন করেছে সেসব ক্ষয়িঞ্চু জমিদার, উঠতি উচ্চশ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী তাদের যে একটা সুদূর-কুদূর প্রসারী ফলাফল, সে ফলাফলের পাশাপাশি, সমান্তরালে- অসহিষ্ণুতা, জাতপাত হঠাতে, অসাম্যতার বিরুদ্ধে আরেকটা স্রোত, চোরা স্রোত চলছিল, মানে যা বিশেষ ভাবে প্রকাশ্য বা সমাদার, সমাঝদার দুনিয়ায়, রঙচঙয়ের কাছে পৌছাচ্ছে না, নাগাল পাচ্ছে না- কিন্তু যেখাটায় মুক্তচিন্তার অস্তিত্ব ছিল সে সব আউল-বাউল দশাকে, দর্শনকে মুক্তহস্তে দান করে টিকিয়ে, পৃষ্ঠপোষকতা দিয়েছিল- কারা (?)- গৌতম, সুনীলের মতন মানবকূল যে বাটীতে থাকেন সে চিহূ- 'কলিকাত্তা'র অগ্রসর মানুষেরা !!!
    (এসব বেশ বেশ রাজনৈতিক, ঐতিহাসিক বিচারের গুরুত্ব রাখে, লালন কল্পিত কোন দেবদেবতা নয়, ইচ্ছা পূরণের কোন কাহীনিও নয়- যে তারে নিয়ে যেখানে সেখানে বসিয়ে, যা ইচ্ছে তাই বানিয়ে যাব। ক্ষেমতা দেখাবো। আমজনতা ঐ ঠাকুর বাড়ি কেন্দ্রিক সাক্ষাৎটাকে অনু কি পরমানু পরিমান তুল্যমুল্যে থেকে দেখে। শুধু রঙমাখিয়ে দেখার স্বভাব এই আমরা কেঁদো মধবিত্তের। কেননা, আমরা আমাদের মধ্যম/'মধ্য জাতের' মেরু রক্ষায় রবীবাবুদের সাথে যদি 'ফকির সাহেব'দের কে (সিনেমায় যতীন্দ্রনাথের মুখে লালন কে ফকির সাহেব সম্মোদন করা হয়) জড়ায়ে প্যাচায়ে, মিলেঝুলে রেখে দিতে পারি তো আমাদের আরো কতক দিন- দিনগুজরান সহজ হয়।)

    এখন গৌতমেরে জিজ্ঞাসা করা দরকার, এ-লা তোয়ারে এমিক্কা গুদ্দা(সাহস) কে দিল?

    উপরিক্ত এসব দিকউল্লেখ্যে অনেক অনেক এ দেশী আর্ট-কালচার করিয়ে কাকু/দাদুরাও বেখোশ হতে পারে। ঐ পশ্চিম পাড়াতো হবেই।
    এই গেল আমার দৃষ্টিতে জরুরী একটা দিক, আরেকটা অতি অতি গুরুত্বপূর্ণ দিক হলো লালন ফকিরের গান নিয়ে। সে বাহাস আজকের মতো তোলা থাকুক।

    ভণিতা পর্ব : ক্ষমিবেন। এমন হুটহাট জুড়ে বসার জন্য। সিনেমাটা প্রথম দিনেই প্রথম শো দেখেছিলাম। হা দেখলাম। দেখার অধিক আমি আর উত্তীর্ণ হতে পারি নাই। যাহাকে আবার 'দেখা' বললে কর্তারা ক্ষেপে যাবার চান্স আছে। বলবে- মানে, তেআমার তো চোক্ষুই নাই, ঠুলি খুলে আস। বলতে হবে দর্শন করলাম, বা আরো পৌরাণিক শব্দ জুড়াতে হবে। চাট্টিখানি কথা নয়, কলিকাইত্যা দাদারা বানিয়েছেন। তুচ্চ, সামান্য লোকে দেখে মাত্র। অভিজাত্যের ঠেলা থাকলে সেটা হয় দর্শন। আর্ট-কালচার করিয়ে-। কিন্তু আমার তো সেটা নাই...
    এখন সে হলে বসে চটপট করাটা, মনে মনে ঘোঁৎ ঘোঁৎ করাটা ভগবানের কল্যাণে/কৃপায় কিছুটা বলেকয়ে দিতে পারলাম। তবে নির্দিষ্ট করে ধরে ধরে বলা না, অনেক বিস্তর আলাপের ব্যপার-। আমি এখানে আমার হাল্কা মতামত জানালাম এই যা-। আরো কি যেন বলা বাকী, বা কথা গুলো আরো সহজে আরো কিছু দিকের সাথে যোগ-বিযোগ দিয়ে বলার ছিল। যাইহোক, হাতের কাছে বিড়ি নাই তাই আর ধৌজ্জও নাই। রস-কষ-যদু-মধুর ক্ষেতা পুড়ি।

    পেন্নাম।
  • Blank | 170.153.65.102 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৪:৫১467236
  • জদুমদুর সমস্যাটা বুঝলাম না !! ঠাকুরবাড়ি?
  • d | 14.96.135.191 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৫:১৫467237
  • আব্বার 'যতীন্দ্রনাথ ঠাকুর'??? কপিপেস্টের কি মহিমা মাইরী!!

    ও মশাই যীশুবাবু(নাকি জোদুমোদু?), আপনাকে যে ভাটিয়া৯তে বলে দিল সবাই উনি 'যতীন্দ্রনাথ' নন 'জ্যোতিরিন্দ্রনাথ'।
  • saikat | 202.54.74.119 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৫:২৩467238
  • তাও তো আবার একটা তর্ক আছে যে রবিবাবু লালন ফকিরের খাতা নিয়ে এসে ফেরত দেননি !
  • i | 124.168.40.13 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৬:২৮467239
  • বড়াইএর নিবিড় মায়াময় লেখনী । যোদুমোদুর ঈষৎ রাগী গদ্য- রুক্ষ কিঞ্চিৎ-একটা অন্যরকম টান আছে লেখায় । বড়াইএর আলাপ শেষ হয় নি এখনও-এরপরে বিস্তারে যাবেন।ওদিকে যোদুমোদু শুরু থেকেই উদ্দাম ঝালায়। এই তুমুল বৈপরীত্যের যুগলবন্দীর বড় আশ্চর্য স্বাদ। প্রত্যাশায় রইলাম।
  • Manish | 59.90.135.107 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:০৮467240
  • মাইরি বলছি যদুমদুর লেখাটাকে পুরো চন্দ্রীলাগ্রস্ত মনে হলো। মগজে খটাম খটাম করে কিছু বাংলা শব্দ ঢুখলো যার মানে বুঝতে পারলাম না একেবারেই।
  • kd | 59.93.255.0 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৭:১০467241
  • ওটা বোধহয় 'জ্যোতিরিন্দ্রনাথ'এর বাংলাদেশী বানান। না, ফাজলামো না - সেদিন ইটিভি-বাংলায় 'দুর্গোতি' বানান দেখে কমপ্লেন করতে সুমেরু বল্লো, ওটা ঠিক আছে, বাংলাদেশী অভিধান অনুসারে। তা এটাও তো তাই হ'তে পারে।

    ওই যেমন ইংরিজি আর অ্যামেরিকান বানান।
  • d | 14.96.17.252 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৮:০৪467242
  • বাংলাদেশের কোন ডিকশনরী কেডি?
  • I | 14.96.127.42 | ০৭ ডিসেম্বর ২০১০ ১৯:৫৭467244
  • যদুর লেখায় কিছু সত্যি অবিশ্যি আছে। তবে কিনা-----না:, এখন তক্কো করবো না, তক্কো করলে লেখাটা ঘেঁটে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন